এই বিদ্রোহী কবিতাটা আমি যতবার শুনি ততবারই আমি পাগল হয়ে যাই। শিল্পীর কোনো জাত হয় না উনি স্বয়ং ভগবানের। ঈশ্বর এর সৃষ্টি আমি সমস্ত অন্তর দিয়ে উপলব্ধি করি। 🙏🙏🙏
@bidhanghosh27477 жыл бұрын
রক্তে আগুন ধরানো কবিতা … শুধুই নজরুল পারে এই আগুন জ্বালতে………… কবি কে জানাই আমার সশ্রদ্ধ প্রনাম………
@phanibhusangupta27255 жыл бұрын
আমাদের সশ্রদ্ধ সালাম। আজকে আমার বড্ড বেশী করে মনে পড়ছে তোমার কথা। উন্মত্ত বিশ্বের আজ খুব দরকার ছিল তোমাকে। তোমার লেখনীর কষাঘাত ই পারত আমাদেরকে সুঙযত কোরতে। আমাদের শ্বাসনের বড়ই অভাব।
বিদ্রোহী কবিতা শোনার আমন্ত্রণ kzbin.info/www/bejne/mWSwiIduq8x2ns0
@mayenuddinmunshiagroandfoo63984 жыл бұрын
দুই বাংলায় এক বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম তোমার মত কবি আর জন্ম হবে না, সারা বিশ্ব কাঁপিয়ে তুমি আমাদের প্রিয় কবি।
@madhumitamallick91783 жыл бұрын
কবি আজও তোমার বিদ্রোহী কবিতা শুনলে আমার হৃদয়ে সাইক্লোন ওঠে। আমার রক্তে মজ্জায় তোমার জীবন্ত অস্তিত্ব অনুভব করি।
@santoshmodi10843 жыл бұрын
@@madhumitamallick9178m Lmooo00
@nasiruddin37613 жыл бұрын
@@madhumitamallick9178 গ্ট্গঘগগিিইিঘিইইঞৌওঔঔঔ
@ShayereeDeSarkar3 жыл бұрын
kzbin.info/www/bejne/goOrh4Ovm6lpeac Bidrohi | Recitation by Sudip De Sarkar
@kishorbanerjee93463 жыл бұрын
Tomakeajasropronam
@saifurrahamansagor77552 жыл бұрын
হে কবি নজরুল তোমার সৃষ্টি অনবদ্য তোমার সৃষ্টি অতুলনীয়,, ভাবতে অবাক লাগে। এত শব্দের অগ্নিস্ফুলিঙ্গ তুমি কোথায় পেলে। মারহাবা মারহাবা মারহাবা
@deviprasadmazumder25864 ай бұрын
'শব্দের অগ্নিস্ফুলিঙ্গ' - কথাটা সুন্দর বলেছেন। এই শব্দের যাদু নিয়ে এখানে, ঢাকায় - নজরুল ইন্সটিটিউটে শব্দ সম্ভার নিয়ে একটি বই আছে! কিন্তু, মানব মনে এই শব্দের প্রভাব নিয়ে কোন বিজ্ঞানভিত্তিক স্টাডি বোধ'য় এখনো হয়নি। আমি চাইছি, এ বিষয়টি নিয়ে প্রায়োগিক গবেষণা হোক। তাতেই মানবকূলের কল্যাণ নিহিত...
@Babito_Q063 жыл бұрын
সবার কবিতা নিজের জন্য, প্রেম বিরহ আর কিছুটা ন্যাকামো। পরাধীন ভারতে তোমারি কবিতা আগুন জালিয়েছিলো, বিপ্লব এনেছিল। স্বাধীনতার যুদ্ধে তোমার অবদান অনেকখানি। হে বিপ্লবী কবি লহ মোর শতকোটি প্রনাম🙏🙏❤️❤️
@bashirsliterature51412 жыл бұрын
একমাত্র কবি যিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে সমভাবে সমাদৃত। অসাধারণ প্রতিভা যার সামান্য ই অকাল অসুস্থতার দরুন আমার পেয়েছি। 🤔
@shohandrive50432 жыл бұрын
গায়ে কাটা দেই...এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গেলেই কবির কবরের সামনে দাড়ালে চৌখে পানি আসে...আল্লাহ মাফ করুন তাকে জান্নাত দান করুন।
@pal152001 Жыл бұрын
আল হুম দূল্লিহা 😊
@enamulkabir817411 ай бұрын
আমিন❤
@surersagorpakhitilak2 жыл бұрын
দেবদূত পিতার বজ্রলেখনীর শব্দবিন্যাশে দেবপুত্রের বজ্রকন্ঠে সাজানো পৃথিবীর এক এবং অদ্বিতীয় বিস্ময়। আমার শতকোটি প্রণাম।
@pralaybanerjee10072 жыл бұрын
kzbin.info/www/bejne/l37ag3mchahkfsk
@shnaolimondal37082 жыл бұрын
এ তো কবিতা নয়,এ যেন কবিহৃদয়ের সর্বশ্রেষ্ট উপহার আমাদের সকলের জন্য ।এ কবিতা আজ ও যেমন অমলিন তেমনি আজ থেকে হাজার বছর পর ও অমলিন ই থাকবে।।হৃদস্পন্দন বাড়াবে প্রতিটা পাঠকের।💙
@mdsazzad75124 жыл бұрын
বিদ্রোহী,,, শুধু ২১ বছর সাহিত্য রচনা করেছেন, তাতেই আপনি হয়েছেন মহান। সেই ব্রিটিশরা যদি আপনাকে ইনজেকশন পুশ না করত, যদি সুস্থই থাকতেন তাহলে জিবনের বাকি ২৬ টি বছর সাহিত্য কে এমন পর্যায় নিয়ে যেতেন,,, অন্য কনো সাহিত্যিক তা কল্পনাও করতে পারত না। অনেক মিস করি আপনাকে। দুয়া রইলো আল্লাহ যেনো আপনাকে জান্নাতুল ফেরদিউস নসিব করেন। আমিন।
@kolbythread34482 жыл бұрын
Inshallah Ameen
@rashedulislam37982 жыл бұрын
সব আ্ল্লাহর ইচ্ছে, মানুষ ৪০ বৎসর বয়সের পর বুদ্ধিগুণ পরিপক্ব প্রখরতা হয়। ঠিক সেসময় যে উপায়ন্তে কবির লেখনশৈলী স্তব্ধ হয়। আমার একান্ত মতামত যে, যদি তা না হতো বা আর সময় পেত তা হলে তিনি মানুষের কাছে পূজারী হতেন। আল্লাহ তা চান নি। আল্লাহ উত্তম জানেন। কবি জান্নাত বাসি হোক।
@zikamal2 жыл бұрын
😭😭😭
@saibalchakraborty3573 Жыл бұрын
Injection pushed by British mane ? I heard nazrul died because syphilis.
@bilkishchowdhury83185 ай бұрын
হযরত মুহম্মদ (সা:) বলেছিলেন যে কেয়ামাতের যুগে ইলম উঠে যাবে... তাই মনে হয় মহান আল্লাহ নজরুলের জ্ঞান উঠিয়ে নিয়েছিলেন
@deepray61443 жыл бұрын
বাংলার শ্রেষ্ঠ কবি আমাদের হৃদয়ের কবি কাজী নজরুল ইসলাম | বিদ্রোহী কবি ছিলেন তাই সেই মূল্য পেলেন না | শ্রেষ্ট কবি তোমাকে আমরা কোনদিন ভুলছি না আর ভুলবো না |
@ranitadeb92273 жыл бұрын
Thank you at post korar jonno
@mitaadhikari4636 Жыл бұрын
বার বার শুনতে ইচ্ছে করে।সেলাম তোমায় কবি কাজী নজরুল ইসলাম। সেলাম তোমায় কাজী সব্যসাচী।
@majumdararpan156010 ай бұрын
কোনো দিন কোনো ভাষা দিয়ে মহাকবি নজরুল কে প্রকাশ করা যাবে না, উনি এত বিশাল, এত মহান, এত মহৎ। প্রয়োজন ছিল এখন ওনাকে সারা পৃথিবীতে...
@anjanram24902 жыл бұрын
❤️ পাঠ করেছেন যে তাকেও অনেক ধন্যবাদ,,, অনেক আবেগ প্রবন,,,❤️ মহাসৃষ্টি কে কন্ঠ দেওয়ার জন্য।❤️ নজরুল আজও অমর আমাদের মাঝে।
@younuskhan7762 Жыл бұрын
Kazi Sobbosachi , son of Kazi Nazrul Islam was the reciter of this poem.
@anisurrahamansk9441 Жыл бұрын
ওনার পুত্র
@ferdousrahman9072 Жыл бұрын
Sobbosachi Kazi
@tanmaybasu10 Жыл бұрын
@@younuskhan7762ওঁর পুত্র, কাজী সব্যসাচী। একসময় আকাশবাণীর প্রধান ঘোষক ছিলেন। কবির মৃত্যুর মাত্র চারবছর পর ১৯৮০ সালে অকাল প্রয়াত হন।
@miraseal69412 жыл бұрын
আমি যখন ২৪ পরগণা ক্যানিং এ কর্মরত ছিলাম তখন আমি কাজী সব্যসাচীকে দেখেছি এবং তাঁর কন্ঠে কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ শুনেছে আমার স্মৃতি তে চীরদিন কাজীর কবিতা এবং কাজী সব্যসাচীর আবৃতি অমলিন হয়ে বেঁচে থাকবে ধন্যবাদ উদ্যোক্তাদের তাদের জন্য আমার নমস্কার
@dipnarayanbhowmick83006 ай бұрын
মা আপনি সত্যি সৌভাগ্য বতী।
@chandanamukherjee9430 Жыл бұрын
আমার মন যখন খুব ভরাক্রান্ত থাকে আমি বিদ্রোহী কবিতা টি শুনি বার বার, আর ধীরে ধীরে মন টা ঠিক জায়গায় ফিরে আসে, 🙏🏻🙏🏻🙏🏻প্রণাম নজরুল আপনাকে, এতো অসাধারণ গান কবিতা সৃষ্টি র জন্য 💞💞💞🌹🌹🌹
@shakibkhandaker Жыл бұрын
এক বিদ্রোহী কবিতার জন্যই নজরুলকে হাজার বার নোবেল দেয়া যায়❤❤❤
@shiladityamaitra23353 жыл бұрын
কাজী নজরুল ইসলাম এর যোগ্য পুত্র কাজী সব্যসাচীর ।ওনার কন্ঠস্বর সত্যিই ঈশ্বর প্রদত্ত ।আমরা কাজী নজরুল ইসলাম এবং কাজী সব্যসাচী কে যোগ্য সম্মান দিতে পারিনি এটা নিঃসেন্দহে আমাদের ত্রুটি ।কাজী সব্যসাচী শুধু একজন ভালো আবৃত্তিকার নন উনি বাংলা বাচিকশিল্পের জনক ।উনি প্রথম ব্যক্তি যিনি আবৃত্তি শিল্প কে পেশা হিসেবে গ্রহণ করেন ।আজকের অনেক আবৃত্তিকার রা ওনাকে চেনে না বা ওনার কথা জানেন না এটা নিঃসেন্দহে খুব দুঃখজনক ঘটনা ।আজকের আবৃত্তিকাররা যে এত পয়সা উপার্জন করছে আবৃত্তি শিল্পের মাধ্যমে তার কৃতিত্ব এবং মূল কারিগর কাজী সব্যসাচী এটা দেবদুলাল বন্দোপাধ্যায় যিনি সব্যসাচীর সহকর্মী ছিলেন আকাশবাণী তে তিনি বলেছেন ।
@rabindranathbiswas43892 жыл бұрын
Kabinajrulsalut}madhu
@raselrana85702 жыл бұрын
পুএের কণ্ঠে পিতার কবিতা, মনটা ভরে গেলো, আর কেউ পারবে না এমন করে আবৃতি করতে,
@somnathmitra24488 ай бұрын
অবশ্যই
@supriyasanyal30203 ай бұрын
Ahaaaa!!!! Ki sundor.ki osadharon....mon vore gelo
@CrayonCrafts25 күн бұрын
একদম
@CrayonCrafts25 күн бұрын
মন ভরে যায়। যেমন লেখনি ❤️।তেমন কণ্ঠস্বর 🌹
@ProjectPratinidhi3 жыл бұрын
কি শোনালে ভায়া, কি শোনালে মোরে? আমৃত্যু মনে থাকবে এ অনুভূতি।রক্তের এই ভয়াল চাপ, প্রবলতা যা আমার এই তুচ্ছ দেহ সহ্য করিতে পারে না।আমি বিশ্বাস করতেই পারিনা কোনো কবি এহেন কবিতাও লিখতে পারে!এ যে চিরন্তন সত্য!!এ যে মহা পবিত্র!সবার চেয়ে, সবার উর্ধে!এখনতো সত্যিই মনে হচ্ছে যে ওই তপন ঠিকই বলেছিল, লেখক মাত্রই কোনো ভিনগ্রহী জীব।।
@m.s.16757 жыл бұрын
আর কে লিখবে এমন কবিতা --- আমার মাযের ভাষাদিয়ে এমন কবিতা লিখে কে দিবে আামদের উপহার। আল্লাহ্ তোমাকে জান্নাত দানকরুক - প্রীয় কবি নজরুল ইসলাম।
@aliimam24036 жыл бұрын
Amin
@sayantanchakraborty20035 жыл бұрын
Thank you
@murlichoudhury38075 жыл бұрын
Durgomogerre kantar moru dustor parapar ohey jayrira husiar me
@murlichoudhury38075 жыл бұрын
Lshok souksobar hoyl
@murlichoudhury38075 жыл бұрын
Daiyttopkar
@jibansen30873 жыл бұрын
কবি সহজাত শক্তি নিয়েই পৃথিবীতে অবতীর্ণ হন । কাজী নজরুল সেই শক্তি আমাদের এই বাঙলায় জন্ম নিয়েছিলেন। কী অসাধারণ অবদান। তার জীবনটাই এক জ্বলন্ত দর্শন। শুধুই একান্ত ক্ষেদ জীবনের শেষদিকে তিনি নির্বাক হয়ে থাকলেন। কত কিছু থেকে আমরা বঞ্চিত হলাম।
@pralaybanerjee10072 жыл бұрын
kzbin.info/www/bejne/l37ag3mchahkfsk
@sanjoyneogi74234 жыл бұрын
বহু বছর ধরে আমার ফোনে রয়েছে কবিতাটা।যতবার শুনি,ততবারই রক্তে শিহরণ জাগে।সালাম তোমায় প্রিয় কবি!
@jelalhossain73194 жыл бұрын
আমার মায়ের ভাষায় এমন একটি সাহিত্যকর্মের জন্য খুব গর্বিত বোধ করছি। কবিপুত্র কবির রক্তের প্রমাণ দিয়েছেন তাঁর বাবার অনুভূতি সুচারুভাবে কণ্ঠে ধারণ করে।বিধাতা তাঁর সৃষ্টিকে কত ক্ষমতা ও মমতা দিয়ে সৃষ্টি করেছেন তাঁর একটি প্রমাণ এই কবিতাটি। সৃষ্টিকর্তা, পৃথিবীকে প্রেমময় করো, কবিমনের বাসনা পূর্ণ করো।
@AminulIslam-hf6fn3 жыл бұрын
কাজী নজরুল ইসলাম-- কেবল কবি হিসেবেই নয়, মানুষ হিসেবেও ছিলেন বিধাতার বিস্ময়কর সৃষ্টি। তাঁকে ধারণ করা , বিশ্লেষণ করা , উপস্থাপন করা দুঃসাধ্য ব্যাপার। আর তাঁর কবিতার শ্রেষ্ঠতম আবৃত্তিকার হচ্ছে তাঁরই সন্তান কাজী সব্যসাচী।
@Zupp200002 жыл бұрын
Asadharan
@manasdolai93602 жыл бұрын
একদম
@mallikacreation9372 жыл бұрын
Ekdom thik
@durga.simple.life96502 жыл бұрын
কাজী নজরুল ইসলামের শশুড় বাড়ি আমাদের বাড়ির কাছে। নজরুল প্রমীলার ভালোবাসার স্মৃতি আমাদের তেওতা জমিদার বাড়িতে রয়েছে ।
@tarahyense17592 жыл бұрын
Best wishes for kobi.
@freepalestine1853 жыл бұрын
বাংলার যুবকদের যৌবনের কবি, তুমি চিরযুবরাজ।
@mianmdsohel90862 жыл бұрын
1000... for you... this comment. 👍👍
@mousumidey73343 жыл бұрын
একটা বিদ্রোহী কবিতার জন্য নজরুল কে ১০ বার নোবেল দেয়া যায়🙏🙏🙏
@ShayereeDeSarkar3 жыл бұрын
kzbin.info/www/bejne/goOrh4Ovm6lpeac Bidrohi | Recitation by Sudip De Sarkar
@alivray5803 жыл бұрын
Q
@csdapu73443 жыл бұрын
right
@বাংলাওবাঙালি-থ৫প3 жыл бұрын
আপনার এই কমেন্টের জন্য আপনাকে একটা নোবেল দিতে ইচ্ছে করছে😁😁
@dr.md.modasserhossain4703 жыл бұрын
একথা একশো ভাগ সত্য ও সঠিক। এই দুর্নীতির বিশ্বে যদু মধু কত নোবেল পেল। কিন্তু মহামানব নজরুল ইসলাম পাবেন না।
@arshinagor90474 жыл бұрын
এমন পুরুষকন্ঠ এমন সাবলীল সুন্দর মধুর বাচিকতা নিয়ে আর কেউ আসবেনা!
@pralaybanerjee10072 жыл бұрын
kzbin.info/www/bejne/l37ag3mchahkfsk
@manikhalder71663 жыл бұрын
0:00 বল বীর - বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর - বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’ ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন ‘আরশ’ ছেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর! বল বীর - আমি চির উন্নত শির! আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন! আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর! বল বীর - চির-উন্নত মম শির! আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির! আমি চির-দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হর্দম হ্যায় হর্দম ভরপুর মদ। আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান। আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য; আমি কৃষ্ন-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধীর। আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর। বল বীর - চির - উন্নত মম শির! (1/3)
@manoranjankundu80062 жыл бұрын
এমন সুন্দর কবিতা একমাত্র নজরুল ইসলামের হাতেই সম্ভব। চিরন্তন সত্য হয়ে থাকবে মানুষের হৃদয়ে বিরাজিত যুগে যুগে।
@ayushman58803 жыл бұрын
আমি মুগ্ধ, আমি অভিভূত। সংগ্রামী চেতনার অতন্দ্র প্রহরী কাজী নজরুল ইসলাম, যিনি ছিলেন সুন্দরের পূজারী,তিনি অগ্নিবীণা হাতে নিয়ে বিষের বাঁশিতে ভাঙার গান গেয়েছেন। বাংলা সাহিত্যে তিনি আবির্ভূত হয়েছিলেন ধূমকেতুর মতো বিদ্রোহের নিশান উড়িয়ে।
@bimalendudutta98 Жыл бұрын
এ এক চির অমলিন,চির নতুন সৃষ্টি ।সৃষ্টির শুরু থেকে চলে আসা উৎপীরিতদের ,বঞ্চিতদের বিদ্রোহের চিরকালীন অভিব্যক্তি এই কবিতা।আবৃত্তি করতে গেলেই হৃদয়ের অন্তস্থল থেকে কেমন এক বিদ্রোহী সত্বা জেগে ওঠে।বাংলা সাহিত্যের এক বিস্ময়কর সৃষ্টি এই কবিতা ।
@namitadutta22954 жыл бұрын
কবিতাটি শুনলে এখনও গায়ে কাঁটা দেয়। কবি কে আমার প্রণাম। ⚘🌹🙏🙏🙏🙏
@debbarnichail78332 жыл бұрын
শুনছি আর গায়ে কাঁটা দিয়ে উঠছে, প্রণাম সেই সৃষ্টিকর্তাকে যিনি এমন বিদ্রোহী কবিকে এই ধরাধমে অবির্ভূত করেছিলেন
@amdadulislam66683 жыл бұрын
তুমি কবি তুমি কবি। তুমি বাংলার তুমি বাংলার তুমি বাংলার শ্রেষ্ঠ কবি।
@mayaaich39354 жыл бұрын
কাজী নজরুল ইসলামের কবিতা বারবার শুনতে খুব ভালো লাগে। মনে হয় এই পৃথিবীতে ওনার মত আর কি কবি জন্মগ্রহণ করবেন?
@servinghumanity32432 жыл бұрын
ঠিক বলেছেন
@joharulhoque47812 жыл бұрын
Na
@KMHARUN246 жыл бұрын
আহ আর লিখতে পারবে না কেউ এমন কবিতা , হাজার বছরেও ।
@AAAsiF-jf9hb5 жыл бұрын
impossible
@ShayereeDeSarkar3 жыл бұрын
kzbin.info/www/bejne/goOrh4Ovm6lpeac Bidrohi | Recitation by Sudip De Sarkar
@krishnapadaraptan35092 жыл бұрын
Akhon prithibita sei manus nei ,lovider charachari. Ar sai manushder amra pabana.
@nuralamlelin13914 жыл бұрын
মধ্যে রাত থেকে ভোর রাত, এইটুকু সময়ের মধ্যে এই রকম একটা কবিতা লেখা কিভাবে সম্ভব!!! এতো দ্রুত কবিতা নজরুল ছাড়া বোধহয় কেউই পারবে না।
@ShayereeDeSarkar3 жыл бұрын
kzbin.info/www/bejne/goOrh4Ovm6lpeac Bidrohi | Recitation by Sudip De Sarkar
@ozilahmed56985 жыл бұрын
বল বীর- বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর- বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাতৃর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর! বল বীর- আমি চির উন্নত শির! আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা-প্রলয়ের আমি নটরাজ,আমি সাইক্লোন,আমি ধ্বংস! আমি মহাভয়,আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার,আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,আমি দ’লে যাই যত বন্ধন,যত নিয়ম কানুনশৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো,আমি ভীম ভাসমান মাইন! আমি ধূর্জটি,আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর আমি বিদ্রোহী,আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর! বল বীর- চির-উন্নত মম শির! আমি ঝঞ্ঝা,আমি ঘূর্ণি, আমি পথ-সমুখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার,আমি ছায়ানট,আমি হিন্দোল আমি চল-চঞ্চল,ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল ; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ,আমি ঝঞ্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির-অধীর। বল বীর- আমি চির-উন্নত শির! আমি চিরদুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হর্দম্ হ্যায় হর্দম ভরপুর মদ। আমি হোমশিখা, আমি সাগ্নিক জমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। আমি ইন্দ্রাণীসুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য; আমি কৃষ্ণকন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধির। আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর। বল বীর - চির-উন্নত মম শির! আমি সন্ন্যাসী, সুর-সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ! আমি বজ্র আমি ঈশান-বিষাণে ওঙ্কার আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার আমি পিণাক-পাণির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দন্ড আমি চক্র ও মহা শঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড! আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব। আমি প্রাণ-খোলা হাসি উল্লাস- আমি সৃষ্টিবৈরী মহাত্রাস, আমি মহা প্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস! আমি কভূ প্রশান্ত-কভূ অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী! আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহা কল্লোল আমি উজ্জ্বল, আমি প্রোজ্জ্জ্বল, আমি উচ্ছল জল-ছল-ছল, চল-ঊর্মির হিন্দোল-দোল! আমি বন্ধনহারা কুমারীর বেণু, তন্বী-নয়নে বহ্ণি আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি! আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। আমি বন্চিত ব্যথা পথবাসী চির গৃহহারাযত পথিকের আমি অবমানিতের মরম বেদনা, বিষ-জ্বালা, প্রিয় লান্চিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড় চিত চুম্বন-চোর কম্পন আমি থর-থর-থর প্রথম প্রকাশ কুমারীর! আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল-ক’রে দেখা অনুখন আমি চপল মেয়ের ভালোবাসা তা’র কাঁকন-চুড়ির কন্-কন্! আমি চির-শিশু, চির-কিশোর আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচড় কাঁচলি নিচোর! আমি উত্তর-বায়ু মলয়-অনিল উদাস পূরবী হাওয়া আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীণেগান গাওয়া। আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র-রুদ্র রবি আমি মরু-নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি! আমি তুরীয়ানন্দে ছুটে চলি, এ কি উন্মাদ আমি উন্মাদ! আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ! আমি উথ্থান আমি পতন, আমি অচেতন-চিতে চেতন, আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব-বিজয়া-কেতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত্য-করতলে তাজী বোররাক আর উচ্চৈঃশ্রবা বাহন আমার হিম্মত-হ্রেষা হেঁকে চলে! আমি বসুধা-বক্ষে আগ্নিয়াদ্রি, বাড়াব-বহ্ণি, কালানল আমি পাতালে মাতাল অগ্নি-পাথার-কলরোল-কল-কোলাহল! আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সন্চারি ভুবনে সহসা সন্চারি ভূমিকম্প। ধরি বাসুকির ফণা জাপটি- ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনেরপাখা সাপটি। আমি দেব শিশু আমি চঞ্চল, আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অন্চল! আমি অর্ফিয়াসের বাঁশরী, মহা- সিন্ধু উতলা ঘুমঘুম ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরী।
@waveyou62454 жыл бұрын
Thanks.
@meranasohel29044 жыл бұрын
ধন্যবাদ
@mdmaruf11024 жыл бұрын
মাশাআল্লাহ
@parthasen92184 жыл бұрын
Thank you vai
@nusrat71244 жыл бұрын
Thank you vaiya
@santanukayal40754 жыл бұрын
কাজী নজরুল ইসলাম সেরার সেরা, সবার সেরা।
@manjuli3015 жыл бұрын
What a voice! What a voice modulation! Deep sonorous, confident, daring, full of emotions, compassion....a complete n perfect voice for recitation 👌👌👌👌
@sumitamaitra4222Ай бұрын
এ কবিতা আমাদের জন্য কবি হৃদয়ের সর্বশ্রেষ্ঠ উপহার। যত শুনি ততই ভালো লাগে। বিদ্রোহী কবিকে আমার শতকোটি প্রণাম।
@tutorialsBangla7 жыл бұрын
কাজী নজরুল ইসলামের কবিতাগুলো কাজী সব্যসাচীর মুখেই সবচেয়ে ভাল মানায়।
@tapatighosh1707 жыл бұрын
vanubandhapadhya
@arikajhi53996 жыл бұрын
TutorialsBangla poàt
@subhasishmukherjee34886 жыл бұрын
Thik
@ajmixyt84206 жыл бұрын
TutorialsBangla
@mehnazmoumita88646 жыл бұрын
tapati ghosh
@md.shaheduzzamanshahed84514 жыл бұрын
বিদ্রোহী সর্বকালের সেরা বাংলা কবিতা এবং বিশ্বের সেরা দশটির একটি।
@rabiulislam4792 Жыл бұрын
.....এবং সেরা একটির একটি ।
@kalpakde7 жыл бұрын
মন্তব্য করব তেমন ভাষা আমার জানা নেই ... তাই বার বার শুধু শুনি ... প্রতিদিন শুনি ... ঝংকার তোলে আমার মনে ----------------------
Nazrul should have been the most read poet of subcontinent, for Urdu Hindi even for parsian. He's beyond this world's realm. Kudos to NAZRUL, the KAZI of divine poetry
@MasumaAkhtarNusrat9 жыл бұрын
অসাধারণ! রক্তে আগুন ধরিয়ে দেয়!
@abdulahamid44746 жыл бұрын
l6 qaa
@monzuralam75055 жыл бұрын
omor kobi
@ShayereeDeSarkar3 жыл бұрын
kzbin.info/www/bejne/goOrh4Ovm6lpeac Bidrohi | Recitation by Sudip De Sarkar
@servinghumanity32432 жыл бұрын
একদম
@momotamukhoty39492 жыл бұрын
যত শুনি ততই ভাল লাগে। এদের তুলনা হয়না।যত দিন পৃথিবী থাকবে ততদিন এরা থাকবেন।
@ArifKhan-dt8cx5 жыл бұрын
হাজার হাজার সালাম নজরুল আপনাকে। আপনি আমাদের জন্য রেখে গেছেন বিদ্রোহী নামের এক মিছাল যা আমাদের পথ চলার এক প্রেরনার দিক । আপনি আছেন এবং থাকবেন প্রত্যেক বাঙালির অন্তরে ।
@miftekharabir49383 жыл бұрын
কাজী নজরুল ইসলামের কবিতা গান শুনলে শরীরের রক্ত টগবগ করে ফুটতে শুরু করে। অনুভব করি এই মুহুর্তে যদি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ শুরু করতে হয় তার জন্যও প্রস্তুত, সত্যি এক অমূল্য রত্ন আমাদের কবি।
@dr.bimanmitra99187 жыл бұрын
সেই ছোটবেলা থেকে শুনছি ,আজো চির নতুন ,কোনো যন্ত্র সাহায্য ছাড়া শুধূ কণ্ঠ র ওঠা নামা যেনো আলাদা জগতে নিয়ে যায় ,ভোলা যায় না ------------------ ডক্টর বিমান মিত্র মালদা রাষ্ট্রীয় মহাবিদ্যালয়
@smhemayetuddin21357 жыл бұрын
Dr Biman Mitra
@rasel75145 жыл бұрын
অসাধারন নজরুল একজন ই
@BK-uo1kb4 жыл бұрын
kzbin.info/www/bejne/Y5bIXoSYhdWGors ei link er kobita sunben
@taritpriyabanerjee70082 жыл бұрын
আমি খুব খুশি আর ধন্য যে আমি নিজে কাজী সব্যসাচীর কাছেই আবৃত্তি শিখেছিলাম , আমি প্রণাম জানাই ।
@goutamkumarghosh52523 жыл бұрын
বিদ্রোহী কবিতার আবৃত্তি কাজী সব্যসাচীর কণ্ঠে যতবার শুনি ততবারই মুগ্ধ হই ।আমিও যদি ওই রকম বলতে পারতাম !!!😊😊😊😊
@shiladityamaitra23353 жыл бұрын
এই কন্ঠস্বর ঈশ্বর প্রদত্ত গৌতম কুমার ঘোষ মহাশয় ।এই কন্ঠস্বর আমাকে অদ্ভুত আকৃষ্ট করে ।কাজী সব্যসাচী (সানি দা)র কাছে আমরা যারা বাংলা ভাষায় আবৃত্তিকার তারা চিরকৃতজ্ঞ ।আমার আবৃত্তি র শিক্ষক রবীন মজুমদার স্যার এর কাছে ওনার সম্পর্কে কতো কথা শুনতাম ।আর ওই কন্ঠস্বর নকল করার চেষ্টা করেছি অনেক অনুষ্ঠানে ।কিন্তু অনেক বর্ষীয়ান আবৃত্তিকার ও বিচারকেরা ধমক দিয়েছেন ।আমি ওনার কন্ঠে র আরবি ফার্সি উচ্চারণ গুলোকে শেখার চেষ্টা করি ।কিন্তু জানি সেটা ও একশো শতাংশ সঠিক সম্ভব হবে না
@FoysalAziz7 жыл бұрын
অসাধারণ। বিদ্রোহী কবিতার সম্ভবত সবচেয়ে ভাল অাবৃত্তি ।
@prodyotc3 жыл бұрын
আমার মনে হয় কাজী সাহেব জানতেন ওনার পুত্র ভাল কন্ঠস্বরের অধিকারী হবেন এবং ওনার জন্য এই কবিতাগুলো লিখেছিলেন। এত কার্য-কারণের আর কোনও উদাহরন আমার কাছে আর নেই। এ এক অসাধারণ প্রাপ্তি আমাদের। ছেলেবেলা থেকে মাইকে পূজোতে শুনতাম।
@sanjaydey30216 жыл бұрын
অসাধারণ।।। হে মহান কবি লহো প্রনাম
@ShayereeDeSarkar3 жыл бұрын
kzbin.info/www/bejne/goOrh4Ovm6lpeac Bidrohi | Recitation by Sudip De Sarkar
@prabirroy2070 Жыл бұрын
A great Human being poet ever produced India, a Noble Prize nothing to him.
@abhidon82 Жыл бұрын
Haha... These r superhuman... A super energy... Nobel Prize would have been honoured if Nazrul ever got it... What a creator! Pronam Dukhu Mian ke.
@hachanrafikulalam1m3806 жыл бұрын
যখনি কাজী নজৰুলেৰ কথা মনে হয় তখনি এই সুৰ আৰ এই কবিতাৰ কথাই মনে হয় ...। এত সুন্দৰ আবৃতি যাৰ কোনো তুলনা নেই....। যেমুন কবিতা তেমনে আবৃতিকাৰ....।
@swapankumarhaldar71738 жыл бұрын
country is passing through the turmoil of case, creed, reservation, religion. this poem and creation of Nazrul are inspiration of living with spirit.
@sujoydas744110 ай бұрын
এক মহান কবির ❤অসাধারণ কবিতাগুলি ❤তারই পুত্রের কন্ঠে ❤আবৃত্ত হয়েছে.... এর থেকে ভালো আর কি হতে পারে ❤
@pranabdutta74278 жыл бұрын
আমার মায়ের ভাষায় এমন তরুণ মনের কবিতা আর কে দেবে আমাদের? কবিকে আমার শতকোটি প্রণাম।
@nirmalsarkar62075 жыл бұрын
To laket panch kedar
@asmitadas66885 жыл бұрын
Darun
@asmitadas66885 жыл бұрын
Awesome
@ShayereeDeSarkar3 жыл бұрын
kzbin.info/www/bejne/goOrh4Ovm6lpeac Bidrohi | Recitation by Sudip De Sarkar
@ashokekumarroy2199 Жыл бұрын
কি অপূর্ব পাঠ। যেমন সুকন্ঠ ও উচ্চারনের গভীরতা। কবি পুত্র কাজী সব্যসাচীকে অভিনন্দন ও ধন্যবাদ।
@mdharunroshid85395 жыл бұрын
হাজার বছরের শ্রেষ্ঠ কবিতা,, আল্লাহ আপনাকে জান্নাত বাসিন্দা করুক
@sakhawatmal35773 жыл бұрын
কয়েক মাস পরপর বার বার শুনি, কতটা ফিলেবল। Tribute to these two Legendary 💝🔥🇧🇩
@feret120004 жыл бұрын
ভাগ্যিষ বাঙালী করেছেন ভগবান রে। নয়ত এই কবিতাগুলো শোনা হতনা।
@liyakatchoudhury14073 жыл бұрын
মনের কথা বল্লেন ভাই
@anjanabanerjee14523 жыл бұрын
Each. And. Every. Bengali. Is. Blessed. That. He. Or. She. Is. Bengali..we. Are. The. Richest. In. From. All. Sides. Bengalees. Never. Made. Money. Made. This. Country. But. Somebody. Trying. To. Destroy. The. Golden. Culture. And literature. Of. Bengal..Thereare. Lots. Of. Poet novelist. So. We. Bowed. Allof. Them. Regards. To. Allof them.
@ShayereeDeSarkar3 жыл бұрын
kzbin.info/www/bejne/goOrh4Ovm6lpeac Bidrohi | Recitation by Sudip De Sarkar
@peaceofworld90443 жыл бұрын
উনি ভগবান নয়,ভগবানের সৃষ্টি
@asitnarayanpaul2 ай бұрын
ইতিহাস বলবে যে নোবেল নজরুলকে পায়নি। হে কবি তোমার পায়ে শতকোটি প্রণাম ❤❤
@ismail11289 жыл бұрын
This poem is not only for the Bengali people, but for all the oppressed people of our world. The greatest rebel poem ever written.
@saregamabengali9 жыл бұрын
ismail1128 Thank you for your valuable comment. We are glad that you liked this Video. Keep watching and Subscribe to our channel for latest Videos ..!! :)
@ArushiBahuguna9 жыл бұрын
ismail1128 If you can provide an English transation of any of these poems, please share !
@soujanyamanna74099 жыл бұрын
+ismail1128 Truly spoken.
@martian19508 жыл бұрын
+Arushi Bahuguna Wonder if you got an English translation of any of the poems. They are wonderful - and may be already available in English.
@fahimrahman20858 жыл бұрын
@Arushi Bahuguna Kazi Nazrul Islam:Bidrohi(The Rebel) Proclaim Hero Proclaim: My head is held towering Bows down the Himalayan peak, that at looking. Say Hero- Say: Tearing the firmament of the universe Outstripping the Moon, the Sun and the Stars Piercing the Earth and the celestial spheres Penetrating through the Almighty's sacred throne Risen have I, the wonder eternal of the God's universe. With the mark of majestic might The angry God on my forehead blazing bright! Say Hero- Say: My head is held ever towering! I am irrepressible, imperious and brutal I am the dancing lord of the great upheaval. I am the cyclone, the devastation tremendous I am terrible fear and the curse of the universe I am turbulent, I crash everything Wild I am, I trample under my feet all rules and binding I obey no law, but mine I cause the loaded boats to capsize I am torpedo, I am the dreadful floating mine. I am the God Dhurjati- The ill timed hair disheveled typhoon of disaster, I am The Rebel the rebellious son of the global mother. Say Hero- Ever towering is my head! I am the hurricane, I am the whirlwind I smash everything on my path and leave behind. I am the dance-insane rhythm I dance on, with my own beat I am the heart liberated wit. I am the different musical modes I rock, I roll, on move I startleI whistle and swing on sharp notes. I do whatever this mind wants whenever I embrace the enemy and fight the death as a warrior. I am pestilence, the global terror I am the death of the dictator I am warm and restless forever. Say Hero- Ever high is my head! I am wine intoxicating The glass of my heart is ever filled With the wine sparkling. I am the flame of the sacrificial fire I am the God of fire, who keeps it burning. I am the sacrifice, I am the priest, I am the fire. I am creation, I am devastation I am habitation, I am the ground of cremation. I am the son of Indrani - the queen of the heaven The Moon on my arm and the Sun on my forehead have risen. In one hand of mine is the flute tender The war bugle I hold in the other. I am the Black-throated Having the poison churned up from the weeping sea I am the lord Bomkesh I hold the bridle of the Ganges-stream with me. Say Hero- Ever towering is my head! I am a saint, a soldier of music I am the prince in disguise With the dress of a hermit-mystic. I am a Bedouin, a Chengis the brute It is none, but me, I salute. I am thunder From the God 'Iswan's pipe, I am the mystic 'Omker' Alas! from the bugle of 'Israfil', I am the roar danger. I am Bishyamitra's disciple, Durbasha the furious I am the fury of forest fire I will burn to ashes this universe. I am the heart opening laughter I am the great anti-creation terror I am the Eclipse of the twelve Suns of the final disaster. Seldom I am quiet Seldom restless and wild, I am the blood-youth I snatch the God's pride. I am the breath of typhoon, the ocean's roaring rave I am radiant and flashing I am the murmur of stream, the swing of music of the wave. I am the unbraided hair of a virgin The flame of her arresting gaze I am the tender heart's love of a lotus sixteen. I am the unconcerned mind of the indifferent I am the sigh in the widow's heart, rending constant. I am the accumulated anguish of all the homeless sufferers The agony of the humiliated hearts I am the bitter sorrows of the estranged lovers. I am the distressed cry of a heart rending I am the first touch of a virgin trembling I am the heart throb of a passionate kiss stolen I am the secret lady-love's glance twinkle Her bashful sidelong look I am the love of a maiden fickle Her bracelet's sweet jingle. I am the eternal child, the everlasting youth I am the scarf of a village maid, afraid of her budding youth. I am the Northern breeze From the Malabar range the mode 'Purabi' unconcern I am the deep notes from a bamboo flute of a poet pedestrian. I am the great summer thirst, I am the blazing Sun's furies I am the murmuring desert spring- I am the chiaroscuro of an oasis. I rush forth as a crazy with bursting laughter Oh! I know myself today, all the barriers are broken forever. I am the rise, I am the fall, I am the consciousness in the soul unconscious I am the triumphal flag of humanity, over the arch of the universe. I rush like the clapping storm, holding the heaven and earth in hands The flying horse and the horse of 'Indra'-the King God are my mounts I am the volcano in the bosom of earth, the submarine fire The fire of the universal annihilation I am the under-earth drunk on tumultuous sea of fire. Riding on the lightning, I fly with the joy profound I instill panic and cause sudden earthquake in the world around. I catch hold the hood of 'Basuki' the snake-king I clasp the heavenly angel Gabriel's fiery wing. I am a heavenly child, I am restless, I am impudent I tear with my teeth the Mother-earth's garment. I am the flute of Orpheus I cause the heaving sea sleepy With a kiss of sleep, I send the world in drowse. I am in bondage of the tune of flute I am the God Krishna's flute. When I fly across the space with great anger The trembling seventh hell, extinguishes in fear I carry the revolt in the world all over. I am the monsoon rain-flood of erosion Sometime I fill the earth with adoration Sometime I cause the awful destruction. I will snatch the twin girls From the bosom of God 'Vishnu' who sustains the creation. I am injustice, I am meteor, I am the Saturn I am the burning Comet, the venomous hood of annihilation. I am the goddess 'Chandi' with the severed head I am the war-loving cause of the dead. Sitting in the hell of fire I smile the smile of a flower. I am earthly, I am spiritual I am ageless, undecaying and immortal. I am the terror of men, Gods and monsters I am the invincible power of this universe. I am the lord of the lords, 'Vishnu' the Supreme Being. Frantically I move around the heaven the hades and the earth churning. I am mad, I am mad !!! I now know myself and all my shackles and constraints have evaporated !! I am the battleaxe of God 'Parshuram' I shall exterminate the warriors And bring the noble peace to this universe. I am the plough on the shoulders of 'Balaram' I shall uproot the subject-world with ease In the new creation of joy and peace. I the Great Rebel, shall be quiet on that day When the oppressed people's wail on the sky and air will not resound The tyrant's dreadful sword will not flash on the battle ground I, the Rebel, tired of battle, shall be quiet on that day. I am a Rebel 'Vrigu'- I mark my footprint on the chest of the creator God I shall cut open the heart of the grief inflicting whimsical lord. I am the Hero, Rebel - eternal - Rose above the universe alone My head is ever Monumental Posted 14th June 2007 by Richard Bacchus
@krishnasaha2108 Жыл бұрын
🙏🙏🙏 আমার প্রিয় কবি কে শতকোটি প্রনাম জানাই ❤️❤️ অনবদ্য সৃষ্টি অনবদ্য কন্ঠ 👌👌👌💗❤️ জয় হোক কবির অমর তিনি ।
@rezaulkarim98187 жыл бұрын
কাজী নজরুল ইসলামের ছেলে কাজী সব্যসাচীর কন্ঠেই আবৃত্তি খুব ভালো লাগছে।
@sayanroybipadtaranroy92385 жыл бұрын
Brototi not so good for Kaji Najrul recitation, Kaji sobyosachi r golaya khub Valo lagche bidrohi kobir kobita.
ওরে বাবা কি অবাক করা সৃষ্টিশীল সৃষ্টি এই কবিতাটি। আপনি ধন্য স্যার'"" কাজী নজরুল ইসলাম"""
@prabhatbiswas94717 жыл бұрын
অশান্ত বিদ্রোহী কবি অবশেষে শান্ত হয়েছেন এপার ওপারের বাঙগালীরা কবির কথা মত গরীব অবহেলিত মানুষের জন্য কিছু করিনা কেন
@goursundarkarmakar94316 жыл бұрын
LATAMANGASAR OLD SONG
@titosteinsgaming93405 жыл бұрын
কারণ বাঙালির আগুন নিভে গেছে দাদা
@ShayereeDeSarkar3 жыл бұрын
kzbin.info/www/bejne/goOrh4Ovm6lpeac Bidrohi | Recitation by Sudip De Sarkar
@shamimamondal38113 жыл бұрын
I did listen to this recitation - When I was junior high . And I 'm listening to all over again . It's provide strength in my life . What a ! poetry & power of words . Poet Nazrul Islam's son did great job .
@shahadat3215 жыл бұрын
I am impressed to listen that. This is fourth time I have listen this outstanding poem and recitation. Loved that a lot.
@deepray61443 жыл бұрын
তুমিই বাংলার বিশ্ব কবি | তোমাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম |
@tutorialsBangla7 жыл бұрын
অসাধারণ কবিতার অসাধারণ আবৃত্তি। অনেকেই চেষ্টা করেছেন, এর চেয়ে ভাল আবৃত্তি আমি কখনো শুনি নাই। @Saregama Bengali এবং কাজী সব্যসাচীকে ধন্যবাদ
@NilufferFarooki6 күн бұрын
How beautiful is this recitation. It stirs my soul to hear the poets words dance alive!
@Babito_Q063 жыл бұрын
জীবনে যোগ্যতম সন্মান তুমি পেলে না , আফসোস শুধু একটাই। তুমি আমার কাছে তুমি সবার উপরে , সবোত্তম।।
@amanulla2670 Жыл бұрын
By
@সাDয়াজান্নাহ4 жыл бұрын
*Ekta manus koto tuko Brilliant hole emon Kobita likhte pare♥♥ Allah!!sotti jotoi shuni toto vabi eto medha chilo apnr KAJI NAZRUL ISLAM♥♥*
@mhassan90094 жыл бұрын
রক্তে আগুন লেগে যায় এমন কবিতা শুনে।
@chyafrin10 ай бұрын
না বুজে জীবন, শুরু হয়,শূন্য তে, কিন্তু জীবন, কিছুতেই,,,,, চায় না,, শূন্য হাতে, ঐ,পারে পিরে যেতে,, হয়তো আমি, অসহায়, অবলা তবুও, কিছু না,কিছুই, লিখতে, পারলে,মন্টা হয়ে যায়, আমার হাল্কা,আলহামদুলিল্লাহ,
@NurulIslam-lj8kw Жыл бұрын
অতি অসাধারণ, অতি মানবিক, অতি প্রেমিক, বিদ্রোহী এবং সাম্যবাদী নজরুল- পৃথিবীতে কেবল একজনই ! অশেষ বিনম্র শ্রদ্ধা এই মহামানব কে ..!
@mohd.sobhan36594 жыл бұрын
Wonderful recitation the poem 'Bidruhi'. In fact Rabindranath and Nazrul are two legends of our Bengali literature who could never be replaced by anybody else at least not in our life time. Who knows about future?
@sumonbhattacharya80332 жыл бұрын
Aha....ki kontho....vetore agun dhorate emon kontho...pronam kaji sabyasachi ke...r amader priyo kobi ke nie r ki bolbo...amar shoto koti pronam kobi ke
@FarhanaAzme3 жыл бұрын
আল্লাহু সুবহানাহু ওয়াতাআ'লা আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে নুরনবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকের সাথে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করুক। আমিন🤲
@dukhimanush89842 ай бұрын
ঘুম না আসায় ভাবলাম কবিতা শুনতে শুনতে ঘুমাবো। এই কবিতা ছেড়ে ঘুমতে চেষ্টা করলাম। ফলাফল সারারাত ঘুম আসেনি! চোখে জল! ❤❤❤
@jayantipramanik4724 жыл бұрын
নজরুল ছাড়া এই কলম কার হবে। শত কোটি প্রণাম তাঁকে।
@UttamMondal-fi2gx3 ай бұрын
অসাধারণ কোনো প্রশংসাই যথেষ্ট নয়
@sanjaydey30216 жыл бұрын
এসেছিলেন আমাদেরী মাঝে ? কিন্ত কেও তার মুল্য বুঝলো না । বিদ্রোহী বলে ................
@one_two_33 жыл бұрын
Ke bolse tar mullo kaw bujhlo nah...? নজরুলকে কতো শ্রদ্ধা করা হয়। জানেন..?
@Arunava_Sar3 жыл бұрын
Bujheche ❤️🙏
@suranjana97723 жыл бұрын
Sanjay dey thik bolechen
@suranjana97723 жыл бұрын
@@one_two_3 Najrul k aro onek somman deoya uchhit chhilo .....
I had performed this poem in d last year of my school on d Independece day.It shall always b special for me. Kabi Sabyasachi has been an inspiration. Thank you sir.