অসাধারন, ব্যান্ডিং বাংলাদেশ যতগুলো ভিডিও দেখেছি তার মধ্যে সর্বোচ্চ টপ লেভেলের বাস্তব গল্প। মাছ ধরলে বড়টা ধরতে হবে,দেওয়ার মালিক আল্লাহ। শুধু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া। পিছু লোকে কি বলল কিচ্ছু আসে যায় না। অসম্ভব লেভেলের অনুপ্রেরণা আমার হ্নদয়কে নাড়া দিয়েছে।ধন্যবাদ কিবরিয়া ভাই ও শাকির ভাইকে এত সুন্দর অনুপ্রেরণা মূলক জীবন পরিবর্তনের পথ দেখানোর জন্য।দু,জনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ আয়ু কামনা করছি।
@BizbonInfo5 күн бұрын
কিবরিয়া ভাই বলার ভাষা হারিয়ে ফেলেছি,, just mind blowing.... ভাই আপনার প্রত্যেকটা ব্র্যান্ডিং বাংলার এপিসোড এক একটা motivational কামানের গলার মত,,,এগুলো দেখেও যারা বসে থাকবে কিছু করার অর্ধেক না নিবে, তারা সত্যিই হতভাগ ।। ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া, এবং শুভকামনা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
@tanisdreamhouse2932 Жыл бұрын
সম্পুর্ন গল্পটি শুনে প্রচন্ড একটা আবেগ কাজ করছে।চোখের পানিতে সবকিছু ঝাপসা লাগছিল। একটি ম্যাসেজ হৃদয় ছোঁয়া মহান আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা অহংকারকারীকে পছন্দ করেন না মানে নিজের উপর ওভার কনফিডেন্স ঠিক নয়।এই শিক্ষাটা সত্যি উপলব্ধি করার মতো।আল্লাহর দরবারে নিজেকে যে সপে দেয়ার চেয়ে সুখের আর কি হতে পারে। আপনার জন্য সর্বাঙ্গীণ শুভকামনা।
@mdmanikhossain402 Жыл бұрын
আলহামদুলিল্লাহ..... ধৈর্য, পরিশ্রম এবং মহান আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে,,ইনশাআল্লাহ ভালো কিছু হয় এবং হবে।
@rabeyabegumbegum406211 ай бұрын
অভিনন্দন 💐💐💐 অবিশ্বাস্য !! মাশাল্লাহ….. মাশাল্লাহ …. গায়ের লোম দাঁড়িয়ে দিয়েছে, চোখের পানি এসে গিয়েছে। ধন্যবাদ, কিবরিয়া বাবাকে♥️
এটি একটি অসম্ভব সুন্দর ও সফলতার গল্প। যা থেকে শিক্ষা এবং অনুপ্রেরণা নেওয়ার অনেক কিছু আছে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর নিষ্ঠার সাথে কাজ করে কেউ কখনো ব্যর্থ হয় না, আপনি তার একটা জ্বলন্ত উদাহরণ। স্যালুট আপনাকে।
@muslimkidslifestyle6315 Жыл бұрын
এই ভাইয়ের সাথে আমারো একটা জায়গায় খুব মিল আছে। আমিও বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম। আমি আমার বান্ধুবীর বাসায় প্রাইভেট পড়তে যেতাম তখন এক সপ্তাহ যাবত বোরখার উপরে একটাই ওড়না পরে গিয়েছিলাম তখন বান্ধুবীর ছোট ভাই বলেছিলো আপু, আপনার কি একটাই ওড়না..? তখন আমার খুব ই খারাপ লাগছিলো। ঐ সময় টা খুব ই কষ্টে কেটেছে। শত কষ্টের মাঝেও এস এস সি তে আমিও জিপিএ ৫ পেয়েছিলাম আর সেটা একমাত্র আমিই। সেই বছর বিজ্ঞান বিভাগ থেকে একটাই এ প্লাস ছিলো আলহামদুলিল্লাহ।
@gamingjisan4457 ай бұрын
আপনি এখন কিসে। জব করুন
@ManjusreeBarua6 ай бұрын
ড
@rtt406 Жыл бұрын
আমার চোখে পানি চলে আসছে,,,যখন সে রেসাল্ট পেয়ে সাকসেস হয়ে ফ্যামিলির সাথে ইমোশনাল হয়েছে,,এটার সুখ আর কোথাও নেই।আল্লাহ আপনাকে নেয় হায়াত দান করুক।
@jonayetkobir9926 Жыл бұрын
আলহামদুলিল্লাহ, শাকির স্যারের কাছ থেকে ছাত্র হিসাবে টিউশনি পাওযার সৌভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ। তবে স্যারের জীবন কাহিনী এমন ছিলো জানা ছিলো না। অনেক কিছু জেনেছি, শিখেছি এই গল্প থেকে। বার বার গাঁ শিউরে উঠেছে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য এমন কাছে একজনের জীবন কাহিনী থেকে অনেক অনুপ্রেরণা পেলাম। আলহামদুলিল্লাহ
@alamin9077 Жыл бұрын
জুনায়েদ তোমার মনে আছে কি একটিভ কোচিং এর কথা। আমিও স্যারের একজন ছাত্র ছিলাম
@jonayetkobir9926 Жыл бұрын
@@alamin9077 হ্যাঁ, অবশ্যই
@esmailmiah9247 Жыл бұрын
ধধধধধ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
@taslimabegum2304 Жыл бұрын
একজন মানুষ তার কষ্টের মাঝে যখন আল্লাহ তায়ালা কে স্বরন করেন, তখন তার ধয্যোর পরীক্ষা নেন।আর যখনই আমরা আল্লাহ কে ভুলে যাই , তখনই মানুষ কে বিপদ দিয়ে মানুষ কে আল্লাহ তায়ালা তার রাস্তায় ফিরিয়ে আনেন। যে আল্লাহ কে সঠিক ভাবে চিনেন। তাকে আল্লাহ তায়ালা ঠিকই তার মর্যাদা ফিরিয়ে দেন।তবে এই ভাইয়ের প্রতি অনুরোধ রইল, আল্লাহ তায়ালা আপনাকে সার্থক করেছেন। জীবনে সৎ থাকার চেষ্টা করবেন। আল্লাহ তায়ালার কাছে চেয়ে নিতে সময় লাগলেও নিতে সময় লাগেনা। কাজেই জীবনে অসৎ টাকা উপার্জনের চেষ্টা করবেন না। দেশের হয়ে কাজ করবেন।
@vish629 Жыл бұрын
Tomake salute janai bhai
@shalinaakter8881 Жыл бұрын
অবিশ্বাস্য এক জীবন গল্প। পরিশ্রম মেধা উপরে উঠতে অবশ্যই সাহায্য করে । ধন্যবাদ কিবরিয়া ভাই কে মনের নিংড়ানো৷ কথা বের করে আনার জন্য। উভয়কেই ভালোবাসা।
@homosapiens354 Жыл бұрын
হার না মানা এক সংগ্রামী যোদ্ধার পররাষ্ট্র ক্যাডার হবার গল্প এটি।।বার বার ফেল করে ও স্বপ্ন ভেংগে গিয়ে ও নতুন করে স্বপ্ন দেখার গল্প এটি।।।অনেক দিন পরে ভালো একটা এপিসোড পেলাম
@Azizulhepue5 ай бұрын
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো
@monikhan2235 Жыл бұрын
কথাটি মনে গেঁথে গেল, হৃদয় ছুঁয়ে দিল... যে ব্যাক্তি তার সিকার কে ভোলে না সে কখনো অন্যায় করতে পারেনা বাস্তাব এবং চরম সত্যি কথা বলেছেন ❤
@taheraaktar1105 Жыл бұрын
❤q❤
@Komoal Жыл бұрын
শিকড়
@AVANGARE_DC_HOLLYWOOD_MOVE11 ай бұрын
এই গল্পটা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করলে যা হতে পারে এই ভাইয়ের ক্ষেত্রে তাই হয়েছে এজন্য সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে সর্বক্ষেত্রে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং তার সাহায্য চাওয়া।
@tahsinakarim11976 ай бұрын
পুরো ভিডিও টি দেখলাম শুনলাম। দুঃখ বেদনা খুশী শেষে আনন্দের কান্না আসছিল।বাবা আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করছি। আগামীর পররাষ্ট্র সচিব যেনো আপনার মতো জিনিয়াস লোক হয়।অনেক অনেক দোয়া রইলো।আল্লাহ আপনার সহায় হোন।
@mahbubhasan9825 Жыл бұрын
৪১ বিসিএস এর আমিও একজন ক্যান্ডিডেট ছিলাম। আমার বলা যায় প্রথম বিসিএস এইটা। আমি যখন ক্যাডার লিস্টে আমার রোল দেখেছিলাম আমিও সত্যি খুব অবাক হয়েছিলাম। অন্তত বিশ মিনিট কান্না করেছিলাম। আল্লাহর কাছে মাথা নত করে বারবার বলছিলাম তুমিই রিজিকের মালিক। বিসিএস যে কত আবেগ মিশ্রিত আকাঙ্ক্ষার ফসল যারা এই পথ পারি দেয় কেবল তারাই জানে।
@kmmk484 Жыл бұрын
ভাই দেশে এত বিসিএস জানতে ইচ্ছে হয় এত দুর্নীতি বাংলাদেশে কে করে। কে করার সুযোগ করে দেয়?
@UidyeIr7 ай бұрын
আমার বড় মেয়ে এখন অনাস ফাইনাল দিবে।আমার ইচছা বিসিএস বানাবো কি করলে ভাল হয় ভাল অপুদেশ চাই
@mahabub4767 ай бұрын
7i 7:03 j
@hashtagtakeshi Жыл бұрын
ভালোবাসা রইলো শাকির ভাই😊 ইনশাআল্লাহ একদিন আমিও সেই পর্যায়ে যাবো। ব্র্যান্ডিং বাংলাদেশের অতিথি হয়ে হাজারো যুবকের ইন্সপাইরেশন হবো।❤
@MahaHazari9 ай бұрын
inshallah ❤❤doa thaklo try koren
@syedkamrul75 Жыл бұрын
রিজিকের মালিক আল্লাহ। খুব ভালো লাগছে history টা। অনেক বার শুনবো এটা।
স্যার এর কথা শুনে আমি নিজেকে খুজতেছি এবং কান্না করতেছি।,,, হে মাবুদ
@DDF2173 Жыл бұрын
একজন মানুষ এতো সুন্দর করে তার জীবনের উত্থান পতন সবার সামনে তুলে ধরতে পারে। অসাধারণ। তার সামনের জীবনের জন্য শুভকামনা রইল। ❤️
@badshamallick1325 Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা শিক্ষামূলক ভিডিও দেখানোর জন্য
@iliashossain4193 Жыл бұрын
মহান আল্লাহ-তাআলার রহমতের শেষ নেই,তিনিই উত্তম ফয়সালা দানকারী।
@Jenuk-qy1wb Жыл бұрын
খুবই ভালো লাগলো। আপনার মতো মনশক্তি যেন আল্লাহ সবাইকে দেন।আমরাও অনেক যুদ্ধ করে থেমে গেছি পড়াশুনায় যে আমাকে দিয়ে হবে না এই বলে। কিন্তু আমাদের ভবিষ্যৎ যেন আপনার মতো অনুপ্রেরণা পায়।
@Diptimoy1995 Жыл бұрын
একদম শুরু থেকেই শেষ পর্যন্ত শুনেছি। কিন্তু শেষের রেজাল্টের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। ভালোবাসা রইল ভাই ❤️❤️
@Saminarahman-t9z Жыл бұрын
কিবরিয়া ভাইয়ের গভীর ভালোবাসার চাহনি নিয়ে গল্প শোনার যে দৃশ্য এটা আমাকে সত্যি খুব মুগ্ধ করে,,শরীর শিহরে উঠার মতো গল্প সুবহানাল্লাহ্।অভিনন্দন দুজনকেই♥️♥️
@dilaraakter3140 Жыл бұрын
জীবন যুদ্ধের কাহিনী,সত্যি ভালো লাগছে অপূর্ব।
@m.hifzurrahman2890 Жыл бұрын
অপূর্ব অপূর্ব অপূর্ব।আল্লাহ্ অশেষ মহিমা। আপনি চাওয়ার মত চাইবেন,দেখবেন কোথা থেকে বিধাতা আপনার হাতের মুঠোয় এনে দিয়েছেন,আপনি টেরই পাবেন না। আমি নিজেই বহুবার এর প্রমাণ পেয়েছি । অভিনন্দন এই পরিশ্রমী ছেলেটিকে।আল্লাহ্ - র প্রতি ভরষা রেখে আরো এগিয়ে যাও এই দোয়াই করি।- স্বামীর আই ডি থেকে সুফিয়া কে রহমান ।
@sharifcomputer8645 Жыл бұрын
Bbbbbbbbbbbbbbbbbbbgy@]]
@mhshuvo8572 Жыл бұрын
আলহামদুলিল্লাহ ❤️ গল্পটা দেখে অনেক কিছুই শেখার আছে আসলে আমরা অহংকার না করে সৃষ্টিকর্তার প্রতি পণ্য বিশ্বাস রাখতে হবে তাহলে সফলতা আসবেই শত ব্যর্থতার পরেও ☺️🥰
@Nisathvlog2210 ай бұрын
এমন একটা স্টোরি শুনে চোখের পানি আসতে বাধ্য.... 🥹🥹 আল্লাহ এমন একটা স্টোরি যদি আমার জীবনে হতো....🙂
@suptiislamsusmi210 Жыл бұрын
মহান আল্লাহ তায়ালা সাহায্য এবং হুকুম না হলে এই অবস্থাতে কোনোভাবেই আসা সম্ভব ছিলো না খুব কাছে থেকে এই জার্নি এর মানুষ গুলোকে দেখছি যদিও এখনও তাদেরকে সফল দেখিনি আল্লাহর কাছে দোয়া করি সবার কষ্ট সফল হোক,,আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা এবং আপনার স্ত্রি ও আপনার এই সফলতার ভাগীদার ❤️❤️❤️❤️❤️
@nusratshajia-wi4nh Жыл бұрын
চোখে পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ কি না পারেন আল্লাহ মহান
Congratulations. I belong to the BCS ' 84.batch. Now I am a retired Additional Secretary. My story is full of struggle. In the year 1986 I could not believe that I passed. Still I thought I had a miracle.
@atefasadpidim5580 Жыл бұрын
আপনার গল্পটা একদিন বলেন ৷
@zoyakhan-xt2zb Жыл бұрын
@salmanasreen ma'am we want to hear your story too❤
@MamunKhan-ru1me Жыл бұрын
সবাই যেটা ভাবতে ভয় পায়, সেই জিনিসটা অর্জন করার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়।আমার জীবনে অনুপ্রেরণার অসাধারণ একটা বাক্য 💥💥
@shuchi_24 Жыл бұрын
১৯ মিনিটে আছি, দেখছি আর ভাবছি, বাবা মা কতটা ত্যাগ স্বীকার করেন আমাদের জন্য, আল্লাহ্ 😢।
@fashion-mela-khulnaАй бұрын
❤❤
@mosharrafhosen4583 Жыл бұрын
আলহামদুলিল্লাহ, প্রথম দিকের অংশ টা আমার সাথে মিলে যায়,,,
এই গুলি শুনলে বাচার ইচ্ছা বেড়ে যায় মনে হয় কিছুর দেওয়ার আছে পৃথিবীকে।
@AnamulHaque-r2c Жыл бұрын
উনার কথাগুলো শুনতে শুনতে লাষ্ট পর্যায়ে এসে, একটা কথা আমার মনে হলো যা না বল্লেই নয়,।।। সেটা হলে উনার এত বড় সফলতার পরেও উনার চেহারার মধ্যে কোনোপ্রকার অহংকারের ছাপ দেখা যায়নি। আল্লাহ উনাকে কামিয়াব করুক, দেশ ও দশের জন্য, উনার পরিবারের জন্য, উনার নিজের জন্য।
@mdabulhossainhossain8152 Жыл бұрын
এত কিছুর পর,এই রেজাল্টের কথা শুনে, চোখে পানি চলে এসেছে ভাই
@enamulhoque2153 Жыл бұрын
উনি আমার ভার্সিটির সরাসরি শিক্ষক,, এতকিছু জানা ছিল না।স্যার সত্যি আমি আপ্লূত।
@Nahids_Academy Жыл бұрын
Which university?
@aharnishargha2419 Жыл бұрын
@afrozayesmin2609 Жыл бұрын
সব সময় এই এপিসোড গুলোর অপেক্ষায় থাকি...
@mohammedyeaqub1961 Жыл бұрын
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বড় ভাই আমি উনার পুরো ভিডিও দেখেছি, কখনোই হতাশ হওয়া যাবে না, তাওয়াক্কাল্লতু আল্লাহ
@samumarfaruq6702 Жыл бұрын
"তাওয়াক্কালতু 'আলাল্লহ্"
@jannatulferdous6799 Жыл бұрын
Literally kanna korlam last a... Onar theke onek kico shiklam. Tnx branding Bangladesh sobar moddy ei story gula powchy dyoar jonno.
@sayedmahmudsayedmahmud7620 Жыл бұрын
অনাহারে থাকার কষ্টটা আমি জানি ভাই।বিদেশে খুব অল্প বেতনে চাকরি করি যা পাই বাড়িতে দিয়া দেই বাড়ির অবস্থা ভালো না বাবা নেই।আমি প্রায়ই না খেয়ে থাকি। রুমে ৪ জন ওরা প্রতিদিন অনেক রান্না করে খায় আমারে কয় রান্না করবেন না আমি বলি বাইরে থেকে খেয়ে আসছি অথচ আমি অনাহার।ছুটির দিনে এমনো বলছি আজ বন্ধুর রুমে দাওয়াত সেখানে খাবো বাইরে গিয়া কোথায় বসে থেকে রুমে এসে বলছি খাইয়া আইলাম😢।আমি দুইদিনে একবার ভাত খাইছি আবার শুধু ভাত কোনো দরকারি ছাড়া খাইছি। আলহামদুলিল্লাহ তবুও।হয়তো ভালো কিছু আছে।আমার এই কাহিনি কেউ জানেনা, এখানে জানান দিয়া গেলাম কেউ চিনবেনা এখানে
@Md.ZakirHossen-r6j5 ай бұрын
ব্রাডিং বাংলাদেশের সবগুলো এপিসডই শিক্ষণীয় । ধন্যবাদ
@shahinabinteshahid5792 Жыл бұрын
অসাধারণ একটা গল্প শুনলাম। দোয়া ও শুভকামনা আপনার জন্য।
@mtanitarani7858 Жыл бұрын
আপনার আর গৌরাঙ্গ স্যারের কাহিনীর অনেক মিল আছে ।
@jannatulferdowshira8237 Жыл бұрын
ভালোবাসা রইল ভাই ❤❤ একদম শুরু থেকেই শেষ পর্যন্ত শুনেছি। কিন্তু শেষের রেজাল্টের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই।
@shiblukhan108311 ай бұрын
What a thriller😳😳allah sathe thakle r ki. a.hobei hobe💙
@recipesbysumu8304 Жыл бұрын
আজকে আপনার একটা কথা ভালো লেগেছে এবং কথাটা ধ্রুব সত্য। সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ না করলে ভালো কিছু পাওয়া সম্ভব না৷ বিশেষ করে আত্মতৃপ্তি পাওয়া যায় না।
@SheikhMamun24680 Жыл бұрын
ফি আমানিল্লাহ,,,আসলে বলার মত ভাষা খুঁজে পাচ্ছিনা,তবে শোভ কামনা রইলো ভাইয়ার জন্য
@tasmiahtahsin1345 Жыл бұрын
শুনতে শুরু করলাম,, ব্র্যন্ডিং বাংলাদেশের গল্প যতো শুনি ততোই অনুপ্রাণিত হই।
@evergreen313 Жыл бұрын
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আললহ্ তুমি এই ভাই য়াটার পরিবারকে ভালো রেখো আমিন❤❤
@BigganBariPathshala2 ай бұрын
আলহামদুলিল্লাহ ❤,আল্লাহ তায়া’লা শ্রেষ্ঠ ফয়সালাকারী। আল্লাহ তায়া’লা আমার রব, তিনিই সত্য, তিনিই আমাদের দয়ালু।
@sheikhabusayed2539 Жыл бұрын
সুশান্ত পালের এপিসোডের সাথে দারুণ মিল আছে। ব্রান্ডিং বাংলাদেশ অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম। যদিও আপনার লাইফ, আপন ঠিকানা সবই সুন্দর। আবারও ধন্যবাদ কিবরিয়া ভাই।
It's an extremely mind-blowing life story. Congratulations. I learned a lot from here. He is a good storyteller. I pray for his success in life. Insha Allah.
@nuraniakterlipy2706 Жыл бұрын
আলহামদুলিল্লাহ, অসাধারণ শিক্ষণীয় একটি ভিডিও। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক আর সবসময় এভাবেই সৎ ও ন্যয়ের পথে চলতে সাহায্য করুক,আমিন।
ভারত থেকে পুরো গল্প শুনলাম সত্যি ই খুব ভালো লাগলো ধন্যবাদ উপস্থাপক মহাশয়
@MeherunnessaChowdhury-k8t Жыл бұрын
খুব ভালো লেগেছে । অভিনন্দন শাকিল সাহেব কে।উনার ভবিষ্যৎ সুন্দর হোক এ দোয়া করি।
@abdal9582 Жыл бұрын
আল্লাহকে ভয় করলে, ভালোবাসলে, ভরসা করলে তিনি অবশ্যই উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ।
@md.jahangiralomUAE Жыл бұрын
আল্লাহর উপর ভরসা রাখলে সবই সম্ভব,,, আল্লাহ মহান
@Nizamuddin-dn3cg Жыл бұрын
জীবন নিয়ে যখন শংকিত হই তখন এমন ভিডিও মানসিক শক্তি সঞ্চয় হয়।
@dizzycat23 Жыл бұрын
গা শিউরে ওঠার মতো একটা গল্পঃ।।। আলহামদুলিল্লাহ।আমি আমার মেয়েকে শেষ টুকু শুনলাম।।। রিয়েলি ইনস্পিআরিন।
@moktarulislammahin8756 Жыл бұрын
আলহামদুলিল্লাহ ভাই ভুল বুঝতে পেরেছেন এবং অহংকার থেকে ফিরে এসেছেন আজ আল্লাহ তায়ালা আপনাকে দুহাত ভরে দিয়েছেন কখনো ভুলে যাইয়েন না।
@mahbubmonju4591 Жыл бұрын
শাকির ভাই এর জন্য অফুরন্ত আশির্বাদ আর শুভকামনা ।
@MotalebHussain-o1m Жыл бұрын
I am from India, I hope you will continue your life with sunna. I would like to say please visit rural schools and motivate our peasent children as much as you can..........
@Helal-PolandАй бұрын
❤❤ অসাধারণ আলোচনা হয়েছে এবং তার সাথে শিক্ষনীয় ও বটে।
@simiroy1066 Жыл бұрын
এত কিছু শুনে কান্না আসেনি। রেজাল্ট শুনে খুশিতে কান্না চলে আসল। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
@mdmohinkhan4258 Жыл бұрын
ব্রান্ডিং বাংলাদেশ মানেই আমাদের বেচে থাকার অনুপ্রেরণা। অনেক কিছু শিখার আছে। ধরনের কিবরিয়া ভাইকে
@kausarhowlader6536 Жыл бұрын
জীবনের সেরা গল্পের মধ্যে এটা একটা।আপনাকে অগ্রিম অভিনন্দন স্যার।ভালোবাসা আপনার বাবা ও আপনার পরিবারের জন্য।
@tahminanaznin4327 Жыл бұрын
আমি সবসময় এ-ই এপিসোড গুলো দেখার জন্য অপেক্ষা করি
@binasultana9508 Жыл бұрын
মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন ........? কথার ! শব্দচয়ন, অভিব্যক্তি, গলার স্বর, মাননশীলতা ইত্যাদি! এই আকর্ষণ এক অদ্ভুত চুম্বক। শুনতে না চাইলেও শুনতে বাধ্য। নিশির ডাকের মত। মানুষ চলে যাবে, সংযোগ শেষ হয়ে যাবে কিন্তু সে কথাগুলো কানে বেজেই চলবে সারা জীবন । শব্দ । শুধু শব্দ দিয়েই কাউকে মেরে ফেলা যায়, শব্দ দিয়ে স্বপ্ন দেখানো যায়, শব্দ দিয়ে একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায় ! মানুষ যেমন প্রেমে পড়ে মানুষের, তেমনি আমিও প্রেমে পড়ছি "কিবরিয়া ভাই" মন মাতানো আকর্ষণীয় কন্ঠের 🥰আমি আপনার সেই পুরনো যখন থেকে হ্যালো এইট নাইন টু জিরো শুরু হয়েছিল তারপরে হচ্ছে যাহা বলিব সত্য বলিব আপনার সিগনেচার প্রোগ্রাম গুলি তখন থেকেই শুনে আসছি। ❤আমার একটা অনুভূতির ও ভালো বাসার নাম আর.জে কিবরিয়া ❤আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক যতদিন বাঁচবেন ততদিন মানুষের এভাবে সেবা দিয়ে যান দূআ করি। ❤
@rubelrana6819 Жыл бұрын
সবচেয়ে ভালো লাগলো মহান আল্লাহর প্রতি বিশ্বাস
@syedmohammad1605 Жыл бұрын
খুব মনোযোগ দিয়ে শুনেছি। দুটি স্থানে আমাকে কাদতে হয়েছে। সবার জন্য দোয়া সবাই যেন আমরা ভালো থাকি।
@MirfatHossain3 ай бұрын
এই গল্পটা শুনে আমার কান্না চলে আসছে.. আল্লাহ চাইলে সব কিছু করতে পারে একজন মানুষকে
@farzanaseuphoria Жыл бұрын
আসসালামু ওয়ালাইকুম সবাইকে,, মাশা আল্লাহ সত্যি অসাধারণ অবাক হয়ে শুনছি আর আপনার পরিবারের জন্য দোয়া করছি,, বিশেষ করে আপনার বাবা, মার জন্য,, এভেবে যে উনারা পড়া লেখা না করে এমন সন্তান পেয়েছেন ,,, অথচ বতমান সময়ে বাবা, মা শিক্ষিত হয়ে ও ভালো সন্তানের বাবা, মা হতে পারে না,, দোয়ার দরখাস্ত রহিল সবার কাছে আমার পরিবারের জন্য।
@subrinayeasmin4172 Жыл бұрын
মনে হচ্ছে আমিও আপনাদের সাথে রেজাল্ট দেখছিলাম!Just i can feel the emotion,stress and success!Thriller!
@emongaming6628 Жыл бұрын
একটা লাত্থি তেই গোলটা হয় কিন্তু ওই একটা গোল দেওয়ার জন্য বলটাকে হাজার হাজার বার হিট করা হয়!গড় ফুটবল ম্যাচে ১-২টা গোল হয়ে থাকে! কিন্তু এই ১-২টা গোল করতে যে কত বার বলটা হিটের শিকার হয়!o my god. এটা মেনে নিতে হবে-এটাই জীবন!জীবনে ভালো কিছু করতে হলে ওই একটা গোল দেওয়ার জন্য হাজার বার লাত্থি খেতে হবে!সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে, একটা গোল করার জন্য যে নব্বই মিনিট মাঠে থাকবে-তার সফলতা আসবেই আসবে! -জিরাইলে বটগাছ তলে!🖤🥀
@daliahawlader6120 Жыл бұрын
আসসালামুয়ালাইকুম কিবরিয়া ভাইর ভিডিও দেখা মানি কান্না করা ইচ্ছা করলে কান্না বন্ধ করা জায়না শব কিছু সেষে বলবো আল্লাহ শব শক্তি মান সম্মান দেওয়ার মালিক এক জন আল্লাহ
@SamratMaisha Жыл бұрын
আল্লাহ পাক আপনার সামনে এগিয়ে যাওয়ার পথ সফল হয়ে ওঠোক এই কামনা য়।ধন্যবাদ দুই ভাই কে এ-তো সুন্দর এবং শিক্ষানীয় সামনে এগিয়ে যাওয়ার সাহসী যুদ্ধার জীবনী উপহার দেওয়া র জন্য
@Makkhonlal Жыл бұрын
আল্লাহ নিজ হাতে উনার গিফ্ট দিয়েছেন। দোয়া করি আরো বড় হোন এবং অহংকার যেনো মনে বাসা না বাধে।
@moriyomnahar852 Жыл бұрын
Congratulations ,,may Allah bless you n ur family 💐💐
@mdalauddin-bl3lq Жыл бұрын
সবাই যেটা ভাবতে ভয় পায়, সেই জিনিশটা অর্জন করার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যাই। আলহামদুলিল্লাহ সেটাই আল্লাহ তায়ালা বুঝিয়ে দিলেন।
@chhandabhattacharjee5582 Жыл бұрын
Apurba asadharon. Aj akta katha janlam bisram Nile Bot gas talai bisram nete hoi.khub valo laglo.sabai ke anek valobasa o thanks janai.
আল্লাহ, প্রতিটি ঘরে এমন সন্তান দান করুন আমিন তার জীবনের গল্পটা শুনে আনন্দের কান্নাটা ধরে রাখতে পারলাম না 😂
@nazninakter62 Жыл бұрын
রিযিকের মালিক আল্লাহ। কোথায় কার রিযিক আছে এটা আল্লাহ তায়ালাই ভালো জানেন। তবে চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। সর্বোপরি, আল্লাহর কাছে চাওয়ার মত করে চাইতে হবে। তাহলেই সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ।
@kakolybegum5002 Жыл бұрын
গল্প টা শুনতে শুনতে আমার গায়ে শিউরে উঠেছে আল্লাহ কাছে চাইলে কাউকেই খালি হাতে ফিরিয়ে দেন না
@MohsinAli-nf6ug Жыл бұрын
ওয়াও.আমার শোনা জীবনের সেরা গল্প হয়তো ! পড়ন্ত বিকেলেও স্বপ্ন বিলাসিতায় অবগাহনের সাঁধ নিতে আকুলতা !!!
@mdmijan4210 Жыл бұрын
ভাই আমার চোখে পানি চলে আসছে। আলহামদুলিল্লাহ।
@dipankarpaul6524 Жыл бұрын
অবিশ্বাস্য। আপনি আপনার সততার জায়গায় থেকেই দেশের জন্য কাজ করবেন। মহান সৃষ্টিকর্তা আপনার ফ্যমিলির সবার মঙ্গল করুন। আমি মন থেকে আশির্বাদ করি। ধন্যবাদ।
@orangemediabd3556 ай бұрын
Outstanding store. Very nice advice. চোখের পানি ধরে রাখতে পারলাম না।❤
@o2abaya Жыл бұрын
Allahr opr vorsha thakle amn kisu hoy...Allahamdulillah Dua roilo vai❤❤❤
@fatimafouzia6040 Жыл бұрын
আলহামদুলিললাহ। আললাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন ।
@muhammedalazad5570 Жыл бұрын
“ঝিরাইলে বট গাছের তলে”-অসাধারণ কথা(বাবা)
@hosnearaahmed6454 Жыл бұрын
ব্রাডিং বাংলাদেশের সবগুলো এপিসডই শিক্ষণীয় । ধন্যবাদ জনাব কিবরিয়া ।
@monjurulmonjurul4096 Жыл бұрын
আমাদের মতো নিম্ম মধ্যবিত্ত পরিবারের যারা সন্তান সেসব মানুষই শুধু এসব বুঝতে পারবে।আজ আমার মেডিকেল কলেজে পাঞ্জাবি পড়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু দু:খের বিষয় আমার তা ছিলো না।আমি যে কিনবো সে টাকাও ছিলো না।সবাই হাসাহাসি করতেছিল আমি পাঞ্জাবি না পরে শার্ট পরে গিয়েছি তাই। ভাইয়ের গল্পের সাথে আমার জীবন অনেকটা মিলে যায়।
@MdIslam-bv8zm Жыл бұрын
অসাধারন লাগলো ভাই ।অনেক অনেক ধন্যবাদ।💕💕💕💕💕💕💕💕💕🇺🇸💕💕💕