প্রথম শুনি এই গানটা ক্লাস 11th এ পড়ার সময়, বছর দশেক হয়তো আগে। যখনই শুনি, চোখ ভরে যায় জলে। সত্যিই তো, একদিন তো আমিও পথের মতই হারিয়ে যাব পৃথিবী থেকে, আমার প্রিয় বাড়িতে আর কোনোদিনও ফেরা হবে না, ফেরা হবে না বাড়ির মানুষগুলোর কাছে। অত্যন্ত সত্যি কথা এই গানটিতে আছে। এ গান নিছক গান নয়, এ চিরসত্য জীবনদর্শন। আর সেই দর্শন মহাগায়ক হেমন্তের কণ্ঠে সুরে সুরে ঝরে পড়েছে।
@abdurrashid54252 жыл бұрын
Shab kichu jokhon abalilakrome harie jabe takhon hrate harate Amie hobo harano birpungab terpor arr kie e ba thakbe haranor rajye Amie hobo rajadhiraj Thank you
@sayantanimanna3712 жыл бұрын
It will be really a sad for all of us still will have to be prepare with the all sunset each day
@ashimsaha67582 жыл бұрын
এ যেন জীবনের জল ছবি। একদিন সকলেই হারিয়ে যাব💖💖💖💖💖💖💖💖💖
@ambitioncivilservice2211 Жыл бұрын
VERY NICE COMMENT EVER
@ambitioncivilservice2211 Жыл бұрын
Nice comment brother.
@anupbera6000 Жыл бұрын
গানটি আমার খুব প্রিয়। হৃদয় বিদারক গান। কোথাও যেন গভীর ভাবে ছুঁয়ে যায়। হেমন্ত মুখোপাধ্যায় মহাশয় কে হৃদয় এর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই।
@tukai19602 жыл бұрын
অসম্ভব প্রিয় গান! আরও চমৎকার লেগেছে এই গানের লুকোনো রবীন্দ্রপ্রভাব, যেন গুরু-শিষ্য পরম্পরা। গুরু ধ্রুপদি ভাষায় তাঁর বিদায়ের গানে লিখছেনঃ "যে পথে যেতে হবে সে পথে তুমি একা-- নয়নে আঁধার রবে, ধেয়ানে আলোকরেখা।" অনুপ্রাণিত এক শিষ্য (মুকুল দত্ত) বিদায়ের গানে একেবারে আটপৌরে ভাষায় লিখলেন, "চোখের আলো নিভল যখন মনের আলো জ্বেলে, একলা এসেছি আমি একলা যাব চলে।" কী অপূর্ব এই উত্তরসাধনা! গুরু শিষ্য দু'জনকেই প্রণাম!
@pradipghosh6144 Жыл бұрын
অমর হয়ে থাকবেন হেমন্ত মুখোপাধ্যায় আমার ঈশ্বর নিভৃত প্রাণের দেবতা যেখানে কাঁদেন একা ..
নতুন প্রজন্মের ছেলে হয়ে বলছি যখন খুব মনটা কেমন হয় তখন এই গান শুনে নিজের অজান্তেই চোখে জল ফেলি
@nitishbiswas81373 жыл бұрын
জীবনের চির চলমান দীর্ঘ শ্বাস আর প্রিয়জনের জন্য অনন্ত ক্রন্দন ।।
@masud892 Жыл бұрын
সম্রাট একজনই। তিনি ইনি। সংগীতের অশোক সম্রাট। ৫০০ বছর ধরে গাইতে থাকবেন।
@kaberichakrabarty652023 күн бұрын
জীবনের সঙ্গে মিলে যায় এই গানের কথাগুলো 😢😢😢 চোখ দুটো জলে ভরে ওঠে যখনি শুনি শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জী আমাদের অন্তরে আজও বেঁচে আছেন কতনা মধুর ভাবে গেয়েছেন মন ছুঁয়ে যায় 🙏🙏❤🙏🙏❤🙏🙏এরকম আরও গান আছে যেগুলো আমাদের মনে আজও রয়ে গেছে কোন দিন পুরনো হবে না🙏🙏🙏🙏🙏🙏জীবনের চরম সত্য 😢
@arpanbhattacharya54843 жыл бұрын
মুকুল দত্তর মর্মস্পর্শী কথার সাথে হেমন্তবাবুর যথাযথ সুর।অন্যতম প্রিয় গান। জীবন-মৃত্যুর এই প্রবাহমানতা আমাদের ভাবায়,কাঁদায়।
@rajkumarsahu86752 жыл бұрын
গানে র কথা ও সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
@tukai19602 жыл бұрын
@@rajkumarsahu8675 , না ! কথা মুকুল দত্ত, সুরকার হেমন্ত স্বয়ং! আপনি যে গানটির কথা বলছেন সেটি সম্ভবত "সবাই তো চলে গেছে"!
@শোনোবন্ধুশোনো Жыл бұрын
@@rajkumarsahu8675 সুর হেমন্ত মুখোপাধ্যায়
@mahfuzul_haque_ifty3 жыл бұрын
কতোটা শ্রুতিমধুর বেদনাসিক্ত বাস্তবতা গান হতে পারে!!
@pratyayp2 жыл бұрын
আমার এক পিসির ছেলে, আমার ভাই, 25 বছরের একটি তরতাজা প্রাণ দুর্ঘটনায় পথের মতই হারিয়ে গেল। মেনে নিতে পারছি না। এই গান শুনছি আর রক্তের কান্না বুকে ঝরছে।
@ShubhankarBarik-h1bАй бұрын
কিছু বলার মতো মুখের ভাষা হারিয়ে ফেলেছি, সত্যিই হেমন্ত মুখোপাধ্যায় অতুলনীয় ❤❤❤❤❤
@kantichakraborty50102 жыл бұрын
আপনি আমাদের মধ্যে চির অমর হয়ে থাকবেন সবার হৃদয়ে, এরকম কন্ঠস্বরট যুগে যুগে একটাই হয়।
@chandanlahiri76485 жыл бұрын
৭০এর দশকের অপূর্ব গান। যেমন কথা, তেমনি সুর, তেমনি কন্ঠ ! একটুও পুরনো লাগে না। মনে হয় এখনই সৃষ্টি হয়েছে। এতটাই তাজা লাগে।
@firozahmed53073 жыл бұрын
When I was student of class 04at the year of 1964 listen from Karachi Pakistan.now at the age of 66 heared this song again from Dhaka.
@asimachakrabarty5912 Жыл бұрын
A true lover of music
@khokonkhokon297 Жыл бұрын
আমিও পথের মতো হারিয়ে যাবো।আমিও নদীর মতো আসবো না ফিরে আর আসবো না ফিরে কোনদিন। আমিও দিনের মত ফুরিয়ে যাবো আসবো না ফিরে আর আসবোনা ফিরে কোন দিন।❤
@gitasreesengupta27042 жыл бұрын
চোখের আলো নিভল যখন মনের আলো জ্বেলে,,একলা এসেছি আমি একলা যাবো চলে ,,অসাধারণ কথা ,,কণ্ঠ
@anamulhoqueabid619 Жыл бұрын
সময় আর স্মৃতি কখনো ফিরে পাওয়া যায় না তাই না তাই বলছি সংগীতের ভাষা হচ্ছে সকল মানুষের ভাষা আমার আপনার আমাদের সবার
@sayedhasankhan81203 жыл бұрын
প্রিয় গান। এত সমৃদ্ধ শব্দের গান একালে খুবই কম লিখা হয়।কখনো নোটিফিকেশন আসলে আবার এসে শুনব🖤 Rekhe gelam chinho 09-09-2021
@souravbanerjee12432 жыл бұрын
A kale ae gan lakha ar shilpi pawa asombhob .......
@bipulroy01704 Жыл бұрын
এই রকম ১০ টি গান হলেই এনাফ, জবন্টাকে উপভোগ করার মহিমা বুঝতে❤❤❤
@kaberichakrabarty652023 күн бұрын
ঠিক জীবন টাকে উপভোগ করার মতোনি জীবনের চরম সত্য 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ashrafultalukder98796 ай бұрын
মানবজীবনের চিরন্তন বিষাদ তথা অসহনীয় বিচ্ছেদ যন্ত্রণা, হায়রে জীবন।
@swapankumarsengupta2523 жыл бұрын
মুকুল দত্তের লেখা সব গানগুলিই অসাধারণ বিশেষ করে হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে।
@nurunnaharjharna50812 жыл бұрын
মর্মস্পর্শী গানটিতে সব সময় একাত্ব হয়ে যেতাম, এখন যাই।হেমন্তজীর কন্ঠে শুনে জীবন মৃত্যুর সন্ধীক্ষণে হারিয়ে যাই।
@nisankasekharsahoo3471 Жыл бұрын
গানটা শুনে নিজের অজান্তেই একটা দীর্ঘ শ্বাস উচ্চকিত হয়ে ওঠে ।এটাই জীবন !
@DebanitaSings Жыл бұрын
হৃদয়ের গভীরে গিয়ে প্রবেশ করে।অনেক হারিয়ে যাওয়া প্রিয়জনের স্মৃতি মনে করিয়ে দেয়।❤❤❤
@tanvirshuvo17723 жыл бұрын
প্রাণ জুড়ানো একটা গান। যে গানটা শুনলে হৃদয় প্রাণ সব কিছু ব্যাকুল হয়ে যায়। অনেক ভালো লাগে গানটা
@swapanonco38173 жыл бұрын
Makes me back to my colourful days.No singer is better than Hemanto Mukhopadhyya
@kalpanakonar Жыл бұрын
একদম সত্যি কথা ভাই l
@nisankasekharsahoo34712 жыл бұрын
মানবজীবনে র চিরন্তন বিষাদ তথা অসহনীয় বিচ্ছেদ যন্ত্রনা। হায়রে জীবন !
@gopalchandramridha6875 Жыл бұрын
গানের কথা যেমন, সুরও তেমন,কণ্ঠ ও তেমন।এককথায় অসাধারণ......
@forhadhossain56417 ай бұрын
আর কতকাল শুনবো এইগান!!!! এ-তো কখনও শেষ হওয়ার নয় 🎺
@rakhalbarairakhalbarai6851 Жыл бұрын
৮ বছর আগে যখন ঢাকা থাকতাম তখন মন খারাপ হলে গানটা শুনতাম,ঠিক এখনো শুনি,বেঁচে থাকলে ৩০ বছর পরেও শুনবো হয়তো।
@mdibrahimhossainnayonnoyan67134 жыл бұрын
আমার ছেলে বেলার গান,এখন তার সাথে আমার দিন গুলা যেন মিলে গেছে
@alokbhaduri13012 жыл бұрын
What a beautiful lirik, Composition & above all heartfelt voice of Hemanta Mukherjee, created the song as evergreen. Really this song is the image of everybody's life which would never vanish 👌
@light_of_noor3 жыл бұрын
বাবার ফোনে প্রথম শুনি গান টা ক্লাস ৬ এ, তখন থেকেই আলাদা একটা ফিলিংস কাজ করে গানটা শুনলে ❤️
@arabindabaidya37203 жыл бұрын
This is not only a song but also a pathotic melodious consolation of my mind, never forgotten it with the immortal Artist Hemant kumar
@BonhisBlog7 ай бұрын
গানটা এত বেশি ভাল লাগে। অজান্তেই চোখের কোণে পানি চলে আসে।
@hasanmahmudkabir Жыл бұрын
এই ছোট জীবনের কতো চাওয়া কতো পাওয়া কতো হাহাকার কতো শূন্যতা সব কিছু একদিন মলিন হয়ে যাবে আমার না থাকার কারনে,,,,
@Sweet_boyever Жыл бұрын
আগেকার বাংলার শিল্পিদের শব্দ উচ্চারন ছিল নিখুত। কিন্তু এখন কেমন যেন শব্দের উচ্চারনটাকে বিকৃত করা হচ্ছে দিন দিন।
@dmpielectronics66095 ай бұрын
গান তো গান নয়. এ যে বিদায় কে মনে করিয়ে দেয়া। যিনি গেয়েছেন তিনি ও বিদায় নিয়েছেন।আমরা ও যাত্রা পথের পথিক। ফিরে আর আসবনা কোন দিন।
@abdullahalmasum9653Ай бұрын
অনেক খুঁজে গানটা পেলাম❤,,,😢০৪-১১-২০২৪,, 2:33,,কি অবাক সত্যি,, একদিন আমিও চলে যাব,,,😢কমেন্ট টা পড়বে হয়ত অন্য কোন প্রজন্মের কেউ😢😢😢
@KamrulhaqMukul11 ай бұрын
আমার বাবা এই গানটা গাইতেন আজ সত্যি এ তিনি পৃথিবী থেকে হারিয়ে গেলেন😔
@abuhanatamal22522 жыл бұрын
ক্লাস ওয়ানে থাকতে সর্ব প্রথম আমার মায়ের কাছে শোনা,আজো একই রকম প্রিয়
@kalyanimahato51644 жыл бұрын
I have come alone, I will go alone, I will not leave, I will never come back......
@aliahasunshaon48302 жыл бұрын
এই গান যত শুনি সুধু সুনতেই ইচ্ছা করে। ফিরে পেতে চায় ঐদিন গুলোর সাথে।
এই সমস্ত গান কোনো দিন পুরোনো হয় না। সেই গীতিকারও নেই সুরকারও নেই।
@mdnasiruddin5002 жыл бұрын
এমন অনবদ্য সুরের প্রেমে না পড়ে থাকা যায় না !
@robinumber2 ай бұрын
অসম্ভব সুন্দর একটা গান,যার প্রতিটা কথা হার্ট টাচ করে
@biswajitdas-ds4dyАй бұрын
কি অপূর্ব গান, মন জুড়ে যায়
@Monjurul75726 күн бұрын
গানটি শুনে সকল কাছের মানুষদের কথা মনে পড়ে যারা চলে গেছে।
@rathin48 Жыл бұрын
আগেও শুনেছি যদিও এই গান টি, তখন শুধু ভালোলাগা দিয়ে শুনেছিলাম,,এখন বৃদ্ধ বয়সে শুনে মর্মে মর্মে অনুভব করি এবার তো কোন দিন সত্যি সত্যিই পথের মতো শেষ হয়ে যাব, ছায়ার মতো মিলিয়ে যাব, অথবা সুখের মতো ফুরিয়ে যাব, আসব না ফিরে কোন দিন,,,, মানুষের যাওয়া আসার এই পথচলা একদিন তো এইভাবেই শেষ হয়ে যায়,,এটাই স্বাভাবিক,,জীবনের ধ্রুব সত্য,, মুকুলবাবু অনবদ্য লেখনীতে সুরারোপ করে গানটি গেয়ে অমর করে রেখেছেন সবার প্রিয় ও শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়
@ratandebnath2311 Жыл бұрын
এই যেন এক নীরব ক্রন্দন ও আবেগের বসতবাড়ি!
@AbdulMannan-c5x8h3 ай бұрын
গানটার সাথে জীবনের খুব মিল তাই যখনই শুনি চোখ দুটি অশ্রু শিক্ত হয়ে যায়।
@tanishaanam58644 жыл бұрын
আমার জীবনে শোনা অন্যতম সেরা গান।
@ashrafahamad88264 жыл бұрын
Realethik.
@mohebulrubel Жыл бұрын
আমি কোন দিন হারিয়ে যেতে চাইনা, থেকে যেতে চাই মানুষের মাঝে ছায়া হয়ে।
@Swapanvlogs-hh4sh8 ай бұрын
যদি কারো মন খারাপ লাগে তখন এই গানটি শুনবেন মনে অনেকটা শান্তি পাবেন❤❤❤❤❤
@apadasgupta95932 жыл бұрын
যেমন গায়কী তেমনি কণ্ঠ সেরকম সুরে পারফেক্ট গান গাওয়া আর কোনো গায়ক-গায়িকার কণ্ঠে শোনা যায় না
@sudhenduganguly4112 Жыл бұрын
আমর মনে কখনও আসেনি যে আমার প্রিয় মানুষটিকে হঠাত্ এইভাবে হারিয়ে ফেলবো।পথ চেয়ে বসে থাকলেও সে আর ফিরে আসবে না কথা বলতে বলতে সে চলে যাবে না ফেরার দেশে!একা একা চোঁখের জলই হবে জীবনের সঙ্গী!
@fazlurrahman52812 жыл бұрын
এই গান অমৃত সুধা। শাপলার সৌরভ পরম সত্তায় যেমন একাকার হয়ে যায়, এ গানও তেমন অনন্ত সত্তা ধারণ করে থাকবে। আর ফিরে আসা হবে না এ ভুবনে আমাদের!
@fazlurrahman52816 күн бұрын
জলের ফুল, তোমার দেওয়া ফাঁকিপূর্ণ সঙ্গ কাজলায় গিয়ে চকবার আইসক্রিম খাওয়া, পদ্মায় নৌবিহার, মন্নুজানের গেটে উদ্দীপনা নিয়ে ছুটে এসে ভাইয়ের নিকট কড়া শাসনের বাণে জর্জরিত হওয়া, কোন এক ভ্যালেনটাইন ডে-তে শাপলা আকৃতির গোলাপ কলি _ এই গানের কালির মতই সত্য হয়ে আছে আসমানের নীচে। আমার শ্রষ্টা আমার জন্য এমন ব্যবস্থা রেখেছেন জানলে তোমার শ্রষ্টার শরণাপন্ন হতাম। কেন, কেন,কেন যে আমার শ্রষ্টা বেটা বেরসিক! ভালোবাসা ❤ বোঝে না!
@fazlurrahman52816 күн бұрын
জলের ফুল, তুমি কি এখনো এ গান শোন? কেন তুমি আমাকে এ গান শুনিয়ে ছিলে? তুমিও আমার জীবনে যেন এ গানের মতই সত্য হ'য়ে রইলে। কেন বিধাতা আমাদেরকে আলাদা আলাদা সময়ে সৃষ্টি করলেন না? তোমাকে নিয়ে আমার প্রত্যাশা সত্য হলে - বিধাতা বা জগতের কি কোন ভয়ংকর ক্ষতি হত? তুমিও বিধাতার মতো সময়ের পিঠে সওয়ার - যা কেবল সামনে এগিয়ে চলো। তুমি ভিসতা হলে বড় ভালো হত। আবার আমরা নতুন করে নির্ভুল পথ চলতাম আর কাজলায় মাঝে মাঝে চকবার খেতে যেতাম।
@fazlurrahman52816 күн бұрын
হামেনা ভুলানা সাজন হামেনা ভুলানা দূর নাহি যা না হামসে দূর নাহি যা না - গানটাও আমার স্মৃতি জুড়ে আছে। এ জগতের সব কিছু মিথ্যে হলেও - তোমার আমার মনের মাঝে "দাগ" পড়ার প্যারিস রোডের স্মৃতিকথা কি মিথ্যে? যদি সম্ভব হত তাহলে প্রাণবিয়োগের পর দুজনে একই মাটিতে মিশতাম না। কারণ তোমাদের ঐশ্বর্যের অহংকার মানুষের মাঝে সকল প্রকারের ব্যবধান সৃষ্টি করে।
@emonwahid3 жыл бұрын
সেই ১৯৯৭ থেকে শুনছি, তৃপ্তি পেলাম কই!
@borhanuddin81705 ай бұрын
এই গানটি আমি প্রায়ই শুনি, গানের কথা গুলো অনেক সুন্দর, পৃথিবীতে কেও কারো নই,।
@aparnaniyogi19702 жыл бұрын
Hemanta Mukherjee was a great melody singer🎤 his tune so sweet fantastic 🙏
My life is full of agonized lamentation as naturally I listen it again and again to forget and console myself.
@monjurulmonowar11682 жыл бұрын
এই গানটি আমার প্রিয় মীরা রায়ের কাছে গাইতাম আর ও কিছুতেই শুনতে চাইতো না। আজ সে আমার কাছ থেকে হারিয়ে গেছে। খুঁজে পাইনি।
@helaluddinbhuiyan1003 Жыл бұрын
আমি ও পথের মতো হারিয়ে যাবো!! চিরন্তন সত্য
@zahidulchowdhury4785 Жыл бұрын
ওর মোবাইলে এই গানটি ওয়েলকাম টিউন ছিলো।প্রায়ই ওকে বলতাম ""তুমি কোথায় হারিয়ে যাবে?যেখানেই হারাবে খুঁজে আবার নিয়ে আসবো।""কিন্তু আমি জানতাম না যে সে সত্যিই একদিনএমনভাবেই হারিয়ে যাবে যে সেখান হতে খুঁজে নিয়ে আসবার ক্ষমতা শুধু আমারই না,,এই পৃথিবীর কোনো মানুষেরই নেই। 1:11
@youtubelovarsahadev7173 Жыл бұрын
এই আধুনিক প্রজন্মের ছেলে হয়েও এখন কার গান গুলো না শুনে যখন খুব মন খারাপ হয়, তখন এই সব গান গুলো শুনে মন ঠিক রাখার চেষ্টা করি
@md.nurulafsar Жыл бұрын
আত্মা আর জীবনের শেষে চলে যাওয়া অনিবার্য। এই গান্ মনে করিয়ে দেয় আমাদের নশ্বর জীবনের শেষ পরিনতি। পান্থ শালার অতিথির মতো রাত শেষ হলে বিদায় নেয়া।এইতো জীবনের নিয়ম।এ গান আবারো মনে করিয়ে দিল।চোখ ভরা জল নিয়ে চলে যায় দিন স্মৃতি রোমন্থন। আফসার
@saibalc135 ай бұрын
প্রথম শোনার দিনটা থেকে আজও প্রায় পঞ্চাশের কোঠায় পৌঁছেও এই গানটা শুনলেই গন্ডদেশ আপনাআপনিই জলে ভিজে যায় অবিরাম, যার উৎস আমার চোখ দুটো...... এ শুধু গান নয় এ পরম সত্য জীবন সংগীত
@ratanmishra98895 жыл бұрын
ভালো লাগা গান,
@mdsaidulislam40762 ай бұрын
আহ্ এই পৃথিবী থেকে আমিও একদিন হারিয়ে যাবো।কেউ জানবেও না সাইদুল নামের কেউ একজন এই পৃথিবীতে ছিল😢😢😢০৯.১০.২০২৪
@advocaterinaparvin80135 ай бұрын
বেঁচে আছি, এটা অস্বাভাবিক একদিন চলে যাব এটাই স্বাভাবিক।
@shibsankarchakraborty45605 ай бұрын
Ai gaanta jiban darsaner gaan chir kaler harie jaoar gaan pranam janai hemanta babuke
@pratyushasarkar4238 Жыл бұрын
"Sun 🌞 moving object" "Moon 🌝 source of light" "Earth 🌎 constant" Universal truth Myself Amitava Roy
@ashutoshsinha74633 жыл бұрын
Old is gold, l heard that proverb many many times. But l hear this song and think it is not gold, this is Radium.
@Tahura-lt3jw7 ай бұрын
জে গান শুনে চোখে পানি আসে। ডেসটিনির টাকা ফেরত চাই আর কোন দাবি নাই
@alponajahansunny246Күн бұрын
আমিও একদিন চিরতরে হারিয়ে যাবো,এই গানের মত.......!!
@sabrinasaba8489 Жыл бұрын
Amar jokhn boyesh jokhn 3 tokhn theke dekhtam Amar Baba ei Gaan gulo shunto...Babar Sathe boshe ei Gaan gulo shunte shunte Kobe je Boro hoye gelam bujhtei parlam na.. Tobe aj ei gaaner ortho bujhte pari...Aj babao nei babao r ashbe ne fire kono din😞
@taukirahmed29677 ай бұрын
প্রিয় বাড়িতে আর কোনোদিনও ফেরা হবে না, ফেরা হবে না বাড়ির মানুষগুলোর কাছে।
@arghyadatta6333 Жыл бұрын
ei gan kono ekta generation er noi a gan chirodiner gan sob juger sober gan❤
@tarunbasak27463 жыл бұрын
THIS IS OUR HUMAN PHILOSOPHY EVER & EVER
@kamaleshmukherjee8541 Жыл бұрын
ঈশ্বর কন্ঠ
@Newjourney1830 Жыл бұрын
অসাধারণ সুন্দর এই গানটি মনটা ভরে গেল।
@dr.jayantakumarsarma54523 жыл бұрын
Excellent melodious heart touching song .....🙏
@diliphalder8174 Жыл бұрын
অসাধারণ গান 💚🙏💙
@mdsayeed7479 Жыл бұрын
গানটা আমি এক হাজার বার শুনছি
@debashishmukherjee8387 Жыл бұрын
সত্যিই, এটাই তো জীবনের চিরসত্য
@indranilroy56332 жыл бұрын
Old is Gold.Very Beautiful and Pathetic Bengali song of Hemanta Mukherjee.
@kalyankumarsen742 Жыл бұрын
জীবনে অনেক গান শুনেছি , কিন্তু এ এমন গান হৃদয় ছুঁয়ে যায় ৷