ব্যক্তিগত ভাবে পশ্চিম ইউরোপের সমস্ত ট্রেনে ভ্রমনের অভিজ্ঞতা থাকার পরেও মুগ্ধ হয়ে আপনার ট্রেন জার্নী উপভোগ করলাম । আপনার কন্ঠস্বর আপনার অন্যতম মুলধন , ঠিক যেন আমাদের আরেক ইউবস্টার মীরের মতোন ॥
@arpitadekumu2 ай бұрын
শিবাজী বাবু, আমার ৮১ বছরের বৃদ্ধা মা প্রতিদিন খাওয়ার সময় আপনার কোন না কোন ভিডিও দেখেন। আমি কলকাতা তে থাকলে এর নড়চড় হয় না। মা খুব বেড়াতে ভালবাসেন, তবে বয়সজনিত কারণে আর পারেন না আগের মত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মানুষের জন্য এই সুন্দর পরিসর তৈরি করার জন্যে ।
@aninditadeb8553 ай бұрын
পিঠে rucksack, হোস্টেল এ থাকা, হেঁটে হেঁটে ঘোড়া, আপনি দিনে দিনে global traveller হয়ে উঠছেন, jio Shibajida, our Indian bloggers r the best👍❤️
@mitadas51583 ай бұрын
@@aninditadeb855 Indian to best bangali rao best
@surajitmondal86262 ай бұрын
@@mitadas5158❤️❤️
@anitagomes37133 ай бұрын
লন্ডন থেকে এডিনবরা ট্রেনে যাওয়া হয়েছে তবুও এতো সুন্দর দৃশ্য চোখ জুড়ে যায়। তারপর আপনার যে দারুণ উপস্থাপনা,সত্যিই অসাধারণ। পৃথ্বীজিৎদা থাকলে দারুণ হত। কিছু করার নেই। যাক আপনি এন্জয় করুন। 👍👍👍
@SreetamaPaulChoudhury3 ай бұрын
এডিনবরা ট্রেন যাত্রার প্রতিটি মুহূর্তই যেন এক নতুন কাহিনী! আপনার ভিডিওগুলো সবসময়ই চমৎকার হয়, শিবাজি দা!
@Amitroy-zi4ko3 ай бұрын
Shibaji da, The bond between you and Prithwijit da is inseparable... Atleast I can feel void that you too must be feeling when you speak about him.. Specially when you speak about the empty seats next to you... I hope both of you will again come to London once again and explore it again differently... 👍👍👍👍
@user-blog20233 ай бұрын
আপনার মুখে Good morning from London শুনতে দারুন লাগছে।প্রথম দিন থেকেই আপনার সঙ্গে রয়েছি। দুর্দান্ত ট্রেন জার্নি। সঙ্গে শরতের মেঘমুক্ত নীলাভ আকাশ।আর অবশ্যই North sea র অসাধারণ চোখ জুড়ানো দৃশ্য। ধন্যবাদ শিবাজী দা। সঙ্গে থাকছি।
@modhumitaghosh39453 ай бұрын
গল্প কাব্য উপন্যাস আর সিনেমায় দেখেছি, লন্ডন, কিন্তু আপনার ব্লগ এ লন্ডন দেখে সত্যিই মনে হচ্ছে, গল্পের পাতা গুলো চোখের উপর ভাফছে। দারুন।
@kalidasnaskar46123 ай бұрын
আপনার সঙ্গে এখন লন্ডন ঘুরছি। আপনার পরিশ্রমের তুলনা বিরল। ভালো থাকবেন। এগিয়ে চলুন ,সঙ্গে আছি।পৃথ্বিজিৎ বাবু কেন নেই জানি। ভালো না লাগলেও আমাদের মেনে নিতে হচ্ছে।
@mangaldebnath3 ай бұрын
শিবাজী দা আপনাদের দুজনকে একসাথে খুব ভালো দেখায়
@dipankarchoudhury57183 ай бұрын
@@kalidasnaskar4612 MR. PRITHHIJIT JAI NI KENO PLS BOLBEN?
@DreamlandGaming1103 ай бұрын
@@dipankarchoudhury5718 Visha cancel hoye geche
@dipankarchoudhury57183 ай бұрын
@@DreamlandGaming110 acha
@abhisheksarkar64062 ай бұрын
@@dipankarchoudhury5718 London series er first theke dekhun jene jaben
@drdebasismondal3 ай бұрын
অসাধারণ লাগলো শিবাজী বাবু আপনার সঙ্গে লন্ডন থেকে এডিনবার্গ যেতে যেতে ট্রেনের বাইরের অপরূপ সৌন্দর্য দেখে। সেই সঙ্গে ব্লগে আপনার বক্তব্য গুলো শুনে মনে হচ্ছে আপনার সামনে বসে আপনার গল্প শুনছি,আশেপাশের লোকজন কেউ টেরও পাচ্ছে না আমাদের কথোপকথন। পৃথ্বীজীৎ বাবু পাশাপাশি থাকলে তবুও কিছু হই হুল্লোড় হয়। UK সিরিজের সবগুলো এপিসোড মন দিয়ে দেখছি আর মন্ত্রমুগ্ধের মতো বিমোহিত হয়ে যাচ্ছি। অজানাকে জানার এবং অচেনাকে দেখার আগ্ৰহ উত্তরোত্তর বেড়ে চলেছে। ভালো লাগলো ২০০ কিলোমিটার বেগে চলা ট্রেনের যাত্রা, অপরদিকে ২০ মিনিট ধরে ট্রেন দাঁড়িয়ে থাকার তুলনা। তবে, সেখানে লেট ফাইন রিফান্ড পাওয়া যায়, এটা বেশ ভালো ব্যাপার!
@rubydey6833 ай бұрын
লন্ডন থেকে এডিনবরা ট্রেন যাত্রার অভিজ্ঞতা অসাধারণ! প্রতিটি মুহূর্ত দেখে মনে হলো আমি নিজেই সেখানে আছি। ধন্যবাদ এই দুর্দান্ত ভ্রমণের অংশীদার করার জন্য, শিবাজি দা!
@shohidullabappy63892 ай бұрын
সেই প্রথম থেকেই পৃথ্বী দার কথা টা বলেন তখনই বুঝা যায় আপনি ওনাকে কতটা মিস করচ্ছেন!! আসলে মানুষের জীবনে বেশী বন্ধুর দরকার নেই, আপনার মত দু একজন থাকলেই জীবন গতিময় আর সুন্দর হয়ে যায়। আজোও বললেন পাশের সিট টা খালিই যাচ্ছে, তখন বুকের বা পশে হালকা একটা ❤❤❤❤ অনুভব করলাম।
@linaroychowdhury23333 ай бұрын
শিল্পীর নিপুণ তুলির টানে যেন প্রকৃতিকে এঁকেছেন। কী ভীষণ সুন্দর ।আর ঠিক তার সাথে যথার্থ এবং যোগ্য যুগলবন্দি আপনার অনন্য ভাষ্য। ভীষণভাবে কৃতজ্ঞ আমি-এমন সুদক্ষ বর্ণনা আর অসম্ভব সুন্দর ভিডিওর জন্য। মুগ্ধতা অশেষ--
@krishnabanerjee873 ай бұрын
অপূর্ব অপূর্ব দুই চোখ জুড়িয়ে গেল। পৃথ্বীজীৎ বাবু থাকলে আরো ভালো লাগতো।
@MadhuriChakraborty-u8i3 ай бұрын
কি ভীষণ ভালোলাগছে বলে বোঝাতে পারবো না ,যখন শুনলাম লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন বিশ্বাস করুন খুবই অবাক হলাম আর তেমনি আনন্দিত ও। সত্যি খুব খুব এনজয় করছি,যেন খুব ভালো একজন পরিচালকের তৈরি করা একটি শর্টফিল্ম।একটি কথা না বললেই নয়, আপনি কিন্তু খুব দুষ্টু আছেন কারণ "ইংল্যান্ডের ট্রেন লেট করছে" বার বার খুব মজা করে বলছেন 😊😊😊😊😊। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম ❤❤❤
@spc34613 ай бұрын
প্রত্যেকটি মুহূর্তে আপনার ভ্রমণ অভিজ্ঞতা আমাদের মুগ্ধ করে। লন্ডন থেকে এডিনবরা ট্রেন যাত্রার প্রতিটি দৃশ্য যেন একখণ্ড কাব্যিক ছবি! ধন্যবাদ শেয়ার করার জন্য, শিবাজি দা!
@pravatkrkhan35313 ай бұрын
ইংল্যাণ্ডে রেল ভ্রমন এবং বহিঃদৃশ্য সম্বন্ধে কি বলব ভাষা খুঁজে পাচ্ছি না। এক কথায় অনিন্দ্য-সুন্দর! পৃত্থীজিৎ থাকলে আরও ভাল লাগত।
@debnathamit13 ай бұрын
আবারও আপনার পাশের প্রথিজিৎ বাবুর সিট টা খালি দেখালো.. এটা কিন্তু আস্তে আস্তে রহস্য ঘনীভূত হয়ে যাচ্ছে .. আমি এই ভিডিও টা দেখতে দেখতে যে মুহূর্তে এই কমেন্ট টা টাইপ করছি ঠিক তখনি আপনিও এই কথাটা বললেন .. এক কথায় দুর্দান্ত অভিজ্ঞাতার সাক্ষী হলাম.. ধন্যবাদ ..
@sharminrahman46793 ай бұрын
শীবাজী দা আপনার দুর্দান্ত ব্লগ টি আমি ও আমার সাহেব সহ আমাদের ৭৫ ইঞ্চি টিভি তে দেখলাম, অপূর্ব লাগলো চোখ ফেরাতেই পারছিলাম না। আমাদেরকে লন্ডন ঘুরানোর জন্য আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ শ্রদ্ধা আর ভালোবাসা বাংলাদেশ থেকে❤
@asikulbaki53493 ай бұрын
Darun darun Sir ... ami daily Rate ghumanor age apanr vlog dekhe ghumai ...
@sayaksc35903 ай бұрын
Wooow Fantastic Vlog 👌❤️ khub bhalo laglo ❤️ abaro Sundor episode 🔥 Ei Train tatey kore amra Gechhilam..Train ta byapok ar majhe moddhey emon speeed naay je side gulo doley..Sotti Edinburgh Sundor jayga sathe Prakritik Soundorjo Faatafati 👌 Tmar chokh diye abaro uongog korchi..Keep it up ❤️❤️❤️❤️
@MushtaqueAhmed-pf2xz3 ай бұрын
I am waiting for 1 million subscription, soon. All the best wishes from Bangladesh. Missing Prithijit 😢
@sudeshnabanerjee16133 ай бұрын
ধন্যবাদ, লন্ডন থেকে ট্রেনে এডিনবার্গ নিয়ে যাওয়ার জন্য। লন্ডনের স্টেশনের নির্মাণ শৈলী ও আমাদের হাওড়া ও শিয়ালদহ স্টেশনের নির্মাণ শৈলীতে খুব মিল। আর দৃশ্য সে তো অসাধারণ। আপনি আর পৃথ্বীজিৎ দা যে অভিন্ন হৃদয় বন্ধু তা আপনার প্রতি মুহূর্তের কথা থেকে বোঝা যাচ্ছে, আমাদের ও ওনার অভাব খুব অনুভূত হচ্ছে বিশেষ করে ওনার বুদ্ধিদীপ্ত হাস্যরস। এখনও অনেক কিছু দেখা বাকি আছে। পরের ভিডিও র অপেক্ষায় থাকলাম।
@a.chatterjee31062 ай бұрын
ইউরেলে মিলানে আসছিলাম। ছেলে বললো উপরের স্ক্রীনে দ্যাখো। তাকিয়ে অবাক ২৫৮ কিঃমিঃ গতিতে চলছে। ঠিক তখনই খবর পেলাম দেশে করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার। মনটা খারাপ হয়ে গেল। আমরা কত পিছনে রয়েছি, অনেক কম গতিতেই আমাদের দুর্ঘটনা ঘটে যায়! বন্দে ভারত নিয়ে আমাদের লাফালাফি বাড়াবাড়ি বলেই মনে হয়। ওদের দেশে সাধারণ মানুষ খুব সহজে ট্রেনে চাপার সুযোগ পায়না এতটাই দামি টিকিট। যে কারণে ওখানে ট্রেন ফাঁকা থাকে, ভারতে জায়গা পাওয়াই যায়না। অনুপ্রবেশ এবং জনবিষ্ফোরণের জন্য ভারতে কিছুতেই কিছু সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় না। দোষ সব নন্দ ঘোষ, নেহরুর।😅 নিউ ক্যাসেল আমাদের রাণীগঞ্জ বা ঝরিয়া। সেটা বললেন না তো! নিউ ক্যাসেলে কয়লা কেউ নিয়ে যায় না বলে প্রবাদটা ভোলেননি বোধহয়!
@panchphoronpc21232 ай бұрын
অসাধারণ 😮 বই এর পাতায় পড়া জায়গা গুলো যখন চোখের সামনে দেখতে পাচ্ছি, তখন এক অন্য রকম অনুভূতি আসছে। এই প্রথম কোনো বিদেশ ভ্রমণ এর ব্লগ , চোখের পলক না ফেলে মুগ্ধ চোখে দেখে গেলাম । আর পরের ভিডিও গুলোর জন্য অপেক্ষা শুরু হলো।
@dipankarbasu45883 ай бұрын
দুর্দান্ত। এটা হেব্বি বলেছেন,ডিম সেদ্ধ ডিমের মতোই খেতে। কিছু ফুড ব্লগার হলে বলতো ডিম সেদ্ধ হেব্বি খেতে😅😅 দাদা চারিদিকে যা সবুজ দেখলাম, মনে হচ্ছে যেনো ট্রেনে করে বর্ধমানের উপর দিয়ে যাচ্ছি । জাস্ট অসাধারন।❤️
@subratachhatui42563 ай бұрын
😅😅
@mBanerjee-yt5knАй бұрын
Wah!!!! Darun sundor outside view.real natural beauty.shibajida apni ekdom thik bolechen Indian railway bapare.wish you good happy journey.welcome edinborough.
@AnubhabKundu3 ай бұрын
11:14 - sada body nil dorja wala train ta Siemens er toiri Desiro City train. ogulo Thameslink operate kore local train. amader Vande metro er moto onekta, BR e egulo Class 700 name diye porichito.....otar o 2to version acche, ekta 8 coach er, 700 0XX pattern er unit numbering ar dwitiyo ta hocche 12 coach er 700 1XX pattern er unit numbering. ei train gulo dual voltage, 750 V DC third rail and 25 kV AC Pantograph diye power taane, ar egulo 160 km/h speed taante pare when operating fast ba galloping local.
@anindachanda20803 ай бұрын
Darun Darun laglo ei train journey, anobaddho episode Dada.Anek sundor uposthapona Shibaji Da.Miss you Prithwijit Da.Anek bhalobasha o subha kamona Shibaji Da o Prithwijit Da Dara.pronaam neben ❤🙏
@ShatadalDhara-rv9uj3 ай бұрын
বৃটেনের ট্রেন ভাড়া ব্যায়বহুল। ভারতের ট্রেন ভাড়া খুব সস্তা। আমি ভারতীয় হিসাবে গর্বিত। হর হর মহাদেব 🕉️🙏🙏🙏
@PradipKarmakar-z6n2 ай бұрын
Dutor modhhe akash patal tofat
@MasudRana-dd6hz2 ай бұрын
গরিবদের জন্য তো সস্তাই হবে!!!
@ArindamGangulyKolkata3 ай бұрын
অসাধারণ!! ঝকঝকে দৃশ্যাবলী। ব্রিটেন তথা ইউরোপের যেকোনো জায়গায় যাবেন, সব ছবির মত সুন্দর, এবং এটা আরো সুন্দর লাগছে আপনার অনবদ্য পরিবেশনার গুনে!! 👍👍👍
@alamgirsarkar45013 ай бұрын
দাদা এরপর কিন্তু আমেরিকার নিউইয়র্ক দেখতে চাই।❤❤❤
@ProtikaBhaduri3 ай бұрын
Amio
@ChinuChakraborty-jx7vj62 ай бұрын
5yyy
@indranimajumdar65982 ай бұрын
UK Part -4, যথারীতি অসাধারণ। আমার কাছে খুবই special এই ইংল্যান্ড সিরিজ। পায়ে হেঁটে ইংল্যান্ড ভ্রমণ সত্যিই খুব ভাল। Raw এবং uncut হওয়ার জন্য খুব উপভোগ করছি। ভাল থাকবেন, অপেক্ষায় থাকলাম পরবর্তি পর্বের জন্য।
@ShatadalDhara-rv9uj3 ай бұрын
লন্ডন থেকে এডিনবার্গ এর দূরত্ব ৬২৫ কিলোমিটার। প্রথম শ্রেণীর ভাড়া ২৫০ পাউন্ড= ভারতীয় টাকায় ১০৯×২৫০= ২৭২৫০ টাকা। ইকনমিক শ্রেনীর ভাড়া ১০৩ পাউন্ড= ভারতীয় টাকায় ১০৯×১০৩ = ১১২২৭ টাকা। ভারতের রাজধানী এক্সপ্রেসের প্রথম শ্রেণীর এসির ঐ দূরত্বে জন্য ভাড়া পড়বে ২৭০০ টাকা। ভারতের ট্রেনের ভাড়া বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা।। হর হর মহাদেব 🕉️🙏🙏🙏
@mdas852 ай бұрын
আর দাদা আমাদের ভারতীয় রেল এই ৬২৫ কিলোমিটার যেতে কতো সময় নেবে? প্লিজ সেটাও একটু বলবেন। আর ট্রেন যদি ( এটা যদিও যদি হবে না কারণ ট্রেন যে লেট করবেই সেটাতে একদম নিশ্চিত ) লেট করে আপনাকে কি কোনোদিনও ভারতীয় রেল পয়সা রিফান্ড করেছে? সেটাও প্লিজ জানাবেন। আর আমাদের ইকোনমি ক্লাসের সাথে দয়া করে এইসব ট্রেনের ইকোনমি ক্লাসের তুলনা করবেন না দয়া করে খুবই দৃষ্টিকটু লাগে আর এতে আমার মনে হয় আরও বেশি করে ভারতকে এবং ভারতীয় রেলকে অপমান করা হয়। যে বাথরুমটা শিবাজীদা দেখালেন সেটা কি আমাদের ভারতীয় রেলের বাথরুমের মতো পয় পরিষ্কার? তাই এসব কথা বলে নিজেকে হাস্যকর প্রমান করবেন না দয়া করে। ভারতে থাকেন মানে এই নয় যে যেটা সুন্দর সেটাকে সুন্দর বলাই যাবে না। ধন্যবাদ।।🙏
@ShatadalDhara-rv9uj2 ай бұрын
@@mdas85 আমার কাছে টাকা হল বড় কথা। ভারতীয় রেল অসাধারণ পরিষেবা দেয়। খুব কম খরচে। লেট করতেই পারে, তাতে কোন অসুবিধা নেই। আমি ট্রেনের স্লিপার ক্লাস এ যাতায়াত করি। ৫০০ থেকে ৭০০ টাকা প্রতি দিন খরচে হোটেল এ থাকি। বৃটেনের হোটেল খরচ খুব ব্যায়বহুল। বৃটেনের সবচেয়ে সস্তা হোটেলের ভাড়া ৫০ পাউন্ড ভারতীয় টাকায় ৫৪৫০ টাকা।। তাই ভারতে প্রচুর আমেরিকা ও বৃটেনের লোক বেড়াতে আসে। হর হর মহাদেব 🕉️🙏🙏🙏
@afrinartcraft58852 ай бұрын
Ei jonno aktu economics e Gyan thaka uchit😢
@ShatadalDhara-rv9uj2 ай бұрын
@@afrinartcraft5885 মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপান ইত্যাদি দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। ট্রেনের ভাড়া আকাশছোঁয়া। মধ্যবিত্ত শ্রেণীর ধরাছোঁয়ার বাইরে। সেই তুলনায় ভারতীয় রেলের ভাড়া অনেক সস্তা, পরিষেবা ভালো। আমি নিজে মুম্বাই এ থাকি। ট্রেনে করে হাওড়ায় আসি, আমার কোন অসুবিধা হয় না। কারন ট্রেন ভাড়া সস্তা। তবে অনেক সময় বাথরুমে জল থাকে না। অপরিস্কার থাকে বাথরুম তবে রেলের লোকেরা মাঝে মাঝে বাথরুম পরিষ্কার করে দিয়ে যায়। ট্রেন লেট করে ৮ ঘন্টা থেকে ১০ ঘন্টা। আবার অনেক সময় সঠিক সময় ট্রেন গন্তব্যে পৌঁছে যায়। আসল কথা হল উন্নত দেশগুলো অসম্ভব চড়া দামে ট্রেনের টিকিট বিক্রি করে।। অর্থনীতি সমন্ধে আমার জ্ঞান আছে। ভারতে দুর্নীতির ফলে অর্থনীতি উন্নয়ন ঠিক ভাবে হচ্ছে না। তাছাড়া জনসংখ্যার অসম্ভব বৃদ্ধির ফলে উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে। হর হর মহাদেব 🕉️🙏🙏
@rajarshiraychaudhuri31062 ай бұрын
@@mdas85 বিলেতের ট্রেন কিন্তু ভীষণ লেট করে মাঝে মাঝে। দামও বেশি। তার থেকে ইউরোপের ট্রেন বেটার, খরচও কম। আর ভারতের ট্রেন জার্নির যে একটা অন্য স্বাদ আছে সেটা বলাই বাহুল্য!
@SUMAN238783 ай бұрын
আপনার সাথে আবার এক অসামান্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভ্রমণ এর ভিডিও আমি উপলব্ধি করলাম সত্যি জবাব নেই আপনি যে ভাবে ভিডিও তুলেন এবং সেটা আমাদের কাছে যেভাবে presentation করেন সেটার কোন তুলনা হয় না।❤🎉 এইভাবে আপনি এগিয়ে যান।
@PrasantaBasu-sj9vk3 ай бұрын
ট্রেন জার্নি খুবই সুন্দর I তবে ভারতের ট্রেনের কিছু কিছু জায়গার বাইরের দৃশ্য এর চেয়ে অনেক ভালো যেমন উটি, এনজেপি থেকে দার্জিলিং, কালকা থেকে সিমলা, মাথেরন প্রভৃতি I আমি কয়েকমাস আগে বারামুল্লা থেকে বানিহাল ট্রেনে এসেছিলাম I বাইরের দৃশ্য অসাধারণ I আসলে কম জনসংখ্যার দেশে পরিস্কার পরিচ্ছনতা বজায় রাখা অপেক্ষাকৃত সহজ I তার ওপর আছে মানসিকতা I এপিসোডটা দেখলাম মন খারাপ করে যেহেতু পৃথ্বীজিত বাবু নেই I ভালো থাকবেন I
@saswatidey55452 ай бұрын
Sotti anobaddo. Khub valo lagche…❤❤❤❤❤❤❤ . Sotti kotha bolte every day jakhon office a lunch a bosi takhon tomar kono na kono video niya bosi, nahole lunch ta complete hoyna . Tomar kotha,tomar voice na sunle dinta complete hoyna.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SujayaNandy3 ай бұрын
সার্থক আপনার পরিশ্রম, আপনার সাথে আমরাও ঘুরে নিলাম লন্ডন শহর, আগের পর্ব গুলো মিস করেছি আজ সব একসাথে দেখব। এগিয়ে চলুক আপনার যাত্রা, আর দু চোখ ভোরে আমরাও উপভোগ করি প্রকৃতির এই রূপ।
@AditiDasgupta-fv6jv2 ай бұрын
আনকাট ই ভালো। নতুন জায়গায় গিয়ে ভালো মন্দ ----আসতে আসতে চেনা জানা ----পুরো dialectics টা উঠে আসছে। অনেক জীবন্ত। পৃথ্বিজিৎ ভাইকে আমরাও মিস করছি। লেগেপুলিং গুলিও।❤
@tapanmukhopadhyay3542 ай бұрын
Apurba train journey,khub sundar bhabe dekhalen Sibajida.onek experience holo. Prithijeet babu songe thakle aro beshi enjoy korte parten. Many many thanks for your presentation.❤❤❤❤❤❤
@namitadas43003 ай бұрын
বাংলা তে এতো সুন্দর বর্ননা শুনে খুব ভালো লাগলো। England মানেই সব কিছু English এই হবে এই ভাবনা টা থেকে বেরোতে পেরে ভালো লাগলো। অপূর্ব সুন্দর আপনার narration.অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন। পরবর্তী ভিডিও র অপেক্ষায় রইলাম।
@snehasishchakraborty59512 ай бұрын
Raw & uncut video তো edit video থেকে অনেক অনেক ভাল লাগছে, আমি চাই আগামীতে এ ভাবেই video হোক । সঙ্গে শুভ বিজয়ার শুভেচ্ছা।
@sankarparia13562 ай бұрын
আমার ও ভাগ্য ভালো আপনার দেখানো ইউরোপীয় ইংল্যান্ডের দেশ দেখছি আর অন্তরে বেশ আনন্দিত হচ্ছি আমি অনেক দিন পর আপনার বানানো ভিডিও দেখলাম, আপনার ভিডিও আমার সবসময় দেখা সম্ভব হয়ে ওঠেনা🙏।
@BrownMunde-t6o2 ай бұрын
Dada valo লেগেছে 🎉❤ Carry on আমার badhobi থাকে এডিনবার্গ. স্কটল্যান্ড এর রাজধানী ❤
@bratatimukhopadhyay83882 ай бұрын
নমস্কার । শুভ কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা নেবেন । আমি আপনার ও পৃথ্বীজিৎ বাবুর মস্ত বড় ভক্ত । চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করি । ভীষণ ভীষণ ভালো লাগে । এখন আপনার সঙ্গে ইংল্যান্ড সফর করছি, এটাই মনে মনে ভাবছি । দুর্দান্ত লাগছে । অসাধারণ একটা train journey উপহার পেয়ে । ওখানকার আকাশ বাতাস এতো ঝকঝকে তকতকে ....মন খুশিতে ভরে যাচ্ছে । মাত্র এক সপ্তাহ হলো নেপাল থেকে ফিরেছি । আমি এবং আমার পরিবার ভ্রমণ পিপাসু মানুষ । আপনার সঙ্গে সশরীরে বেড়াতে যাওয়ার ইচ্ছে রইল । তবে আপনাকে বড় ফাঁকা ফাঁকা লাগছে ...আপনার বন্ধু সঙ্গে না থাকায় । আমি মনে মনে আপনাদের দুজনকে ' মানিক জোড় ' বলি । খুব ভালো লাগে । ভালো থাকবেন । সব সময় সঙ্গে রইলাম 🙏🙏
@kantadas-md2xh2 ай бұрын
দুর্দান্ত! দারুণ ভাল লাগছে লন্ডন ভ্রমন। পৃথ্বীজিৎ দা সঙ্গী হলে ভ্রমন আরো মজার হোতো হয়ত . কিন্ত আপনি একাই একশ। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ ঘরে বসে এভাবে বিদেশ ভ্রমন করানোর জন্য। আমি স্বশরীরে কখনো গেলেও হয়ত এত সুন্দর পুংখানুপুংখ ভাবে সবকিছু দেখতে পারবনা।
@ayushsarkar0072 ай бұрын
অসাধারণ লাগছে বলার কিছু নেই, পরের পর্বের অপেক্ষা রইল ❤❤
@joydeepmukherjee13303 ай бұрын
আপনার সঙ্গে লন্ডন থেকে এডিনবরা চলে গেলাম, ইংল্যান্ডের কাউন্টি দেখতে দেখতে সঙ্গে ফাউ নর্থ সি, এই দুর্দান্ত অভিজ্ঞতা ও ভ্রমণের অংশীদার করার জন্য আপনাকে ধন্যবাদ শিবাজী দা, পৃথিজিৎ দা কে খুব মিস করছি।
@shubhankarnath75733 ай бұрын
দারুন লাগলো ভিডিওটা , শিবাজী uncle , অসাধারণ journey . & Congratulation 🎉❤👏🏻on hitting ৬ লাখ subscribe . আমরা বাবা , মা , ভাই সবাই আপনার ফ্যান , এভাবেই আপনি এগিয়ে যান !!!
@ManotoshKarmakar-d1z3 ай бұрын
শিবাজী দা, আপনার পাশের সিট টা পৃথ্বীজিত দা কে খুব মিস করছে, সাথে আমরাও❤❤ ,খুব ভালো লাগলো ভিডিও টা, একটা লাইক দিয়ে দিলাম ❤❤
@SabitaHalder-sl1es2 ай бұрын
আপনার সঙ্গে আমরাও London ঘুরে দেখা enjoy করছি । London Train journey এবং বাইরের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুব সুন্দর ।আর আপনার সহজ সরল ভাবে বক্তব্য ও ভীষণ সুন্দর । ধন্যবাদ জানাই আপনাকে এইরকম একটি সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য ।নমস্কার ঌ
@arpanchakraborty95092 ай бұрын
As usual, enjoying your London video.Missing Pritwi da specially his sharp comments on the late train journey and the extreme prices to watch their collections!! Sibaji dar voice ta maaje majee khub joriye jacche,vari vari lagche..kno bujhlam na thik.. Edinburgh r video r remaining video gulor opekkhay roilam.❤❤
@nibeditachakraborty3572 ай бұрын
চোখ জুড়িয়ে গেল। খুব ভালো লাগলো। অপরিসীম। অশেষ ধন্যবাদ। অনেক শুভকামনা। খুব ভালো থেকো।
@Moupiya863 ай бұрын
Osadharon lagche dekhte. Tomar chokh dea amra amader sad puron korchi.Mone hoche ami nijei ghurchi 😊Khub enjoy korchi tomar vdo sustho vabe ghure aso dada nd miss you Prithijeet da
@sanjaydhar38292 ай бұрын
অবর্ণনীয় সৌন্দর্য। এত পরিচ্ছন্নতা!!! ভাবতে ও অবাক লাগছে😮। ❤❤
@rajsingha73973 ай бұрын
Shibaji da,, aami Vishal boro fan apnar,,, obossoi prithrhi da ke miss korchhi,,, eto sundor video den apni sotti just vava jaena r apni je majhe majhe bole dichchen na sudhu taka bole dichhen valo lagchhe,, dada sabdhane ghoro, safely ghoro,, thanks 😊
@Misti_life3 ай бұрын
Congratulations for 600k.❤🎉🎉 tomar chokhe bidesh amrao dekhchi… darun lagche.. মন্ত্রমুগ্ধ হয়ে দেখছি শুধু। আনকাট টাই বেশি ভালো লাগছে । নর্থ সি এবং তার চারপাশ সত্যি ছবি।।
Prithijit sir ke khub miss korchi apnader misor rohosso series ta khub bhalo lageche.All the best🎉🎉🎉
@SamarpanMajumdar2 ай бұрын
"পথে এসো কাকা পথে এসো" ওফফফ, সেই মজা লাগলো। ফাটিয়ে দিয়েছেন
@vishaldey28202 ай бұрын
Jomiye rekhechilam video ta weekend e monday office kore dekhbo bole .. just oshadharon shivaji da khub bhalo laglo .. once again badly missing prithwi da😊
@sanjitdutta85363 ай бұрын
Khub sundor lag6e, ar tar sathe apnar sob ki6u bujhie bujhie bola seta aro sundor lag6e. Prithwijit da thakle aro aroooo... valo lagto. Prithwijit dar onuposthiti proti muhurte onubhob kor6i.
তুমি সবসময় অনবদ্য। এত কষ্ট করে আমাদের দেশে বিদেশে ঘোরাও, এত সুন্দর করে সব বলে বলে বোঝাও, দেখাও, তার জন্য প্রচুর ধন্যবাদ। এই journey টা এককথায় awsome। সবকিছু ছবির চেয়েও সুন্দর। ওখানে countryside এ যারা থাকে তাদের প্রতি খুব হিংসা হচ্ছে।
@pradiptapradhan10543 ай бұрын
Another entertaining vlog.. You r a good narrator, a natural one... Appreciate your hard work, research and projection... Thanx a lot.. 👌🌹
@somachatterjee84183 ай бұрын
এবার আপনার tour টা সত্যিই দারুন লাগছে খুবই উপভোগ করছি । Just তুলনা হয় না । কোনওদিন ই বোধহয় যেতে পারবো না খুব ভালো করে দেখে চলেছি । জানাই আন্তরিক ধন্যবাদ এই ভাবে আমাদের দেখানোর জন্যে । খুব ভালো থাকবেন।
@soumibiswas1602 ай бұрын
"Country roadssss take me homeee....." ei gaan ta barbar mone porchhiko.khub sundor❤
@RAAVAN007322 ай бұрын
England ar train late korle besh vlo lag6e😂 27:23 ai line ta jst darun.. Kono kotha hobe na sir❤..
@gautamkumardas19713 ай бұрын
দুর্দান্ত লাগছে ভিডিও। ট্রেন জার্নি ফাটাফাটি লাগল বিশেষ করে নর্থ সী। অপূর্ব সুন্দর লাগল। আরও দেখার অপেক্ষাতে থাকলাম।
@romichakrabarti17772 ай бұрын
Uff Ki durdanto laglo.bohudin age gechilam tai sob vule gechi.ajke apna r vlog dekhe memory fresh hoe galo.British accent Sotti khub critical.amio vugechi 😂.apnake anek thanks.
@gautamg1002 ай бұрын
বেশ ভালোই লাগছে RAW and UNCUT ভিডিওগুলো। ঠিক যেন আমার বন্ধুর ভ্রমণ দেখছি।
@TAMALBHUIYA2 ай бұрын
Osadharon obhiggota hochhe. Shibaji daa tomake dhonyobaad janabar bhasha nei. Mone hochhe London er rasta diye hete berachhi. Thanx to the infinity. "Dim Siddho Dim Sidhdhor Motoi Khete" 😅😅😂😂. Classic one
@DSTRAVELS_DEBSAHA2 ай бұрын
Oshadharon video.... Mon e hche apnar sathe amrao oi aki train e travel korchi.... Thank u for the lovely and beautiful scenes of countryside of england❤❤
Miss You Prithwijit Dada #keep going Shibaji Da. Love from Bangladesh
@SyamAdhikary2 ай бұрын
খুব ভালো লেগেছে ট্রেন জার্নির ভিডিওটা,, আমরা জীবনেও যেতে পারবো না আপনার ভিডিওর মাধ্যমে দেখে নেই
@sudiptabanerjee74213 ай бұрын
Awesome Prithijit Da ke khub Miss korchi❤❤❤❤❤
@pinaki.mukherjee2 ай бұрын
অসম্ভব ভালো আপনার ট্রাভেল ব্লগ গুলো। খুব ভালো লাগছে লন্ডন ট্যুর এর ভিডিও গুলো। এর আগে আপনাদের আফ্রিকা ট্যুর টা আমার খুব ভালো লেগেছিল। আপনার বাচনভঙ্গি অসাধারণ। তবে এই ব্লগ এ পৃথিজিৎ দা কে খুব মিস করছি। 👍
@linamukherjee66932 ай бұрын
খুবই সুন্দর হয়েছে ভিডিও টা এতো সুন্দর দৃশ্য সত্যিই অপূর্ব ভালো থাকবেন
@abhisheksinha93752 ай бұрын
Darun Laghche....England er Travel Video.....r bises kore train journey ta darun laghlo....R New Castla English Premiere League er first division er nami Football Club.....
@ananyasamanta24802 ай бұрын
এককথায় অসাধারণ অনবদ্য❤❤ আপনার চোখে লন্ডন দর্শন দারুন উপভোগ করছি।
@sudeepsanyal1433 ай бұрын
অসাধারণ শীবাজী বাবু Just Mind-blowing Please share Many more
@avinandanful3 ай бұрын
আপানার উপস্থাপনা সব সময়ের মতোই অসাধারণ। তবে পৃথ্বীজিত বাবুকে না দেখায় আনন্দটা হঠাৎ কমে যায়।
@SagarMitra-re8bf3 ай бұрын
অনেক অনেক অভিনন্দন শিবাজী দা এর পৃথিজিৎ দা ৬লক্ষ সাবস্ক্রাইবর হবার জন্য. এগিয়ে চলুন আমরা সবাই আপনাদের পাশে আছি ❤❤❤❤🥰
@sampapal45273 ай бұрын
আমার মেয়ে লন্ডন থাকার সুবাদে আমি 2বার লন্ডনে গিয়েছিলাম। লন্ডন শহরে ও তার আশপাশে খুব ঘুরেছি কিন্ত আপনার ভিডিও দেখে দারুণ লাগছে।পুরনো স্মৃতি ঝালিয়ে নিচ্ছি।Thank you.
@surojitdaspal58382 ай бұрын
Darun lagche UK series.. Ki osadharon landscape!💙 North sea awesome view. Jegulo choto belay Map globe e dekhechi geography porar somay ekhon Virtually feel korte pachi😁 Tomar Solo trip er jonnoi possible holo 😌
@atanumandal21302 ай бұрын
আপনার সঙ্গে আমরাও ইংল্যান্ড করছি। দারুন লাগছে আপনার বর্ণনা দুর্দান্ত। আপনি জেনে বসে জার্নি করছেন আমার মনে হচ্ছে পাশে বসে অভিজ্ঞতা উপভোগ করছি। আপনি ভালো থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
@nanditabiswas90712 ай бұрын
দাদা খুব ভালো লাগছে আপনার সাথে ঘুরতে। সর্বোপরি আপনার উপস্থাপনা আর গলার স্বর। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ও আর একটা কথা, আমিও আপনার সাথে খুশি হয়েছি এটা জেনে যে ওখানকার ট্রেন ও আমাদের এখানকার মত লেট করে😂 জানি এই খুশিটা কাম্য নয়, যাইহোক ভালো থাকবেন🙏
@subratachhatui42563 ай бұрын
ভিডিও গুলো পর পর একদিন ছাড়া ছাড়া দিয়ে খুব ভালো লাগলো 😊😊 10-11 দিন ভিডিও পাইনি তো 😢😢
@purnimaz91663 ай бұрын
অপূর্ব সুন্দর একটা শহর নীল আকাশ নীল সমুদ্র সব মিলিয়ে মিশিয়ে একাকার খুব সুন্দর লাগলো সত্যি ই সুন্দর শিবাজী দা ❤❤
@banerjeerajeswar0073 ай бұрын
১) ইংল্যান্ড এ ও ট্রেন লেট হয়, দেখে ভালো লাগছে 😊😊 ২) পৃথ্বী দার সিট টা ফাঁকা যাচ্ছে, দেখে ভালো লাগছে😊😊 ৩) র ও আনকাট ভিডিও, দেখতে ভালো ই লাগছে 😊😊 ALL THE BEST SHIBAJI DA & PRITHWI DA ALSO 👍👍
@ritakarmakar34012 ай бұрын
এডিনবরা যাওয়ার ট্রেন জার্নি র ভিডিও খুব ভালো লাগলো,প্রাকৃতিক দৃশ্য সুন্দর,পরিচ্ছন্ন ব্যাপার টা সত্যিই দৃষ্টি আকর্ষণ করে।আর ইন্ডিয়ান রেল নিয়ে আপনার মতামত একদম যথাযথ। আমি সম্পূর্ণ সহমত পোষণ করি,লোকসংখ্যা র বিশালতা এর একটা অন্যতম কারণ তো বটেই।তবে আপনার এবারের ভ্রমনে পৃথ্বীজিৎ বাবুর অনুপস্থিতিটা অনুভব করা যাচ্ছে।
খুব ভাল একটা এপিসোড দেখলাম। আনকাট -ই ভাল। অনেক ইন্টিমেট। এরকমই রাখুন। এর ফ্লেভারটাও ভাল, আপনার খাটনিও অনেক বেঁচে যাবে। একটা অত্যন্ত সাকসেসফুল সিরিজ হবে এটা, আশা করছি।
@MotivierendQuotes2 ай бұрын
Deep blue 💙 sky on the horizon - Unforgettable indeed - Tusi great ho - Sabash Bangali Babu ❤
@anishchoudhury16852 ай бұрын
খুব সুন্দর, অতুলনীয়।আপনার পরিশ্রম অভাবনীয়। পৃথ্বীজিৎ দাদাকে মিস করছি।
@namitachakraborty50843 ай бұрын
এই train journey করার সময় বাইরের যে অপূর্ব দৃশ্য দেখালে বিশেষ করে North sea তাতে মন ভরে গেল। আরও অনেক কিছু দেখার অপেক্ষায় রইলাম। ❤
@ArindamMandal78363 ай бұрын
অসাধারণ দাদা। আপনার সৌজন্যে কত কিছু জানতে পারছি,শিখতে পারছি আর মনমুগ্ধকর দৃশ্য গুলো দেখতে পাচ্ছি।
@alokamukherjee54432 ай бұрын
খুব ভাল লেগেছে তোমার এই ভিডিওা তোমার সব ভিডিও দেখতে ভাল লাগে, তবে বিশেষ করে এটা আরো ভাল লাগলো কারন ৬৭ থেকে ৭০ শাল অবদি ওই অনচলেই থাকতাম।Northallerton, Durham and Newcastle এর ওপর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল তখন বহু কথাই মনে পড়ে যাচ্ছিল। Thanks for the memories! পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।