Nice singer ....nice voice......beautiful song .....
@arifulhaque76284 ай бұрын
সাথেই থাকুন। ধন্যবাদ
@JannatMim-i5eАй бұрын
পুরোনো গান গুলো আমার এমন একটা ভালো লাগছে দিক যা আমি শব্দ দিয়ে বুঝাতে পারবো না। এখন ২০২৪ সাল আমি খুজে খুজে সব পুরোনো গান শুনি
@arifulhaque7628Ай бұрын
সাথেই থাকুন।
@MostafizurRahman-rv6yp3 жыл бұрын
Excellent.
@Superhuman276 Жыл бұрын
আমি যখন ছোট ছিলাম আবির্ভাব সিনেমা দেখেছিলাম।।। তখন থেকেই গানটা মনে ধরে রেখেছি।।। এতোটাই প্রভাবিত করেছিল আমাকে যে গানটা মুখস্থ করে গেতাম সেই সময়ে।। পরে আমার দুই ছেলে হবার পর গেয়েছি ওদের ঘুম পড়াতাম এই গানটা গেয়ে।। সবচেয়ে মজার ব্যাপার আমার দুই ছেলের বাচ্চাদেরকেও আমি এই গান শুনিয়েছি এবং ওদের অসম্ভব প্রিয় গান এটা আমার নাতনী কে ঘুমের দোয়া শেখানোর সাথে সাথে এই গানটাও শোনাতে হয়।।। এখন ইউটিউবে গানটা ছেড়ে দেয় মনোযোগ দিয়ে শোনে।।।আমার এটার জন্য মাঝে মাঝে চোখে পানি এসে যায়, কেন আসে বলতে পারবো না।।। এর কোনো ব্যাখ্যা নেই।।।
@arifulhaque7628 Жыл бұрын
অনুরোধের গান শুনতে সুধাতে পারেন।
@anwarhussaininam1356 Жыл бұрын
আমি তখন মেট্রিক পরিক্ষাত্রী, আবির্ভাব ছবিটি দেখেছিলাম। কিয়ে ভালো লেগেছিল বলে বুঝাতা পারবোনা। রাজ্জাক সাহেব, কবরি, শমি'লি মেডাম উনাদের অভিনয়ে আমি মন্ত্রমুগ্ধ। কতবার য়ে ছবিটি দেখেছিলাম বলতে পারবোনা । আর এই গানটি কতবার শুনেছি বলতে পারবোনা। পরবর্তীতে ভি,সি,আর এ শুনেছি তারপর সি,ডি, ভি, সি,ডি এখন সেটেলাইট তারপর ও শুনছি । আমিও আমার একমাত্র মেয়েকে শুনিয়েছি, স্ত্রীকে শুনিয়েছি এবং আপনার মত মুখস্ত করে এখন ও গুনগুন করি। আমার মতে ঘুমপাড়ানি গান হিসাবে আঞ্জুমান আরা বেগম এ-র এই গানটি এযাবৎ কালে সব'শ্রেষঠ। তবে এ-ই গানটি এডিট করা দেখে বিরক্ত লাগলো । এখানে রাজ্জাক সাহেবের অংশটুকু কেটে ফেলা হয়েছে ।
@arifulhaque7628 Жыл бұрын
আপনি ঠিকই বলেছেন। তবে এই গানটি আনজুমান আরা বেগম একাই গেয়ে ছিলেন টেলিভিশনের একটি গানের অনুষ্ঠানে। ধন্যবাদ।
@anwarhussaininam1356 Жыл бұрын
সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু যেহেতু আমরা চলচিত্র দেখেছি, তাই এভাবে গানের আসল আবেগ পাইনি তারপর ও যদি টিভি র অনুষ্ঠানের লাইবটা থাকতো তাহলে হয়তো আরও ভালো লাগতো কারন আমি মেডাম আন্জুমান আরাকে কখনো লাইবে দেখিনি।
@arifulhaque7628 Жыл бұрын
শুধু অডিও রেকর্ড করা হয়েছিল ১৯৮০ সালের সময় কালে। ভিডিও রেকর্ডিং এতোটা সহজ ছিলো না। ধন্যবাদ
@ahnaf8255 Жыл бұрын
খুব সুন্দর গান
@MdNurulIslam-e1s Жыл бұрын
অরিজিনাল গানটির ছবির ভিডিও সহ দিলে অত্যন্ত খুশি হব।গানটি আবির্ভাব ছবির।
@arifulhaque76284 ай бұрын
ইউটিউবে VDO গানটি পাওয়া যায়। দেখে নিন প্লীজ।ষ্ট্রাইক আসতে পারে। অপারগতার জন্য দুঃখিত।