অল্প কাজেই কি আপনি হাপিয়ে যাচ্ছেন? এটা কি হার্টের সমস্যা?

  Рет қаралды 14,084

Dr M.A Baqui

Dr M.A Baqui

Күн бұрын

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ বাকী, চেম্বারঃ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ঢাকা, 01711647877, 01979241736 / ইবনে সিনা (ধানমন্ডি, ঢাকা) 01975886118, 10615 #meditalkdigital
কয়েক ধাপ সিঁড়ি উঠলেন। এতেই হাঁপিয়ে গেলেন! এটি কি কোনো শারীরিক সমস্যা, না অন্য কিছু। এ বিষয়ে কথা বললেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক খান আবুল কালাম আজাদ। তিনি বলেন, অল্পতেই হাঁপিয়ে ওঠার তিনটি প্রধান কারণ রয়েছে। সেগুলো হলো- রক্তস্বল্পতা, ফুসফুসের কোনো রোগ এবং হৎপিণ্ডের কোনো অসুখ। রক্তস্বল্পতায় যাঁরা ভুগছেন, তাঁদের অন্যান্য লক্ষণের পাশাপাশি অল্পতেই হাঁপিয়ে ওঠাও একটি লক্ষণ হতে পারে।
কারও কারও ক্ষেত্রে শ্বাসনালির বিভিন্ন রোগেও দেখা দেয় অল্পতেই হাঁপিয়ে ওঠার সমস্যা। যাঁরা অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি প্রভৃতি অসুখে ভুগছেন, তাঁদের হতে পারে এমন সমস্যা। ফুসফুসে ফাইব্রোসিস হয়ে যাঁদের ফুসফুসের প্রসারণ ক্ষমতা কমে যায়, তখনো অল্পতেই হাঁপিয়ে উঠতে পারেন ।
আবার স্বল্প সময়ের কোনো ফুসফুসের অসুখ থেকেও এ সমস্যা দেখা দিতে পরে।
হূৎপিণ্ডের কর্মক্ষমতা কমে যাওয়া, রক্তপ্রবাহে জটিলতার কারণে ও হূৎপিণ্ডে রক্ত সঞ্চালন কম হলে বুকে ব্যথা
অল্পতেই হাঁপিয়ে ওঠার সমস্যা হতে পারে।
চিনে নিন বিপদচিহ্ন
: অল্পতেই হাঁপিয়ে ওঠার সঙ্গে দ্রুতগতির হূৎস্পন্দন এবং রক্তচাপ কমে যাওয়া
: চেহারা নীল হয়ে যাওয়া
: কথা বলার সময় এক নিঃশ্বাসে কথা শেষ করতে না পারা
: ঘোরের মধ্যে চলে যাওয়া
প্রতিকার ও প্রতিরোধ
অল্পতেই হাঁপিয়ে উঠলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। সমস্যা প্রকট আকার ধারণ করলে হাসপাতালে গিয়ে অক্সিজেন নেওয়ার প্রয়োজনও হতে পারে।
: যাঁদের শীতকালে শ্বাসকষ্ট হয়ে থাকে বা শ্বাসকষ্টে ভুগছেন, তাঁদের চিকিৎসকের পরামর্শমতো শ্বাসকষ্টের চিকিৎসা করানো উচিত।
: কোনো কিছুতে অ্যালার্জি থাকলে তা এড়িয়ে চলতে হবে।
: যদি বুকে চাপের সঙ্গে অল্প সময়ে হাঁপিয়ে ওঠার সমস্যা হয়,
তাহলে হূৎপিণ্ডের কর্মক্ষমতা পরীক্ষা করে দেখা উচিত।
রক্তস্বল্পতা এড়াতে যা করণীয়-
: খনিজসমৃদ্ধ খাবার খেতে হবে, অন্যান্য পুষ্টি উপাদানও থাকতে হবে প্রতিদিনের খাদ্যতালিকায়।
: খালি পায়ে মাটিতে হাঁটা যাবে না।
: কৃমির ওষুধ খেতে পারেন।
: মেয়েদের ক্ষেত্রে মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
: বয়স্কদের ক্ষেত্রে রক্তস্বল্পতা দেখা দিলেই দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

Пікірлер: 20
@mdaslammdaslam3796
@mdaslammdaslam3796 11 ай бұрын
স্যার আমার বয়স 25 বছর আমি অল্প কিছুতেই হাপিয়ে যাই। বুকের মাঝখানে হালকা ব্যাথা ও হয় মাঝে মাঝে
@kohinurakter3762
@kohinurakter3762 9 ай бұрын
Amr o.apni ki doctor dkhycn
@syedsalmanahmed1419
@syedsalmanahmed1419 Жыл бұрын
MA Baki Sir apnr video excellent. Allah apnake susthoi rakhuk. Lots of respect for you.
@MasumaMahfuj-c8t
@MasumaMahfuj-c8t 9 ай бұрын
স্যার আমার আব্বুর কোলেস্টেরল অনেক বেশি আর প্রায় সবসময়ই বুকে তীব্র ব্যাথা অনুভূত হয় তো এটা কি হার্ট ব্লকের কোনো লক্ষণ,,,আমার আব্বুর বয়স ৩৫+,,হঠাৎ হঠাৎ করেই ব্যাথা অনুভুত হয় এবং এ সমস্যা প্রায় ৪ বছর থেকে,,ব্যাথার তীব্রতা অনেক অনেক বেশি থাকে,, আর এক জায়গায় ব্যাথা শুরু হয়ে বুকের বাম পাশে এবং ঘাড়ের দিকে ছড়িয়ে পড়ে,,,
@abdullahmusab7437
@abdullahmusab7437 8 ай бұрын
বাবার৩৫ বছর আপনার বয়স কতো
@mdriponrhaman6696
@mdriponrhaman6696 12 күн бұрын
আমি ওনেক দিন ধরে দেখছি আমি ভারী কোন কাজ করলে অথবা আজকে যেমন একটি সিমেন্টের বস্তা মাথায় করে নিয়ে বাসায় গেছি, আমার হার্টবিট বেশি বেড়ে গেছে আর ক্লান্তি অনুভব করছি এর কারন কি😊
@afzalmiah125
@afzalmiah125 10 ай бұрын
স্যার আমি অল্প কাজ করলেই হাপিয়ে যাই মাথা গুরিয়ে পরে যাই সব অন্ধকার হয়েযাই কোনো ভারি কাজ করতে পারি না বুকে মাঝে মধ্যে ছিনছিন ব্যাতা করে।
@kohinurakter3762
@kohinurakter3762 9 ай бұрын
amr o same
@siamuddin4519
@siamuddin4519 8 ай бұрын
এগোলা হাত মারার কারণ 😂😂
@MdYousuf-oj4ey
@MdYousuf-oj4ey 8 ай бұрын
আমারও 😢😢
@sumonmia483
@sumonmia483 8 ай бұрын
রাইট বলছেন ভাই ​@@siamuddin4519
@TetuhfYdfh
@TetuhfYdfh 6 ай бұрын
Kota bolte cai
@creativecorner5796
@creativecorner5796 2 ай бұрын
Sir ata ki 33-34 year hote pare?
@mitasaha-jb4xg
@mitasaha-jb4xg Жыл бұрын
সার, আমার ছয় মাস হলো আমার বুকে ব্যথা অনুভব হয়, আর দুমাস, আগে মাথা ঘুরে টেরেনে পড়ে গেছিলাম, পা ফুলে গেছে কি করা উচিত জানাবেন প্লিজ
@fmalamin2254
@fmalamin2254 Жыл бұрын
স্যার আমার বয়স ২৬! আমিও একটু কাজ করলেই ঘামাই..এর আগে ডাক্তারের কাছে গেছিলাম তিনি ইন্ডেভার ১০ দিয়েছেন এটা ২মাস খেয়ে আর খাইনাই
@youtubenusratjahanjumur8304
@youtubenusratjahanjumur8304 4 ай бұрын
স্যার আমার মা হাটার সময় মনে হয় নিচের দিকে নেমে যাচ্ছে তাড়াতাড়ি হাঁটতে পারে না দ্রুত কাজ করতে পারে না এগুলো কিসের লক্ষণ
@TomaHasan-hc6yq
@TomaHasan-hc6yq Ай бұрын
আপু আমারও হাটার সময় পায়ের নিচে রাস্তা দুলতে থাকে মনে হয় আমাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে।সুয়ে থাকলে মনে হয় আমি বিছানায় সুয়ে নাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে নৌকা অথবা গাড়িতে আছি এমন লাগে।আপনার মাকে কি ডাক্তার দেখাইছেন? ডাক্তার কিছু বললে আমাকে জানাবেন প্লিজ।
@mdsohrabdewan7379
@mdsohrabdewan7379 11 ай бұрын
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ স্যর আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় মাঝে মাঝে বমি বমি ভাব হয় মাথা ঘুরে মনে এখন ই আমার জীবন টা শেষ হয়ে যাবে এটা কি কারণে একটুখানি জানাবেন।
@Alokitomukh32918
@Alokitomukh32918 7 ай бұрын
আমি আপনার কাচে আসতে চায়
@muhammaismail7786
@muhammaismail7786 Жыл бұрын
হা
когда не обедаешь в школе // EVA mash
00:51
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
BREATHING Exercise  correct ways/  Psychiatrist Dr Mekhala Sarkar
12:12
Dr. Mekhala Sarkar
Рет қаралды 498 М.
когда не обедаешь в школе // EVA mash
00:51