ধর্মকে এতটা আন্তরিকভাবে নিয়েও একজন ব্যক্তি কতটা আধুনিক সেটি তিনি দেখিয়েছেন।
@mohammadyounus70678 ай бұрын
ধন্যবাদ উপস্থাপক কে এ ধরনের একজন প্রবীণ ব্যক্তির অভিজ্ঞতা আমাদেরকে শোনানোর জন্য।
@mezbahulislam7862 жыл бұрын
আমার অনেক প্রিয় মানুষ তিনি। অথচ কখনো দেখা হয়নি তার সাথে, কথাও হয়নি। একজন আদর্শ মানুষ তিনি। আল্লাহ তায়ালা তাকে দীর্ঘজীবী করুন।
@KazibadolHoque-tv8zg10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊ĺpppp
@nannumiya69392 жыл бұрын
এমন সৎ এবং গুণী মানুষ দেশে বড়ই অভাব।ধন্যবাদ জনাব আসাদুজ্জামান স্যারকে এমন একজন মানুষকে উপস্থাপন করবার জন্য।
@monowarabegum66010 ай бұрын
'মানুষের জন্য কারও কোনো দরদ নেই।' বিদগ্ধজনের অনুভূতি বটে। সম্মান করি তাঁকে অন্তর থেকে। সুরভিত মানুষ হিসেবে বেঁচে থাকুন সবার অন্তরে। জান্নাতবাসী হোন আপনি।
@rezaulislam47232 жыл бұрын
আমার কাছে দেশের সব চাইতে সম্মানী এক জন বেক্তি।আল্লাহ তার সব চাইতে সম্মানী স্থানে রাখেন। আমিন।
@zahid1909 Жыл бұрын
একজন মানুষ, কীভাবে এতোকিছু করতে পারে, বিস্মিত হই। তিনি একজন বড় মাপের মানুষ। নূর সাহেব অতি কৃতিত্বের সাথে এই বিরল ব্যক্তিত্বর সাথে কথা বলেছেন। তাঁকেও অভিনন্দন!
@mdnurullah41902 жыл бұрын
জনাব আসাফউদৌলা,সত্যিই দেশের রত্ন।যার সুবাস নেওয়ার জানালা আমাদের খোলা নেই।
@ashfaqulalam56112 жыл бұрын
Good
@mohammedjabber88852 жыл бұрын
জনাব শ্রদ্ধেয় আসাফুদ্দৌলা সাহেব! কোরআন অনুবাদের বিনিময়ে কিছু গ্রহণ করেন নি, জেনে খুব খুব শুশী হয়েছি! শুধু মাত্র আল্লাহ'র সন্তুষ্টি লাভের আশায় করেছেন বলে ধরে নিতে পারি। আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল! ভাল থাকুন, স্যার!
@md.tonmoyislam53939 ай бұрын
সোনার বাংলার সোনার মানুষ। আল্লাহ স্যারকে সুস্থ রাখুন।
@জাহাঙ্গীর-প৩য10 ай бұрын
ওনার একটি বক্তব্য আছে ইউটিউবে, এমন বক্তব্য বাংলাদেশের সবচেয়ে সেরা।
@mjron12692 жыл бұрын
বাস্তবে দেখা এমন strong personality সম্পন্ন মানুষ আমি দেখিনি। আমি তাকে অনুসরন করি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কর্মে প্রতিটি চিন্তা চেতনায়।
@nitaichandradas61842 жыл бұрын
সাক্ষ্যাৎকারটি দেখে ও শুনে অন্তরে এক অদ্ভুত আনন্দ অনুভব করিলাম। জনাব আসাফ ঊদ দৌলা সাহেবকে আমার আন্তরিক শ্রদ্ধা জানালাম। ওঁনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি। কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত থেকে।
@mmh4972 жыл бұрын
ওনারাই আসলে আমাদের দেশের গর্ব। বাংলাদেশ এর ভিত ওনাদের মত সৎ ও অসম্ভব মেধাবী মানুষ এর দারাই হয়েছে। একাধারে এত গুনের আধার মানুষ আজ কাল আর জন্মায় না, আল্লাহ ওনার নেক হায়াত বাড়িয়ে দিন । আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম যেন ওনাদের ভাল মানুষ দের জিবনাদর্শ থেকে শিক্ষা নিতে পারে ।
@MominMia-ie6ffАй бұрын
এমন একজন অসাধারণ সৎ ব্যক্তি জীবনে অনেক কিছুর উদাহরণ হয়ে থাকবেন।আমি এই ভিডিওটি হেফাজত করে রাখবো এবং এটি কখনই ভুলব না। আল্লাহ দীর্ঘ জীবন দান করবেন।আমি আল্লাহর কাছে প্রার্থনা করি।🤲🏻
সত্যিই আপনি একজন অসাধারণ মানুষ, বাংলাদেশে আমি কোনদিন কল্পনা করিনি এই ধরনের মানুষ আছে, বাংলাদেশের সুশীল সমাজবৃন্দ আশা করি আপনার থেকে শিক্ষা নিলে এই দেশ অনেক আগাইয়া যাবে, বর্তমানে যে সুশীল সমাজীরা আছে তারা যেমনি ঘৃণিত আপনার আলোচনাতে আমি সন্তুষ্টি একমত পোষণ করি! ধন্যবাদ আসাদ এবং আসাদ উদদৌলাহ ভাইকে ❤
@mohammadyounus70678 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ রূঢ় বাস্তব সত্য কথাগুলো বলার জন্য। সৎকর্ম প্রকৃত ধর্ম।
@MasudRana-dw3ud8 ай бұрын
এদের মত প্রথিতযশা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাস জানতে চাইলে এদের নিকট থেকে জেনে নেওয়া উচিত তবেই সঠিক ইতিহাস জানতে পারবেন। সম্মানিত আসাফ উদ দৌলা স্যারের চেহারার মধ্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখতে পাই। ধন্যবাদ এই মহামানবকে
@MdsoponislamSopon-w5v10 ай бұрын
কোন ভাষায় নাই এই গুনি মানুষকে কি বলে ধন্যবাদ জানাই আল্লাহ যেন তাকে ইহকাল ও পরকালে ভালো রাখে। এখন দেশে এরকম মানুষের খুবই অভাব
@skbiswas145210 ай бұрын
সত্যিই অসাধারণ এক স্মরনীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। পরম শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ আসাফউদ্দৌলা এবং আসাদুজ্জামান নুর মহোদয়কে শ্রদ্ধা ও শুভ কামনা অবিরাম।
@ashrafuzzamanpathan1937 Жыл бұрын
এ পর্যন্ত ' বেলা- অবেলার ' যত গুলো অনুষ্ঠান দেখেছি তার মধ্যে জনাব আসাফ উদ দৌলা সাহেবের কথোপকথন আমার সবচে' ভালো লেগেছে। উনি কোনো তেলমারা ও তোষামোদী কথা বলেননি। যা বলেছেন সোজাসাপটা বলেছেন। ঢাকা রেডিও র ঘোষক থাকার সময় তাঁর অনেক গানের ঘোষণা করার সুযোগ হয়েছিল। ধন্যবাদ অতিথিকে।
@mohammadabdurrab33942 ай бұрын
L
@mohammadabdurrab33942 ай бұрын
Pp
@ALMAMUN-xz9rs10 ай бұрын
মাশাল্লাহ উনার কথা আমার এতো এতো ভালো লাগলো সারা দিন শুনতে মন চাইছে। উনার যে জন দরধী মন এই রকম মানুষ লাক্ষে একটা থাকলেও বর্তমান বাংলাদেশের এমন খারাপ অবস্থা হতে দিতেন না।
প্রিয় Sir কে অনেক অনেক মিস করছি। আমার জীবনের একটা বাকে উনার অবদান কখনো ভুলার মত না। প্রবাস এ থাকার কারণে জীবনে আর কখনো দেখা হবেনা। স্যার এর জন্য অনেক শুভ কামনা।
@MominMia-ie6ffАй бұрын
আসসালামু আলাইকুম, আংকেলের মতো মানুষ এদেশের জন্য অনেক কিছুই।
@rokibulhasan10210 ай бұрын
অনুভূতির গভিরে নাড়া দেয়! আমাদের মায়েরা এমন সন্তান জন্ম দিন! সততার জয় হোক।
@ahmedkochi506810 ай бұрын
তিনি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, জ্ঞানী এবং স্মার্ট, প্রার্থনা করি তিনি দীর্ঘদিন ভালো থাকুন।
@mdmohsinkhan563910 ай бұрын
We need a man like him. He is the incarnation of our national entity.progressive mind mixed with religious obligation which is our dire need of today.I did not know this great personality before today.I really loved him and I have due respect for him.May Allah almighty give him a long life.A man like him is a dire need of our nation.
@azizunnahar93723 ай бұрын
মুগ্ধ হয়ে স্মৃতিচারণ শুনলাম। এদেশ তার মত মানুষ পেয়ে গর্বিত।
@hossainsaidul85062 жыл бұрын
আসাফুদৌলা স্যার একটি প্রতিষ্ঠান।
@mithaikhan426210 ай бұрын
কুরআনের অনুবাদের কাজ করেছেন। আল্লাহ তাকে রহমত-বরকত দিয়ে পূর্ণ করে রাখুন। আমীন।
@bijoy59142 жыл бұрын
Great man. Really great and genius. Respect and SALUTE.
@abeedlateef80592 жыл бұрын
সত্যি একজন উদার মনের মানুষ; মুগ্ধ হলাম। স্যারের কথা অনেক দিন খেয়াল থাকবে।
@mohammadyounus706710 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ। আমার মনের কথাগুলো শুনলাম একজন প্রবীণ ব্যক্তিত্ব থেকে।
@majumdersusalife982 жыл бұрын
For the first time ever I wanted to listen more n more from such a personal like asafuddaula Sir.... May Allah bless him.
@mahbubulhaque38742 жыл бұрын
অসাধারণ ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন ভালো মানুষের উদাহরণ তিনি। সততা, দৃঢ়তা, অকুতোভয়, সাহসী একজন বাঙালি। জাতি তাঁর থেকে কোন শিক্ষা নিতে পারেনি, এটাই আফসোস! ভালো থাকবেন ইনশাআল্লাহ। দোয়া অবিরাম।
@deshagrotulshirabad13142 жыл бұрын
The whole nation may learn a lot from his life. A great man indeed. May Allah grant him long life.
@MominMia-ie6ff2 ай бұрын
আসসালামু আলাইকুম, 🤲🏻আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উনাকে এবং উনারা তিন ভাই খুবই ভালো মানুষ আল্লাহ দীরঘজিবন দিবেন আমি আল্লাহর কাছে এই দোয়া করি।🤲🏻🌹
@nurmuhammed29222 жыл бұрын
Very illuminating.May l request Mr Dowla to spend the rest of life in the way Allah swt by serving the Holy Quran.He chooses whom He pleases .May Allah swt bless us all with divine guidance and forgiveness and support.Aameen
@moslehuddin515910 ай бұрын
Respect & Respect Heartiest Love Such a Great Personality, Patriotic Human Being
@riadksa6842 жыл бұрын
জনাব "মোহাম্মদ আসাফ্উদৌলাহ্" স্যার কে অনেক খোজা খুজির (মন) পর আজ স্যার কে দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম ! 💞💞💞
@kazianwarhossain51862 жыл бұрын
Ami o tai
@riadksa6842 жыл бұрын
@@kazianwarhossain5186 স্যার এক জন ভদ্র লোক !
@kazianwarhossain51862 жыл бұрын
@@riadksa684 Yes Sir is a Gentleman
@KamalUddin-hy8hm2 жыл бұрын
জনাব আসাদ উদদৌলার জীবনের ঘটনা প্রবাহ ও দেশপ্রেম এবং সততা সম্বলিত জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান বারবার প্রচার হোক এই প্রজন্মের উনাকে অনুসরণের জন্য, উভয়ের দীর্ঘ আয়ু কামনা করছি।
@KamalUddin-hy8hm2 жыл бұрын
জনাব আসাফ উদদৌলার মত গুনি জনের খুবই প্রয়োজন বর্তমান বাংলাদেশের জন্য, অসংখ্য সালাম উনার বিচক্ষণতা ও দেশপ্রেম এবং সততার জন্য, উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
@ramnachannel-222011 ай бұрын
অসাধারণ বক্তব্য। শেখার আছে অনেক কিছু।
@alihossain994710 ай бұрын
বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো না-এটা অতি ধ্রুব সত্য কথা বলার জন্য উনাকে অশেষ ধন্যবাদ!
@aminurchoudhury442810 ай бұрын
)papl
@Md.Shahiduzzaman-l6g10 ай бұрын
এমন গুণী মানুষের কাছ থেকে দেশ কিছু নিতে পেরেছে কি?
@consciouspeople20662 жыл бұрын
A man with ideology, dignity,poshness . A guardian of the nation.
@MominMia-ie6ffАй бұрын
আসসালামু আলাইকুম, আমার একটা কথা জিজ্ঞাসা করতে মনে চায় আপনাদের সবাই এতো সবদিকে এতো মেধাবী কিভাবে। 🤲🏻🌹
@MominMia-h1f2 ай бұрын
🤲🏻 I know to him I pray to Allah, may Allah bless him and his three brothers, they are very good people, may Allah give them long life, I pray to Allah. 🤲🏻🌹
@mamuntraveler36012 жыл бұрын
একজন অসম্ভব মানের গুণী মানুষ।
@abuhenamd.mostafakamal54519 ай бұрын
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
@MINIMARKET-c1t5 ай бұрын
দেশ ও জাতির কল্যাণে এই সব মহা মানুষের অনেক অবদান রাখতে সক্ষম হয়েছেন। অনেক মুল্যবান কথা বলেছেন। ভবিষ্যত প্রজন্মের জন্য এই সব গুনি জনদের উপদেশ ইতিহাস হয়ে থাকবে। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
@mehedulalam46272 жыл бұрын
,পবিত্র কুরআনের অনুবাদের জন্য আল্লাহ তাকে উত্তম পুরস্কার দেবেন ইনশাআল্লাহ "
@bonggojbihonggo99110 ай бұрын
জনাব আসফ উদ দৌলার বাংলা অনুবাদ কোরআন ছাড়া অন্যসব বাংলা অনুবাদ কোরআন কি যথাযথ অনুবাদ নয়?
@mdsalimullah295310 ай бұрын
ami quraner sonkolon ar namta jante cai.
@abuhenamd.mostafakamal54519 ай бұрын
লা ইলাহা ইল্লাল্লাহ।
@baharullah5070 Жыл бұрын
জনাব আসাফউদ্দৌলা সাহেব দের মতো সৎ ও ন্যায়পরায়ণ এবং জ্ঞানী গুণী মানুষ আজকে বিরল।
@md.islamuddin317 Жыл бұрын
বাংলাদেশ রেডিও এই নামে অনুষ্ঠানের আসর খুবই ভালো লেগেছে। তার জীবনের কথা অত্যন্ত ভাল লাগছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং নূরকে -------
@subzalhossain71683 ай бұрын
২ বছর আগে এ সাক্ষাতকার দেখালাম।।ভাল লাগলো।আল্লাহ উনিকে বেহেশত নসিব করুন
@yasinafif1237 ай бұрын
আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দান করুন প্রতিটি ভাল কাজের এবং মন মানসিকতার জন্য
@anutapabhattacharya75412 жыл бұрын
বাংলাদেশের কম ব্যক্তিত্বকেই চিনি।এঁকে সহজে চিনলাম ফিরোজা বেগমের ভাই বলে।খুব ভালো লাগল সাক্ষাৎকারটি।উইকিতে ওনার লেখা বইগুলো সংযোজিত হলে ভালো হয়।
@tapaskumarray989710 ай бұрын
ওপার বাংলার এক বহুমুখী প্রতিভার দেখা পেলাম এই চ্যানেলে। Hats off for Asaf Ud Doula Sir
@mdabdulmaleksarker43072 жыл бұрын
এনাদের অভিজ্ঞতা প্রশাসন সংস্কারের জন্যে অমূল্য, তবে নিলে তো? সমাজ আজ বিষ-অমৃতের পার্থক্য বুঝতে অক্ষম।
@tahershikder35262 жыл бұрын
হঠাৎ করেই ইউ টিউবে নুর ভাইর অনুষ্ঠান টি হাজির হয়। সংগিত সাম্রাজ্যএর একক সাম্রাজ্ঞি ফিরোজা আপার সাক্ষাতকার দিয়ে শুরু। এরপর তার ছটো ভাই আসাদ ভাই। তার সাথে জিবনে একবার দেখা হয়েছিল তার অফিসে ডি সি ওমর ফারুক সহ। যুবক বয়সে তাকিয়ে শুধু কথা শুনে ছিলাম। তখনকার নিজের একটা অনুভুতি এখনো মনে আছে- এ লককে সরকার সহ্য করে কি করে? আজ ওই প্রশ্নের উত্তর কিছুটা হলেও পেলাম। ভুবন বিজয়ী কিছু ক্ষণজন্মা মণিষি, একটি পরিবারের। যারা বাংলাদেশি। সালাম সবাইকে।
@syednasrullah-mamoon77772 жыл бұрын
Excellent interview. Gives ‘ Shesh Hoiya o hoilo a shesh’ feelings. Would like to request MR. Asafuddoula to write a biography. Man is mortal. Can attain immortality only thru deeds and writing books.
@KhanMYusuf2 жыл бұрын
আমার জীবনের অসম্ভব ভালো লাগার শ্রদ্ধেয় ব্যাক্তি।দীর্ঘায়ু কামনা করি।
@iftekharuddin252110 ай бұрын
একজন অসম্ভব ভালো লাগার মানুষ।
@sadikur6910 ай бұрын
Truly appreciate this great gentleman and truly patriotic person May Allah bless him
@MdAbulKalam-e5j4 ай бұрын
আমাদের প্রশাসনে "আসাফউদ্দৌলা" দের খুবই প্রয়োজন।
@abuhenamd.mostafakamal54519 ай бұрын
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
@ZobaierGalib4 ай бұрын
আলহামদুলিল্লাহ, উনি সমগ্র জাতির আইডল
@mrmoneruzzaman763510 ай бұрын
নূর ভাইেক অশেষ ধন্যবাদ এমন একজন মহান মানুযের সাক্ষাৎকার শোনানোর জন্য!
@md.abdulganiahsan79512 жыл бұрын
Salute both of you for took the interview. Actually he is a living legend of Bangladesh.
@mirzahirmohammadkhan232610 ай бұрын
জ্ঞানের গভীরতা এবং উপকারী উইসডম যাকে বলে তার উজ্জ্বল দৃষ্টান্ত জনাব আসাফউদ্দৌলা।
@abdulmajid-mr4yv10 ай бұрын
অত্যন্ত গুণীজন। সাক্ষাতকারটি খুব ভাল লাগল।সিভিল সাভিস সম্পরকে অনেক কি ছু জানলাম।মহান আল্লাপাক তাকে সুস্থ ও দীঘ জীবন দান করুন।আব্দুল মজিদ পাশা।
@allahrbanda894310 ай бұрын
আসাফউদ্দৌলার সত্যভাষন মনে দাগ কাটে ! অকুতোভয় সৈনিক ! আল্লাহ দির্ঘ্য জীবন দান করুন।
@ShahjahanChowdhury-e8e10 ай бұрын
শ্রদ্ধায় অবনত হতে ইচ্ছা করে সৎ আর সত্যের পথে চলা মানুষ আলাউদ্দিন সাহেবের কাছে ,আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক!
@obaidulhofficial6 ай бұрын
আমি কাছ থেকে উনার অনেক সেবা করেছি এবং এটা করতে পেরে নিজেকে ধন্য মনে করি।
@arazzakfarazi86737 ай бұрын
উনি একজন জীবন্ত কিংবদন্তি আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন
@farhanaabdullah25882 жыл бұрын
Allah onake nek hayat dan korun Ameen.
@aliazam219710 ай бұрын
এমন ভালো মানুষ আর হয় না।উনার অন্য একটি সাক্ষ্যাৎকার শুনে খুবই আবেগপ্রবণ হয়ে পরি।
@khondkerjamil65218 ай бұрын
A good heart, an honest, pious, disciplined, cultured human being..Salam!
@alamgirkhan60412 жыл бұрын
Respected Sir, Really, you are a versatile singing star of our country. Your melodious voice is a rare gift of Allah. It is very sweet to call up those unforgettable "Ghazal" songs you rendered for innumerable song lovers around you. May Allah bless you and grant you a long life.
এই ধরনের ব্যক্তিদের নতুন প্রজন্মের কাছে পরিচিতির জন্য বারবার মিডিয়ায় আসা উচিত।
@mohammadbadruddoza819910 ай бұрын
স্যারের প্রতি গভীর শ্রদ্ধা রইলো । নেক হায়াত কামনা করি ।
@rajabali741610 ай бұрын
একটা দেশে বিভিন্ন ধরনের মানুষ থাকা স্বাভাবিক ,এর মধ্যেই ভাল"র চিন্তা এবং চেষ্টা করতে হবে ৷
@user-ou9hk3hh5n5 ай бұрын
Thanks br.Asaduzzaman Noor for the program of really a national hero.our new generation must learn the love of country and religion from him.
@MominMia-ie6ff Жыл бұрын
Unparalleled brilliant person....
@MominMia-ie6ff8 ай бұрын
Assalamulikum, mostly honorable uncle.....
@babur56249 ай бұрын
Extremely fortunate and selj esteemed person!!! May ALLAH grant him the best of everything for the rest of his life .
@Ferdous-12310 ай бұрын
আমি মূলত গ্রামে বাস করি, নিভৃতে ও শান্ত পরিবেশে ইংরেজি বাংলা মিলিয়ে আসাফউদ্দৌলা স্যার ও ব্যারিস্টার রকুনুদ্দিন স্যারের বক্তব্যগুলি অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। তাঁদের যৌক্তিক ও গঠন মূলক কথাগুলি শুনে ভীষণ ভালো লাগলো, তবে পাশাপাশি মনটা খুব বিষন্ন হ'ল এইজন্য যে, তাদের কথাগুলির কোনো রকমের মূল্যায়ন কিংবা বাস্তবায়ন আমাদের দেশে আজ অব্দি হয়নি! দেশের যারা সত্যিকার অর্থে ভালো চায়না ,,,,,,,,, আমরা তাদের কাছে জিম্মি হয়ে আছি! উপস্থাপক জিল্লুর রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি৷
@ziauddindalim43478 ай бұрын
উপস্থাপক জিল্লুর রহমান বলতে কাকে বোঝাচ্ছেন? এই অনুষ্ঠানের উপস্থাপক আসাদুজ্জামান নূর।