ঈশ্বর কত মহান, আমাদের জন্য সব কিছুই দিয়েছেন। আনন্দ দু:খ মিলায়ে এই মানব জনম সার্থক করেছেন। যিনি চলে যান ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য, আমরা যেন কষ্ট না পাই, প্রার্থনা যেন থাকে সর্বদা সকলের মঙ্গলের জন্য। সুরে সুরে তোমার কন্ঠে তাই বেজছে। সকলেই সুখী হোক।
🥀 ঈশ্বর আরাধনার শ্রেষ্ঠ মন্ত্র এর চেয়ে বেশি আর কি হতে পারে। এত সহজ ভাষা আর সুর মনকে স্পর্শ করে অসাধারণ!!! 🥀🙏
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you
@kamalabanerjee27602 жыл бұрын
বাকরুদ্ধ হলাম,এই আত্মনিবেদনের বিচার করার যোগ্যতা নেই,গানের শেষে দেখলাম অশ্রুধারায় সিক্ত হয়েছি,মা তোমার মঙ্গল করুন ♥️♥️♥️
@BarunKumarRoy-yl3dc7 ай бұрын
তোমার গান শুনে মনে হচ্ছে, তোমার এই গান শুধুই কন্ঠই নয়, মনেও ধারণ করেছো । আমি অভিভূত । ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব ও জগজ্জননী সারদা মায়ের কৃপায় ভালো সুস্থ থাক এই ভাবে এগিয়ে যাও এই কামনা করি।
@abhijitbhattacharyya49675 ай бұрын
পরম করুণাঘনবিগ্রহ শ্রী শ্রীভগবানের রাতুল শ্রীচরণসরোজে সম্পূর্ণ আত্মনিবেদনের বাঙ্ময় প্রকাশ ঘটেছে পরম শ্রদ্ধেয় সারস্বত- সাধক কবিবর প্রয়াত রজনীকান্ত সেন বিরচিত এই অমর সংগীতের প্রতিটি শব্দে । এমন চিরস্মরণীয় ও মর্মস্পর্শী গানখানি তাঁর অমৃতনিষ্যন্দী কণ্ঠে এতো প্রাণের আবেগ আর দরদ দিয়ে গেয়ে শোনানোর জন্য শ্রদ্ধেয়া শিল্পীকে অকুণ্ঠ সাধুবাদ এবং সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি ।
@Dilip-r7r Жыл бұрын
তোমার গান শুনে মনে হচ্ছে, তোমার এই গান শুধুই কন্ঠে নয়, মনেও ধারণ করেছো। অভিভূত আমি।ভালো থেকো।
@PialyKunduOfficial Жыл бұрын
ধন্যবাদ অনেক
@abdulmomen68702 жыл бұрын
খুব করে কাঁদিয়েছ মা মনি;উপর ওয়ালা তোমায় পরিপূর্ণ শান্তি দিয়ে পুরস্কৃত করুন এই আশিষ থাকল।লন্ডন থেকে শুনছি।
@PialyKunduOfficial2 жыл бұрын
অনেক ধন্যবাদ। 🙏😀
@abdulmomen68702 жыл бұрын
@@PialyKunduOfficial মা মনি,"একা মোর গানের তরী----বাইবে বলে" গান খানি শোনাবে কি?
@PialyKunduOfficial2 жыл бұрын
@@abdulmomen6870 otar o link dilam একা মোর গানের তরী । Eka Mor Gaaner Tori । অতুলপ্রসাদ সেন । Pialy kzbin.info/www/bejne/o6CcipWuj8arn6M
@anitadatta13032 жыл бұрын
মা তুমি দেশ বিখ্যাত এখনো নও , কিন্তু তোমাকে সহ বিখ্যাত প্রায় সকল শিল্পীর গান শুনে মনে হয় বার বার , এ গান সহ আরো অনেক গান তুমি এমন কন্ঠে নিবেদিত প্রাণ হয়ে গেয়েছ যে সেই সব বিখ্যাত শিল্পীরাও তোমার মতো পারেননি। এ কথা বলবই। এ গান তো তোমার কন্ঠে এসে তার এমন পূর্ণতা পেয়েছে যা সর্বকালের সেরা এক প্রাপ্তি ! ঈশ্বর তোমার সন্তানকে তুমি আরো গাওয়ার সুযোগ দাও ।
@bidhandas3152 жыл бұрын
এগুলো আমাদের বাংলা সঙ্গীতের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়, আর আপনার দরদী কণ্ঠে ও অপূর্ব গায়কীতে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়েছে-কিছুক্ষণের জন্য যেন হারিয়ে গিয়েছিলাম!! 🙏🙏🙏
@siddeshswarmondal40382 жыл бұрын
ঈশ্বর আমাদের কাছে শুদ্ধ ভক্তি চান। তিনি বলেছেন তোরা যদি এক পা আমার দিকে এগিয়ে আনিস আমি তোদের হাত ধরার জন্য দশ পা এগিয়ে যেতে পারি। গান টি তে ভক্তি ভাব সুন্দর ভাবে ফুটে উঠেছে।
@subhenduchaudhuri-mp6rf Жыл бұрын
আপনাকে যত শুনছি ততো অবাক হচ্ছি তো!!!ঈশ্বর কে প্রত্যক্ষ অনুভব না করলে তো এই ভাবে গানটি গাওয়া সম্ভব নয়।আপনার প্রতি শ্রদ্ধা না জানিয়ে উপায় নেই ।দ্রুত সুস্থতা কামনা করছি ।
@PialyKunduOfficial Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ, Slow recovery hochhe
@manitakar76582 жыл бұрын
Apurbo laglo, mon chhuye gelo👌👌👌👌👌👌
@nirmollkumar58717 ай бұрын
আমার অত্যন্ত পছন্দের গান।পিয়ালীর কন্ঠে অস্বাভাবিক সু্ন্দর লেগেছে। জয়তী চক্রবর্তীর কন্ঠে অনেক শুনেছি।আজ তোমার কন্ঠে আরো ভালো লাগল। ধন্যবাদ। ❤❤❤
প্রতিটি গানেরই অবয়বে তার আত্মপ্রকাশ থাকে। বর্তমান গায়ক গায়িকা সে প্রতিষ্ঠিত হোক বা অপ্রতিষ্ঠিত হোক গানের প্রকৃত ভাব এবং আত্মপ্রকাশ করতে পারে না । তারা কেবল গানই গায়। এই গান আপনার গলায় প্রকৃত আত্মপ্রকাশ লাভ করেছে। অনবদ্য হয়েছে। খুব ভাল লেগেছে। অনেক ধন্যবাদ।
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek anek dhanyobaad
@sandhyachakraborty8866 Жыл бұрын
মন্ত্র মুগ্ধের মত শুনে গেলাম ,,,শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলেছি,,,গান শেষ হতে সম্বিত ফিরে এলো ,,,,তোমার কণ্ঠ দরদ সব God gifted,,,,,❤❤❤❤❤
সত্যিই মা পিয়ালী ঈশ্বর তোমাকে প্রচুর দিয়েছেন অকৃপণভাবে। ভাবতে অবাক লাগে এই অল্প বয়সে কিভাবে তুমি এতো সুন্দর কন্ঠের অধিকারী ! ! ! এভাবেই কন্ঠকে ধরে রেখে অনেক দিন আমাদের গান পরিবেশন করে যেও। আমার স্নেহাশীষ রইলো তোমার জন্য। ভালো থেকো তোমরা। ঈশ্বর যোগ্য হাতেই সুমধুর কন্ঠ দিয়েছেন।
@subodhbalok14472 жыл бұрын
কী আকুল করা নিবেদন.. অপরিসীম শান্তি
@apurbabhattacharjee93272 жыл бұрын
আহা মন ভালো হয়ে গেছে। দারুণ, দারুণ, দারুণ ❤️❤️
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek dhanyobaad
@avijitchakraborty55032 жыл бұрын
Madeimji apner gan khube valo lagey donobad
@damodaran26292 жыл бұрын
আহা। মন প্রাণ ভরে গেল। চোখে জল এসে গেল। খুব সুন্দর।
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek anek dhanyobaad 🙏😀
@rupaliroy68142 жыл бұрын
চুপটি করিয়া শুনছি দিদিভাই ❤️❤️❤️❤️❤️
@PialyKunduOfficial2 жыл бұрын
থ্যাঙ্কু 😀
@anitadatta13032 жыл бұрын
পিয়ালী মায়ের এমন আকুল করা নিবেদন আমার আত্মায় এসে আমারই প্রাত্যহিক কৃতজ্ঞতার কান্না হয়ে ঈশ্বরের কাছে যাবে !
@jyotiprakashbasu8846Ай бұрын
অপূর্ব লাগলো। 👌
@PialyKunduOfficialАй бұрын
ধন্যবাদ
@suklaghosh96572 жыл бұрын
Freulien pialy .. Darun. Bholo. Laglo. Hypnotised with this devotional song. Of RAJANI KANTO WITH Magnificent ❤️ voice .. leading to tearing my eyes thanking you. Pray to god for healthy and peaceful life BN Ghosh
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you
@papiadas.7209 Жыл бұрын
অপূর্ব ❤❤❤❤
@AshisChattaraj12 күн бұрын
খুব ভালো লাগলো খুব ভালো
@PialyKunduOfficial10 күн бұрын
ধন্যবাদ
@mrinmayeebhattacharya67083 ай бұрын
অসাধারণ নিবেদন,মন প্রাণ ভরে গেলো । ❤
@PialyKunduOfficial3 ай бұрын
🙏
@jibondas64402 жыл бұрын
Asadharan. Laglo
@apurbabhattacharjee93272 жыл бұрын
আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে। অনেক সুন্দর গায়লে দিদি ভাই।
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad anek
@anitadatta13032 жыл бұрын
এ গান শুনেছি প্রায় সব বড় বড় শিল্পীর কন্ঠে , মুগ্ধও কম হইনি , তবু সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তুমি এ গানে সবাইকে অতিক্রম করে অনতিক্রম্য মহিমায় প্রতিষ্ঠা লাভের যোগ্যা !
@PialyKunduOfficial2 жыл бұрын
😀🙏
@calcutta23withMita2 жыл бұрын
Apurbo 👍👌
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobad anek
@chinmoymukherjee25012 жыл бұрын
অপূর্ব অপূর্ব গান গেয়েছেন । আপনার গায়কী গলা তুলনাহীন। আপনি এই ধরনের আধ্যাত্যিক গান , অথবা ঠাকুর রামকৃষ্ণ দেবের উপর নির্ভর গান বেশি করে গাইলে অনেক উন্নতি হবে। আমার এখন বয়স ৬৫ বছর। আপনি আমার কন্যা সমতুল। আপনার গানে আমি লাইক দিয়েছি, এবং ১২ জন কে শেয়ার করেছি।তারা প্রত্যেকেই ভীষণ প্রশঙসা করেছে। আর্শীবাদ করি উত্তরাত্তোর উন্নতি হোক।
@PialyKunduOfficial2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ 🙏😀
@subrataanantakannajarejare65332 жыл бұрын
শরীর বেশ কদিন থেকেই খারাপ যাচ্ছে। কিন্তু আজ সারাদিন আপনার গানগুলো শূনে আমার বিছানায় পড়ে থাকার যন্ত্রনা অনেক কেটে গেছে। ফিরে গেছি বাল্য-কৈশরের দিনে । তখন রেডিও বা গ্রামফোন ই ছিল গান শোনা বা বিনোদনের মাধ্যম।তাও আমাদের মতো অসমের এক মফস্বল শহরে পাড়ায় ১/২ বাড়িতে ছিল রেডিও।শহরের বড় বড় জলসায় কোলকাতা শিল্পীরা আসলে শোনার ও দেখার সুযোগ ঘটত। তা৺রা হারমোনিয়াম ও তবলার উপর নির্ভর করে ঘণ্টার পর ঘণ্টা গান করে যেতেন। আপনার গানের বিভিন্নতা আর সুরের মাধ্যমে গানের ভাব ও বাণীকে প্রাণদানে্র প্রয়াস ঐ সব শিল্পীদের কথা মনে করিয়ে দেয়। এতগুলো গানের মধ্যে মাত্র একটি গানে অন্তরাতে একটি স্বর আমর মতে লাগেনি।এটা ধর্তব্যের মধ্যে নয়।খুব ভাল থাক।আরো এগিয়ে যাও। য়
@PialyKunduOfficial2 жыл бұрын
অনেক ধন্যবাদ, দ্রুত সুস্হ হয়ে উঠুন 🙏
@chandranathchatterjee90292 жыл бұрын
আবারও অসাধারণ অনবদ্য মন ছোঁয়া পরিবেশনা। এই গানের মধ্য দিয়ে কবির প্রতি তোমার প্রান ঢালা শ্রদ্ধা প্রকাশ হলো। গানের মধ্যে কিছু জায়গায় অলংকরন মনে রাখার মতো। তোমাকে অনেক সাধুবাদ জানাই। 👌👌👌👌👌🌹❤️
@PialyKunduOfficial2 жыл бұрын
😀🙏
@buladhara7282 Жыл бұрын
খুব সুন্দর
@rajibmukherjee82302 жыл бұрын
কান্ত কবির অপার স্বীকারোক্তি তার আরাধ্যর চরণে তোমার গলায় অপূর্ব সুন্দর সুন্দর রূপ পেয়েছে।
@paritoshchandradey7832 жыл бұрын
Maago, maa, it is also your another outstanding divine presentation. Jagat Mata richly bless you and your family members.
@PialyKunduOfficial2 жыл бұрын
😀🙏
@bablurao5540 Жыл бұрын
SHE IS VESATILE SINGER OF THE HIGHEST ORDER.MAY U BE BLESSED WITH UR FAMILY SPECIALLY UR LITTLE SINGER SON.
@PialyKunduOfficial Жыл бұрын
Thanks a ton
@jayantabhattacharjee30242 жыл бұрын
Well sang ,I bless you
@krishnabhattacharjee89768 ай бұрын
অপূর্ব লাগলো
@PialyKunduOfficial8 ай бұрын
Thank you
@geetaadhikary1093 Жыл бұрын
সব গান ই তোমার কন্ঠে ভালো লাগে।
@PialyKunduOfficial Жыл бұрын
অন্ক ধন্যবাদ
@amitasengupta1107 Жыл бұрын
অপূর্ব গেয়েছো মা
@PialyKunduOfficial Жыл бұрын
অনেক ধন্যবাদ
@SSinha-os6cb2 жыл бұрын
অনবদ্য ।মন ভরে গেলো।
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad 🙏😀
@mahashwetachoudhury96942 жыл бұрын
Benche thako maa, tomar praye shab gaan shuni, ei gaan aami choto bela thekei shune aashchhi, bohudin par tomar galaye ei gaanti shune aamar hriday juriye galo r purono din mone paraye chokhe jal eshe galo, Tumi Bhagwan er Daaroon Daan, ei bhabe egiye Jao, Bhagwan tomar Mongol korun
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek dhanyobaad. Bhalo thakben 😀🙏
@banamaladey26152 жыл бұрын
এই ভাবে আত্মনিবেদন ঈশ্বর খুব কাছ থেকে শুনতে। গান বোধ হয় সমস্ত মাধ্যমের একটা মাধ্যম। ভালো থেকো সবসময়।
@ashutoshmandal96842 жыл бұрын
Excellent presentation... God bless you...
@PialyKunduOfficial2 жыл бұрын
Many thanks
@pankajpati15172 жыл бұрын
Excellent.
@timesvisionworld2 жыл бұрын
আহা! কি অসাধারণ কণ্ঠ সুর - স্যালুট দিদিমনি
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad anek🙏
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad anek🙏
@sanghamitrabanerjee80192 жыл бұрын
অপূর্ব
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you
@anitadatta13032 жыл бұрын
এ গান রজনী কান্ত সেনের লেখা এক অসাধারণ গান । আমি আমার জীবনের প্রাপ্তি বিষয়ে সব সময় ঈশ্বরের কাছে সন্তুষ্ট তৃপ্ত ও ঋণী বলে গানটির বানী আমারই আত্মার স্বীকৃতির প্রতিফলন বলে মনে করি। আমি অনেক দিন ভেবেছি অনেকের কন্ঠে গানটি শুনলেও পিয়ালী মা যদি এটি গাইতো কতোই না ভালো হতো । সে মনের পবিত্রতা ও সুর উৎকর্ষতা দু'টি দিক দিয়েই এটি গাওয়ার উপযুক্ত বলে মনে মানুষের মনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জাগিয়ে তুলতে সক্ষম বলে মনে হয় । আজ তার গাওয়া এ গান আমার মনকে অপার্থিব শান্তি এনে দিলো ।
@abunasarbhuiyan88202 жыл бұрын
কান্ত কবির ঈশ্বর বন্দনার এ গানটি অনেকের মতো আমারও প্রিয়। না চাহিতে প্রিয় গানটির সুন্দর গায়নের জন্য আমি ধন্য হলাম। কুটু মামার রোগের কষ্টে আমরাও ব্যথিত। সুখ তার আসুক পুনর্বার।
@debendranathdas87742 жыл бұрын
You really sing from your 💖 and for our 💕. Fantastic.Go on.
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you 🙏😀
@maskuraanjum45872 жыл бұрын
আহা কি অসাধারণ গাইলেন।
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad anek
@abirbanerjeeabir9401 Жыл бұрын
দিদি দারুন গেয়েছেন ❤️
@PialyKunduOfficial Жыл бұрын
ধন্যবাদ
@trishanibhowmik51038 ай бұрын
Opurbo sundor geyechen
@PialyKunduOfficial8 ай бұрын
Thank you
@arpangoswami71132 жыл бұрын
Piyali madam asadharan misti voice apnar
@anitadatta13032 жыл бұрын
This heart born devotional song sung by Piyali has been my daily prayer to Almighty ! It could be the same type of song for persons of all religions .
@anitadatta13032 жыл бұрын
Thank you Maa!
@dipakkumarchatterjee9312 жыл бұрын
সুমিষ্ট কন্ঠ স্বরের মেয়েটি।
@gopalpaul57532 жыл бұрын
Didi khub sundar gan Apni kamon achan ? Kutus sona kamon acha
৫ মিনিট ১৭ সেকেন্ড অবাক দৃষ্টিতে তোমার লিপ্সশিং দেখলাম, অসাধারন, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সংগীত ভেসে আসে..... সংগীতে বিলীন কে কে.....
@PialyKunduOfficial2 жыл бұрын
Lipsync mane?
@swapanmukherjee22422 жыл бұрын
@@PialyKunduOfficial খারাপ কিছু ভেবো না, তুমি হয়তো ভাবছ প্লে ব্যাক সিঙ্গারের কথা বলছি, লিপ্সশিং মানে তোমার অভিব্যাক্তির কথা বলেছি
@PialyKunduOfficial2 жыл бұрын
@@swapanmukherjee2242 na na.. lipsync mane hochhe anno keo gaile tar songe lip melano.. aneke fb te amake eta bole je ami gaina, anno karor voice er songe lip sync kori 🤣.. tai obhak holam 😀
@swapanmukherjee22422 жыл бұрын
@@PialyKunduOfficial অমন ধৃষ্টতা আমার হবেনা, যে ৫০ জন মহান শিল্পীর গান অবলীলায় গাইতে পারে, তার সমন্ধে এটা ভাবাই যায়না, আমি মুখোবয়ব অভি ব্যাক্তির কথা বলেছি.... .
@PialyKunduOfficial2 жыл бұрын
@@swapanmukherjee2242 ebaba na na.. emon bolben naa 🙏
@banasreemondal70442 жыл бұрын
Khub valo geyecho
@mitashkundu25572 жыл бұрын
Fabulous 👏👏
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad
@gopalkundu99002 жыл бұрын
এই দুর্লভ গান যা জীবনকে আলোড়িত করে। কথা নয় তো অমৃতবানি। খুব আন্তরিকভাবে গানটি গেয়েছ। সুন্দর। কুট্টুস নিশ্চয়ই এখন আগের চেয়ে ভালো আছে। আশির্বাদ ও শুভকামনা জানাই কুট্টুসকে।
@mycraftyideas53232 жыл бұрын
তোমার একাগ্র অনূভুতি দিয়ে গাওয়া গানটা আমার অন্তরাত্মাকে আলোড়িত করলো। তুমি আমাদের কাছে ইশ্বরের দান।
@PialyKunduOfficial2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ 🙏😀
@apurbabhattacharjee93272 жыл бұрын
আমার প্রিয় শিল্পী, প্রিয় দিদি ভাই, অনেক অনেক আশীর্বাদ রইল। খুব ভালো গায়লে দিদি ভাই। 🙏
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank u
@Ranigaming12 жыл бұрын
Exelent
@bibeknayek1552 жыл бұрын
এইসব গান আরও শুনতে চাই। অনন্য নিবেদন।
@madhumitachoudhury29042 жыл бұрын
Mon chuye gelo.
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you
@fazluljabbar94152 жыл бұрын
অসাধারণ পিয়ালী অনেক শুভেচ্ছা রইলো
@saathekesaa90122 жыл бұрын
খুব খুব ভালো লাগলো দিদি🌷🌷🌷🌷🌷🌷
@chayanikakar84122 жыл бұрын
তোমার গানের প্রতি এই মায়া, গায়কী সব কিছুই খুব মনের মতো।। আর এই গানটার মধ্যে যে কি আছে জানি না সব অত্রিপ্তী,অপ্রাপ্তি যেন কোথায় বিলীন হয়ে যায়।। ভালো থেকো
@ashokbhadury55992 жыл бұрын
অনিন্দ্যসুন্দর গানটি গাইবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো গেয়েছেন, আদি অকৃত্রিম ভক্তিরসের পরিপূর্ণ স্বাদ পেলাম। এসব গান শুনলে পার্থিব সবকিছু অতি তুচ্ছ মনে হয়। যথার্থ বলেছেন.. এই সংসার, অর্থ, প্রতিপত্তি সবই মায়া। প্রখ্যাত শিল্পী কেকে'র আত্মার শান্তি কামনা করি..
@ekramhossain60682 жыл бұрын
ভালো লাগা অফুরান।
@nkbaral4556 Жыл бұрын
Unknown song for me Nicely executed Maintaining style of great creater of this song Good wishes
@PialyKunduOfficial Жыл бұрын
Thank you very much 🙏
@subodhbalok14472 жыл бұрын
অনেক দিয়েছো ঠাকুর.. অপূর্ব সুন্দর কন্ঠস্বর, অসাধারণ গায়কী.. সবই তুমি দিদিকে দিয়েছো, শুধু ভিউ টা কেনো যে দিচ্ছ না। করজোড়ে মিনতি করি.. দিদির গানের ভিউ অনেক অনেক বাড়িয়ে দাও, দিদিকে সঙ্গীত জগতে সুপ্রতিষ্ঠিত করো ঠাকুর..
@PialyKunduOfficial2 жыл бұрын
😀🥲
@biswanathsen70502 жыл бұрын
I am speechless
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobad 🙏
@lipikabhattacharyya97642 жыл бұрын
Khub khub bhalo
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad anek
@chiranjitde74672 жыл бұрын
অসম্ভব সুন্দর শ্রদ্ধাঞ্জলি
@narugopalbera10152 жыл бұрын
Asadharon laglo Thankyou mam
@siddeshswarmondal40382 жыл бұрын
তিনি পরম পুরুষ তিনি পরম প্রিয়তম সকলের কাছে।না চাইতেই তিনি দেন অনেক কিছু। এই বিষয়ে রামকৃষ্ণ দেব বলেছেন না চাইতেই তিনি অনেক দিয়েছেন তার কাছে চাইতে রাবি কেন চাইলে রে কম পরে যাবে।
@parikshitbhattacharjee7483 Жыл бұрын
Very good👍
@PialyKunduOfficial Жыл бұрын
Thank you very much
@rakhidas35302 жыл бұрын
Ki asadharon kontho tomar didi
@PialyKunduOfficial2 жыл бұрын
Many many thanks
@shyamashreeroy81062 жыл бұрын
চোখে জল এনে দিলে বোন
@PialyKunduOfficial2 жыл бұрын
😀🙏
@subodhbalok14472 жыл бұрын
অনবদ্য। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। ঈশ্বরের নিকট প্রার্থনা তিনি আপনার সমস্ত কষ্ট, ক্লান্তি, বাধা বিপত্তি দূর করে দিন এবং কুট্টুস সোনাকে দ্রুত সুস্থ করে তুলুন..