মন্তক নামা বিকল্প দলিল সম্পর্কে বলার জন্য আপনাকে ধন্যবাদ
@zahurulhaider67207 ай бұрын
If any individual one dag only under one khotian than what is the solution Tks Zahurul Haider
@SurjasekharMishra10 күн бұрын
Sir 2 vai akjoi partytion korbe akjon korbe na ar upay ki
@mahbubhasansiddiquee29764 ай бұрын
একাধিক দাগের জমির ক্ষেত্রে বন্টন নামা দলিল করার পরামর্শ দিয়েছেন। কিন্তু এক দাগের জমির মধ্যে সাত জনের মালিকানার ক্ষেত্রে একজন অংশীদার আপোষ বন্টন করতে রাজি না থাকলে করনীয় কি?
@mediapage247 ай бұрын
❤❤❤ very Important Subject ❤❤❤
@SuraiyaKhatun-f3l22 күн бұрын
স্যার, আমার বাবারা ৩ ভাই। ৩০ বৎসর আগে থেকে আমার বাবা আর আমার বড়ো চাচা হিসাব অনুযায়ী বন্টননামা ছাড়া জমি ভোক দখল করে আসসে এবং সেই অনুযায়ী খারিজ করে নিয়েছে।কিন্তু আমার অন্য চাচা আমরা যেখানে বাড়ি করে আছি শুধু সেই দাগে হিস্যা চাই, অন্য দাগে নয়। আমার চাচা কি শুধু এক দাগে খারিজ কাটতে পারবে? এখানে উল্লেখ যে, আমার বাবা আমার, আমার মা এবং আমার বড়ো বোন এর নামে জমি দলিল করে দিয়েছে ছাহাম উল্লেখ করে।
@sahisnudutta46102 ай бұрын
amar ekta somosshar somadhan dorkar apanr sathe ki vabe jogajog korte pari ektu janaben
@baharimarket48113 ай бұрын
অসাধারণ বলেছেন
@HatBazar.245 ай бұрын
প্রত্যেক দাগে দাগে অংশ অনুযায়ী খারিজ করে পরে বদল কাওলা করে নেওয়া যাবে?
@khokonpathan26915 ай бұрын
স্যার আমার দাদার অনেক জমি আছে কিন্ত আমার কাছে কোন দলিল নাই।আমার কাছে দাদার সর্ব শেষ রেকর্ড খতিয়ান আছে। সে খেত্রে আমি কি নামজারী করতে পারবো
@grnkanan20665 ай бұрын
Thank🎉🎉🎉
@delowarchowdhurysohel1035 ай бұрын
সালাম জানবেন, আমি দাগে দাগে অংশ ভিত্তিক নাম জারি আবেদন করলে, ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদার নামজারি প্রস্তাব দেয় না, এসিল্যন্ডও কোন নাম জারি দেয় না। এ প্রসংগে এক ভাই এর আপত্তির কথা বলে। ঘুরতে ঘুরতে হয়রান হচ্ছি। এটা নিয়ে আমি বিপদগ্রস্থ আছি। এখন আমি কি করব।
@Minhajur_Rahman4 ай бұрын
Assalamualaikum Aponar Sata Contract Korte Pari Ki Kora?
@MofizulIslam-sz8hu8 ай бұрын
সার নতুন আইনে মামলা করবো কত দিন লাগবে রাই বাটোয়ারী মামলা করবো সব ডুকেমেন আছে জমি টা দখলে নেই 😊
@jubairimran58879 ай бұрын
ফুফুদের সম্পত্তি বন্টননামা দলিল না করে একটি দাগ থেকে জমি রেজিস্ট্রেশন করেছি এখন ফুফুরা অন্য দাগে তাদের অংশ দাবি করতে পারে বিক্রি করতে পারবে কিনা?
@landlawproblemnsolutionBD9 ай бұрын
আমার “ জমি জমার সমস্যা ও সমাধান নামে একটি ফেসবুক আইডি আছে, যাদের সমস্যা তারা এই গ্রুপে এড দিয়ে রাখতে পারবেন
@aktermd-qg2tl2 ай бұрын
আমরা সব ওয়ারিশ রা রাজি হয়েও নামজারি দিচ্ছে না বলে বন্টন নামা নিয়ে আশেন। এখন আমরা কি করতে পারি।জমিটা যেহেতু ডিসির খতিয়ান এ খাজনা ছাড়া বন্টন৷ নামা রেজিস্ট্রার হয় না। এখন কি করতে পারি???
@ayshaaktar33272 ай бұрын
Amar Ma r Mama bontoknama kory ni ,,, ami akhon bank thaky loan pache na
@RayhanAhmed-we1zd2 ай бұрын
দলিল বাতিলের ক্ষমতা প্রসাশনকে দেওয়া হোক।
@scripts76784 ай бұрын
আমরা ৮ জন ওয়ারিশ। একজন চৌহদদি উললেখ করে, বাটোয়ারা দলিল তৈরির অজুহাত দিয়ে বাড়ির কাজ করতে দিচ্ছে না।আবার বাটোয়ারা দলিল তৈরীর কাজে ও কোন আলোচনায় বসতে চায় না।এই খেতরে আমি বাড়ীর কাজ কিভাবে শুরু করতে পারি। এবং আমি আমার ফেলাট টি কিভাবে নিজের নামে রেজিসট্রি করে নিতে পারি। জমিতে বাড়ি তৈরির পেলান পাশ করে, দোতলা করা হয়েছে। এই জমিটির, আমাদের ৮ জন ওয়ারিশ এর নামে, নাম জারির কাগজ তৈরি হয়েছে আগেই। দ্রুত জবাব দিতে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
@Uzumakiuchiha1115 ай бұрын
পারিবারিক বাটোয়ারা আছে কিন্তু রেজিস্ট্রি হয়নি এটা কি বিক্রি করা যাবে সম্পত্তি এবং বাটরার ওই অংশ তার নামে রেকর্ডও আছে তবে কি বিক্রি করা যাবে উত্তর দিলে উপকৃত হতাম
@RIJUANMAHMUD-z3j7 ай бұрын
ক্রয়ের সম্পত্তি র নিজ নাম খতিয়ান কিভাবে করে জানাবেন।
@NitaBasak-q3u6 ай бұрын
বাটোয়ারা মামলায় কত দিন সময় লাগে খরচ কেমন
@legendgroupofcumilla86392 ай бұрын
৮ জন ওয়ারিশের মধ্যে ৬ জন এক চেটিয়া বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়া ১ম ওয়ারিশ এখন অন্য দাগেও সম্পত্তি দাবি করে বন্টন মামলা করতে চায়,,,,,,ফলাফল কি হবে??
@JainalKhan-n3z6 ай бұрын
স্যার আপনার নিকট একটা বিষয় জানতে চায়,,, দুই ভাই ও মায়ের নামে সি এস খতিয়ান হয়।যেমন আহম্মদ ৬ আনা, মুলফত ৬ আনা এবং মা ফুলজান ২ আনা। কিন্তু সি এস খতিয়ানে বোনদের নাম আসেনি। এখন বোনেরা কি সম্পদ পাবেনা?
@landlawproblemnsolutionBD5 ай бұрын
সিএস রেকর্ড কে মুল ভিত্তি ধরা হয় । কাজেই জমি পেতে হলে সিএস এর পূর্বের মালিকানা দলিল লাগবে
@khokonrhoman3 ай бұрын
একটি লোকের ২০ড:জমির মালিক।কিন্তুুসে ৩০ডে:জমি বিক্রি করেন,।পরে আবার আগের দাতা সেই একই খতিয়ানে আবারে ২০ডে: জমি ক্রয়করলেন।তাহলে আগের কবলা দার কি বাঁকি ১০ড: জমি পাবে???
@khokonrhoman2 ай бұрын
স্যার আমার কমেন্টের একটু উত্তর দেবেন প্লিজ।
@rahelshah34836 ай бұрын
আমরা তিন ভাই। আমাদের বাবা আমাদের নামে তিন সতাংস করে একটা জমি লিখে দিয়েছে। মোট ৯সতাংস জমি একটি দলিলে আমাদের তিনজনের নামে লিখে দেন। কিন্তু কেন চৌহদ্দি দেয়া হয় নি। এখন কি যে কোন দু জন দুজনের অংশ বিক্রি করতে পারবে?
@md.shakawathossaingoarder22339 ай бұрын
Thank you!
@azadurrahman29488 ай бұрын
তারপরও সমস্যা থাকবে,দাগে দাগে নামজারি করলে চোয়াদ্দা কিভাবে দিবেন, কে সামনে না পিছনে পাবে, তা নির্ধারণ করা সমস্যা হবে।
@SwoponBiswas-k2h7 ай бұрын
ঠিক!
@jerrycosta55247 ай бұрын
দাদা আমার মায়ের ওয়ারিস কিভাবে আনবো।আমার মায়েরা ৪ বোন, তিন ভাই। তার থেকে আমার মা আর তার এক বোন মারা গেছে, এখন দুই বোন জিবিত আছে আর ভাই ৩ জনই জিবিত আছে,৩ ভাইয়ের মধ্য ২ জন আমেরিকা থাকে আর ১ জন দেশে থাকে। আমার মা মারা গেছে প্রাই ৮ বছর। এখন মায়ের ওয়ারিস আনবো কিভাবে?
@lovelylovely35723 ай бұрын
এই সিস্টেম এজটা জামেলা তো
@sbsgamingplay84412 ай бұрын
সিএস খতিয়ান ৫৬৯ দাগ নং ২০৫৯ জমি ১০ শতাংশ খতিয়ান ৫৭০ দাগ নং ২০৫৯ জমি ৪৫শতাংশ আরও আর দাগ নং ২০৫৯ জমি ১০ শতাংশ। দাগ নং ২০৬০ জমি ৪৫ শতাংশ। আরও আর মালিকের কাছ থেকে দলিল করেছে দলিলে দাগ নং ২০৫৯ জমি ১০শতাংশ দখল খাচ্ছে নং২০৬০জমি ৪৫ এগুলো বি আর রেকর্ড করেছে ২০৬০দাগ এটা সমাধান কি? আরও আর মালিক কি করতে পারে
@binoybhushandasgupta36047 ай бұрын
বন্টন নামা মামলা শেষ হতে বেশী সময় লাগবে কেন!!"????? অশেষ ধন্যবাদ
@landlawproblemnsolutionBD7 ай бұрын
বিভিন্ন পক্ষের জন্য
@ayshaaktar33272 ай бұрын
Ki korbo sir akhon
@ZAHIRIslam-td1md9 ай бұрын
আমাদের পৈতৃক জমি বাটয়ারা কমপ্লিট হতে ৩০ বছর সময় লেগেছিল,,
@zahirulislam37947 ай бұрын
যাদের কারনে বাটোয়ারা করতে হয়েছিল, এই অতিবাহিত সময় টা নিয়ামত হিসাবে কাজে লাগবে। অবসর সময়টা সানন্দে পার করেছে।
@alamsha20686 ай бұрын
বাই আমার বোন দান কাএলা িদয়ে টাকা ণিয়ে দলিল কেন সেল করচে একন কি করব িপলজ
@MofizulIslam-sz8hu9 ай бұрын
সার বাটোয়ারা মামলা বত মান কত দিন লাগবেন নতুন আইনে মামলা করবো সব কাগজ আছে দলিল ও জমি টা নেই বলেন তো
@landlawproblemnsolutionBD9 ай бұрын
আমার “ জমি জমার সমস্যা ও সমাধান নামে একটি ফেসবুক আইডি আছে, যাদের সমস্যা তারা এই গ্রুপে এড দিয়ে রাখতে পারবেন
@jubairimran58879 ай бұрын
বটনামা দলিল ছাড়া যদি কোন মালিক একটি দাগে মৌখিক ভাবে বাটোরা করে অনেক বছর আগে বিক্রি করে ফেললে করণীয় কি?
@landlawproblemnsolutionBD9 ай бұрын
আমার “ জমি জমার সমস্যা ও সমাধান নামে একটি ফেসবুক আইডি আছে, যাদের সমস্যা তারা এই গ্রুপে এড দিয়ে রাখতে পারবেন
@zahidulislam9518 ай бұрын
বন্টন্নামা না করে একজন তার অংশের জমি সবটুকু বিক্রি করলে করনিয় কি?
@landlawproblemnsolutionBD8 ай бұрын
প্রিএমশন মামলা করতে পারেন,
@abuzafor8813 ай бұрын
Hmm, 30-40 bochor mamla chole
@mypair779 ай бұрын
আপনি বর্তমান ভূমি অফিস সম্পর্কে কিছুই জানেন না। আমি দিনাজপুরে ইতোমধ্যে প্রতি দাগে আমার হিস্যা নামজারির জন্য আবেদন করে ব্যর্থ হয়েছি। এসি ল্যান্ড আমার আবেদন বাতিল করে দেন। আমি ঢাকায় ৩ বছর আগে বাবার রেখে যাওয়া ফ্ল্যাট ও প্লটের জন্য বাটোয়ারা মামলা দিয়েছি। বছরে ২টি মাত্র তারিখ পড়ে। ১০ বছরেও মামলা শেষ হবে না।
@landlawproblemnsolutionBD9 ай бұрын
যেহেতু মামলা চলমান তাই নামজারী দিচ্ছে না। আপনি সরাসরি ভূমি সহকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। সমাধান হবে
@mypair779 ай бұрын
@@landlawproblemnsolutionBD ধন্যবাদ, রিপ্লাই দেয়ার জন্য। আমার বাবা ১০ বছর আগে ইন্তেকাল করেন। তাঁর ঢাকায় একটি ফ্ল্যাট ও ১টি প্লট আছে। আর দিনাজপুরে ১৩টি দাগে কৃষি জমি রয়েছে। আমি ২০২১ সালে ঢাকায় বাঁটোয়ারা মামলা দিয়েছি ঢাকার সম্পত্তির উপর। ঢাকার আদালতে অন্য জেলার সম্পত্তির উপর মামলা দেয়া যায় না। দিনাজপুরে ১৩টি দাগের উপর কোনো মামলা নেই। আমি প্রতিটি দাগের সম্পত্তির উপর আমার ৭ আনা নামজারি চেয়ে পাইনি। নামজারি না পাওয়ায় আমি আমার সম্পরত্তির অংশ বিক্রি করতে পারছি না। আবার রাষ্ট্র আমার সম্পত্তি বাটোয়ারা করে দিচ্ছে না। আমার একটি অটিস্টিক মেয়ে আছে। টাকার অভাবে আমি তাঁকে বিদেশে চিকিৎসা করাতে পারছি না। এই দেশটা যে কত খারাপ তা যারা আদালত পর্যন্ত গিয়েছে তাঁরা সব চেয়ে ভালো জানে। Justice delayed, justice denied.
@mdalaminhaque9207 ай бұрын
দিনাজপুর জেলার পার্বতিপুর থানায় এখনো ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে দাগে দাগে খারিজ হচ্ছে।
@mypair777 ай бұрын
@@mdalaminhaque920 আমার থানা কোতওয়ালি। আমি আবার চেষ্টা করবো।
@silenthurt54011 күн бұрын
@@landlawproblemnsolutionBD আপনার সাথে কথা বলতে চাই
@shahinnazir58309 ай бұрын
জনাব আমি কিছু জমি খরিদ করতে চাচ্ছি দাগ ৪ টা। ওয়ারিশ ৪জন ওয়ারিশ দের নামে খারিজ বা বন্টন দলিল নাই। তাঁরা সবাই পুরো জমি এক সাথে বিক্রি করতে চাইতেছে।এখন এই জমি আমি খরিদ করলে কোন সমস্যা হবে কি না জানালে উপকৃত হব
@mdullah18099 ай бұрын
ওয়ারিশ যদি চারজন হয়ে থাকে চারজন যদি শুধু আপনার কাছে বিক্রি করে দেয় তাহলে কোন সমস্যা নেই
@shahinnazir58309 ай бұрын
Thanks
@shabbir67759 ай бұрын
স্যার, আপনার সাথে একটু কথা বলতাম আপনার ফোন নাম্বার দাওয়া যাবে।
@MdAbulkalamAzad3888 ай бұрын
আমি মাথা নষ্ট করে দিয়েছিলাম আমার তো আর কিছু করার নেই তখনই এই ভিডিও দেখে আমার স্বস্তি হইলো আমার বাপ-দাদার জমি ময় মুরুব্বিরা মুকিত ভাগ করে দিয়েছে প্রতি জমি ধাগে ধাগে কাগজ পাতি বিষয় নিয়ে বন্টননামা হয়নি সামরিক মুকিত হিসেবে ভাগ হয়েছে এখন আমরা বাবার চার সন্তান আমার জমি কারিজ করার প্রয়োজন ছিল আমার ভাই বোনেরা যাইতে চাইছিল না যখনই এই ভিডিওটি দেখলাম তখনই আমার অন্তরে শান্তি আসলো বাবার প্রত্যেকটা জমি দাগে দাগে বর্তমান সরকারের আইনে বলে দিয়েছেন সন্তানেরা কারিজ করে নিতে পারবেন তাহলে ময় মুরুব্বি রা মুকিত জমি ভাগ করে দিয়েছে এইসব আইন কোন কাজে আসবে না ময় মুরুব্বি রা বাপ-দাদার জমি মুকিত ভাগ করে দিয়েছে বলে আমার বড় ভাই জমি বিষয় নিয়ে একটু বেশি বুঝে বলে সে অনেক রাগারাগি করছিল আমি যে জমিতে আছি সেই জমিতে থাকবো তোদেরকে জমির বদলে জমি দিয়েছি আমি তো আর জমি বেশি নেই নাই কিন্তু আমার বড় ভাই জমি বিষয় নিয়ে ভালো জানতো কোন জমিতে সে নিলে বেশি চওড়া দামে কোন সময় সে বিক্রি করতে পারবে সেই জন্যই আমি ছোট ভাই ঐসব জমির ধার কাছে যাইতে দিতে চাইছিল না ময় মুরুব্বিরা বাপ-দাদার জমি মুকিত ভাগ করে দেওয়ার পর থেকে আমার বড় ভাই তার নিজের জমি মনে করে লাফালাফি করেছে তখনই আমি কি করবো কিনা করবো অনেক টেনশন করতেছিলাম এই ভিডিওটি দেখে শুনে আমার খুব ভালো আইনের উপর বিশ্বাস আসলো দেখি আমি অতি শীঘ্রই আমার বাপ দাদার জমি খারিজ করে নিয়ে নিব আল্লাহতালা সেই তৌফিক দান করুক আপনারা দোয়া করবেন আমিন