দাদা প্রথম যেদিন UK ট্যুর শুরু করলেন পৃথিজিৎ দা না থাকার কারণে হোক বা অন্য কোন কারণেই হোক আপনার মধ্যে সেই এনার্জি ছিল না। মনে হচ্ছিল জোর করেই হয়তো আপনি এই ট্যুর টা করছেন। কিন্তু পর পর যত এপিসোড এলো আমরা আবার সেই পুরোনো দাদা কে ফিরে পাচ্ছি, আর video দেখার আগ্রহ প্রতি মুহুর্তে বেড়ে যাচ্ছে। অনেক ভালোবাসা বোলপুর থেকে। Keep it up.
@krs-h9h3 ай бұрын
Exactly
@mugdhadasgupta32202 ай бұрын
Ekdom
@tripathimasala3 ай бұрын
আমরা 2011 এ লন্ডন বেড়াতে যাই এক মাসের জন্য। লন্ডন তো বেড়িয়েছি কিন্তু Scotland আর Edinburgh যাওয়া হয় নি। অপূর্ব সুন্দর দর্শন হোলো। আমরা আপনার প্রায় সব কটা ভিডিও দেখেছি and must say that আপনার ও আপনার বন্ধু পৃথ্বীজিত এর সুন্দর ভাষায় বিভিন্ন জায়গা'র প্রাকৃতিক সৌন্দর্যের উপস্থাপনা সত্যিই অনবদ্য। Best wishes from Tripathi Products Pvt Ltd. for your endeavour as a Global Tourist. God bless you and your buddy Mr.Prithwijit.
@pradyotdas29883 ай бұрын
অসাধারণ এডিবরা
@linaroychowdhury23333 ай бұрын
আমি মুগ্ধ এবং অভিভূত। অসম্ভব সুন্দর এক ভ্রমণ পর্ব! প্রথমেই মন ভালো করে দেওয়া পিয়ানোর ধুন! সত্যিই তখন মনে হচ্ছিল একটাই কথা-'পৃথিবীটা কী সুন্দর' ! সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও এক আলোর দিশা যেন এই মুহূর্তে আমাদের গন্তব্য ---এবং সবটাই আপনারই জন্য। কৃতজ্ঞতা আমার। বড় আন্তরিক ভাষ্য--যার জন্য অপেক্ষা থাকে।
@Abhi_say0003 ай бұрын
David Nicholls এর বই 'One Day' পড়বার পর থেকেই এডিনবরা শহর আর তার সু-প্রাচীন ইউনিভার্সিটি আমার কাছে এক স্বপ্নের জায়গার মত... আজ যখন আপনার থাম্বনেল এর লেখা টা পড়লাম তখন-ই জানি I'm gonna love this one আর একদম তাই, মন্ত্র মুগ্ধ হয়ে আজকের ভিডিও-লগ টা দেখলাম, জানি না কোনদিন যেতে পারব কি-না, কিন্তু আজ এই মেঘ না চাইতেই জলের মত অসাধারণ ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ স্যার... আরও একবার আমার কাছে বাংলার সেরা Tour vlogger তার ম্যাজিক দেখিয়ে গেল...
@SattoKatha20243 ай бұрын
দাদা আপনার জীবন সার্থক। সারা পৃথিবীকে নিজের চোখে দেখছেন । এ যেন এক অলীক কল্পনা বলে মনে হয় মাঝে মাঝে। দীর্ঘদিন বাঁচুন আর মন ভরে প্রকৃতি মা কে দর্শন করুন। শুভ কামনা রইলো। ২১৫ টা দেশ Explore করতে হবে আপনাকে ।
@banighosh92883 ай бұрын
দাদা জীবনে প্রথম বার এডিনবরা দেখছি তোমার সৌজন্যে। মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ। ভালো থেকো। সুস্থ থেকো। অনেক, অনেক শুভেচ্ছা রইল। ❤❤❤❤❤❤❤❤❤❤
Bhalo laglo video ta. Highland dakhar jonno wait kore roilam
@sudeshnabanerjee16133 ай бұрын
এটা কি সিনেমা দেখলাম? ঘোর কাটছে না । অসম্ভব সুন্দর দৃশ্য। মন ভালো করা ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ।
@MadhuriChakraborty-u8i3 ай бұрын
কি বলবো দাদা, speechless হয়ে গেছি, স্বপ্নেও ভাবিনি এতসুন্দর ভাষ্য পাঠ যার,তার সৌজন্যে লন্ডন, স্কটল্যান্ড এসব দেখবো। কি ভাবে এত সুন্দর করে সবকিছু করতে পারেন? অদ্ভুত একটা মাদকতা আছে আপনার ভিডিও তে। ভীষণ ভালোলাগছে।মন একদম ভরে উঠলো। অনেক অনেক শুভকামনা রইলো।ভালো থাকবেন, সাবধানে থাকবেন ❤❤❤❤❤
6:23 খুব ভাল লাগলো আপনার vlogs দেখে ! আমি ও আমার মেয়ে আগামী কাল UK trip এ যাচ্ছি,অনেক idea হয়ে গেল আপনার uncut videos দেখে । খুব সুন্দর আপনার বলার style !! Thank you so much....stay blessed !!
@dibyadipankarroy3 ай бұрын
বাজতে থাকুক ব্যাগপাইপ! 🙂
@explorershibaji3 ай бұрын
😊😊😊
@travelMagicN3 ай бұрын
মিউজিক টা সত্যি হৃদয় ছুয়ে গেল আমার মনে হল যেন আমি পাশেই ছিলাম 🥰
@linahajra33453 ай бұрын
Very nice place Edinburgh. Enjoy your trip. Take a time and relax yourself.
@jishnughosh82503 ай бұрын
Darun laglo Edinburgh tour ta . Europe darun. Historical jaiga gulo eto sundor maintain kore rekheche dekhbar moton
@swapandatta91062 ай бұрын
Carlton hill is realy wonderful. I missed it when I visited Edinburgh. I enjoyed through your eyes. Thank you.
@sayanichatterjee1993 ай бұрын
Trust me dada tomar ei raw video gulo are good enough to get us all hyped up and excited. Wonderful captures of Edinburgh.. so so so happy je tumio enjoy korecho r tomar mukhe sheta futey utheche :) (esp Tesla experience)
@nihardas35753 ай бұрын
খুব ভালো লাগলো এডিনবার্গের এর এই ভ্রমণ, খুব সুন্দর শহর টা দুর্দান্ত পরিবেশনা।
@drdebasismondal3 ай бұрын
এডিনবরায় কার্লটন হিল থেকে ছবির মতো শহর এবং ভাষ্কর্য শৈলীর অপরুপ নিদর্শন দেখে অত্যন্ত সমৃদ্ধ হলাম। আরও ভালো লাগলো আপনার চ্যানেলের পরিধি দেখে, এই বিদেশ বিভুইয়েও আপনার অনুগত শুভাকাঙ্খীদের অকুণ্ঠ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ফলে আপনার একাকি যাত্রাপথে নিশ্চয়ই অন্য এক মাত্রা যোগ হয়েছে। উপলব্ধি করতে পারছি বিশ্বের বিভিন্ন প্রান্তে আপামর অগণিত বাঙালির মনে আপনার চ্যানেলের আপনি একটা অত্যন্ত সম্ভ্রমের জায়গা তৈরি করে নিয়েছেন, সেইসঙ্গে পৃথ্বীজিৎ বাবুর কথা না বললেই নয়, উনি নিশ্চয়ই আপনাকে পূর্ণতা দিয়েছেন, "গুপি গাইন বাঘা বাইন" এর মতো আর কি!
@Own_Gaming3 ай бұрын
Khub valo laglo kaka❤
@854264113 ай бұрын
মুগ্ধ হয়ে দেখছি কতটা সুন্দর একটা দেশ হতে পারে স্কটল্যান্ড তার প্রকিষ্ট উদাহরন যেমন তার মানুষজন তেমন সুন্দর প্রাকিতিক দৃশ্য তার সাথে আপনার দেওয়া বর্ননা ❤️❤️❤️❤️যা টেসলা গাড়ি দেখলাম জীবন সার্থক হয়ে গেলো।
@moumitachakraborty57523 ай бұрын
সুন্দর ছিমছাম একটা সাজানো গোছানো শহর এডিনবরা 😍 পার্কিং সিস্টেমটা খুব ভালো লাগলো। পরিবেশের সম্বন্ধে যে এরা চিন্তাশীল সেটা বোঝা গেলো। Highland tour টার অপেক্ষায় রইলাম। আজকের ভিডিও অনবদ্য 👌🙌
@debjyotikali13333 ай бұрын
Video ta darun laglo, tesla onoboddho, uncut video গুলো বেশ ভালো লেগেছে l
@SreetamaPaulChoudhury3 ай бұрын
নতুন ভিডিওটি অসাধারণ হয়েছে! এডিনবার্গের সন্ধ্যার সৌন্দর্য আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ভিডিওটি দেখে মনে হলো যেন আমি নিজেই সেখানে ছিলাম। ধন্যবাদ শিবাজি দা, এমন সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য। 😊
@19PLAZZA3 ай бұрын
❤❤❤
@somapramanick23663 ай бұрын
Darun jaiga ta.. Piano music tao darun laglo. Thank you eto sundor vedio dekhanor jonno
@alokabose83393 ай бұрын
দুর্ধর্ষ ভিডিও টা।আপনার চোখ দিয়ে ভ্রমণ করলাম।ধন্যবাদ।
@kantadas-md2xh3 ай бұрын
খুব ভাল লাগছে এডিনবরার ভিডিও। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
@AsimaSaha-j6x2 ай бұрын
You'r enjoying life time experience. We too.Thank u very much. We too along with u
@arabindananda60313 ай бұрын
এই রকম ভিডিও ঘটনা স্থলে হাজির করে দেয়।খুব ভালো লাগছে।
Got to know about your channel 3-4 months back. Was doing some research for a trip to Darjeeling. Now your content is like an addiction. Great work. Very crisp and informative video. Telling the truth without any show-off is the best thing about your videos. Thank you.
@explorershibaji3 ай бұрын
Most welcome!! Stay tuned! 😊❤️🙏
@kabitabiswas17913 ай бұрын
খুব ভাল লাগল. ঘরে বসে উপভোগ করলাম. মনে হচ্ছিল আমি ওখানে আছি ভিডিও টা দেখে.
@souravpal12573 ай бұрын
বিগত 2-3 ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম,,,,আর ঘন ঘন notification চেক করছিলাম, যে এই বুঝি upload হলো Part 5 টা।❤️🙏🏻
@tomatogroup16183 ай бұрын
Me also
@saidurchowdhury99243 ай бұрын
অসাধারণ। চমৎকার। অপূর্ব। ভ্রমণ আনন্দময় ও নিরাপদ হোক। শুভকামনা সবসময়।
@ALOKEKUMARKUNDU-j5k3 ай бұрын
Great Britain is outstanding than other places. Thanks for introducing us. Wait for next episode.
@dhilondasgupta50053 ай бұрын
Very interesting and educative uncut vedio,, awesome, stay fit nd fine, expecting to see ur next
@Rsuranjana2 ай бұрын
দুর্দান্ত লাগল.. আমরাও কদিন উত্তর বঙ্গ ঘুরে এলাম তাই একটু পিছিয়ে দেখছি
@abhilitchatterjee3733 ай бұрын
This is the real video. Practically we do not like edited or synthetic video. Everything should be shone natural. Thanks for showing unedited video.
@piyaseedey40973 ай бұрын
শিবাজী দা দেখতে খুবই ভালো লাগছে কিন্তু আপনাদের জুটি টা মিস করছি,মনে আপনার একটা আফসোস আছে পৃথীজিৎদার জন্য একা একা রয়েছেন ভালো থাকবেন
@ashokbanerjee14913 ай бұрын
এসব হচ্ছে স্বপ্নের জায়গা । খুব ভালো লাগলো 👍👍
@soumyajitghosh3403 ай бұрын
খুব সুন্দর জায়গা। দাদা আপনাদের একটা ভিডিও দেখার পর পরের ভিডিওর অপেক্ষায় থাকি। ভবিষতে আরো নতুন নতুন জায়গা দেখার অপেক্ষায় থাকলাম।
@arpitapaul90283 ай бұрын
Khub sundor Edinburgh...... Osadharon lagloooo❤❤
@KoushikSaha-k6b3 ай бұрын
Vhaaaa khoooob valoooo tour sharlok homes er golpe ei edinburg khoooob sunechi 😊😊😊😊❤❤❤❤
@arunangsude20093 ай бұрын
নতুন ভিডিওটা খুব সুন্দর হয়েছে। চেনা এডিনবরা কে তোমার চোখে বেশ অন্যরকম অদ্ভুত সুন্দর লাগলো। আরো সুন্দর ভিডিওর অপেক্ষায় থাকলাম।
@explorershibaji3 ай бұрын
Thank you so much অরুণাংশু, এডিনবরা তে দুই দিন তোমাদের সান্নিধ্যে খুব সুন্দর কাটিয়েছিলাম, দেখা হবে কলকাতায়।
@JAFARSADIQUEAHMED3 ай бұрын
চমৎকার সুন্দর দৃশ্য😮❤❤
@saikatroy33183 ай бұрын
Famous " cobbled roads of Edinburgh" দেখতে পেলাম। অপূর্ব। ❤ Waiting for the Hilands
@biswanath-q7w3 ай бұрын
আপনার এই UK সিরিজটা দারুণ উপভোগ করছি। 😊 RAW and uncut video যে upload হচ্ছে তার জন্য দেখতে কোন সমস্যা হচ্ছে না বরং ভালই লাগছে। তবে আপনার এবং পৃথ্বিজিৎ স্যারের duo থাকলে আরো ভালো হতো, সিরিজটা সম্পূর্ণতা লাভ করতো।✨ Love from a student of Barasat ❤
@sunandobasu71533 ай бұрын
Loved Prithvi's Guest Appearance inside the Tesla :)
@kr6073 ай бұрын
Erom e vdo korun.. Bhalo hoyeche.. Sotti khub sundor desh.. Eto detailed vdo.. Khub bhalo lagche😊
অসাধারণ। কিছুক্ষণের জন্য এডিনবার্গ হারিয়ে গিয়েছিলাম💖
@parthasarathi72353 ай бұрын
Great KZbinr from Bengal! A Great Speaker!
@somachakraborty65523 ай бұрын
Asadharon laglo....apnader sab video oi valo lage.....valo thakben....
@birbhumtreasury23153 ай бұрын
Khub sundar lagche. Waiting for next episode. Missing Prithwi babu badly.
@bswarupsneha-ho9zd3 ай бұрын
Uncut হলেও খুব ভালো লাগলো দারুণ দারুণ I
@SouravGuptaSG3 ай бұрын
Shibaji Da your raw and uncut UK travel vlog series is fantastic-informative, pleasant, and beautifully done. A detailed video on planning a UK trip with dos and don’ts and what to pack for the trip would be so helpful for many of us. Looking forward to it!
@anindachanda20803 ай бұрын
Darun darun laglo episode ta khub bhalo laglo,anek subhokamona o bhalobasha Shibaji Da o Prithwijit Da.Miss u Prithwijit Da, pronaam neben ❤🙏
@pradyutroy81953 ай бұрын
Historic plus modernity-র মিশেলে মনমুগ্ধকর এক শহর Edinburgh ঘুরে দেখলাম আপনার সৌজন্য ♥️
@mozammelhossein80083 ай бұрын
No more Queen. It is King now. Dr Arunangshu was seen in Writams video. Very helpful person.
@faiyjunnessamili47812 ай бұрын
এখন মনে হয় লন্ডনীরা সিলেটে এত বাট এমন ভিডিও ত এনে দেখায় না।দারুন। স্যার আপনাকে মানায় পৃথিবী ঘুরে বেড়ানো আর আমরাও ঘুরে বেড়াচ্ছি।
@manasidutta67833 ай бұрын
এক কথায় অপূর্ব অসাধারণ আমরা অভিভূত
@santanumukherjee30393 ай бұрын
সুস্থ রুচি এবং শিক্ষার মেলবন্ধন হলেই এরম শহর গড়ে ওঠে। খুউব ভাল লাগল।❤
@myuniverse34203 ай бұрын
অপেক্ষায় ছিলাম। খুবই ভালো লাগলো।
@jayantasarkar1033 ай бұрын
Amazing video!!! Thoroughly enjoyed. Thank you 👍👍
@TamalGhosh-th3tj3 ай бұрын
Kaku apnar ai "Raw & Uncut" Video গুলো khub valo lage6e... Apnak akdon apnar noton vabe dake6e & prochondo নিজের bole mone hoie6e.... ❤❤❤
এই ভিডিওটা দারুন হয়েছে শিবাজী দা, রাত্রের খাবারগুলোকে দেখে সত্যিই খুব খিদে পাচ্ছিল ❤❤
@spc34613 ай бұрын
এডিনবার্গের সন্ধ্যার ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছি! আপনার ক্যামেরার কাজ এবং বর্ণনা সবসময়ই অসাধারণ। শিবাজি দা, আপনার ভিডিওগুলো আমাদের ভ্রমণের স্বপ্ন দেখায়। ধন্যবাদ এমন সুন্দর কন্টেন্ট শেয়ার করার জন্য। 🌟
@neur73763 ай бұрын
এই আনকাট ভিডিওগুলো থেকে অনুভব করছি যেন আমি নিজে উপস্থিত আছি, খুব ভালো লাগছে।❤❤❤❤ধন্যবাদ শিবাজী দা,আর অনেক অভিনন্দন ৬ লাখ সাবস্ক্রাইবার এর জন্য ওটা খুব তাড়াতাড়ি ১ মিলিয়ন দেখতে চাই।অনেক ভালোবাসা।
@chinmoyghoshal17723 ай бұрын
congratsss for 600k subscribers.........UK series er video gulo khub bhalo lagche .....
@Paul_shonak3 ай бұрын
আপনার UK সিরিজের Video গুলো দারুণ enjoy করছি। Edinburgh অসাধারণ।
@nibeditachakraborty3573 ай бұрын
খুব ভালো লাগলো। অপূর্ব। ভালো থেকো। সুস্থ থেকো।
@BISWADIPSHYAMALDAS3 ай бұрын
DARUUUNNN LAGCH6E SERIES VERY NICE CONTENT 👍
@triptighosh54703 ай бұрын
অসাধারণ সুন্দর একটা জায়গা, পরিস্কার পরিচ্ছন্ন, লোকজনের মধ্যে কোন ব্যাস্ততা নেই শান্ত নিরিবিলি পরিবেশে। বেশ ভালো ই লাগছে বিলেতের পর্ব শুরু থেকেই।
@dibborana3 ай бұрын
Just Durdaanto laglo, raw n rustic, oppurbo cinematic. Sudhu bhabi, 30% tax dewar poreo amra kobe erom facilities upolobdhi korte parbo. Onek dhonyobad ShibajiDa.
@BholanathDas-w9y2 ай бұрын
Very enjoyable and interesting, thanks.
@subratabiswas57003 ай бұрын
Ekta like die puro Edinburgh dekhchhi, vaba jai!!!😊😊 Thank you dada...
@malihaahabibmeghaa79403 ай бұрын
তোমার ভিডিও তো সব সময়ই একটা অন্যরকম স্বাদ দেয়, সুন্দর, অসাধারণ আর কি বলবো ভালো থেকো!
@rupalidasgupta60933 ай бұрын
Daruuun daruuun!!!khub sundor....👌👌👌
@AshisSarkar13 ай бұрын
এক কথায় দারুন , অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হলাম । ভিডিও দেখছি আর অভিভূত হচ্ছি । ❤❤❤❤❤
@sagnikdatta53773 ай бұрын
It's not about the place really, it's the people who make the place special. Really apnar extended family apnar somoy gulo ke unforgettable kore rakhche. Daron just, tar shonge amio nemontron rakhlam jodi kokhono Singapore ashen ; dekha hobe,golpo hobe! Bhalo thakben.
@ratnamukherjee57583 ай бұрын
❤❤❤❤Scotland is my dreamland from childhood.Thankyou for showing it.
@dipakkumardas29402 ай бұрын
Khub sundor lagche Shibaji dada... best of luck.. thank you
@prokashbiswas163 ай бұрын
Sotti kotha bolte,, casual video amezing lagche,,😊😊
@samareshcob3 ай бұрын
এডিনবরা শহর সত্যিই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর । আর সবচেয়ে আকৃষ্ট করার মতো যেটা বিষয়, সেটা হোলো পরিষ্কার পরিচ্ছন্নতা । আর হ্যাঁ, টেসলার গাড়িতে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, টা সত্যিই অনবদ্য । ৩৬০ ডিগ্রী ক্যামেরা থাকলে, গাড়ি চালানো অনেক সহজ হয়ে যায়, বিশেষ করে সময় যদি হয় রাতে চালানোর ক্ষেত্রে । সব মিলে অনবদ্য ভিডিও । পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
@RudranilBhattacharya-iy1xu3 ай бұрын
Outstanding vlog ....i'm living my dreams through your vlogs....also the piano guy played it brilliantly 🤩❤️❤️
@pradeepdey22923 ай бұрын
আপনার জন্য একটা কথাই প্রযোজ্য অসাধারন।
@indranidutta31823 ай бұрын
Edinburgh er university dekhle besh bhalo lagto, oshadharon video, mone bhore gelo dekhe
@BENGALBEGINNERS3 ай бұрын
Very Nice Video...Carlton Hill bhalo laglo😊
@samuisuman3 ай бұрын
khub valo laglo, eirom natural video khub kom i to dekha jay ajkal. Darun darun. R o video r oppekhay roilam.
@INDRAJITRoyRoy-f1j3 ай бұрын
Edanbarg শহর সত্যি খুব সুন্দর লাগলো ইংল্যান্ডের থেকে ভালো থাকবেন সবসময় পরবর্তি ভিডিও জন্য অপেক্ষা রহিলাম
@surajitdhar24153 ай бұрын
Oshadharon jayga khub sundor laglo Dada ❤
@sarbaribasu15973 ай бұрын
Satti Prithijit babu ke khub miss korchi, khub khali khali lagche, asole apnader dujoner hashi, pechone laga, khunsuti ta khub miss korchi 😄😄😄😄
@arundhatichatterjee40733 ай бұрын
Darun bhalo lagchhe, khub sundor 👌
@avijitchakraborty_103 ай бұрын
Khub sundor lagche tomar video ta dakhe onek kichu shekhar ache..valo theko..choto bhaiyer suveccha roilo
@purnimaz91663 ай бұрын
দূর্দান্ত লাগলো পিয়ানোর❤ আওয়াজ শুনে ❤
@Bong-at-heart3 ай бұрын
এডিনবরা শহরটি সুন্দর, পরিস্কার ছবির মতো লাগল আপনার এই লন্ডনের ভিডিও গুলি দেখতে খুবই অসাধারণ লাগছে ভাল থাকবেন