বনি ভাই সত্যি আপনার প্রেমে পড়ে গেলাম। বলতে গেলে একদম 'ক্রাশ' খেয়ে গেলাম। আফসোস অন্তত দুটি বছর আগেও কেন আপনাকে আবিষ্কার করতে পারিনি অর্থাৎ আমার বিয়ের আগে। যদি পেতাম তবে প্রয়োজনে ভেরোনিকা বউদির পায়ে পড়ে হলেও তার দোসর হয়ে আপনার পাশে থাকতে চাইতাম। আপনার সাথে আমার বয়সের ব্যাবধান অন্তত সাড়ে তিন দশক, তবুও আমি কিন্তু ছাড়তাম না, কারণ পৃথিবীতে এরকম বহু নজির আছে। আমি না হয় আরেকটা নজির রেখে যেতাম এই জগতে। আমি সত্যি বলছি, আমার এই কমেন্টে আমি কেয়ার করি না আমার স্বামী কি ভাবে। আমি সত্যি আপনার গুন ও ব্যাক্তিত্বে একদম দিওয়ানা। আমি এখোন সন্তান সম্ভবা, ফেব্রুয়ারিতেই মা হতে যাচ্ছি, আমি ঈশ্বরের কাছে হাত তুলে চাইছি আমার আসন্ন ছেলেটি যেন আমার প্রানপ্রিয় বনি হয়েই এই ধরাধামে আসে। যদি কোনোদিন কানাডার টরোন্টোতে আসেন, আমি কিন্তু আপনাকে না দেখে ছাড়ছিনা। পথপানে চেয়ে রইলাম, আর আমার অনাগত ছেলেটির জন্যে দোয়া করবেন। - ফারিহা, টরন্টো
@BoniAmin3 жыл бұрын
ফারিহা, তোমার মনের কথাটি গোপনেই থাক। চুপকে চুপকে এরকম আরো কয়েক ডজন আছে ক্রাশ খাওয়া, শেষাব্দি আমার ভেরোনিকার কী হবে গো। ভেরোনিকার নির্দেশনা অনুযায়ী এখন সিডনিতেও আমার গতিবিধি সীমিত করে দিয়েছি। কারো বাসা বা বাড়িতেও যাই না। হা হা হা হা। তোমার অনাগত ছেলেটির জন্যে প্রানঢালা আশীর্বাদ রইলো। ধন্যবাদ - বনি আমিন
@krishijogajog97613 жыл бұрын
মানুষের আবেগ থাকা স্বাভাবিক । তবে অতি আবেগ অনেক সময় সর্বনাশের কারণ হতে পারে !! (Senior Citizen from USA)
@rowshanararahman51063 жыл бұрын
00000
@MuhammadAli-sl1yw3 жыл бұрын
ঠিক পছন্দের সঠিক কারণটি যদি জানাতেন।
@pistonrider8993 жыл бұрын
Tui ekta khanki
@ishfaqqurashi2173 жыл бұрын
কবি নজরুল একজন অসাম্রদায়িক কবি। সর্বহারার কবি। তিনি স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হবার সব যোগ্যতাই রাখেন।
@anwarmamun20202 жыл бұрын
Great comment! 👍
@kantiroy99444 ай бұрын
কিন্তু বাংলাদেশে বর্তমানে পাকিস্তানিদের আধিপত্য- তাইতো বর্তমান পূর্ব পাকিস্তানের মানুষজন বিদ্রোহী কবির মূর্তি ভেঙ্গে ফেলেছে!!
@shakhawathossain91814 ай бұрын
Koy Jon osamprodaik Hindu kobi ache bolen to.
@kantiroy99444 ай бұрын
@@ishfaqqurashi217 নজরুল ইসলাম পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেন নি- পশ্চিম বঙ্গে জন্মগ্রহণকারী।
@mdmunirhossain19003 жыл бұрын
কবি প্রেমের জন্য আপনাকে ধন্যবাদ। না গিয়েও দেখলাম কবির জন্ম স্থান সেজন্য আবার ধন্যবাদ প্রিয় বনি আমিন ভাই।
@mislam78313 жыл бұрын
" গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় নহে কিছু মহিয়ান " ❤ কাজী নজরুল ইসলাম ❤ ❤ আমার আদর্শ ও ভালোবাসা ❤ বিদ্রোহী কবি ও অপরাজিত জীবন যোদ্ধা ❤ বনি আমিন ❤ ধন্যবাদ ও ভালোবাসা ❤
@arafathossin34792 жыл бұрын
Gyu
@garygeorge-wi7co Жыл бұрын
নিজেদের নাই মনুষ্যত্ব, জানি না কেমনে তারা নারীদের কাছে চাহে সতীত্ব হায় রে সরম-হারা! কাজি নজরুল ইসলাম
@asifbhuiyan57739 ай бұрын
সালাম এবং শুভেচ্ছা রইলো বনি আমিনের জন্য
@sailendranathchakraborty78773 жыл бұрын
কাজি নজরুল ইসলাম আমাদের সমগ্র বাঙালি জাতির ধর্ম নিরপেক্ষতার আবেগ।
@mdshahalom1707 Жыл бұрын
অনেক জানা অজানা অদেখা, দেখলাম শুনলাম, ভাল লেগেছে।ধন্যবাদ বনি আমিন।।
@@sujanbandhu6227 এতদিন পরে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
@SohelRana-dt6li3 жыл бұрын
ধন্যবাদ বনি দাদা। আপনার সুমধুর কন্ঠ শুনে মনটা ভরে গেল। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল জাতীয় কবি নজরুলের প্রতি।
@arundebnath99753 жыл бұрын
এই কথাটা আমি বহুদিনই উপলব্ধি করেছি। কিন্তু কবি নজরুল কে নিয়ে এই কথা প্রকাশ করতে সাহস করিনি । আজ কবি পরিবারের একজন এই কথা টা স্বীকার করেছেন। কথাটা হল " কবি মুসলিম না হলে কখনো বাংলাদেশ জাতীয় কবি হতেন না। " ধন্যবাদ এই সত্য কথাটি স্বীকার করার সাহস দেখাবার জন্য ।
@shadinkhan92383 жыл бұрын
ha ha thahola Rabindranath ar gan kivabay national anthem holo
@2008.C.R.73 жыл бұрын
Tagore also bonoured in Bangladesh.
@garygeorge-wi7co Жыл бұрын
@@shadinkhan9238 এই আওয়ামী লীগের আন্দোলন যতই বেগ এবং আবেগ সঞ্চয় করেছে, সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নেতৃত্ব কবুল করে নিয়েছিল। কিন্তু সমাজের ভেতর তারা কোনো নতুন মূল্যচিন্তার জন্ম দিতে পারেনি; নতুন সংস্কৃতি নির্মাণ করতে পারেনি। তারা সেক্যুলারিজমের নীতিকে শুধু রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়েছিল। আহমেদ ছফা
@basude43303 жыл бұрын
অসামান্য ও নির্ভীক প্রতিবেদন। বনি আমিন আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে এতবড় নজরুল প্রেমী এবং এত সুন্দর নজরুল গীতি গাইতে পারেন জেনে ভালো লাগলো।
@kamrunnahar2407 ай бұрын
নজরুল গীতি নয়,নজরুল সংগীত বলুন
@AbdurRazzak-rp4eq3 жыл бұрын
জাত পাত বা ধর্ম বর্ণ বুঝিনা দাদা। যে সকল কবি,সাহিত্যিক লেখক বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে তারা সকলেই সম্মান পাবার যোগ্য। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য।
@AgnosticSabbir3 жыл бұрын
এক টুকরো সম্মান আপনার জন্যেও সুন্দর কমেন্টের জন্য
@Nazibur723 жыл бұрын
বনি আমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অসাম্প্রদায়িক একজন বাঙালি কবিকে এভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য। আজ প্রমাণিত হয়েছে নজরুল হুজুগের কবি ছিলেন না, আবার যুগের কবিও ছিলেন না। তিনি মূলত সর্বকালের, সর্বজনের কবি ছিলেন।
@dotamaze3 жыл бұрын
জাত পাত বা ধর্ম বর্ণ কিছু বুঝি না কিন্তু মুসলমান কবিকে জাতীয় কবি দেখতে চাই , এটাই তো ?
@AgnosticSabbir3 жыл бұрын
@@dotamaze বুঝিয়ে বলেন দাদা গরিবের শক্ত বাংলা বুঝতে খুব কস্ট হয়
@MDSohag-dj2sd3 жыл бұрын
রাবিন্দ্রনাথ কেন ভারতের জাতীয় কবি হিন্দু বলে?
@Gost_Rider0003 жыл бұрын
কবি কাজী নজরুল ইসলাম নিয়ে লেখার মত দুঃশাহস আমার নেই। তবে এটুকু বলতে পারি কবি যদি বাকশক্তি না হারাতেন তাহলে তার সবগুলো গানের সুরগুলো তিনি করে যেতে পারতেন। খারাপ লাগে একটা বিষয় ভেবে যে ধর্মের জন্য কেন বাংলা ভাষার কবিদের সম্মান কেনাবেচা করা হয়? বাংলা ভাষার সকল কবিদের আমি সম্মান জানাই❤️❤️❤️❤️❤️
@sajahanmondal50163 жыл бұрын
Eta apnar dharmio bivedmulok vidio
@maniknath83042 жыл бұрын
খুব সুন্দর হয়েছে,ধন্যবাদ।
@pradipkumar11733 жыл бұрын
বাঙালীরা মূলত মিশ্র সংস্কৃতি ও মিশ্র বর্ণের মানুষ,কবি কাজী নজরুল ইসলাম নিঃসন্দেহে বাংলা ও বাঙ্গালীর তথা বৃহৎ ভারতবর্ষের মানবতাবাদী কবি। নমস্কার, ধন্যবাদ
@Simon12822 Жыл бұрын
বৃহত্তর ভারত না বলুন বৃহত্তর বাংলার। কারণ দক্ষিণ ভারত বা উত্তর ভারতের বেশিরভাগ লোক তাকে চিনে না।
@Channel-cl8kx3 жыл бұрын
কবি নজরুল কোনো ধর্মের নয়, তিনি মানবতার কবি।
@bithikachakraborty35892 жыл бұрын
ঠিক তাই
@rony_khan_421 Жыл бұрын
তিনিতো ইসলাম ধর্মের
@diptimoyghosh9779Ай бұрын
@@rony_khan_421 কাজী নজরুল ইসলামের মতো মানুষদের ধর্ম হয়না, দেশ হয়না, কাল হয়না, তারা প্রথিবীর সম্পদ। প্রণাম তাঁকে।
@biswajitkundu68313 жыл бұрын
একটা নতুন খবর: বনি বাবুর সঙ্গীতের কন্ঠ অপূর্ব, দারুন, অকল্পনীয় !
@amalendugoswami56533 жыл бұрын
নজরুল ইসলাম , ভারতবর্ষের শ্রেষ্ঠ মনের - মানুষ
@MAHMUDAAKTER-n6j Жыл бұрын
আমার মনে একটা ই ধারণা কবি শুধু আমার একার ।
@shilashahabuddin49669 ай бұрын
He is ours. He is the best poet of Bangladesh 😊😊😊😊😊
@nayanali38043 жыл бұрын
অবিভক্ত বাংলার কবি। বাঙালিদের সাত পুরুষের ভাগ্য কবি এই দেশে জন্মেছিলেন।
@sujanbandhu62272 жыл бұрын
অবশ্যই।
@garygeorge-wi7co Жыл бұрын
His religious credentials attract you most. You are not aware of his literary works.
@siddiqurrahman927211 ай бұрын
বনি আমিন কে শুভেচ্ছা।
@siddiqurrahman927211 ай бұрын
বনি আমিন সবসময়ই ধর্মীয় বিভেদকে সামনে ঠেলে দিতে পছন্দ করে।এটা তার দোষ। কোথায় যেনো তার একটা কারণ বিদ্যমান।
@মানবতাইধর্ম-ল৭ঝ3 жыл бұрын
অসাধারণ একটা ভিডিও উপহার দিলেন স্যার,আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম যেখানেই থাকুক শান্তিতে থাকুক এই প্রার্থনা 🙏
@anirbanganguly66783 жыл бұрын
জাতের নামে ধর্মের নামে বজ্জাতি আর নয়, এসেছে সময় ছুঁড়ে ফেলে দাও গোঁড়ামীর জঞ্জাল।। শেষে বলি- অগ্নিবীণার ঝঙ্কারে তুমি ফোঁটাও কাগজের ফুল তোমার গানের ফুল দিয়ে পূজা করি কবি নজরুল 🙏।। It's a mind blowing presentation,Bravo 👏 Boni Amin sir+ Brother 👍.. we are same boat ⛵ brothers 👍...God bless you ❤️...
@ALIKhan-bf7jv3 жыл бұрын
একজন অসাধারণ প্রতিভার নাম বনি আনিন, বাহ্ বাহ্ চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন বিদ্রোহী+ বিশ্বকবির জন্ম থেকে মৃতু পর্যন্তের কিছু তথ্য,, আপনাকে অসংখ্য ধন্যবাদ।।।।
@reforcesign27783 жыл бұрын
সুবর্ণ কাজী, নজরুলের ভাইয়ের এক নাতি, একি প্রতিভা তাঁর ! প্রতি দশ মিনিটে এক লাখ টাকা পাওয়া উচিত যাঁর ! আবৃত্তি, কিংবা গান, যেন আগুন ঝড়ের তান, সেই সঙ্গে কণ্ঠ মেলান বনি আমিন, দুরন্ত মজলিস, মন ভরে গেলো আজ, যারা দেখেনি এখনো এটা, করছে তো কিছু miss. একই সঙ্গে সুবর্ণের পিতার সহজ কথোপকথন, নিরহংকার মানুষটির উপস্থিতি মনোরম, তুলনাহীন এইসব ইউটুব, দেখতে সুখ, ভাবতে সুখ ! --- A viewer
@banglatv92633 жыл бұрын
কবির ধর্ম জ্ঞান উপলব্ধি করতে হলে শুধু মাথার মাল দিয়ে হবে না, হৃদয় সংযোগ করতে হবে। মাথার মালের সীমানা আছে, হৃদয় অসীম...
@মানবতাইধর্ম-ল৭ঝ3 жыл бұрын
অসাধারণ কমেন্ট, একদম আমার মনের কথাটিই তুলে ধরেছেন🙏
@abdurrazzaque75762 жыл бұрын
অবশ্যই মধূসুদন সুকান্ত ফররুখ এই বাংলাদেশের সন্তান।কাজী নজরুল ইসলাম বাংলাদেশকে নিয়ে তার লিখা অবস্থান ছাড়াও কলকাতা কেন্দ্রীক তরুনদের প্রেরনার উৎসাহিতদের মধ্যে বঙ্গবন্ধু জিয়া আরো আনেকের প্রবল উৎসাহে উপরন্তু তার প্রতি অবহেলার কারণে আর তাকে ঢাকা থেকে যেতে দেয়া হয়নি।ভারত সরকার যে স্ম্মান দিয়ে দিয়ে দিয়েছেন আমরা কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ।
@KM140033 жыл бұрын
ধন্যবাদ বনিবাবু l আপনি কবি নজরুল ইসলামকে নিয়ে যে অনুষ্ঠান করলেন তা অনবদ্য l আবারো ধন্যবাদ l আপনি তো আয়না l তাই আপনার সামনে যে যেমন তাকে আপনি সে ভাবেই দেখান l 🙏👌
@anjankumarchowdhury73793 жыл бұрын
অনবদ্য। আমার বাড়ী আসানসোলেই। কবি নজরুলের জন্য আপনি আমাদের পাড়ায় এলেন, আনন্দ পেলাম।
@mohammadalibahadur72243 жыл бұрын
ওয়াহ কিয়া বাৎ হ্যায়।বাংগাল রা বহিরাগত দের দ্বারা বহু ভাবে ঋনী।যা আরও একবার প্রমানিত হলো। ধন্যবাদ আপনাকে বনি আমিন ভাই ‼️
@seemaislam82993 жыл бұрын
এখানে বেশ কয়েকবার গিয়েছি । স্মৃতিকাতর হয়ে পড়লাম । আপনার গানের কন্ঠ দারুন । ভিডিওটির জন্য অনেক ধন্যবাদ
@shyamaladhikary47555 ай бұрын
দূর্দান্ত একটি উপস্থাপনা, অভিভূত হয়ে গেলাম।
@bablubaidya34993 жыл бұрын
অসাধারণ স্যার। নব প্রজন্মের কাছে এটা একটা বড় পাওনা। মানুষের আসল পরিচয়;তাঁর সৎ কর্ম............. ভালো থাকবেন স্যার 🙏🌷💕
@abulkalam44883 жыл бұрын
ধর্মনিরপেক্ষতা নিয়েই বাংলাদেশের জন্ম হলেও এখন ধর্মের গোড়ামি দেশটার উপর চেপে বসেছে! মানুষের কর্ম ও আচরণই তার মূল্যায়ণের চাবিকাঠি হলেও বর্তমানে ধর্মান্ধতা মানুষকে মানবতা থেকে দুরে নিয়ে যাচ্ছে!😪 ধন্যবাদ! বনি ভাই!💕
@ankitsen19983 жыл бұрын
Exactly!
@lailymukherjee9261 Жыл бұрын
Boro valo laglo dada. Apni khub udar moner manus.
@garygeorge-wi7co Жыл бұрын
বাঙালি মুসলমান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রযন্ত্রটি প্রতিষ্ঠা করেছে সে রাষ্ট্রের সংকটের অন্ত নেই, কোথাও কোনো দিক নির্দেশনার চিহ্ন পরিদৃশ্যমান নয়।সামাজিক ও ধর্মীয় কুসংস্কার সাম্প্রতিককালে এমন প্রচন্ড আকার নিয়ে দেখা দিয়েছে, অনেক সময় মনে হয় এই জাতি মেরুদণ্ডের উপর থিতু হয়ে দাঁড়াতে পারবে না। মধ্যযুগীয় ভূত এই জাতিকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে যে তার নাগপাশ কখন কিভাবে ছাড়াতে পারবে একথা এখন একরকম চিন্তা করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আহমেদ ছফা
@santoshbarua3723 жыл бұрын
বনি আমিন,আনকেল আমার নমস্কার নিবেন। আমার খুব পছন্দের মানুষ। আপনার কথা বলার ষটাইল,ভনগী,ইমোশান আমার খুব খুব ভাল লাগে। অসাধারণ, আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি জানতে পারি। ভাল থাকবেন নিরাপদে থাকবেন। পরিবার কে নিয়ে সুন্দর থাকবেন।
@mdakkasali75743 жыл бұрын
ভারতের উদারতার জন্যই আমরা পেয়েছি মহাকবিকে, আপনার সহযোগীতায় দেখতে পেলাম তার জন্মভূমি, অনেক ভালো লাগলো আপনাকে ধন্যবাদ
@ashimkumarchattopadhya72123 жыл бұрын
শ্যামা সঙ্গীত খুব ভালো গেয়েছেন
@syedeklasulkarim260 Жыл бұрын
শ্রদ্ধেয় বনিইয়ামিন সাহেব আপনাকে প্রাণভরা শ্রদ্ধা।প্রানের কবির প্রাণময় এই অনুষ্ঠান করার জন্য।আপনি ও অক্ষয় হয়ে রইলেন।
@ujjalchatterjee67283 жыл бұрын
দেশ কাল ধর্ম সবকিছুকে ছাপিয়ে মানবিক মূল্যবোধ ই ছিল নজরুল ইসলামের প্রধান দর্শন ,যার কিছুটা বহন করে চলেছেন বনি ভাই । ঈশ্বর ভালো রাখুন আপনাকে।
@anumostafa64233 жыл бұрын
Thanks Boni Amin for excellent singing Nazrul Geeti
@laylaasmaakter41763 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ বনি ভাইয়া। মাঝে মাঝেই এ ধরনের ভিডিও আপলোড দিবেন ,সাথে আপনার গানও। দারুন গায়কী আপনার।
সবার উপর মানুষ সত্য। কাজী নজরুল ইসলাম সব জাতের কবি ছিলেন বলেই তথাকথিত মোল্লারা তাঁকে তিরস্কার করেছিলেন। বনি ভাই আপনার দীর্ঘায়ু কামনা করছি। ভিডিওর জন্য অশেষ ধন্যবাদ।
@2008.C.R.73 жыл бұрын
Shsnibarer Chiti group also criticized Najrul
@alinoorhaquetalukder59973 жыл бұрын
বনি আমিন ভাই, আপনাকে অভিনন্দন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্য ভিটা সহ অনেক তথ্য প্রদানের জন্য।
@shantibiswas30673 жыл бұрын
দোস্ত তুমি সেরা মানুষদের একজন। মাল্টি টেলেন্ট লাভ ইউ।
@parthahalder9413 жыл бұрын
বনি আমিন ভাই, আপনাকে ধন্যবাদ, সালাম। আমি ধন্য যে কাজী নজরুল ইসলামের জেলায় জন্মেছি। তবে শুধু এটুকু বলতে চাই, আমার প্রিয় কবিকে বর্তমান বাংলাদেশে নিয়ে ওখানের জাতীয় কবি বানালেন। কিন্তু আমার মনে হয় ওঁনার সাথে অনেক অন্যায় হয়েছে ওঁনার শেষ জীবনের সাথে।এটা আমি হয়তো আমার মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবো না। আমার মনে হয় যদি নজরুল এঁর আগে উদিত না হতো রবী তবেই আমার কাজী হতেন বিশ্ব কবি। তবে দাদা আমি জোড় গলায় বলবো যে, বর্তমান বাংলাদেশ আমার প্রিয় কবিকে অসম্মান করেছেন।এর মধ্যে কোনো মিথ্যা নেই। আমার কবিকে কখনো মুসলিম বা হিন্দু সম্প্রদায়ের বলে বলবেন না।উঁনি সকল জাত পাতের উপরে। ওঁনার কাছে কোনো সাধারণ কথার কোন জাতপাত ছিল না। উঁনি জানতেন দুটি জাতি তা হলো নারী আর পুরুষ। আমার কবিকে অসম্মান করবেন না,দয়া করে প্রার্থনা করি। উঁনি উপরওয়ালার অনেক ভালোবাসার, অনেক সযত্নের সৃষ্টির ফসল।
@soburkhan7203 Жыл бұрын
মূর্খের মতন কথা না বলে আগেই ইতিহাস, উনি ভারতে অবহেলিত ছিল, পরে হাজার 1972 সালে উনাকে সাত দিনের কথা বলে বাংলাদেশি নিয়ে আসা হয়, বাংলাদেশি মানুষদের ভালোবাসা ও তার সেবা যত্নের কারণে ওনার ছেলের সব্যসাচী কাজী বাংলাদেশি থেকে যেতে বলেন। সব্যসাচী পরিবার এখন বাংলাদেশের থাকে। তার মেয়ে খিলখিল কাজী ঢাকায় কাজী নজরুল ইনস্টিটিউটের পরিচালক
@himansughosh94613 жыл бұрын
বাংলার দুই বিখ্যাত ধর্মনিরপেক্ষ মানুষ হলেন ১. নজরুল ইসলাম ২. লালন ফকির
@NRFP3 жыл бұрын
ধর্মনিরপেক্ষ না বরং বলা উচিত সকল ধর্মের প্রিয় মানুষ
@mdsiblisadik31813 жыл бұрын
আমিও বলছি, প্রেমের ও সাম্যের কবি, আমার প্রিয় বিদ্রোহী ও দুঃখের কবি কাজী নজরুল ইসলাম। যিনি ছিলেন সকল জাতী ও ধর্মের কবি। আসলে যারা চিনে না আর বুঝেনা তারা বেশুরে কথা বলে।
@akmshamsulalam42133 жыл бұрын
রবীন্দ্রনাথ কি ধর্মনিরপেক্ষ ছিলেন না?
@himansughosh94613 жыл бұрын
@@akmshamsulalam4213 অবশ্যই ছিলেন। তবে নজরুল ও লালন ছিলেন এব্যাপারে খুব বেশি দুঃসাহসিক।
@nani74763 жыл бұрын
@@akmshamsulalam4213 একজন বিহারী বাংলাদেশের জাতীয় কবি,,,,,,ছি ছি ছি লজ্জা
@siktaroy97153 жыл бұрын
Tomader gan shune mon-pran vore gelo, valo theko Bhai Boni
@AmirulKhan72 жыл бұрын
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় কাজী নজরুল ইসলামের কবিতা ও গান ছিল সংগ্রামের অনুপ্রেরণার উৎস।
@shamalctgbd3 жыл бұрын
বনি আমিন ভাই আপনার কণ্ঠ অনেক সুন্দর সত্যি অসাধারণ। আপনার মত একজন অসাম্প্রদায়িক মানুষকে মির্ত্যুর পূর্বে দেখে যেতে পারলাম সেটাও কম কিসের।
@bishnudas3343 жыл бұрын
স্যার আপনাকে স্যালুট জানায়। আপনি এতো সুন্দর করে কবির সবকিছু প্রকাশ করেছেন। আপনার ভিডিও দেখার আগে এগুলো আমি জানতাম না, আপনার মাধ্যমে আমি মনে করি অনেক কিছু জেনেছি। আপনি অসাধারণ। আপনার চিন্তাধারা অতুলনীয়। আর আপনার গানও খুব সুন্দর করেন। ধন্যবাদ
@ইমানদার3 жыл бұрын
কবি জাতপাত বিশ্বাস করতেননা, আমাদের ও সবার উচিত জাতপাতের বৈষম্য বাদ দিয়ে আমাদের সবাই কে মানুষ হতে হবে। মানুষ যদি হতে না পারি জাত দিয়ে কি হবে। জন্মের সময় কেউ জাতপাত নিয়ে জন্মায়নি।তাহলে কেন জাতপাত নিয়ে এতো দিধা দন্ত।
@lakshmikantahansda32353 жыл бұрын
যথার্থই বিশ্লেষন করেছেন বনি আমি। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা , আমি বনি আমিনের অনেক ভিডিও দেখেছি, ভদ্রলোকের সৎ সাহস আছে। সত্যি কথা বলতে উনি দ্বিধা বোধ করেননা। যে কোন বিষয়ে যেকোন ধর্মের খারাপ দিক গুলো উনি নির্দ্বিধায় বলতে পারেন। এই জন্যই বনি আমিন কে আমার ভালো লাগে।
@dipdarsan45933 жыл бұрын
অনেক অনেক ভাল লাগল। কাজি নজরুল আমার একজন প্রিয় কবি। আশা করি স্যার, এভাবে অন্যান্য কবিদের জন্মভিটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন।
@sajalghosh25053 жыл бұрын
Kobi nozrul Banglar ahongkar
@nitadhua37753 жыл бұрын
খুব ভালো লাগলো। মনটা ভরে গেল। এরকম আরও ভিডিও চাই।
@buddhadebsarkar79623 жыл бұрын
বনিদা তোমাকে অন্তরের শুভেচ্ছা। তুমিই তোমার তুলনা। এজন্যই তোমাকে ভালো বাসি। নজরুলের শ্যামাসঙ্গীতগুলি অসাধারণ। আমার কাছে তিনি একজন জাতপাতহীন মানুষ। কারণ প্রকৃত মানুষদের কোনো জাত থাকতে নেই অথবা হয় না। তোমরা সকলে ভালো আছ তো? আশা করি পরম পিতা তোমাদের ভালই রেখেছেন।
@ranjanimandi67843 жыл бұрын
আহা আহা কাকু।কি গলা কি গলা। খুব সুন্দর লাগলো
@nirmalkumarroy84403 жыл бұрын
সত্যিই অসাধারণ আপনাদের গলার সুর। আমি অভিভূত প্রিয় অমানুষ।
@mdarifurrahman45503 жыл бұрын
মনোমুগ্ধক। ধন্যবাদ বনি আমিন স্যারকে, অসাধারন একটি প্রামাণ্যচিত্র।
এই জন্যই বনি আমিন আমার অতি প্রিয়। তাকে অত্যান্ত ভালবাসি। তা দীঘ জীবন কামনা করি। বাস্তবে তার দেখা পেলে নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ বনি আমিন।
@mukulkarmakarwb1533 жыл бұрын
নজরুলের কবিতা ও গান কাল, স্থান বা ধর্মের সীমানা পেরিয়েছে. কিছু মানুষ নিজেদের ক্ষুদ্র স্বার্থে ওঁনাকে শুধু মুসলমান কবি হিসেবে বেঁধে রাখতে চায়.
@ratanpaul28603 жыл бұрын
কবি কাজী নজরুল ইসলাম ছিলেন না মুসলিম, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান। উনি ছিলেন সকল ধর্মের উর্ধ্বে এক মহামানব যাকে কোন ধর্মীয় পরিচয়ের ফ্রেমে আবদ্ধ করা যাবে না।
@ataurrahaman23392 жыл бұрын
আমি আপনার সঙ্গে একমত
@garygeorge-wi7co Жыл бұрын
@@ataurrahaman2339 সত্য বটে, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন প্রমুখ কবি কাব্যের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। একটু তলিয়ে দেখলেই ধরা পড়বে, উভয়েরই রচনায় চিন্তার চাইতে আবেগের অংশ অধিক। তাছাড়া এই দুই কবির প্রথম পৃষ্ঠপোষক ও গুণগ্রাহী ছিল হিন্দুসমাজ, মুসলমান সমাজ নয়। আহমেদ ছফা
@garygeorge-wi7co Жыл бұрын
If a Muslim marries a non-Muslim, of either sex, the non-Muslim one will convert to Islam. But if a non-Muslim marries another non-Muslim, religious conversion does not arise and the children grow up with both religions. No problem there. ধর্মীয় সংস্কার এমন জিনিস যা সোজা জিনিসকে বাঁকা দেখতে বাধ্য করে। আহমদ ছফা
@imamchowdhury77445 ай бұрын
আপনার সাম্প্রদায়িক সংকীর্ণ চিন্তা আমাকে ব্যাথিত করেছে। কারণ নজরুল নিজেই অসাম্প্রদায়িক ছিলেন।
@sahriakhan5413 жыл бұрын
আমার প্রিয় কবি , আমি আমার দেশের জাতীয় কবি হিসাবে পেয়ে খুবই গর্বিত 💖
@abdullahahmed83693 жыл бұрын
একজন বিহারী বাংলাদেশের জাতীয় কবি,,,,,,ছি ছি ছি লজ্জা
@ShahinKhan-oz6fb3 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি কাজী নজরুল ইসলাম কে এতো সুন্দর করে তুলে ধরার জন্য
@fazlulhoque66743 жыл бұрын
কবি কাজী নজরুল ইসলাম তাঁর পূর্ব পুরুষ বিহারী হওয়ায় তিনি বিহারী কিন্তু ধ্যান জ্ঞান প্রকাশের মাধ্যম ও সর্বোপরি সাহিত্য সাধনা সমস্তই বাংলা ভাষায় এবং তিনি চিরকালীন শ্রেষ্ঠ বাঙালী সাহিত্যিক ৷ কবি কাজী নজরুলকে পেয়ে বাঙালী হিসাবে ধন্য ও গর্ব বোধ করি ৷ বণি দা ধন্যবাদ ...
@nurulislam30343 жыл бұрын
আপনার ধারণা ভুল। বিহারের পাটনা জেলা বাঙলা ভাষাভাষী অঞ্চল, ভোজপুরী ভাষার অঞ্চল নয়। তাছাড়া বনি আমিন ভাই কবির পূর্বপুরুষদের বিহারের বলেছেন, তবে অবাঙ্গালী কিন্ত্তু বলেননি।
@IqbalHossain-j2y3 ай бұрын
@@nurulislam3034বিহারের পাটনা জেলা কি বাংলাভাষী অধ্যুষিত অঞ্চল?আর পাটনা জেলা তে কি বাংলাভাষী মুসলিম ছিল বা আছে?
@dulalali742 жыл бұрын
নজরুলের তুলনা শুধুই নজরুল,, এমন একজন মানব প্রেমিক কবির জন্ম কি আবারও হবে?,
@samimshakhawat3 жыл бұрын
অসাধারন কন্ঠ আপনার বনি ভাই। সুবর্ণ কাজীর সাথে খুব ভালো সঙ্গ দিলেন। কাজী নজরুল ছিলেন মানবতার অনন্য উদাহরন। এমন কবিকে বুঝবার সমর্থ্য আমাদের নেই।
@garygeorge-wi7co Жыл бұрын
কবে আমাদের কোন্ সে পুরুষে ঘৃত খেয়েছিল কেহ, আমাদের হাতে তারি বাস পাই, আজো করি অবলেহ! কাজি নজরুল ইসলাম And the poet was thousand percent correct. শাস্ত্রানুগত মুসলমানের মনোজগতে ভূগোল এবং বর্তমান ভবিষ্যত থাকে না ।তার থাকে কেবল সাড়ে তেরোশো বছরের পুরোনো এক অমোঘ অতীত । স্বধর্মীর জাত বর্ণ দেশবিহীন অবিচ্ছেদ্য জাতীয়তায় ও স্বশাস্ত্রের দেশ কাল প্রয়োজন নিরপেক্ষ চিরন্তন ও সর্বমানবিক প্রয়োগ সাফল্যে তার আস্থা প্রস্তরের মত দৃঢ় এবং হিমালয়ের মতো স্থূল । তাই ইসলামী ঐতিহ্য ও গৌরব সন্ধান করতে হয় খ্রীস্টিয় চৌদ্দ শতকের পূর্বেকার আব্বাসীয় ভৃবনে; তাই রোমন্থন করে আজকের মুসলমানও গৌরবে,গর্বে, আত্ম তুষ্টিতে স্ফীতবুক। ডক্টর আহমেদ শরীফ you say এমন কবিকে বুঝবার সমর্থ্য আমাদের নেই। The above two quotes would certainly help you to understand the poet better.
@rahenachowdhury71012 жыл бұрын
অসাধারণ গান শুনে ভালো লাগলো , দুইকেই ধন্যবাদ।
@rajatbiswas76453 жыл бұрын
Nazrul Islam, the poet of humanity, the piet of love to the human being, a born rebel...endless salute to the poet...
@abdurrazzaque75762 жыл бұрын
বটিশ ভারতের বিরুদ্ধে বিদ্রোহী কবি তিনি মানবতার কবি,সব ধর্মের মিলনের, প্রেমের কবি শেষে বাংলার বৃহদাঙসের স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি।জন্ম ঐবঙ্গে কবর এই বঙ্গে সত্যি একদিন পূরো বাংলা আরাকান আসাম ত্রিপুরা ও বিহারের বাংলা অঙশ নিয়ে রুপসি আর সোনার বাংলা নিয়েই এক মহা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। অপূর্ব মহাকির্তি গুলো জোযনায় ভাষা মসজিদ মন্দির প্রকৃতির সমাহারে বিশ্বের এক সমৃদ্ধশালী দেশ হিসেবে উজ্জেলিত হবে। রবীন্দ্রনাথ নজরুল অমৃতসেন ড,ইউনিস সহ অগনিত উপপাদ্য নিয়ে এই মহা বাংলাদেশ।
@shankarchondroshill33513 жыл бұрын
সুবর্ণ কাজীর গান দারুণ লেগেছে, পুরো অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরার জন্য শুভকামনা রইল শ্রদ্ধেয় বনি আমিনের প্রতি। 💞
@deephossain72133 жыл бұрын
নতুন কিছু তথ্যাদি শোনা গেল, ভালো লাগলো। ❤️❤️❤️
@prasantasengupta28583 жыл бұрын
বনি ভাই আপনার কন্ঠে , কবির " আমার যাবার সময় হলো দাও বিদায় " শুনে ভালো লাগলো । ধন্যবাদ Congratulations. প্রশান্ত কুমার সেনগুপ্ত / শ্যামনগর / উত্তর ২৪ পরগনা ।
@ranjanbhattacharjee58683 жыл бұрын
নজরুল সম্পর্কে যা বললেন একদম ঠিক l উনি মুসলিম ছিলেন তাই বাংলা দেশের জাতীয় কবি l তবে তাঁর বাকশক্তি থাকলে কখনোই বাংলাদেশে থাকতেন না!
@armandali75863 жыл бұрын
না ঠিক না
@lightansarul3 жыл бұрын
রবীন্দ্র নাথ কি মুসলিম ছিলেন ? তবে তার কবিতা বাংলাদেশের জাতীয় সংগীত হলো কি ভাবে ?
@abubakar.siddiquesarkar70253 жыл бұрын
হয়তো আসা যাওয়া করতেন।
@skbiswas3 жыл бұрын
@@lightansarul হতো না - রবীন্দ্রনাথের কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিছুতেই হতো না - যদি স্বাধীনার পর আয়ামী লীগের সরকার না হতো | BNP, জাতীয় পার্টি বা জামাত-এ-ইসলাম ক্ষমতায় থাকলে "আমার সোনার বাংলা" আর জাতীয় সঙ্গীত হতো না |
@lightansarul3 жыл бұрын
@@skbiswas কিন্তু কাজী নজরুল ইসলাম সাহেব কে যখন বাংলাদেশে আনা হয়েছিল তখন আওয়ামী লিগ ই ক্ষমতায় ছিল, শেখ মুজিবর রহমান সাহেব নিজ উদ্যোগে কাজী সাহেবকে বাংলাদেশে নিয়ে এসে ছিলেন। এটা কি আপনি জানেন না ? সম্ভবতঃ এটি হয়তো আপনার জন্মের আগে বলে আপনার জানা নেই।
@reforcesign27783 жыл бұрын
নাদিয়া আফ্রিন, আপনার উপস্থিতিও খুব সুন্দর সৌখিন ! তার সঙ্গে বনি আমিন, লেগে গেলেন কাজে, এক সঙ্গে গেয়ে দিলেন -- ' আজ মধুর বাঁশরী বাজে ' ! --- A Viewer
@s.munhirmunhir98143 жыл бұрын
অনেক কিছু তথ্য উপাত্ত জানি। দেখি আমার জানার সাথে মিলে কিনা। প্রেম বিয়ে ধর্ম ইত্যাদি ইত্যাদি বিষয়ে কম বেশ জানা আছে । আত্মা চেটিং সেটাও বাদ নেই। দিন শেষে এই মানুষ টির জন্য ভালো বাসার ডালা মেলে ধরি। মনে হয় দোষ গুলো বাদ দিয়ে উপস্থাপন সত্যি দারুণ বিশ্লেষণ হবে। আশায় আছি ।
@lokhonsarkar80823 жыл бұрын
বনি কাকা কি বলব আপনার যত ভিডিওগুলো দেখি ততই খুব ভালোই লাগে আর আপনার মত মজার লোক হয়না যেন আপনি সব বিষয়ে অলরাউন্ডার তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ🖐💕
@faruqueahmed3053 жыл бұрын
কবি মুসলমান না হলে ভারত ও তাকে দিত না । ভারত মনে করে পাপ বিদায় হয়েছে । শেখ মুজিবকে এই জন্য ধন্যবাদ।
@KM140033 жыл бұрын
ছাগল কী মানুষ হয়! তোমরা কবিকে মুসলিম হিসাবে বেশি দেখেছ মানুষ হিসাবে কম l তিনি বাঙালি নন তবুও তিনি বেশি বাঙালি l তিনি মুসলিম নন একজন কবি l তিনি বিহারি জাতির তথা ভারতের গর্ব যিনি বাংলা ভাষার কাব্য কবিতাকে অন্য মাত্রা দিয়েছেন l
@amalendugoswami56533 жыл бұрын
ভূল বলেছেন , শর্ত সাপেক্ষে তাঁকে ইন্দিরা গান্ধী তাঁকে মুজিবর রহমানের সৌজন্যে পাঠিয়েছিলেন ! কিন্তু , মুজিবর কে তারপরেই হত্যা করা হয় । বাংলাদেশে অভ্যুত্থান ঘটানো সেনা সরকার ভারতে প্রত্যর্পণ করতে অস্বীকার করে । এমন কি তাঁর মৃত দেহ ভারতের বারংবার অনুরোধ সত্ত্বেও পাঠায়নি সেনা সরকার ।
@2008.C.R.73 жыл бұрын
@@KM14003 Writer of epic Paradise Lost is a Christian. Is there any problem in it.
@shilashahabuddin49669 ай бұрын
Absolutely currect
@JogeshMondal-ns1pp5 ай бұрын
4:07
@rubelhossen62682 жыл бұрын
বনি আমিন একজন সুন্দর মনের মানুষ। বনি আমি ভাই এর মেধা আনেক ভালো। কথা গুলো সব শুদ্ধ ভাষা বলে আনেক সুন্দর লাগে কথা গুলো
@ireenakter79232 жыл бұрын
আমরা নামধারী মুসলমানরা কবিকে শুধু একজন কবি গায়ক সুরোকার হিসেবেই চিনি। আর জ্ঞানী মানুষজন কবিকে মহা মানব হিসেবে চিনেছে
@mahabubalam8599 Жыл бұрын
moha manob ekjoni........hazrat MOHAMMAD (SA)
@garygeorge-wi7co Жыл бұрын
বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পরে সকল রাজমুকুট এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন বুদ্ধ-গয়া এ, জেরুজালেম এ, মদিনা, কাবা-ভবন মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশীর কিশোর গাহিলেন মহা-গীতা এই মাঠে হল মেষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান-গুহা-মাঝে বসিয়া শাক্যমুনি ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরাণের সাম-গান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই! কবি কাজী নজরুল ইসলাম
@evsumma1242 Жыл бұрын
অসাধারণ আবৃত্তি, কন্ঠ চমৎকার।
@md.ibrahim9612 жыл бұрын
প্রিয় কবি কাজী নজরুল ইসলাম 😍😍
@কবিমোহাম্মদআফজালহোসেন Жыл бұрын
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কথা আগেই বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী কে যে বাংলাদেশ স্বাধীন হলে কবি কে বাংলাদেশে নিয়ে যাবেন" দেশ যখন স্বাধীন হয় তখন বঙ্গবন্ধু কথা রেখেছেন তিনি সপরিবারে কবিকে নিয়ে এসেছেন কথা ছিল সপ্তাহ খানেক থাকবেন কিন্তু কবি অসুস্থতা বেড়ে গেলে ঢাকা তার বাসভবনে চিকিৎসা চলতে থাকে, সপ্তাহ যখন শেষ হয়ে যায় কবির পরিবারকে বঙ্গবন্ধু প্রস্তাব করেছিলেন ভারতে যাওয়ার ব্যবস্থা করবে কিনা তখন তার পরিবার বলছে যে না এখানেই তিনি ভাল আছেন এবং মানুষের ভালোবাসা ও সেবা পাচ্ছেন তিনি তখন আর কবি কে পাঠান নি একেবারেই রেখে দিয়েছেন এবং কিছুদিন পরেই জাতীয় কবির মর্যাদা স্বীকৃতি দিয়েছেন যা ছিল অনন্য কাজের মধ্যে একটি" বনি আমিন ভাইয়ের কথা ভুল যে তিনি হিন্দু যদি হতেন তাহলে ওনাকে আর বাংলাদেশের নিয়ে আসা হতো না* যে যত বড় হয় সে তার চেয়ে বেশি বড় মানুষকে চিনতে পারে তেমনি শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে চিনতে পেরেছিলেন তার সৃষ্টিশীল কর্ম উপলব্ধি করেছিলেন এবং কবিকে কাছে পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করেছেন এটা শুধুমাত্র প্রেমের জন্যই সম্ভব এখানে কোন স্বার্থ কিংবা ধর্মের কিছু নেই প্রেম ও সম্মান সকল কিছুর উর্ধ্বে বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে চির সম্মান দিয়েছেন*** সেজন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ
@raselrasel67363 жыл бұрын
"আমি বন্ধনহারা কুমারীর বেণী, তন্বী-নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি!" -কাজী নজরুল ইসলাম-( বিদ্রোহী)
@pournimadasbaby32892 жыл бұрын
সুবর্ণ কাজী ভাই আপনার অসাধারণ গান ও আবৃত্তি শুনে মুগ্ধ হলাম।
@khadijanazneen20693 жыл бұрын
অসাধারণ! ধন্যবাদ বনি আমিন। লা জাওয়াব! 🙏
@sankarchaki62662 жыл бұрын
এত সুন্দর ব্যাখ্যা বড় একটা শোনা যায় না। ধন্যবাদ।
@nurmohammed33333 жыл бұрын
তিনি যদি হিন্দু হতেন যেমন রবি ঠাকুরকে তারা দিতেন ? সেই প্রশ্ন ও করা দরকরা ছিল। সুন্দর হয়েছে। ধন্যবাদ
@rofikshaahid97122 жыл бұрын
একটি বিশেষ কর্ম সম্পাদনের জন্য ভিডিওটি পুনরায় দেখলাম মনযোগ দিয়ে।
@salauddinsarder30003 жыл бұрын
কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
@shahjahansomrat44383 жыл бұрын
আবারও দেখলাম, খুবই ভাল লাগল!!
@motin67879 Жыл бұрын
চুরুলিয়া ও কবি নজরুল কে অনন্য ভাবে উপস্থাপন করেছেন শুধুমাত্র শ্রদ্বেয় বনি আমিন স্যার। শুভ কামনা স্যার।
@kamrulislamselpbrac5263 жыл бұрын
Unique and Impeccable. Thank you Boni bhai.
@ashokkumarroy753 жыл бұрын
আমাদের পরম শ্রদ্ধেয় কবি কজীনজরুল ইসলামের জন্মভিটা এবং কবির বংশের ব্যক্তিত্বদের স্বচক্ষে দেখলাম। শ্রদ্ধেয় বনি আমিন সাহেবের একান্ত প্রচেষ্টায় সেটা সম্ভব হলো। বনি বাবুকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।🙏🙏
@mngnasim20483 жыл бұрын
বাংলা সাহিত্যের এক উজ্জল নক্ষত্র "বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ! তিনি বাংলা সাহিত্যকে এক অনন্য উচ্চতায় সমাসীন করেছেন। বনি আমিন ভাইয়ার সৌজন্যে দেখলাম কাজী নজরুল এর জন্মভিটা, ধন্যবাদ ভাই বনি আমিন।
@sanjoysom80543 жыл бұрын
বনিদা, আরেকটা খুব বড় কাজ করলেন। এটা নিছক একটা video নয়, এটা একটা প্রামাণ্য দলিল। এটা গবেষণার কাজেও লাগবে। আপনি ও কবির মত secular, modern. বাংলাদেশের মানুষ যদি জাতীয় কবিকে সঠিক মূল্যায়ন করতে পারেন এবং তার ভাবধারাকে অনুসরণ করতে পারেন তাহলে বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে। ভাল থাকবেন।
@mdkabir60253 жыл бұрын
অনবদ্য উপস্থাপনা। অসীম ধন্যবাদ।
@ataurrahaman23392 жыл бұрын
সত্যি বলতে উনার কবিতার জোর এত বেশি উনি হিন্দু হলেও মুসলিম গণ সম্মান করতে বাধ্য হতো যেমন রবীন্দ্রনাথ
@garygeorge-wi7co Жыл бұрын
why do you bring religion in every discussion? A poet is a poet and he is remembered for his literary credentials.
@nazmulislam584610 ай бұрын
অসাধারণ সংগ্রহ, প্রচার ও বিষয়। ধন্যবাদ ভাইজান।।
@emranhossain42813 жыл бұрын
আমার প্রিয় কবির প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা
@abdussalam-by8ir Жыл бұрын
বনি আমিন, আপনি চমৎকার গেয়েছেন। ধন্যবাদ আপনাকে।
@anupkumargope97723 жыл бұрын
আজকের পর্বটা অসাধারণ হয়েছে 🌿
@nitadhua37753 жыл бұрын
খুব ভালো লাগলো। মন ভরে গেল। এরকম আরও ভিডিও দেখতে চাই। শুভেচ্ছা রইল।
@rafiqislam38123 жыл бұрын
বাংলাদেশী জাতীয় কবি এই বাঁশের বাঁশবির কারণে হয়তো তিনি না দেখা সেই প্রেম রসিক অমিয় বাঁশির সুরের রঙ্গলীলার মহা মানব শ্রী কৃষ্ঞের ভক্ত ছিলেন।