এতো বুক ভরা কান্না নিয়ে বেঁচে আছি শেষ নিঃশ্বাস নেওয়া অবধি। ঈশ্বরকে প্রণাম।
@dilipshee43062 ай бұрын
God bless you
@mominulhaque7528 Жыл бұрын
এই গানগুলি শুনলে মনে হয় যেন জীবন থেকে কি যেন হারিয়ে গেছে। সত্যিই অনেক কিছু হারিয়ে গেছে, সেগুলি আর কোনদিন ফিরে আসবেনা।
@nisankasekharsahoo34714 жыл бұрын
এ গান যেন কোন সুদুরে মনকে টেনে নিয়ে অত্যন্ত বেদনা বিধুর করে তোলে।জীবন কেবলই বেদনা ও অশ্রুজলে ভরা।হায়রে জীবন!
@mahanray78314 жыл бұрын
👍👍
@sangitabhattacharya82832 жыл бұрын
সঠিক বলেছেন 🙏❤️
@rubayedtasu5282 жыл бұрын
মানুষের জীবনটা বড়ই কঠিন। আর তার মনে কখন কি হয়❣️ সব সময় বোঝা যায় না।হায় বিচিত্র মানুষের মন। দুঃখ কষ্টকে উপভোগ করার একেবারে পারফেক্ট গান এইটি💔।হায়রে জীবন💔
@badalchowdhury23322 жыл бұрын
)
@RealShopReview3 ай бұрын
kh k. ¡"ZssSthn
@Tanmoy_Rupam3 жыл бұрын
কতো সুন্দর দরদী কণ্ঠ,,, গান শুনলেই চোখ দিয়ে জল গড়িয়ে পরে
@ferdousybegum11343 жыл бұрын
আমার জীবনের সব হাসি খুসি সব সেষ গান টা সুনলে আমার চোখের পানি থামে না। অতীডের সব মনে পরে যায়
@debabratadas46833 жыл бұрын
নিজেকে খুঁজে পাই এই সব গানে, এত নরম সুর মনের সব বিষাদ শুষে নেয়।🙏 চিরন্তর হয়ে আছে এবং থাকবে।📻🎵
চমৎকার মহান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো!! এগুলো আজও মানুষ প্রাণভরে উপভোগ করেন! আজও শোনেন।
@MdRony-gl2jr3 жыл бұрын
কন্ঠের মাধুরি এতো বিমোহিত করে দেয় ❤️
@anupbera600010 ай бұрын
গানটি শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলি। স্মৃতির পাতা থেকে কিছু মনে করার চেষ্টা করি।আর গান টি যেন অনেক কথা বলে যায়। অদ্ভুত এক অনাবিল আনন্দ ও দুঃখের মিশ্রণ স্বর্গীয় সুখ অনুভব করতে সাহায্য করে। শিল্পী কে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম।
@soumyajitghosh1083 жыл бұрын
আমি 2021 এ এই গান টা শুনলাম। সত্যি এই গানটি শুনে মন ভরে গেল এই গানের কোনো বিকল্প নেই।
@tapasdhara516411 ай бұрын
মনের অব্যক্ত বেদনার কথা কী ভাবে যেনো লেখক আর শিল্পীর কণ্ঠে দিয়ে ফুটে উঠলো।
@ahasanulbari2311 ай бұрын
ছুটোবেলায় এই গানটি শুনতাম ভাল লাগতো। কিন্তু গত বছরের ফেব্রুয়ারী থেকে এই গানের অর্থ খুঁজে পাই। আমার একমাত্র ছেলে যখন ৪.৫ বছর বয়সে ক্যান্সার ধরা পড়ে। একমাত্র সন্তানের ক্যান্সারের সাথে ১ বছর ৮ মাসের ফাইট করার সময়ই এই গানটি আমার জীবনের সাথে মিলে যায়। বাবা আমার গত অক্টোবর মাসের ৬ তারিখের আমাদের ছেড়ে পরপারে চলে গেছে। যেদিন বাবাসোনার ক্যান্সার ধরা পড়লো সেদিন থেকেই এই গানের অর্থ উপলব্ধি করি। আসলেই আমার জীবনের এতো হাসি এতো আনন্দ কোথায় গেলো? আমি এখনো যে কাঁদছি। একজন সন্তানহারা পিতাই জানে তার কি কষ্ট। যখনই একা থাকি, এই গান শুনি। কখন যে চুখে পানি আসে বুঝতে পারিনা।
@dhaneswarghosh88483 жыл бұрын
এ গান গান নয় এ শুধু কান্না প্রণাম তোমায় গুরুদেব 🙏
@arpanbhattacharya54844 жыл бұрын
কেন কোনো গান মানুষ সারা জীবন,প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মনে রাখবে,কেনো সেই গানের যুগকে স্বর্ণ যুগ বলব এর কোনো মৌখিক উত্তর আমার কাছে নেই,আছে শুধু এই গানগুলি।
@041milkaahonabiswas8 Жыл бұрын
আমাদের জীবনে যা হারিয়ে গেছে তা আর ফিরে আসবে নাহ্....... প্রিয় শিল্পী, আপনার গান এক অমর সৃষ্টি, আপনার গান শুনলে মন ভাল হয়ে যায়। সারাদিন না খেয়ে, না ঘুমিয়ে আপনার গান শুনতে পারি। অদ্ভুত এক অনুভূতি হয় আপনার গানগুলো শুনলে। আপনি যদি এখনো বেঁচে থাকতেন, আমরা আরও নতুন কিছু গান শুনতে পারতাম। (আমার মা এর হয়ে লিখলাম কমেন্টটা)।
@AbdulSelim-o4w9 ай бұрын
তুমি অমন করে হাসো না গো আমি তো প্রেমে পড়ে যাব
@ANANDADHARAANM4 ай бұрын
Nice comment. Thanks...
@mdsuvo50772 жыл бұрын
সত্যিই আমার জীবনের সব হাসি গান হারিয়ে গেছে কোথা থেক এক ঝর এসে সব এলো মেলো করেদিয়েছে।
@mdsuvo5077 Жыл бұрын
সত্যি আমার জীবন টা খুব হাসি মাখা জীবন ছিল কোথায় যে হারিয়ে গেলো সব হাসি আনন্দ আর কোনদিন ফিরে আসবে না।
@iqbalmirpur1366 Жыл бұрын
❤লাভ হেমন্তো দাদা কে গানটা আমার জীবনের সাথে মিলেছে আমি বারবার শুনি❤
@narendranathkundu40814 жыл бұрын
এইরকম দরদী কণ্ঠ আর প্রাণ ভরা উপস্থাপনা l কোনো তুলনা নেই l
@atanumanna50943 жыл бұрын
❤️
@arkobasu84173 жыл бұрын
You are right
@animeshbhar2573 Жыл бұрын
শরীরের প্রতিটি রক্ত বিন্দু তে প্রতি মুহূর্তে যেন কাঁটা বিঁধিয়ে দিয়ে যায়! উফ্! কি কন্ঠ কি দরদ!!!
@deb_editx_2 жыл бұрын
এই গানটি খুব চমৎকার গান👍👍 এ চমৎকারের তুলনা নেই 👍👍👍 এইরকম গানগুলো আজীবন নতুন
@uttamsarkar93463 жыл бұрын
আবার অনেক দিন পরে মনটা বেদনায় ভরে গেলো!!
@HOUOUIN.KYOUMA2 жыл бұрын
অপূর্ব অপূর্ব। কখনো ভুলে যাওয়ার নয়।
@shahinkhan50761 Жыл бұрын
আমার জীবনের পছন্দের সবগানের মধ্যে গানের রাজা এ গানটা💙💙
@dilipshee43062 ай бұрын
You are so grateful personality
@apurbabag11102 жыл бұрын
গান যখন জীবনের কাহিনী শোনায় 😌❤️
@AbulHossain-kf4sq11 ай бұрын
I will.
@nirmalkumarsarkar22263 жыл бұрын
বুকের ভেতর যেন হারিয়ে ফেলার অনুভূতি কী যেন এক দিন ছিল আজ আর নেই।মন কেঁদে মরে--_-
@sanjaygoswami37773 жыл бұрын
Ei sob gaan sunle buk fete jaai.
@zahidulchowdhury35482 жыл бұрын
এই গানটি হৃদয়ের অব্যক্ত বেদনার বহিঃপ্রকাশ ঘটায়
@sahanasiddique17062 жыл бұрын
Ai buktar vator koto asa cilo koto valobasha cilo kicui je r puron holona sob kicui je aj srity hoea theke galo kano amon holo amon to hobar kotha cilona
@amitbag59682 жыл бұрын
Apni thik bolechen kaku
@swapandolai49582 жыл бұрын
একদমই 👍
@b.tarafdar12053 жыл бұрын
ছোট্ট বেলা থেকে শুনে আসছি;এখন ৩৫ , এই সমস্ত সঙ্গীত চীরকালীন
@prodoshsen3 ай бұрын
ওনার গলা ছিলো Golden Voice, অতুলনীয়
@mdshafiqkhan2112 Жыл бұрын
যখন কষ্টে থাকি এই গানগুলি আমার কষ্টের সাথী যেন হয় অমর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় যেখানেই তুমি থাকো না কেন ভালো থেকো।
@ashokeroy936611 ай бұрын
জীবনের শেষ বেলায় এই গান গুলো নতুন করে আমার মনে কান্নার ঢেউ আনছে ।
@md.iqbal.9165 Жыл бұрын
এই না পাওয়ার ব্যথা ভরা তিথিতে, মন আমার ভরে আছে স্মৃতিতে,,,,,,,,।সেই ১৯৮৬ সালের সোমাকে মনে পড়ে আজো।।
@zahidulchowdhury4785 Жыл бұрын
আপনার স্মৃতির সাথে আমারো একই রকম স্মৃতির মিল খুঁজে পাই।আপনার মনে পড়ে ১৯৮৬ সালের আপনার সোমাকে আর আমার মনে পড়ে যায় ১৯৯৭ সালে চিরতরে হারিয়ে ফেলা সেই কাজল নয়না আমার শান্তাকে😢😢😢
@siddikahmed7896 Жыл бұрын
এ গান শুনলে, আমার বুকের আবেগের মতো, আকাশ বাতাস বারি হয়ে ওঠে।
@mrigankaroy1399 Жыл бұрын
আমি এই গানটা শুনলে একটাই কথা ভাবি। সবার জীবনে সুখ প্রেম আনন্দ আসেনা। আমিও সেই হতভাগা যে ভালোবাসা কি পেলোনা
@Abs23203 жыл бұрын
2020 এ কে কে শুনছেন এই গান টা।প্লিজ লাইক করবেন
@proproot2 жыл бұрын
2022
@soumyamitra7313 Жыл бұрын
2023 এও sunchi
@KaustavGhatak3 ай бұрын
2024 ami ai gaangulo suni karon amar valo lage tai
@sumantakarmakar78863 жыл бұрын
Ki sur ki gaan ....জীবন কে অনুভব করলে বোঝা যায় কি গান গেয়ে গেছেন....
@srahman21452 жыл бұрын
জানিনা কেনো চোখ দিয়ে অঝোরে পানি পড়ে!!!
@SamarNathDas6 ай бұрын
এতো সুন্দর লেখা, এতো সুন্দর গলা। অনবদ্য।
@raienislam65662 жыл бұрын
কি আর বলব রে ভাই! দিনের অধিকাংশ সময়ই এই গান শুনি। জীবনের আশা ভালোবাসা সব শেষ হয়েগেছে। যাকে জীবনে চেয়েছিলাম সে ও অন্যের হয়ে গেছে। ভুল সবই ভুল।
@Indranil.Roy-z2pАй бұрын
Old is Gold.Very Beautiful and Pathetic Bengali Song of Famous Male Bengali Singer Hemanta Mukherjee of Supperhit Romantic Bengali Movie Dui Bhai.
@dipakkumarbakshi4505 Жыл бұрын
আবার একবার চোখে জল এসে গেলো😢
@nikhilchakraborty59143 жыл бұрын
নতুন নতুন কত গান আসবে আগামীর দিনে কিন্তুএই গান গুলো স্মৃতিতে গেথে আছে ভাই,ম্ন্ভরে যায
@ajitrozario60312 жыл бұрын
হৃদয়টা যে মোর ক্ষতবিক্ষত হয়ে যায় -----
@pankajroychowdhury8104 Жыл бұрын
অসাধারণ। গানটা একেবারে অন্তরে প্রবেশ করে গেল। ধন্যবাদ।
@quazi89563 жыл бұрын
ekta 5 min er gaan kivabe ekta manusher pura life ta ke recall kore seta aii gaan ta na sunle kew bissah korbe na salute boss
@firozahmed53073 жыл бұрын
Love this song ever and ever from Dhaka Bangladesh on 01.08.2021.
@laxmidey36133 жыл бұрын
Asadharon bolar kichu nei
@dr.shankarkumar57072 жыл бұрын
কি বলবো। কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না।কোটি কোটি প্রণাম।
@akhildas35923 жыл бұрын
আমার জীবনের খুশী ও হাসি সব শেষ করে দিয়েছে আমার দুই ভাগনা।
@apuchandradas19352 жыл бұрын
কি করেছে.?
@shibsankarchakraborty4560 Жыл бұрын
Na pawar jantrana akhno ai gaaner madhyame bughte pari jug jug beche thako mausher antare
@shibsankarchakraborty4560Ай бұрын
Ses bayase ai gaan niei bechhe achhi dhannabad hemanta babuke
@KamalMukherjee-l1c10 ай бұрын
মন ভারাক্রান্ত হয়ে যায় এই গান শুনে।
@kanubrahmachari76444 жыл бұрын
Asadharan unar kono tulona hoy na ...pronam
@srkontor88043 жыл бұрын
গান শুনলেই চোখ দিয়ে পানি চলে আসে😢 কারণ একদিন হয়তো আমার জীবনের সাথেও এমন ঘটবে 💔😭😭
@g.mukherjee11032 жыл бұрын
এই চিরন্তন গানগুলিই আমার জীবনের খুশী।
@hrpresent22203 жыл бұрын
মূহুর্তে নিজেকে অতীতে হাড়ানোর মত দরদ ভরা গান - এক কথায় অসাধারন -💚💚
@joysun11162 жыл бұрын
এ জনমে শত চেষ্টায় আর সেই দিনগুলো কনোদিন ফিরে পাবোনা। কতো সুন্দর ছিলো সেই দিনগুলো 😭
@tusharkananandi4173 жыл бұрын
মন ভরে গেল !!
@ashimkumardas24503 жыл бұрын
আমার দুই ভাই গানটি প্রিয় গান কি সুন্দর এর ভাষা।
@bhuiyananditakhokan29572 жыл бұрын
পুরোনো,দিনের গান গুলো শুনলে মনে হয়, নতুন করে আবার প্রাথমিক বিদ্যালয়ে ভতি্ হই।
@akashsasmal20006 жыл бұрын
This song is very emotional
@dipankaradhikari12162 жыл бұрын
এত বেদনা নিয়ে বাচা অসম্ভব
@mukthizcreation3 жыл бұрын
দাদা মনে থাকবে তোমাকে আর তোমার গান। তুমি ৭২ সালে ঢাকায় এসে পল্টন ময়দানে সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে খোলা ময়দানে বাংগালীদের শুনিয়েছিলে মাগো ভাবনা কেন, ভালো থেকো সেপারে।
@rohulamin36102 жыл бұрын
এই গান গোলি আজও ভাল লাগে কারনটা কি আমি সেই ৪০ বছর আগে জখন ছোট ছিলাম তখন দেখছি আমার বড় ভাই এরা এই গান গোলি শোনত। দাদা কে জে ঔ পারে ভাল রাখে দোয়া রইল
@nilanjankar52412 жыл бұрын
আসলে এই গান এর কথা ও সুর আজও মানুষের মন কে ছুয়ে যায়।তখনকার দিনে গায়ক এবং গীতিকার প্রত্যেকই নিজেদের শিল্পসত্তার প্রতি Honest ছিলেন।আর এটাই কারন ছিলো গান গুলি মানুষের মনে আজও অমর হয়ে রয়েছে।
@tilakdas11662 жыл бұрын
90 এর দশকে হেমন্ত মুখোপাধ্যায়কে আমরা হারিয়েছি - রয়ে গেছে তার অসংখ্য শ্রুতিমধুর গান।
@mukthizcreation2 жыл бұрын
@@tilakdas1166 সে দিন আর আসবেনা। হেমন্ত দা, মান্না দা, সতীনাথ, মানবেন্দ্র দা তারপরে ডঃ ভুপেন দাদা, তাদের অমর গানগুলোই বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছে। আমরা আজ ডিজে দিয়ে বাংলা আধুনিক গান তথা বাংলার আসল উচ্চাঙ্গ, রাগ প্রধান ও মিস্টি মধুর আধুনিক গানগুলোকে তাচ্ছিল্য করে হারিয়ে যাচ্ছি। এখন আর সে রকম সুধীন দাশ গুপ্ত, রবীন্দ্র নজরুল সলিল চৌধুরী হেমন্ত দা, মান্না দা'র মত করে কেউ গুরুত্ব দিয়ে রাগ ভিত্তিক গান সুর ও সঙ্গীত করার ক্ষেত্রে এগিয়ে আসেনা। ফলে, ক্রমাগত ভাবে বাংলা সঙ্গীত হয়ে উঠেছে পাশ্চাত্তের উগ্র মেজাজী ডিস্কো এবং ডিজে ভিত্তিক। প্রজন্মের ছেলে মেয়েরাও আর সেদিকে ফিরে যেতে চাইছে না। আমরা পূর্ব বাংলার মানুষ চেয়ে থাকি ওপারের আধুনিক গানের দিকে কিন্তু এখন আর কেউ সেই এস ডি বর্মণ, সলিল চৌধুরী, রবীন্দ্র জৈনের মত মান্না দের মত ভাল সুর করতে চাইছে না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ তিলক দাদা
@tilakdas11662 жыл бұрын
@@mukthizcreation একদম সত্যি কথাই বলেছেন।
@parthacreation42464 жыл бұрын
Asadharon 😍😍
@gourgopalbiswas8742 жыл бұрын
এমন জীবন্ত , প্রথম শব্দ শুনলেই পুরো গানটাই শোনা হয়ে যায় .... পুরোটার জন্য আর অপেক্ষা থাকে না , এমনিভাবে জীবনময় হয়ে গেছে !
আমার জীবনে এতো খুসি, এতো হাসি সত্যিই মানুষের জীবনে হাসি খুসি দিন গুলি সময়ের সাথে বদলে যায় , ফিরে পাওয়া সেই দিন গুলো স্মৃতি হয়েই থেকে যায়। প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা রইলো।।।।।।।
@nisankasekharsahoo34714 жыл бұрын
ব্যর্থ জীবনের রুদ্ধ সংগীত।
@mahanray78314 жыл бұрын
খুব সুন্দর বলেছেন
@rameshhalder52363 жыл бұрын
What a comment... nice
@arzoo_singh2 жыл бұрын
Out of context ,but still makes sense . While I was listening to this song ,My all time favourite singer Hemanta sir. I got a reccomendation for Frank Sinatra ,killing me softly . Algoritham is getting smarter .
@basudebsarkar20913 жыл бұрын
Hemanta ji was a great melody singer. His tune was so sweet which will be live from yeon to yeon.