আহা, সত্যি সত্যিই কি অসাধারণ এবং অনবদ্য এক গায়কী! বার বার শুনেও মন ভরে না! যে অসাধারণ এবং অনবদ্য গায়কীতে শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা! বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের এক অন্যতম কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জি বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম এক কিংবদন্তি শিল্পী এবং নজরুল সংগীতের একচ্ছত্র সম্রাট ও প্রবাদপ্রতিম এক বিশেষজ্ঞ শিল্পী। সর্বোপরি বাংলা গানের এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি ভারতীয় বাংলা ধ্রপদী সঙ্গীতের অসাধারণ এক কালজয়ী অবিস্মরণীয় শিল্পী। ভারতীয় বাংলা সঙ্গীতের এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বলে বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রনাম।❤️🙏
@nasrinsultana277312 күн бұрын
হয়তো একদিন চলে যাব এ সুন্দর পৃথিবী থেকে আজকের দিনটা মনে রাখার জন্য কিছু লিখতে চাইছি কিন্তু এতো গভীর যে গানের ভাষা সে টাই শুধুমাত্র উপলব্ধি করতে পারছি।
@kumardebu1010 ай бұрын
আহা, সত্যিই কি অসাধারণ এবং অনবদ্য এক গায়কী! বার বার শুনেও মন ভরে না! মনোমুগ্ধকর এই অনবদ্য গায়কীতে শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা! বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের এক অন্যতম কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জি'র গাওয়া এক কালজয়ী স্মরণীয় বাংলা গান! কালজয়ী এই স্মরণীয় গান টি নিশ্চিত ভাবেই বলা যেতে পারে চিরস্মরণীয় হয়ে থাকবে ভারতীয় বাংলা সঙ্গীতের ভূবণে। ভারতীয় বাংলা গানের অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি বাংলা গান'কে বাংলা ধ্রুপদী সঙ্গীতের মর্যাদায় প্রতিষ্ঠিত করার অনন্য এক পুরোধা এবং নজরুল সংগীতের একচ্ছত্র সম্রাট ও প্রবাদপ্রতিম এক বিশেষজ্ঞ শিল্পী। ভারতীয় বাংলা সঙ্গীতের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏
@antardasanurag3794Ай бұрын
আহা! কি সুর, কথা আর কন্ঠ! সত্যিই এক অদ্ভুত মায়ায় ভরা সৃষ্টি। আমি অভিভূত।
@dr.ankitsaha508Ай бұрын
আহা মন ভরে গেল....Comment রেখে গেলাম, আমাদের মত ৯০ দশকে জন্মানো ছেলে মেয়েরাও শুনুক এধরনের গান....
@tapask.bhattacharyya6323 Жыл бұрын
আমার বিচারে সর্ব্বকালীন দশটি সেরা গানের একটি। সম্ভবত হাজার বারের উপর এই গানটি শুনেছি, আর প্রতিবারই মুগ্ধ হয়েছি।
@ohe-yd5mm Жыл бұрын
ভালোবাসার গভীরতা অপরিসীম... ভালোবেসে মরে যাও, তাতেও যেন সুখ। কিন্তু ভালোবাসা পেতে চেষ্টা করোনা, তাহলে তুমি হেরে যাবে।
@sajalbiswas4848 Жыл бұрын
এমন মানুষের গান সোনাও কপালে থাকা লাগে,,, যায় কণ্ঠে এত সুন্দর একটা গান শুনলাম তাকে আমার প্রণাম ,,,,🙏🙏🙏🙏 একজন সত্যিকারের শিল্পী হলেই মনে হয় এত দরদ দিয়ে গাইতে পড়া যায়,,, কি মাধুর্য গানের মধ্যে,,যেমনি সুর তেমনি কণ্ঠ,,, তেমনি মিউজিক সব কিছু মিলে মিশে যখন অমর কানে বাজলো সত্যি বলছি শুনতে শুনতে কখন যেনো চোখে জল চলে আসলো,,, যেটা এখনকার গানে পাই না,,,,
@mitabiswashalder65912 жыл бұрын
অসাধারণ কথা, সুর।"আমি এত যে তোমায় ভালোবেসেছি" কি সুন্দর করে বলতে পারা যায় ।অসাধারণ 👌👌❤😍
@bhaswarghosh_chowdhury7429 Жыл бұрын
এই অসাধারণ গানটির সঙ্গে কিছু সীমায়িত ফোটোগ্রাফ দিয়ে শ্রোতার কল্পনাশক্তিকে অনুভবকে সীমাবদ্ধ ক'রে দেওয়া হয়েছে।
@kalyanichakraborty17982 жыл бұрын
ভালোবাসা যে অফুরান, মানবেন্দ্রের গলার আন্তরিকতায়, সেটা নিকষিত- হেম রূপে চির কালীন হ'য়ে টিঁকে থাকবে।
@farzanaurmi1649 Жыл бұрын
কেনো আরও ভালোবেসে যেতে পারে না হৃদয় 😢🖤 অন্য ধর্মের একজনকে খুব পছন্দ করতাম। সবকিছু জেনেশুনে মানুষটি আমার জীবনে এসেছিলো। আমার স্বপ্নভঙ্গের কষ্টকে তার ভালোবাসা দিয়ে ভুলিয়ে রেখেছিলো। আমি যেনো আঘাত না পাই, আমার যেনো কষ্ট না হয়, আমার কিসে খুশি... 😢 এরপরেও এই গান গেয়ে শোনাতো - কেনো আরও ভালোবেসে যেতে পারে না হৃদয় ।😢 আল্লাহ এই অসাধারণ মানুষটাকে ভালো রাখুক। ভালোবাসা তার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক। ❤
@umakundu94768 ай бұрын
আপনিও ভালো থাকুন!❤
@sumansweety7861 Жыл бұрын
হেরে যাওয়া মানুষগুলো অসমাপ্ত গল্পের, কিছু বাঁচার আশা এই গান গুলির মধ্যে পাওয়া যায়। 😔😔😔😔😭
@parimalchakroborty2322 Жыл бұрын
Ta thik tobe jara jene sune here jai tader ki Gan noi
@upamamajumder51282 жыл бұрын
অনেক অনেক ভালোবেসেও যাদের তৃপ্তি হয় না তাদের জন্য এই গান
@KamalHossain-dy4xg8 ай бұрын
সত্যি সত্যি এগুলো গান না এগুলো হলো মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন
@mriduladas3023 жыл бұрын
এত সুন্দর গানের মধ্যে কত বিরহ লুকিয়ে আছে তাইতো এই গান সকলের মন জয় করতে পেরেছে মৃদুলা মিত্র
@polinadhikari63682 жыл бұрын
আহা!!কি ভাল লাগার গান!কথা, সুর আর গায়কী অসাধারণ!
@prasantachakrabarty85312 жыл бұрын
অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত প্রেমময় কথায়, শিল্পীর সুরমাধুর্যে গীত-সংগীতের আবেগে মথিত হৃদয়, শ্রোতার মননে চিরকালীন অতলুনীয় ছবি এঁকে রাখে ।
@saratdebnath5629 Жыл бұрын
Right your talk.
@dipokroy30692 жыл бұрын
কি আর বলবো, সব কিছুর শেষ আছে। কিন্তু এ ভালোর কোন শেষ নাই।
@alokedeb18522 жыл бұрын
যাঁরা এই অসাধারণ গানটি আপলোড করেছেন তাঁরা গানটির গভীরতা উপলব্ধি করতে পেরেছেন কিনা সন্দেহ আছে। দুটো জিনস্ পরা বিদেশী ছেলেমেয়ের ছবি দিয়ে গানটার মাধুর্য আদ্ধেক শেষ করে দিয়েছেন।
@purnatapufiАй бұрын
শুধু এই গানেই না, অনেক বিখ্যাত গানে ই তারা এমন করেছেন..গানের কোনকিছুর সাথে এটি মানানসই নয়
@sudipmazumder11842 жыл бұрын
Osadharon , ki abedan , darodiya moner ki aarti - this is timeless !!
@srisriradhaballavjiu361511 ай бұрын
অপূর্ব অপূর্ব। ❤❤❤❤
@nrisinghamukherji34808 ай бұрын
আমি এই কালজয়ী গানটি ওনার সামনে বসে শুনেছি ।কি অসাধারণ গাইকি ওনার ।শুনলে মন প্রান জুড়িয়ে যায় ।
@mrk719247 ай бұрын
সার্কের অনুষ্ঠানে?
@sankarsan173 жыл бұрын
চিরদিনের আধুনিকতম গান।
@NishchintaMondal3 күн бұрын
অপূর্ব! ❤গানের কথাগুলো 👌
@JinnatAra-e5q2 ай бұрын
শুধু আমার গোপন ব্যথা সবকিছুর জন্য ধন্যবাদ ✌ ইনশাআল্লাহ ✌ অভিনন্দন রহিলেন শুভ কামনায় থাকছেন 💛✌️💕🖐️
@physicsfav6638 Жыл бұрын
Ei hochchhe gan .. styi pran jurie galo... Vogoban bose achen konthe.. oshadharon
@joydeep73272 ай бұрын
শ্যামল গুপ্ত নিজের প্রেমিকার (পরবর্তীতে স্ত্রী) উদ্দেশ্যে লিখে নিজের কাছের বন্ধু মানবেন্দ্র দিয়ে গাইয়েছিলেন নিজের মনের অনূভুতি ব্যক্ত করতে। আহাঃ কি অসাধারণ প্রেম!
@easiereduca20722 жыл бұрын
শ্যামল গুপ্ত এর মনে ঠিক কত বেশি ভালোবাসা ছিলো যে এমন একটি গান লিখতে পেরেছিলেন ভাবলে বিস্মৃত হয় বারেবার ❤️❤️❤️ কত্ত খানি খাঁটি মনের মনের মানুষ যে ছিলেন তা স্পষ্ট 😌🙏🏼🙏🏼🙏🏼
@blazex33412 жыл бұрын
Apurbo.
@sonalimukherjee40192 жыл бұрын
Asadharon bhalo ai gaan ta mon chhua geylo gaan ta mon theykey bhalo basley ai gaan tader jonno. Bhalo thak bhalo basa r bhalo thak bhalo basar manush jeykhaneyi thak bhalo thak. 🙏🙏🙏🙏❤❤❤❤
@tapubarui79723 жыл бұрын
শুধু গান নয়, প্রতিটা কথা যেন কাছের মানুষের অনুপস্থিতির বার্তা।
@arhonjana305410 ай бұрын
❤
@kazihoque32893 жыл бұрын
This single song has made Manabendra immortal & ever memorable.
@sujatamojumder76362 жыл бұрын
Darundarun lagloboudinpora
@bishnupadabasu79302 жыл бұрын
হৃদয়ের গভীর থেকে গভীরতর অনুভূতি। ফাল্গুনী ভোরের আলোয় মুক্তি, ছিন্ন প্রত্যেকটি বাঁধন, ....অনুভূতি আরও তীব্রতর। ভরসা এখনও ঈশ্বরে , সৃষ্টির প্রতিটি কোনে আমার বিশ্বাস, ভালোবাসাও সবকিছু ঘিরে। .... শেষ ক্ষনেও যেন হে ঈশ্বর তোমায় বিশ্বাস থাকে,তোমায় আমি খুব ভালোবাসি। সুদর্শন।
@sharmilaroychowdhury3353 Жыл бұрын
এই কেজো যুগে কেউ কি ঠিক এরকম ভাবে বলতে পারবে "আমি এতো যে তোমায় ভালোবেসেছি "এই অন্তরের আকুলতা কোথায়
@mahamudmostafa71132 жыл бұрын
পৃথিবীর শেষ দিন ও এই গান থাকবে ।
@swapnabiswas26036 ай бұрын
Khub, khub bhalo laglo. Ashadharan.
@debashisray4204 Жыл бұрын
আমি ভাগ্যবান যে তার সামনে দাঁড়িয়ে, ( বসার সীট কিনতে পারি নি) এই গান শুনেছি । মানুষের ভালোবাসাকে সুরের মূর্ছনায় চরম মাত্রায় পৌঁছে দিয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় 😪😪😪😪।
@arunmoybanerjee87262 жыл бұрын
ছোটবেলায় এইগান শুনেছি কলেরগানে। বড় বড় মোমের রেকর্ড এ।আজ সেসব দিন অতীত।
@Er.SouravSERly2 жыл бұрын
amar thakurdar chilo koler gaan, amio bajiyechi sei swarna juger gaan sei koler gaane ..... aha jodi sei din fire petam.....aj haat baralei soooob.....eta chaini....sei kosto kore symphony, melody theke khuje niye asa record, baba r kakur sathe....din gulo boro mone pore jay....tokhn ekta record order diye niye asar modhye 1ta jetar onuvuti chilo....aaj r nei sesob....
@debashreehazra146610 ай бұрын
Osadron ❤❤❤
@dilipkumargupta.33742 жыл бұрын
🥀 অতি শ্রুতি মধুর! যা বলার অবকাশ!! রাখে না !!🥀
@mamunurrashid4161 Жыл бұрын
অপূর্ব, সুন্দর গানের শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা,
@bidhanchandradey73863 жыл бұрын
আজকেই গানটা শুনলাম আর গানটার প্রেমে পড়ে গেলাম🥀🥰
@hasihaldar72352 жыл бұрын
এতো মন ছুঁয়ে যাওয়া।গানে শিল্পীর।ছবিই খাপ খেতো।
@adisonmollick630912 күн бұрын
ভালবাসার রং বা গন্ধ কি তা জানি না বা বুঝি না। কিন্তু সত্যিই আমার হৃদয় আপনাকে গভীরভাবে ভালবেছে যা হয়তো আপনি বুঝেছেন বা বুঝতে পারেনি । কিন্তু আমিও কোনদিন আপনাকে বলিনি ও বোঝাতে চাই। এই গানের জগতে আপনই আগাকে ডুবিয়েছেন। যা আজও আপনার স্মৃতি বহন করছে। আপনার নিজের হাতের অপূর্ব লেখা গানের খাত উপহার দিয়েছেন। যদি আপনি এই গান শোনের তবে হয়তো পরবেন। কিন্তু সেই সময় আর আসবে।
@goutamsarkar7335 Жыл бұрын
নমস্কার । যখনই শুনি পুরোটাই শুনতে ভাল লাগে । তখনকার বাঙলা হিন্দি সব সৃষ্টি চিরকালের সমধুর হযেই থেকে গেল।
@sovandutta7845 Жыл бұрын
ভালোবাসতে জানলে এই গান ভালোবাসতে বাধ্য🤗
@SontosDey-tk8fv Жыл бұрын
ভালো লাগলো খুব সুন্দর একটা গান । আর সেই সাথে সুন্দর সুর।এক কথায় অসাধারণ।❤
@SupriyaBandyopadhyayvideos Жыл бұрын
ভালোবাসার মহৎ অতৃপ্তির বেদনা সুরের মূর্ছনায় বাতাসে ভেসে যায়
@shattaroy26792 ай бұрын
এই গালু যখন শুনি সেই বাল্যকালের দিনগুলি মনে পড়ে,যায় যা আর আসবেনা গানগুলু ঠিকি থাকবে। অমর হয়ে থাকবে এমন শিল্পীরা।
@javedmamun4 ай бұрын
Though I loved you with such vigor. Still, I feel as if its cipher. Why my heart can't love you more? I wonder. In your kohled eyes some mystic shadows quiver. On your lips illusion of sweet seduction flower. My vanity they fail to register. And say you are my lover. But I weep and cry in pains of my secret enclosure. Why my heart can't love you more? I wonder. You don't know dear that near your soul's strain. My vocals like wounded bird is fallen. Yet in this euphoric night you jewelled me with garland of honor. With that liquor you filled my empty life with so much vigor. But they fail to see the humilty I suffer. And proclaim that I am your lover. I only weep and cry in pains of my secret enclosure. Why my heart can't love you more? Though I loved you with such vigor. I wonder...
@bhalobeselikhibangali3667 Жыл бұрын
সেই আজ ও এক রকম। অপূর্ব
@shikhahalder12938 ай бұрын
কি যে অপূর্ব লাগছে শুনতে মোন ভরে যায়!
@sunilchandrabhowmik59577 ай бұрын
কালজয়ী গান,গোড় কলিতে ও শুনে যাচি্ছ, ধন্যবাদ।
@sunilchandrabhowmik59577 ай бұрын
সবেই যখন শেষ।
@bilkischowdhury51613 жыл бұрын
Ekhon onek boyos hoye geche tobuo suni bar bar suni. ❤️❤️❤️
@aparnabagchi77333 жыл бұрын
J valobase sei onuvutigulo onuvab kore...nice song.
@mdrezaulhaque4479 Жыл бұрын
This song is 1 of 3 toplisted songs out of entire songs in Bangla in all times.
@amarkumardas61562 жыл бұрын
কি সুন্দর ভাবে গানের মাধ্যমে ব্যক্ত করেছে ভালোবাসা । অসাধারন।
@asitavadas69263 жыл бұрын
Ei gaan judge korar khomota amar nei.. tao bolchi wonderful❤️
@NurulIslam-qi8gy3 жыл бұрын
সুন্দর একটা স্বর্ণযুগের গান,,,
@ayushmankundu30992 жыл бұрын
এই গানটি যখনই শুনি তখনই এক অজানা বিরহে নয়ন অশ্রুতে ভরে ওঠে
@asitjanaasitjana93103 жыл бұрын
আমি এত যে তোমায় ভালোবেসেছি🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏
@umachatterjee52033 жыл бұрын
Ke sunder misti gola khub valo mom vote gelo. 🙏🙏🙏👌👍🌹🌺🌸🌼🌷🙏👌👍🌻❤💐
@tapask.bhattacharyya63232 жыл бұрын
সেরা কুড়িটি গানের মধ্যে একটি।
@rifatislam5669 Жыл бұрын
কতটা সুন্দর মন হলে, এমন অনন্য অসাধারণ গান গাওয়া যায়🥀🖤
@subhrajit2608 Жыл бұрын
সত্যি এই কী গানের লাইন কি সুর কী গলা উফফ ❤️❤️
@Sanjibnaha-p2d Жыл бұрын
এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ গান
@rajada033 Жыл бұрын
Kono dino purono hobe na Jotoee mon kharap hoke gaan ta sunle sob kosto dur hoye jaye ❤❤❤❤❤❤
@mithu77002 жыл бұрын
সন্ধ্যা মুখপাধ্যায় এবং শ্যামল গুপ্তের প্রেমের দলিল এই গানটি ।
@pampaghosh86232 жыл бұрын
Ekdom thik Manobendra ji ekbar nije ei kathati bolechhilen.
@bidhanchandraray8273 жыл бұрын
Apurbo..
@chamelinath67483 жыл бұрын
Heartiest regards and pronam to sri Manobendra Mukhopadhyay .