কবি মল্লিকা সেনগুপ্তকে আমার প্রণাম। আর বিশিষ্ট বাচিক শিল্পী মেধা বন্দোপাধ্যায়কে অভিনন্দন। এমন অসাধারণ কবিতা ও আবৃত্তি ক্ষীনকায় মানুষের দেহে প্রাণ ফিরে আসবেই। উভয়ের জন্য শুভ কামনা রইলো। 10:27
মেধার এমন আবৃত্তি মন পাগল করে দেয়, এমন সুন্দর আত্মনিবেদন, ভাবাই যায় না, অনেক অনেক শুভেচ্ছা রইল,
@jaharlalpore9975 Жыл бұрын
বাচীক শিল্পী হিসেবে মেধাকে জানাই শতশত কুরনীশ, অপূর্ব
@manikbhattacharya63742 жыл бұрын
সত্যিই আমি বাকরুদ্ধ। আমি জানতাম না এই কবিতাটা জানতাম না। যখন মেধার কন্ঠে এই কবিতাটির আবৃত্তি শুনলাম , আমি কি বলবো, অনেকক্ষণ অমি কোথায় যেন হারিয়ে গেছিলাম। অপুর্ব কবিতা, তার থেকেও বড় মেধার PRESENTATION......... আরও আরও শুনতে চাই তোমার কন্ঠে আবৃত্তি। কি করে কর মা এত সুন্দর কবিতা পাঠ........ আনেক অনেক উন্নতি কামনা করি........
@nikhilchandramalakar57548 ай бұрын
অসাধারণ বাচনভঙ্গি, অতীত যেন এই কন্ঠে আবার জেগে উঠলো, এই ভাবে আরও মেধার বিকাশ হোক,,,,,, ধন্যবাদ তোমাকে,,।❤❤❤
@nanditapal75634 ай бұрын
শুনি শুনি কেবল শুনি। অমন দীপ্ত মায়াময় গলা আর দীপ্তিময় কলম কবি মল্লিকা সেনগুপ্তর। বড় তৃপ্তি। বড় শান্তি। বড় পাওয়া। বড় আপন ছায়া। 🍁🌻
@manoranjanghosh1445 Жыл бұрын
অসাধারণ পরিবেশন। মুগ্ধ হয়ে শুনলাম। যিনি লিখেছিলেন সেই মল্লিকা সেনগুপ্ত কে স্মরণ করি। চোখের জল বাঁধ মানছে না।
@debibanerjee52435 ай бұрын
শুধুই একটু আনন্দ অশ্রুপাত করার জন্য এই কবিতাটি বারবার শুনি। প্রণাম মল্লিকাদি । প্রণাম মেধা বন্দ্যোপাধ্যায়।🙏🙏
@mitra55278 ай бұрын
হাজার হাজার বার শুনেছি তাও যেন এই কবিতাটি যতবার শুনি, স্তম্ভিত হয়ে যাই। মল্লিকা সেনগুপ্তকে প্রণাম জানাই আমার 🙏🙏💐💐.. আর মেধার যতোই প্রশংসা করি, কম পড়ে যায় ❤🙏💐
@manishankarmridha52074 жыл бұрын
মেধার তুলনা মেধা ই । অসাধারণ বাচনভঙ্গি । আমরা সবাই মুগ্ধ । তোমাকে জানাই হৃদয়ের গভীর ভালোবাসা। আর মল্লিকা সেনগুপ্ত আমাদের সবার প্রিয়। তাঁর জন্য আমরা গর্বিত।
@mrinalini96563 жыл бұрын
kzbin.info/www/bejne/nqm8ipWQa76AjtU
@mrinalsikder2236 Жыл бұрын
অসাধারণ আপনার আবৃত্তি মুগ্ধ করেছে বাংলা ভাষা ও বাঙালির প্রাণ।
@alavu263 Жыл бұрын
মনে হচ্ছে তোমার আবৃত্তির জন্যই এই কবিতা লেখা হয়েছে। খুবই ভালো উপভোগ করলাম। ধন্যবাদ দিদি আমি সৌদি আরব থেকে আলাউদ্দিন শেখ
@namitachakraborty5084 Жыл бұрын
অপূর্ব লাগল। যে রকম লেখা সে রকম আবৃত্তি। মন ভরে গেল। মেধা, তুমি আরো ভালো ভালো কবিতা recite করে শোনাও।
@sushantasaha606712 күн бұрын
এই কবিতার কোন তুলনা নেই।কোন প্রশংসাই যথেষ্ট নয়।অসাধারণ।
@manirulzaman7346 Жыл бұрын
বাহ!চমৎকার আবৃত্তি! মনটা জুড়িয়ে গেল।
@dr.hiranmaypurkayastha26553 жыл бұрын
সত্যি মেধা দি, আপনার আবৃত্তির যতই প্রশংসা করা যায়, শুধু মনে হয় কিছুই যেন প্রকাশ করে বলে উঠতে পারলাম না। আপনি চরিত্রের এতো বেশী গভীরে ডুবে যান.. সেজন্যই চরিত্রটা জীবন্ত হয়ে উঠে। অসাধারণ লাগলো আপনার এই আবৃত্তি। আরো অনেকের মত আমিও আপনার আবৃত্তির একজন গুণগ্রাহী ভক্ত।
@anupamajana39092 жыл бұрын
Hii
@ajitkumarpal-writer98982 жыл бұрын
মেধার কন্ঠ আপ্লুত করে হৃদয়ের তটভূমি । ভাসিয়ে নিয়ে যায় আবেগের খরস্রোতা কুলে । কবিতা জীবন্ত হয়ে হাত ধরে । শ্দ্ধা কবি ও কাব্যপাঠিকা'কে ।
@mohidulislam69542 жыл бұрын
মেধার মেধাবী কিছু পাওয়া স্বাভাবিক! কিন্তু অবাক করার অনুমতি মেধাকে দেওয়া হয়নি ! কবি কে চিনতাম না তবে পড়েছিলাম সুন্দর! বাংলাদেশ নামক একটা দেশ আছে সেখানে অনেক অনুরাগী আছে সুন্দর হোক পথ!
@nanditabasu76922 жыл бұрын
¹
@goutambanerjee7250 Жыл бұрын
Krishna kripa karun
@pujaslifestyle86716 жыл бұрын
অসাধারণ হৃদয়স্পর্শী আবৃত্তি এবং কবিতা। আপনি নতুন করে জানাতে পারলেন ভারতবর্ষে আধুনিকতা এবং নারীচেতনার ছোঁয়া লেগেছে। অসাধারণ!
অসাধারণ! যেমন কবিতা, তেমনি তার আবৃত্তি! অশেষ ধন্যবাদ, মেধা বন্দ্যোপাধ্যায়।
@pradipbiswas24483 жыл бұрын
অপূর্ব।অপূর্ব।বেঁচে থাকুন অসহায় মা'দের জন্য।কবিতা পাগলদের জন্য।নারী-পুরুষ বৈষম্য দূর করার জন্য। পুরুষ তোমাকে দেখে বলুক, মা আমার,জননী আমার বলে ডাকুক।---------------
মল্লিকার বাসে আমরা সবাই কমবেশি আসক্ত কিন্তু তাইতে যদি ' মেধা ' যুক্ত হয় তখন আসক্তি থেকে আকণ্ঠ নিমজ্জিত হয়ে চোখ বন্ধ করে মহাভারত কালে পৌঁছে দ্রৌপদীর কঠিন প্রশ্নের শানিত জবাব পাওয়ার চেষ্টা করি। এক কথায় 'মেধা' তুমি লা-জবাব। তুমি যখন দ্রৌপদীর কথায় সোচ্চার হচ্ছিলে মনের ভিতরে এক অদ্ভুত অনুভূতির সঞ্চার হচ্ছিল। যেমন মল্লিকার কলম তেমনই তোমার কণ্ঠের চলন; দুয়ে মিলে মিশে একাকার। অনেক ভালবাসা নিয়ো। ধন্যবাদ।
@tandrammukherjee36122 жыл бұрын
কবির লেখনীকে মূর্ত করার, অসাধারণ ক্ষমতা: ঈশ্বর নিজে তোমায় দান করেছেন। শাশ্বত হোক তোমার এই পরম সম্পদ। সুস্থ থেকো প্রতিদিন দেহে ও মনে: জীবনের দীর্ঘ চলার পথে।
@santwanaganguly3248 Жыл бұрын
O
@monikadan10512 жыл бұрын
অসাধারণ,চোখে জল ,কণ্ঠ যেনো আগুন ছড়ালো,বলার মত ভাষা পাচ্ছিনা
@minumandi98182 жыл бұрын
কতবার শুনেছি।তবু আরো শুনতে ইচ্ছে করে।তুমি অসাধারণ মেধা।ভালোবাসা তোমাকে।
@zahidulislam-qz9in2 жыл бұрын
কোন প্রশংসায় যথেষ্ট নয়। যেমন কবিতা তেমনি আবৃত্তি। অসাধারণ দিদি।
চোখে জল ধরে রাখা গেল না। অপূর্ব। আপনার কবিতা বার বার শুনতে ইচ্ছে করে। আমার প্রিয় শিল্পী আপনি।
@mrinalini96563 жыл бұрын
kzbin.info/www/bejne/hnnMnWmherhoeZo
@depalibiswas38452 жыл бұрын
Didi apnar fh.nambar deben
@mantupadadas7064 жыл бұрын
অসাধারণ আবৃত্তি ও অসাধারণ কবিতা। চ্যানেলকে ধন্যবাদ এটি উপহার দেওয়ার জন্য।
@mrinalini96563 жыл бұрын
kzbin.info/www/bejne/nqm8ipWQa76AjtU
@abantikadas36896 ай бұрын
অপূর্ব অসাধারণ🙏🙏
@SHYAMALBANDYOPADHYAY3 жыл бұрын
আপনার পরিবেশন করা কবিতা আবৃত্তি এক অদ্ভুত শিহরণ জাগায় মনে। যত ভালো কবিতা, তত ভালো আপনার বাচন ভঙ্গি ও কন্ঠের জাদুকরি ওঠা নামা। আশ্চর্য হয়ে যাই আপনার স্মৃতি শক্তি দেখে, এত বড় একটা কবিতা কি অনায়াসে আবৃত্তি করে গেলেন। দারুন, অনবদ্য।👌👌🙏🙏
@sandipabhattacharya69982 жыл бұрын
মেধার কবিতা শুনলে এতটাই গভীরে ঢুকে যাই যে মন কে বাস্তবে ফিরিয়ে আনতে সময় লাগে....আমার অসম্ভব প্রিয় একজন শিল্পী....❤️🙏🏼❤️
@dr.suchandramitrachaudhury96072 жыл бұрын
অসাধারণ! যেমন লেখনি তেমন পাঠ। মুগ্ধ হয়ে গেলাম।👌👌👌
@-kanthokakali36743 жыл бұрын
আমি স্তম্ভিত...... এই মুহূর্তে আর কিছু লেখার ক্ষমতা নেই..... কবি মল্লিকা সেনগুপ্তকে প্রণাম.... আর আপনার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা...... আমি আপ্লুত
@pritydas72042 жыл бұрын
অসাধারণ লেখা এবং আবৃত্তি। আমি মুগ্ধ,আমি স্তম্ভিত।
@debibanerjee52432 жыл бұрын
অসাধারণ। কিছু বলার ভাষা হারিয়ে গেছে।
@ritamondal26863 жыл бұрын
Kijy sundor kore apni bolyn ❤️❤️ R dekhty ki oporupa apni ❤️❤️❤️
@debibanerjee5243 Жыл бұрын
এই আবৃত্তি কতবার আপনার কণ্ঠে শুনেছি বলতে পারব না। এমন অনুভূতি প্রবণ নিবেদন দুর্লভ। প্রণাম জানাই।
@tanusrisarkar8297 Жыл бұрын
যতবার ভগবানের লীলার কথা শুনি,ততবার চোখ অশ্রুসিক্ত হয়।
@dantesengupta62194 жыл бұрын
মল্লিকা সেনগুপ্তের কলমনিঃসৃত " দ্রৌপদীর কাতর আর্তির প্রকাশ " -- তোমার অনির্বচনীয় বাচনিক কন্ঠস্বরে ও ভঙ্গিতে lucidly তার আবৃত্তি --- এককথায় অনবদ্য ।
@mrinalini96563 жыл бұрын
kzbin.info/www/bejne/nqm8ipWQa76AjtU
@ShibaniLodh-t5k Жыл бұрын
Ami mantro mugdher mato hoye sudhui Ber Ber sune jachi.....asadharon ....samostotai
@limonpaul87362 жыл бұрын
আহা ঘরে কৃষ্ণ এসে দাড়ালো শুনেই গা শিউরে ওঠে ❤️🙏
@debibanerjee52432 ай бұрын
যতবার শুনি ততবারই ভাল লাগে। প্রণাম ❤❤
@bharatigupta92613 жыл бұрын
এমন অসাধারন কন্ঠস্বর ই এই কবিতার উপযুক্ত।অনাবশ্যক আবহ নির্মাণে প্ৰকৃত আবৃত্তির রস উপলব্ধ হয় না।অবশ্য এটা আমার মত।যদি আপনি রবীন্দ্রনাথ এর "পথের বাঁধন" কবিতাটি আবৃত্তি করে শোনাতেন বড় আনন্দ পেতাম।
@samarpitachannel21723 жыл бұрын
Baje hoyeche bokar choda
@samaptiroy41933 жыл бұрын
বোন, তোমার আবৃত্তিতে আমার বান্ধবীর লেখা প্রাণপেলো। আমার মতে তুমি শ্রেষ্ঠা ও সুন্দর তোমার জয় হোক।এই দিদির কথা মনে রেখো ভালো থেকো।❤️❤️❤️❤️❤️
আমার বয়স পঁচাশী। ইউ টিউবের আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানগুলোই আমার সঙ্গী। আপনার আবৃত্তিগুলো একাধিক বার শুনি।ভালো লাগে। কয়েকটি তো খুবই ভালো লাগে। আর তাছাড়া আপনার আবৃত্তির সমালোচনা করার সাহস বা যোগ্যতা আমার নেই। শুধু জানতে ইচ্ছে করে আবৃত্তি আর অভিনয়ে তফাৎ কোথায়! দুটোতেই তো আবেগ আছ, কন্ঠস্বরের অভিব্যক্তি আছে- আছে আবহ-সংগীতের মুর্ছনা।
@IndrajitSajib3 жыл бұрын
নমস্কার, ভালো থাকবেন
@sahanatroop79242 жыл бұрын
বরাবরের মতো অপূর্ব অপূর্ব.. মল্লিকাদির কথা মানবী অভিনয় করার ও করাবার সৌভাগ্য লাভ করেছিলাম। 🙏
@laxmidebnath99612 жыл бұрын
Darun, darun,choke jal asegalo
@reflectivedice24072 жыл бұрын
Asadharan atuloniyo Lekhak o abrittikaar 🙏🙏👌👌
@kandarpasarma4110 Жыл бұрын
Your. Recitation is so impressing that easily comes tears from my eyes . thank u so much.
@reshmibhattacharya4213 Жыл бұрын
.
@clithkbmm Жыл бұрын
P
@madhabibanerjee86912 жыл бұрын
অপূর্ব, মুগ্ধ ❤❤
@sucharitagupta43553 жыл бұрын
যেমন কবিতা তেমন আবৃত্তি।অসাধারণ। ভাষাহীন।
@AnirudhyaMazumdar3 жыл бұрын
বহুদিন পরে আবার শুনলাম, ... সত্যিই একটা অদ্ভুত অনুভূতি হয়...
একজন পুরুষ হয়েও হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ❤️❤️❤️❤️
@ikbaalhasanmredha46723 жыл бұрын
Hi
@GanganarayanmaityGanga Жыл бұрын
Historical poet of our heart ,that's no doubt. It is surprise to preasention this poem by megha . God bless you.
@meindia399611 ай бұрын
mon chuye gelo.darun!
@manoramasadhu88393 жыл бұрын
এই কবিতার বিষয় এবং উপস্থাপনা দুটোই বেশ লাগলো।
@adyagooptu7406 Жыл бұрын
Asadharon Asadharon ❤
@ajoydutta3435 Жыл бұрын
Very very melodious voice & active expression. Exceptional MEDHA you are.
@biswanathkar4287 Жыл бұрын
অসাধারণ. বার বার শুনতে ইচ্ছা করে।
@biplabbiswas7705 ай бұрын
আজও যাদের কবিতা শুনেছি, তুমি সেরা.
@asifamibangladesh7 жыл бұрын
অসাধারণ অসাধারণ । যেমন কবিতা তেমন তার আবৃত্তি ।
@mrinalini96563 жыл бұрын
kzbin.info/www/bejne/nqm8ipWQa76AjtU
@anupamajana39092 жыл бұрын
Hii
@md.anayetkhan10373 жыл бұрын
দিদি এই সুন্দর সকালে তোমার কন্ঠে ঘুম থেকে জেগে উঠলো কিছু জীবন্ত লাশ। আবার হয়তো কোনো এক সন্ধায় দেখা হবে তোমার ভালো বাসায়। তোমাকে কোন ভাষায় ধন্যবাদ জানাবো। দিদি সব কিছু মিলিয়ে অপূর্ব।
@rabindutta72272 жыл бұрын
ঠিক বলেছেন আমি অবনত স্তম্ভিত। প্রণাম কবি ও পাঠিকাকে।
@shrabastimahanta63746 жыл бұрын
এত বার শুনেছি কবিতাটা তবুও প্রতিবার একই রকম অনুভুতি হয় .........