আপনাকে অনেক ধন্যবাদ স্থাপত্যের বিষয় গুলো এই ভাবে বিস্তারিত আলোচনা করার জন্য। আমি মনে করি এর দ্বারা সাধারণত মানুষের মধ্যে স্থাপত্যের বিষয়টি খোলাসা হলো। আমি একজন আর্কিটেক্ট হিসেবে মনে এটা খুবই জরুরি। আমি আশা করি আরো সুন্দর আলোচনা দ্বারা আমাদের উপকৃত করবেন।
@user-missmihi8 ай бұрын
স্যার,আলহামদুলিল্লাহ, কে বলে আমার দেশে এমন প্রকৃতি নির্ভর গেনীগুনি মানুষ নাই? স্যারের পরামর্শ নিয়ে বাড়ি,বিল্ডিং তৈরী হয় নিরাপদ আরামদায়ক বসবাসের উপযোগী হবে।স্যারের মা টা কত আল্লাহ ওয়ালী নারী ছিলেন এমন সন্তান গর্ভধারন করেছেন ধন্য সে মাকে। প্রতিটা কথাই মুল্যবান যেমন ডাঃ জাহাংগির কবির,,ডাঃ মুজিবুল হক,ডাঃ মুজিবর রহমান এদের ভিডিওগুলো দেখা শুনাও ধৈয্যের ব্যপার। এমন পরিবেশ বানধব ভিডিও আরও চাই, ধন্যবাদ স্যার।
@livinglifewithsahriar8128 ай бұрын
খুবই উপকারী আলোচনা।
@urbandelighthomes8 ай бұрын
অনেক চমৎকার ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিষয়গুলো কিভাবে একটি স্থাপনাকে শীতল রাখতে পারে সেগুলো সহজ ভাষায় তুলে ধরার জন্য ধন্যবাদ। এগুলো যেহেতু একেবারেই ব্যবহারিক বিষয়, সম্ভব হলে এই ধরনের চিন্তা ভাবনা ব্যবহার করে আমাদের দেশের কোন স্থাপনা কতটুকু তাপমাত্রা কমাতে পারলো তার দুই একটা উদাহরণ দিলে যারা ভবিষ্যতে বিল্ডিং নির্মাণ করতে চান তাদের জন্য আরো বেশি কাজে আসবে। ধন্যবাদ।
@Oliul_Hasnat_Shifat7 ай бұрын
অসংখ্য ধন্যবাদ। মিডিয়াতে স্থাপনা শিল্প নিয়ে এত জ্ঞানগর্ভ আলোচনা ও সমাধান আপনার মতো আর নেই । এতগুলা নিউজ চ্যানেল একটাতেও আপনার মতো এত সুন্দর করে বুঝায় না। আমরা বুঝতেও পারি না। কিন্তু আপনার ভিডিওতে সব যেন পানির মতো সহজ হয়ে যায়। আপনার প্রতিটা ভিডিওকে অনেক অনেক বেশী পছন্দ করি। আপনার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকব।
@KibriaHasan8 ай бұрын
অনেক উপকারী তথ্য পেলাম। অসংখ্য ধন্যবাদ ❤
@Beauty-of-Bhola8 ай бұрын
মাশা আল্লাহ অনেক উপকারী ও তথ্যবহুল ভিডিও, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও পরকালীন কল্যান দান করুন ❤❤❤
@nasreensadeque79968 ай бұрын
অসাধারণ, সময়োপযোগী তথ্যসমৃদ্ধ ভিডিও। এগিয়ে যা ।
@daughterofaprince18 ай бұрын
bhaiya situation take onek shundor kore bujhaisen, really like the video
@ahkaium21448 ай бұрын
ধন্যবাদ স্যার,সুন্দর ভাবে বোঝানোর জন্য।
@md.abulhossain258 ай бұрын
সুন্দর এবং খুবই সময়োপযোগী আলোচনা। ধন্যবাদ স্যার।
@mitaenam11028 ай бұрын
Pl show us a few of your projects so that we satisfy ourselves.
@Salekamoyna8 ай бұрын
Thanks sir, old but very effective idea. Govt. Should take initiative in this way to reduce heat generation as well as less consumption of electricity. Thanks.
@asrarahmed3108 ай бұрын
কক্ষের ভিতর বাতাসের প্রবাহ বাড়াতে ইনলেটের চাইতে আউটলেটের আকার বড় হতে হয় I সময়পোযোগী আলোচনার জন্যে ধন্যবাদ I
@zahidullah85208 ай бұрын
Very affective solution
@golammourshed14738 ай бұрын
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ,মসজিদ অডিটোরিয়াম এগুলোর সাউন্ড কন্ট্রোলের উপর যদি পারেন একটা ভিডিও দিবেন,ক্যালকুলেশনের মাধ্যমে ড্রয়িং করে একটু বুঝিয়ে,একদম প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন করে দেখিয়ে দিবেন স্যার,
@nurnabi48978 ай бұрын
খুবই সুন্দর আলোচনা, ধন্যবাদ
@ArchitectureZoo7 ай бұрын
wow...❤❤❤
@1979nadim8 ай бұрын
আস্সালামুআলাইকুম আমি সবসময় আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে, তথ্য সমৃদ্ধ বিধায় অনেক উপকার হয়। আমি একটি সাধারণ আবাসিক ভবনে রংপুরের কারুপন্যের বিল্ডিং এর মতো করতে চাই... আপনার কাছ থেকে প্রফেশনাল কনসালটেন্ট চাই...
@nupurkanti16928 ай бұрын
অসাধারণ।
@kabitanaj88878 ай бұрын
আপনার ভিডিওগুলো দেখে আমার বাসার ইন্টেরিওর ডিজাইন আমি নিজেই করেছি । সবাই পছন্দ করে ।
@mksajib518 ай бұрын
Thanks sir, Essential tips for building structure.
@ArNiloy8 ай бұрын
You are most welcome
@harunurrashid35978 ай бұрын
খুবই ভালো লাগলো
@sumaiyaraha47807 ай бұрын
thanks a lot
@al-manarinstitute81768 ай бұрын
খুব ভালো বলেছেন, মাশা আল্লাহ
@md.mahmudurrahmanakanda28678 ай бұрын
Please talk about pergola canopy. How much it reduce rooftop temperature.
@rajibsarker44248 ай бұрын
hollow brick use koray kivabay Heat proof korbay...
@khorshedalam91438 ай бұрын
Fruitful discussion. Thanks a lot.
@ArNiloy8 ай бұрын
Glad it was helpful!
@golammourshed14738 ай бұрын
আপনার ক্লাসের অপেক্ষায় রইলাম স্যার, For Sound Control
@tanim52987 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার উপকুলীয় অঞ্চলে নির্মাণ কাঠামো কেমন হওয়া উচিত? বিষয়টা জানালে উপকৃত হতাম ভাইবা প্রশ্ন
@anwarhosain55766 ай бұрын
right
@md.mubaraqhossain66978 ай бұрын
ভাই মাটির পাত্র দিয়ে ও কর্কশিট / ফাইবার মেস দিয়ে জলছাদ করে এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিয়েন। প্লাস কাঠ + কর্কশিট ফোম দিয়ে ছাদে ফলসসিলিং দিয়ে তাপ কমানো যায় এটা নিয়ে ও ভিডিও দেওয়ার অনুরোধ থাকবে।
@mohammadshohelchy54548 ай бұрын
Great fan 🎉❤
@mollikengineering8 ай бұрын
Thanks a lot ❤
@ArNiloy8 ай бұрын
Always welcome
@imranrafi48388 ай бұрын
স্যার ফ্লাই অ্যাশ ইটের সুবিধা অসুবিধা এবং ভবন নির্মাণের জন্য প্রচলিত লাল ইট এবং ফ্লাই অ্যাশ ইট এই দুটি ইটের মধ্যে কোনটি ভালো এটা নিয়ে একটি বিস্তারিত দিবেন।
@monirhossain4388 ай бұрын
Thanks
@nafizulislam62778 ай бұрын
স্যার আমার অনেক অনেক বেশি ইচ্ছা আর্কিটেকচার এ পড়ার সবই বুঝতেছি না মিললেও কষ্ট করতে পারব ইনশাআল্লাহ। কিন্তু কোনভাবেই বুঝতেছি না যে আমি আর্কির জন্য পর্যাপ্ত ক্রিয়েটিভ কিনা বা আদো টিকতে পারবো কিনা ভয় লাগতেছে, আবার ভালো ছাত্র না হওয়ায় অলস হওয়ায় পাবলিকেও চান্স হয় নি এখন প্রাইভেট এ ভর্তি হব এখন তো এক্সট্রা খরচ এর সাথে ভার্সিটির ও খরচ যোগ হবে এখন ব্যাপক ভয় লাগতেছে এটা নিয়ে কিন্তু এটাও তো কথা যে এই সাব্জেক্ট ছাড়া আর ভালো ও লাগে না পড়ার ও ইচ্ছা নাই স্যার যদি কিছু পরামর্শ দিতেন
@metroplanning71938 ай бұрын
Your presentatio is really understandable. But I'm always afraid bout the cost.
@ArNiloy8 ай бұрын
Thanks for the compliment and about the cost matter i will say “ তেল কম ভাজা মচমচা খেতে চাইলেই সমস্যা"
@metroplanning71938 ай бұрын
@@ArNiloy Technology shold be affordable besides your advisory charge :)
@agromedia8748 ай бұрын
আমি কংক্রিট ব্লক দিয়ে ইটবিহীন বাড়ি করে এই গরমের ভিতরে তিনটা রাত্রি মাত্র ফ্যান চালিয়ে ঘুমিয়েছি। সূর্য ডোবার 2 ঘন্টা পরে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায়।
@Prome2135 ай бұрын
স্যার আমার ঘরে ভুলে ফেন হুক দেয়া হয় না এখন রয়েল বোল্ট দিয়ে ফেন হুক দেয়া হয়েছে এতে কি কোন রিক্স আছে ?
@Masudur_Rahman8038 ай бұрын
একতলা বাড়ি। ছাদের উপর সাড়ে তিন ফিট পরপর ইট বিছিয়ে ককশিট দিয়ে ঢেকে দিয়েছি। ককশীটের উপরে ইটের আধলা দিয়ে ভাড়া দিয়ে রেখেছি ফলে বাতাসে উড়ে যাচ্ছে না। মাঝখানে ফাঁকাও রাখছি। ১৬/১২ ফুট রুমের ছাদে খরচ পড়েছে ১৫০০ টাকা। তিন রুমের বাসা, যে রুমে করেছি সেখানে গরম অনেক কম পাশের রুমের চেয়ে গত বছর করেছিলাম। শীত কালে খুলে রেখেছিলাম, কিছুদিন আগে আবার লাগিয়েছি। ভালো ফল পাচ্ছি। পদ্ধতিটা নিজে ভেবে বানিয়েছি, দেখা যাক কতদিন টিকে। গতবছর পাথর দিয়েছিলাম, ঠান্ডা থাকে কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি হলে পাথর ভেজা থাকে অনেকসময় যা বর্ষাকালে ছাদ ড্যাম্প করতে পারে।সেইটা ব্যর্থ হবার পর ককশীট পদ্ধতিতে খুব ভালো ফল পাচ্ছি।
@murshidalam80868 ай бұрын
Dada photo deya jabe,dile khub valo hoto
@misbahulislam54758 ай бұрын
ককশীট কোথায় কিনতে পাওয়া যায়?
@Beauty-of-Bhola8 ай бұрын
ভাই ছবি দেয়া গেলে উপকৃত হতাম
@uttam-debnath.19868 ай бұрын
ভাইয়া,, প্রশ্নের উত্তর দেন না কেন..?
@Masudur_Rahman8038 ай бұрын
একেক জায়গায় একেকরকম দোকানে ককশিট বেঁচে। ফুলের দোকানে জিঙ্গেস করবেন কই থেকে তারা পাইকারি কিনে। ইউটিউব কমেন্টে ছবি দেওয়া যায় না।
@md.mubaraqhossain66977 ай бұрын
ভাই বাংলাদেশে কি এয়ার বেলুন দিয়ে বিদেশের মতো ডোম হাউজ বা উই পোকার ডিবি মতো করা বাড়ি, যাবে কি না, এর কিছু সুবিধা অসুবিধা নিয়ে যদি কিছু বলতেন ভালো হতো
@mohammedlokman84998 ай бұрын
চট্টগ্রামে কি আপনার কোন হেল্প পাব বা ভাল কোন কন্সালটেন্ড থাক্লে প্লিজ সাজেষ্ট করবেন।
@aashishkarmakaar-t3c8 ай бұрын
We need these buildings in Dhaka, Bangladesh, south asia
@s.m.afsarhossain25398 ай бұрын
Please make a video on BRACU new campus
@imtiazimran16188 ай бұрын
Vai, apnar sathe contact korar system ta ki? Any contact number or way?
@sadnanshahariar72588 ай бұрын
Could you please make a video on how we can build house in village, which will be reliable, practical & budget friendly (10-15 lakhs) at the same time. Should we consult any architect to build a house within this budget or go as the conventional way? Hope you will reply. Thank you ❤
@ArNiloy8 ай бұрын
Budget is related to your requerments, program, project size etc, But if you are looking for a conventional parmanent RCC/brick building with in 10-15 lac , it might not be physible. other wise its ok .
@RbdcBuildingDesign20248 ай бұрын
good
@abdulmazed91638 ай бұрын
ভাইয়া শুনেছি আগেকার দিনের মাটির তৈরি বাড়িগুলোতে গরম অনেক কম লাগে। এর কারণগুলো নিয়ে একটি লেকচার দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ
@ArNiloy8 ай бұрын
Ai ta niye video ache amar Channel e
@zafarahamad90608 ай бұрын
প্রাসঙ্গিক আলোচনা।
@evanrah80728 ай бұрын
তাপমাএা এখনও রেকর্ড ভাংগে নাই। এরকম গরম ছোটবেলায় দেখেছি।
@musafir36638 ай бұрын
👍👍💯
@ashimroy87736 ай бұрын
টিন সেড বাড়ির নির্মান করতে কি তিন ইঞ্চি গাথুনি করা যায়? কোনটা ভালো হবে তিন ইঞ্চি গাথুনি নাকি পাচঁ ইঞ্চি গাথুনি? খরচ কমানোর সাথে আরামদায়ক ঘর করতে কি করা যায়?
@akhter-u8g8 ай бұрын
এখন তো ভাই আপনারা ও সেই ডিজাইন করেন না
@SazzadHussainMunna-jy5ul3 ай бұрын
Sir apnar mobile nambar pryojon
@220379548 ай бұрын
ভাই মৌউলী আপু, ছুট্টুমিয়া কেমন আছে? ❤❤❤❤❤
@ArNiloy8 ай бұрын
Valo 🙏
@dabashisdas64158 ай бұрын
আপনার কি কোন কনসালটেন্সি ফার্ম আছে?
@ArNiloy8 ай бұрын
Integral design studio
@joysendebdas57667 ай бұрын
@@ArNiloy আসাল্মুয়ালাইকুম ভাইয়া আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি।
@ArNiloy7 ай бұрын
google integral design studio
@bdsongbad71998 ай бұрын
সমউপযোগী পোস্ট
@akhter-u8g8 ай бұрын
গাছ লাগালে ১০ বছর পর তা বড় হয়ে ছায়া দিবে।
@monjilmolla40588 ай бұрын
ক্রস ভেন্টিলেশন ক্ষেত্রে বাতাস যেদিকে প্রবেশ করবে সেদিকে জানালা ছোট,,,, আর যেদিকে বাতাস বের হয়ে যাবে সেদিকে জানালা বড় রাখলে রুম নাকি ঠান্ডা থাকে,,, আপনি বলছেন বাতাস যেদিকে প্রবেশ করবে সেদিকে জানালা বড় থাকবে,,, বাতাস যেদিকে দিয়ে বের হবে সে জানালা ছোট থাকবে,,,, কোনটা সঠিক,,,?
@ArNiloy8 ай бұрын
ভালো করে আরেকবার ভিডিওটা দেখেন । ইনলেট বড় হলে রুমে বাতাসের ফ্লো বেশি হবে এটাই স্বাভাবিক....
@arthopoda-e7g8 ай бұрын
Sundor
@dr.moazzemhossainkhan55188 ай бұрын
আসুন সবাই মিলে গাছ কাটি, পরিবেশ সুন্দর করি
@fahim_ahmed_1698 ай бұрын
😿😿
@rockyhossain79077 ай бұрын
বিল্ডিং থেকে কত দুরত্বে গাছ লাগাতে হবে। কোন কোন গাছ লাগালে ফাউন্ডেশনের ক্ষতি হবে না
@mdshahanurnur5488 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯💯💯
@honestman2768 ай бұрын
Mr. for this reason, you are in air-conditioned room with two laptops on. What a strange.