অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) নিবন্ধন সমস্যা সমাধানের উপায়। Land Development Tax Registration [NEW]

  Рет қаралды 39,697

বাংলার ভূ‌মি (BD)

বাংলার ভূ‌মি (BD)

Күн бұрын

প্রিয় দর্শক, অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনার) নিবন্ধন করতে গেলে অনেক সময় কিছু জটিলতা দেখা দিচ্ছে বিশেষ করে একটি কমন সমস্যা হচ্ছে- আপনার এনআইডি/মোবাইল নম্বর ইতোমধ্যে বিদ্যমান রয়েছে। এছাড়া আপনি ভুলবশত নিজের এনআইডি ব্যবহার করে অন্যের জমির খাজনা দেয়ার জন্য নিবন্ধন করে থাকলে সেই নিবন্ধিত আইডি কিভাবে বন্ধ/ডিলেট করবেন সে বিষয়টিও অনেকের জানা নেই। এই ভিডিওটি সম্পুর্ণ দেখলে অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনার) নিবন্ধনের আরও কোনও সমস্যায় পড়তে হবে না।
অনলাইন ভূমি উন্নয়ন কর সম্পর্কে আরও জানতে নিচের ভিডিওগুলো দেখুন।
• অনলাইন খাজনার (ভূমি উন...
• মোবাইলে খাজনা (ভুমি উন...
• ওয়ারিশ সূত্রে ভূমি উন্...
• Video
• Video
mail:banglarvumi.gausulazam@gmail.com
ফেসবুক পেইজঃ / lakuazam
Contact no : 01820160001

Пікірлер: 269
@mdsajjadurrahman3358
@mdsajjadurrahman3358 Жыл бұрын
আলহামদুলিল্লাহ। ধন্যবাদ লাক্ষু সুন্দর উপস্হাপনার জন্য বাবা
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ধন্যবাদ
@md.jalaluddinrumi1667
@md.jalaluddinrumi1667 4 ай бұрын
আসসালামুয়ালাইকুম। 2024 সালে জমির রেজিস্ট্রি হয়েছে, নামজারি হয়েছে, নাগরিক কর্নার থেকে হোল্ডিং অনুমোদন নিয়ে খাজনা ও পরিশোধ করা হয়েছে, এখন কিছু লোক বলতেছে প্রথমবার খাজনা পরিশোধ করলে নাকি ভূমি অফিসে গিয়ে করতে হবে অন্যথায় বালাম বইয়ের সমন্বয় হয় না। অনলাইনে এভাবে খাজনা দিয়ে 5-10 বছর পর দেখবেন বালাম বইয়ে বাকি রয়ে গেছে সেগুলো আবার দিতে হবে এ কথাগুলো কতটুকু সত্য জানতে চাই?
@gausul_azam
@gausul_azam 3 ай бұрын
আপনার অনলাইন খাজনা রশিদ থাকলে তাতেই হবে, ভবিষ্যতে খাজনার পরিমাণ বেশি আসলে রশিদ দেখাবেন
@আইনজিজ্ঞাসাএবংসমাধান
@আইনজিজ্ঞাসাএবংসমাধান Жыл бұрын
খুবই উপকারী ভিডিও
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ধন্যবাদ
@mukulhossain4606
@mukulhossain4606 5 ай бұрын
khuv valo vai as-salamu alaikum.
@gausul_azam
@gausul_azam 5 ай бұрын
ওয়ালাইকুম আসসালাম
@anwarulhaque9238
@anwarulhaque9238 Ай бұрын
আসসালামু আলাইকুম। আমি অনলাইনে নাগরিক নিবন্ধন করেছি। এখন কি অনুমোদনের জন্য ভূমি অফিসে যেতে হবে???
@gausul_azam
@gausul_azam Ай бұрын
না,আবেদনের নিয়ম সঠিক হলে অটোমেটিক হয়ে যাবে
@maksudurrahmanshaikh6024
@maksudurrahmanshaikh6024 Жыл бұрын
জনাব, আপনার কাছে একটা প্রশ্ন নামজারির অপশনে জমির শ্রেণি জমি, ফ্ল্যাট, ইত্যাদি থাকে তো আমার মহানগর জরিপে শ্রেণি বাড়ী তাহলে আমি কোনটা দিব এখানে তো বাড়ি নেই আছে ফ্ল্যাট কিন্তু আমার তো ফ্ল্যাট না কয়েকটা রুম বিশিষ্ট বাড়ী। অনুগ্রহপূর্বক জানাবেন। অসংখ্য ধন্যবাদ
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
এখানে আপনি জমি সিলেক্ট করবেন । কারণ জমির ওপর যে বাড়ি সেটাতো পুরোটাই আপনার। আর ফ্লাটের ক্ষেত্রে একই ভবনে অসংখ্য মালিক থাকে।
@helloyoutubebangla
@helloyoutubebangla Жыл бұрын
ধন্যবাদ স্যার। আপনার কথা গুলো অনেক ভাল লাগে। আমি একজন ইউডিসি উদ্যোক্তা। আমি কি আপনার কাছ থেকে সহযোগিতা পেতে পারি ??
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
অবশ্যই ফোন -- ০১৮২০১৬০০০১
@Singpurup
@Singpurup Жыл бұрын
@@gausul_azam স্যার, আমি আপনার হোয়াটসএপে নক দিয়েছিলাম। রিপ্লে পায়নি।
@arifulkabir8778
@arifulkabir8778 Жыл бұрын
ভূমি উন্নয়ন কর ব্যবহার ভিত্তিক শ্রেণি সংক্রান্ত বিস্তারিত একটি ভিডিও করেন প্লিজ। যেমন বিনিজ্যিক শ্রেণি, কৃষি, কৃষি২, আবাসিক, শিল্প ইত্যাদি।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ধন্যবাদ
@riponahamed6204
@riponahamed6204 4 ай бұрын
ধন্যবাদ স্যার.........
@gausul_azam
@gausul_azam 4 ай бұрын
ধন্যবাদ
@latifahamid5614
@latifahamid5614 4 ай бұрын
ami ektta plot kinechilan. 2020 te eta mutation hoi. kinttu ekhon eta digital kivabe korbo? plot ta purbachol e ar ami Dhakai thaki
@gausul_azam
@gausul_azam 4 ай бұрын
আপনার ডিজিটাল লাগবে না ওই খারিজে হোল্ডিং এই খাজনা দিতে পারবেন অনলাইনে
@sadmansaleh8517
@sadmansaleh8517 Жыл бұрын
জনাব, সংস্থা কর দিতে গিয়ে সমস্যা হচ্ছে । পেমেন্ট করতে গেলে জাতীয় পরিচয় পত্র নম্বর বা জন্ম তারিখ সমস্যা লিখা আসছে। কিন্তু আগেও অন্য হোল্ডিং এর কর আমি এভাবেই দিয়েছি তখন সমস্যা হয়নাই। এখন কি nid দিয়ে সরাসরি পেমেন্ট করবো নাকি সংস্থা প্যানেল থেকে পেমেন্ট করবো। যদি বলতেন খুব উপকার হতো। হেল্পলাইন এ কল দিলে কোনো সুরাহা দিতে পারেনা
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
যার এনআইডি ব্যবহার করতে চাচ্ছেন তার এনআইডি তে কোনও সমস্যা থাকতে পারে। আপনি ওই সংস্থায় কর্মকরত অন্য কোনও ব্যাক্তির এনআইডি দিয়ে চেষ্টা করে দেখুন।
@kekasadeque3856
@kekasadeque3856 5 ай бұрын
Uttaridikar sutre khajna dear jonno ki oresan certificate attached korte hobe
@gausul_azam
@gausul_azam 5 ай бұрын
জি
@sakiburrahmansohag4243
@sakiburrahmansohag4243 3 ай бұрын
বাবার নামে জমি ছিল ছেলে নিজের নামে নামজারি করে নিছে এখন ছেলের নাগরিক আইডিতে খতিয়ান যুক্ত করতে মালিকানা নিজ নাকি উওরাধিকার কোন অপশন দিতে হবে।
@gausul_azam
@gausul_azam 2 ай бұрын
নিজ
@md.tanjilmeaziabir8981
@md.tanjilmeaziabir8981 3 ай бұрын
Online নে অন্যার জমির খাজনা পরিশোধ করার জন্য প্রতিনিধি অপশনে না গিয়ে নিজের Account থেকে করলে কি কোনো অসুবিধা হবে .??
@gausul_azam
@gausul_azam 2 ай бұрын
নিজের একাউন্ট থেকে তো দিতেই পারবেন
@jahangirchowdhury3469
@jahangirchowdhury3469 Жыл бұрын
গতবছর ১৪২৯ এর খাজনা দিয়েছি, এখন বর্তমান বছর ১৪৩০ সালের খাজনা কিভাবে দিবো, এই বছরের " দাবী " কিছু আসে না, ১৪৩০ এর টা automatic দাবী আসার কথা ? এইজন্য কি ভূমি অফিসে যাইতে হবে নাকি ? Thanks in advance
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ভূমি অফিস গিয়ে ঠিক করে নিয়েছেন।
@Shimul515
@Shimul515 Жыл бұрын
ঈদ মোবারক আমার একটা প্রশ্ন ছিল। আমি ভূমি উন্নয়ন কর দিয়ে সাথে সাথে আমার দাখিলা পেয়েছি আমার একাউন্ট হতেই। কিন্তু প্রশ্ন হলো দাখিলার নিচে চালান নং এর কোন নাম্বার নাই। শুধু চালান নং লিখে ফাঁকা। অথচ আগের বছরের অনলাইন দাখিলাতে চালান নং ছিল। এখন এটার জন্য্য কি করনীয়,চালান নং এর গুরুত্ব কতটা?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আপনার দাখিলে qr-code থাকলে কোন সমস্যা নেই
@syedhossain7603
@syedhossain7603 4 ай бұрын
জমি আমার দাদার, আমার পিতা ১৯৭৪ সালে মারা যান। এরপর দীর্ঘ সময় ম্যানুয়ালি খাজনা পরিশোধ করা হয়েছে, অনলাইন সিস্টেম চালু কর পর হতে এখন আর খাজনা গ্রহণ করছে না। পিতার নামে জমি খারিজ করা হয় নাই। বিএস খতিয়ানে সব ওয়ারিশদের নাম সঠিকভাবে উঠেছে। খাজনা দিতে চাই সমাধান কি?
@gausul_azam
@gausul_azam 4 ай бұрын
খতিয়ান যদি আপনার বাবার নাম নামে হয় তাহলে উত্তরাধিকার সূত্রে আপনার এনআইডি দিয়ে আবেদন করুন
@gausul_azam
@gausul_azam 4 ай бұрын
খতিয়ান যদি আপনার বাবার নাম নামে হয় তাহলে উত্তরাধিকার সূত্রে আপনার এনআইডি দিয়ে আবেদন করুন
@MDmehediHasan-rw7hq
@MDmehediHasan-rw7hq 6 ай бұрын
পুরোনো ভোটার কার্ড নাম্বার এর সামনে দিন/মাস/বছর নাকি শুধু বছর ইনপুট করতে হবে দয়া করে কিলিয়ার করবেন
@gausul_azam
@gausul_azam 6 ай бұрын
শুধু বছর
@raihanrahaman104
@raihanrahaman104 Жыл бұрын
বিজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার জমির অনলাইনে ভুমি কর প্রদানের জন্য নাগরিক কর্নার থেকে প্রোফাইল খুলেছি এবং পাসওয়ার্ড সেট করেছি, কিন্তু লগইন করতে গেলে মোবাইল নং এবং পাসওয়ার্ড নট ম্যাচ দেখায় এবং একাধিকবার পাসওয়ার্ড চেঞ্জ করেছি তার পরও লগইন করতে পারছিনা মোবাইল নং এবং পাসওয়ার্ড নট ম্যাচ দেখাচ্ছে। সমাধান বা কি সমস্যা হইছে বললে উপকৃত হতাম। অগ্রীম ধন্যবাদ--
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আপনি 16১২২ এ কল করুন কত নম্বর বলবেন জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তথ্যগুলো বললে সমস্যার সমাধান হবে
@ateosusanto9830
@ateosusanto9830 5 ай бұрын
স্কুলের প্রধান শিক্ষকগণ কিভাবে রেজিস্ট্রেশন করবেন। দুইটি অপশন আছে নিজ অথবা উত্তরাধিকার।
@gausul_azam
@gausul_azam 5 ай бұрын
এগুলো সংস্থা ভূমি অফিসে যোগাযোগ করে আবেদন করতে হবে
@shobujksa7257
@shobujksa7257 Жыл бұрын
আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন একটা বিষয় জানার ছিল যে যার জমি তার নামেই কি সাইন আপ করতে হয় নাকি অন্য কেউ করে কর প্রদান করা যাবে
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
যার জমি তাকেই নিবন্ধন করতে হবে আর তাকেই খাজনা পরিশোধ করতে হবে
@rlpkhoksa1761
@rlpkhoksa1761 8 ай бұрын
আসসালামু আলাইকুম ।এন আই ডি ভেরিফাই করতে গেলে এন আই ডি বিদ্যমান রয়েছে দেখাচছে ।ভেরিফাই হচছে না ।সমাধান দিবেন কি
@gausul_azam
@gausul_azam 8 ай бұрын
আপনার এন আই ডি দিয়ে পূর্বেই ভেরিফাই করা রয়েছে, আর না পারলে ১৬১২২ তে যোগাযোগ করতে পারেন
@MdArafat-z8w
@MdArafat-z8w Ай бұрын
ভাই আমার বাবার কিছু জমি আছে আনোক দিন জাবদ খাজনা দিইনি এখন খাজনা দিতে গেলে আনলাইনে আবেদন করার পর অফিস থেকে ফোন দিতেছে কেন৷
@gausul_azam
@gausul_azam Ай бұрын
আপনাকে ফোন দিলে আপনি বলবেন যে আপনারা অনুমোদন দিন আমি অনলাইনে টাকা পেমেন্ট করে দিব
@pyelghosh3411
@pyelghosh3411 Жыл бұрын
আমি অনলাইনে ভুমি কর দিয়েছি অফিসে যেয়ে NID আর মোবাইল নম্বার দিয়েছি কিন্তু আমি তো অনলাইনে দেখতে পাচ্ছি না আমার কোন পার্সওয়াড ও দেইনি এখন আমি টাকা পরিশোধ করেছি বা এর দাখিলা কিভাবে দেখবো????
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
অনলাইনে নিবন্ধন করুন তাহলে আপনার প্রোফাইলে দাখিলা দেখা যাবে
@md.emdadulhoque4043
@md.emdadulhoque4043 Жыл бұрын
আমার তিনটি মৌজায় জমি আছে। আমার NID ও মোবাইল নং দিয়ে একটি মৌজার জমি নিবন্ধন করা হয়েছে। এখন আপনার প্রদত্ত ভিডিও অনুযায়ী অন্য মৌজার জমি নিবন্ধন করতে গেলে otp আসছে না। লেখা উঠছে আপনার NID ও মোবাইল নং ইতিমধ্যে মক্রিয় রয়েছে। এ অবস্থায় আমি কি ভাবে অন্য দুটি মৌজার জমি নিবন্ধন করতে পারি? অগ্রীম ধন্যবাদ।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
নিবন্ধন একবার করলেই হয় পরে খতিয়ান সংযুক্ত করে দিলেই হবে ভিডিও ভালো করে দেখবেন
@abdullahalmamun4484
@abdullahalmamun4484 Жыл бұрын
আমার সম্যসা হলো “আপনার মোবাইল নাম্বার ইতিমধ্যে নিবন্ধিত“ আপনার কথা মতো কাজ করলাম কিন্ত আধা ঘন্টা অপেক্ষা করেও ওটিপি নাম্বার আসে না।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আপনি না পারলে ১৬১২২ কল করুন
@jaduhaque7764
@jaduhaque7764 Жыл бұрын
খতিয়ানের ঘরে কি সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান নাম্বার নাকি নামজারী খতিয়ান নাম্বার কোনটা দিতে হবে? যেমন আরএস, এসএ, ডকুমেন্টস হিসেবে কি আরএস কপি দিতে হবে নাকি ক্রয়কৃত জমির নামজারীর কপি দিতে হবে? ধন্যবাদ।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
নামজারী খতিয়ান থাকলে নামজারি দিবেন আর না থাকলে সেক্ষেত্রে আর এস খতিয়ান দিবেন। নামজারি খতিয়ান এর সাথে আর এস খতিয়ান ও স্ক্যান করে দিতে হবে
@itzwasee30
@itzwasee30 Жыл бұрын
আসসালামু আলাইকুম। আমার ফোন নাম্বার দিয়ে কে জানো একটি ভূমি উন্নয়ন করে প্রোফাইল খুলেছে সেখানে আমি লগইন করার পর দেখি ওই লোকের ছবি ওই লোকের সব কিছু কিন্তু নাম্বার আমার। এন আই ডি আরেকজনের তো এখন আমি কি করতে পারি। কিভাবে আমার টা আনবো
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
১৬১২২ - এ কল করে পরিবর্তন করতে পারবেন
@mdshohagmia1105
@mdshohagmia1105 4 ай бұрын
ধন্যবাদ স্যার
@gausul_azam
@gausul_azam 4 ай бұрын
ধন্যবাদ
@jahangirchowdhury3469
@jahangirchowdhury3469 Жыл бұрын
ভুমি অফিসে গিয়ে দাগ সেটিং করতে হবে নাকি ১৪৩০ খাজনা দেওয়ার জন্য? ১৪২৯ সালের টা দিয়েছি ওনলাইনে ।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ভূমি অফিসে গিয়ে আপনার হোল্ডিং নাম্বারটা বললেই খাজনা অনুমোদন দিয়ে দিবে
@muhammaddelowarhossain2428
@muhammaddelowarhossain2428 11 ай бұрын
ভাইয়া আমি একটি জমির খাজনা দিতে পারছি না। জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে গেলে লেখা আসে অভ্যন্তরীন সার্ভার ত্রুটি, আবার চেস্টা করুন। আমি গত ১ মাস ধরে চেষ্টা করছি নিবন্ধন করতে পারছি না। এর সমাধান কি জানেন কি। আমি মোবাইল নাম্বার নিবন্ধন করেছি পাসওয়ার্ড ও সেট করেছি কিন্তু এনআইডি নিবন্ধন হচ্ছে না।
@gausul_azam
@gausul_azam 11 ай бұрын
আপনার এনারি কার্ড কি ১৭ ডিজিটের ওয়ান সিক্স ওয়ান টুটুতে কল করে সমাধান পাবেন
@muhammaddelowarhossain2428
@muhammaddelowarhossain2428 11 ай бұрын
@@gausul_azam জি ভাইয়া আমার এনআইডি ১৩ ডিজিটের আমি জন্ম সাল শুরুতে দিয়ে ১৭ ডিজিট করে আবেদন করেও নিবন্ধন করতে পারছি না। ১৬১২২ নাম্বারে ফোন দিয়েছি কোন সমাধান দিতে পারছে না তারা
@nahidayeasmin4679
@nahidayeasmin4679 Жыл бұрын
আমার বাবার কাছ থেকে আমরা ৩ বোন ও মা যে সম্পত্তি পেয়েছি সেটা জমা খারিজ করা হয়েছে। ৪ জনের নামে একটাই খতিয়ান নাম্বার। আমরা ২০১৮ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করা আছে।এখন আমাদের অনলাইনে নিবন্ধন কি ৪ জনের আলাদা আলাদা করে করতে হবে নাকি ১ জনের নামে করতে হবে? প্লিজ একটু জানাবেন।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
১ জন
@shimulrudra3544
@shimulrudra3544 9 ай бұрын
সর্বশেষ খতিয়ান ঘরে কি নামজারি খতিয়ান নম্বরটা দিতে হবে??
@gausul_azam
@gausul_azam 9 ай бұрын
জি
@md.jalaluddinrumi1667
@md.jalaluddinrumi1667 4 ай бұрын
আর এস খতিয়ান নাম্বার দিলে কোন সমস্যা হবে?
@shimranmehedi735
@shimranmehedi735 Жыл бұрын
স্যার আমি একটা বিরাট বিপদে পড়েছি একজন লোকের খাজনা পরিশোধ করে। জমি মালিকের মধ্যে তার নাম ছিলনা কিন্তুু সে খাজনা দিতে এলে আমি তার এনআইডি আর ফোন নং দিয়ে খাজনা পরিশোধ করেছি। পরিশোধ হয়েও গেছে কিন্তুু তার প্রফাইলে কোন দাখিলা পাচ্ছিনা। দাখিলা না দিতে পারায় সে আমায় চাপ প্রয়োগ করছে। এখন কি করব স্যার যদি একটু পরামর্শ দিতেন। টাকার অংকও বড়।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
১৬১২২নম্বর ফোন অভিযোগ করুন
@lovelumia2707
@lovelumia2707 Жыл бұрын
স্যার সমাধান প্লিজ----এক খতিয়ানে তিন জন ভাইয়ের নাম রয়েছে। এখন এক ভাই চাচ্ছে তার নিজের অংশ আলাদা ভাবে নিজ নামে খতিয়ান ভূক্ত করতে তাতে তার অংশের খাজনা পরিশোধ করতে সুবিধা হবে। এখন তার করনিয় কি?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
নিজের নামে নামজারি আবেদন করতে হবে
@lovelumia2707
@lovelumia2707 Жыл бұрын
@@gausul_azam স্যার তার নামে তো খতিয়ান আছেই আবার নতুন করে নামজারির আবেদন করতে হবে? আর সেটি যদি করতে হয় তাহলে কি সূত্রে বা কোন মর্মে আবেদন দেখাতে হবে? দয়া করে জানাবেন। তবে এই বিষয়ের উপর একটা ভিডিও দিলে ভালো হতো।
@MohammedShahalam-qd5gy
@MohammedShahalam-qd5gy 8 ай бұрын
সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
@taifurtusar7089
@taifurtusar7089 2 ай бұрын
assalamu alaikum baro vai
@gausul_azam
@gausul_azam 2 ай бұрын
ওয়ালাইকুম আসসালাম
@MdAbirGazi-bt4hw
@MdAbirGazi-bt4hw 5 ай бұрын
আমার ১৪৩০ সাল প্রজন্ত দেয়া।১৪৩১ সাল খাজনা দিলে পরিশোধ দেখাচ্ছে। কমেন্টে জানাবেন ভাইয়া
@gausul_azam
@gausul_azam 5 ай бұрын
অগ্রিম প্রদান অপশনে যান
@gausul_azam
@gausul_azam 5 ай бұрын
না হলে জুলাই পর্যন্ত অপেক্ষা করুন
@ayazmahmud7239
@ayazmahmud7239 Жыл бұрын
ভাইজান আমার একটা জমির কর ২৪ বছর ধরে দেয়া হয় নাই। এখন যদি আমি এই ২৪ বছর এর কর একবারে দিতে চাই সেটা কি সম্ভব? বা কিভাবে আমি এই ২৪ বছর এর কর হাল সন পর্যন্ত পরিশোধ করতে পারি। জানালে খুব উপকৃত হবো ভাইজান
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আপনি নিবন্ধন করে খতিয়ান সংযুক্ত করুন ভূমি কর্মকর্তা অনুমোদন দিলে খাজনা দিতে পারবেন
@MDRabiulIslam-vb7eo
@MDRabiulIslam-vb7eo Жыл бұрын
স্যার নামজারি আবেদন করার Dcr টাকাটা কিভাবে সেন্ড করা হয় সেই সম্পর্কে একটা বিডিও বানানা ভাই
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
চেষ্টা করব
@Md.Ashraful-Islam-Khan
@Md.Ashraful-Islam-Khan Жыл бұрын
আসসালামু আলাইকুম । আমার মা ও ভাই এর এক খতিয়ানে খারিজ। হোল্ডিং নাম্বার ও একই। আমি তাদের nid দিয়ে আলাদা আলাদা দুটি আইডি খুলে নিবন্ধন করে খতিয়ান সংযুক্ত করে ফেলেছি।এতে কি কোন সমস্যা হবে? সমস্যা হলে আমার করনীয় কি? দয়া করে জানালে খুব উপকৃত হব।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
কোনো সমস্যা নেই
@economicsbasicmath5629
@economicsbasicmath5629 Жыл бұрын
খতিয়ান অন্তর্ভুক্ত করার পর বাতিল লিখা আসতেছে। বাতিলের কারণ পূর্বে ম্যানুয়েলি অনুমোদন করা হয়েছে, এরকম লিখা আসতেছে। করণীয়??
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আপনার খতিয়ান আগেও অনুমোদন করা ছিল। ০১৮২০১৬০০০১
@husainahmed7316
@husainahmed7316 Жыл бұрын
আমি নিবন্ধন করার সময় ভুল নাম্বার দিয়ে ফেলেছি ফলে অন্য একজন অপরিচিত লোকের কাছে ওটিপি চলে যাচ্ছে , এখন আমি আমার মোবাইল নাম্বার ও ভোটার আইডি কার্ড দিয়ে ঢুকতে পারতেছি না আর ওই লোকও ওটিপি নাম্বার দিচ্ছে না এখন আমি কি করতে পারি?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
16122 এই নাম্বারে কল করে প্রোফাইল টা ডিলিট করে নতুন করে নিবন্ধন করতে পারবেন
@TigerCan-i6e
@TigerCan-i6e 6 ай бұрын
আমি ভুলে আমার বাবার এনআইডি এর পরিবর্তে আমার এনআইডি দিয়ে দিসি এখন বাবার এনআইডি কিভাবে সংযুক্ত করবো। খতিয়ান বাবার নামে
@gausul_azam
@gausul_azam 6 ай бұрын
আপনার বাবার এনআইডি দিয়ে আরেকটা ফোন নাম্বার দিয়ে নতুন করে একাউন্ট খুলুন
@Sohanur-Rahman.
@Sohanur-Rahman. Жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার। যার নামে খাজনা দেওয়া হবে কিন্ত তার কোন মোবাইল নেই প্রতিনিধির নম্বর দেওয়ার পর প্রোফাইলটি প্রতিনিধির নামে তৈরী হইছে।এক্ষেত্রে মালিকের নামে প্রোফাইল করার উপায় কি। জানাবেন একটু। ধন্যবাদ।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
১৬১২২ কল করে সংশোধন করে নেন
@md.shahinurislam6506
@md.shahinurislam6506 Жыл бұрын
স্যার,আর এস খতিয়ান বিক্রেতার নামে।আমার বাবা নামজারী না করেই মারা গেছে। এখন আমি বিক্রেতার নামে খাজনা দিয়ে আমার নামে নামজারী করতে চাই।দয়া করে একটু জানাবেন উপায় কি? এখন আমার আইডি দিয়ে বিক্রেতার নামের খতিয়ান কি এন্ট্রি করে হোল্ডিং আবেদন করা যাবে ?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আপনার বাবার দলিল দিয়ে ওয়ারিশ সূত্রে নামজারি করে নেন। ০১৮২০১৬০০০১
@horidashkumardebnath6104
@horidashkumardebnath6104 Жыл бұрын
পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি অনূগ্রহ করে জানাবেন। ম্যানুয়ালি পূর্বে খাজনা দেয়া হয়েছে। কিন্তু অনলাইনে ১৪০২সাল হতে পরিশোধ করতে হচ্ছে। উপায় কি অনূগ্রহ করে জানাবেন।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
পাসওয়াড ভু‌লে গে‌ছেন অপস‌নে ক্লি করুন
@razeeb82
@razeeb82 Жыл бұрын
আমার মোবাইল নাম্বার ভুল বলছে কি করতে পারি
@hasanimam6209
@hasanimam6209 Жыл бұрын
স্যার, গতকাল আমার আম্মার কেনা জমির ডিসিআর পেমেন্ট করা হয়েছে। এখন আমি হোল্ডিং নম্বর কিভাবে পাব এবং খাজনা কিভাবে পরিশোধ করব, দয়া করে জানাবেন।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আগে ভূমি অফিস গিয়ে হোল্ডিং করে নিন। এরপর খাজনার জন্য নিবন্ধন করুন।
@md.shafikulazam4504
@md.shafikulazam4504 Жыл бұрын
Online land tax payment kora pore reg: mobile number change kora jabe kina janaben. Online holding entry hoyace bangla 1428 year.
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
যাবে। আপনি ১৬১২২ এ কল করে সহায়তা নিন্ ওনারা মোবাইল নম্বর পরিবর্তন করে দিবে। বাংলা ভাষা ইংলিশ দিয়ে লিখবেন না, নিজের ভাষাকে ছোট করবেন না। প্রয়োজনে english - এ কমেন্ট করবেন। sorry for say this.
@jewelpalit3019
@jewelpalit3019 Жыл бұрын
ক্রয়সূত্রে দলিল মূলে কিনা জমির এখনো নামজারি করা হয় নি,তাই খারিজ খতিয়ান ছাড়া নাগরিক কর্ণারে নিবন্ধন করতে পারবো ? দলিল দাতার রেকর্ডীয় বি এস খতিয়ান ব্যবহার করে নিবন্ধন করা যাবে?স্যার আপনার পরামর্শ আশা করি।প্লিজ রেস্পন্স মি।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
েআগে নামজারি করে নেন। 01820160001
@jewelpalit3019
@jewelpalit3019 Жыл бұрын
@@gausul_azam দাখিলা ছাড়া নামজারি আবেদন এপ্রুব করে না।
@fazlerabbifaruk7042
@fazlerabbifaruk7042 Жыл бұрын
আমি একটি মিস কেস করেছি গত ০৪/০৯/২০২২ তারিখে। সার্ভেয়ার সাহেব আমার ফাইল টা আটকিয়ে রেখেছে। এসি ল্যান্ড স্যার কে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। এখন আমি কিভাবে প্রতিকার পাবো???
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
একটি মিস কেইস নিষ্পত্তির জন্য এসিল্যান্ডকে ৯০ দিনের সময়সীমা বেধে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে উর্ধতন কর্তপক্ষের কাছে অভিযোগ করতে পারবেন।
@asaduzzaman6518
@asaduzzaman6518 Жыл бұрын
ভাই ধন্যবাদ,,, ভাই ভূমি অফিসে জমি নিবন্ধন বা খাজনা দেওয়ার জন্য প্রসেসিং করে তারা ৫০০০/৭০০০/১০০০০ করেও টাকা নেয়,,,কেনো ভাই,,,জানাবেন প্লিজ ভাই
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
খাজনা নিবন্ধন অনুমোদনে টাকা চাইলে এসিলেন্ট UNO কাছে অভিযোগ করুন
@Sportsofficial36060
@Sportsofficial36060 4 ай бұрын
স্যার এটি কী ফোনের মাধ্যমে করা যাবে?
@gausul_azam
@gausul_azam 4 ай бұрын
জি
@ripondebnath7966
@ripondebnath7966 Жыл бұрын
apply korci . kintu holding e atkai ache.. holding dite koto din somoy lage
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ভূ‌মি কর‌মো করতার সাথ‌ে যোগা‌যোগ করুন
@MdSaifulislam12820
@MdSaifulislam12820 Жыл бұрын
এসমাইলি খতিয়ানের অংস আছে দশজনের অংশ আচে একজনের অংশ দিতে পারব স্যার
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
না
@monirulislam5956
@monirulislam5956 Жыл бұрын
নিবন্ধন ছাড়াই এনআইডি ও মোবাইল নং দিয়ে কর পরিশোধ করেছি এখন নিবন্ধন করতে পারছিনা...?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
সার্ভার সমস্যার কারণে সমস্যা হতে পারে আবার চেষ্টা করুন
@shamimreza-ok2st
@shamimreza-ok2st 6 ай бұрын
স্যার খতিয়ান ফাইল আপলোড করতে পারছিনা।unable to complete due to low memory দেখাচ্ছে।কি করতে পারি?
@gausul_azam
@gausul_azam 6 ай бұрын
এক এমবি আর বেশি পিডিএফ ফাইল আপলোড করা যায় না
@osman-tb7le
@osman-tb7le Жыл бұрын
স্যার আসসালামু আলাইকুম। আমি একজন দোকানদার। আমি কি আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে নাগরিক নিবন্ধন একাউন্ট খুলে কাস্টমারদের কাজ করে দিতে পারব? প্লিজ সহযোগিতা করুন।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
না। যার জমি তার আইডি দিয়ে নিব্ন্ধন করবেন।
@jeamulbdall7303
@jeamulbdall7303 Жыл бұрын
স্যার যার জমি তার আইডি কার্ড নেই। সে ব্যক্তি মৃত্যুবরণ করছে তার ওয়ারিশরা কিভাবে কর দেবে
@MasudRana-un9ez
@MasudRana-un9ez Жыл бұрын
এটা আইডি কার্ডের কয়টি নাম্বার সেভ করা জায় বা একটা নাম্বার চেঞ্জ করা জায় কি? যদি জায় তাইলে দেখাবেন
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
১৬১২২ কল করে চেস করুন
@sifulislam6433
@sifulislam6433 Жыл бұрын
ভাই খতিয়ান নাম্বার ও হোল্ডিং নাম্বার ভুলহলে কি? খাজনা অনলাইনে নিবন্দন হবে?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
না
@RakibulIslam-vm7fi
@RakibulIslam-vm7fi Жыл бұрын
১ টা সিমের নাম্বার দিয়ে আমার পরিবারের ৪ জন সদস্যের নামে খারিজকৃত জমির খাজনা পরিশোধের অনলাইন নাগরিক নিবন্ধন করা যাবে?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
না একজনের নিবন্ধন একটাই
@msc.mizanmizan987
@msc.mizanmizan987 Жыл бұрын
যৌথ খতিয়ান হইতে সুধুমাএ একজনের কর দেওয়া যাবে কিনা ?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
যাবেনা
@rafiqmojumdir
@rafiqmojumdir Жыл бұрын
ভাই আমি ভুমি অফিস গেয়ে খাজনা আদায় করে কিন্তূ খাজনা রশিদে কর্ম কর্তার সই নেয়া হয় নাই না নিলে চলবে
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
সমস্যা নাই। স্বাক্ষর নিলে ভালো।
@milonhasan5366
@milonhasan5366 6 ай бұрын
Nice
@gausul_azam
@gausul_azam 6 ай бұрын
Thanks
@mdsaidulkhan9439
@mdsaidulkhan9439 Жыл бұрын
sir,আমি ভুল বসতো এনআইডি কার্ড দিয়ে নাগরিক কনার একাউন্টটি খুলে ফেলেছি এখন করনীয় কি কিভাবে বাতিল করব প্লিজ বলবেন
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
16122 তে কল করে ভুল সংশোধন করে নিন
@abdurrahmankhan6864
@abdurrahmankhan6864 Жыл бұрын
Asslamo alaykum oyarohomatolah owabarakato sir kamon asan sir babar nid deya kamon kory kajna nibondon rejgation korbo sir plz akta video deben plz sir help me
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
kzbin.info/www/bejne/gXyYhGZsqpx7h6c
@mohammedrahman6457
@mohammedrahman6457 Жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার আমরা প্রবাশে থাকি যারা বিদেশে থাকি আমেরিকাতে অথবা অস্ট্রেলিয়াতে তাদের ফোন নাম্বার তো কোন কাজ করে না তারা কিভাবে পড়বে যদি একটু ডিটেইলস জানালে ভালো হতো
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ধন্যবাদ
@jowelmia4704
@jowelmia4704 Жыл бұрын
স্যার জমির জন্য অনলাইনে নামজারি আবেদন করলে সেটা কি কার্জকর হবে
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
অবশ্যই হবে
@myenjoytime
@myenjoytime Жыл бұрын
ভাইয়া, অনেক সময় দেখা যায় পাসওয়ার্ড দিতে গেলে পাসওয়ার্ড নেয় না । সে ক্ষেত্রে কি করতে পারি ?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
সার্ভারের সমস্যা হতে পারে
@MdRipon-kw3wk
@MdRipon-kw3wk Жыл бұрын
স্যার আমার বাবা ৪৫ বছর দোরে জমি কিনে বাড়ি কোরেছে কিন্তু দলিল করতে পারিনি ঐ বাড়ির জমি দলিল অন্নের নামে এখন আমি কি বাবে খাজানা দিবো আমি কি ঐজমি খাজনা দিতে পারবো
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
খতিয়ান আপনার বাবার নামে হলে পারবেন নাহলে পারবেন না
@MdRipon-kw3wk
@MdRipon-kw3wk Жыл бұрын
স্যার আমার বাড়ির জমি টা কি বাবে ঠিক করা যায় আমকে একটু পরামর্শ দেন
@QuoteQuest-InspireAndAspire
@QuoteQuest-InspireAndAspire Жыл бұрын
আমার বাবা ও মা এর আলাদা আলাদা জমির খাজনা আমি কিভাবে দিতে পারি? নিবন্ধন কি আলাদা দুইটা নাগরিক কর্ণার খুলে করতে হবে?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আপনার বাবা জীবিত না মৃত আগে সেটা জানতে হবে
@QuoteQuest-InspireAndAspire
@QuoteQuest-InspireAndAspire Жыл бұрын
@@gausul_azam সবাই জীবিত
@nasim.ahmed44444
@nasim.ahmed44444 Жыл бұрын
আইডি কাড নেই। জন্ম নিবন্ধন কাড দিয়ে দিয়ে জমির খাজনা দেওয়া জাবে ??
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
না
@parvinakter2544
@parvinakter2544 Жыл бұрын
নিবন্ধন হচ্ছে না বিদ্যমান বলতেছে ওটিপি এর ওখানে নাম্বার দিলে নাম্বার সঠিক নয় বলতছে এখন কি করবো?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
১৬১২২ কল করুন
@biddut6037
@biddut6037 Жыл бұрын
ভাই আমার জমির একাধিক মালিক, তার মধ্যে আমার জমির অংশে দাবি ০ দেখাচ্ছে, এবং পরিশোধ অপশনে আসছে সব মালিক এবং অন্য মালিকদের নাম দেখাচ্ছে, তাহলে আমি আমার নামে কিভাবে দাখিলা কাটব?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আপনার নামে ভূমি উন্নয়ন কর পরিশোধ থাকলে দাবি শুণ্য দেখাবে। আপনার খুব বেশি প্রয়োজন হলে সকল মালিক সিলেক্ট করে সমুদয় জমির খাজনা পরিশোধ করনি। এতে রসিদে প্রথম মালিকের নাম দিয়ে গং আসবে। আপনার কাজ হয়ে যাবে।
@alauddinalauddin8305
@alauddinalauddin8305 Жыл бұрын
ভাই আমি নামজারি খতিয়ান পেয়েছি এই খতিয়ানে হোল্ডিং নাম্বার দেওয়া হয়নি।কিভাবে হোল্ডিং পাব, প্লিজ জানাবেন
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ইউ‌নিয়ন অ‌ফি‌সে গি‌য়ে হো‌ল্ডং খুলতে হ‌বে
@alauddinalauddin8305
@alauddinalauddin8305 Жыл бұрын
ভূমি উন্নয়ন কর সিস্টেমে নিবন্ধন করে খতিয়ান আপলোড করেছি পাঁচ দিন হলো এখনো হোল্ডিং এন্টি দেয়নি কি করবো একটু জানাবেন
@worldgame2183
@worldgame2183 Жыл бұрын
১ টি খতিয়ানের মালিক ৫ জন তাদের ১ জন আনলাইনে খাজনার আনুমোদন করায় নিছে কিন্তু খাজনা পরিশোধ করে নি এখন আমি আবেদন করলে তারা আনুমোদন দিচ্ছে না কেনো
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
এসিলেন অফিসে যোগাযোগ করুন।
@worldgame2183
@worldgame2183 Жыл бұрын
@@gausul_azam আমি জমির হোল্ডিং নম্বর জানি এখন আমি জদি সরাসরি nid card দিয়ে খাজনা পরিশোধ করি তাহলে কি আমার নামে হবে নাকি যে ব্যাক্তি আনুমদন দিছে তার নাম হবে???
@AbdulMannan-jt9ig
@AbdulMannan-jt9ig Жыл бұрын
স্যার আমার পক্ষে সম্ভব নয়,আমি কি ভূমি অফিসে গিয়ে খাজনা দিতে পারবো?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
না
@HafsaMunjireen
@HafsaMunjireen Жыл бұрын
পারবেন।
@mohammedrahman6457
@mohammedrahman6457 Жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার আমরা প্রবাশে থাকি যারা বিদেশে থাকি আমেরিকাতে অথবা অস্ট্রেলিয়াতে তাদের ফোন নাম্বার তো কোন কাজ করে না তারা কিভাবে পড়বে যদি একটু ডিটেইলস জানালে ভালো হতো Thank you
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
প্রতিনিধি হিসেবে আবেদন করতে পারেবন।
@sakibmamun3760
@sakibmamun3760 Жыл бұрын
মৃত পিতার নামে নাগরিক নিবন্ধন করা যাবে কিনা ? কারণ তার নামে খতিয়ান আছে খাজনা দিতে হবে সেজন্য
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আপনার পিতা জীবিত না মৃত মৃত হলে বারের সূত্রে করতে হবে আর জীবিত হলে আপনার বাবার নামেই করতে হবে
@mdhabibgazi5399
@mdhabibgazi5399 Жыл бұрын
আমি ১৯৯৫ সালে জমি ক্রয় করেছি। কোন খাজনা পরিশোধ করিনি এবং কোন খাজনা রশিদ নেই। এখন আমি বকেয়া খাজনা পরিশোধ করতে চাচ্ছি।এখন কি ভাবে করবো একটু জানালে উপকৃত হবো।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
বর্তমান রেকর্ডে দেখেন আপনার নাম আসছে কিনা যদি আসে তাহলে সেখান থেকে সরাসরি খাজনা দিতে পারবেন। আর না থাকলে আপনি খারিজ করে নিয়ে তারপর খাজনা পরিশোধ করতে পারবেন
@mdibrahimhossin3420
@mdibrahimhossin3420 6 ай бұрын
Tanx
@gausul_azam
@gausul_azam 6 ай бұрын
ধন্যবাদ
@ridwanimam3927
@ridwanimam3927 Жыл бұрын
ভাই অনলাইন আবেদন হয় না নায়েব কে টাকা না দিলে হয় না
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আপনার হোল্ডিং যদি আটকায় রাখে তাহলে এসিল্যান্ড ও ইউএনও কাছে অভিযোগ করুন
@Mehedihasan-th2fb
@Mehedihasan-th2fb Жыл бұрын
সাউন্ড কোয়ালিটি খুব ভালো
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ধন্যবাদ
@JahangirHossain-qn5ci
@JahangirHossain-qn5ci Жыл бұрын
মোবাইল নাম্বার ভুল হয়েছে এবং যেটা গেছে ইনভ্যালিড মোবাইল নাম্বার এখন করনীয় কি?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
১৬১২২ এ কল করুন
@MD.MehediHasan-o9c
@MD.MehediHasan-o9c Жыл бұрын
২০.৫ এখানে কতটুকু জমি বোঝাচ্ছে জানাবেন প্লিজ ভাই।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
এর পরে কি একর লেখা নাকি শতক??
@MD.MehediHasan-o9c
@MD.MehediHasan-o9c Жыл бұрын
২০.৫ মানে কি সাড়ে বিশ শতাংশ জমি বোঝাচ্ছে নাকি তায় জানতে চায়ছি আপনার কাছে?
@abdulzalil9615
@abdulzalil9615 Жыл бұрын
আমার বাবা প্রায় ৩০ বছর আগে মারা গেছে আইডি কার্ড নেই অনলাইন করব কিভাবে বা খাজনা দিব কি ভাবে দয়াকরে জানাবেন
@charles_editz77
@charles_editz77 Жыл бұрын
আপনি মালিক হয়ে খাজনা দিবেন
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ওয়ারিশ সুত্রে
@monirhossaine-xs9yu
@monirhossaine-xs9yu Жыл бұрын
ভাই নাগরিক কর্নারে নিবন্ধন করতে গেছিলাম কিন্তু ওটিপি আসে না কি করতে পারি
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
সার্ভারের প্রবলেম হতে পারে।
@saaia1858
@saaia1858 Жыл бұрын
স্যার খাজনা প্রদান করেছি কিন্তু রসিদ ডাওনলোড করি নাই। কিভাবে রশিদ ডাওনলোড করবো?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আপনার প্রোফাইলের দাখিলা অপশনে গেলে রসিদ পেয়ে যাবেন।
@muradhasan8339
@muradhasan8339 Жыл бұрын
স্যার, শিল্পপ্রতিষ্ঠানের খাজনা কিভাবে দেব। কিভাবে নিবন্ধন করব??
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড সেট করে নিন। এরপর ওই আইডি দিয়ে লগইন করে নিবন্ধন করতে পারবেন।
@ashrafulislamraju2288
@ashrafulislamraju2288 Жыл бұрын
স্যার লিজের জমির কর কি দেওয়া যাবে?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ম্যানুয়ালি দিতে হবে
@forkanahmed2560
@forkanahmed2560 Жыл бұрын
অনলাইনে রেজিষ্ট্রেশন করার সময় মোবাইল নাম্বার ভুল হয়ে গেলে কি করব..?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
16122Coll korun
@badalbiswas-qq4cl
@badalbiswas-qq4cl Жыл бұрын
জমির বন্টন নামা ছাড়া অন লাইনে খাজনা দিতে পারব কি?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ওয়ারিশ সূত্রে দিতে পারবেন।
@MdrashidaliAli
@MdrashidaliAli Жыл бұрын
১৯৮০ সালের আগের দলিল কি এখন খারিজ করা যাবে। ।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
৮০ সালের পরে আপনার ওখানে রেকর্ড হয়নি।
@JuwelRana-nk7oe
@JuwelRana-nk7oe Жыл бұрын
আইডি কার্ডে এক নাম খতিয়ানে আরেক নাম নিবন্ধ করব কি ভাবে জনাব
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
আপনি নিবন্ধন করে ভূমি অফিসে যোগাযোগ করুন
@belalmashud951
@belalmashud951 Жыл бұрын
ইমেইল আই ডি না থাকলে/দিলে কি কাজ করা যাবে না?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
সমস্যা নাই।
@s.m.tofazzelhussain83
@s.m.tofazzelhussain83 Жыл бұрын
প্রবাসীদের নামে রেজিষ্ট্রেশন করা জমি প্রবাসীর পাসপোর্ট নং এবং রংগিন ফটোকপির মাধ্যমে ই নামজারির আবেদন গৃহীত হয় না। ভূমি অফিসার হিসাবে আপনার কাছেএসে সঠিক, বাস্তব ও গ্রহণযোগ্য উপদেশ পাইলে উপকৃত হইব।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
প্রিয় দর্শক, প্রবাসীরা প্রতিনিধির মাধ্যমে নতুন ফরমে সহজেই আবেদন করতে পারবে। আমার এই ভিডিওটিতে বিস্তারিত দেখিয়েছি। লিংক- kzbin.info/www/bejne/oqfUgq1um9eZq80
@utpal806
@utpal806 Жыл бұрын
পাসওয়ার্ড সেট সংরক্ষণ হচ্ছে না। সমাধান প্লিজ।
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
১৬১২২ কল করুন
@songramijibon69kk6
@songramijibon69kk6 Жыл бұрын
আমি কি সে জমির কর অনলাইনে আদায় করতে পারব?
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
অনলাইনে দিতে গেলেও ইউনিূয়ন ভূমি সহকারী কর্মকর্তার অনুমোদন লাগবে।
@fashionicon51
@fashionicon51 Жыл бұрын
একের অধিক মৌজায় জমি থাকলে নিবন্ধন কিভাবে করতে হবে
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
নিবন্ধন একবারে করতে হবে খতিয়ান আলাদা করে যোগ করতে হবে
@Shimul515
@Shimul515 Жыл бұрын
যাদের এন আইডি নাই,সেই মালিকরা নিবন্ধন করবে কিভাবে??
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
এটা নিয়ে চিন্তাভাবনা চলছে
@songramijibon69kk6
@songramijibon69kk6 Жыл бұрын
আসসালামু আলাইকুম, স্যার আমার নিজের নামে 10 শতক জমি দলিল হারিস রেকর্ড আছে, এখন সে জমির সাথে আমার ভাইয়ের পাঁচ শতক জমি আছে, এবং দাগ নম্বর একি সিরিয়ালে আছে, আমার ভাই পাঁচ শতকের কর বা খাজনা দিয়ে দিয়েছে, আর আমার দশ শতক জমির খাজনা দিতে গিয়েছিলাম, কিন্তু ভূমি অফিসের কর্মকর্তা আমাকে বলেছে আপনি খাজনা দিতে পারবেন না, কারণ আপনার ভাই আপত্তি জানিয়ে রাখছে, অথচ এই জমি আমার নিজের ক্রয় করা জমি, উত্তরাধিকার সূত্রে না, এখন আমি কিভাবে হাজনা আদায় করব, জানালে উপকৃত হব স্যার
@gausul_azam
@gausul_azam Жыл бұрын
ভাই আপত্তি দিলে আপনার জমির খাজনা বন্ধ থাকবে না। আপনি এসিল্যনা্ড/ইউএনও এর নিকট অভিযোগ করতে পারেন।
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 129 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 99 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 129 МЛН