Рет қаралды 142
বিলুপ্তির পথে আজ গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা (Traditional Bengali Lathi Khela)। এক সময় খুব জনপ্রিয় ছিলো এই লাঠি খেলা। প্রতিটি পাড়া মহল্লায় খেলোয়াড়দের দলনেতার উদ্যোগে গড়ে উঠত লাঠি খেলার দল। আর পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামের মধ্যে অনুষ্ঠিত হতো এই খেলা। ঢাক-ঢোল পিটিয়ে প্রচার করা হতো কোন গ্রামের কোন মাঠে বা কার বাড়িতে কোন সময় এই খেলা অনুষ্ঠিত হবে। নিজেদের নিত্যদিনের কাজ দ্রুত সমাপ্ত করে ছুটে যেত খেলা দেখার জন্য। বাড়ির আঙিনায় এই খেলা দেখার জন্য ঘরের চালে গাছের ডালে ভীড় জমাতো যুবকেরা আর বেড়ার ফাঁকে, জানালা খুলে খেলা দেখতো মা-বোনেরা । আজ আর সেই দিন নেই। কালের আবর্তনে হারিয়ে গেছে প্রায় গ্রামবাংলার অন্যতম সেরা এই বিনোদন লাঠিখেলা (Lathi Khela)।
For Business Inquiries:
tarequeimtiaze@gmail.com