আলাউদ্দীন জিহাদী এক জন স্যতবাদী ধন্যাবাদ জিহাদী সাহেব
@Dara-E-and-Associates6 жыл бұрын
সাবাস! মুফতি আলাউদ্দিন জেহাদি হুজুর!!
@arjumozumder31824 жыл бұрын
এই বাহাস!!!!! পুরোটা দেখে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে, যাঁরা সুন্নি তাঁরাই মুলতঃ পড়াশোনা করেন, আর করেই তারা মানুষকে সঠিক পথের দিকে আহবান করেন। আল্লাহ,,,, যাঁরা সঠিক পথে থাকতে চায়, তাদেরকে আপনি কোরআন সুন্নাহ এবং হক্কানি পির মাশাইখদের পথে পরিচালনা করো। আমিন।
জিহাদি সাহেবকে আললাহ হায়াতে তয়বা দান করোন আমিন এই রকম সরাসরি সহি হাদিছ এবং কোরান দিয়ে প্রমান চাই যত গোলো তাফসির ও উঃ সরা সরি কোরান এবং হাদিসে দেখাইয়া দিবেন যাতে আমরা ও অহাবিদের কাসে বলতে পারি আমিন
gsgd hshx সুনি্ন কাকে বলে। কবর মাজার পুজারি সুন্নত নয়।
@ridwanahmed94346 жыл бұрын
ওয়াহাবি কুত্তারা হারছে আবারু নবির পক্ষের জয় হল
@muftiahmadyaarkhannaeemi41804 жыл бұрын
@@shahidul1024 আমরা সূন্নি অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এক মাত্র নাজাত প্রাপ্ত দল- ❏ আল্লাহ তা‘আলা পবিত্র কোরআনের সূরা আলে-ইমরানের ১০৬ নং আয়াতে বলেছেন- يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ -‘‘সেদিন (কিয়ামতের দিন) কোন কোন মুখ উজ্জ্বল হবে, আর কোন কোন মুখ হবে কালো।’’ ❏ সকল দেওবন্দী ও আহলে হাদিসদের মান্যবড় আল্লামা ইবনে কাসির (رحمة الله) পবিত্র কোরআনের এ আয়াতের ব্যাখ্যায় সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه)‘র উক্তি বর্ণনা করেন- وَتَبْيَضُّ وُجُوهُ أَهْلِ السُّنَّةِ وَالْجَمَاعَةِ -‘‘কিয়ামতের দিন যাদের মুখ উজ্জল হবে তারা হল আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের অনুসারী।’’ ৭২ { ৭২. ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসীর, ২/৭৯পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন, প্রকাশ. ১৪১৯হি.} ❏ এছাড়া ইমাম ইবনে আবি হাতেম (رحمة الله) (ওফাত.৩২৭হি.) এ আয়াতের ব্যাখ্যায় সনদ সহ উল্লেখ করেন এভাবে- عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ فِي قَوْلِهِ: يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ قَالَ: تَبْيَضُّ وُجُوهُ أَهْلِ السُّنَّةِ وَالْجَمَاعَةِ. -‘‘হযরত সাঈদ ইবনে যুবাইর (رحمة الله) হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণনা করেন...কিয়ামতের দিন যাদের মুখ উজ্জ্বল হবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামা‘আত।’’ ৭৩ { ৭৩. ইমাম আবি হাতেম, আত্-তাফসীর, ৩/৭২৯পৃ. হাদিস, ৩৯৫০, ইমাম জালালুদ্দীন সুয়ূতী, তাফসীরে আদ্-দুররুল মানসূর, ২/২৯১পৃ. দারুল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন।} ❏ আয়াতের ব্যাখ্যায় হাফেযুল হাদিস ইমাম জালালুদ্দিন সুয়ূতী (رحمة الله) (ওফাত.৯১১হি.) বলেন- وَأخرج ابْن أبي حَاتِم وَأَبُو نصر فِي الْإِبَانَة وَالْخَطِيْب فِي تَارِيْخه وَالْلَالْكَائِي فِي السُّنَّة عَنْ اِبْنِ عَبَّاسْ فِي هَذِه الْآيَة قَالَ {تبيض وُجُوه وَتسود وُجُوه} قَالَ تَبْيَضُّ وُجُوْه أَهْلِ السُّنَّة وَالْجَمَاعَة وَتَسُوَدُّ وُجُوْهٌ أَهْلِ الْبِدْعِ وَالْضَلَالَةِ -‘‘ইমাম আবু হাতেম (رحمة الله) তার তাফসীরে, আবু নছর (رحمة الله) তার ইবানাত গ্রন্থে, খতিবে বাগদাদী (رحمة الله) তাঁর তারিখে বাগদাদে, ইমাম লালকায়ী (رحمة الله) তাঁর সুন্নাহ গ্রন্থে উল্লেখ করেছেন, কিয়ামতের দিন আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের মুখ উজ্জ্বল হবে এবং আহলে বিদআতি বা দ্বীন থেকে বিচ্ছিন্নতাবাদীদের মুখ কালো হবে।’’ ৭৪ {৭৪.ইমাম জালালুদ্দীন সুয়ূতী, তাফসীরে আদ্-দুররুল মানসূর, ২/২৯১পৃ. দারুল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন।} আক্বিদা বুঝা গেল সাহাবিদের যুগ থেকেই আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আলোচনা ধারাবাহিকভাবে চলে আসছে এবং যে দলের সফলতার ইঙ্গিত বহন করে মহান আল্লাহর বাণী পবিত্র কোরআন। বুঝা গেল রঈসুল মুফাসসিরীন, মুজতাহিদ ফকিহ হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (رضي الله عنه) সহ সাহাবায়ে কিরামদের আক্বিদা ছিল হাশরের ময়দানে খারিজী, আহলে হাদিসসহ, ৭২ দলের কোন দলের লোকেরই চেহাড়া উজ্জল হবে না, উজ্জল হবে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের অনুসারীদের। মাযহাবকে অস্বীকারকারীরা আহলে সুন্নাহ থেকে খারিজ। ❏ হাফেযুল হাদিস আল্লামা বদরুদ্দীন আইনী (رحمة الله) বলেন- هُوَ مَذْهَب الْأَئِمَّة الْأَرْبَعَة وَغَيرهم من أهل السّنة وَالْجَمَاعَة -‘‘চার মাযহাবের মুজতাহিদ ইমামগণ এবং অন্য মুজতাহিদ ফকিহ ইমামগণের মাযহাব হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত।’’ ৭৫ {৭৫ .আইনী, উমদাতুল ক্বারী, ২/২৩৮পৃ.} তাই যারা মাযহাব মানেন না তারা আহলে সুন্নাত ওয়াল জাম‘আত থেকে বহু দূরে। ৭৬ {৭৬ . সম্পাদক কর্তৃক সংযোজিত।} ━
@muftiahmadyaarkhannaeemi41804 жыл бұрын
@@shahidul1024 আমরা কবর পূজাকিনা কবর যিয়ারত করি।সপ্তম অধ্যায়ঃ সফরের উদ্দেশ্যে আওলিয়ায়ে কেরামের মাযার যিয়ারত প্রসঙ্গঃ বাতিল পন্থীগণের একটি ধোঁকাঃ ইসলামের প্রাথমিক যুগে রাসূল (ﷺ) কবর যিয়ারত নিষেধ করেছিলেন। পরে অনুমতি প্রদান করেন। কিন্তু যখন অনুমতি দিয়েছেন তখন তিনি কাছে দূরে খাস করেননি। যেমন হযরত ইবনে মাসউদ (رضي الله عنه) হতে বর্ণিত রাসূল (ﷺ)বলেন, كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا، فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ،ـ -‘‘তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর যিয়ারত কর। কেননা নিশ্চয় তা পরকালের কথা মনে করিয়ে দেয়।" 🔺(আবদুর রায্যাক,আল-মুসান্নাফ, ৩/৫৬৯পৃ. হাদিস : ৬৭০৮, ইমাম তিরমিযী : আস সুনান : কিতাবুজ জানাইয : ২/৩৬১.পৃ, হাদিস ১০৫৪, আবি শায়বাহ, আল-মুসান্নাফ, ৩/২৯পৃ. হাদিস : ১১৮০৪, মুসনাদে বায্যার, ১০/২৭১পৃ. হাদিস : ৪৩৭৩, সুনানে নাসাঈ, ৮/৩১০পৃ. হাদিস : ৫৬৫২, সহিহ ইবনে হিব্বান, ৩/২৬১পৃ. হাদিস : ৯৮১, তাবরানী, মু‘জামুল কাবীর, ২/১৯পৃ. হাদিস : ১১৫২, নাসাঈ, সুনানে কোবরা, ৮/৫৪০পৃ. হাদিস : ১৭৪৮৬, সবাই উপরের হযরত বুরায়দা (رضي الله عنه) এর পিতার সূত্রে বর্ণনা করেছেন। আবি শায়বাহ, আল-মুসান্নাফ, ১/২১২পৃ. হাদিস, হাদিস :৩১২,সুনানে ইবনে মাযাহ, ১/৫০১পৃ. হাদিস : ১৫৭১, হাকিম নিশাপুরী, আল-মুস্তাদরাক, ১/৫৩১পৃ. হাদিস : ১৩৮৭, নাসাঈ, সুনানে কোবরা, ৪/১২৯পৃ. হাদিস : ৭১৯৭,উপরের সবাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) এর সূত্রে। আবি শায়বাহ, আল-মুসান্নাফ, ৩/২৯পৃ.হাদিস :১১৮০৬, মুসনাদে আহমাদ, ২/৩৯৭পৃ. হাদিস : ১২৩৬, উপরের সবাই হযরত আলী (رضي الله عنه) এর সূত্রে। তাবরানী, মু‘জামুল কাবীর, ২/৯৪পৃ. হাদিসঃ ১৪১৯, হযরত ছাওবান (رضي الله عنه) এর সূত্রে। হাকিম নিশাপুরী, আল-মুস্তাদরাক, ১/৫৩২পৃ. হাদিসঃ ১৩৯৩, ও ১/৫৩২পৃ. হাদিসঃ ১৩৯৪, হযরত আনাস বিন মালেক (رضي الله عنه) এর সূত্রে, ইমাম মুসলিম : কিতাবুজ জানাইয : হাদিসঃ ১০৬)
@muftiahmadyaarkhannaeemi41804 жыл бұрын
@@shahidul1024 মাজার/কবর যিয়ারত সূন্নাহ কবর যিয়ারত প্রিয় নবীজি (ﷺ) এর নিয়মিত আমল ছিলো ____________________ কবর যিয়ারত প্রিয় নবীজি (ﷺ) এর নিয়মিত আমল ছিলো বর্তমানে ওহাবীরা যে কবর যিয়ারতকে ও কবর যিয়ারতের উদ্দেশ্যে বের হওয়া নিষেধ করেন ও নিন্দা করেন, সেই কবর যিয়ারত ও কবর যিয়ারতের উদ্দেশ্যে প্রতিনিয়ত প্রিয় নবীজি (ﷺ) বের হতেন। এ বিষয়ে একাধিক সহিহ রেওয়াত বিদ্যমান রয়েছে। যেমন নিচের হাদিসে আছে, حدثنا هارون بن سعيد أ لليلي ، حدثنا عبد الله بن وهب ، أخبرنا ابن جريح ، عن عبد الله بن كثير بن المطلب ، آه سمع محمد بن قيس ، يقولঃ سمعت عائشة تحدث قالت عائشةঃ ألا أحدثكم عني وعن رسول الله صلى الله عليه وسلم قلناঃ بلى ، قال قالঃ لما كانت ليلتي التي التي تخلى الله عليه وسلم فيها عندي ، انقلب فوضع رداءه ، وخلع عليه حتى جاء البقيع قام فأطال القيام ، ثم رفع يديه ثلاث مرات ثم انحرف فانحرفت ، -”হজরত আয়েশা (رضي الله عنه) বলেন, আমি কি তােমাদেরকে রাসূল (ﷺ) থেকে হাদিস শুনাব? সাহাবীরা বললঃ হ্যাঁ। রাবী বলেন, মা আয়েশা (رضي الله عنه) বলেনঃ সেই রাত যেই রাতে প্রিয় নবীজি (ﷺ) আমার কাছে ছিলেন, রাতে তিনি ঘর থেকে বের হলেন ও পায়ের জুতা মােবারক খুললেন।...... এমনকি জান্নাতুল বাক্বী কবরস্থানে (মাজারে) আসলেন এবং দাঁড়ালেন। অতঃ পর তার দুই হাত মােবারত উঠিয়ে দোয়া করলেন তিন বার। অতঃপর তিনি ফিরে আসলেন এবং আমিও ফিরে আসলাম।” (সহিহ মুসলীম, হাদিস নং ২৩০১, মুসনাদে আহমদ, হাদিস নং ২৫৮৫৫ ; ইমাম নাসাঈঃ সুনানে কুবরা, হাদিস নং ৮৮৬১ ; নাসাঈ শরীফ, হাদিস নং ২০৩৭ ও ৩৯৬৩ ; সহিহ ইবনে হিব্বান, হাদিস নং ৭১১০ ; ইমাম তাবারানীঃ আদ্-দোয়া, হাদিস নং ১২৪৬ ; জামেউল উছুল, হাদিস নং ৮৬৭০ ; জামেউল ফাওয়াইদ, হাদিস নং ২৬৬০ ; মুসনাদে জামে, হাদিস নং ১৬৩৯৫ ; আলবানী কৃত ; আহকামুজ জানাইজ, ১ ম খন্ড, ১৮২ পৃঃ)। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, আল্লাহর রাসূল (ﷺ) জান্নাতুল বাক্বী কবরস্থানে প্রতিনিয়ত যিয়ারতে বের হতেন, যা হজরত মা আয়েশা (رضي الله عنه) এর বর্ণিত সহিহ মুসলীম এর রেওয়াতে পাওয়া যায়। অতএব, কবর যিয়ারতের উদ্দেশ্যে বের হওয়া স্বয়ং রাসূল (ﷺ) এর সুন্নাত।
@guljarhussin69846 жыл бұрын
Ahle Sunnat Wal jamaat thank you
@noruzzamanok80427 жыл бұрын
সত্য সমসগত
@salmaaktar76946 жыл бұрын
ماشاء الله
@sarminrahman86645 жыл бұрын
Nobi(sws)Allahr prodotto Nur ❤️❤️❤️❤️
@shakilahmed83526 жыл бұрын
sunnider joy sobsomoi hobe insha allah
@problemsolve55746 жыл бұрын
allah akber
@noyon_04715 жыл бұрын
So nice..
@hanafitvchannel17316 жыл бұрын
marhaba Marhaba
@ahamedmolla72774 жыл бұрын
মারহাবা সুন্নি জামাত জিন্দাবাদ
@mdmustakimmustakim32933 жыл бұрын
আলাউদ্দিন জিহাদী হুজুর জিন্দাবাদ।
@hoquetv64166 жыл бұрын
Marhaba
@MdShahin-eu2bt6 жыл бұрын
ওহাবীর দল নবীর দুশমন জুতো মারেন, জিহাদি হুজুর মারহাবাহ্
বাহাসের মুল কথার অর্থ পেলাম না কেন। ওহাবিদের কে সময় নিয়ে বসতে বলেন আলাউদ্দিন জিহাদীর গায়ে হাত তুললে কালু হাত বেংগে দেওয়া হবে,ওহাবি আলেম দের কারনে আমাদের দেশে এই অবস্থা। অনেক খুশি হলাম আলাউদ্দিন জিহাদী কে ধন্যবাদ।
@mdal-amin7445 жыл бұрын
বির পুরুষ আলাউদ্দিন জিহাদী
@md.ab.almamunmamun41144 жыл бұрын
আল্লাহ আপনি আমার স্রোষ্টা ! আমি আমার জীবন থেকে ও আমার সাসুলকে বেশী ভালবাসি ۔۔۔আল্লাহ আপনি ও আপনার রাসূলকে অনেক বেশী ভালোবেসন ! আর সেই ভাষা লোক সোমাজে প্রচারে মুফতি আলাউদ্দিন জিহাদি ওনার সর্বোচ্ছ দিয়ে মাঠে ময়দানে সক্রিয় ভুমিকা পালন করে যাচ্ছেন ! আল্লাহ যখনি ওনার ওয়াজ শুনি তখনি আপনার প্রেম ও আপনার নুরনবিজীর প্রেম অন্তরে বেড়ে যায় ! আল্লাহ তাই আপনার কাছে জুর ফরিয়াদ আপনি আপনার এই পাগল জিহাদকে আপনি কবুল করেন ! আপনি ওনার হায়াতে বরকত দিন আপনি ওনার মর্যাদা বাড়িয়ে দিন আপনি ওনার জ্ঞান ও এলেম বাড়িয়ে দিন ۔۔۔আপনি মৃত্যুর আগ প্রজন্ত জিহাদির জিম্মা আপনি কবুল করুন আমিন ! আল্লাহ আমার রিদয়ের গভীর থেকে আলাউদ্দিন জিহাদিকে আমি অনেক পছন্দহ করি আপনি ও দয়াল নবীজির সাদকায় আপনি ও পছন্দ করে নিন۔ আমিন !
@mdsabbirahmed49984 жыл бұрын
সুন্নিয়তের জয় হয়েছে সারাজীবন হবে ইনশাআল্লাহ
@hanafitvchannel17316 жыл бұрын
ya rasul Allah
@shahajalal31507 жыл бұрын
marhaba allal udden zehadi zendabat
@mdronitalukdar52836 жыл бұрын
jihadi saheb jindabad
@muhiburrahman78227 жыл бұрын
marhaba
@mdalimortujamortuja44583 жыл бұрын
MASAH ALLAH
@kajalmiah12747 жыл бұрын
Ala uddin jihadi zindabad
@sarminrahman86645 жыл бұрын
Zihadi shab top gear din---quick--🚔🚓🚕🚗
@mdapon47052 жыл бұрын
মুফতি আলাউদ্দিন জিহাদি একাই একশ সুন্নি আল জামাত জিন্দাবাদ
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আপানার গুরুত্বপূর্ণ মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
@zakirsheikh9423 Жыл бұрын
ওহাবীরা তো নিজরাই জানেনা মানুষ কিসের তৈরি আল্লাহ সূরা তারিক ৫ ৬ ৭ আয়াতে বলেছেন আমরা পানির তৈরি আদম (আঃ) হচ্ছে মাটির তৈরি হাওয়া (আঃ) হচ্ছে আদম (আঃ) য়ের বাম পাজড়ের হাড়ের তৈরি ইর্সা (আঃ) হচ্ছে ফু থেকে তৈরি ভাইজানেরা ভালো করে কোরআন পড়েন এবং তাফসীর সঠিক ভাবে দিন আল্লাহ সবাইকে বুজার তৌফিক দান করুন আমিন
@kamranhussen5216 Жыл бұрын
সাবাস জিহাদি সাহেব
@rosetvonlineofficial Жыл бұрын
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আপানার গুরুত্বপূর্ণ মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
@zakirsheikh9423 Жыл бұрын
সব চেয়ে বড় দলিল কোরআন থেকে শুনেন সূরা মায়েদা ১৫ আয়াত আল্লাহ বলেছেন নবী পার্ক (স:) নূর নবী ওহাবীদের চুল কানি বেশি তাই সুন্নিয়েতের আলেম জিহাদি সাহেব জিন্দাবাদ
@mohammadyeasin36187 жыл бұрын
অহাব্বারা বেশি বারিস না
@djmusic-cc2iv6 жыл бұрын
পারলে একটা ভিডিও link দাও।।।।আমার প্রমান দিতে পারবা না
@saykotosman63587 жыл бұрын
Vai amr akta kotha cilo plz reply den
@QuranSunnahMedia6 жыл бұрын
Saykot Osman কি
@MDSahidulislamMDSahiduli-xj7dn11 күн бұрын
Sonnatoyaljamat jendabad
@amairstraders30485 жыл бұрын
মৌলবী সাহেব প্রথমে বলেলন কেয়াস দারা দলীল চলবে না তা হলে আদম নবী মাটির তৈরী আর তার সনতান রা মাটি থেকে তৈরী জীনিষ খেয়ে মাটির এটা কোন হাদীসে পেয়েছেন।
@delowerhossain15453 жыл бұрын
আদম আঃ সরাসরি মাটির তৈরী,আর কোন মানুষ মাটির তৈনী না। যেমন আমরা বির্যের মা- বাবার মাধ্যমে।প্রশ্ন ঈসা আঃ মানুষ কিসের তৈরী?
@amairstraders30485 жыл бұрын
বেশি দিন নয় আর কিছূ দিন কারো কাছে 10 বছর কারো কাছে বিশ বছর কারো কাছে হয়তো পরের মূহত্ ওই মৌলবী সাহেব যখন কবরে যাবে তাকে প্রেশেনা করা হবে তোমার রব কে তোমার দীন কি আরো একটা প্রশেনা করা হবে নবীর প্রতি তোমার কি আকিদা ছিলো তখন মৌলবী সাহেব আললাহ কে একটা প্রশেনা কোরো আললাহা এতো সুনদর ভাব নামাজ কায়েম করেছি রোজা রেখেছি হজ আদায় করেছি যাকাত দিয়েছি এই সব থাকতে এটা কি নবীর সমবদে তোমার আকীদাকী এটা কি ধরনের প্রশেনা এর উত্তর তখন পেয়ে যাবে। মাটি কি নূর জেনে যাবে।