সুমন আমাদের ডিলান কিংবা তারচেয়ে বেশি, আমাদের সৌভাগ্য সুমন গেয়েছিলেন বাঙলায়।
@ajajalmasum96233 жыл бұрын
রবীন্দ্রনাথের পর কবীর সুমনের মতো আর কেউ আসেনি,আসবে না।অসাধারণ,অতুলনীয়,অনবদ্য তাঁর প্রতিটি উচ্চারণ।এক জীবন্ত কিংবদন্তি যিনি বাংলা গানের মোড়টাই বদলে দিয়েছেন।
@ahmedtamjeed26092 жыл бұрын
Akdom!
@bitoffbalance40212 жыл бұрын
সত্যিই?
@mdtaifurrahman20202 жыл бұрын
রবীন্দ্রনাথ আজ ফিরে আসলে একমত হতেন।
@shamimahmedmir7475 Жыл бұрын
রবীন্দ্রনাথের চেয়েও গানের জগতে বেশি উজ্জ্বল কবির সুমন।
@soumyadiptapal9856 Жыл бұрын
@@shamimahmedmir7475 লিরিক্স এর দিক থেকে তো বটেই
@SumonYusuf3 жыл бұрын
আজ জানলার কাছে ডেকে গেছে এক পাখির মতন সকাল যেন রাখালিয়া বাঁশি এই শহুরে গলার ফাঁসি ছিঁড়ে দেখাবে এ দুনিয়া কার। বলে সুখে আছো যারা সুখে থাকো এ-সুখ সইবে না দুখে আছো যারা বেঁচে থাকো এ-দুখ রইবে না বন্ধু এ-দুখ রইবে না। আমি ভিটেমাটি ছেড়ে এসেছি মহান টাকাপয়সার দেশে এই দুনিয়া সর্বনেশে এরা সাগর ডিঙ্গিয়ে বোমা ফেলে আসে বীরপুরুষের বেশে মরে কখনো-বাঁচেনি-যারা আহা তাদের খিদের ইতিহাস এক বিশ্রী অন্ধকারা। আজ সকালকে ডেকে বলি-গাও রবি-নজরুলগীতি তাতে আমার ভীষণ প্রীতি দ্যাখো সুরুচির পরিমিতি। আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু-মুসলমানে মুখের ভাষায় দেয়াল উঠেছে এই জল ওই পানি আমি সবই মানি সবই মানি শুধু মানি না যখন রহিম পরাণ ভায়েরা মুক্তি চায় তারা দু’বেলাই খেতে চায় আহা পাকস্থলিতে ইসলাম নেই নেইকো হিন্দুয়ানি তাতে যাহা জল তাহা পানি। পাখির মতন সকালটা আজ বড় দোটানায় ফেলেছে বুকের ভেতর যত কথা ছিল তারা ব্যকরণ ভুলেছে। ষত্ব ণত্ব বিধিতে সিদ্ধ আমি শিক্ষিত বাঙ্গালি আজ দয়ার দোয়ার কাঙ্গালি যেন বাঁশি শুনে খালি ভুলে যাই আমি অন্যের ক্রীতদাস আমি বারোমাস তেরমাস খাটি মরণাস্ত্রের লোভে ভূখা জনতার বিক্ষোভে এই হৃদয় কাঁপে না দোলে না আহা নাচে শুধু রায়বেশে এই সব পেয়েছির দেশে।……… Post navigation
@md.taohidurrahman99203 жыл бұрын
অসাধারণ
@bdlolonabdlolona49712 жыл бұрын
Hajar bosor base tako sumon
@Sankalanersankalan7 жыл бұрын
আগামী একশো শতাব্দী পার হয়ে যাবে কিন্তু দ্বিতীয় সুৃমন জন্মাবেন না।
@বিভাবিন্দু3 жыл бұрын
৷ ন৯৪৫৭২/৪৷ ,,.৷ ৷ ৷ ৷ন,। ।৷ ৷। , ৷ ৷ মব ,৷ ,৷ শ জলা। ও। । । জ৷ ৷ , ,.৳ * ৃন., ।
@বিভাবিন্দু3 жыл бұрын
। ছভ ৷ ৷ ৷/" ৷ ৷ ৷৷ মভচব ৷ ূ ৷, , , .. vn. . x NV.. , . . । উ , ,, এক্সভ ৷ , ব্যচম কক্স। এউওরবন৷
@foysalsbiopark89723 жыл бұрын
আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেইকো হিন্দুয়ানী, তাতে যাহা জল তাহা পানি। এইরকম একটা লাইন কত সংঘাত মুছে দিতে পারে। (2)
@bidishabhattacharya52584 жыл бұрын
কবির সুমন কে শত কোটি প্রণাম করলেও কম করা হবে। বেঁচে থাকুন আপনি। এই পৃথিবী আপনার মতন মানুষের জন্য আজ ও বাস যোগ্য ।
@deepsingharoy3 жыл бұрын
Amar khub eccha, ekbar onar paa chuye pronam korte... vogoban er kache pray kori jno onar gaan kokhono bondho na hoi..
@golpotithy3 жыл бұрын
আহ সুমন! এ জন্মে এভাবে আর কাকে ভালোবাসবো? এত সুন্দর কে হতে বলে তোমাকে?
@aninditachatarji48012 жыл бұрын
সমকালীন গীতিকার দের সম্মান দিয়েই বলছি কবীর সুমন শেষ বাঙালি গীতিকার যার বাংলা এত মনোরম ও শ্রুতি মধুর। আমাদের ভাষা তো এখন বাঙরেজি । সুন্দর করে ভাষাটা বলতে জানেন কজন ?
@shramanabrahma67065 жыл бұрын
LEGEND!!! I'm 23 and he's 71 now and me being his big fan is testament enough of his brilliance and talent.
@sayanchattopadhyay86425 жыл бұрын
I am also 18 & a biggest fan of Kabir suman..
@wrongenglish110 ай бұрын
@@sayanchattopadhyay8642job pele?
@hazratkhan64985 жыл бұрын
আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরেও নগর আর গ্রামীণ জীবনের এ এক অভূতপূর্ব সুসমন্বয় এ গানে। এটি প্রাণ জাগানিয়া গান, এটি মানব মনে আত্মবিশ্বাস জাগ্রতকরণের এক বৈপ্লবিক দর্শন - আমাদের দায়িত্ব একে ধারণ ও বহন করা এবং সম্মুখে এগিয়ে নিয়ে যাওয়া, তবেই মানুষ পাবে আত্নপ্রত্যয়ী ও নির্লোভ এক জীবাত্মার অহংকার !
@baydnina9 жыл бұрын
তাঁর লেখনীতে লেগে থাকে জীবনের অনিবার্য্য ক্ষতচিহ্ন এবং বেঁচে থাকার যতিচিহ্ন। তাঁর সুরে আভাস মেলে বাংলাদেশের তথা সারা দুনিয়ার সুরচর্চার খতিয়ানের। তিনিই, সম্ভবত, আমাদের দেশের একমাত্র জীবিত - সার্বজনীন অর্থে - আন্তর্জাতিক গানশিল্পী। এমন শিল্পী শতাব্দীতে বার বার তৈরী হয়না!
@SirajKhukanChowdhury5 жыл бұрын
বেশি হয়ে গেল না... জনাব?
@manishksingha19875 жыл бұрын
@@SirajKhukanChowdhury Apnie anya ekta example din na... if possible
@neeladridhar5 жыл бұрын
আর হবে না, জীবন্ত কিংবদন্তী !!!
@shatabdivobo4 жыл бұрын
রোজ সকালে চায়ের সাথে সুমনের গান খাই, জিতেছি যতোটা বন্ধু হেরেছিও ততোটাই...
সহস্র সালাম হে প্রিয় , হাজার বছর বেঁচে থাকুন মানুষের জন্য ❤
@maitrayamutsuddi95692 жыл бұрын
বিরল, আজকের সস্তায় বাজিমাতের দূনিয়ায় আপনি সত্যিই বিরল। মনের আনন্দে গান শুনি যখন যা ভালো লাগে, গান বিশ্লেষণের স্পর্ধা আমার নেই। কিন্তু মজার কথা হলো কবীর সুমনের গানের কথা ও গায়কী সম্ভবত জ্বড় এও প্রান সঞ্চারিত করে। আপনি ভালো থাকুন, সুস্হ থাকুন 🙏
অসাধারণ প্রতিভাবান এক মানবিক খাঁটি বাঙালী দেশপ্রেমিক কবি সুরকার গীতিকার। বাংলা সংগীত সংস্কৃতির এক মহীরুহ।
@naboranjanroy85133 жыл бұрын
তোমাকে শত কোটি প্রনাম, তোমার দীর্ঘায়ু কামনা করছি। তোমার গানের কথা ক'জনেই বা বুঝে। ভালো থাকুন, আরও ভালো কিছু উপহার দিন।
@puspitachattopadhyay85992 жыл бұрын
যত শুনি ততই মুগ্ধ হয়ে যাই। অপূর্ব, সুরটা ....অসাধারণ কথা যা কেবল কবীর সুমন পক্ষেই লেখা সম্ভব।
@niloy_shahriar2 жыл бұрын
বলে, সুখআছো যারা, সুখে থাকো, এ সুখ সইবে না দুঃখে আছো যারা, বেঁচে থাকো, এ দুঃখ রইবে না।
@FazleKavir2 ай бұрын
জীবন যুদ্ধে অনেকবার সেক্রিফাইস করেছি তোমার জন্য না হয় আরেকটু সেক্রিফাইস করলাম পাওয়ার মধ্যে যে ভালোবাসাটা থাকে না পাওয়ায় অনেক বেশি ❤
@ঋফন7 жыл бұрын
kabir suman jindabad...
@Durjoy_60013 жыл бұрын
কি অপূর্ব, প্রতিদিন নতুন হয়ে উঠে। কবীর সুমন, বাংলা গান একদিন বুঝতে পারবে আপনি কি ছিলেন ।
@mdAkash-cu4xx3 жыл бұрын
সমুন তুমি বাংলার। তুমি আমার।
@arkonaskar18754 жыл бұрын
কেন বাঁশি শুনে খালি ভুলে যাই আমি অন্যের ক্রীতদাস
@bapichenaadhuli600711 ай бұрын
আপনাকে কান্না দিয়েছি। আপনি অনুগ্রহ করে ফিরে আসুন।
@qazizahid6408 Жыл бұрын
বলে, সুখে আছো যারা সুখে থাকো এ সুখ সইবেনা! দুখে আছো যারা বেচে থাকো এ দুখ রইবে না
@sujoynag6002 жыл бұрын
Aar jara more gecho, tader jonno ekta gaan hoy jaak / BTW ✍️✍️
@arpandas29354 жыл бұрын
এই গান একটা শতাব্দীতে একটাই আসে
@RakibHasan-sh1fd2 жыл бұрын
দুঃখে আছো যারা বেঁচে থাকো তারা এ দুঃখ রইবে না,,,আহা বেঁচে থাকার গান
@deepmondal873 жыл бұрын
Bolar vasa nei .. jai boli na keno sob vasa vasa hoye jabe..salute Gurudev 🙏🙏🙏🙏🙏
@asefkabir3256 Жыл бұрын
Incredibly powerful song!
@tutulnesar23563 жыл бұрын
শ্রদ্ধা হে প্রিয় মহামানব ❤️
@trinankurmukherjee76104 жыл бұрын
Apni amar benchey thhakar onuprerona ; tai apnar gaan-e ami comment korchhi, eta shotyi amar dhrishtota ; apni bhalo thhakun, shusthho thhakun , ar amar-i moton shob manoshikh bhabey bhengey pora bekti der aro aro onuprerona jogan, tader bujhiye din je ei jibon-er maney shonghorsho thhik-i, tobey porajoy noye ; apnakey notojanu hoye pronam janai ; bhalo thhakun, KOBI .
@sujitroy6964 жыл бұрын
অসাধারণ । এই গান আরও অনেক শুনব এই আশাতেই বেঁচে থাকা যায়।
@priyaadhikary3295 Жыл бұрын
যাহা জল তাহা পানি...
@shebgatullaanirban88287 ай бұрын
অসাধারণ রচনা।
@myeashin35842 ай бұрын
আমি ভাবি যারে পাই না গো তারে সে জেনো কতই দূরে আমি দেশ-বিদেশে ঘুইরা বেড়াই কেবল তার কথাটি মনে গো করে আমার আশায় আশায় জনম রে গেলো তার সঙ্গে না, আমার দেখা হইল গো আমি একা রইলাম পরে আমার এমন বান্ধব আর কে আছে রে আমায় কে দিবে তার সন্ধান করে সে আমার হইয়া রে সখা দেখাইলে আমার প্রান সখা আমি প্রাণ দিবো সই তারে আমার এই রূপ যৌবন দিয়া রে আমি চেয়ে থাকবো তার রূপ নেহারে
@satyakiroy86826 жыл бұрын
Ki kore paren????? Ki kore???? Selaaam
@arghyamajumder85019 ай бұрын
প্রণাম আপনাকে...
@anupmukhopadhyay88128 жыл бұрын
onekdin por eto valo gaanta mone pore gyalo. amit roy-er mukhe aage besh koyekbar shunechhilam
@dumahmud15095 жыл бұрын
অসাধারণ কিংবদন্তি
@sampabanerjee7884 жыл бұрын
Tumi ANONYO , tomake aanek shroddha o Selam 🤟🙏👏
@DebashisDebnath863 жыл бұрын
আমি গর্বিত আমি কবির সুমন কে লাভ করেছি
@rabisankarsaha10 жыл бұрын
Suman....u r a genius :-)
@palspal23293 жыл бұрын
Eta sunchi ar bhabchi How come nowadays music has resorted to such mediocrity? How come we had these legends ,their legendary music and songs and we couldn't gather anything from them? Such a shame for us :'(
@syedazizurrahman52294 ай бұрын
রবীন্দ্রনাথের পর যাঁর নামটি আসে তিনি সলিল চৌধুরীর। যাকে গোটা ভারত বুদ্ধিজীবি সুরকার বলে চেনে।
@francisgomes72033 жыл бұрын
What a lovely song rendition by a great singer of this city. Loved it. 👍🙏
@sudipmukerjea25842 жыл бұрын
Absolutely true,I am 42 and my mom is 71 but when I play it,my mom also listens
@souvikmahato44644 жыл бұрын
Ahaaa.. ❤️
@NegativeDil20033 ай бұрын
GOUTAM DA mane moni da ke aro solo performance korte hoto kintu tar agei chole gelen manush ta sekhane Goutam Chattyapadhay chole gelen Ekhane Kabun suman jonmo nilo💌❤
@rumman30662 жыл бұрын
take my salute, sir ami tumi e
@jbmelodies35202 жыл бұрын
আহা কি ভীষণ সুন্দর!!! 🥰
@sheikhmusfiqurrahman86707 жыл бұрын
beche thakon onek bochor...
@xeenathsabiya56192 жыл бұрын
অসাধারণ
@sabyasachibhattacharya85835 жыл бұрын
Bangla ganer nobo rupokar.proud as a bengali.
@ramkrishnabhattacharya63923 жыл бұрын
Asadharon
@butterfly32992 жыл бұрын
সুমন❤️
@MM-td1mj4 жыл бұрын
Mind-blowing
@kanadsaha9 ай бұрын
Dada, Mavic Mini er 15m limitation ki vabe hack korbo bolben? DJI Fly app use kore.
@NehaKarim.2 жыл бұрын
Oshadharon ekta gaan! ❤❤❤
@kazimohammedrahim77959 жыл бұрын
So Beautiful !
@rajibsarker70612 жыл бұрын
♥ভালোবাসা♥
@soumitradutta99374 жыл бұрын
Onk boro ak Jon voto Ami apnr sir
@mohammadiadenim51634 жыл бұрын
Salute to you Boss
@rakhirajrupachatterjee56875 жыл бұрын
Kudos!!!
@biplabking75336 жыл бұрын
সহস্র সালাম স্যার
@sanjoyhira21063 жыл бұрын
amazing
@vishalpaultheyoutuber13016 жыл бұрын
Very nice
@somenathbose21083 жыл бұрын
Aldon sotti kotha.
@bibhubrataacharjee94176 жыл бұрын
গানটা আবার আটজন অপছন্দ করেছেন, ভাবা যায়!!!
@wriddhisankar62556 жыл бұрын
এরা অষ্টম আশ্চর্য।
@lahiridilli5 жыл бұрын
Adbhut Andhar ek neme esechhe prithibi te aaj.......etai tar proman.
@shakapaul37303 жыл бұрын
so nice song
@adityabarman80805 жыл бұрын
কেবল আপনিই পারেন এমন গান লিখতে
@MohidulIslam-ot6yq7 жыл бұрын
Very nice song
@indradipghosh010 жыл бұрын
very nice,,,
@Moviecollection-xs7db6 жыл бұрын
Nice song
@sudiptodas72282 жыл бұрын
Kabir suman sir er gangulo hoye othar pichone je itihas ache tar upor ki kono boi ache,, keu ektu bolben pls
@avijitmainan6119 Жыл бұрын
'Hoye otha gaan' boitir nam. Peye jaben online e.
@qumrulamin54344 жыл бұрын
Tik jeno kaji nazrul er voice.
@sabita51303 жыл бұрын
Satyi 😁😁
@samikhazra94802 жыл бұрын
💜💜💜💜
@kamrulmithon2 жыл бұрын
♥️♥️♥️
@neojohns24872 жыл бұрын
Amader moral position nei Sumoner choritro bishleshon korar..
@nayan25632 жыл бұрын
পাকস্থলীতে হিন্দু নেই,নেই মুসলমানি..... তবে কেনো সুমনদা তুমি শুধু সুমন হলেনা? হলে কবীর সুমন!!!
@Azizul-OfficiaI Жыл бұрын
তিনি মানুষ এটাই আসল পরিচয় ❤
@sabita51303 жыл бұрын
Dyut dekhbo bale dekhte paina 😁bekar sabita
@debjyotisingharoy2175 жыл бұрын
❤️
@nayanjoti2758 Жыл бұрын
লিজেন্ড
@pritamroyavro74433 жыл бұрын
এরা ভাঙে, এরা টলায়,এরা কি গড়তে জানে।। বাঙলার এপাড় ওপাড় আপনার গানেই শোভা পায়