চাঁদের আশায় নিভায়েছিলাম যে দীপ আপন হাতে চাঁদের আশায় নিভায়েছিলাম যে দীপ আপন হাতে অন্ধ পরাণ খুঁজিছে তাহারে অন্ধ পরাণ খুঁজিছে তাহারে জীবনের আঙিনাতে চাঁদের আশায় নিভায়েছিলাম আজিকে নয়ন যেদিকে ফিরাই আঁধার কহিছে নাই পথ নাই পথ নাই আলেয়ার আলো করে পরিহাস আলেয়ার আলো করে পরিহাস আলোকের ছলনাতে চাঁদের আশায় নিভায়েছিলাম বুকের গহনে লুকাইয়া কাঁদে বেদনা মৌণব্রতী পরাণ যখন আমারে শুধায় পরাণ যখন আমারে শুধায় কি হয়েছে তোর ক্ষতি কোনোদিন সাথী ছিল আঁখি ধার তাহার সময় নাহি আজি আর নাহি আজি আর নয়নে আগুন জ্বালাইয়া তাই নয়নে আগুন জ্বালাইয়া তাই কাঁদিব প্রাণের সাথে চাঁদের আশায় নিভায়েছিলাম যে দীপ আপন হাতে অন্ধ পরাণ খুঁজিছে তাহারে অন্ধ পরাণ খুঁজিছে তাহারে জীবনের আঙিনাতে চাঁদের আশায় নিভায়েছিলাম
@KrishnaDas-mt3bf Жыл бұрын
এ সৃষ্টি আর কখনো হবে কি? শিল্পী, সুরকার ও গীতিকার হয়তো বহু জনম পরে পৃথিবীতে ফিরে আসবেন। সে দিন হয়তো এই গান শোনার জন্য আমরাও ফিরে আসবো।
@mrinalchatterjee59229 ай бұрын
একদম
@apandatta22788 ай бұрын
ধ@ল@@mrinalchatterjee5922
@gnghosh1889 Жыл бұрын
মান্না বাবুর বহু গান বহু অনুষ্ঠানে শুনেছি। অনুষ্ঠানে উনি একেবারে শান্ত ,সুন্দর পরিবেশ পছন্দ করতেন। যে অনুষ্ঠানে শান্ত পরিবেশ বজায় থাকতো ঐ অনুষ্ঠানে উনি দর্শক - শ্রোতাদের খুবই প্রশংসা করতেন ওনার কণ্ঠে গীত গানগুলির ধৈর্য ধরে শোনার জন্য। একবার একটি ঘটনা ঘটে 1978 সালে।উনি গান গাওয়ার সময় দর্শকরা ভীষণভাবে নিজেদের ভিতর অনবরত চিৎকার,চেচামেচি শুরু করছিলো। তা দেখে উনি ভীষণ ভাবে রাগান্নিত হলেন। এবং বললেন এই ভাবে গন্ডগোল হলে উনি অনুষ্ঠান ছেড়ে চলে যাবেন। ওনার এই কথায় দর্শকবৃন্দ শান্ত হলো ।মান্নাবাবু একের পর একটি গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নিলেন। এই ভাবে উনি পাক্কা দুঘন্টা বাংলা ও হিন্দি গান পরিবেশন করলেন। তখন উপলব্ধি করেছিলাম উনি খুব রাশ ভারী ব্যক্তি যিনি কিনা সংগীত পরিবেশনে এই ধরনের বেল্লেল্পনা পছন্দ করেন না।উনি একজন বড় সংগীত সাধক ছিলেন।সঙ্গীতের প্রতি নিষ্টা, ভালোবাসা ,শ্রদ্ধা,আবেগ ,মাধুর্য্য,মিষ্টতা ,কোমলতায় পরিপূর্ণ এক অনন্যসাধারণ প্রতিভায় উনি কিংবদন্তী শিল্পী হয়ে চিরকালের জন্য বিরাজমান।
@abbasuddinsyed34018 ай бұрын
সত্যিই একটি অসাধারণ সৃষ্টি যতদিন বাঙ্গালী জাতি টিকে থাকবে,এই কথা ও সুর ভুলতে পারবে না
@lita770833 жыл бұрын
এই গান গুলি শুনলে অতীতে চলে যাই ?? মনে পড়ে হারানো মানুষগুলোকে ??? আর তো কোন দিন ফিরে আসবেনা শত কাদিলেও 😩😩😩
@johir0012 ай бұрын
বাহ্। যতবার শুনি ততবারই ভাল লাগে।
@ritade5503 жыл бұрын
এই গানটা মান্না দে 1980 সালে বাটানগরে একটি গানের জলসায় গেয়েছিলেন। আমি ঐ অনুষ্ঠানেই প্রথম মান্না দে কে দেখেছিলাম। মনে আছে এই গানটা যখন উনি গাইছিলেন তখন সমস্ত পরিবেশটা ছিল pin drop silence। মান্না দে এই গানটা গাওয়ার পর আমাদের বাটানগরের সেদিনের উপস্থিত সব শ্রোতা দের খুব প্রশংসা করে বলেছিলেন যে আপনারা যে এমন একটি গান খুব মনোযোগ দিয়ে শুনলেন তাতে আমি ভীষণ খুশি হয়েছি।
@moksudahalim55962 жыл бұрын
আমি ১৯৫৮ সালে এই গানটা খুব গাইতাম, ভালো হোক বা নাইই হোক !
@ranjanhalder85382 жыл бұрын
আপনি ভাগ্যবান যে ভগবান কে সামনে থেকে দেখেছেন।আমি দর্শন পেলে চোখের জল দিয়ে তার পা ধুয়ে দিতাম।
@gopalmallick1592 жыл бұрын
ওই গানটির লাইভ রেকর্ডিং কি আছে আপনার কাছে থাকলে আপলোড করুন না🙏।
@sunilchoudhury31512 ай бұрын
যখন এন্টনী ফিরিঙ্গী সিনেমাটি এলো 1969 সালের আশেপাশে সেইসময় মান্না দের বাজার তুঙ্গে। ওই বইটি আমাদের এখানে মানসী সিনেমা হলে এসেছিল। তিনদিন আগেই অগ্রিম টিকিট শেষ লাইন দিলাম 0,65 পয়সার কাউন্টারে প্রথম দিন নাইট শো তে। পাক্কা দুইঘন্টা বিধ্বস্ত হয়ে একটি প্রায় আকাশের চাঁদ হাতে পেলাম। বইটি গানে গানে ছয়লাপ প্রতিটি গানই অসাধারন। তার পরেই এক জলসায় দেখলাম রাত্রি প্রায় একটার সময় তিনি এলেন, দেখলেন, সবার মন জয় করে চলে গেলেন। প্রথম গান একটি ভজন, দ্বিতীয় গান আমি যামিনী তুমি শশী হে। নিস্তব্ধ অতো বড় প্রাঙ্গণ। সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায় ও ছিলেন। পরে আরও দুবার কলকাতায় দেখেছি।
@helaluddinbhuiyan10033 жыл бұрын
চাঁদের আশায় নিভিয়ে ছিলাম যে দ্বীপ আপন হাতে! কি ভাবে সম্ভব এমন গান লিখা? বুঝতে পারছি না! হেলাল উদ্দিন ভূঁইয়া 💕💕
@joymukherjee6582 жыл бұрын
deep mane eakhane prodeep
@biplabsarkar44444 жыл бұрын
এত দরদী কন্ঠ আর হবে না। কাঁদতেও আনন্দ।
@udaynarayanmandal23223 жыл бұрын
👌👌
@suprabhatdas128 Жыл бұрын
না পাওয়ার দুঃখের ক্ষত থেকে রক্ত ক্ষরনে ওস্তাদ মহান শিল্পী মান্না দে।
@sunilchoudhury3151 Жыл бұрын
আজ হঠাৎ এই গানটি শোনার খুবই ইচ্ছা হলো অনেকের এই গানটি শোনার ফাঁকে অরিজিন্যাল টি শোনার ইচ্ছা হলো।সবাই গেয়েছেন বেশ ভালো কিন্তু যাঁর গান সেতো অসাধারন কোন তুলনাই হয় না।
@alpanamukherjee41213 ай бұрын
অসাধারণ এক কথায় চমৎকার
@amitghosh42253 жыл бұрын
I didn't understand the inner meanings of the song when I was young. At 70 it is very much heart touching. Melancaly.
@sibaprasadpradhan57653 жыл бұрын
আলেয়ার আলো করে পরিহাস আলোকের ছলনাতে।******নয়নে আগুন জ্বালাইয়া তাই কাঁদিব প্রাণের সাথে। গানের প্রতিটা কথাই কী মর্মস্পর্শী। শিল্পী আজ সশরীরে নেই, কিন্তু গানের মাধ্যমে আমরা তাঁকে আমাদের অন্তরে খুঁজে পাই। ধন্য গীতিকার, ধন্য শিল্পী।
@rebachoudhury570Ай бұрын
আমার খুব প্রিয় শিল্পী মান্না দের কন্ঠে বহ গান শুনেছি কিন্তু এই গানটি শুনতে শুনতে মনটা কেমন ভারাক্রান্ত হয়ে গেলো সত্যি আমরা অনেক কিছুই আশা করি কিন্তু সবকিছু কি আমরা পাই আমার প্রিয় শিল্পী কে অনেক প্রনাম জানাই 🙏🙏
@alpanamukherjee4121 Жыл бұрын
অসাধারণ খুব সুন্দর একটা গান❤❤
@rinabiswas92344 ай бұрын
জীবনের আনন্দ ,দুঃখ প্রেম বিরহ মিলন বিষন্নতার অমোঘ অভিব্যক্তির সুন্দর প্রকাশ এই গান।
@alpanamukherjee41213 ай бұрын
গানটি যতবার শুনি ততবারই শুনতে খুবই ভালো লাগে
@alpanamukherjee4121 Жыл бұрын
অপূর্ব খুব সুন্দর একটা গান শুনিয়ে মন জুড়িয়ে যায় 1:19
@alpanamukherjee4121 Жыл бұрын
বহু বছরের পুরনো গান তবুও বারবার শুনতে খুবই ভালো লাগে
@alpanamukherjee4121 Жыл бұрын
মন প্রাণ ভরিয়া শুনিতেছি গান ❤❤
@amitavaghosh45826 жыл бұрын
Wonderful creation and performance, no language is enough for any Manna's song
@tapatibiswas56603 жыл бұрын
Oh8/8
@shahinurhossain5312 жыл бұрын
মান্নাদের গান গাওয়ার ধরনটা সত্যি অসাধারণ ওনার গান গাওয়া খুবই কঠিন
@tapansarkar90683 ай бұрын
অপূর্ব...
@alpanamukherjee4121 Жыл бұрын
অসাধারণ অপূর্ব অতুলনীয় একটি গান
@alpanamukherjee4121 Жыл бұрын
সর্বকালের সেরা শিল্পীর গাওয়া সেরা একটি মিষ্টি গান
@sugatasengupta50435 жыл бұрын
Tears flow out of eyes everytime I listen to this incomparable composition
@hollong523 жыл бұрын
মন জুড়িয়ে গেল। অপূর্ব।
@adisonmollick63099 ай бұрын
আমি যখন প্রিয় শিল্পীর গান শুনি তখন হৃদয় আমার নবীন হয়ে যায় মনে হয় আমি যেন মানুষের মধ্যে একজন খুব সাদামনের মানুষ হতে পারি যেন কোন কলুষতা আমাকে আর স্পর্শ না করে।
@alpanamukherjee41212 жыл бұрын
অপূর্ব দারুন খুব সুন্দর গান গান শুনে মন ভরে যায়
@alpanamukherjee4121 Жыл бұрын
অসাধারণ একটি গান শুনলে মন প্রাণ জুড়িয়ে যায়
@alpanamukherjee4121 Жыл бұрын
Apurva wonderful song ❤❤
@alpanamukherjee4121 Жыл бұрын
One of my best song 👍👍🙏🙏❤️❤️👍👍👍
@alpanamukherjee4121 Жыл бұрын
যুগ যুগ ধরে গানগুলি অমর হয়ে থাকবে চিরকাল
@rubakhan75445 жыл бұрын
কোনদিন সাথী ছিল আঁখিধার তাহারও সময় নাহি আজি আর নয়নে আগুন জ্বালাইয়া তাই কাঁদিবো প্রাণের সাথে.... 😢
@mhrezwanul20133 жыл бұрын
এত সুন্দর কথাগুলো কিভাবে সাজালেন গীতিকার
@goutomchatterjee16055 жыл бұрын
Manna Babu is still with us, with all his recorded songs.
@alpanamukherjee4121 Жыл бұрын
One of my best singer 🙏🙏
@alpanamukherjee4121 Жыл бұрын
যুগ যুগ ধরে এই গানগুলি বেঁচে থাকবে চিরকাল
@alpanamukherjee41213 ай бұрын
Song of golden voice 🙏🏻🙏🏻🌹🌹
@alpanamukherjee4121 Жыл бұрын
আমার পছন্দের গান গুলির মধ্যে এই গানটি আমায় খুব খুব প্রিয় একটি গান
@saikatbhattacharjee57562 жыл бұрын
আমার অত্যন্ত প্রিয় গানগুলোর মধ্যে একটি গান। অশেষ ধন্যবাদ আপনাকে।
@pronobpodder43133 жыл бұрын
মনটা ভরে যায় 🇧🇩🇧🇩🇧🇩
@alpanamukherjee4121 Жыл бұрын
স্বর্ণযুগের শিল্পীদের গাওয়া গানগুলি আজও আমাদের মুগ্ধ করে
@akteralam99911 ай бұрын
গানটি শুনে নিজেকে যেন হাড়িয়ে ফেলি!
@alpanamukherjee4121 Жыл бұрын
সারা জীবন গানটি শুনিয়ে গেলেও কিছুতেই আশা মিটবে না
@alpanamukherjee41213 ай бұрын
Old is gold so nice song ❤❤
@alpanamukherjee4121 Жыл бұрын
মান্না দে আমার খুব প্রিয় একজন শিল্পী এবং উনার গাওয়া গানগুলি আমার খুব খুব প্রিয় গান
@gopalkundu73864 жыл бұрын
An exclusive emotional song which touch every unsuccessful love 's person's heart.
@MonnuMonnu-f7e11 ай бұрын
অসাধারণ
@alpanamukherjee4121 Жыл бұрын
অসাধারণ একটি গান গান শুনলে মন জুড়িয়ে যায়
@alpanamukherjee4121 Жыл бұрын
Apurbo very very nice song
@alpanamukherjee4121 Жыл бұрын
হাজার বার গানটি শুনলে ও এতোটুকু শোনার আগ্রহ কমে না
@alpanamukherjee4121 Жыл бұрын
Apoorva very very so sweet song
@parimalchakroborty2322 Жыл бұрын
♥️♥️♥️
@alpanamukherjee41213 ай бұрын
Beautiful song ❤❤
@alpanamukherjee41212 жыл бұрын
অপূর্ব সুন্দর সুন্দর গান মন ছুয়ে যায়
@debashishsarkar7613 Жыл бұрын
How many times I heard this song, I can't count But surprisingly it never sounds old.
@alpanamukherjee4121 Жыл бұрын
এত সুন্দর একটি গান শুনি মন জুড়িয়ে যায়
@alpanamukherjee4121 Жыл бұрын
অসাধারণ গানের কথাগুলি গান শুনে মন জুড়িয়ে যায়
@alpanamukherjee41212 ай бұрын
স্বর্ণযুগের গানগুলি কোন তুলনায় হয়না
@alpanamukherjee41213 ай бұрын
Best of manna Dey, 👍👍🙏🙏🌹🌹
@alpanamukherjee4121 Жыл бұрын
He is my favourite singer 🙏🙏
@pirategaming1320 Жыл бұрын
Great of all Times
@alpanamukherjee41213 ай бұрын
Wonderful ❤❤
@gautamtarafder7163 жыл бұрын
Soulful expression of grief & repentance for past mistakes.
@suprabhatdas128 Жыл бұрын
প্রতিটি শব্দ যেন রক্ত ক্ষরণ করায়।
@alpanamukherjee41212 ай бұрын
One of my best song ❤❤
@alpanamukherjee4121 Жыл бұрын
সঙ্গীত জগতে মান্না দে অমর হয়ে থাকবেন চিরকাল 🙏🙏
@alpanamukherjee4121 Жыл бұрын
The great manna Dey 🙏🙏
@alpanamukherjee4121 Жыл бұрын
All time greatest manna Dey song ❤❤
@sibanandagoswami79263 жыл бұрын
Best presentation among all of his modern songs recorded
@alpanamukherjee41212 жыл бұрын
অসাধারণ অপূর্ব অসম্ভব সুন্দর গান
@sanjeebkumarroy73114 жыл бұрын
এমন গান আর কোনদিন হবে না।
@khanniloy93613 жыл бұрын
এইসব অসাধারণ কথা সুর ও শিল্পী তৈরি হওয়ার পরিবেশ আর কোন দিন ফিরে আসবে না।
@rabinmarik50232 жыл бұрын
ভাবি এত সুর আর ভাষার রূপ পেতো কিভারে।
@ayanmukkherjee35983 жыл бұрын
অসম্ভব সুন্দর একটি গান
@alpanamukherjee41213 ай бұрын
Super super song ❤❤
@alpanamukherjee4121 Жыл бұрын
হাজার বার গানটি শুনলে আবারো শোনার আগ্রহ থাকে
@adisonmollick63098 ай бұрын
আসক্তি আসক্তি জন্মায়। আমি যখন এই গান শুনছি বার বার শুনতে চাচ্ছি
@sur-bandana14392 жыл бұрын
One of the best sad song of Manna De
@alpanamukherjee4121 Жыл бұрын
হাজার বার গানটি শুনলে ও আশা মেটে না
@swapankbiswas8 ай бұрын
Excellent
@ParthaDewanji9 ай бұрын
He was a singer that will not born in next 100 yrs
@alpanamukherjee4121 Жыл бұрын
মান্না দের গাওয়া গানগুলি আমার খুব খুব প্রিয় গান
@SamirHowlader-m8p Жыл бұрын
খুব ভালো লাগে
@alpanamukherjee4121 Жыл бұрын
চাঁদের আশায় নিভায়ে ছিলাম যে দীপ আপন হাতে অন্ধ পরান খুঁজিছে তাহারে জীবনের আঙিনাতে অসাধারণ একটি গান
@khanniloy93613 жыл бұрын
মান্না দে ই শ্রেষ্ঠ।
@debashishseal1982 Жыл бұрын
ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগ থেকে বর্তমান, তিনি সম্রাট, তিনিই তানসেন। ভবিষ্যতে আর কেউ হবেন কিনা বলা শক্ত।
@palashdhara11847 ай бұрын
This song new any time.
@safalghosh4 жыл бұрын
চোখে জল এসে গেল।
@Gaane_kobitay_adday_uma3 жыл бұрын
মরমী অসাধারণ কণ্ঠ..ও গায়কী...
@alpanamukherjee4121 Жыл бұрын
মান্না দে আমার খুব প্রিয় শিল্পী এবং তাহার গাওয়া গানগুলি আমার খুব খুব প্রিয় গান
@adisonmollick63099 ай бұрын
ভাই আমার চেয়ে কি প্রিয়?
@sameerfuddi12203 ай бұрын
দীপ কি পারে চাঁদের আলোর সাথে পাল্লা দিতে? সেতো নিভেই যাবে।
@SushantasekharRoy-fj8vc3 ай бұрын
শাশ্বত প্রেমের চিরন্তন বাণী,
@abuhasanlelin828 Жыл бұрын
Speechless ❤
@samarb93295 ай бұрын
Old is always gold RIP
@banerjeen.raghu688310 жыл бұрын
The silence would be the perfect answer of this song.