১২ বছরের নিচে বাচ্চাদের করোনার নেগেটিভ সনদ লাগবে না। পরবর্তীতে কোনো আপডেট থাকলে কমেন্টে পিন করে দেয়া হবে।
@HabiburRahman-rf6xn2 жыл бұрын
কতো টাক লাগে যেতে
@mwap2 жыл бұрын
@@HabiburRahman-rf6xn বেনাপোলের বর্ডার পার হতে ট্রাভেল ট্যাক্স ও টার্মিনাল চার্জ সহ ৫৫০ টাকা খরচ হয়। এছাড়া আপনি বেনাপোলে আসতে এবং বর্ডার পার হয়ে ইন্ডিয়া যেয়ে কত টাকা খরচ করবেন সেটা আপনার উপর নির্ভর করে।
@fazlerabbi66632 жыл бұрын
Vi amr comment er reply delen na!!!!
@mwap2 жыл бұрын
@@fazlerabbi6663 আনতে পারবেন।
@shakilhowlader18632 жыл бұрын
৯বছরের বাচ্চার করোনার কোন প্রমাণ লাগে কি?
@khaledrana94172 жыл бұрын
সম্পূর্ণ পরিষ্কার ধারণা দেয়ার মত একটি ভিডিও। এই চ্যানেল, সেই চ্যানেল, বিখ্যাত চ্যানেল, অন্য কোন চ্যানেলেই এত সুন্দর ভিডিও কোনদিনও দেখিনি। ধন্যবাদ ভাই। এত সুন্দর একটা ভিডিও দেয়ার জন্য।
@helalforazi3487 Жыл бұрын
ধন্যবাদ ভাই সবকিছু তথ্য এক ভিডিও তে দেওয়া জন্যে
@md.sohelranas.rstudio38692 жыл бұрын
ইন্ডিয়া যাওয়ার জন্য এত সুন্দর ভিডিও আর একটি ও এর আগে দেখিনি। এখান থেকে একদম পরিষ্কার ধারণা পাওয়া যায়। ধন্যবাদ।
@helalforazi3487 Жыл бұрын
Sem to quisen
@MdAbdullah-be6xn2 жыл бұрын
আসল ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ।
@ashikuzzamanlinza74252 жыл бұрын
সবকিছু পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ।
@md.sohelranas.rstudio38692 жыл бұрын
Thank you. This video makes me clear every thing easily.
@SohelRana-fc8cc Жыл бұрын
সুন্দর উপস্থাপনা
@mwap Жыл бұрын
♥️
@sydurrahman7852 жыл бұрын
আপনার এমন আরও অনেক ভিডিও দেখতে চাই
@rafsanislamislamayan328 Жыл бұрын
Thanks for your video.
@fbgaming66792 жыл бұрын
এমন ভিডিও আশা করি সামনে দেখতে পাবে।।
@jannatulferdoush1996 Жыл бұрын
Vaiya apnar video deke amar khob upokar holo
@mwap Жыл бұрын
🙏🏽
@mdrifatadnan97912 жыл бұрын
অনেক অনেক সাহায্য কারি ভিডিও
@mwap2 жыл бұрын
Thanks
@hzihadbro2 жыл бұрын
A to z জানতে পারলাম। ধন্যবাদ।
@sydurrahman7852 жыл бұрын
onek kicui jnlam
@sabujbanglamultimedia39242 жыл бұрын
সুন্দর পরিবেশনা ❣️❣️
@arkadas79412 жыл бұрын
উপকৃত হলাম ধন্যবাদ
@mwap2 жыл бұрын
❤️
@ahmedsojib52572 жыл бұрын
Vai ami December er sas diya jata chassi soo tokhon kii kii lakda para plz janaben🥰
@mwap2 жыл бұрын
Passport, visa, Corona negative certificate or Corona vaccine certificate.
@ISLAM.ALOR_POTH2 жыл бұрын
ভাই আমি power tiller আনতে চাই একটা এবং সাথে তার সরঞ্জাম এটার জন্য কি করতে হবে
@mwap2 жыл бұрын
এটা আমদানি বিষয়ক জিনিস। এটার জন্য আপনার আমদানি কারক হতে হবে। অথবা যারা জিনিসপত্র আমদানি করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
@insearchofsuccess27892 жыл бұрын
Thanks for full information. I understand the all
@mwap2 жыл бұрын
Thank you for watching this video. We are happy to provide you the real information. Have a nice time.
@biswajitbhadra24412 жыл бұрын
খুব সুন্দর ভিডিও
@mwap2 жыл бұрын
অশেষ ধন্যবাদ।
@ashikurrahmanashik23052 жыл бұрын
Thank you very helpful video
@mwap2 жыл бұрын
Welcome
@problemsandsolutons2 жыл бұрын
sudhu 2 dos tika deya ache tahole r bostar dos ba korunar onno kisu lagbe ki?
@mwap2 жыл бұрын
২ ডোজ টিকা দেওয়া থাকলেও চলবে। অন্য কোন কিছু লাগবে না। হঠাৎ হঠাৎ করে নিয়ম চেঞ্জ হয়। যাওয়ার আগে যোগাযোগ করে নিতে পারেন। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
@mdkader52572 жыл бұрын
সুন্দর ভিডিও।
@rupammunshi5671 Жыл бұрын
Nice post brother
@mwap Жыл бұрын
🙏🏽
@abulhashem89002 жыл бұрын
Very very useful videos
@mwap2 жыл бұрын
Thank you
@srabonislam53732 жыл бұрын
Banapol Border emigration a ki corona test er nagative shonod & corona tikar certificate 2 tai lagba
@mwap2 жыл бұрын
করোনার দুই ডোজ বা বুস্টার ডোজ টিকা দেওয়া থাকলে নেগেটিভ সনদ লাগবে না। আর যদি করোনার দুই ডোজ বা বুস্টার ডোজ টিকা না দেওয়া থাকে তবে করোনার নেগেটিভ সনদ লাগবে।
@razib7277 Жыл бұрын
ধন্নবাদ
@rupomahmedmoin Жыл бұрын
Thanks for the information
@musfiqurrahman87762 жыл бұрын
amar cheler boyosh 5 bochor, Varote jaoyar shomoy tar ki covid test korate hobe? othoba varot theke ferar shomoy ki tar covid test korte hobe? ai bishoye bistarito jante chai......
@mwap2 жыл бұрын
১২ বছরের নিচে কারো COVID test লাগবে না।
@arafat-ul-seman7622 Жыл бұрын
Bhai visa korar somoi je noc joma diyechi tar photo copy diye border par howa jabe? Naki new kore noc lagbe?
@mwap Жыл бұрын
Oita te hobe.
@rahulahmed14832 жыл бұрын
খুব সুন্দর
@mwap2 жыл бұрын
Thank you
@zahirulislam7957 Жыл бұрын
Sunday te ki Kolkata theke Dhaka asa jabe, aktu janaben pls
@mwap Жыл бұрын
বেনাপোল ইমিগ্রেশন বা বিমান পথের ইমিগ্রেশন ৩৬৫ দিন খোলা থাকে। বিমানের ইমিগ্রেশন ২৪ ঘন্টা খোলা থাকে। আর বেনাপোল ইমিগ্রেশন ৬-৬ পর্যন্ত খোলা থাকে। (মাঝেমাঝে এই সময় কম বেশি হতে পারে)
@alamin7162 жыл бұрын
অনেক সুন্দর উপস্থাপনা
@mwap2 жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
@sujannagomes96732 жыл бұрын
আমি ১০ দিন পর যাচ্ছি। অনেক উপকার হলো। ধন্যবাদ
@mwap2 жыл бұрын
আপনার যাত্রা শুভ হোক।
@monirhossen45282 жыл бұрын
হাই আমিও যাব
@smpanthareja7917 Жыл бұрын
আমিও জাবো
@hmemran7020 Жыл бұрын
@@mwapভাই আমি আখাউড়া দিয়ে আগরতলা গেলে আবার পরের দিন বাংলাদেশ আসতে পারবো একটু বলবেন প্লিজ
@fazlerabbi66632 жыл бұрын
Nije porar Jonno,,,Ami 6/7 ta pant shirt kine anbo,,,any problem?? R Ami India te 1 ta travel beg niye jabo,,r 2 ta beg kore oy pant shirt anbo...parbo ki
@mwap2 жыл бұрын
আনতে পারবেন।
@shorovsaha75732 жыл бұрын
Vai akon ki ki kagoj laga jaita
@mwap2 жыл бұрын
পাসপোর্ট, ভিসা, করোনার নেগেটিভ সনদ অথবা করোনারটিকার সার্টিফিকেট।
@ImranKhan-lc9yu Жыл бұрын
23 Jan visit korbo insallah!! Ki ki documents lagba
@mwap Жыл бұрын
করোনার টিকার সার্টিফিকেট অথবা নেগেটিভ সনদ , ভিসা পাসপোর্ট
@hubreels64462 жыл бұрын
Negative sonod r tikar certificate ki same jinis??...bortomane vir kmn?
@mwap2 жыл бұрын
করোনা পরীক্ষা করার পর যদি আপনার করোনা না হয় সেক্ষেত্রে আপনি নেগেটিভ সনদ পাবেন। (সাধারণ করোনা পরীক্ষা এবং বিদেশ গমনের জন্য করনোর পরীক্ষা আলাদা বিষয়)। করোনা টিকা দেওয়ার পর আপনি করোনার যে কয়টি ডোজ টিকা দিয়েছেন আরেকটি সার্টিফিকেট অনলাইনে পাবেন সেটা হলো টিকা সার্টিফিকেট। এখন ভিড় কম আছে, তবে যে কোন সময় আকস্মিকভাবে ভিড় বেড়ে যেতে পারে। আপনাকে ধন্যবাদ।
@ABDULAZIZ-tw5tx2 жыл бұрын
ভাই, আমার ভাইয়ের ডুয়েল কারেন্সি একাউন্ট কি আমি ইন্ডিয়াতে ব্যবহার করতে পারবো?
@MDNoyon-vl8ki2 жыл бұрын
Xlend
@mdfahad78472 жыл бұрын
Vai bangladesh thaka ki indian rupie niya jata parbo ব্যাগের মধ্যে করে
@mwap2 жыл бұрын
রুপি নিয়ে যাওয়া সঠিক নিয়ম নয়। চেকিং এর সময় রুপি পেলে আপনার সমস্যা করতে পারে।
@mdfahad78472 жыл бұрын
@@mwap চেকিং কী ব্যাগ খুলে করে
@mwap2 жыл бұрын
@@mdfahad7847 ব্যাগ খুলে চেক করে। কপাল ভালো হলে নাও খুলতে পারে।
@tamzidasumaiya25392 жыл бұрын
Ami bank statement diye visa korci.amar ki ekon dollars endorsement koraite hobe?plz janaben
@mwap2 жыл бұрын
ডলার ইনডোর্স করা হচ্ছে বৈধ নিয়ম। ডলার ইনডোর্স না করা থাকলেও আপনি যেতে পারবেন। সমস্যা হলে আপনি উপায় ওইখান থেকে বের করতে পারবেন। যাদের ইনডোরস করা আছে তাদেরও সমস্যার সম্মুখীন হতে হয়। আশা করি সিক্রেট বিষয়টি বুঝেছেন।
@tamzidasumaiya25392 жыл бұрын
Thank you
@mbmary699910 ай бұрын
Vai benapole port par hoya ki onk perar? Pera mane onk koster? Onk somoi lage? Janaben plz
@mwap10 ай бұрын
যদি আপনি জ্যামে না পড়েন তবে খুবই শান্তিতে পার হতে পারবেন।
@mbmary699910 ай бұрын
@@mwap জ্যাম কোন সময়ে কম থাকে?
@ahmedjuliya56782 жыл бұрын
বেনাপোল সীমান্তে থেকে নিউ দিল্লি কত ভাড়া বাসে এবং ট্রেন
@mwap2 жыл бұрын
বেনাপোল সীমান্ত থেকে নিউ দিল্লি যেতে কোন বাস বা ট্রেন পাওয়া যায় না। বেনাপোল সীমান্ত থেকে আগে আপনাকে কলকাতা পৌঁছাতে হবে। তারপর কলকাতা শিয়ালদা বা হাওড়া রেল স্টেশন থেকে ট্রেনে করে যেতে পারবেন। ট্রেনের ভাড়া ২৩০০/২৫০০/৩০০০ টাকা (ট্রেনে ধরন অনুযায়ী ও সিট অনুযায়ী)। কলকাতা থেকে বাসে যেতে চাইলে বাস ভাড়া পড়বে ৩৫০০ থেকে ৪ হাজার টাকা। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যাত্রা শুভ হোক।
@emonhasan74112 жыл бұрын
Vaia amr uttor ta musbe diben. Vai Ami r amr husband 3masher single entry visa peyesi go-to 7may-7july 2022 porjonto. Amra Varot giasi 22 may te gia 29may back Kori. Akhn amra punoray 28-29 July a Masha abar jete chai. Visa r 3mash meyad sesh,b't amra Varot gia ashci 2masher beshi hoise..akhn ki jeta parbo..? R 2nd house...Amdr Gonotika 2ta disi b't a masher 27july Buster dose dibo Gono Tika theke..Amra ki Tika card show Kore ki jete parbo kindly vaia pls: Jan khb argent...
@emonhasan74112 жыл бұрын
Notun visa apply korbo Agami Sunday.
@mwap2 жыл бұрын
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ১ বার গেলে ৩ মাস পরে ছাড়া যাওয়া যাবে না বলে যে নিয়মের কথা জানা গেছিল সেটা বাতিল করা হয়েছে অনেক আগে। আর আপনার ২ডোজ টিকা দেওয়া থাকলেই যেতে পারবেন। অবশ্যই টিকার সার্টিফিকেট লাগবে। টিকার দেওয়ার কার্ড গ্রহণযোগ্য হবে না। আরো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন।
@mohabubalam86612 жыл бұрын
গুড নিউজ।
@titlikhan12572 жыл бұрын
Vai immigration e photocopy korar kn dokan available ase!!!??? Ektu janaben please....amr emergency dorker...
@mwap2 жыл бұрын
সোনালী ব্যাংকের ডান পাশেই ছোট্ট কর্ণারে পেয়ে যাবেন। মানে যেখানে ট্রাভেল ট্যাক্স জমা দিতে হয়।
@titlikhan12572 жыл бұрын
@@mwap print out dite parbo vaccine certificate!!!???
@mwap2 жыл бұрын
একাধিক দোকান আছে। আপনি দয়া করে খুঁজে নেবেন। প্রিন্ট দিতে পারবেন। আপনি অবশ্যই NID নং আর যে মোবাইল নং দেওয়া ছিল সেটা অবশ্যই সাথে রাখবেন। আর যদি আপনি মোবাইলে ডাউনলোড করে রাখেন তবে সহজেই হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার যাত্রা শুভ হোক। ভালো থাকবেন।
@rabbikamim86832 жыл бұрын
Indian sim card kothay theke nite hbe vaia ar kun sim e vlo network paoa jbe
@mwap2 жыл бұрын
Passport r visa diye india border theke nite parben. Kakhono used SIM niben na .nizer nam e kinte parben. Apni Kolkata thakle voda use Korte parben.
@rabbikamim86832 жыл бұрын
Thank u.. Amra vellore e jbo..tahole kun sim nile vlo hbe?
@parveenakter54592 жыл бұрын
Benapol theke ki indian sim kina jay???
@mwap2 жыл бұрын
ইমিগ্রেশন শেষ করে বর্ডার পার হলেই ও পাশে সিম পাবেন। বাংলাদেশের বেনাপোল অংশে ভারতের সিম পেলেও কিনবেন না।
@sweety35702 жыл бұрын
Bangladesh theke india asar smy kono byakti bangladeshi taka border e indian rupee te convert na krie nie jodi indian bank e convert korate chai tahole ki hbe?
@mwap2 жыл бұрын
যে কোন বৈধ জায়গা থেকে কনভার্ট করতে পারবেন এবং যখন খুশি করতে পারবেন। বর্ডারেই করতে হবে এমন কোন নিয়ম নেই। বর্ডারে মানি এক্সচেঞ্জ হাউজ গুলো অ্যাভেলেবল থাকে। এটাই বাড়তি সুবিধা।
@sopanpaul62562 жыл бұрын
আগামী সপ্তাহে যাব৷ কি কি লাগতে পারে যদি জানাতেন দয়া করে
@mwap2 жыл бұрын
করোনা টিকা সার্টিফিকেট। ইন্ডিয়া ইমিগ্রেশন খুবই সতর্ক করোনার নতুন ভেরিয়েন্টের জন্য।
@shahariarahmed13002 жыл бұрын
আমার ভিসায় বাই রেল নিউ জলপাইগুড়ি লিখা এটার মানে কি
@kamrulhassan45702 жыл бұрын
Amar covid certificate a amar purber passport number deya ase ami akhon new passport use korsi, amar ki kono problem hobe?
@mwap2 жыл бұрын
কোনো সমস্যা নেই। আপনার আগের পাসপোর্ট তো সাথে থাকবে। আর আপনার নতুন পাসপোর্টে আগের পাসপোর্টের নম্বর আছে।
@Bejoyysyeg1995011 ай бұрын
ভাই departure card এ flight number কি লিখবো? আর ভ্রমণের উদ্দেশ্য এ কি লিখবো বলবেন kindly 😊
@mwap11 ай бұрын
স্থল পথে ফ্লাইট নাম্বার লেখা লাগে না। যে ভিসা সেটা লিখবেন। যেমন টুরিস্ট হলে ট্যুরিজম এবং মেডিকেল হলে মেডিকেল পারপোজ।
@annoychowdhury92602 жыл бұрын
ভিসাতে নিউ জলপাইগুড়ি বর্ডার দেওয়া থাকলে হরিদাসপুর বেনাপোল বর্ডার দিয়ে যাতায়াত করা যাবে?
@mwap2 жыл бұрын
না, যাবে না। আপনি আপনার ভিসাতে আবেদনের মাধ্যমে হরিদাসপুর রুট অ্যাড করতে পারেন।
@mohammadakash22152 жыл бұрын
Amai corona 1st dose ar 2nd disi Kintu online e ashtese 1st dose kintu 2nd dose ashtese na akhon amar ki problem hote pare?
@mohammadakash22152 жыл бұрын
Bhai information ta bolle khubi upokar hoto please
@mwap2 жыл бұрын
Kompokkhe 2 dose er certificate lagbe. Othoba Corona negative certificate lagbe. Online e apnar 2 dose thaka lagbe.
@mwap2 жыл бұрын
@@mohammadakash2215 online e 1 dose thakle Hobe na. 2 dose e thaka lagbe. Booster dose thakle ekebare jhamela mukto.
@mohammadakash22152 жыл бұрын
@@mwap apnake oshonkho dhonnobad bhai ❤️
@md.syedulislam19232 жыл бұрын
Vai, moneholo ami jeno nije border par korlam...thanxs a lot...
@mwap2 жыл бұрын
Welcome 🤗
@MDShakib-kg7tu2 жыл бұрын
Vai khub upokar holo vedio dekhe
@mwap2 жыл бұрын
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@bdmotovlog.2132 жыл бұрын
Bai Ami 04/07/2022 COVID vaccine 2nd dose complete kori Akon Ami 13/07/2022 India enter korbo Kono problem hobe
@mwap2 жыл бұрын
যেতে পারবেন ভাই। তবে বিনা বিজ্ঞপ্তিতে নিয়ম পরিবর্তন হয়। যাওয়ার আগে আরেকবার একটু নক দিয়েন। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
@SharifulIslam-lr9je2 жыл бұрын
Nice
@skgiasuddin87902 жыл бұрын
Nice video
@mwap2 жыл бұрын
Thank you
@shuvraroy881 Жыл бұрын
ব্যাংকের মাধ্যমে যেহেতু ট্রাভেল ট্র্যাক্স দিতে হয ব্যাংক কি সব দিনেই খোলা থাকে?
@mwap Жыл бұрын
সব দিনই খোলা থাকে মানে ইমিগ্রেশন খোলা তো ব্যাংক খোলা।
@mstsoniya94622 жыл бұрын
আচ্ছা ভাইয়া ইন্ডিয়া জেতে যে করনা সার্টিফিকেট লাগে সেটা কি সাদা কালো হলে হবে নাকি রঙিন হতে হবে কোনটা দয়া করে জানাবেন প্লিজ।
@mwap2 жыл бұрын
As you like. Akta dilei hobe.
@amaduddin54482 жыл бұрын
🌷🌷Bhai🌷🌷Very.Very🌷🌷Thanks🌷🌷💐💐
@mwap2 жыл бұрын
Welcome 🤗 Bhai.
@mohammadrakib19802 жыл бұрын
Bangladesh theke India tourist visa Giye PC build Jonno sob kisu kine nia ASA Jabe without tax Please janaben?
@mwap2 жыл бұрын
1 piece Desktop/laptop + 1 piece UPS + 1 piece monitor ante parben without tax.
@mohammadrakib19802 жыл бұрын
Thanks 👍
@JahangirAlam-ng8gf Жыл бұрын
যাওয়ার পথে কোন ট্রাবেল টেক্স লাগবে কিনা দয়া করে জানাবেন।
@mwap Жыл бұрын
বাংলাদেশ থেকে যাওয়ার সময় অবশ্যই ট্রাভেল ট্যাক্স লাগবে।
@JahangirAlam-ng8gf Жыл бұрын
বাংলাদেশ থেকে দিয়ে এসেছি, ইন্ডিয়া থেকে যাওয়ার পথে লাগবে কিনা?
@MdSabbir-nn5yj2 жыл бұрын
Vai ami College a student 2ta tika diyechi kintu amr kono vacine sonod nei Ami india jabo agami maser 10tarikh a Akhon ami ki korte pari vai janaben amake vai
@mwap2 жыл бұрын
Tika sonod na thakle apnar korona negative sonod lagbe Bhai. Dekhen tika certificate manage Korte paren kina.
@mstatifa63392 жыл бұрын
Thank you
@mwap2 жыл бұрын
Welcome 💝
@cr7_shovon4282 жыл бұрын
আমার ২ ডোস ভ্যাক্সিন দেয়া আছে' এখন কি যেতে পারবো আমি ' নাকি বুস্টার ডোজ ও কম্পলিট করা লাগবে
@mwap2 жыл бұрын
দুই ডোজের সার্টিফিকেট থাকলেই চলবে। মেতে পারবেন।
@2wheelstravelbd2 жыл бұрын
Koto taka niye india dhukte parbo and benapole ki mony exchange korte parbo
@mwap2 жыл бұрын
বৈধ নিয়ম। এখন থেকে বাংলাদেশে ঢোকার সময় যে-কেউ ১০ হাজার ডলার সঙ্গে আনতে পারবে। আবার ওই ব্যক্তি দেশ থেকে যাওয়ার সময় একই পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবে। এ জন্য কোনো ঘোষণা দিতে হবে না বা পাসপোর্টে এনডোর্সমেন্ট করতে হবে না। আগে ঘোষণা ছাড়া সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নিয়ে আসা বা নিয়ে যাওয়ার সুযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক আজ বৈদেশিক লেনদেন নীতিমালা সংশোধন করে এ সীমা বাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ভারতের পাশাপাশি বিভিন্ন দেশে ১০ হাজার ডলার সঙ্গে নিয়ে যাওয়া যায়। আবার ১০ হাজার ডলার নিয়ে ওই দেশ থেকে বেরও হওয়া যায়। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক দিন দিন বাড়ছে। বাংলাদেশিরা সহজে যাতায়াত করছে। এ কারণেই এ সীমা বাড়ানো হয়েছে। তবে এ সুবিধা মূলত যারা বিদেশ থেকে ডলার নিয়ে আসে, তাদের জন্যই; যদিও এর অপব্যবহারের সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, বাংলাদেশের যেকোনো নাগরিক ট্রাভেল কোটার আওতায় এক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারে। এ জন্য পাসপোর্টে প্রয়োজনীয় ঘোষণা দিতে হয়। এর ফলে বিদেশে যাতায়াতকারী বাংলাদেশিদের ডলার খরচ এখন আগের চেয়ে সহজ হলো। (প্রথম আলো) আপনি টাকা/ডলার এক্সচেঞ্জ করতে পারবেন। দুই দেশের ইমিগ্রেশন শেষ হওয়ার পর ভারতের অংশে অনেক এক্সচেঞ্জ হাউস পাবেন। সেখান থেকে টাকা বা ডলার এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তবে কোন চিপায় যাবেন না। মানি এক্সচেঞ্জ হাউসের লোকেরা কিন্তু আপনাকে মৌমাছির মত ঘিরে ধরবে।
@rimiakter50972 жыл бұрын
Akhno ki coronar test Kore
@mwap2 жыл бұрын
টিকার সার্টিফিকেট না থাকলে করোনা টেস্ট করাতে হয়।
@Iarath73822 жыл бұрын
Vaia baccader koto age porjonto korona er sonod lagbe na
@mwap2 жыл бұрын
১২ বছরের নিচে কোন বাচ্চাদের করোনার নেগেটিভ সনদ লাগবে না।
@Iarath73822 жыл бұрын
@@mwap Thank you so much for your information.
@hasanalmahmudjibon85832 жыл бұрын
আমার একটা করোনা ভ্যাকসিন দেয়া আছে, কোন সমস্যা হবে কি?
বেনাপোল দিয়ে ইমিগ্রেশন শেষ করে পেট্রোপলের অটো স্ট্যান্ড থেকে ৫০ টাকা ভাড়া দিয়ে বনগাঁ রেল স্টেশনে চলে যাবেন সেখান থেকে ২২ অথবা ২৩ টাকা ভাড়া দিয়ে শিয়ালদহ রেল স্টেশন চলে যাবেন। এবার শিয়ালদা রেল স্টেশন থেকে বের হয়ে ট্যাক্সি অটো বাস যেটাতে যেতে আপনার পছন্দ হয়। তবে শিয়ালদা থেকে আপনি কলকাতা বিমানবন্দরের কাছে গেলে যেতে সুবিধা হবে। কলকাতা বিমানবন্দর থেকে নিউ টাউন মাত্র ১০ কিলোমিটার। মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রাখছি। যাত্রা শুভ হোক। ঈদ মোবারক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
@debojitroy40872 жыл бұрын
Apnr kothai bujlm na
@mwap2 жыл бұрын
কোনটি।
@mdwahedul61302 жыл бұрын
Good
@mymensinghbioflogfishfarm2674 Жыл бұрын
আসার পথে ফরম টির নাম কি
@mwap Жыл бұрын
এখন আসার পথে কোন ফর্ম লাগে না। এটার নাম হেল্থ ডিক্লারেশন ফর্ম।
@অনন্তরায়-ন৯ঞ2 жыл бұрын
পাসপোর্ট করতে কি কি লাগে একটু বলে দেন দাদা।।।।। আমিও ভারত জাবোতো
@mwap2 жыл бұрын
ভোটার আইডি কার্ড, (বয়স ১৮ এর নিচে হলে জন্ম সনদ) আপনার এলাকার চেয়ারম্যান এর প্রত্যয়ন, ব্যাংকে পাসপোর্ট এর ফিস জমাদান, কারেন্ট বিল/বিদ্যুৎ বিল/টেলিফোন বিলের কপি(যেকোনো একটি), নাগরিক সনদ। অনলাইনে আবেদন কপি।
@mohaiminahmed33622 жыл бұрын
অনেক ধন্যবাদ। তবে কলকাতা টুরের ভিডিও দিলে ভালো লাগত।
@mwap2 жыл бұрын
❤️
@apubarmon19602 жыл бұрын
আমি birth certificate দিয়ে 3 টা ডোস দিয়েছি,,আমার তখন NID card ছিলোনা এখন NID Card hyeche. সুরক্ষা এপ্স এ চেক করে দেখতেছি আমার কোনো ডোস এন্ট্রি করা হয়নি। এ ক্ষেতে আমি কোন কাগজ টা নিয়ে যাবো??? এখন আমার করনিয় কি?
@mwap2 жыл бұрын
টিকার অনলাইন সার্টিফিকেট লাগবে। এছাড়া আপনাকে করোনার নেগেটিভ সনদ লাগবে। আপনি জন্ম নিবন্ধন দিয়ে চেক করে দেখুন অথবা যেখান থেকে নিবন্ধন করছিলেন তাদের সাথে কথা বলুন।
@apubarmon19602 жыл бұрын
করোনার নেগেটিভ সনদ কি? কথায় পাবো?
@jibonsaha14992 жыл бұрын
আমি মে ২০২২ মেডিকেল ভিসায় এটেন্ডেন্ট সহ গিয়েছিলাম, সেপ্টেম্বরে ২০২২ একই ভিসায় আবার যেতে চাই, তখন এটেন্ডেন্ট ছাড়া একাকী যেতে পারবো কি। দয়া করে জানাবেন।
@mwap2 жыл бұрын
এটেনডেন্ট ছাড়াই মেতে পারবেন।
@mymensinghbioflogfishfarm2674 Жыл бұрын
হেলথ সার্টিফিকেট টা কি
@mwap Жыл бұрын
কোন ব্যক্তি মারাত্মক অসুস্থ হলে সে ভ্রমনের উপযুক্ত কিনা তার জন্য হেল্থ সার্টিফিকেট লাগে।
@BikashKarmokar-gq1wr6 ай бұрын
ভাই আমি স্টুডেন্ড আমি 1 মাস পড়ে ইন্ডিয়া যাবো আমি যখন ক্লাস 8 এ পরি তখন স্কুল থেকে টিকা দিচ্ছি স্কুল থেকে একটা টিকার কাগজ দিচ্ছে কিন্তু ছাএদের টিকা অনলাইন হয় নাই তবে আমি কি করব একটু বলেন
@mwap6 ай бұрын
প্রিয় ভাই, এখন ইন্ডিয়া যেতে টিকার সার্টিফিকেট লাগে না। তারপরও স্কুলের কাগজটি সাথে রাখবেন।
@BikashKarmokar-gq1wr6 ай бұрын
@@mwapOk vai
@Songlover3342 жыл бұрын
এখন মাওয়া থেকে কি সরাসরি বেনাপোল বাস চালু হচ্ছে কি না নিশ্চিত করেছেন
@mwap2 жыл бұрын
এটা নিশ্চিত নয়। তবে পরামর্শ হলো মাওয়া থেকে যশোর নিউমার্কেট (খাজুরা বাস স্ট্যান্ড) পৌছালে, নিউমার্কেট থেকে ঢাকা থেকে আসা অনেক গাড়ীতে সহজে বেনাপোল পৌঁছানো যায়। অথাবা নিউমার্কেট থেকে যশোর বাস টার্মিনাল বা চাচড়া চেক পোস্টে গিয়ে সহজেই লোকাল বাসে বেনাপোল পৌঁছানো যায়। সাবধানতা অবলম্বনের জন্য বলছি, ঢাকা থেকে আসা কিছু গাড়ী সাতক্ষীরা গামী, এই গাড়ীর অনেকেই বেনাপোলের কথা বলে নাভারণ নামিয়ে দেই, এদের থেকে সাবধান!!! বিঃদ্রঃ যশোর নিউমার্কেটের অপর নাম খাজুরা বাস স্ট্যান্ড আর যশোরে খাজুরা বাজার নামে আরেকটি জায়গা আছে। মাগুরা হয়ে আসলে আগে খাজুরা বাজার আগে পড়বে তারপর নিউমার্কেট বা খাজুরা বাস স্ট্যান্ড। ভিডিওতে মন্তব্য করার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। চ্যানেলের সাথেই থাকুন।❤️
@sadhonsarkar5421 Жыл бұрын
আমি করোনার এক দোস্ত টিকা দিয়েছি দ্বিতীয় ডোজ দেওয়া হয় নাই আমি কি এখন ইন্ডিয়াতে ঢুকতে পারবো আমার কোন কোন সমস্যা হবে কিনা একটু জানাবেন প্লিজ
@mwap Жыл бұрын
দুইডোজ থাকা লাগবে।অথবা করোনা নেগেটিভ সনদ লাগবে।
@tamimsahad6720 Жыл бұрын
ভাই আমার ভিসা তে যদি অন্য বডার লেখা থাকে,,, তাহলে কি আমি বেনাপোল হয়ে যেতে পারবো কিনা,,
@mwap Жыл бұрын
বেনাপোল দিয়ে যেতে চাইলে ভিসাতে Haridaspur লেখা থাকা লাগবে। লেখা না থাকলে যেতে পারবেন না। প্রয়োজনে ভিসাতে পোর্ট যোগ করা যায়।
@Bejoyysyeg1995011 ай бұрын
ভাই Visa এর ফটোকপি নেওয়া লাগে?
@mwap11 ай бұрын
ভিসার ফটোকপি লাগে না তবে করে রাখা ভালো।
@al-aminkhalifa621 Жыл бұрын
ভাইয়া, পোর্ট ট্যাক্স আগের দিন আমার বন্ধুর মাধ্যমে পরিশোধ করে পরের দিন সরাসরি ইমিগ্রেশনের লাইনে দাড়াতে পারবো? নাকি আগে দেয়ার ফলে সমস্যা হবে? বিঃদ্রঃ ট্রাভেল ট্যাক্স অনলাইনে দিবো
@mwap Жыл бұрын
পারবেন।
@al-aminkhalifa621 Жыл бұрын
@@mwap অনেকে বলে আগে পোর্ট ট্যাক্স আগের দিন দিলে হবে না। ভাই আগের দিন দিয়ে যদি লাইপ্নে দাড়াই পরে যদি গ্রহন না করে অনেক সমস্যা হয়ে যাবে। আমি প্রথমবার যাবো। কি করতে পারি ভাই,একটু সাহায্য করেন
@subinoydeb73922 жыл бұрын
কলিকাতা থেকে আগরতলা রাত্রি যাপন না করে direct আগরতলা আসা যায় , তার ব্যবস্থা করলে সুবিধা হবে, যাত্রীও বারবে। রাত্রি যাপনের জন্য অনেকে আসেন না। এই ব্যাপারটা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সহজ করে নিল ভাল হবে। রাত্রি যাপনের জন্য আমি নিজেও আসিনি গত 20/22-08-22 তারিখে।
@naImPrank1 Жыл бұрын
🇧🇩❤️❤️
@misrakahmed5281 Жыл бұрын
এখন যেতে হলে কি কি প্রয়োজন দয়া করে জানাবেন।
@mwap Жыл бұрын
Visa, passport, corona vaccine certificate.
@PriyaRoy-hs7fe2 жыл бұрын
দাদা এখন গেলেও কী করোনার ভ্যাক্সিন সার্টিফিকেট নিয়ে যেতে হবে?
@mwap2 жыл бұрын
জি।
@pradipparamanik44032 жыл бұрын
বন্ধু আমি বাংলাদেশ ঘুরতে যাবো ভাবছি।
@islamsoriful81672 жыл бұрын
এখন ভিড় কেমন আমি ২৫ তারিখ যাবো
@mwap2 жыл бұрын
এখন বেশি ভিড় নেই। তবে বেনাপোলে তো যেকোনো সময় ভিড় হয়ে যেতে পারে, আশা করি এটা বোধহয় জানা আছে।
@Naimofficialbd072 жыл бұрын
পেট্রপোল থেকে বনগাঁ পযন্ত ৫ কিঃ মিঃ ভাড়া লাগে ৫০ টাকা । আর ওখান থেকে কোলকাতা হলো ৭০/৮০ কিঃ মিঃ ভাড়া লাগে ২০ টাকা মাত্র।
@Iarath73822 жыл бұрын
R aktu druto janaben plz
@mdratul962 жыл бұрын
♥️
@sohagSagor Жыл бұрын
আমার বয়স ২০ বছর, আমি করোনার ভ্যাক্সিন নেই নি, চিকিৎসার জন্য ভারতে যেতে চাই, আমি কি যেতে পারবো?
@mwap Жыл бұрын
জি পারবেন। আপনাকে করোনা নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে।
@smtuba83272 жыл бұрын
ভাই নিজের ব্যবহৃত ল্যাপটপ (macbook) কি সাথে নিতে দেয় বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনে ???
@mwap2 жыл бұрын
পারবেন। পরামর্শ থাকবে যে ক্রয়ের রশিদ থাকলে সাথে রাখুন তাহলে অকারণে হে -নে -স্থা করতে পারবে না।