Thank you. You brought back old memories for me. My Father was posted here when I was 6 years old, now I am a senior citizen 😊
@debnathbasu267211 ай бұрын
খুব ভালো লাগলো। দারুন। অনিন্দ্য বাবুর এই হাসির কোন জবাব নেই। অসাধারণ।
@ujjaldikpoty27211 ай бұрын
কৌশানীতে গান্ধী আশ্রমে ছিলাম। ওনাদের view point দেখার মত।
@sumanwithmani13733 ай бұрын
Booking ki vabe hoy gandhi ashram e
@sudeshnachakraborty266611 ай бұрын
Kaushanir sun set sotti asadharan.
@subhodasgupta596711 ай бұрын
অপূর্ব.... ঘোরা জায়গা গুলো মনে হচ্ছে আবারও গেলাম
@susmitagomes18111 ай бұрын
Darun laglo ei video ta,eto sundor prakritik drishya mon bhore gelo.
@anitaroychowdhury226711 ай бұрын
Khub bhalo pine ghera Kausanj.Chokh r mon bhore galo.Apnar uposhapona r songe prokriti jano mile mise ak hoye jai.Bhalo thakben.
@pueroy177111 ай бұрын
Khub sundor.....apnader video dakhea nijeder purono ghorar koth mone poregelo
@amit-ultimatetravelmaniac199811 ай бұрын
আমরা নভেম্বরের শেষে পুরো কুমায়ুন ঘুরে এসেছি। কৌশানীতে কেএমভিএন এর কটেজেই ছিলাম। আপনার ভ্লগ দেখে স্মৃতি তাজা হয়ে উঠলো। সবচেয়ে ভালো লাগল লক্ষ্মণজীকে দেখে। পুরো ট্রিপে উনিই আমাদের সারথী ছিলেন। খুবই ভালো মানুষ।
@AnindyasTravelogue11 ай бұрын
বাঃ দারুণ ব্যাপার তো !! সত্যিই লক্ষণজী দারুণ একজন মানুষ 🌹❤️
@sankardas274011 ай бұрын
আপনাদের সাথে আমি ও কুমায়ুন ঘুরছি। আপনাদের অনেক ধন্যবাদ।
@manishachakraborty229011 ай бұрын
So much detailing...khub sundor kaushani...ekhono dekha hoyni...dekhi kobey jetey pari...
@bedatroyibagchi557711 ай бұрын
একেবারে মুগ্ধ হয়ে দেখলাম।🌟🌟🌟🌟🌟
@pinkighosh157411 ай бұрын
খুব ভাল লাগল,অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের জন্য
@samratbanerjee908311 ай бұрын
Mountain peaks are just fabulous the entire green views are awesome and the way you describe is too good and very informative also.
@TheAkc11 ай бұрын
নতুন করে কিছু বলার নেই, প্রত্যেকটি vidieo অসম্ভব ভালো।
@AnjanRoy-iw2df8 ай бұрын
Scenic beauty of RANIKHET nd KAUSHANI is like picture perfect.
@subhasishbhattacharya40376 ай бұрын
দারুণ দাদা। আমিও গিয়েছিলাম মার্চ এর শেষে। কৌসানির গান্ধি-আশ্রম তো অপূর্ব!
@jayatidas409811 ай бұрын
দু চোখ ভরে দেখলাম,মন ভরে গেল। অপূর্ব প্রকৃতি বার বার ছুটে যেতে প্রাণ চায়।❤ বুবু ম্যাডাম আপনার কোট এর সঙ্গে স্কার্ফ খুব সুন্দর লাগছিল ❤
খুব খুব ভাল লাগল কৌশানী কে। সুন্দরী যাকে বলে। তার সঙ্গে রাগ এর সঙ্গত অসাধারণ।
@AnjanRoy-iw2df8 ай бұрын
And your video quality plus narration is wonderful.
@sannitipathak487311 ай бұрын
প্রকৃতি অপূর্ব সুন্দর।
@niveditaghosh177311 ай бұрын
অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। অসাধারণ ফোটোগ্রাফী। তার সংগে অনবদ্য উপস্থাপনা দুজনের। বহুদিন আগে গান্ধী আশ্রমে থাকার স্মৃতি মনে এল। সত্যিই এখান থেকে পর্বত শৃজ্ঞগুলি দর্শন এখনও মনকে টানে। বৈজনাথ মন্দির দেখা হয়নি। আপনাদের সংগে এই মন্দির দর্শন ও বিভিন্ন পৌরানিক তথ্য জানার সুযোগ হল। খুব ভাল লাগল। অনেক ধন্যবাদ জানাই। খুব ভাল থাকবেন দুজন।
@AnindyasTravelogue11 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
@paragdutta7808Ай бұрын
আঠারো বছর আগে গান্ধী আশ্রমে তিনদিন ছিলাম। প্রবোধ কুমার সান্যাল এর লেখা দেবতাত্মা হিমালয় পড়ে গান্ধী আশ্রমে থাকার ইচ্ছা ছিল। মন ভরে গেছিল। ওই চা বাগানে বসে চা খেয়েছিলাম। অবশ্য মুন্সিয়ারী যায়নি। আগামী বছর যাবার ইচ্ছা। আপনার এই ভিডিও আমার খুবই কাজে লাগলো। 👌👌👌
@AnindyasTravelogueАй бұрын
অনেক ধন্যবাদ 🙏
@NabanitaSarkar-bp4qs11 ай бұрын
Khub bhalo laglo, sklei susth Thakur thanks all
@nilaykumarbhattacharya459311 ай бұрын
শিব পার্বতীর বিবাহ স্থলটি দেখার অপেক্ষায় ছিলাম। অনেক অনেক বছর আগে কৌশানী দেখেছি। খুব সুন্দর লেগেছিল তখন। এখনও লাগল আপনার ক্যামেরার মধ্যে দিয়ে।
@AnindyasTravelogue11 ай бұрын
Thank you 😊
@poulamisain427411 ай бұрын
Khub Khub valolage uncle apnader video. uposthapona ta Onoboddyo❤❤❤❤
@amitbanerjee103211 ай бұрын
শান্ত, নিস্তব্ধ, সুন্দর।
@surajitdutta819311 ай бұрын
Khub bhalo lagche. Porer porbo er opekkha te roilam
@jayasreedas95211 ай бұрын
।।।। ।। ।।পাহাড়ি শহরের পথে ঘুরে বেড়াতে দারুন ভালো লাগে কৌশানি এক কথায অসাধারণ লাগলো অনাশকতি দারুন মন ভালো রাখার জায়গা ওখানে দুদনডবসে থাকলে যাবতীয় চিন্তা ভাবনা থেকে দুরে থাকা যায় বৈজনাথ মন্দির ও খুব সুন্দর সবাই তো আমরা সব জায়াগায় যেতে পারিনা আপনাদের মাধ্যমে আমি অনেক জায়গায় ঘুরে নিলাম আমার ও বেড়ানোর ঝুলি বেশ বড় ।ধন্যবাদ ।
@AnindyasTravelogue11 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@sonalibanerjee906011 ай бұрын
দারুণ দারুণ ভালো লাগলো দাদা ভিডিও টা 🙏🙏
@swatisarkar364711 ай бұрын
এত ভালো লাগে আপনার ভিডিও যে কি বলব। খুব ভালো থাকবেন আপনারা ❤
@subratadey702711 ай бұрын
খুব সুন্দর করে বর্ণনা করেছেন।
@Biswajitgoswami28811 ай бұрын
অসাধারণ উপহার এই এলাকার কথা বইতে পড়েছিলাম আপনি দেখালেন
Bhalo lagche,22 years age kausani geyechilam,Gandhi asram e chilam,purono smriti romanthan holo
@niveditabanerjee891811 ай бұрын
আহা স্বর্গের কাছাকাছি।তার সাথে যোগ রাগ । বুবুদি কি energetic
@AnindyasTravelogue11 ай бұрын
Thank you 🥰
@sudeepghosh875211 ай бұрын
Tomake o Kakima ke Osonkhyo Dhonyobaad Anindya Kaku eto Apurbo video ti er jonye!!! Short and crisp and excellent presentation!!! ❤️❤️❤️
@AnindyasTravelogue11 ай бұрын
Thank you 😊
@durlovghosh930911 ай бұрын
Beautiful Kousani
@sharmilabasak154811 ай бұрын
Asadharan apurbo. Khub bhalo laglo
@tathagatadasgupta11 ай бұрын
হে প্রকৃতি তোমার অনুপম রূপের ডালি সাজিয়ে তুমি বসে আছ । যে ইচ্ছে তুলে নেবে এই সৌন্দর্য, তুলে রেখে দেবে স্মৃতির মণিকোঠায় । প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সাহায্য আমাদের যে সব ব্যাক্তি করে চলেছেন অনিন্দ্য বাবু তাদে অন্যতম । অসাধারণ চিত্রগ্রহণ এর মাধ্যমে কৌশানির অপূর্ব রূপ আমাদের কাছে এলো । এত সুন্দর স্থান পরম সুন্দর ভাবে তুলে ধে ধরেছেন তিনি । আজকের এই প্রতিবেদন তাই অসামান্য । মুন্সিয়ারি র অপেক্ষায় রইলাম ।
@AnindyasTravelogue11 ай бұрын
অসংখ্য ধন্যবাদ জানাই 🙏 ভালো থাকবেন 🌹
@richabanerjee941711 ай бұрын
Khub bhalo laglo dadabhai boudi ❤❤
@amitapaul270111 ай бұрын
Photography Daruun
@ranendragayen9169Ай бұрын
Amra kousani Anashakti Ashrame a chilam. APONAR SATHE AMI EKMOT. This is the best place in Kousani. The Sunset is beautiful here.
@AnindyasTravelogueАй бұрын
Exactly 👍
@atrighoshhazra726411 ай бұрын
খুব সুন্দর
@BarnaliMukherjee-ii9in11 ай бұрын
Sunrise ta darun laglo ..
@som345011 ай бұрын
সিরিজ নিয়ে বলার ভাষা নেই,তবে যেটা আমার ভালো লাগে সেটা অনবদ্য ডিটেলিং আপনার। খুবই সমবৃদ্ধ হই।
@swarnadipdey431611 ай бұрын
কর্মসূত্রে উত্তরাখন্ড এ থাকার জন্য এই ভিডিও গুলো আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ ।
@sampachakraborty386511 ай бұрын
অপূর্ব দৃশ্য। মন ভরে গেল।
@susmitlahiri774911 ай бұрын
Excellent natural views. Enjoyed this vlog very well. Stay well. Thank you. From Cooch Behar town.
@AnindyasTravelogue11 ай бұрын
Thank you 🙏
@rumapalit987211 ай бұрын
ভীষণ ভালো লাগলো ।👌
@TamasiBanerjee5 ай бұрын
Khub sundor kono kata habe na bose
@SmitaSarkar11 ай бұрын
Apnar uposthapona eto sundor je manash bhroman Sarthak hoye Jai.Thanks a lot to both of you.
@AnindyasTravelogue11 ай бұрын
Thank you ❤️
@dipankarbag823011 ай бұрын
দুর্দান্ত। দারুন উপস্থাপন❤
@saikatdandapath121811 ай бұрын
Vlog ta khub darun laglo
@ankitabanerjee694011 ай бұрын
আমরা 2022 এর গরমকালে এই জায়গাগুলি ঘুরে এসেছি। সবচেয়ে সেরা লেগেছে মুন্সিয়ারি ওখান থেকে সমস্ত পিক গুলি খুব ভালো দেখা যায়। আমরা সব জায়গাতে kmvn এর গেস্ট হাউস গুলিতেই ছিলাম। পাতাল ভুবনেশ্বরে যাবেন খুব ভালো লাগবে।❤
@TanimaKar-i5m29 күн бұрын
আচ্ছা মার্চ বা এপ্রিলে গেলে কি ভালো ভিউ পাবো,চূড়া গুলো তে কি বরফ থাকবে
@biswanathchakraborty71111 ай бұрын
Darun laglo.....Amar priyo ...
@sabyasachisarkar438211 ай бұрын
খুব তথ্যমূলক ভিডিও । বেড়াতে যেতে গেলে এইরকম গাইডেন্স দরকার হয়। আমার ঐ অঞ্চলে যাবার ইচ্ছা অনেকদিনের। এই ভিডিওটায় সাহায্য হবে । ধন্যবাদ।
@dilipghosh322211 ай бұрын
অপূর্ব সুন্দর হিমালয় পর্বতের দৃশ্য। আপনার উপস্থাপনা ও খুব সুন্দর
কৌশানি…. আমার ভীষণ পছন্দের জায়গা… দু’বার গিয়েছি, ছিলাম কে এম ভি এন-এ… ❤ ঢেউ খেলানো পাহাড়ের ঘুম ভাঙিয়ে সূর্যোদয় দুর্দান্ত লাগল… কৌশানির ইতিহাস,পাইন গাছের সারি, কোশি নদী আর অনাসক্তি আশ্রম থেকে দেখা ত্রিশূল, নন্দাঘুন্টি, চৌখাম্বাসহ বরফাবৃত হিমালয়ান রেঞ্জ যা ১৮০ ডিগ্রী বিস্তারে … উফ্! ভোলার নয়… দারুণ সুন্দর ভিডিও হয়েছে গান্ধী আশ্রমের❤ চা বাগানটিও ভালো লাগল…❤খুব সুন্দর হয়েছে বৌদির স্কার্ফটি…পকেট ওয়ালা❤ বৈজনাথ মন্দির, গোমতী নদী, মন্দিরের স্থাপত্য ও ইতিহাস অসাধারণ উপস্থাপন করেছেন দাদাভাই… আপনার ভিডিওর এটাই বিশাল পাওয়া যা দেখে ও শুনে সমৃদ্ধ হই… চেনা জায়গা আরও নতুন ভাবে চিনতে সাহায্য করে… অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল দাদাভাই ও বৌদির জন্য এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য❤
@AnindyasTravelogue9 ай бұрын
Thank you so much 🌹 এইভাবেই সঙ্গে থাকবেন ও উৎসাহিত করবেন ❤️
@nabajyotisikdar578511 ай бұрын
Khub soondor location gulo Sir. Videography is simply superb here also 🙏🙏🙏
@atasipal585311 ай бұрын
Khub bhalo laglo dada
@shwetaachakroborti577511 ай бұрын
Absolutely loving this Koushani series. But if you want to see leaning temple, please visit Sambalpur's Huma temple.
@bhromontrishna11 ай бұрын
খুব ভালো লাগলো আজকের পর্ব। আরও একটু দীর্ঘ হলে ভালো হতো।
@tanmoymajumdar345611 ай бұрын
সুন্দর লাগলো।
@debikachattopadhyay972411 ай бұрын
Asadharon❤❤❤❤
@kajolbasu424911 ай бұрын
Refreshed my memories...amra kousani te krishna mount view te chilam....1999 a ...khub kom hotels chilo .raat a cheeta r sound O paychilam...bubu tor stoll ta khub sundor ho a che.....keep posting
@AnindyasTravelogue11 ай бұрын
Thank you 😍
@mondiraghoshgolpo11 ай бұрын
Mam has different aura which I said before also. She also has a very good sense of humor. Enjoyed this video! Love from Bangladesh.🌼
@AnindyasTravelogue11 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@jharnabhaumik350411 ай бұрын
Asadharan bhalo laglo. Apni o Bubu Mam travel agency khulun. Amra wait korte thaklam. Asadharan blog.
@AnindyasTravelogue11 ай бұрын
Thank you 😊
@10-anindyasundarghosal_7_h211 ай бұрын
Durdanto laglo.
@manasidutta678311 ай бұрын
Khoob sundor lagche
@arpitamitra858211 ай бұрын
খুব সুন্দর লাগল। এই দিকটা আমাদের যাওয়া হয় নি ।আপনাদের বর্ণনা খুব ভাল। আর ভিডিও খুব সুন্দর। সঙ্গে থাকার ইচ্ছে রইল ।
Osadharon video dada. Apni eto sundor kore sob bujhiye bolen, erokom kore kono vlog e keu eto detail dite paren na.
@tanmoybanerjee328311 ай бұрын
কৌশানী তে জেলা পঞ্চায়েত ট্যুরিস্ট রেস্ট হাউস থাকার জন্য অসাধারণ। এটি গান্ধী আশ্রমের পাশেই। থাকা ও খাওয়ার রেট বেশ স্বাভাবিক।
@a.chatterjee31066 ай бұрын
আমি প্রথম যখন কৌশানি চা খাই, অভিভূত হয়ে গিয়েছিলাম। খুব সুন্দর একটা হালকা গোলাপের গন্ধ ছিল, এবং স্বাদে দার্জিলিংয়ের চেয়ে কোনও অংশে কম নয়। এরপর স্থানীয় দোকানে খুঁজেও পাইনি। আমার সিকিমের টেমির চাও খুব পছন্দ করি।
@indranisaha487411 ай бұрын
Another mind blowing video with enchanting views 🎉 khubh shundor lagche each and every place has their significance our history and culture is so rich... 👌 👍 eagerly waiting for next video 😊 take care and best wishes 🎉