সুমন ভাই , আপনি আমাদের বাংলাদেশের গর্ব । জীবনে হয়তো কোন দিন যেসব বস্তু দেখতে পারবনা তা আপনার ভিডিওর মাধ্যমে দেখে সত্যি মুগ্ধ হই । আপনার দীর্ঘায়ু কামনা করি । একজন শিক্ষকের সন্তান যে আদর্শবান হন তাঁর উদাহরণ " আপনি" ।
@SHUVRODEVSARKAR-2 жыл бұрын
বাংলা কথাশিল্পীর রাজা শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় , যার লেখায় বাংলার সমাজ, মানব জীবন, প্রেম, বিচ্ছেদ,ভালবাসা ফুটে উঠেছে প্রতিটি লেখায়, যা চিরকাল একই থাকবে। সশ্রদ্ধ প্রনাম হে গুনি জন, সুমন ভাই আপনি বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাকে এভাবে কেউ উপস্থাপন করে নি। ভালবাসা অবিরাম।
@syedhabib6362 жыл бұрын
@timirdasgupta94272 жыл бұрын
Darun Laglo
@subratabiswas_77972 жыл бұрын
কিন্তু খুবই অবাক হ্ই, যখন দেখি এক মহেশ ছাড়া আর কোন লেখাতে মুসলিম ভাই বোনেদের নিয়ে কোনো লেখা নেই। যদি থাকে জানালে উপকৃত হব।
@MRKISHANDEBNATH2 жыл бұрын
@@subratabiswas_7797 Likha hole expose hoye jabe tuo Tai uni lekin ñii
@tapandebbanerjee19862 жыл бұрын
.
@narasinghapaira85492 жыл бұрын
দাদা আমি শরৎচন্দ্রের এই বাড়িতে গেছি। কেয়ারটেকার ভদ্রলোক খুব ভালো মানুষ। আপনাকে আমাদের অরন্যসুন্দরী ঝাড়গ্রামে আসার আমন্ত্রণ রইল।
@kamruzzaman60962 жыл бұрын
শরৎচন্দ্র চট্রোপাধ্যায় একজন দেশপ্রেমিক ও বাঙলাদেশের গ্রামাঞ্চলের ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ গুলোর জীবনের গল্পের কথা গুলো তিনি দরদী সহমর্মি স্বভাবের ভাষায় লিখেছেন। ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাইকে।
@safatsdiary85202 жыл бұрын
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏 প্রিয় সালাউদ্দিন সুমন ভাই সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা 💖
@amiruddinmallick46632 жыл бұрын
পুরোনো স্মতি।অসাধারণ আবেগ ঘন। মনে হোল সশরীরে উপস্থিত হয়ে দর্শণ করছি কবির স্মৃতিবিজড়িত সুন্দর এই বাড়ীটি। উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ।
@ytforro Жыл бұрын
কবি ?!
@VlogTheWanderer2 жыл бұрын
আমার অন্যতম প্রিয় কথাসাহিত্যিক শরৎ বাবু❤️। তার বাসভবনের ভিডিও দেখে আমি আপ্লুত। আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। 💝
@d.chakrovarti80592 жыл бұрын
যারা ধর্ম, বর্ণ, গোষ্ঠীর বাধা অতিক্রম করে মানবতার জন্য কাজ করতে পারে তারা প্রকৃতপক্ষে পূজ্য। শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাদের একজন।
@brewedmeditation28862 жыл бұрын
এটা আপনি হিন্দু সম্প্রদায়ের তাই বললেন, কোন মুসলিমের কাছ থেকে এরূপ বক্তব্য পাওয়া অসম্ভব। মুসলিমরা শুধু বোঝে কিভাবে মন্দির ভাঙতে হয় এই যেমন নড়াইলে হল দু'দিন আগে
@Alquranoxygen2 жыл бұрын
সে কেমন ছিল জানিনা। তবে ভারতে যা করে মোদি সরকার তাতে হিন্দুদের ধর্ম সম্পর্কে কিছু তো বোঝা যায়।
@d.chakrovarti80592 жыл бұрын
@@Alquranoxygen কি কি বোঝা যায়? Please explain.
@subratatv68752 жыл бұрын
আপনি ঠিক বলেছেন
@commodusmeridius47182 жыл бұрын
Then let's unite two Bengal What you say.
@pranoychatterjee23272 жыл бұрын
শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটো গল্প ও উপন্যাস তো সবাই পড়েছি কিন্তু তাঁর বাসভবনে সামনেই আমার বাড়ি এটা আমাদের সকলের গর্ব।
@Mogahiuhehem2 жыл бұрын
সব মানুষের চোখে র জল একই রকম লোনা, সব মানুষের সহজ সরল হাসিতে মুক্তো ঝরে। পশু, পাখি, কীট, পতঙ্গ---সব নিয়ে ই আমাদের জগত.... কথা শিল্পী র প্রতি টি লেখা য় সেই দরদ, সবার প্রতি সম্মান ফুটে উঠেছে।অ সংখ্য প্রনাম তাঁকে। শুভেচ্ছা রইল সুমন ভাইয়ের প্রতি। আরো ভালো ভিডিও করে সমৃদ্ধ করুন আমাদের।
@anjabatalimali38832 жыл бұрын
অমর কালজয়ী কথা শিল্পী র বসত বাটি নিয়ে অসাধারন ! প্রতিবেদন, ধন্যবাদ আপনাকে সুমনদা।
@juthikadey42632 жыл бұрын
প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ রইলো যে এমন কথাসহিত্যিক এর বাসস্থান আমাদের সামনে উপস্থাপনের জন্য। আমরা এই দেশে থেকেও যারা যেতে পারছিনা তাদের জন্য আপনি এতো দূর থেকে এসে আমাদের সামনে তুলে ধরছেন।
@subhajitkarmakar51032 жыл бұрын
নমস্কার দাদা। আমি হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে দেখছি।আপনার ভিডিও গুলি খুব ভালো লাগে।সবথেকে ভালো লাগে এটা দেখে আপনি কিভাবে সমস্ত মানুষের সঙ্গে নির্দ্বিধায় মিশে যান।
@smrityroy47782 жыл бұрын
আপনার উপস্থাপনায় মনে হলো আমিও যেন স্বয়ং দেখে এলাম। অসংখ্য ধন্যবাদ।
@sandipbasu37952 жыл бұрын
সুমনভাই, এটা আপনার করা সেরা এপিসোড গুলির অন্যতম। আপনার মনের মাধুরী নিংড়ে এই এপিসোড আপনি করেছেন। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আপনার কৈশোরে কতখানি দাগ কেটেছে, এই এপিসোড করার নিষ্ঠায় তা আপনি প্রকাশ করেছেন। অসাধারন লাগল, ভুপেন হাজারিকার গানটির উল্লেখ করার সময় আমার চোখে জল এসে গেছে। এই এপিসোড যারা দেখবে তারা কখনোই ভূলতে পারবে না। এক অসীম শান্তির অনুভূতি। আঃ..
@redlight66512 жыл бұрын
টিক বলেচেন দাদা আমি সিলেট তেকে দেকচি আর বাবচি একসময় আমরা সবাই এক সাতে চিলাম হিন্দু মুসলিম সবাই ভাই ভাই হিসাবে চিলাম কিন্তুু একন ও আমরা একি আচি সুদু ভেবদান একটা কাটাতার কিন্তুু আমার মনে কুনু বডার নাই কারন ও পারের বাংগালিরা ও আমার ভাই দুয়া করি বাল তাকবেন আল্লাহ হাফেজ❤️❤️🇧🇩🇧🇩🇮🇳🇮🇳
@saikotbabu55072 жыл бұрын
আহ ভিডিও টা দেখে কি যে অনুুভূতি লাগতেছে তা বলে বোঝাতে পারবোনা।ছোটবেলায় কত বই পড়েছি এই কবির।সত্যি তার বাড়িতে দেখে মনটা ভরে গেলো।ইনশাল্লাহ কোন একদিন হয়তো তার বাড়িতে দেখার সুযোগ হবে।
@rizwanaakhter97652 жыл бұрын
শরৎচন্দ্র 'কবি'?!🤔
@majumdera0052 жыл бұрын
তিনি শুধুই লেখক।
@archusukanya2 жыл бұрын
শরৎ চন্দ্র একজন উপন্যাসিক, ছোটো গল্পকার , তিনি কখনও কবি নন।।
@himangshuroy84212 жыл бұрын
শরৎচন্দ্র তোমায় প্রণাম । তুমি এত বছর আগে ও তখনকার সমাজের বর্ণভেদ প্রথা ও জাতপাতের দোহাইকে অগ্রাহ্য করে তোমার মানবিকতা দিয়ে সমাজের সাধারণ মানুষকে সেবা করে গেছ। তোমার অপরাজেয় সাহিত্য কর্মের জন্য তোমাকে বারবার স্মরণ করি।
@khans80182 жыл бұрын
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আমার বাড়ি থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে,,অনেক বারই গিয়েছি,,শরৎ বাবু মানে আবেগ,লেখা গুলো আজও অমর
@@jpas480 howrah stn thaka Bagnan ba daulti stn a nama toto kora sarat babur bari
@ashrafulalam23742 жыл бұрын
আমি আজও দেবদাস হয়ে আছি শরৎবাবুর প্রেমে, সুমনভাই আপনার জন্য শুভকামনা রইলো
@AbulKalam-km2ld2 жыл бұрын
সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ, সুদূর বাংলাদেশ থেকে এ ধরনের প্রতিবেদন জনসমক্ষে তুলে ধরার জন্য,
@Shreyasv2 жыл бұрын
অসাধারণ প্রতিবেদন,আপনার ভিডিও টি থেকে উৎসাহ নিয়ে আমিও খুব শীঘ্রই একটি ভিডিও বানাব শিলংয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ওপরে❤️🙏
@sakhabiswas9753 Жыл бұрын
সত্যি অসাধারণ একটি ভিডিও উপহার দিলেন।
@BillalHossain7G2 жыл бұрын
ঐদিন আপনার রিপ্লাই পেয়ে অনেক খুশি হয়েছি এবং রাতের ঘুমটাও ভালো হয়েছে 🙂 অসম্ভব চমৎকার ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ। জানি ধন্যবাদ দিলেও কম হবে তারপর কৃতজ্ঞ ❤️
@sibpadasarkar1382 жыл бұрын
যতদিন বাংলা সাহিত্যে থাকবে, ততদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির অন্তরে বেঁচে থাকবে।
@howladeranwarhowlader4262 жыл бұрын
শরৎবাবু আমার পছন্দের প্রথম শ্রেণীর একজন লেখক। শৈশব কৈশরে তার অনেক সাহিত্য পড়েছি। আজকে আপনার মাধ্যমে তার শেষ বয়সের আবাসস্থল এবং সমাধি দেখে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ।
@sharotbanik97462 жыл бұрын
প্রিয় "লেখক"সর্বদা জাগ্রত থাকবেন সকল পাঠকের অন্তরে অন্তরে।
@animashsarkar74872 жыл бұрын
সালাহউদ্দিন ভাই আমাদের বাংলাদেশের গর্ব 🇧🇩🇧🇩🇧🇩
@sanjoybiswas82092 жыл бұрын
শরৎচন্দ্র আমার একটা প্রিয় লেখক। নিয়তির মুচকি হাসি আর দেবদাস আমি কতবার পড়েছি নিজেই বলতে পারব না। ভিডিওটা দেখে ভালো লাগলো
@ashokechakraborty39502 жыл бұрын
শ্রী শরত চন্দ্র চট্টোপাধ্যায়, বাংলার অমর কথা শিল্পীকে শসধ্র প্রণাম 🙏🙏🙏
@nayonmollik45202 жыл бұрын
ধন্যবাদ সুমন ভাই আপনাকে, আপনার মাধ্যমে প্রিয় লেখক এর বসত বাড়ি এবং তার সম্পর্কে অজানা অনেক তথ্য জানতে পারলাম। ❤️❤️❤️❤️
@Santanu_Das72 жыл бұрын
খুব ভালো লাগলো।মন একেবারে শান্ত হয়ে গেল।
@SoumittroBiswas2 жыл бұрын
সুমন ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ভাষা খুজে পাচ্ছি না। শরৎ চন্দ্র চট্টোপাধ্যয় আমার সবচেয়ে প্রিয় একজন সাহিত্যিক। উনার লেখা "শ্রীকান্ত" উপন্যাসটি আমার সবচেয়ে প্রিয় উপন্যাস। এই সম্পূর্ণ এপিসোডটি বিস্ময়াভূত হয়ে দেখলাম। অনেক অনেক শুভ কামনা ভাই। একদিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যয়ের বাড়িতে যান সম্ভব হলে।
@mdrashedbepary33412 жыл бұрын
ইতিহাসের অনেক নিদর্শনেই হয়তো বইয়ের পাতায় থেকে যেতো যদিনা সুমন ভাই না থাকতো। ভালোবাসা জানবেন প্রিয় ভাই।
@citizen_journal2 жыл бұрын
কী সুন্দর জায়গা ! আহা মনে হয় যেন প্রকৃতি ডানা মেলে ধরেছে । যাদের সুতোয় বাঁধা দুই বাংলা তাদের মধ্যে অন্যতম হলেন শরৎ চন্দ্র চট্যপাধ্যয় । (বাংলাদেশ)
দাদাভাই আপনার কথা, উপস্থাপনা ব্যাক্তিগত ভাবে ভীষন ভালো লাগে,আর দুই বাংলাকে এক হতে দেখি, আপনার ব্লগ ভিডিওর মাধ্যমে 👍💕। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই ভাবেই এগিয়ে যান। আমি হাওড়া জেলায় থাকি, কিন্তু আজ অবধি অপরাজেয় কথাশিল্পী লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে যেতে পারিনি, তবে যাবো তো অবশ্যই 🌼,
@shyamalpaul48448 ай бұрын
একজন মহান কথাশিল্পীর বাসস্থান দর্শন করে অনেক অনেক আনন্দ পেলাম মনে ❤ এই ভিডিওটির জন্য সুমন ভাই আপনাকে অশেষ ধন্যবাদ🎉
@pankajdasgupta93222 жыл бұрын
দুর্দান্ত কাজ করেছেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুমন।
@mandiradas4602 жыл бұрын
দারুন সুন্দর ভিডিও ।চোখের সামনে অতীতের চমৎকার একটি ছবি ফুটে উঠল অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই পুরোনো দিনের কতোকথার ছবি চোখের সামনে এনে দিলে ।
@sumanroy48422 жыл бұрын
Ami khub besi apnar content dekhi ni.. But day by day apnar content dekhe mugdho hcchi.. Khub valo upostapak apni... Keep it up.
@md.asaduzzamam80 Жыл бұрын
কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে যাঁরা বাঁচিয়ে রেখেছেন, তাঁদের প্রতি রইলো আমার অনেক অনেক শ্রদ্ধা। ধন্যবাদ সালাউদ্দিন সুমনকে সুন্দরভাবে আমাদের শরৎ বাবুকে তুলে নিয়ে আসার জন্য।
@tarunjash10192 жыл бұрын
খুব সুন্দর একটা প্রতিবেদন । অনেক কিছুই জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@subalchandrahalder59882 жыл бұрын
কি সুন্দর লাগলো ভাষায় প্রকাশ করা যায় না, আপনাকে অনেক ধন্যবাদ
@musicaljourneywithkajal96862 жыл бұрын
খুব ভালো লাগল।অসাধারণ উপস্থাপনা। বরেন্যশিল্পীকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।
@অপার্থিববিশ্বাস2 жыл бұрын
সালাউদ্দিন ভাই অন্তরের ভালোবাসা নেবেন। আপনার উপস্থাপনাও সুন্দর আপনার উপস্থিতি ও সুন্দর।
@pal1520012 жыл бұрын
আমার বাড়ির খুব কাছের একটি জায়গা, বহুবার নিজের চর্মো চক্ষু দিয়ে দেখেও সুমন ভাই এর চোখ দিয়ে দেখার মজাই আলদা। খুব সুন্দর হয়েছে ভিডিও টা। ভালো থাকবেন।
@ShayonKumar-x3j5 ай бұрын
আমার প্রাণের লেখক,আবেগের,বিদ্রোহের,সংস্কারের,জাগরণের,প্রেমের,সাম্যের পথ নির্দেশক।আমি ধন্য,তার চেতন,মনন,মুক্তির পন্থা পেয়ে।আমার বাসায় প্রত্যক বছর ১৫ সেপ্টেম্বর প্রিয় লেখকের জন্মদিন পালিত হয়।কেকটার উপড় সুন্দর করে লেখা থাকে SHARAT BABU,,একবার এক দোকানী আমাকে প্রশ্ন করে বসেন,এত সুন্দর নামটা কার? নিশ্চয় আপনার ছেলের??শুনে ভাষা হারিয়ে ফেলেছিলাম।মুখ ভরা হাসি ও ঘাড় নেড়ে উত্তর দিয়েছিলাম।আমার বাংলা মায়ের অমৃত সন্তান,অমর কথাশিল্পী শরৎ বাবু।
@koushikdas78082 жыл бұрын
বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি নিয়ে একটা ভিডিও করুন।
@sagorkhanvlog2 жыл бұрын
আপনার পরিচয়
@koushikdas78082 жыл бұрын
@@sagorkhanvlog ইংরেজি সাহিত্যের একজন ছাত্র বলতে পারেন।
@hussainreko2 жыл бұрын
আমরাও চাই
@rahmanreshad49092 жыл бұрын
মাইকেল হালা ফ্রান্সে পুটু মারা খাওয়ার পর বাংলা নিয়া তার এতো পিরীতি কেনো হইসিলো কইতে পারেন?
@sohelgomes97812 жыл бұрын
ঠিক, বলছেন,
@manasdebnath3202 жыл бұрын
Khub bhalo lglo... apnar uposthapona r o sundor kore day... apnar sathe ekbar dekha korar eccha roilo...
@subrataghosh99492 жыл бұрын
আমার জেলা মেদিনীপুর কত সামনে আপনি আসলেন ❤️❤️❤️❤️ ধন্যবাদ মেদিনীপুর জেলা ভ্রমণ করার জন্য
@prakashsamanta55492 жыл бұрын
সুমন দা পূর্ব মেদিনীপুর খেজুরি থানার হিজলি শরিফ আর দীঘা,ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগরের বসত ভিটা দেখতে আসবেন।
@sanjoybiswas82092 жыл бұрын
হরে কৃষ্ণ রাধে রাধে হে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এই ধরাধাম এর মাঝে, শরৎ বাবুকে আরেকবার ফিরিয়ে দাও এই বিশ্ব দরবারে বাংলা ইতিহাস তুলে ধরার জন্য শরৎ বাবু আপনি যেখানেই থাকুন আপনা বিদেহী আত্মার শান্তি কামনা করি হরে কৃষ্ণ রাধে রাধে
@ppdy57849 ай бұрын
Momotar Bangla dekhe uni heart fail korten. Vaggis arek bar jonmaben na.😄😄😄😄😄😄😄😄😄
@shajeurrahmanorpon60072 жыл бұрын
আপনার ভিডিও গুলো এত অভূতপূর্ব ভাষায় প্রকাশ করার মতন নয়। ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর একটি প্রতিবেদন উপহার দেওয়ার জন্য❤️
@ajitmandal37742 жыл бұрын
অসাধারণ পরিবেশন খুব ভালো লাগলো l শরৎ চন্দ্র আমার সবচেয়ে প্রিয় লেখক l
@blusky47322 жыл бұрын
অনেক ধন্যবাদ সুমন ভাই, আপনার মাধ্যমে কালজয়ী লেখক তার নিবাস দেখার সৌভাগ্য হলো।
@rituldas88992 жыл бұрын
আমি পূর্ব মেদিনীপুরে থাকি অথচ কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়ি দেখা হয়ে ওঠেনি ।আপনার ভিডিও র মাধ্যমে দেখার সৌভাগ্য হল ।আপনার সব ভিডিও দেখি ,আমি আপ্লুত আপনি আমাদের দেশে এসে ভিডিও বানাচ্ছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য। মেদিনীপুরে এসেছেন একবার দীঘা দেখে যাবেন। আপনার মতামত জানালে খুব খুশি হতাম।
@mdshankarroyroy2544 Жыл бұрын
আমরা মধ্যবিত্ত পরিবারের লোক টাকা খরচ করে যেয়ে দেখার মত ক্ষমতা আমাদের নেই তাই অল্প টাকায় ইউটিউবে দেখে খুব ভালো লাগে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাই আলাউদ্দিন সুমন ভাইকে যার মাধ্যমে আমরা দেখতে পারি
@md.mahbubulalam86442 жыл бұрын
শরৎচন্দ্র আমার হৃদয়ের কথা লিখেছেন। উপস্থাপকের প্রাঞ্জল উপস্থাপনা চমৎকার।
@tarikahmed85442 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আমার সব চেয়ে প্রিয় লেখক এর বাড়ী দেখাবার জন্য ।
@ajitchowdhury493710 ай бұрын
শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে আমার গভীর শ্রদ্ধা ও প্রনাম জানাই।তিনি সাহিত্যিক হয়ে আবার আমাদের মাঝে ফিবে আসুক, স্রষ্টার কাছে এই মিনতি রইল।
@kakalimandal14232 жыл бұрын
সুমন ভাই তোমাকে অনেক ধন্যবাদ এই সুন্দর উপস্থাপা করার, মনটা ভরে গেলো
@Shangfx082 жыл бұрын
দাদা আপনি আমার বাড়ির পাশেই এলেন ওই কাছেই আমার বাড়ি, খুব মনটা খারাপ করছে যে একবার আপনার সাথে দেখা করতাম। আসলে আপনার ভিডিও আমি ভীষণ দেখি আর আপনার কথাবার্তা গুলো বেশ মন ছুঁয়ে যায়। তাই জানিনা আর কখনো আসবেন কিনা, যদি কখনো দেখা হয় দাদা তোমায় জড়িয়ে নেবো। তুমি ওতো দূর থেকে এলে আর আমি জানলাম না এইটা আমার জীবনের সবচেয়ে কষ্টের। সুমন দাদা ভাই যদি কখনো আবার তোমার সন্ধান পাই আমি তোমার সাথে দেখা করবো এটাই আমার একটা আশা জমিয়ে রাখলাম।
@sumi18892 жыл бұрын
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, ভীষণ ভালো লাগলো। ভালবাসা আপনার জন্য ❤️❤️❤️
@sahebdeysarkar62932 жыл бұрын
নমস্কার দাদা। আপনি দুই বাংলার সংস্কৃতিকে যেভাবে তুলে ধরেন আপনার ভিডিওর মাধ্যমে তা সত্যিই প্রশংসার দাবী রাখে। অনেক ধন্যবাদ আপনাকে। ❤❤❤
@ChandanDas-sn1dg2 жыл бұрын
খুব ভাল লাগল। ইতিহাসের তথ্য তুলে আনার জন্য ধন্যবাদ
@s.dmusic.31 Жыл бұрын
খুব সুন্দর উপস্থাপন দাদা ❤️❤️উপস্থাপনটা দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল।🌼🌼
@dilonshohel2 жыл бұрын
ভিডিওটি খুব তথ্যবহুল ছিল। ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলাম। ধন্যবাদ অ্যাডমিন এমন সুন্দর একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য 🌹
@bhaskarmazumder58712 жыл бұрын
UNIQUE,. Lucky enough to see the view of Saratchandra 's village and home through you, Thanks to U ,
@etcetc13519 ай бұрын
দাদা আপনার উপস্থাপনা খুবই ভালো লেগেছে আপনার মাধ্যমে আমরা শরৎচন্দ্রের বাড়ি দেখতে ফেলাম ধন্যবাদ ।
@jibonmahato36672 жыл бұрын
সুমনদা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার খুব পছন্দের একজন লেখক। আপনার ক্যামেরার মাধ্যমে তার বাসভবন দেখতে পারব সত্যি আমি ভাবতে পারিনি। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏🙏🙏
@nooresiddique89812 жыл бұрын
অপুরুপ, আসাধারন আমার সুমন ভাইএর ভিডিও। আরঅ এগিয়ে যাক।।
@basudebdas1002 жыл бұрын
Very nice, very happy to see the programme. Thank you.
@singerrotno57082 жыл бұрын
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, সত্যি খুব খুশি হয়েছি,এই ভিডিও পেয়ে, ভালো থাকবেন সব সময়।
@malabikachakraborty60232 жыл бұрын
আহা, দারুন লাগলো দাদা, আপনার সৌজন্যে দেখতে পেলাম অমর কথা শিল্পী শরৎ চন্দ্রের বাড়ী
@subhadipgoswami71342 жыл бұрын
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের দেশের গর্ব এবং আমার সৌভাগ্য হয়েছিল ওখানে যাওয়ার।। আপনার পরিচালনা সত্যিই অসাধারণ 🙏
@MominMia-h1f8 ай бұрын
Absolutely right❤Many thanks ❤
@mrigankshidas78392 жыл бұрын
দাদাভাই এর আগে আমি এই বাড়ির উপরে blog দেখেছি ।কিন্তু আপনার চোখে আজ দেখলাম ।আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার অনুভূতি ।ভালো থাকবেন ।
@arindommallick53302 жыл бұрын
সবার প্রথম মনে পড়ে রামের সুমতি লালু মহেশ বড়দিদি আজও মনে দাগ কাটে আমাদের গর্ভের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দিপুদার ভিডিও তে দেখলাম তোমার শরীর খারাপ এখন কেমন আছো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা
@SalahuddinSumon2 жыл бұрын
এখনো পুরোপুরি সেরে উঠতে পারিনি। আমার জন্য আশীর্বাদ করবেন।
@atiqchowdhury39012 жыл бұрын
@@SalahuddinSumon apnr bondu infertility dr r sathe ki babe jogajog kora jbe?
@SalahuddinSumon2 жыл бұрын
@@atiqchowdhury3901 +91 87683 37638
@SalahuddinSumon2 жыл бұрын
+91 87683 37638 dr. Satinath Mandal
@sufisujon2 жыл бұрын
কী যে অপূর্ব ভালোবাসা অবিরাম রইলো প্রিয় সুমন ভাই ❤️🇧🇩🙏
@joyeetaskitchen2 жыл бұрын
অনেক ধন্যবাদ সুমন ভাই, এত আবেগ তাড়িত একটা ভ্লগের জন্য। আপনার জন্যই শরৎ বাবুর বাড়ি আর স্মৃতিময় নিদর্শনগুলো দেখতে পেলাম। আসলেই মনটা কেমন মায়াময় আর আবগ আপ্লুত হয়ে রয়েছে। আপনার বর্ননাতেও আবেগী মনের অনুভূতি বোঝা যাচ্ছিল। ভাল লাগলো যে এই স্মৃতিময় স্থান আর স্থাপনা সংরক্ষণ করা হয়েছে। মহান সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রাখুন আরও ভাল কাজ করার তৌফিক দান করুন ♥️🤲
@azizulhaqueprince63682 жыл бұрын
Salauddin Sumon vai cordial thanks for making video about my favourite writer style is the man of bangla literature sharat chandra chattopadhay.
@kaziovi99432 жыл бұрын
মাইকেল মধূসুদন দত্তের বাড়ি নিয়ে প্রতিবেদন করুন একটা তাহলে আমরা খুব খুশি হব।
@tmmonowartv2007 ай бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার উপস্থাপনার মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বাড়িটি ঘুরে দেখানোর জন্য। বেশ সমৃদ্ধ হলাম আপনার নিখুঁত বর্ণনায়। বই পড়ে তো অত কিছু জানা সম্ভব হয় না, আপনার ভিডিও আমায় বাংলা সাহিত্যের শক্তিশালী একজন লেখককে খুব কাছে এনে দিয়েছেন। আমিও একজন শরৎ ভক্ত, তাঁর প্রথম দেবদাস পড়ে কেঁদেছি এবং তাঁর লেখনির প্রেমে পড়েছে, এখনও পড়ি। - টি এম মনোয়ার হোসেন সভাপতি, ধূমকেতু সাহিত্য পরিষদ পঞ্চগড় জেলা, বাংলাদেশ
@kabarinayak9652 жыл бұрын
সুমন তোমার জন্য আমরা অনেক কিছুই দেখলাম। খুব ভাল লাগে।শরৎচন্দ্রের গল্প আমার খুবই পছন্দের। রামের সুমতি ,মেজদিদি,ইত্যাদি গল্প খুব ভাল। আজ আপনার জন্য উনার বাড়ী দেখলাম। নমস্কার
@mdshahadathossain38902 жыл бұрын
I went to Howrah several times not only to catch trains at Howrah Station. Shivpur Botanical Garden is a very popular tourist destination. Shivpur Engineering College also a very famous educational institution. I forgot to pay a visit to Sarat Babu's residence . But you are lucky enough. Thank you for your long journey.
@mohetulislamfahim74052 жыл бұрын
আপনার প্রতিটি ব্লগ অত্যন্ত সুন্দর। আপনার ভিডিও দেখতে দেখতে পশ্চিম বাংলার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে। সুযোগ পেলে ওই বাংলা ঘুরে আসব।এরকম দুই বাংলার বেশি বেশি ভিডিও দিবেন।আপনার প্রতি অনুরোধ রইল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বসতভিটা আমাদের দেখাবেন। দোয়া রইল আপনার জন্য।ভালো থাকবেন।
@diptadas74942 жыл бұрын
রামের সুমতি বইটা হাতে নিয়ে ভিডিওটা দেখলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে বাড়িটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
@ignatiusgomes58242 жыл бұрын
Amazing episode Sumon Bhai, thanks a lot. ❤️ From 🇧🇭. Go ahead 🙏
@amritayatra18928 ай бұрын
আমার প্রিয় লেখক.. অপ্লুত হলাম... খুবই আবেগ ঘন...
@sujatabarman89409 ай бұрын
আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্যই আজ aparajayo কথা সাহিত্যিক sarat চন্দ্র এর বাড়ি দেখলাম, তার অনেক কিছু দেখলাম,
@manashimoni58822 жыл бұрын
আপনার অনেক গুলো ভিডিও দেখেছি খুব ভালো লাগে প্রকৃতি সাথে আপনার পরিবেসনা খুব সুন্দর শুভকামনা নিন্তর।
@shrabanidas56032 жыл бұрын
অপূর্ব 😊 মনে হয় দু দিন ওখানে বাস করি
@debbrotamridha88372 ай бұрын
খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️❤️❤️
@usdersk2922 жыл бұрын
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের বাঙ্গালীর গর্ব তার লেখা প্রতিটি গল্প প্রতিটি উপন্যাস কালজয়ী ছোট গল্প দেওঘরের স্মৃতি মহেশ মনকে নাড়া দেয় মহেশের ফরিয়াদ দেওঘরের স্মৃতি সেই কুকুরের স্টেশনের প্লাটফর্মে শেষ বিদায়ের সময় তাকিয়ে থাকা মনকে নাড়া দিয়ে যায় ভিডিওটি উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
@banglakahon2 жыл бұрын
ওহ্ আমার প্রিয় কথাসাহিত্যিক শ্রদ্ধেয় শরৎচন্দ্রের বাড়ি। অসাধারণ একটা ডকুমেন্ট।অনেক ধণ্যবাদ সুমন ভাই
@kritikadas27892 жыл бұрын
Bah. Darun laglo. Dhanyabad Bhai.
@BabluChanda-jh9qqАй бұрын
সুমন দা আপনাকে অনেক ধন্যবাদ শরৎচন্দ্রের ভিডিও করা র জন্য