ইসলামী সাহিত্যের অমর সৃষ্টি বিখ্যাত গজল ‘আল্লাহু আল্লাহু, তুমি' গানের লেখক এবং সুরকার কবি সিরাজুল ইসলাম। ১৯৩০ সালের ২ সেপ্টেম্বর ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রসুলপুর গকুলচর গ্রামে কবির জন্ম। রক্ষণশীল সামাজিক প্রথা ভেঙে তিনি ১৯৪৮ সালে সঙ্গীতে তালিম নেন এবং গান লেখাও সুরারোপ শুরু করেন। ১৯৫৪ সালে তিনি রেডিওর গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হলে তিনি সেখানেও গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। হিজ মাস্টার ভয়েজের তিনি অন্যতম গীতিকার ও সুরকার।