সৃষ্টিকর্তা সহায়ক হলে মানুষের অসাধ্য কিছুই নেই! অসম্ভবকে সম্ভবে পরিণত করা এনায়েত ভাইয়াকে অভিনন্দন।
@khodezaahmed95392 жыл бұрын
Allah jano sokoler ghoraghora amon sontan den Amin.
@bilkisbegum1402 жыл бұрын
আলহামদুলিলাহ আল্লাহ পাক কাউকে নিরাশ করেন না। ধৈর্য ও সততার পুরস্কার আল্লাহ দিয়ে থাকেন। আলহামদুলিলাহ।
@latifakhanam86362 жыл бұрын
স্যালুট , আপনার আত্মসম্মানবোধ কে । দোয়া করি আরো সম্মানিত হন ।
@EnayetUllah2 жыл бұрын
Thank you
@Free_Motion_Fan2 жыл бұрын
এই ছোট্ট ভাই টির ইসলামিক ভিডিও কেউ দেখেনা😭 ১২৩ টি ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র 4 জন সাবস্ক্রাইবার আপনারা সবাই ভাইটার পাশে দাঁড়ান🙏 আল্লাহ আপনাদের উত্তম বিনিময় প্রদান করুন , আশা করি কেউ না কেউ আমায় সাহায্য করবে।
@saberabegum74342 жыл бұрын
এখানে মূলত কাজ করেছে এনায়েতের পরিশ্রম, ধৈর্য। পরিশ্রম ও ধৈর্যের সাথে এগোলে জীবনে অনেক কিছু সম্ভব। শুভকামনা রইলো এনায়েতের জন্য
@rainforest14842 жыл бұрын
ছেলেটির মধ্যে কিছু অসাধারণ গুন রয়েছে। আত্ন সন্মানবোধ, হার না মানার আদম্য ইচ্ছা, শেখার তীব্র আকাঙ্ক্ষা, নিরলস পরিশ্রমী আর সবশেষ কিন্তু শ্রেষ্ঠ গুন মেধাবী। আর আমাকে যে গুনটি স্পর্শ করেছে তা হলো বাবা মা ও পরিবারের প্রতি দায়িত্ববোধ। অনেক দোয়া রইলো। আরো বড় হোন। তবে যখন আরো বড় হবেন তখন আপনার মত শত এনায়েতকে আলোর পথ দেখাবেন। আল্লাহ খুশী হবেন।
@romanasultana67562 жыл бұрын
অনেক বার অজান্তে চোখ ভিজেছে।আল্লাহ যেন বাকিটা জীবন অনেক সুখে রাখেন এই ভাইকে।
@muhammedalazad5570 Жыл бұрын
৩ দিন পর আবার হৃদয়স্পর্শী এই গল্পটি শুনছি। এই ছোট ভাইঠিকে গভীরভাবে ভাল বেসেছি , মন থেকে তার পরিবারের জন্য দোয়া করছি। আল্লাহ তায়ালা তাকে দ্বীনের পথে রাখুন।আমাদেরকেও কবুল করুন আমীন। লন্ডন হতে
@mafujhafaj9579 Жыл бұрын
মাশাআল্লাহ এনায়েত ভায়ের জিবনের কথা শুনে অনেক কষ্ট লেগেছে.... পড়ে শুনলাম, উনি অনেক ভালো আছেন.. এবার মনটাতে শান্তি পেলাম,,
@allnewbangla16282 жыл бұрын
মাত্র 15 মিনিট ভিডিওটি দেখার পরে আমার বুঝতে বাকি নেই ওনার জীবনের কাহিনী আর আমার জীবনের কাহিনী হুবহু মিলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো আছি।
@expobigmall84242 жыл бұрын
এখন আমাদের সহযোগিতা করুন
@shakilasikder82112 жыл бұрын
Alhamdulillah
@imranhimmi51022 жыл бұрын
@@expobigmall8424 amaro same bro❤️❤️
@nidradas86862 жыл бұрын
জীবন থেকে নেয়া এই কাহিনি যার সাথে হয়েছে সেই বোঝে।
@saurovimam2 жыл бұрын
দেখেন মানুষের ভাগ্যে যা লেখা আছে তা ঘটবেই, শুধু আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে, আমার ছোট বেলা থেকেই ইচ্ছে ছিলো বিদেশ ঘুরবো, আল্লাহ এখন পর্যন্ত 3টি মহাদেশ ঘুরিয়েছেন, আশা করছি সামনে আরো অনেক দেশে যেতে পারবো ইনশাআল্লাহ।
@moumou34282 жыл бұрын
অসাধারণ। আমি মুগ্ধ ও ধন্য এমন সুন্দর অনুষ্ঠান দেখতে পেরে।
@Rezaulkarim-yd7yv2 жыл бұрын
এনায়েত ভাই ভাল থাকবেন।আপনার জীবন গল্প শুনলাম খুবই ভাল লাগল। আমিও ১৯৯৬ থেকে এ পর্যন্ত সৌদিতে অবস্থান করছি। আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইল।
@jfjosna4122 жыл бұрын
আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন??
@Rezaulkarim-yd7yv2 жыл бұрын
@@jfjosna412 ওয়ালাইকুম আসসালাম কে আপনি চিনতে পারছি না। কাকে সালাম জানালেন তাও বুঝিনি।
@jfjosna4122 жыл бұрын
আপনাকে ছালাম জানিয়েছি ভাই,,
@EnayetUllah2 жыл бұрын
Thank you
@zibaruddinjibon88602 жыл бұрын
সৎ পরিশ্রম কখনো বৃথা যায় না,, এনায়েত ভাই এর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি ❣️❣️
@bikromdev84672 жыл бұрын
স্যালুট ভাই আপনাকে,,,, প্রকৃত যোদ্ধার পরিচয় দিয়েছেন,,,স্যালুট।
@nh-97402 жыл бұрын
দক্ষতা ছাড়া কোথাও কোনো কাজ পাওয়া জায় না , প্রমানিত । ধন্যবাদ আপনাদের ২ জন কেই, এতো সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করার জন্য , আমি জাস্ট কান্না করছিলাম , ভালোবাসা রইলো আপনার এবং বাংলাদেশের সকল ভালো মানুষদের জন্য।
@nuraniakterlipy27062 жыл бұрын
অসাধারণ গল্প,... এমন গল্প শুনলে হার না মেনে আবার নতুন কিছু করতে এক অদৃশ্য শক্তি পায়। এনায়েত ভাইকে অনেক মোবারকবাদ ও তার ভবিষ্যত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ মহান,... আল্লাহ চায়লে সবকিছুই হয়,তবে তাকে হাল ছেড়ে দিলে হবে না," তাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিয়্যাত আর স্বপ্ন ঠিক রেখে চেষ্টা করে যেতে হবে।
@Free_Motion_Fan2 жыл бұрын
এই ছোট্ট ভাই টির ইসলামিক ভিডিও কেউ দেখেনা😭 ১২৩ টি ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র 4 জন সাবস্ক্রাইবার আপনারা সবাই ভাইটার পাশে দাঁড়ান🙏 আল্লাহ আপনাদের উত্তম বিনিময় প্রদান করুন , আশা করি কেউ না কেউ আমায় সাহায্য করবে।
@afsanadina73282 жыл бұрын
অনেকবার কেঁদেছি এই গল্প শুনে। অনেক দোয়া রইল এই ভাইয়ের জন্য। মানুষ চাইলে সবকিছুই করতে পারে এই গল্প তাই প্রমাণ করে। উদ্দেশ্য ভালো হলে আল্লাহ সহযোগিতা করেন। ❤️
@MdaminulIslam-le4md10 ай бұрын
ami apu
@monikhan22352 жыл бұрын
Rj Kebria ভাই আপনার জীবনের গল্প শুনতে চাই বাট আপনার মতো উপস্থাপনা করার মতো মানুষ তো মিডিয়াতে নেই এখন উপায় হলো আপনার নিজেরি নিজের জীবনের গল্প বলতে হবে আমাদের সাথে আপনি বলবেন আমরা মনোমুগ্ধ হয়ে ইনশাআল্লাহ শুনবো অপেক্ষায় রইলাম সেই দিনটির জন্য কখন আপনি আপনার জীবনের গল্প এই অনুষ্ঠানে শোনাবেন💚❤️💚
@hosnearabegum42062 жыл бұрын
q
@Alorphote2.02 жыл бұрын
Right
@shovotalukder72652 жыл бұрын
আমি মনে হয় কিবরিয়া ভাইয়ের জিবন গল্প শুনছি কোন একটা এপিসোডে,আধা ঘন্টার একটা এপিসোড আছে, KZbin ভাল করে খুঁজলে পেয়ে যাবেন,
@jharnaashraf12812 жыл бұрын
1
@bijoyghosh8462 жыл бұрын
@@Alorphote2.0 5th I is
@fatehascook83162 жыл бұрын
জীবনে যা পেয়েছি আলহামদুলিল্লাহ । জীবনে এখন যেমন আছি আলহামদুলিল্লাহ । সামনের জীবনে যেমনটা থাকবো আলহামদুলিল্লাহ । 💖💖💖🤲🤲🤲 মাশাল্লাহ অনেক দোয়া ও ভালোবাসা রইলো ভাই ।
@Free_Motion_Fan2 жыл бұрын
এই ছোট্ট ভাই টির ইসলামিক ভিডিও কেউ দেখেনা😭 ১২৩ টি ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র 4 জন সাবস্ক্রাইবার আপনারা সবাই ভাইটার পাশে দাঁড়ান🙏 আল্লাহ আপনাদের উত্তম বিনিময় প্রদান করুন , আশা করি কেউ না কেউ আমায় সাহায্য করবে।
@syedarahman45182 жыл бұрын
Alhamdulillah
@বিসমিল্লাহ-য৯খ2 жыл бұрын
আলহামদুলিল্লাহ
@ahmedrifat37072 жыл бұрын
আমাদের বাংলাদেশের অহংকার, আমাদের গৌরব। বিদেশের মাটিতে বাংলাদেশকে নতুন ভাবে পরিচয় করিয়েছন তিনি। অনেক দোয়া আপনার জন্য ভাই,ভালো থাকবেন 🌹
@mashuktsc2 жыл бұрын
আমি সম্পূর্ণ স্টোরি শুনে অনুধাবন করলাম লোকটি অত্যন্ত দায়িত্বশীল এবং বিবেকবান। আল্লাহ কাউকেই তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। আসলে একজন মানুষ যদি শুধু নিজের জন্য না ভেবে অন্যের জন্যেও ভেবে কাজ করে তাহলে তার নিজের জায়গাটাও মহান আল্লাহ সুন্দর করে দেন৷
@pzaman20082 жыл бұрын
আমি প্রচণ্ড অনুপ্রাণিত হয়েছি। আমি ২১ বছরের অভিজ্ঞ টেকনিক্যাল এক্সপার্ট!! ২১ বছর ধরে ব্র্যান্ডিং বাংলাদেশ বুকে ধরে কাজ করি। তার আগে এই ব্যাক্তির মত সংগ্রাম করে বি এস সি ইঞ্জিনিয়ার হয়েছি, ব্যাক্তিগত কারনে, কাজ/ব্যাবসা সব এলোমেলো হয়ে গেছিল। আবার শুরু করেছি, জীবনের ২য় ইনিংসের মত!!
@sarojitdasgupta17342 жыл бұрын
A
@khaledajamil52952 жыл бұрын
আলহামদুলিল্লাহ্ , সকল প্রসংশা মহান আল্লাহ্তালার, বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য এই রকম এনায়েত ভাইয়ের মত অনুপ্রানিত মুলক জীবনকাহিনী তুলে ধরার জন্য শ্রদ্ধেয় কিবরীয়া ভাইকে আন্তরিক ধন্যবাদ, অসাধারণ অসাধারণ ভালো লেগেছে, মাশাআল্লাহ।
@saalimahmed37622 жыл бұрын
অসাধারন অনুপ্রেরণা দায়ী একটা গল্প... গল্প শোনতে শোনতে অজান্তেই অস্রু এসে গেছে চোখে... আল্লাহ্ ভাই কে অনেক অনেক ভালো রাখুন... কিবরিয়া ভাই কে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেবার জন্য...
@kantastricksandtips22532 жыл бұрын
পুরোটা শোনা হয়নি এখনো, অর্ধৈকের ও কিছুটা কম । ততটুকু শুনেই অনুভব করছি, He is amazing personality. Has courage & gut's.
@rifathassan99902 жыл бұрын
Inspiring story💖💖💖moral of the story সৎ পরিশ্রম কখনো বৃথা যায় না 🖍️
@Free_Motion_Fan2 жыл бұрын
এই ছোট্ট ভাই টির ইসলামিক ভিডিও কেউ দেখেনা😭 ১২৩ টি ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র 4 জন সাবস্ক্রাইবার আপনারা সবাই ভাইটার পাশে দাঁড়ান🙏 আল্লাহ আপনাদের উত্তম বিনিময় প্রদান করুন , আশা করি কেউ না কেউ আমায় সাহায্য করবে।
@babulhossain75002 жыл бұрын
বেশ অনেক খন যাবত দেখা শুরু করলাম, এনায়েত ভাই আপনার জন্য শুভ কামনা রইলো,চোখে পানি ধরে রাখা যায় না
@tamimkabir4583 Жыл бұрын
I had the chance to work with this guy in a training institute back in 2018. He's one of the most humble guys I've ever met. I've been following him on social media, witnessing all his successes, and always felt inspired. However, after hearing about all the hard times he has faced to come this far, it's truly an inspiring story. I'm so glad you've reached your dream; there's a long way to go, brother. I wish you all the best, and may the Almighty be with you always.
@pubglazylast16052 жыл бұрын
আজকে মনে হচ্ছে, সুযোগ পেলে আর. জে. কিবরিয়া স্যার তার নিজের গল্প বলতে চান" আপনার গল্পটা শুনতে চাই স্যার।
@jannatulferdous95982 жыл бұрын
সব বড় ছেলে এক রকম হয় না😢। এনায়েত এর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
@Free_Motion_Fan2 жыл бұрын
এই ছোট্ট ভাই টির ইসলামিক ভিডিও কেউ দেখেনা😭 ১২৩ টি ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র 4 জন সাবস্ক্রাইবার আপনারা সবাই ভাইটার পাশে দাঁড়ান🙏 আল্লাহ আপনাদের উত্তম বিনিময় প্রদান করুন , আশা করি কেউ না কেউ আমায় সাহায্য করবে।
@monikhan22352 жыл бұрын
এনায়েত নামের ছেলেদের ভাগ্য পরিবর্তন হয় হঠাৎ তবে তাদের ভাগ্য এমনিতেই পরিবর্তন হয় নি তারা প্রচুর পরিশ্রমী এবং মনে মনে জিদ্দি হয় তাদের ধৈর্য এবং বুদ্ধি দিয়ে এগিয়ে যায় এটা আল্লাহর রহমত বলতে হবে আলহামদুলিল্লাহ
@saimonsaimon5143 Жыл бұрын
আমার আব্বুর নাম ও এনায়েত।এবং আমার আব্বু ও প্রচন্ড পরিশ্রমী।
@mubassirchowdhury7281 Жыл бұрын
Ti
@afiaazampriety410 Жыл бұрын
❤❤❤❤😂😢😅😊😅😅😅😊😊😊😊😊😊😅😢😂😮 0:24 😅😅
@sofurakobir11 ай бұрын
@@saimonsaimon51430😊😊😊😊😊😂😊a❤
@GMAbusaleh-w8s11 ай бұрын
😂😂😂
@জারাইসলাম-ঠ৫ফ2 жыл бұрын
দুঃখ সুখ নিয়েই মানুষের জীবন "" জীবনে যা কিছু পেয়েছি কিংবা পাই নি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আরো খারাপ রাখতে পারতেন হে আল্লাহ তুমি আমাদের সবাই কে সুস্থ এবং ভালো রেখো আমিন
@ffx7652 жыл бұрын
ভাই আপনে ভালো আছেন ❤️❤️❤️❤️
@ffx7652 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@Free_Motion_Fan2 жыл бұрын
এই ছোট্ট ভাই টির ইসলামিক ভিডিও কেউ দেখেনা😭 ১২৩ টি ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র 4 জন সাবস্ক্রাইবার আপনারা সবাই ভাইটার পাশে দাঁড়ান🙏 আল্লাহ আপনাদের উত্তম বিনিময় প্রদান করুন , আশা করি কেউ না কেউ আমায় সাহায্য করবে।
@arifkhan-fv7pq2 жыл бұрын
খুব সুন্দর বলেছেন। আমি কি করব না করব আল্লাহ্ ভালো জানেন। এডমিন ধান্দাবাজিতে মাথাটা ভালোই খাটাইছে।
@mahfuzabegum85922 жыл бұрын
Nk
@shirinehsan66153 ай бұрын
ছোট হক আর বড় হক সাধনা কখনো বৃথা যায় না। তোমার ধর্য আর সহ্য শক্তি এতো বেশি যার জন্য তুমি এগিয়ে গেছো আর তোমার মেধা আল্লাহ তোমাকে এতদূর নিয়ে এসেছেন। সততার জয় হয় তুমি সেটা দেখিয়ে দিয়েছো। সেলুট জানাই তোমাকে আমি ❤❤❤❤❤❤❤❤
@xoy1642 жыл бұрын
মুখে এক চিলতে হাসি❣️ ভালোবাসা ভাই,শুভকামনা।
@handmade_ideas_with_Nafija2 жыл бұрын
অসাধারণ। প্রতিটা জীবন যুদ্ধই ভিন্ন এবং শিক্ষণীয়। 💙
@jesminaktersuma49232 жыл бұрын
পুরা জীবন কাহিনীটা আমি একটা সময়ের জন্যও টেনে দেখি নাই৷ এতটা ধরে রেখেছে আমাকে প্রথম থেকে৷ অনেক কষ্ট করেছেন ভাইটা৷ 😇😍সত্যিই প্রশংসনীয়৷
@Rongomamu12 жыл бұрын
এই গল্পগুলো শুনে আমার জীবনে কোন কাজকেই ছোট মনে হয় না।
@rumanasharmin41352 жыл бұрын
অসাধারণ, খুবই ভালো লাগলো, ভাইটি কে অভিনন্দন।মন জুড়িয়ে গেল সাফল্যের গল্প শুনে। দোয়া করি ভাই টি যেন আরও অনেকের অনুপ্রেরণা হয়।মানুষ চাইলেই নিজের অবস্থান পরিবর্তন করতে পারে।
এনায়েত ভাইয়ার কথা এতটাই শ্রুতি মধুর টানা শুনলাম পুরো গল্পটা। দোয়া করি আল্লাহ পাক আপনার ও কিবরিয়া ভাইয়ার চলার পথ সহজ করে দিন। আমিন।
@কবিজসিমউদ্দিন-থ৯ঞ2 жыл бұрын
Ameen
@mobasserahmad31622 жыл бұрын
আমিন
@Shahriar_Elman2 жыл бұрын
জীবন যে কত কঠিন । যে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন সেই বুঝতে পারছেন। কিবরিয়া ভাই আমিও আসবো একদিন ।সময় খারাপ হলে যে কত মানুষ রূপে অমানুষ দেখা যায়।
@aloamena60222 жыл бұрын
আলহামদুলিল্লাহ অনেক মেধাবী একটা ছেলে।আল্লাহ আপনাকে খুব ভালো রাখুন।
@কবিজসিমউদ্দিন-থ৯ঞ2 жыл бұрын
Ameen
@jaharaskitchen79652 жыл бұрын
ভাগ্যের চাক্কা থামবে কাক্কা।শুরু টা অনেক কষ্টদায়ক ছিল তবে শেষ টা অসাধারণ ❤️
@MdKamal-dj9ed2 жыл бұрын
Rj কিবরিয়া ভাই, এমন কিছু গল্প নিয়ে আসেন, জীবনে নতুন করে বাচার স্বপ্ন দেখা যায়। হেরে কেনো যাব। Try my best, thanks branding of Bangladesh
@tahsin_mamun2 жыл бұрын
আল্লাহ আমাকেও সফলতা দান করুন এই ভাইয়ের মতো সবাইকে সুন্দর ভাবে বেচেঁ থাকার তৌফিক দিন।
@shamimmridha2342 жыл бұрын
এই ভাইয়ের মতো সুন্দর একটা জীবন পেতে চাইলে,, জীবনে অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হতে হবে,, এবং ধৈর্য ধরে অবিরাম চেষ্টা করতে হবে,, তবেই একপর্যায়ে সাফল্য ছিনিয়ে আনা সম্ভব।
@zibaruddinjibon88602 жыл бұрын
amin
@ranumigi93872 жыл бұрын
💜💜💓
@mdzillurrahman86732 жыл бұрын
আমি এনায়েত ভাইয়ের জীবনের গল্পটা ৪ বার শুনছি। খুব ভালো লাগে,এধরণের গল্প গুলো স্কুল গুলোতে দেখনো উচিত
@azharrifat36292 жыл бұрын
আলহামদুলিল্লাহ আজকে এই পর্বটা দেখে গর্ব হচ্ছে উনি আমাদের জেলার ❤️❤️❤️🥀🥀🥀🥀
@rajumiah763 Жыл бұрын
আসসালামু আলাইকুম। স্যার আশা করি আপনি অনেক ভালো আছে। অনেক হতাশার মধ্যে আপনার কয়েকটি এপিসোড দেখে আলহামদুলিল্লাহ অনেকটা অনুপ্রাণিত হয়েছি। আল্লাহ চাইলে হয়তো একদিন আমি এসে বলব স্যার আমি এই এপিসোড থেকে অনুপ্রাণিত হয়ে আপনার সামনে আসলাম। আপনার জন্য দোয়া রইলো আমাদের জন্য ও দোয়া করবেন।
@sorted-shorts2 жыл бұрын
God helps those who help themselves! ei probad tar mane ei vai tar story shunle bujha jay. Lots of respect for you vai!
@Ancholikrannaghor2 жыл бұрын
আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এমনই গল্প উনি সফল হয়েছেন কেউ ব্যর্থ হয়ে বেঁচে আছে কোন রকম🥰
@jaforahmed28452 жыл бұрын
ভাইটির কথাগুলো খুব চমৎকার 👌👍.
@nspbdyoutube66272 жыл бұрын
Alhamdulillah. When Allah is with you no one can block you.
@ginasworld61192 жыл бұрын
Enjoyed the interview. I liked his perseverance to fight for survival and never giving up, also admire his ambition to grow. Very touching story.
@subtitlesbangla55002 жыл бұрын
এসব গল্প দেখে আমরা খুব অনুপ্রাণিত হই । ধন্যবাদ ভাইয়া ❤️
@kayb74592 жыл бұрын
kzbin.info/www/bejne/n4jRqqSFaciXnqs -- tips to maintain and practise vocabulary; principles applicable to any language you learn.
@mirzaalamgir27652 жыл бұрын
আমার চাঁদপুর এর গর্ব। শুভ কামনা রইলো ছোট ভাই।
@jannatulferdouseantora69652 жыл бұрын
ভাই তোমার গল্প টা শুনে চোখের পানি এসে গেছে কিছু বলার নাই শুধু মন থেকে দোয়া রইলো আল্লাহ জেনো তোমাকে ভালো রাখে আমিন ❤️🤲❤️
@EnayetUllah2 жыл бұрын
Thank you
@Free_Motion_Fan2 жыл бұрын
এই ছোট্ট ভাই টির ইসলামিক ভিডিও কেউ দেখেনা😭 ১২৩ টি ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র 4 জন সাবস্ক্রাইবার আপনারা সবাই ভাইটার পাশে দাঁড়ান🙏 আল্লাহ আপনাদের উত্তম বিনিময় প্রদান করুন , আশা করি কেউ না কেউ আমায় সাহায্য করবে।
@mdimrankhankhan73862 жыл бұрын
সত্যি বলতে অসাধারণ
@rumaakter32734 ай бұрын
আল্লাহ্ চাইলে সব কিছুই সম্ভব ❤ ভাইয়া টার প্রচুর পরিশ্রম ছিলো ❤
@LittleSchoolBD2 жыл бұрын
ভালোই লাগলো! ইনশাআল্লাহ আমিও একদিন যাবো এই প্রোগ্রাম এ😔😔
@fatematujjohora21222 жыл бұрын
অসাধারণ।।। চোখে পানি চলে আসলো।।।😪😪
@TubeVlogs212 жыл бұрын
খুবই ভালো লাগলো সঙ্গে প্রথমদিকে কষ্টও লেগেছে, চোখের কোনে পানিও এসেছে। আপনি ও আপনার পরিবারের সবাই অনেক ভালো থাকুন, মাহন সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং সর্বোপরি আপনার মেয়ে অনেক বড় মানুষ হোক এই প্রার্থনা করছি। মনে প্রানে সৎ থাকলে এবং পরিশ্রম করলে একদিন তার রেজাল্ট আসবেই। গড ব্লেস।
@ranu8022 жыл бұрын
I found your show while I was surfing KZbin to find something that can make me watch a program, without changing the channel. I think I have eventually found the gem I was looking for. Thank you so much.
@harunrashid80372 жыл бұрын
এই স্টোরি থেকে একটা বিষয় শিক্ষনীয়, সেটা হলো লাইফে পজিটিভ জিদ থাকার প্রয়োজন আছে।
@kayb74592 жыл бұрын
kzbin.info/www/bejne/n4jRqqSFaciXnqs -- tips to maintain and practise vocabulary; principles applicable to any language you learn.
@ninaahsan77765 ай бұрын
যারা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যায়, তাদের স্মৃতিশক্তি প্রখর হয় ❤
@sukhendukumarraul.10812 жыл бұрын
অপূর্ব জীবন যুদ্ধ. আপনাদের দুজনকেই শুভেচ্ছা জানাই.
@roniandsagia Жыл бұрын
কস্টের পরেই সুখ৷ আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক। তবে ভাইয়ার হাসিটা শত কস্টকে হার মানায়
@md.mizanurrahmanmithu31562 жыл бұрын
এনায়েত ভাই আপনার জন্য শুভ কামনা রইলো,চোখে পানি ধরে রাখা যায় না
@niruyesmin15222 жыл бұрын
এত অভাব অনাহার দিনের পর দিন বছরের পর বছর, কাজ করেও বেতন হীন, ১ম শার্ট কেনা কত বছর পরে,,, ভয়ানক অভাবে অনাহারে কাটলো জীবনটা, সৌদিতে যেয়ে স্হায়ী স্বচ্ছল জীবন পেলেন,,,আল্লাহ এভাবেই জীবন দান করুক সে কামনা আর যে কাজ হাতে নিতে যাচ্ছেন সেটাও সফল হয়ে অসহায়দের কর্মসংস্হান হবে সে প্রত্যাশা,,
@sojibfokir38542 жыл бұрын
Vaiyer hashita onek sundor....
@sa2519872 жыл бұрын
I saved this program into my you tube list to listen again with my kids in few years time. To show them an example of hard work and determined life story.
@kayb74592 жыл бұрын
kzbin.info/www/bejne/n4jRqqSFaciXnqs -- tips to maintain and practise vocabulary; principles applicable to any language you learn.
@belalkhan28152 жыл бұрын
এই প্রথম কোন ভিডিও যা না টেনে দেখলাম। best of luck.
@welcome1862 жыл бұрын
আসলে আপনার কথাগুলো সত্য, বাংলাদেশে যারা দ্বিতীয় বিয়ে করে, তাদের পরিবারের সদস্যদের অনেক কষ্ট করতে হয় । আরো যদি হয় টাকা পয়সার অভাব, তাহলে তো কষ্টোর কোন শেষ নাই।
@s.m.shamsudduhatowfiq65742 жыл бұрын
ওনার বাবা মা আপন। মায়ের দ্বিতীয় বিয়ে হলেও আগের কোনো সন্তান ছিলো না।
@Natural_Take Жыл бұрын
হয়ত কোন একদিন অনুপ্রেরণার সমার্থক ছবি হবে এনায়েত সাহেব !
@rabbanigr2 жыл бұрын
Salute Enayet Bhai, I always believe in my heart that true fighters never loose. Thanks kebria Bhai for this wonderful initiative.
আমি আপনার ভিডিও প্রায় দেখে থাকি। এই এস্টরি শুনে আমার কলিজা থেকে দোয়া বের হলো। চোখে পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ ওনার মোনের নেক চাওয়া পাওয়া পুরন করুক। এবং আপনারো।
@ayanandtibrosacademy29482 жыл бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ একটা সফলতা দেখলাম। ধন্যবাদ কিবরিয়া ভাই
@md.sobahanmd.sobahan56642 жыл бұрын
আসসালামু আলাইকুম কিবরিয়া সার আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ যেন অনেক দিন বাচিয়ে রাখুক
@tariqulislam38272 жыл бұрын
তার মানে লেগে থাকতে হবে কাজে তার ফল আল্লাহ তায়ালা অবশ্য দিবেন আজ না হয় কাল ইনশাআল্লাহ
@saidulsheikh21952 жыл бұрын
খুব সুন্দর লাগল , জীবনের সঙে অনেকটা মিল থাকল ।
@rawshanaramullicksantona17502 жыл бұрын
খুব ভাল লাগল। জীবনের এই চলার পথ ওনার জন্য আরও সহজ ও সুন্দর হয়ে উঠুক। আরও successful হয়ে উঠুক এই কামনা করি। Yes, this is the branding Bangladesh. Thank you 😊
@aliyaaaidah11 ай бұрын
উনি যতবার কান্না করেছে ততবারই চোখে পানি চলে আসছে
@islamicboy43422 жыл бұрын
অনেক ভালো লাগ্লো। অনেক কিছু শিখলাম।
@ayashasiddika50602 жыл бұрын
রাখে আল্লাহ মারে কে!!! অসাধারণ জীবনের প্রতিটি বাঁক।
@RupalisCookingWorldBD2 жыл бұрын
সত্যি এমন গল্পগুলো মানুষকে অনেক অনুপ্রেরণা দেয় মনে নতুন আশাও সাহস যোগায়🙂
@marof_007 Жыл бұрын
Real life golpo gola balo kiso shikka dai. Tnxq full team ❤️
@sumonrahman22462 жыл бұрын
Mashallah,Great to hear you,Munna.Allah tumar mongol korun.
@rezaulkarim18502 жыл бұрын
আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই। আমি আপনার প্রতিটি Branding Bangladesh ভিডিও জন্য অপেক্ষায় থাকি।আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন।
@kamolahmed80242 жыл бұрын
I didn't cry then now I am crying. This word is touchable to me.
@EnayetUllah2 жыл бұрын
This is how I felt responsibility
@springrainn2 жыл бұрын
You are like Vasco De Gama. like Christofer Coloumbus. You have the courage. Salute brother. All the very best to you.
@ayreenhossain29162 жыл бұрын
বাবা, অনেক বড় হও। তোমাকে অনেক অনেক দোয়া।
@sohan.qatar1996 Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা অনেক কিছু শিখতে পারলাম
@hani786ish2 жыл бұрын
Ma’sha’Allah what a success story. The ones who had treated you badly will now see that their treatment has pushed you this far. In’sha’Allah, pray that you fulfill your project.
@kayb74592 жыл бұрын
kzbin.info/www/bejne/n4jRqqSFaciXnqs -- tips to maintain and practise vocabulary; principles applicable to any language you learn.
@zakiakhatun4315 Жыл бұрын
কিবরিয়া এ রকম সফল কাহিনি আরও শুনতে চাই। Branding Bangladesh আরও চাই।আমি অবসর সময় পুরাতন গুলো শুনি।
@sabz51372 жыл бұрын
অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন আমিন।
@ahtv111 Жыл бұрын
আমার নামও এনায়েত। আসলে প্রত্যেকটা এনায়েত এর জীবনেইকি কষ্ট দিয়ে শুরু হয়?আজ পর্যন্ত যত গুলো এনায়েতের সাথে পরিচয় হইছে প্রত্যেকের জীবনেই কষ্ট দিয়ে শুরু হইছে।কিন্তু অনেকেরই সফলতাটা বেশ ভালো। আল্লাহ যা করে ভালোই করে।
@FaceOfMuslim-ip5nj9 ай бұрын
আমিও এনায়েতুল্লাহ সায়েম। তবে আলহামদুলিল্লাহ আমার জীবনে তেমন দুঃখ কষ্ট নেই। আব্বা একজন আলেম হওয়ায় আমাকেও মাদ্রাসায় পড়া লেখা করিয়েছেন। আল্লাহর কাছে দোয়া তিনি যেন আব্বার হায়াতে বরকত দান করেন । youtube.com/@FaceOfMuslim-ip5nj?si=72nsFBTRgwyPRQhp
@rajibsharma37302 жыл бұрын
Rj Kebria ভাই উনার জিবনের গল্পটা শুনে কান্না টা ধরে রাখথে পারি নাই !!! kibria ভাই উনার নাম্বারটা দেওয়া গেলে কুবই উপক্রিত হতাম।
@momtazbegum6402 Жыл бұрын
আসসালামুআলাইকুম। ভাই কিবরিয়া আন্তরিক দোয়া রইলো । চমৎকার গল্প ।
@nf92672 жыл бұрын
Real inspiration...Thanks for this awesome show
@rajonahmed54452 жыл бұрын
আপনি আগে যেরকম দরিদ্র অসহায় ছিলেন বর্তমান সময়ে যারা দরিদ্র এবং অসহায় আছে প্রত্যেকটা মানুষেরই উচিত আপনার জীবন কাহিনী ফলো করা। শুরু থেকে এই পর্যন্ত আপনার জীবনটা আপনি যেভাবে সাজিয়েছেন সত্যি ভাই আপনার মধ্যে অনেক সাহস এবং অনেক মনোবল আছে বলে আপনি এতদূর এগিয়ে আসতে পেরেছেন। আপনাকে দেখেই বর্তমানে যারা অসহায় দরিদ্র আছে তারা তাদের ভবিষ্যৎ জীবনটাকে গুছিয়ে নিতে শিখবে। মন থেকে সম্মান করছি ভাই আপনাকে। দোয়া করি ভাই আপনি যাতে আপনার ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারেন আপনাকে দেখে যাতে আমরা বা আমাদের মত যারা আছে সবাই যেন কিছু না কিছু শিখতে পারে। আপনার জন্য ভাই অন্তর থেকে ভালোবাসা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম।
@mahfuzurrahmanmamun55062 жыл бұрын
ইচ্ছে শক্তি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এটা আরো একটা উদাহরণ 🤗