বেরিয়ে আয় নারী বেরিয়ে আয় # হিমাংশু দাস # Foysal Aziz's Recitation

  Рет қаралды 1,471

VoiceArt

VoiceArt

Күн бұрын

ফেইসবুক: / faysalazizrecitation
ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
কবিতা : বেরিয়ে আয় নারী বেরিয়ে আয় (Poem : Bariye ay nari bariya ai)
কবি : হিমাংশু দাস (Poet : Himangshu Das)
আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation : Foysal Aziz)
বেরিয়ে আয় নারী বেরিয়ে আয়, ভেঙে ওই লৌহ-কপাট,
যেখানে তুই চির দাসী, সম্ভ্রম তোর হচ্ছে লোপাট।
ঝরিয়ে অশ্রু অবিরত,
বদ্ধ ঘরে থাকবি কত।
দিগ্বিজয়ের সোপান বেয়ে, বেরিয়ে দ্যাখ এক মুক্ত মাঠ,
বেরিয়ে আয় নারী বেরিয়ে আয়, ভেঙে ওই লৌহ কপাট।
থাকিস না আর নুব্জ হয়ে, কঠিন চাপা বড় ধামায়,
উপেক্ষার রক্ত মেখে, বিধাতার স্বচ্ছ জামায়।
বজ্র নিনাদ বাজিয়ে বুকে,
লড়তে শেখো নিজের দুখে।
কলঙ্ক সব মুছে ফেলো, রাবণ রাজ্যে লাগিয়ে ঝাঁট,
বেরিয়ে আয় নারী বেরিয়ে আয়, ভেঙে ওই লৌহ কপাট।
স্তিমিত যেথায় সৃষ্টি অচল, নারী শক্তির নামলে আঁধার!
ডিঙিয়ে চলো দিপ্ত শিখায়, উচ্চ শিখর সকল বাধার।
কশাই ধরে ঢাল তলোয়ার, গর্দানে তোর ঝনঝনায়,
আত্ম বলি দিয়ে কত, গুনবে প্রহর গঞ্জনায়।
উন্নত শিরে বাঁচতে শেখো হায় অবলা, অঙ্গনা ঠাট,
বেরিয়ে আয় নারী বেরিয়ে আয়, ভেঙে ওই লৌহ কপাট।
বৈদ্য রূপে শমন দ্বারে, অন্ধ চোখের পর্দা খোল,
লোক দেখানো ফন্দি ঘাটা, আওড়ায় মুখে গীতার বোল।
একা তোরা পরবে কেনো? সমাজের নিগড় পাশ,
আশ্চর্য মূক সব! অত্যাচারীর দগড় দাস।
অধিকার সমান সবার, যুঝে লও এই বিশ্ব বিরাট,
বেরিয়ে আয় নারী বেরিয়ে আয়, ভেঙে ওই লৌহ কপাট।
যুগের স্রোতে যদিও আজ, কিছু নারী স্বমহিমায়,
কিন্তু নারী ফেঁসে আজো, মধ্যযুগের বর্বরতায়।
সন্তান হীন বন্ধ্যা পুরুষ, নারীর ঘাড়ে চাপিয়ে দোষ,
হতাশায় কাটায় প্রহর, অবলাতে সকল রোষ।
ধরার আলো দেখার আগে কন্যা ভ্রূণের
মাতৃ গর্ভে ফুরিয়ে যায় জগতের পাঠ!
বেরিয়ে আয় নারী বেরিয়ে আয়, ভেঙে ওই লৌহ কপাট।
আছি সতত বিচারাধীন, সবাই যার ধর্ম সভায়,
তার ইশারায় জ্বলে নিভে, কি হবে তোর কৃত্রিম প্রভায়।
ভাগ্য দোষে যে রমনীর সন্তান মরে উদরে,
সান্তনার পরিবর্তে স্বামীই জল্লাদ ভূধরে!
বুঝেনা এই সব কলুর বলদ, বিধির রচা সকল ঘাট,
বেরিয়ে আয় নারী বেরিয়ে আয়, ভেঙে ওই লৌহ কপাট।
ঝর্ণা ছাড়া হয় তটিনী? নদী হীন পারাবার হয়?
সবার স্থলে সবাই বড়, কারো চেয়ে কেউ ছোট নয়।
সৃষ্টি নয় একার কারো,
বজ্র হাতে মুষ্টি মারো।
নারী শক্তির উৎস মাপে! ভেঙে ফেল ওই গজকাঠ,
বেরিয়ে আয় নারী বেরিয়ে আয়, ভেঙে ওই লৌহ কপাট।
দাড়িয়ে শক্ত ভিতের উপর, শৃঙ্খল ছিঁড়ে বেরিয়ে আয়,
পায়ের নিচে পিষে ফেলো, পুরুষ শাসিত যত অন্যায়।
নিজের স্বপ্ন সাকার করে নিজে হও প্রতিষ্ঠিত,
স্বগর্বে বাঁচ নারী, তোমার যশ হোক অনুষ্ঠিত।
স্বাধীনতা তোমার খর্ব করতে চক্ষু ঘোরায় মূর্খ আকাট,
বেরিয়ে আয় নারী বেরিয়ে আয়, ভেঙে ওই লৌহ কপাট।

Пікірлер: 5
@TahabubAlam
@TahabubAlam 3 жыл бұрын
সুন্দর আহ্বান! সুন্দর আবৃত্তি! নারী-পুরুষের স্বীকৃত সমঅধিকার কোন কিন্তুর বেড়াজালে আটকানো যাবে না! ধন্যবাদ!
@কবিতারকথা-ভ৯খ
@কবিতারকথা-ভ৯খ 3 жыл бұрын
অতিব সুন্দর।।❤️❤️
@tksarkar7989
@tksarkar7989 Жыл бұрын
Khub sundor
@jayantabhaduri2296
@jayantabhaduri2296 3 жыл бұрын
অতি সুন্দর কবিতা।
@biplabgarain3731
@biplabgarain3731 3 жыл бұрын
অসাধারণ👏✊👍
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 4,1 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,4 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 123 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 28 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 4,1 МЛН