মানুষের ক্যারিয়ার বা অর্থ উপার্জনের প্রক্রিয়ার সাথে তার দীন-ধর্মের সম্পর্ক অত্যন্ত গভীর। উপার্জন হালাল না হলে গোটা দীনই বিপর্যস্ত হয়ে পড়ে। আর ইসলামে আর্থিক দায় দায়িত্ব যেহেতু প্রধানত পুরুষদের উপর সেহেতু পেশাগত জীবন শুরু করার আগে ক্যারিয়ার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক। "আদ দ্বীন শপ" তাদের সাত বছর পূর্তি উপলক্ষে আদ-দ্বীন শপ পাঠক ফোরামের উদ্দোগে "তারুণ্যের চিন্তার সংকট ও ক্যারিয়ার ভাবনা, সফলতা কোন পথে" শীর্ষক সেমিনার আয়োজন করতে যাচ্ছে। আশা করি এটা তরুণ যুবকদের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। খুলনাতে যারা আছেন তাদের উচিৎ হবে না কিছুতেই নিজেদের বঞ্চিত করা। ★ সেমিনার সংক্রান্ত তথ্য- তারিখ: ১৩ই অক্টোবর ২০২৩ সময়: দুপুর ৩টা- রাত ৯টা রিপোর্টিং টাইম: দুপুর ২.৪০ মিনিট স্থান: খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তন রেজিস্ট্রেশন ফি: ৩০০৳ (Brothers only) আসন সংখ্যা সীমিত, আসন পূর্ণ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে। স্নাকস ও চা এর ব্যবস্থা থাকবে। ★ সেমিনারের রেজিষ্ট্রেশনের জন্য নিচের নাম্বারে বিকাশ/নগদ/রকেট করে নীচের লিংকে ক্লিক করে গুগল ফর্ম পূরণ করুন । যেই নাম্বারে পাঠাবেন (send money) : 01952337118 (bkash personal) 01952337118 (rocket personal) 01952337118 (nagad personal) ★ গুগল ফর্ম লিংক: t.ly/9VYLL অথবা সরাসরি রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করুন: আদ-দ্বীন শপ ৩ কেডিএ এভিনিউ সাত রাস্তার মোড় খুলনা। ✆ 01952337118 www.addeenshop.com