❤❤❤❤❤ আলহামদুলিল্লাহ আপনার ওয়াজ ভাই আমার খুব ভালো লাগে আপনাকেসহ আল্লাহপাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন
@lifeofislam28473 жыл бұрын
মাশাআল্লাহ ♥️ দোয়া রইল আপনার জন্য হুজুর
@abdulbaten44313 жыл бұрын
দোয়া ও শুভ কামনা রইলো, শুকরিয়া জাজাকাল্লাহ খাইরান
@keanurodrigo98873 жыл бұрын
Instablaster...
@saidulislamsaidul30453 жыл бұрын
আপনার কথা গুলো বাস্তবে এক দম মিল আছে।
@mddeloyar7012 жыл бұрын
Ha vai no - 1- beadob
@yarafat93 жыл бұрын
দোয়া ও শুভ কামনা রইলো, শুকরিয়া জাজাকাল্লাহ খাইরান..
@salafibayanbd3 жыл бұрын
*সত্য উন্মোচন হবেই হবে* *ইনশা আল্লাহ্*
@sumonahmed55163 жыл бұрын
Amrao ai bipode porchi Sobi ber amader niye naki gram basi sobai bosbe Allah sahajjo koro...
@ayhatnafisaprodhan14793 жыл бұрын
প্রিয় রফিকুল ভাই, আপনি আল্লাহ ও তার রাসূলে কথাগুলো সুন্দর করে উপস্থাপন করেন। এবং বেদাদিদের ধোলাই করেন তাই আপনার প্রতিটা ব্যক্তব দেখি।আল্লাহ আপনাকে ইসলামের দিন প্রচারে সহযোগিতা করুন। আপনি যদি আমাদের আহলে মসজিদ পার্বতীপুর এর আসতেন খুব খুশি হতাম।
@mdnekles7603 жыл бұрын
আলহামদুলিল্লাহ সঠিক কথা বলেছেন হুজুর
@1alamgirhossain8623 жыл бұрын
আলহামদুলিল্লাহ
@khokanmahfuz43543 жыл бұрын
ধন্যবাদ স্যার জাযাকুমুল্লাহু খাইরান
@munnaahmed83013 жыл бұрын
রাইট বলেছেন ভাই
@sohidulhowlader61883 жыл бұрын
আলহামদুলিল্লাহ খুব সুন্দর
@AMdrohit7003 жыл бұрын
সবাই কে বলছি যদি মনে করেন শহি টা খুব তাড়াতাড়ি প্রকাশ হোক! তাহলে সবাই কে একটা অনুরোধ শহী টা কে শেয়ার করুন লাইক করুন তাহলে খুব তাড়াতাড়ি প্রকাশ হবে ইনশাআল্লাহ ❤️💯
@1alamgirhossain8623 жыл бұрын
মাশাআল্লাহ
@mdabdurrahim14593 жыл бұрын
কিছু ঘার তেরা আছে এখনো যারা সরাসরি প্রমান পাওয়ার পরেও মানতে চায় না।
জ্বি বুকে হাত বাধা, রফলিয়াদাইন করার কারনে কিছু আমাকে কিছু যুবকেকে নানা ভাবে বাধা দেয় কিন্তু, আমি এবং আমার দ্বিনি ভাই ছাড়া সবাইকে বাধা দিয়ে থেমে দেয়
@mdrohmatollah99633 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@injamulislam39933 жыл бұрын
ঠিক কথা বলছে
@taniamunmun58023 жыл бұрын
Yes, Jazakalla khir, Sk.
@murshidislahi35893 жыл бұрын
ماشاء الله سبحانه وتعالى
@tufazzalakond49033 жыл бұрын
অর্থঃ আল্লাহ এবং রাসূলের আনুগত্য কর এবং নিজেদের আমল বিনষ্ট কর না। (সৃরা মুহাম্মদঃ39
@mmiqbalnahair93963 жыл бұрын
😢 আমার ও একই রকম সমস্যা 😢 নিজে মসজিদ তৈরি করে নামাজ পড়তে বলছে 😢 আমাদের মসজিদে উঠতে নিষেধ করে,কেউ ভালো চোখে দেখছে না। সবাই একটু দোয়া করবেন
@mohammadshahidulislammazum82413 жыл бұрын
ভাই আমাদের আগে জানা দরকার ছিল আমি যে আগে রফউল ইয়াদায়িন করতামনা, তা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। যদি তা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় তবে তা সুন্নাহ সম্মত হবে। সুতরাং একটা সুন্নাত কে জিন্দা করতে গিয়ে আরেকটা সুন্নাত কে মিটাই দেয়া বুদ্ধিমানের কাজ হবেনা, বরং ফিত্নার আশংকা আছে। আর ফিতনা হত্যার চেয়ে জঘন্য। আপনার জানার জন্য কিছু দলিল দিলাম- নামাযে তাকবীরে তাহরীমা ছাড়া অন্য ক্ষেত্রে রাফয়ে ইয়াদাইন না-করা বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর হাদীস। এটি হাদীসের অনেক কিতাবে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিযী রাহ. (২৭৯হি.) ও তাঁর ‘সুনান’ গ্রন্থে তা বর্ণনা করেছেন। তাঁর সনদে হাদীসটির আরবী পাঠ নিম্নরূপ: حدثنا هناد قال: حدثنا وكيع، عن سفيان، عن عاصم بن كليب، عن عبد الرحمن بن الأسود، عن علقمة قال: قال ابن مسعود: ألا أصلي لكم صلاة رسول الله صلى الله عليه و سلم؟ قال: فصلى فلم يرفع يديه إلا في أول مرة. অর্থাৎ ইমাম তিরমিযী হান্নাদ থেকে, তিনি ওকী থেকে, তিনি সুফিয়ান ছাওরী থেকে, তিনি আসিম ইবনে কুলাইব থেকে, তিনি আবদুর রহমান ইবনুল আসওয়াদ থেকে, তিনি আলকামা থেকে, তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি কি তোমাদের (শেখার) জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযের মত নামায পড়ব না? এরপর তিনি নামায পড়েছেন এবং শুধু প্রথমবারে রাফয়ে ইয়াদাইন করেছেন। Ñসুনানে তিরমিযী, হাদীস ২৫৭ ওকী রাহ.-এর আরেকজন শাগরিদ যুহাইর ইবনে হারব একই হাদীস তাঁর থেকে নিম্নোক্ত শব্দে বর্ণনা করেছেন: ثنا زُهَيْرُ بْنُ حَرْبٍ أَبُو خَيْثَمَةَ ثنا وَكِيعٌ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: أَلَا أُرِيكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَرَفَعَ يَدَيْهِ فِي أَوَّلِ تَكْبِيرَةٍ ثُمَّ لَمْ يَعُدْ. অর্থাৎ যুহাইর ইবনে হারব ওকী থেকে, তিনি সুফিয়ান ছাওরী থেকে, তিনি আসিম ইবনে কুলাইব থেকে, তিনি আবদুর রহমান ইবনুল আসওয়াদ থেকে, তিনি আলকামা থেকে, তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায দেখাব না? এরপর (তিনি নামায পড়ে দেখিয়েছেন) এবং তাতে শুধু প্রথম তাকবীরের সময় দুই হাত উঠিয়েছেন। এরপর আর তা করেননি। Ñআলমুহাল্লা, ইবনে হাযম ৪/৮৭ (অর্থাৎ অন্য কোনো তাকবীরে হাত ওঠাননি) ওকী রাহ.-এর ন্যায় ইমাম সুফিয়ান ছাওরী রাহ.-এর আরেকজন শাগরিদ ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রাহ.ও সুফিয়ান ছাওরী থেকে একই সনদ ও একই মতনে এই হাদীস বর্ণনা করেছেন, যা ‘সুনানে নাসায়ী’তে বর্ণিত হয়েছেÑ أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: أَلَا أُخْبِرُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَقَامَ فَرَفَعَ يَدَيْهِ أَوَّلَ مَرَّةٍ ثُمَّ لَمْ يُعِدْ অর্থাৎ ইবনুল মুবারক সুফিয়ান ছাওরী থেকে, তিনি আসিম ইবনে কুলাইব থেকে, তিনি আবদুর রহমান ইবনুল আসওয়াদ থেকে, তিনি আলকামা থেকে, তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি কি তোমাদেরকে রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায সম্পর্কে খবর দিব না? এরপর তিনি দাঁড়িয়ে (নামায পড়ে দেখিয়েছেন) এবং তাতে শুধু প্রথমবার দুই হাত উঠিয়েছেন। এরপর আর তা করেননি। Ñসুনানে নাসায়ী, হাদীস ১০২৬ এ হাদীসে আমরা দেখলাম, আবদুল্লাহ ইবনে মাসউদ রা. তাঁর শাগরিদদেরকে রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায নিজে পড়ে দেখিয়েছেন এবং তাতে তিনি তাকবীরে তাহরীমা ছাড়া আর কোথাও হাত ওঠাননি। এটি আবদুল্লাহ ইবনে মাসউদ রা. কর্তৃক এ কথার কর্মগত বিবরণ যে, রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে তাকবীরে তাহরীমা ছাড়া আর কোথাও হাত ওঠাতেন না।[1] সনদের সংক্ষিপ্ত আলোচনা এই হাদীসের সনদ সহীহ, এর রাবীগণ সকলেই ছিকা। আর হাদীস সহীহ হওয়ার যে পাঁচ শর্ত, এতে বিদ্যমান আছে। ইমাম বদরুদ্দীন আইনী রাহ. (৮৫৫হি.)-এর বর্ণনা অনুযায়ী ইমাম .তিরমিযী রাহ. এ হাদীসকে ‘হাসানুন সহীহ’ বলেছেন।[2] এ বাক্যটি তিনি সাধারণত এমন হাদীস সম্পর্কেই বলেন, যা বিশুদ্ধতার উচ্চস্তরে উন্নীত। আলোচিত হাদীসটি মূলত এ পর্যায়েরই। ইমাম ইবনে হাযম রাহ. (৪৫৬হি.) ‘আলমুহাল্লা’ গ্রন্থে একে ‘সহীহ’ই বলেছেন।
@mohammadshahidulislammazum82413 жыл бұрын
খুলাফায়ে রাশেদীন রাফউল ইয়াদাইনের আমল করতেন না। নিচে তার দলিল প্রদত্ত হল- দলিল : বিশিষ্ট সাহাবি হযরত ইবনে মাসউদ (রা) থেকে আরো একটি সহিহ হাদিস বর্ণিত আছে যে, তিনি বলেন আমি নবীজি’র (সা) সাথে সালাত আদায় করেছি, (বিশিষ্ট দু’জন খলিফা) হযরত আবু বকর এবং উমর তাঁদের সাথেও সালাত আদায় করেছি। কিন্তু তাঁদের কেউ নামাযের শুরুতে (তাকবীরে তাহরীমাহ) ব্যতীত আর কোথাও হাত উঠাননি।” [সূত্র- ফাতহুল ক্বাদীর, ইমাম ইবনুল হুমাম (রহ), পৃষ্ঠা নং ৩১০-১২, খন্ড নং ১; কিতাবুস সালাত, বাবু ছিফাতুস সালাত; ইমাম বায়হাক্বী রচিত ﺍﻟﺴﻨﻦ ﺍﻟﻜﺒﺮﻱ ২/৭৯-৮০, হাদিস নং ২৫৩৪) । ↓ ﺷﺮﺡ ﻣﻌﺎﻧﻲ ﺍﻵﺛﺎﺭ (শারহু মা’আনিল আছার) নামক কিতাবে (১/২৯১ হাদিস নং ১৩২০) লেখা আছে হযরত আলী (রা) নামাযের প্রথম তাকবীরে রাফউল ইয়াদাইন করতেন, এরপর আর রাফউল ইয়াদাইন করতেন না। যেমন আছেম ইবনে কুলাইব’র বর্ণনায় হাদিসটির ভাষ্য : ﻋﻦ ﻋﺎﺻﻢ ﺍﺑﻦ ﻛﻠﻴﺐ ﻋﻦ ﺍﺑﻴﻪ ﺍﻥ ﻋﻠﻴﺎ ﻛﺎﻥ ﻳﺮﻓﻊ ﻳﺪﻳﻪ ﻓﻲ ﺍﻭﻝ ﺗﻜﺒﻴﺮﺓ ﻣﻦ ﺍﻟﺼﻼﺓ ﺛﻢ ﻻ ﻳﺮﻓﻊ ﺑﻌﺪ . অর্থাৎ আছেম ইবনে কুলাইব থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, আলী (রা) নামাযের প্রথম তাকবীরে রাফউল ইয়াদাইন করতেন, এরপর আর রাফউল ইয়াদাইন করতেন না। ↓ ﻧﺼﺐ ﺍﻟﺮﺍﻳﺔ (নাসবুর রায়া) নামক কিতাবে (১/৪০৬) বলা হয়েছে যে ﻭ ﻫﻮ ﺃﺛﺮ ﺻﺤﻴﺢ অর্থাৎ বর্ণনাটি সহিহ, বিশুদ্ধ। . ﺁﺛﺎﺭ ﺍﻟﺴﻨﻦ কিতাবে (পৃষ্ঠা নং ১৪০ এবং ক্রমিক নং ৪০৭) বলা হয়েছে যে ﻭ ﺍﻣﺎ ﺍﻟﺨﻠﻔﺎﺀ ﺍﻻﺭﺑﻌﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻢ ﻓﻠﻢ ﻳﺜﺒﺖ ﻋﻨﻬﻢ ﺭﻓﻊ ﺍﻻﻳﺪﻱ ﻓﻲ ﻏﻴﺮ ﺗﻜﺒﻴﺮﺓ ﺍﻻﺣﺮﺍﻡ . অর্থাৎ চারো খলিফা থেকে তাকবীরে তাহরীমাহ ব্যতীত নামাযের অন্য কোনো ক্ষেত্রে রাফউল ইয়াদাইন করার প্রমাণ নেই। . ফকিহ সাহাবী ইবনে মাসউদ, ইবনে উমর, আবু হোরায়রাহ এবং চারো খলীফা (রাদিয়াল্লাহু আনহুম) উনাদের কেউ (বর্তমান কথিত আহলে হাদিসদের মতো) রাফউল ইয়াদাইন করতেন না।
@angelbonna44353 жыл бұрын
@@mohammadshahidulislammazum8241 eber ami proman dai. সহিহ বুখারীঃ735,736,737,738,739
@somratkiron84493 жыл бұрын
@@mohammadshahidulislammazum8241 রফাদান করারও অনেক দলিল আছে। আর আরবদের নামাজ দেখবেন, তাহলে আরও ক্লিয়ার হবেন
অর্থঃ তোমরা গ্রহণ করা ঐ জিনিস যা রাসূল তোমাদেরকে দিয়েছেন এবং বর্জন করঐ জিনিস যা থেকে তোমাদেরকে নিষেধ করছেন। (সূরা হাশরঃ 7)
@AbulKashem365093 жыл бұрын
কিতাবেরনামবলবেন
@1alamgirhossain8623 жыл бұрын
ঠিক
@masumbillah33163 жыл бұрын
ঠীক
@md.moinulislam40963 жыл бұрын
Thik bolachen Sheikh.Allah apnake uttom Zaza Dan korun amin
@tahmidbinnur57263 жыл бұрын
Mashallah vai apni hok kotha boken vai.jajakallah
@taniamunmun58023 жыл бұрын
Ma sha Allah
@mahfujalam91953 жыл бұрын
আল্লাহর দেওয়া কুরআন আর রাসুল সা এর সহিহ হাদিস ব্যতীত। আর কোন কিছু আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করবে না। আল্লাহ তায়ালা আপনাকে জেনে বুঝে আমল করার তাওফিক দান করুন, আমিন।
@umarfaruk-zf8jg3 жыл бұрын
❤️🌹👍
@sujanmisthi99953 жыл бұрын
আম
@sujanmisthi99953 жыл бұрын
ভাই রফিকুল হুজুর আপনি চালিয়ে যান আপনি চালিয়ে গেলে আমরা আছি আপনার পিসি আমরা বলতে আমি আছি আমি মোঃ সুজন আমি হানাফী তবে আমি আপনাদের আলোচনা শোনার পর এরকম করি এবং কি জরি আমিনের পক্ষে রফ'উল ইয়াদাইনের পক্ষে আশাকরি দলিল সহকারে বলবেন হাদিস নাম্বার আয়াত নাম্বার পৃষ্ঠা নাম্বার সহকারে বলবেন তাহলে আমরা খুঁজে বের করতে একটু তাড়াতাড়ি হবে আর হানাফী তরিকার যারা আছে তারাও খুঁজে পাবে
@emranrimi52973 жыл бұрын
Valo lagece vai
@zohirulislam61363 жыл бұрын
বিদাইয়ীদের বড় হাতিয়ার আমি মনে করি
@BillalHossain-ef6pd3 жыл бұрын
এই বইটার নাম কি? কোথায় পাবো?
@alaminbinzulfiquer37473 жыл бұрын
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আহলে হাদিস মসজিদে সম্মিলিত মুনাজাত না করার কারণে মসজিদের চাকরি ছাড়তে হয়েছিল ।
@omorfaruq94313 жыл бұрын
R ,Rofoiyadain korar karone amr baba j amr bisar kore..amr baba ama k opoman kore. Ama k karap kotha bole😭😭😓😓
@hajaa8713 жыл бұрын
Sohi akida zindabat bidatira murdabat
@rehmanshaikh17313 жыл бұрын
উনি সাফি মঝবের ছিলেন তাই রফা উল ডাইং করতেন
@najmulhasan90553 жыл бұрын
ভাই আপনি কি ভিডিওতে এড দেন
@Sheikh.Rayhan.103 жыл бұрын
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَخِيهِ، عَبَّادِ بْنِ أَبِي سَعِيدٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الأَرْبَعِ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دُعَاءٍ لاَ يُسْمَعُ " . আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেন : “হে আল্লাহ্! আমি তোমার নিকট চারটি জিনিস থেকে আশ্রয় চাই : এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না, এমন অন্তর থেকে যা ভীত-বিহ্বল হয় না, এমন আত্মা থেকে যা তৃপ্ত হয় না এবং এমন দুআ’ থেকে যা কবুল করা হয় না”। [৩১৬৯] হাদিস নং ৩৮৩৭ সুনানে ইবনে মাজাহ
@aminulrahman92082 жыл бұрын
এই পাড়ার কোরআন হাদিস পড়ছ নাই
@omorfaruq94313 жыл бұрын
R ,Rofoiyadain korar karone amr baba j amr bisar kore... Ama k karap kotha bole😭😭🤣🤣🤣😓😓
@aminulrahman92082 жыл бұрын
এ পাগলের ঘরে পাগল রফাদাইন করলে নামাজ হবে না করলে কি নামাজ হবে না