খুব গর্বিত লাগে বাঙালি হিসেবে। যখন দেখি একটা রাষ্ট্র এই ভাষাটাকে আঁকড়ে সংগ্রাম করছে। আমরা(পশ্চিমবঙ্গ) তো ঠিক পেরে উঠলাম না। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।
@subhonaha6 жыл бұрын
R parbo o na.
@arkosomujjaldutta55126 жыл бұрын
@@subhonaha আর পারবো না!!কেনো?
@Shaonshei6 жыл бұрын
সৃষ্টিকর্তা আমাদেকে একজন বঙ্গবন্ধু দিয়েছিলেন তাই পেরেছিলাম।
@subarna67575 жыл бұрын
age nijer desh ke valobasahte sekho,tarpor nijer vasa
@subarna67575 жыл бұрын
amader desh er jatiyo sangget akta bangla gaan ,er pore o ata bolte lojja kore na??
@Kowser_FaroqueАй бұрын
এই গানগুলোর আবেদন কখনো শেষ হবে না, গানটি যখন জাতীয় সঙ্গীত হিসাবে গায় তখন যেন হৃদয় কেমন পুলকিত বোধ করে এবং চোখ অশ্রুসিক্ত হয়ে উঠে। রবি ঠাকুর চিরঋণী করে গেলেন বাঙালী জাতিকে। তোমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। ❤❤
@shiladityasanyal59206 жыл бұрын
I am from kolkata but we are from Bengal. Joy bangla
@chumkimahmudsarah11304 жыл бұрын
Love from Bangladesh for u ❤❤❤❤
@contagioustree77784 жыл бұрын
JOY Bangla!
@shuvrodas24023 жыл бұрын
Love you from Bangladesh
@rubinarubisdaily4 ай бұрын
"ও তুই দিন ফুড়ালে সন্ধ্যা হলে কি দ্বীপ জ্বালিস ঘরে" ভাবা যায় লাইনগুলো! চোখের পানি টপটপ করে ঝরে প্রতিটা লাইনের পর। এতো ডিপলি বুঝতে পারতাম না যদি না দেশ ছেড়ে ৪ হাজার কিলোমিটার দূরে এসে বাস না করতাম। বিদেশে বসে প্রতিটি মুহুর্তে মিস করি প্রিয় জন্মভূমি কে 😢😢😢❤️❤️❤🇧🇩❤️❤️❤️
@chandrabiswas28995 жыл бұрын
এপার বাংলা থেকে ভালোবাসা রইলো। জয় বাংলাদেশ 🇧🇩জয় ভারত🇮🇳
@sharfuddinchisty22183 ай бұрын
loveOnly
@shawonmojumder627810 ай бұрын
এমন গান আরো হাজার লক্ষটা হওয়া দরকার শরীরে লোম দাঁড়িয়ে গেছে আমি গর্বিত আমি বাঙালি
@the.pixelpoet2 жыл бұрын
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেক অনেক ভালোবাসা চিত্তরঞ্জন পার্ক, নয়া দিল্লি থেকে !!
@sanjayghosh2226Ай бұрын
Joy🙏 Bangla. Joy Bongobondhu.
@HossainSalahuddin4 жыл бұрын
"ও মা, গরিবের ধন যা আছে তাই দিব, চরণতলে" - এই লাইনটি যখন শুনি, বুক মোচড়ে কান্না আসে। আহা ২০ বছর দেশ ছাড়া; আমি অভাগা, তাই থাকতে পারিনি তোমার কোলে। তবু মা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
@golakbhowmik26843 жыл бұрын
হোসেন সালাহউদ্দিন জন্মভূমি কি জিনিস আমরা বুঝি । দেশের চোর বাটপাড় ওরা জানে না মা আর মাতৃভূমি কত গভীর অনভুতির।
@komolgandhar59993 ай бұрын
সুন্দর! বিশেষ করে এই অদ্ভূত সময়ে এরকম পরিবেষনার প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ।
@TheSaiful3334 жыл бұрын
শ্রেষ্ঠতম বাঙালী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই অপূর্ব সুন্দর গানটির (এখানে গীত প্রথম অংশের চরণগুলি অবশ্য গগন হরকরা রচিত গানের অংশ বিশেষ) প্রথম ১০টি চরণ আমদের গর্বের মহান জাতীয় সংগীত হিসাবে চয়ন করা হয়েছে। গায়কীর প্রয়াসটা চমৎকার, প্রশংসিত। তবে সুরের বি্চ্যুতি লক্ষণীয়।এছাড়া কয়েকজন শিল্পীর ত্রুটিযুক্ত অসাবলীল বাংলা উচ্চারণ কানে লাগে।তারপরও আন্তরিক ধন্যবাদ।
@Man_ab_agri3 жыл бұрын
পশ্চিমবঙ্গ থেকে ভালোবাসা রইল❤
@sukumarroy42802 жыл бұрын
আমি গর্বিত আমি এই বাংলার সন্তান। মা অনেক অনেক ভালবাসি। তোমার জন্য যেমন জীবন নিতে পারি,তেমনি দিতেও সদা প্রস্তুত। জীবনের শেষ রক্ত বিন্দুও তোমার সার্বভৌমত্ব নিশ্চিত করবে।জয় বাংলা 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@68subhankar4 жыл бұрын
এই চার বছরে বোধহয় হাজার বারেক শোনা হয়ে গেলো। খুব শান্তি পাই শুনে।
@sushantachanda53996 жыл бұрын
এক কথায় অসাধারণ। বিশেষ করে পিন্টু ঘোষ গগন হরকরার প্রথম যে দুই লাইন দিয়ে শুরুটা করেছে অসাধারণ।
খুব ভালো লাগলো। আমাদের জাতীয় সংগীতের যে অংশটুকু আমরা সাধারণত শুনিনা। অনেক ধন্যবাদ।
@mddinisalmreza19984 жыл бұрын
শরীরের প্রতিটি লোম সজাগ হয়ে জানান দিচ্ছে, এই বাংলা আমার। এই বাংলাকে আমি ভালোবাসি, নিজের জীবনের চেয়েও একটুখানি বেশি। এই বাংলার জন্য যে আমি সহস্র জনমও বলি দিতে পারি। অগণিত স্বর্গ নাকি একটি বাংলাদেশ, কোনটি চাইবেন? আমি কিন্তু জীবনানন্দের মতো আমার বাংলা মায়ের আঁচলেই ফিরে আসতে চাইবো। একবার, বারবার কিংবা সহস্রবার!❤
@sumannbl3 ай бұрын
অগণিত স্বর্গ নাকি বাংলাদেশ, কোনটি চাইবেন? কখনোই স্বর্গ চাইনা। শুধু নিজের দেশকে চাই। থাকতে চাই আপনাদের সাথে।❤❤❤
@NO-qh4hb8 жыл бұрын
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি... গানটা অনেক সুন্দর হয়েছে I বিজয়ের শুভেচ্ছা সবাইকে.....
@dipyaman938 жыл бұрын
Poschim bongo thekey Bangladesh ke pathai bhalobasha. Amra ek matir i shontan.
@emtiazzaman65107 жыл бұрын
dipyaman chakrabarti কে ধন্যবাদ। রাজনীতি আমাদের আলাদা করেছে। মনকে আলাদা করেনি।
@farhansadiksiddiquey39246 жыл бұрын
Yeah,We are one.:).Feel very good to think about it.
@farhanfarzia16816 жыл бұрын
অবশ্যই অামরা এক মায়ের সন্তান
@xaikotkhan85275 жыл бұрын
আমরাই শুধু বাংলা মায়ের সন্তান।
@mukulitamajumder79854 жыл бұрын
E kothati jyano amra shobai mone rakhi ebong onubhob kori.
@happyakhter46143 ай бұрын
I love you Bangladesh ❤❤❤❤❤😢😢
@ashisiddiqui42065 жыл бұрын
Love from Pakistan Joy Bangla
@chumkimahmudsarah11304 жыл бұрын
Love from Bangladesh for u
@ashisiddiqui42064 жыл бұрын
@@chumkimahmudsarah1130 l know whole history I admit west Pakistan did very brutality with all of you.I feel sorry.I was of 10 at the freedom of Bangladesh.Long live Bangladesh my lost paradise.I will meet you once in my life.....from Pakistan
@chumkimahmudsarah11304 жыл бұрын
@@ashisiddiqui4206 ❤❤❤❤
@ashisiddiqui42064 жыл бұрын
@@chumkimahmudsarah1130 kuch baaten batao Bangladesh ki......ham to pata nahi kab dekhen ge vo dharti
@ashisiddiqui42064 жыл бұрын
Amar sunar bangla aami tumaye bhalo baashi. Joy bangla
@vorosanews68983 жыл бұрын
পুরো ভিডিও টা একটানা দেখার ফাকে কখন যে চোখের কোনে জল এসে গেছে টের পাইনি। ।। অসাধারন ছিলো
@farhadmeghnad56738 жыл бұрын
অনবদ্য একটি কাজ হয়েছে ! সুখশ্রাব্য, নান্দনিক ! বিজয়ের শুভেচ্ছা সবাইকে !
@sokalroy39245 жыл бұрын
আমি একটি পৃথিবীর বদলে শুধু রবীন্দ্রনাথকেই চাইতাম
@subhradipchakraborty38617 жыл бұрын
Love from KOLKATA ...I jst listening it 100 times...really awesome composition....if you people kindly write the name of artists as per their appearance...
@abrarnayeem12677 жыл бұрын
All The Information Is In The Description Brother. Thanks
@motamat716 жыл бұрын
প্রশান্তির সুর। পুরো গানটাই চমৎকার। দেশাত্মবোধ, লোক সাহিত্য, বাংলার প্রকৃতি তথ্য বাউল আবেশের প্রতিফলন পুরো গানটি। রিদম টাও ভালো ছিল গানের। সবমিলিয়ে চমৎকার। জয় বাংলা.......
@karmayogi_satyanveshi5 жыл бұрын
Beautiful and soulful compilation... Love to our 🇧🇩🇧🇩 🇧🇩brothers and sisters from 🇮🇳🇮🇳🇮🇳
@fortheEmpire6662 жыл бұрын
"তোমারি ধুলা মাটি,অঙ্গে মাখি ধন্য জীবন মানি" বাঙালি হিসেবে গর্বিত
@farihaislam37686 жыл бұрын
Bangladeshi anthem breaths life back into me, I love this song from Canada... ❤️❤️❤️❤️❤️
@mahdinalnafi4 жыл бұрын
How u become familiar with this song?
@cosmosheep43063 жыл бұрын
This is not actually the national anthem. These are the extended lyrics of the song from which our national anthem was taken.
@nipasoma70732 жыл бұрын
very few foreign people knows bengali songs. if we research bengali culture, we can find a ton of variations and zones which can change many people's view to the culture of south-eastern part of asia specially bengali culture. so, i would request you guys to share more and more bengali songs to your relatives and friends.
@ranitdas64365 жыл бұрын
জয় বাঙলা জয় বাঙালী From west bengal
@sumanmotto3 жыл бұрын
Jore balo .... JAY BANGLA👍🙏
@sumanmotto3 жыл бұрын
Sab chere Ami ei version tay suni.....khub sundar .....mon ta bole amra bangali amra ek .... ❤️ From West Bengal🙏
@whatsup35134 жыл бұрын
খুব গর্বিত লাগে বাঙালি হিসেবে।
@arunabhadasgupta24647 жыл бұрын
it does not matter what is the actual song or its the combination of two composition....just imbibe the spirit of the composition definitely it speaks about our Bangla...the land where we r born and brought up utilizing her resources Hail our motherland..cudos to all behind the composition.
@rajonarya12247 жыл бұрын
শুনলেই লোম দাঁড়িয়ে যায়
@sutapadas81624 жыл бұрын
আমার সোনার বাঙলা, আমি তোমায় ভালোবাসি।বাঙালি বলে আমি গর্বিত।
@SaifulIslam-kh7pi3 ай бұрын
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤❤
@mahbubulislam68353 ай бұрын
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি 🇧🇩❤ ময়মনসিংহ, বাংলাদেশ।
@Manzurulmilon8 жыл бұрын
আপনি যদি ভেবে থাকেন কিংবা জেনে থাকেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ তাহলে এটা তাহলে এটা আপনার মস্ত বড় ভুল । বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা গানের প্রথম দশ লাইন । আর প্রথমে পিন্টূ ঘোষ যে লাইনদুটো গাইলেন সেটি গগণ হরকরার আমি কোথায় পাবো তারে গানের প্রথম দুই লাইন । বাকিগুলো আমার সোনার বাংলা গানের শেষ পনের লাইন । যা সম্পর্কে এখনকার প্রজন্ম জানে না বললেই চলে । রবীন্দ্রনাথ যখন জমিদারী করতে রাজশাহী, কুষ্টিয়া, শিলাইদহ অঞ্চলে এলেন তখন তিনি বাউল গানের প্রতি প্রবলভাবে প্রভাবিত হন । এবং তখন থেকে তাঁর গানে বাউল গানের প্রচুর প্রভাব পড়ে । আমার সোনার বাংলা ১৯০৫ সালে রচিত গান । তখন তিনি ওই অঞ্চলগুলোতেই ছিলেন । গগণ হরকরার ‘আমি কোথায় পাবো তারে’ গানের সুর নেয়া থেকে শুরু করে অনেক বিখ্যাত গান যেমন, ভেঙ্গে মোর ঘরের চাবি, গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ, পাগলা হাওয়ার বাদল দিনে এই গানগুলোতে প্রবলভাবে আমরা বাউল গানের প্রভাব খুঁজে পাই । শুধু বাউল গানই নয় । রবীন্দ্রনাথের গানে কীর্তন থেকে শুরু করে আইরিশ, স্কটিশ, ফরাসি, ইংরেজি সব গানেরই প্রভাব আছে । সবরকম গানের সুর হজম করে তিনি বাংলা গানকে নতুন রূপ দিয়েছেন । যাকে বলা হয়, আধুনিক বাংলা গান ।
@KushalSayem7 жыл бұрын
manzurul islam Thanks for this wonderful information,sir.
@golammostakeem84497 жыл бұрын
Manzurul Islam I'm grateful for all these information. Got to learn.
@paveldas907 жыл бұрын
হ্যা। প্রথম দুটো লাইন গগন চন্দ্র দাম নামক এক ডাকহরকরার গান।
@paveldas907 жыл бұрын
হ্যা। প্রথম দুটো লাইন গগন চন্দ্র দাম নামক এক ডাকহরকরার গান।
@inzamulhaque40567 жыл бұрын
Manzurul Islam yes you are right..
@rajonarya12244 жыл бұрын
অসাধারণ গীতিকবিতা আর উপস্থাপনা। গা যেন শিহরে উঠে গানটা শুনলে।
@bahauddin21806 жыл бұрын
অতুলনীয়!!! I love Bangladesh, it is in my ♥
@sdsays66647 жыл бұрын
খুব খুব সুন্দর!! প্রাণ-মন জুড়িয়ে গেল!!
@mushfique10903 жыл бұрын
অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ।
@mdbablu13933 жыл бұрын
এই গান শুনলে দেশের প্রতি অন্তিম ভালবাসা, শ্রদ্ধা, দায়িত্ব নৈতিকতা জেগে ওঠে।। কিন্তু আজ আমরা দেশটাকে কি করে ফেলতেছি,, লোভে পড়ে
@sutapasgoodlife37803 жыл бұрын
Mon chue galo...Anobodyo uposthapona...kolkata.
@nidhiapple67686 жыл бұрын
চোখে জল চলে আসছে i love u আমার বাংলাদেশ
@rdujjwal62966 жыл бұрын
just awesome ........... proud to be a Bangladeshi Bengali .
@nipasoma70732 жыл бұрын
very few people in the western countries know about bengali songs and bengali culture.moat of the people are still not familiar with this era of singing as well as bengali culture. if these bengali songs are researched, we will find a tons of variations and zones of creativity. a new vision of song will come in front of us. and it will take us to a different universe where every single emotions of human are explained through lyrics and the music of the songs. i would like to request you guys to share more and more bengali songs so that we can connect to more people and introduce them with bengali culture of both bangladesh and west bengal 🙏🙏🙏.
@mdarmanurrahman22687 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ....আমাদের সামনে "আমার সোনার বাংলা" গানটা এতো সুন্দর করে তুলে ধরার জন্য।।।
@mahmudulhasanbappi52407 жыл бұрын
Superb........ দারুন
@ahsansk81116 жыл бұрын
Love form india ❤️
@nirajpal33696 жыл бұрын
Love from India
@anibabu88706 жыл бұрын
চোখের পানি আটকিয়ে রাখা যায় না
@ranaprotapchowdhurychoudhu69863 ай бұрын
Very good iam seaing from India
@jholbon8 жыл бұрын
maya momota diye makha emon ekti gan er jonno sokol kola kousholi der onek dhonnobad
@freeclasswithbashar.53344 жыл бұрын
aisa gan gata hai ki dil main guta khata hai . very good quality i love this.
@sabbirsaidy38745 жыл бұрын
Felt like crying! So touchy!!!
@kauserahmedjamil33175 жыл бұрын
হে বাংলা মা তুমাতে জন্ম হয়ে ধন্য আমি,,আমার ভাষা বাংলা ভাষা,দুনিয়ায় আমরাই বাঙালিরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল,, আমার দেশ 🇧🇩🇧🇩🇧🇩
@miaomajhi8 жыл бұрын
Excellent composition! Rokon Emon! all voices are identical but again blended wonderfully. great job. Thanks!
@rokonemon8 жыл бұрын
Thanks a lot for your wise comment
@hasinarman13413 жыл бұрын
আহা আমার বাংলা, আমার বাংলাদেশ 😊
@-alltypesofvideos95602 жыл бұрын
নিশিতা আপুর অংশটুকু বেশি ভাল লেগেছে । সর্বোপরি সবার টাই অসাধারন হয়েছে ।
@abdulmannan89932 жыл бұрын
অপূর্ব।
@tohinpathan57423 жыл бұрын
Pintu da we proud off you..............
@zahid19095 жыл бұрын
খুব ভালো হয়েছে! সবাইকে আন্তরিক অভিনন্দন
@dr.tahayeasin71494 жыл бұрын
ভালো লাগলো । সকলে আন্তরিকতার সাথে গেয়েছেন । কথার উচ্চারণ আরো স্পষ্ট হলে ভালো হতো ।
@smitabanhi81458 жыл бұрын
অসাধারন...।
@subarna67575 жыл бұрын
bharotiyo hisebe khub gorbo hoi,jokhon dekhi amader desh er kobi r surokar er gaan onno akti desh er jatiyo sangeet.joy bangla,joy bharat.
@xaikotkhan85275 жыл бұрын
রবীন্দ্রনাথ বিট্রিশ ভারতীয়।।। রবীন্দ্রনাথের পিতৃপুরুষেরা বাংলাদেশের লোক ছিল। কুষ্টিয়া হতে কলকাতায় গেল।। রবীন্দ্রনাথ তার এই গানটি তার পিতৃপুরুষের দেশের জন্য লিখা।। তার অধিকাংশ রচনা এই বাংলার মাটিতে বসে লেখা। অধিকার আমাদেরই বেশি।
@muhammadmahbuburrahmanrati63235 жыл бұрын
রবীন্দ্রনাথ সব বাঙালীর!🤔
@manasghosh31255 жыл бұрын
Amar sonar Bangla ami tomai bhalobasi
@sunayanmukherjee76032 жыл бұрын
আমি সব শিল্পীদের নাম জানিনা। কেউ যদি সবার সাথে পরিচয় করিয়ে দেন, ভাল লাগবে। গানটা অনেকবার শুনি। আমরা এক দেশ ছিলাম, মনের মধ্যে এখনও সব এক, সীমানা দিয়ে কি সব কিছু মাপা যায়?
@munnamafuz96352 жыл бұрын
❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@taukirahmed61928 ай бұрын
more option টা তে ক্লিক করেন, ডিস্ক্রিপশন সেকশনে সব শিল্পীর নাম দেয়া আছে।
@sunayanmukherjee76038 ай бұрын
@@taukirahmed6192 - ধন্যবাদ ভাই
@anibabu88706 жыл бұрын
এই একটা গান কত বার শুনছি নিজেও জানি না ❤❤❤
@sarojkumarparida42246 жыл бұрын
It is very similar to Odia and Assamese. Odia , Assamese aro Bangla bhasa khooper soman .
@Nijhu8 жыл бұрын
khubi valo laglo sune , onek din por onek valo kichu sunlam aha !!
@runnerwinner46767 жыл бұрын
অসাধারণ উদ্যোগ ☺
@salmasultanasalmasultana14806 жыл бұрын
We'r proud Bangladeshi
@whatsup35134 жыл бұрын
cokhe pani chole asche
@আশারআলো-র১ফ4 жыл бұрын
আসসালামু আলাইকুম।আমি আগে ২০১৫ সাল থেকে একজন ক্যান্সারের রোগি ছিলাম আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তবে ডাক্তার বলেছেন ক্যান্সারের জন্য আমার আরও অনেক জটিল রোগগুলো হয়েছে। এর জন্য আমার ডান কানের ও দুই চোখের সমস্যা রয়েছে। কয়েকমাস আগে আমার নিউমোনিয়া থেকে দুই ফুসফুসে পানি জমে। তাই হাসপাতালে কিছুদিন যাবত ভর্তি ছিলাম। করোনা লকডাউনের কারণে এবং টাকা পয়সার প্রব্লেমের কারনে এখনও ডাক্তার দেখাইতে পারি নি। আমার বাবার যেই কাজ করেন তা হলো একজন বাবুর্চির রান্না করা খাবার এর লাঞ্চবক্স দোকানে দোকানে পোঁছে দেয়া।এই কাজ করে আমার বাবা পরিবারে সচ্ছলতার সহিত চলতে পারে না। আমাদের প্রতি মাসের ঘরভাড়াও প্রতি মাসে পরিশোধ করতে পারেন না। আমার মায়ের ঔষধ লাগে প্রতিদিন। তাই যদি সম্ভব হয় আমাদের পরিবারকে কেউ কিছু সাহায্য করবেন।আমরা ভিক্ষুক না তবে পরিস্থিতির স্বীকার।আমাদের মোবাইল নাম্বার ০১৯৯৬৭৭৭৬৯৬। আপনারা কেউ চাইলে আমার চিকিৎসার যাবতীয় সব কাগজ পত্র দেখতে পারেন বা আমাদের বাসার ঠিকানায় এসে যাচাই করতে পারেন। কেউ সাহায্য না করতে পারলে দোয়া করবেন তবে অযথা ফোনে কল দিয়ে ডিসটার্ব করবেন না।মনে রাখবেন আমি আপনাদেরই একজন মুসলমান বোন। আপনারা সবাই যে যার অবস্থান থেকে যা পারেন যার যার সাধ্য অনুযায়ী দেয়ার চেষ্টা করবেন আমাদের পারসোনাল বিকাশ নাম্বারে (০১৭৭৬৪৬৪৩২৮)। এর বিনিময়ে আল্লাহ ইহকালে ও পরকালে আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন ইন শা আল্লাহ।
@indianwarrior29623 жыл бұрын
Kabiguru's best composition
@pavelchakraborty99423 жыл бұрын
জয় বাংলা
@mdbaharuddin77026 жыл бұрын
খুব আবেগ জড়িত এই গানে...
@subhonaha6 жыл бұрын
Ashadharan rendition.
@pranitmhatre86207 жыл бұрын
Nice composition superb singing as well waah! Siddha dil ko chu gya love from india
@rahulghosh39056 жыл бұрын
mon chuye gelo
@joy.nasim1432 жыл бұрын
চরম mashup
@nimmitul20064 жыл бұрын
Touched my heart!!
@uzzaldasdurjoy31844 жыл бұрын
Love from sylhet to all melodious singer.
@debankur0075 жыл бұрын
absolute beauty............very well done.................
@AshrafShifat8 жыл бұрын
চমৎকার :-)
@habibullahmejbah72065 жыл бұрын
Goosebumps!
@tanbirofficial71807 жыл бұрын
অসাধারন
@jakariaalmamun24634 жыл бұрын
Excellent work
@riyadhhassan85408 жыл бұрын
a superb work form mighty @Rokon Emon
@rokonemon8 жыл бұрын
Riyadh Hassan thanks
@বাংলারইতিহাস-ঞ৬ঙ7 жыл бұрын
wow!!! great composition... love you Bangladesh
@MeMe-oh7ho5 жыл бұрын
হয় একজন *গগন হারকারা* একটা দীর্ঘশ্বাস.....
@amiah32404 жыл бұрын
রবি ঠাকুর থেকে গগণ হরকরার গানটাই বেশী সুন্দর। পরমাত্মার প্রতি তীব্র ভাব ও তাঁর সাথে মিশে যাওয়ার তীব্র আকুতি আছে গানে...
@angkonbiswas-q7c6 жыл бұрын
Amr gorbito matrivumi.☺.amr prio matrivumi.dorkar hole amr matrivumir jonno jibon dite parbo ami.😇😇🤗🤗.ki bolen Bangladeshira.Love to Bangladesh😍😍.praner cheyeo.💓💓💕💖💖💗💗.ganti amke gorbito korlo😤😤😀😀
@adityasinha79873 жыл бұрын
আহা বাংলা,,,আহা সোনার বাংলা,,,
@grexclusive.2 жыл бұрын
I highly love this song and deep flew into my heart 💕💕💕 l love to very much my mother language of Bangla.