মা পিয়ালী , আমার জীবনে বহু প্রখ্যাত শিল্পীর কন্ঠে এ গান শুনে খুব মুগ্ধ হয়ে আবেশিত হয়েছি বার বার । এটি আমার জীবনের সবচেয়ে প্রিয় গান । আজ তুমি এতো মন প্রাণ ঢেলে দিয়ে আত্মার গহীন ভেতর থেকে নিবেদনী ভাব আবহে প্রার্থনা করলে যে মনে হয় তুমি সকল শিল্পীকে অতিক্রম করে ব্যতিক্রমি ভক্তি রসের , শান্তির সঞ্চার করলে ! মা, তুমি সব ধরনের গানে অনন্য । কিন্তু তুমি যখন কোন নিবেদন আকুল , প্রার্থনা ধর্মী গান গাও তখন তোমাকে আমার কাছে মানুষ রূপে ধরাতলে নেমে আসা এক দেবীর মতো লাগে । এ সুর প্রবাহী কন্ঠের দেহ এক পবিত্র সুন্দর মন্দির ! মা , হৃদয় থেকে হৃদয়ে বয়ে চলুক তোমার সুরের প্রবাহ !
@henarahman25252 жыл бұрын
পিয়ালীর গান শোনার পরে আপনার মন্তব্য না পড়লে কি যেনো অসম্পূর্ণ থেকে যায়। চমৎকার আপনার লেখাগুলো! অশেষ শ্রদ্ধা রইলো।
জীবনের পথ বন্ধুর কভু সেথা শরতের ঝরে স্বর্ণা লোক কভু বা ঘনায ঝঞ্জা কালবৈশাখীর ৷ বীর করে উভযে রে সম সম সমবর্ধনা দুর্জগে ঘে ভেঙে পড়ে কি পৌরুষ তার ৷. রজনীকান্তের এই ভক্তিরস সমৃদ্ধ নাম আমাদের জীবনকে আধ্যাত্মিক চিন্তা ধারায় উন্নিত করে ৷ আপনার কন্ঠে এই গানটি . শুনে আমাদের মন ভক্তি রসে আপ্লুত হয়ে উঠে। বারবার গানটি শুনি- মনটাকে সব সময ডুবিয়ে রাখতে ৷
@siddeshswarmondal4038 Жыл бұрын
রজনীকান্ত সেনের এই গান টি শুনে ভাক্তি রসে হৃদয় ভরে যায় ৷ একটা আধ্যা ত্মিক চেতনা . হৃদযকে আপ্লুত করে। আপনার গলায ভক্তিগীতি শরীর মনে এক পবিএ ভাবের জোঁয়ার এনে দেয়।
@santomitra870210 ай бұрын
অপূর্ব এই নিবেদন। বড়ো চমৎকার গেয়েছ মা।
@AyubAli-fn7ys Жыл бұрын
❤ অপূর্ব কন্ঠ স্বর
@siddeshswarmondal40382 жыл бұрын
রজনীকান্তের এই গানটি আপনার কন্ঠে গান শুনে মন ভরে গেল। ধন্যবাদ আপনাকে।
@siddeshswarmondal4038 Жыл бұрын
রজনীকান্ত দাশনিক চিন্তা ভাবনা গান রচনা করেছেন ৷ যে চিন্তাধারা আমাদের জীবম চল নায় একটা পবিত্র পথের সন্ধান দেয । গান আপনার কন্ঠে শুনে এমন একটা পবিএ ভাবের সন্ধান পেলাম ৷
রজনীকান্তের এই গানটি সকালে শুনে মন টা পবিত্র হয়ে গেল। জীবনে চলার পথে র সন্ধান পাওয়া গেল। ঈশ্বর সর্বশক্তিমান তাঁর কাছে প্রার্থনা তিনি আমাদের জীবন কে নির্মল করুন। জীবনের পথে চলতে তিনিই একমাত্র ভরসা। শিল্পী র কন্ঠে সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে।
মনপ্রাণ এক করে এভাবে গান গাওয়া একমাত্র বোধহয় তোমার পক্ষেই সম্ভব মা পিয়ালী আমার। আমার আশীর্বাদ রইলো।তোমাকে আমার দেওয়ার কিছুই নেই ,শুধু ঈশ্বরের কাছে তোমার শ্রীবৃদ্ধি কামনা করি।
@siddeshswarmondal4038 Жыл бұрын
সৎ চিন্তা সৎ সঙ্গ সৎভাবনা আমাদে র শরীব ওমনকে সুস্থ ও সুন্দর রাখে। এই সব বেশি করে শোনা দরকার বিশেষ করে সকালে।
@PialyKunduOfficial Жыл бұрын
ধন্যবাদ
@amaldatta1742 жыл бұрын
গানের বানী সুর এক হয়ে যায় শুদ্ধ পবিত্র আত্মায় ।আহা আহা কী অপূর্ব নিবেদন।
@PialyKunduOfficial2 жыл бұрын
😀🙏
@anjalidey156227 күн бұрын
অপূর্ব নিবেদন। মা পিয়ালী তোমার জন্য র ইল অনেক আশীর্বাদ ও শুভকামনা
@PialyKunduOfficial23 күн бұрын
অনেক ধন্যবাদ
@manaspaul6189 Жыл бұрын
তোমার মত আবেদন ক'জন পারে করতে, ক'জন পারে গান শুনিয়ে (শ্রোতার) চোখ জলে ভরতে। মঙ্গলময় ঠাকুর রাখুক তোমায় ভালো, এমন সব গান শুনিয়ে জ্বালাও মনের আলো।
@PialyKunduOfficial Жыл бұрын
অশেষ ধন্যবাদ
@siddeshswarmondal40382 жыл бұрын
সকাল বেলা ঘুম থেকে উঠে এমন সুন্দর সঙ্গীত শুনে মন টা আনন্দে ভরে যায়।ঊষাকালে আমি এমন সুন্দর সঙ্গীত ই শুনে থাকি।বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
@PialyKunduOfficial2 жыл бұрын
ধন্যবাদ
@amiyakundu59582 жыл бұрын
ভক্ত কবি রজনীকান্ত সেনের প্রাতঃস্মরনীয় প্রার্থনাসঙ্গীতটি.তোমার অনবদ্য পরিবেশন আত্মাকে স্পর্শ করল। অপার্থিব আনন্দ আর শান্তিতে মন ভরে গেল। অন্তর্যামী হৃদয় পেতে তোমার গান শুনলেন।
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you
@dilipmahapatra30872 жыл бұрын
গান টি খুব ভাল হয়েছে, এই ভাবে সবাই কে আনন্দ দিতে থাকুন
@suranjanmukherjee43562 жыл бұрын
সত্যিই, আপনার গায়কী আর গানের প্রতি দরদ জাষ্ট ফাটাফাটি।।।। আপনার গান শুনতে শুনতে বিভোর হয়ে যাই।।।। আপনি সুস্থ থাকুন আর গান শুনিয়ে যান
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek dhanyobaad
@gopalkundu99002 жыл бұрын
রজনীকান্তের এই গান শুনলে মনে হয় আমাদের গানের জগৎতের ভান্ডার কত বিশাল ও বৈচিত্র্যপূর্ণ। কি সুন্দর কথা ও সুর। মনটা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যায়। পিয়ালীকে কি আর বলব! দারুণ বললে কম বলা হবে।
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad anek
@alikadak54283 күн бұрын
What a good Medicine of Heart ব্লক by the singing of Madum pialy
@alikadak542828 күн бұрын
Amazing Song of Rajanikanta & fantoustic singing by pialy Madum
@prajnaparamamitra10912 жыл бұрын
হে মঙ্গলময় তুমি সকলের মঙ্গল কর... শুধু এটুকুই চাওয়া🙏🙏🙏 তোমার গান আজ আমার মনে ঈশ্বর চিন্তা এনে দিল পিয়ালী ❤️❤️❤️
@PialyKunduOfficial2 жыл бұрын
Ar ki chai amar 😀😀🙏
@prajnaparamamitra10912 жыл бұрын
@@PialyKunduOfficial ❤️❤️❤️❤️
@jyotiprakashbasu8846Ай бұрын
আবেগ ও দরদে ভরা গানটি শুনে মন, প্রাণ তুষ্ট হলো।🌹
@PialyKunduOfficialАй бұрын
Thanks
@bidhandas3152 жыл бұрын
একটি অনন্য প্রার্থনা সঙ্গীত-যা আপনার কণ্ঠমাধূর্য্যে সকলকে মোহাচ্ছন্ন করে তুলেছে। যেকোনো গানই আপনি খুব সুন্দর করে গাইতে পারেন-এটা বহুবার প্রমাণিত হয়েছে। ঈশ্বর আপনার সহায় হোন-এই প্রার্থনা করি...
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad anek
@murarimohanbiswas7951 Жыл бұрын
Excellent, outstanding performance.
@subhasispradhan39582 жыл бұрын
খুব দুঃখ দিলে মা। এই গান শুনে মাকে অঝোরে কাঁদতে দেখেছি।আমার ছোটো বেলায় বিদায় জানিয়ে চলে গেছে অকালে। তুমি সেই ব্যথায় খুঁচিয়ে কাঁদিয়েই ছাড়লে।
@PialyKunduOfficial2 жыл бұрын
Apnar dukhho ke tule ante chaini.. khoma korben 🙏😥
@siddeshswarmondal40382 жыл бұрын
আমার মনে হয় সকলে যদি এই গানটি শুনে সকাল শুরু করে তাহলে দিন টা সুন্দর করে শুরু করা যয
@pranabkundu50202 жыл бұрын
রজনীকানতের একটি কালজয়ী গান।রেডিওতে সেই ছোট্ট বেলা থেকে আজও মাঝে মাঝেই শুনতে পাই।তবে রেডিও তে শোনার আনন্দ ই আলাদা।
@amiyokundu4012 Жыл бұрын
আত্মিক নিবেদন। পরম পিতার প্রতি কাছে শরণাগত হৃদয়ের আকুল প্রার্থনা।ভক্তি ধারায় স্নাত হলাম। পরম কল্যাণময় তোমার মঙ্গল করুন। খুব ভাল থেকো বোন।
@PialyKunduOfficial Жыл бұрын
অশেষ ধন্যবাদ 🙏
@rongdhonumusic71502 жыл бұрын
অসাধারণ দিদি। আমি তোমার একজন ভক্ত।অন্তর ছুঁয়ে গেলো দিদি। ❣️❣️❣️❣️
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek dhanyobaad 🙏😀
@samirkumar55912 жыл бұрын
বহুদিন পরে পিয়ালীর কন্ঠে রজনী কান্তের প্রার্থনা শুনে খুব ভাল লাগলো।
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobad
@alikadak54282 сағат бұрын
It is profel just like Jesus it will have to my mind pialy
@amaldatta1742 жыл бұрын
এই প্রার্থনা সঙ্গীত গাওয়ার সময় তুমি তো বিশ্বমানবের প্রতিরূপ হয়ে যাও । ঈশ্বরের প্রতি সর্ব কালের সকলের নিবেদন কান্না যেন তোমার এ কন্ঠে ধ্বনিত হয় ।
Unpresidented singing of Rajanikanta & nice covering by pialy
@user-jw1fr7bn2n Жыл бұрын
কতো সুন্দর গান গেয়েছেন খুব ধন্যবাদ
@PialyKunduOfficial Жыл бұрын
অশেষ ধন্যবাদ 🙏
@jahangirhosen2879 Жыл бұрын
অনেক শিল্পীর কন্ঠে এই গান শুনেছি কিন্তু আপনার গাওটা অসাধারণ আমি বাংলাদেশ থেকে বলছি
@PialyKunduOfficial Жыл бұрын
অশেষ ধন্যবাদ
@alikadak542826 күн бұрын
All the Toxcin emit out from our Society by the singing of Pialy Madum
@provashsaha6352 жыл бұрын
অসাধারণ লাগছে গান টি। শুভ কামনা নিরন্তর
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek dhanyobaad
@subodhbalok14472 жыл бұрын
সেরা প্রার্থনা সঙ্গীত... অসাধারণ উপস্থাপন
@siddeshswarmondal40382 жыл бұрын
রজনীকান্তের এই গান গুলো শুনতে শুনতে আমার খুবই ভালো লাগে অন্তরের গভীরে একটা সুন্দর অনুভূতি মনটাকে ভরিয়ে তোলে। আপনার কন্ঠে শুনতে ভালো লাগে এই সব গান। আন্তরিক শুভেচ্ছা জানাই।
@tapanbanerjee997902 жыл бұрын
রজনীকান্ত সেনের এই প্রার্থনা সঙ্গীতটি কথায় ও সুরে অতুলনীয়। তুমি খুব ভক্তি সহকারে আন্তরিক ভাবে নিজস্ব আবেগ ও অনুভূতি দিয়ে গানটা গেয়েছো। এ গানটি আমার অত্যন্ত প্রিয়। তোমার গলায় গানটা আমার ভীষণ ভাল লাগলো।
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek dhanyobaad
@henarahman25252 жыл бұрын
অপার মুগ্ধতা💚💚💚
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank u di ❤️❤️
@MukuleshDasAdhikary-ns5kt2 ай бұрын
কি যে ভালো লাগলো বলে বুঝাতে পারবো না ,মনটা ভক্তিতে ভরে গেলো
@PialyKunduOfficial2 ай бұрын
🙏
@debibanerjee5243 Жыл бұрын
হে গুনি সঙ্গীত শিল্পী আপনাকে সহস্র শ্রদ্ধার্ঘ নিবেদন করি।
@PialyKunduOfficial Жыл бұрын
অনেক ধন্যবাদ
@ashokbhadury55992 жыл бұрын
শুদ্ধতা আর নির্মলতায় পূর্ণ অভূতপূর্ব একটি উপস্থাপনা..
@PialyKunduOfficial2 жыл бұрын
😀🙏
@siddeshswarmondal40382 жыл бұрын
বিরাজ করছেন আপনার কন্ঠে হ ইবে।
@s.naharmunni87772 жыл бұрын
Didi aita geya prayer kortam daily sokale.jokhon nursing portam.must be kora lagto.tomer preme pore gasi
@siddeshswarmondal40382 жыл бұрын
এসব গান শেষ হলে ও অন্তরে সুরের রেশ যেন থেকে রায়।
@PialyKunduOfficial2 жыл бұрын
ধন্যবাদ
@supratimdaschoudhury7432 жыл бұрын
Khali galay....যন্ত্রানুসঙ্গ ছাড়া তোমার এই উপস্থাপনা সত্যিই অনবদ্য ।
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad anek
@lakshmikantagarai29962 жыл бұрын
অশেষ ধন্যবাদ জানাই এই গানটি শোনানোর জন্য।
@PialyKunduOfficial2 жыл бұрын
🙏😀
@bazlur-Vancouver2 жыл бұрын
দারুন হয়েছে।
@PialyKunduOfficial2 жыл бұрын
অনেক ধন্যবাদ
@alikadak54286 күн бұрын
God bless you always you will be kept quite your body & mind good night
@PialyKunduOfficial3 күн бұрын
Same to you
@manilalchakraborty99972 жыл бұрын
দিদি মন ভরে গেল। অসাধারণ।
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek dhanyobaad
@Gaane_kobitay_adday_uma2 жыл бұрын
অপূর্ব পরিবেশনা 👍💞
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad
@narugopalbera10152 жыл бұрын
Asadharon, Apurba, Khub, Khub, Khub, sundor Thankyou mam
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek anek dhanyobaad
@arabindabhowmick72398 ай бұрын
Khub Sundor laglo gaan thx❤️
@PialyKunduOfficial8 ай бұрын
Thanks
@starcoachingcentre89202 жыл бұрын
ভালো হচ্ছে
@arunpolley931 Жыл бұрын
খুব সুন্দর লাগল আপনার কন্ঠ ।সুরের মাধ্যমে সকলের মনের কালিমা দুর হোক।এই প্রার্থনা জানাই পরমপিতার শ্রী চরনে ।সাধনা চালিয়ে যান ।
@PialyKunduOfficial Жыл бұрын
অনেক ধন্যবাদ
@anandagopalbanerjee82182 жыл бұрын
ভীষন ভালো গেয়েছো ,এক কথায় অপূর্ব অপূর্ব। সব গানই এত সাবলীল ভঙ্গীমায় গাও তুমি যা সত্যি মন ছুঁয়ে যায় ।
@PialyKunduOfficial2 жыл бұрын
অনেক ধন্যবাদ
@arabindadash23042 жыл бұрын
অসাধারন গায়কী দরদ দিয়ে গাইলে শুভকামনা
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you very much
@subirray36402 жыл бұрын
অপূর্ব। খুব ভালো লাগলো
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek dhanyobaad 🙏
@anitadatta13032 жыл бұрын
এ আকুল নিবেদন আমার শ্রুতি হয়ে আমারই যেন হলো গো মা !
@alakchakraborty32352 жыл бұрын
অসাধারণ গান, অসাধারণ পরিবেশনা !!!
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you 🙏😀
@alikadak542818 күн бұрын
Mind will be freshed after hearing the song specially pialy Madum
@PialyKunduOfficial16 күн бұрын
Thanks
@siddeshswarmondal40382 жыл бұрын
সকাল বেলা ঘুম থেকে উঠে এমন সুন্দর সঙ্গীত শুনে মন টা পবিত্র হয়ে উঠে। খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন আপনি
@alikadak5428Ай бұрын
Very nice performing the Rajanikanta,s Song& mindhave been freshed by you
@PialyKunduOfficialАй бұрын
Thanks
@subhenduchaudhuri-mp6rf Жыл бұрын
মন ভালো হয়ে যায়।আপনার গাওয়া গানটি শোনার পর থেকে আপনার গাওয়া গানটিই শুনে চলেছি ।
@PialyKunduOfficial Жыл бұрын
অনেক ধন্যবাদ
@ashokbhadury55992 жыл бұрын
শাশ্বত ও সুনির্মল প্রার্থনা সঙ্গীতের অভূতপূর্ব উপস্থাপন 🙏
@anuradhaghosh3737 Жыл бұрын
অত্যন্ত দরদ দিয়ে তুমি এই গান গেয়েছ।আরও গান গেয় যাও।
@PialyKunduOfficial Жыл бұрын
অনেক ধন্যবাদ
@shibanidev85962 жыл бұрын
Mon chuye jaoya akta gan gaile.tumake onek onek sneho o bhalobasa janai.
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you very much 😀🙏
@abunasarbhuiyan88202 жыл бұрын
প্রফেসর মো.আবু নছর ভূঁঞা কান্ত কবির এ প্রার্থনা সঙ্গীতখানা তোমার কণ্ঠে কাঙ্ক্ষিত আবেদনে বারবার প্রাণে প্রণোদনা দিচ্ছে। তাই ঈশ্বরের প্রতি প্রণতি জানিয়ে তোমার কণ্ঠসুধায় অবগাহন করছি। বলতে হয় অন্য সব কিছুর ন্যায় তোমার কণ্ঠেও ঈশ্বর আসন পেতেছেন।
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek anek dhanyobaad 😀🙏
@purnimanandy48952 жыл бұрын
Khub valo laglo
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank u
@jaidipbhattacharya80982 жыл бұрын
Khub bhalo laglo...🙏🙏🙏
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek dhanyobaad 🙏😀
@subratamukherjee47392 жыл бұрын
দারুন লাগলো।
@PialyKunduOfficial2 жыл бұрын
অনেক ধন্যবাদ
@pareshbala6182 жыл бұрын
খুবই ভালো লাগলো
@PialyKunduOfficial2 жыл бұрын
😀🙏
@damodaran26292 жыл бұрын
অসাধারণ। যেমন সুন্দর কথা তেমনি সুন্দর সুর আর তেমনি সুন্দর তোমার গাওয়া। তোমার মধ্যে মা সরস্বতীর প্রচুর কৃপা আছে তাই নিজেকে ভাগ্যবতী মনে করো। শুধু শুধু চ্যানেলের viewership নিয়ে মন খারাপ করো না। তুমি চ্যানেলের viewership এর অনেক উর্ধে, You are blessed.
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you 🙏
@parthabanerjee6312 жыл бұрын
আহা, কী গাইলে গো ! ..... বারবার শুনতে ইচ্ছে করছে l পান্নালাল ভট্টাচার্য লিজেন্ড l কিন্তু তুইও অসাধারণ l
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you
@pradipkumarsengupta22252 жыл бұрын
Darun Darun Darun
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobad
@siddeshswarmondal40382 жыл бұрын
আপনার কন্ঠে এই গানটি শুনে মনটা ভরে উঠে। মনে হয় যেন একটা সুন্দর সকাল আপনি উপহার দিলেন। ধন্যবাদ আপনাকে।
@shashikantbiswas3174 Жыл бұрын
অনেক সুন্দর
@PialyKunduOfficial Жыл бұрын
ধন্যবাদ
@kalpanabhattacharjee4224 Жыл бұрын
Apurbo..khub khub bhalo laglo❤❤
@PialyKunduOfficial Жыл бұрын
ধন্যবাদ অনেক
@babuldatta96882 жыл бұрын
Great voice....marvellous singing...sera gaile....best wishes 👌👌👌👌👍
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you very much
@babuldatta96882 жыл бұрын
Welcome....merry Christmas 🎅🎅🎅🎅🎅
@madhumitachoudhury29042 жыл бұрын
Beautiful song and beautiful singing
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you
@jogeshchandraroy51872 жыл бұрын
অপুর্ব উপস্থাপনা
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad anek 🙏😀
@rakhalrajsingha8502 жыл бұрын
Apurba.
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobad
@sutapabhattacharyachakrabo71212 жыл бұрын
মন ভরে গেল ।
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek dhanyobad 😀
@pranaysarkar4065 Жыл бұрын
Khub sundar
@PialyKunduOfficial Жыл бұрын
Thank you
@nisankasekharsahoo34712 жыл бұрын
বেশ ভাল।
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad
@abunasarbhuiyan88202 жыл бұрын
কান্তজীর এ অনন্য কবিতাটি ভক্তিভরে বারেবারে আবৃত্তি করে ঈশ্বরের দ্বারে তোমার মতো নতজানু হতে চেষ্টা করেছি। আজ তোমার কণ্ঠে সুরারোপিত কবিতা সবিতা হয়ে আলো দিয়ে অন্তর ভালো করে দিল। ঈশ্বর তোমার কর্ম দ্বারাই মর্ম মলিনতামুক্ত করুক।