Thanks in advance. Please leave a comment what else you would like to listen from songs of golden era (songs of 50s, 60s and 70s)
@ishratjahan46284 жыл бұрын
Hits of Manna Dey & Composed by Pulok Bondopadhoy
@9713817444 жыл бұрын
@@ishratjahan4628 Please check the below link kzbin.info/aero/PLshvasPD5yNi90Ox8FqmIfiGaC8zr2kE7 kzbin.info/aero/PLshvasPD5yNgNgKfYp9jbudU57ZPjxwRe If you have already subscribed you will get notified.
@arivaspharma57043 жыл бұрын
@@971381744 a
@suvendumondal91992 жыл бұрын
Osons.sona.tumi..ai..biraher.gan.suncho.
@shibnathbasak2106 Жыл бұрын
@@ishratjahan4628 f
@pranabsarkar80843 жыл бұрын
এটি গান নয়। ব্যাথিত হৃদয়ের থেকে বিন্দু বিন্দু কান্না ঝরে জীবন কে শীতল করছে।
@mizanurrahman25366 ай бұрын
আহা ! কী সুন্দর প্রাণ শীতল করা কমেন্ট ।
@nitaidutta596 ай бұрын
Sheetal hochhena go❤mon
@Baburam-Mondal4 ай бұрын
❤
@utpalmukherjee98353 жыл бұрын
Ki আশ্চর্য childhood din থেকে শুনে এসে আজও একই অনুভুতি হয়, কালোত্তীর্ণ সঙ্গীত।
@greenbutterflygarden98193 жыл бұрын
দীর্ঘজীবি হন।
@helaluddinbhuiyan10033 жыл бұрын
আর আসবে না হাজার যুগেও এমন শিল্পী?কন্ঠ শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়! হেলাল উদ্দিন ভূঁইয়া 💕💕
@udaynarayanmandal23223 жыл бұрын
একেবারে যথার্থই বলেছেন 👍
@techsadhna5445 Жыл бұрын
One and only Manna De.....eto jatno kore protiti shobdo ar keu gaibe na..
@duttatutorialhome449010 ай бұрын
শুধু এটুকু বলতে পারি, আবারও জন্ম নিক সেই মান্নাদে।
@TipuNag-vo4tf6 ай бұрын
ভালো বাসার কথা গুলো কত মার্জিত রুচি সম্মত কত সুন্দর কত ভদ্রতা ভালো বাসায়।। যেনো সেই আবার মন তার কাছে ছুটে যায়।।।
@ShahnazShilpi3 жыл бұрын
এসব গান আর শিল্পী মান্না দের গান কখনোই পুরনো হবেনা। গানের কথা আর সুর অসাধারণ সুন্দর। হৃদয় ছুঁয়ে যায় এসব গানে........
@maliniganguly61193 жыл бұрын
আমি ছোট্ট বেলা থেকেই ভাবতাম মান্না দে যেদিন থাকবেন না আমি ও আর থাকবোনা, কিন্তু কোথায় আমি তো এখনো আছি মরে তো যাইনি?? শুধু দুচোখে জল বোয়ে চোলেছি।
@udaynarayanmandal23223 жыл бұрын
👌👌👌👌
@mohsinali-gw2jo Жыл бұрын
অপরুপ অনুভবের অভিব্যক্তি আপনার ।এভাবে বলতে হয়না।
@MdIbrahim-xk6ez Жыл бұрын
আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী,, উনি উনার গানের মধ্য দিয়েই আমাদের মাঝে বেঁচে আছেন বেঁচে থাকবেন, চিরকাল।
@bandanaentertainment1291 Жыл бұрын
এত সুন্দর অভিব্যক্তি! অশ্রুসিক্ত আমি
@khtihan1127 Жыл бұрын
😂😂😂😂😂😂
@sibaprasadpradhan57653 жыл бұрын
অসাধারণ গানের কথা, অসাধারণ তার সুর, আর তেমনি কণ্ঠস্বর! মান্না দের একান্ত ফ্যান হলেও সঙ্গে প্রণব রায়কেও অসংখ্য ধন্যবাদ।
@ritade5503 жыл бұрын
এই গানটা হলো হৃদয়ের অন্তস্থল থেকে উৎসারিত জীবনের গান। এমন গান শুধু মান্না দের পক্ষেই গাওয়া সম্ভব
@udaynarayanmandal23223 жыл бұрын
অবশ্যই 👌👌
@featherguesthouse9330 Жыл бұрын
অনবদ্য সুর... এমনটাও সম্ভব ?? আশ্চর্য হয়ে যাই
@mizanurrahman25366 ай бұрын
মান্না দে গাইলেই হবে না, তৃষিত প্রেমিক হৃদয় ছাড়া এ গানের স্বাদ আস্বাদন করতে পারবে না ।
@lailunnaharshamoli60433 жыл бұрын
ছেলেবেলা থেকে যার গান শুনে এতটা পথ এসেছি আজও একই অনুভূতি অনুভব করছি ।
@valkihighschool5222 жыл бұрын
আমি বারে বারে শুধু আঘাত খেয়েগেলাম।একটুকরো ভালবাসা পেলাম না। শুধুই হাহাকার জীবন।অফুরন্ত ঢেউয়ের মাঝে আমি হারিয়ে যায়।অসাধারন যার কোন তুলনা হয় না । যারা শুনছেন সবাইকে ধন্যবাদ।
@mizanurrahman25366 ай бұрын
কঠিন আঘাত পেলেই কেবল প্রকৃত প্রেমের স্বাদ আস্বাদন করা যায় ।
@bimolsaha7403 Жыл бұрын
আমি সাগরের ভেলা তুমি দূরন্ত ঢেউ, গীতিকার প্রণব রায় ও সুরকার মান্না বাবুর অসাধারণ কণ্ঠের মাধুর্য দিয়ে চমৎকার এ গানটি যত শুনি ততই মুগ্ধ হই।।।।।
@shampahalder629 Жыл бұрын
এখনকার সময়ের দুই একটা গান যদিও বা ভাল লাগে,আর সেটা ভাললাগা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কিন্তু এই গানগুলো অন্তরের অন্তঃস্থল স্পর্স করে যায়। কি বিস্ময়কর অনুভূতি,যা এখনকার খুব কম সংখ্যক মানুষই অনুভব করতে পারে।
@ghoshbk122 жыл бұрын
ক্ষণজন্মা শিল্পীর আবেগ জড়ানো কন্ঠস্বর, পরিশীলিত কথা ও সুর, বাদ্যযন্ত্রে পরিমিত ব্যবহারে অনবদ্য এক কালজয়ী সৃষ্টি।
@khanniloy93613 жыл бұрын
স্বর্গের বাগানে যে গান গুলো শুনতে পাওয়া যাবে এই গানটি তার মধ্যে অন্যতম।
@parthapratimdas45303 жыл бұрын
সব অনুভূতিগুলোকে একটা বাক্যে প্রকাশ করেছেন। ধন্যবাদ।
@bholasirdar64533 жыл бұрын
Anabadya comment
@ujjwalmondal77333 жыл бұрын
গানটির সাথে খুবই মানানসই আপনার মন্তব্য।
@MDSumon-il5mf3 жыл бұрын
আপনিতো স্বর্গের সুখ পেয়েগেছেন।
@pabitrachatterjee76663 жыл бұрын
অদ্ভুত ভাবে প্রকাশ করেছেন,খুব ভালো লাগলো।
@chiranjitbhadra99806 ай бұрын
এমন কথা, সুর এ এক বিস্ময়, মান্না দের বিরহের গানগুলি মানুষ চিরকাল মনে রাখবে।
@najimtalukder8433 Жыл бұрын
" তুমি কেমন করে গান কর হে গুণী আমি অবাক হয়ে শুনি কেবল শুনি "
@kalyanbanerjee436511 ай бұрын
This song was recorded in 1958 It is my belief that Bengalee listeners will hear this immortal song for next 50 years from this year
@babylahiri41355 ай бұрын
কি অসাধারণ গান।এই জনমে আর তো তাঁকে দেখতে পাবো না,তবে চিরকাল মনে রাখবো।তাঁকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই।
@dipakchatterjee4917 Жыл бұрын
সুন্দর এই প্রয়াস ।সুর আর কথার এই মেলবন্ধন,এর মধ্যেই মানব জীবনের স্বর্গ রচনা।
@somrikmitra43793 жыл бұрын
মান্না দে মহাশয় একজন সুরকার হিসেবেও যে কতখানি ব্যতিক্রমী ছিলেন এই গানটিও তার একটা নমুনা। জানিনা সুরকার মান্না দে যে কেনো এত কম আলোচিত।
@bhaskarbose98562 жыл бұрын
গায়ক মান্নাদে অনেক বেশি এক্সপোসড। সুরকার মান্নাদে কম আর গায়ক মান্নাদে বেশি এরকম ব্যাপারটা নয়। হেমন্ত মুখার্জির ক্ষেত্রেও একই বিশেষণ প্রযোজ্য।এনারা বা এনাদের গান বা সুর সবই ঈশ্বরের দান। এনারা সব ঈশ্বরের বরপুত্র।
@Rainbow_6009 ай бұрын
প্রেমের কি অপরিসীম মহিমা, তা এই গান না শুনলে বোঝা যায় না।❤❤❤
@anuragmukherjee76192 жыл бұрын
I am totally speechless after listening this song!!! No words only emotions!!! My entire soul got mesmerized after listening this song. I listened this song repeatedly for a number of times without getting tired or bored.
@satchidanandamitra7190 Жыл бұрын
You the great lover of Manna Dey like me very nice explanation❤
এই ধরনের সুর সৃষ্টি অসাধারণ classical background ছাড়া অসম্ভব ।
@pronabbiswas18852 жыл бұрын
যদি বলি অপূর্ব! তাতে কত টুকু অন্তরের অন্তস্তল থেকে বেরিয়ে আসে। ভাষায় করা যায়না।
@user-fx6fq5fb5q3 жыл бұрын
অপূর্ব সুন্দর একটি গান মনের মতো কিছুই বলার অবশিষ্ট থাকে না নীরবে সুনেই যাই আর ভাবি কি অপূর্ব সৃষ্টি ……
@adhirkumarsil9302 жыл бұрын
হে মান্না দে -- তুমি আর একবার ফিরে এসো। তোমার তুলনা শুধু তুমিই। আশায় রইলাম।
@braveheart25303 жыл бұрын
সুরকার মান্না দে ও আমাকে অবাক করে...... কী সব সুর দিয়েছেন......🙏......
@AshokeKBasu3 жыл бұрын
কি অপূর্ব! কি মধুময়! হৃদয়ের অন্তরস্থল শান্তিতে ভরে যায়।।
@nimaimishra61122 жыл бұрын
এমন গান,এই শিল্পী , গানের কথাগুলো আর এইভাবে শুনতে পাই না। জানিনা এসব ফিরে আসবে কি না?
@হারিয়েযাওয়াসেইগানেরকলি Жыл бұрын
এতো সুন্দর সুর করেছেন যা শুনলে মনের সব ব্যথা ভালো হয়ে যায়। ধন্য
@aratrikarosy87282 жыл бұрын
শ্রদ্ধেয় মান্না দে ছাড়া কেউ এই গানটি এমন আকুতি নিয়ে গাইতে পারতেন না। ' গান তো নয় যেন হু হু হাহাকারের ঝোড়ো হাওয়া --- সুরে সুরে এমন কাঁদন কাঁদতে জানেন কয়জনা !💚
@prodoshsen3 жыл бұрын
Golden voice and immaculate style of Manna Dey combined with beautiful lyrics...the result is such a masterpiece
@marufelahi33163 ай бұрын
মান্না দে বিধাতার এক অপূর্ব সৃষ্টি
@anupkumarkundu85183 жыл бұрын
Onoboddo Pranob Roy songe Manna Dey'r apurba sur o gayaki.
@sudhansusekharaditya48493 жыл бұрын
মনে হয় যেন কোন বিরহী হৃদয় কেঁদে ওঠে
@mdbadrudozza3013 жыл бұрын
অমর সঙ্গীত, এখানে বয়স,কাল, সময়ের কোন দখল নেই।
@mr.ujwalbanerjee76113 жыл бұрын
Ekebare sathik kotha।
@tech-non-techstudy90993 жыл бұрын
Ki gan sunlam!!! Outstanding
@teernabasu50853 жыл бұрын
পুরানো দিনের কথা পড়ে মনটা উদাস হয়ে যায়।
@teernabasu50853 жыл бұрын
*মনে পড়ে
@rituparnadattaroy45283 жыл бұрын
Oti priyo ekti gaan abar shonano r jomno onek dhonnobad!
@tareqkhan-cv3cq7 ай бұрын
বাংলা গানের পুরুষ শিল্পীদের মধ্যে কিংবদন্তি মান্না দে আমার সবচেয়ে প্রিয়। ❤️❤️❤️❤️
@realradhe8372 Жыл бұрын
মান্না দের গাওয়া আমার সবচেয়ে প্রিয় গান এটি।
@naim.alamgir3 жыл бұрын
Another of Manna Dey's masterpiece, the lyrics and the beautiful song really stirs the heart!!
@mdrahamat21613 жыл бұрын
এই গানটা যতোই শুনি ততোবারই যেন তীর এসে বুকে বিধে।মান্নাদে সত্যি গ্রেট।
@debajyotibhattacharya40362 жыл бұрын
বাংলার সঙ্গীতের বিরহ প্রেম পর্যায় গানের ভগবান। কতবার যে শুনেছি আর আজ ও শুনছি ।
গানটির শ্রেষ্ঠ লাইন। ঈশ্বরের সরাসরি আশীর্বাদ ও প্ররোচনা না থাকলে এই ভাষা কলম দিয়ে বের হবে না।
@asimkumarsarkar83853 жыл бұрын
সেই কোন ছোটবেলা থেকে শুনছি, এখনও ভাল লাগে!
@durjoyde1521 Жыл бұрын
আহা কী মধুর মায়াভরা কন্ঠস্বর ❤
@soumenmukherjee755 Жыл бұрын
সেই ছোটবেলা থেকে এই সব গান শুনে বড় হয়েছি।মান্না বাবুর প্রায় সব গানই মুখস্থ। অসাধারণ এক প্রতিভার মালিক ছিলেন তিনি।
@tarapati66376 ай бұрын
Eternal and timeless song and lyrics.
@nepalbhatta69323 жыл бұрын
Mannada will never come back but we will remember him with our daily routine life we can't forget him. With love and regards from Northeast
@tarundutta67156 ай бұрын
সুরকার মান্না দে,এক কথায় অসাধারণ।
@swarupanandasupakar43469 ай бұрын
কি অসাধারণ গায়কী। ঈশ্বরীয়।
@sumitadey78053 жыл бұрын
Manna dar voice really touches my heart he is still alive through his melodias voice my heartiest pranms to his divine soul
@uzzaldas23213 ай бұрын
আহা! কথা গুলো কতই না সুন্দর। ❤
@kalyanichakraborty17982 жыл бұрын
চিরকালের বিরহ-বার্তা, না বলা বাণীর অন্ত রালে প্রচ্ছন্ন অপেক্ষায় , নিঙরানো অভিব্যক্তি মান্না দের কণ্ঠেই তার সর্বোত্তম প্রকাশ!
@astridmukta8483 жыл бұрын
Amazing Manna Dey & Pranab Roy.
@valkihighschool5222 жыл бұрын
একজন গায়ক সুরকার। যেটা আল্লাহ প্রদত্ত অনুদান। সারাবিশ্ব মন মাতান কন্ঠ।সবার শ্রদ্ধা ভাজন শিল্পী। সবার হ্রদয়ে থাকবে সেটা আমাদের সবার প্রিয়দাদা মান্নাদে।আমার জীবন এর সাথে মিলে যায়।
@saswatabanerjee24852 жыл бұрын
God,s own voice, unparalleled and splendid no comments will suffice the untouched quality of singer
@ashisgolder59253 жыл бұрын
হায়রে কথা হায়রে সুর আর কি হবে!! কোথায় পাবো.....!
@debasisgain74933 жыл бұрын
মানুষ যতদিন গান শুনবে এই গান ততদিন অমর থাকবে
@taniadalaipal77013 жыл бұрын
Koto j valolage bolar bhasha nei ❤️❤️
@valkihighschool5225 ай бұрын
আমার জীবন থেকে উঠে গেছে শান্তি। যাকে নিয়ে আশাবাদী তাকে পাওয়া যায় নাই। কিন্তু সেই তো শুখে নাই। গান গুলো শুনলে আমার জীবন টা ম্লান হয়ে গভীর জংগলে চলে যায়।
@nandalalhaldar69528 ай бұрын
Extraordinary Singer.Gift of GOD .
@badaldey57083 жыл бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ সুন্দর 💞💞💞💞💞💞💞
@somabiswas86502 жыл бұрын
Aha... Ki gaan.... Radio chaliye Ma sunto.... Kotodiner kotha....
@sutapabhattacharyya73263 ай бұрын
ভাষা নেই কিছু বলার। 🙏🌹♥️
@dilipsarkar78862 жыл бұрын
অসাধারণ। এমন কথা এমন সুর এমন গায়কী আর আমরা পাবো কি না জানি না।।
@rupsanetcom1933 жыл бұрын
কথা, সুর, গায়কীর ত্রিবেণী সঙ্গম! কিন্তু কেনো যেনো মনে হয় মান্না দের সুর নিয়ে মানে সুরকার মান্না দে কেনো যে এত কম আলোচিত কি জানি, বিশেষ করে যে গান গুলি উনি নিজেই গেয়েছেন। যেমন এই গান টির কথা অসাধারণ কিন্তু সুর যে মান্না বাবুর নিজেরই অবিশ্বাস্য লাগে,এর সুরের বৈচিত্র্য নিয়েই তো পাতার পর পাতা লেখা যায়,কি অমোঘ সুর!গায়ক মান্না দে অনেক ক্ষেত্রেই সুরকার মান্না দে কে একটু কি অবিচার করেছে? কি জানি
@somrikmitra43793 жыл бұрын
যথার্থই বলেছেন আপনি।
@dewdrops59693 жыл бұрын
দিলেন তো মাথায় নতুন চিন্তা ঢুকিয়ে? না, গায়ক মান্না দে কে রাজত্ব করতে দিন।
@subhenduroychowdhury94233 жыл бұрын
Ar akta katha, Manna babur gaaner lyrics gulo akebare alada... Ato govir lyrics Bangla gaan e ar haeni
@AMITAVA1112 жыл бұрын
একদম ঠিক বলেছেন। গায়ক মান্নাদে সুরকার মান্না দের উপর অবিচার করেছেন।
@amzadshekh33702 жыл бұрын
You are absolutely right....from kingdom of spain 🇪🇦
@kumareshmondal6514 Жыл бұрын
কন্ঠ নয় এ যেন অমৃত। কী আর বলব ভাষা খুঁজে পাচ্ছিনা।
@atanurakshit66842 жыл бұрын
অসাধারণ।
@AnimaHaldar-vq8mfКүн бұрын
khub sunder monta.vora joy
@bijonkumarsil4127 күн бұрын
এতো গান নয়, যেন প্রানের আর্তনাদ।
@polinadhikari60444 ай бұрын
প্রিয় শিল্পীর প্রিয় গান ❤
@americateprosanta3 жыл бұрын
এখনও শুনলে মনে সেই ছোটবেলার স্মৃতি জেগে আসে। আজও মনের স্বাদ মেটেনা।
@erd95662 жыл бұрын
Heart touching.Mind blowing.
@greenbutterflygarden98194 жыл бұрын
মম তৃষিত অন্তর ব্যাথা কে পূনরায় অনুভব করলাম।
@adisonmollick6309 Жыл бұрын
সত্যিই তুমি প্রিয় মান্নাদে বারে বারে আমারে তোমার গান দিয়ে আঘাত করিয়ে যাও। আর সেই আঘাত এতই মধুর যে তোমাকে না শুনলে আমি পাগল হয়ে যায়। তাইতো সেই ১৯৮২ হতে আজও এখন রাত ১:৩৯ তোমার ডাক শুনতে পায়। তোমার কোন গান বাদ দিয়ে কোন গান শুনব?
@badaldey57083 жыл бұрын
অসাধারণ সুন্দর ❤️
@ShakhaNirvana7 ай бұрын
ভয়ঙ্কর সুন্দর।
@pijushray68753 жыл бұрын
অনেক সুন্দর একটা গান শুনে মনে অনেক ভালো লাগে
@RezaulHaque-yv5to9 ай бұрын
এ তো গান নয় বেদনা বিধুর কান্না।
@abirsikder79392 жыл бұрын
এটা কি সুনলাম ❤️❤️❤️
@tusharkananandi4173 жыл бұрын
অমর সংগীত !!!
@ashokchakravarty24378 ай бұрын
Very nice
@ChaitanoRay-y6h3 ай бұрын
যতবার শুনি কেন জানি মন ভরেনা।
@sangitabhattacharya86203 жыл бұрын
Excellent
@sankarprasadpain8277 Жыл бұрын
Soul touching song.
@ganeshnandi49273 жыл бұрын
Really. A. Heart breaking song forever
@mohammedferdous86493 жыл бұрын
Absolutely unparalleled
@abuhossaingazi4433 жыл бұрын
কথাগুলো মুগ্ধ করে
@milonss272 жыл бұрын
অসাধারণ!
@AsifKhan-bq7wf9 ай бұрын
সত্যি কথা বলতে তার গান ছারা আমার জীবন কল্পনা করতে পারিনা
@jharnabhattcharyya63653 жыл бұрын
অতুলনীয়
@rabisankarukil56857 ай бұрын
মান্না দের গাওয়া সব গান আমার ভালো লাগে। ওনার কোনও গানে খারাপ কিছু খুঁজে পাইনি।