Рет қаралды 2,731,397
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মঙ্গলপুর গ্রাম প্রায় একশো বছর ধরে জনমানবহীন। গ্রামে বসতির চিহ্ন আছে, শুধু মানুষ নেই।
লোকমুখে জানা যায়, প্রায় শত বছর আগে মঙ্গলপুর গ্রামে মহামারি আকারে কলেরা রোগ ছড়িয়ে পড়ে। এতে অনেক মানুষ মারা যান। গ্রামটির আলো-বাতাস-পানি সবকিছু নষ্ট হয়ে গেছে বলে ধারণা করেন বাসিন্দারা। এখানে থাকলে কেউ বাঁচবে না, এমন ধারণারও জন্ম নেয় তাদের মনে। এরপর মঙ্গলপুর ছাড়েন মানুষেরা।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
#মঙ্গলপুর_গ্রাম # ঝিনাইদহ