বাবা ছাড়া কীভাবে বেরে উঠছে শাওন পুত্র নিষাদ আর নিনিত? kzbin.info/www/bejne/nYfbq5huZrZ_fck
@salinascreativity4 жыл бұрын
একটা মানুষের উপস্হিত বুদ্ধি আর উপসহাপনা কতটা sharp তা এই মানুষটাকে দেখলে বুঝা যায়🥰🥰 ভালো থাকুক পৃথিবীর সকল মা😍😍😍🥰
@dailydiary81034 жыл бұрын
এখন পর্যন্ত আমার শোনা এটা শাওনের সবথেকে পরিণত সাক্ষাৎকার!... Experience talks...
@balalhossan60564 жыл бұрын
আমি শাওন আপুর সবগুলো নাটক খুজে খুজে দেখেছি। অনেক মেধাবী একজন মানুষ। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ হাতে।
@isratafrin10453 жыл бұрын
আমি ব্যাক্তিগতভাবে আপনার অনেক বড় ভক্ত। কারণ আপনার মুক্ত চিন্তা ভাবনা গুলো আমাকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করে। ধন্যবাদ শাওন আপু। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা রইলো। সবসময় এভাবেই থাকবেন।
@imila12954 жыл бұрын
আপনাকে এত ভালো লাগে।কি সাহসী ব্যক্তিত্ব❤❤❤ আল্লাহ আপনাকে এবং বাচ্চা দুজনকে অনেক ভালো রাখুন।
@Bangladeshicanadianmom784 жыл бұрын
অনেক ভালো লেগেছে কতো সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন অনেক কিছু শিখার আছে ওনার কাছে 😍😍
@nature.freaak4 жыл бұрын
Bangladeshi Canadian mom সত্তি তাই
@mybakulfullzahin3 жыл бұрын
অনেক দোয়া আর ভালোবাসা শাওন আপুর জন্য। তাহসান এবং শাওন দুজনেই ভালো মানুষ তাদের এক হলে ভালোই হতো এতে খারাপের কিছুই দেখছিনা।
@yasminkohinoor59664 жыл бұрын
শাওনের জীবনের সাথে আমার ছোট ভাইয়ের স্ত্রীর সাথে কিছুটা মিল রয়েছে। মাত্র সাত বছর সংসার করে দুই পুত্র সন্তান রেখে মারা গেছে। বিয়ে নয়, সন্তানদের আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়।সবাই তাদের জন্য দোয়া করবেন।
@sharminahmed6335 Жыл бұрын
শাওন অসম্ভব বুদ্ধিমতী, সব প্রশ্নের উত্তর smartly handle করতে জানে। very talented lady.
@morsalinmia71793 жыл бұрын
শাওন এর মত যার চিন্তা ভাবনা হবে সে কখনোই পিছিয়ে থাকবেনা,,,,, ভাল লাগলো।
@taslimalima38403 жыл бұрын
একদম ঠিক
@tapasbhattacharyya56763 жыл бұрын
সঠিক ভাবনা।
@saralatif98864 жыл бұрын
অসাধারণ লাগলো শিল্পী শাওনের কথা, ড্রেস চমৎকার আমার নিজের কল্পনার ড্রেসে শাওনকে দেখে অনেক ভালো লাগলো, চমৎকার অপ্রিয় সত্যি একটা কথা বললেন যেটা খুব ভালো লেগেছে, যে ইন্টারভিউ ভালো করে দেয়ার চেয়েও বেশি দরকার ইন্টারভিউ ভালো করে নেয়ার যোগ্যতা,আমি ১০০% একমত এই কথার সাথে। আর একটি কথা আমাদের সকলের প্রিয় গুলতেকিনকে জড়িয়ে,তুলনা করে শাওনকে কোনো প্রশ্ন করা ঠিক না,এতে দুজনকেই অকারণ বিরক্তির মুহুর্ত দেয়া হয়,যা হয়তো যারা ইন্টারভিউ নেন তাড়া নিজেরাও জানেন না। এনিওয়ে খুব ভালো লেগেছে,সব শেষে আদরের নিনিত ও নিশাতের জন্য রইলো অনেক দোয়া আর ভালোবাসা। শুভ কামনা শাওনের জন্য। ♥❤
@jahanaranasir22814 жыл бұрын
হুমায়ূন আহমেদের পরিবারের সবাই নিজ নিজ ব্যক্তি জীবনে এগিয়ে গেছেন। আর আমরা এখনও সবাই এই মেয়েটির কাছে কৈফিয়ত চাই, সে কোনো বিয়েটা করলো? আর কতো! আপনি বাচ্চাদের নিয়ে ভালো থাকবেন।নিজের পছন্দমতো জীবন কাটান। শুভ কামনা রইলো।
@mahihasan85734 жыл бұрын
Humayun ahmed ki biye kore nai Just ai meye ta ki korse ??
@puspabiswas70754 жыл бұрын
হুমায়ুন তাকে বিয়ে করতে চায়নি। শাওন পত্রিকায় ঘোষনা দিয়েছিলো যে - দশ দিনের মধ্যে তাকে বিয়ে না করলে, সে আত্মহত্যা করবে। এতো ভালবাসা তো এই ঘোষনার দরকার হল কেন?
@mahmudambstu4440 Жыл бұрын
@@puspabiswas7075হুমায়ুন আহমেদ নিজেই তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। হুমায়ুন আহমেদ কোন বাচ্চা নাকি যে তাকে জোর করে কেউ বিয়ে করতে পারবে
@nayemkhan324 жыл бұрын
শাওন আপু অনেক ভদ্র,বুদ্ধীমতি,কথা গুলো এমন ভাবে গুছিয়ে বলে অনেক শিখার আছে উনার কাছে।কথা বুজে শুনে লিমিট করে বলে আনলিমিটেড কিছুই বলেনা।অনেক গুছানো একজন মনের মানুষ।
@girlsjustgoahead81513 жыл бұрын
শাওন আপু একজন অনেক ভালো মনের মানুষ এবং বুদ্ধিমতীও বটে। শাওন আপু একজন দৃষ্টান্ত যে বয়স্ক মানুষকে বিয়ে করাটা স্বাভাবিক বিষয়। বয়সের ব্যবধান কোনো সমস্যা নয়। আমাদের সমাজকে এটা শিখিয়ে দিলো। বরঞ্চ বয়স্ক পুরুষরাই অল্প বয়স্কা স্ত্রীদের মন উজাড় করে ভালোবাসেন। তাই আমিও আমার চাইতে ২০/৩০ বছরের বড় একজন পুরুষের সাথে চুটিয়ে প্রেম করছি। যার সাথে শিঘ্রয়ই আমার শুভ পরিণয় হবে। আমার এক্স ছিলো আমার সমবয়সী। সবসময় ঝগড়া লেগেই থাকতো। তাই ব্রেকআপ হয়ে গেলো। ব্রেকআপ হয় ভালোই হয়েছে, তাই আজ বুঝতে পারছি সমবয়সী পুরুষদের চাইতে অধিক বয়সী পুরুষরাই মেয়েদের জন্য ভালো। তারাই স্ত্রীকে মন, দেহ, অর্থ সব উজাড় করে ভালোবাসেন।
@md.azadulislam63543 жыл бұрын
আপনার কথা গুলো থেকে অনেক অনেক কিছু শিক্ষার আছে। স্যালুট আপনাকে।
@girlsjustgoahead81513 жыл бұрын
@@md.azadulislam6354 শাওন আপু একজন অনেক ভালো মনের মানুষ এবং বুদ্ধিমতীও বটে। শাওন আপু একজন দৃষ্টান্ত যে বয়স্ক মানুষকে বিয়ে করাটা স্বাভাবিক বিষয়। বয়সের ব্যবধান কোনো সমস্যা নয়। আমাদের সমাজকে এটা শিখিয়ে দিলো। বরঞ্চ বয়স্ক পুরুষরাই অল্প বয়স্কা স্ত্রীদের মন উজাড় করে ভালোবাসেন। তাই আমিও আমার চাইতে ২০/৩০ বছরের বড় একজন পুরুষের সাথে চুটিয়ে প্রেম করছি। যার সাথে শিঘ্রয়ই আমার শুভ পরিণয় হবে। আমার এক্স ছিলো আমার সমবয়সী। সবসময় ঝগড়া লেগেই থাকতো। তাই ব্রেকআপ হয়ে গেলো। ব্রেকআপ হয় ভালোই হয়েছে, তাই আজ বুঝতে পারছি সমবয়সী পুরুষদের চাইতে অধিক বয়সী পুরুষরাই মেয়েদের জন্য ভালো। তারাই স্ত্রীকে মন, দেহ, অর্থ সব উজাড় করে ভালোবাসেন।
@girlsjustgoahead81513 жыл бұрын
@@md.azadulislam6354 জি ভাইয়া ধন্যবাদ আপনাকে। আমাকে স্যালুট জানাতে হবে না ভাইয়া।
@rimakhan68033 жыл бұрын
ও আসলেই সবদিকেই গুণবতী, খুব সুন্দর গুছিয়ে কথা বলে, ওর গানের চাইতে ওর কথার ভক্ত আমি,শুধু তাকিয়ে থাকি আর দেখি কতো সুন্দর করে কথা বলে। জ্ঞানী মানুষের জ্ঞানী বউ,একদম পারফেক্ট 👌
@aklimalima73614 жыл бұрын
হুমায়ূন আহমেদ স্যার যাকে এতো ভালোবাস্তেন তিনি অবশ্যই special একজন। Love her...respect her
@novachawdhury77444 жыл бұрын
শাওন আপি তোমার বুদ্ধিমত্তা আর গুছানো কথা আমাকে সব সময় মুগ্ধ করে। তোমাকে নিয়ে যে যাই বলুক আমি তোমাকে প্রচন্ড ভালবাসি। ভালবাসি হুমায়ুন স্যারকেও! অনেক অনেক শুভ কামনা তোমার জন্য। সবসময় খুব ভাল থাকো তুমি😘
@dailydiary_moonmoonnabi4 жыл бұрын
এখানে কমেন্ট লিখার কোন মানেই হয় না... তবু লিখছি.... তোমার কাছে শিখি অনেক কিছু....
@kjfkjf334 жыл бұрын
ভালোবাসার টানে নিজের থেকে দ্বিগুন বয়সের একটা লোককে বিয়ে করে, মাত্র ৭ বছর সংসার করে ২ টা বাচ্চা নিয়ে, স্বামীর স্মৃতি নিয়ে কত সুন্দর করে , সততার সাথে, সাহসের সাথে জীবনটাকে এগিয়ে নিচ্ছে আর মিথিলাও একখান মাইয়া 🙃 অনেক দোয়া রইলো শাওনের জন্য ♥️
@nehusahil82434 жыл бұрын
Right
@mycookingandlifestyle95884 жыл бұрын
শাওন কে নিয়েও অনেক কথা ছিল। আগের ভিডিও দেখেন জেনে যাবেন। আর একজনের সাথে আরেকজনের তুলনা না করাই ভাল।
@saharabegum76684 жыл бұрын
00oo
@kjfkjf334 жыл бұрын
My Cooking and Lifestyle শাওনকে নিয়ে আপনার মত মানুষগুলোই কথা বানায় ,,,
@Mitu9184 жыл бұрын
Just because one woman is living with her past love and another tried to find love, does not make one saint or other the devil. Every women have rights to find love and be with love. No one has to make you happy to make themselves happy. It's not her job to keep the duniya happy. Stop telling women how to live. Only God Almighty has that power.
@geniuscorp4 жыл бұрын
হুমায়ূন আহমেদ একজন পাকা জহুরী ছিলেন। দুই স্ত্রী ই চমৎকার । দুইজনের জন্যেই খারাপ লাগে। আশা করি দুইজনেই ভালো থাকবেন।
@@romanarimu9559 সে যে লুচ্চা ছিলো তা বলবে কে ?? নিজের মেয়ের বন্ধুকেও ছাড়েনি!!!
@FarmoonRecipe3 жыл бұрын
Thik bolechen
@dianasdelish77914 жыл бұрын
খুব ভাল লাগলো শাওন যে একটাও খারাপ কমেন্ট পাইনি আজ আপনার জন্য। সবসময়ই আপনাকে ও হুমায়ুন স্যারকে ভাল লাগতো, এখনও তাই লাগে। ভাল থাকবেন সবসময়। শুভকামনা। ❤
@mdhanif64004 жыл бұрын
SOBAI JOAN KHUJE AR SAOWN KHUJE PAICILO BUIRA , APA APNAR O TAI ! APU BUIRARA KI VALO KHEL DITE PARE -------
@dianasdelish77914 жыл бұрын
@@mdhanif6400 খেলা ছাড়া আর কোন চিন্তা কি মাথায় ঘোরেনা 🤬? বিয়ে, প্রেম যার যার ব্যক্তিগত ব্যাপার! আপনার সমস্যা কি শাওন বয়স্ক লোক বিয়ে করলে? নিজের জীবনের দিকে নজর দেন, অন্যের টা তাদের বুঝতে দেন!!
@asaduzzamanasad57544 жыл бұрын
পুরো ইন্টারভিউ টিই অনেক সুন্দর&শেষের কিছু অালোচনা অনেক মজা লেগেছে(জয়)😂😂😂😂,বরাবরের মতই শাওন অাপু অত্যন্ত বুদ্ধিমত্তা&চৌকসতার পরিচয় দিয়েছেন তাঁকে করা প্রতিটি প্রশ্নেই।।
@Mitu9184 жыл бұрын
I used to think how can she be talking about her beloved and not cry. Recently I lost my beloved. Now I can talk about my lover, my partner, my beloved husband with smile. Because I enjoy reliving the moments. I miss him so much and yet I can talk about him without breaking down. I understand Shown better now. Now I know that Shown does not feel guilty ... because she was true to her husband... I wish all the best for her.
@jiaurrahman46184 жыл бұрын
অসাধারণ পোস্ট "" শাওন আসলেই সুন্দর করে কথা বলে।এবং স্যারের সাথে থেকেই এমন সুন্দর সুন্দর কথা শিখেছে """ ধন্যবাদ।
@heedo-ah33343 жыл бұрын
এত সুন্দর কথাগুলো ছিলো, শাওন আপু!. ভালো লাগলো...
@mowsultana4 жыл бұрын
শাওন বুদ্ধিমতী এটার প্রমাণ সারা জিবন থাকবে জন্ম থেকেই সে বুদ্ধিমতী অপরিপক্ব বয়সে এমন একটা সিদ্ধান্ত নিতে পারতো না শাওন দোয়া রইলো
@noorbely26553 жыл бұрын
পাকনা
@qamruddinchowdhury88474 жыл бұрын
Shaon is international standard diplomatic person and an honorable person in her own rights.
@jesikasakib57454 жыл бұрын
Yes right
@anukadhali44833 жыл бұрын
আমার ও তাই মনে হয়।
@sanasana7694 жыл бұрын
যিনি ইইন্টারভিউ নিয়েছে তার প্রশংসা না করে পারলাম না। খুব ভাল হয়েছে।
@taniaalam45394 жыл бұрын
অনেক ভালো লাগলো কথা গুলো,শাওন আপুকে ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে কথা গুলো বলার জন্য, অনেক শুভ কামনা রইলো আপুর জন্য।
@mdhanif64004 жыл бұрын
VHAI ALLHA KI BOLCE BUIRKE BIA KORTE ?
@morjinamow75654 жыл бұрын
খুব সুন্দর তার বাচ্য ভঙ্গি,, সর্বদা প্রাণবন্ত থাকা একটা মানুষ শাওন আপু। অনেক দোয়া এবং শুভকামনা রইলো 💐😍
@anjurakhatun69513 жыл бұрын
আমি শাওন আহমেদ কে খুব সম্মান করি,যদি ও আমার মতো পাগল ভক্তে তার কোন কিছু যায় বা আসে না তবুও বলব ভালোবাসি হুমায়ুন স্যার, শাওন আপনাদেরকে😍😍
@samimasultana66033 жыл бұрын
So ciute shawon api amr kuv like kora ekjon manus
@চাতকপাখি-থ৮ঘ4 жыл бұрын
শাওন, আপনি নিজেকে 'জাস্ট পারফেক্ট' মনে করেন! আপনার ভাবটা হলো আপনি ভুল করেন না! আপনার সব সঠিক। জীবনে একা পথে চলতে হবে জন্যই কথা - বার্তায় আপনি খুবই চপল,বুদ্ধিমত্তার সঙ্গে সব পরিস্থিতি সামলাতে হয় আপনাকে-এটা ভালো গুন! সত্যিকারের ভালোবাসা যদি থাকে তবে, জীবনে একান্ত সংগী' টিকে ছাড়া আসলেই ভালা থাকা যায় না। আর ভালো যদি থাকাই যায়, সেটা ভালো থাকা নয়-সেটা অন্যকে দেখানো অভিনয় মাত্র! আর কথার মধ্যে এত চঞ্চলতা ভাবই প্রকাশ করে যে, ব্যক্তি জীবনে আপনি অনেক ঝগড়াটে। কথা বলে কেউ পার পাবে না-- এমন একটা ভাব আপনার! প্রমাণ করতে চান যে, আপনার যুক্তিই সঠিক!!
@fauziabaset67523 жыл бұрын
কথার উত্তর কথাতেই যথাযথ দিলে সে ঝগড়াটা হয়ে যায়?
@FARUKAHMED-ph8qj3 жыл бұрын
আসলে আমরা অনেক কিছুই স্বাভাবিকভাবে চাই কিন্তু সব চাওয়ার পাওয়াটা সবসময় স্বাভাবিকভাবে হয় না। অনেক উচুনিচু হয়ে যায়। সত্যিই জীবনটা আমাদের হাতে চকে বাঁধা নয়। আর এই উচুনিচুর ফলাফল বেশিরভাগই খারাপ হয় সংসার জীবনে। তবে শাওন আপুর কথায় যা বুঝতে পারলাম উনি খুশিই ছিলেন। উনাদের তেমন কোনো সমস্যা হয়নি এটা ভালো লাগলো। লুকিয়ে লুকিয়ে নষ্টামি করার চেয়ে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটাই সবচেয়ে ভালো যদি সেটা বিয়ে করার নিয়মে থাকে।
@tasinirin57474 жыл бұрын
বরাবরই শাওন আপুকে অনেক পচন্দ করি।আমি বিশ্বাস করি প্রতি মানুষ নিজের জীবনকে, নিজের মত করে সাজানোর অধিকার রাখে।আমার প্রায়ই মনে হয় ওনার জায়গায় আমি থাকলে আমি তাই করতাম যা উনি করেছেন।
@istiaksabuj53244 жыл бұрын
আপনার কথাবার্তার স্টাইল খুবই ভালো,শুভকামনা রইলো আপনার প্রতি আরো এগিয়ে যান ভাই।
@ratnachow.46953 жыл бұрын
নিজে নিজেকে সান্তনা দিতে হয়।নিজের সিদ্ধান্তে ভুল হলেও কাউকে কিছু বলা বা দোষ দেয়া সম্ভব হয় না। ভুল বা দোষ দেয়া নেয়া হলে তো হেরে যাওয়া হল কাজেই নিজেকে জিতিয়ে রাখাই বুদ্ধিমানের পরিচয়।
@mizanurrahaman5920 Жыл бұрын
ভালো বাসার সম্মান মহিলা দিয়েছে। এমন দিনে, এমন সময়ে এমন একজন মহিলা পাওয়া খুব ই বিরল। এক কথায় অসাধারণ এক ব্যাক্তিরের অধিকারী। খুব ভালো। ভালো বাসার কোন বয়স লাগে না। ইতিহাসের পাতায় পলক ফেললে এমন নজির অনেক মেলে।
@md.tawhidulislam28564 жыл бұрын
শাওন আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আপনার স্বপ্ন সার্থক হবে ইনশাআল্লাহ।। আপনার অভিনয় ভীষণ মিস করি।।
@mhliton14063 жыл бұрын
অসাধারণ কথা বলতে পারে শাওন আপু,দোয়া ও শুভ কামনা রইলো বাচ্চাদের নিয়ে ভালো থাকবেন
@nilufayesmine98904 жыл бұрын
ভেরী নাইছ টকশো 👍👌👌
@jannatbisty4953 жыл бұрын
ছোট বেলা থেকেই আমার খুব প্রিয় অভিনেত্রী। আর অসাধারণ গান গায়।
@tajriananaesha78354 жыл бұрын
শাওন আপু কে সেই ছোট বেলা থেকেই আমার পছন্দ ওনার কথা বলা ব্যক্তিত্ব অসাধারণ লাগে আমার কাছে, কখনো ওনার নামে কোথায়ও খারাপ কমেন্ট কারিনাই
আমি এই মেয়েকে কখনও দোষারোপ করিনি। পারিবারিক দায়িত্বের বিয়ষটা সামনে রেখে দায়টা তা স্বামীর আর পিতারই ছিলো। বিশেষ করে পিতা হিসেবে। কোন সন্তানের মা যদি, সাহিত্যিক হতেন, তিনি তা পারতেন, ভেসে যেতে। সমাজে পুরুষের খেয়ালীপনার কোন্ন দোষ নাই।
@sahahalammollah40963 жыл бұрын
O
@saniascreativeworlds75213 жыл бұрын
অনেক ভালো লাগে তার ব্যক্তিত্ব ❤একটা ভুল সারা জীবনের কান্না 😔
@nabashreemajhi894 жыл бұрын
What a personality ....I am from india .....respect her unlimitedly
@foujiashikder96373 жыл бұрын
সম্পর্কের কোনো বয়স লাগেনা। মন থেকে ভালোবাসাই, বসল ভালো বাসা। কে কি বললো তাতে কিছু জায়আাসেনা।
@afrinshishir3 жыл бұрын
She is the Best replier to the rumours i've ever seen🖤
@supremeelegance22844 жыл бұрын
কাওকে বাজে কথা বলা খুব খারাপ, শাওন তো বিয়ে ই করেছেন। শাওনকে গালি দেওয়া পাপ।
@NusratJahan-ex1ls4 жыл бұрын
এতো সুন্দর করে আপু কথা বলো তুমি.... এটাই তোমার ব্যক্তিত্ব।
@kameliashuchona72234 жыл бұрын
১৫ বছরের একটা কিশোরি মেয়ে যে কারো প্রেমে পরতেই পারে।আর সে টা যদি হয় হুমায়ুন স্যারের মতো একজন গুনি লেখক,একজন প্রেমিক পুরুষ।আসলে ঠিক সে সময় আমারও পনেরো বছর ছিলো ।আমিও হুমায়ুন স্যারের লেখা আর তার প্রেমে পরে গিয়েছিলাম।ভাগ্যিস সেটা একতরফাই ছিলো...😊😊
@alifahasan65024 жыл бұрын
আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের দুজনের জোড়া লিখেছেন, মানুষের এতো প্রশ্ন কেন আমি বুঝিনা জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাত দিয়ে
@mseasminaktar32094 жыл бұрын
হে আপু একদম ঠিক বলেছেন
@orpitakhan30164 жыл бұрын
agree.....
@easminsultana50284 жыл бұрын
Tahhole prem keno korlo
@ummakulsummonira86104 жыл бұрын
Actually manusher khub chulkay, pechone lageee thakhe, nijeder life er khobor nai, onner life niye matamati
@jesminsultana20464 жыл бұрын
Right
@asmaulhosna61094 жыл бұрын
শাওন আপু তুমি অসাধারন একটা মেয়ে।কে কি বলল সেগুলো না ভেবে তুমি সামনের দিকে এগিয়ে যাও।হুমায়ুন আহমেদ স্যারের স্বপ্নগুলো পূরণ কর।স্যার বুঝতে পেরেছিলেন,তুমি তার স্বপ্নগুলোর হাল ধরতে পারবে,তুমি একটা খাঁটি সোনা।তোমার গান,তোমার অভিনয়,তোমার বাচনভঙ্গি,তোমার উপস্থাপনা,তোমার ব্যক্তিত্ব সবকিছুই অসাধারন। দোয়া করি,তুমি তোমার ছেলেদের নিয়ে ভালো থেকো আপু।
@ratriislam42413 жыл бұрын
মানুষ এতো সুন্দর করে কথা বলতে পারে আপনাকে না দেখলে বুজতে পারতাম না 🥰♥️♥️♥️
@samsunnaherkakoli97164 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মনের পরিচয় সবসময় দিয়েগেলেন।
@sabrinapritha314 жыл бұрын
শাওন খুব সুন্দর করে কথা বলে 😍😍😍 এত্ত সুন্দর করে খুব কম মানুষ কথা বলতে পারে।
@automobidletechnician33872 жыл бұрын
ভালো
@sultanamahi61322 жыл бұрын
খুব ভাল লাগে আপু তোমাকে কত সুন্দর করে গুচিয়ে কথা বলো যত শুনি তত মুগ্ধ হয়ে যাই
@ohonamahir40144 жыл бұрын
কেন আমরা শাওনকে এতো কাটাছেরা করি।আমরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছি।এমতো কতই হচ্ছে সেগুলো তো কেউ ভাবেনা।শাওন তুমি বাচো বাচ্চাদের জন্যে,বাচো নিজের জন্যে।
@s.m.shahalam54284 жыл бұрын
সত্যিই এমন কিছু নর-নারী আছেন যাদের যোগ্যতাকে পরিমাপ করা যায়না । অসাধারণ শাওন আপা, কে বলে আমি ভালোনা আ: আ: কে বলে আমি ভালোনা আ: আমি তো মানুষ থাকবে কিছু দোষ আমাকে মন্দ বলোনা..................... আপনার প্রতিটি মনবাসনা পূর্ণ হউক ! আপনি আমাদের মাঝে অনেকদিন বেচে থাকুন ! আপনি আপনার মত করে সামনের পথে এগিয়ে যান । কিছু ফালতু প্রশ্নের জবাব এভাবেই দেয়া বুদ্ধিমতীর কাজ । জীবনটা আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয় , আল্লাহই ভালো জানেন কাকে দিয়ে কি করাবেন ।
@girlsjustgoahead81513 жыл бұрын
শাওন আপু একজন অনেক ভালো মনের মানুষ এবং বুদ্ধিমতীও বটে। শাওন আপু একজন দৃষ্টান্ত যে বয়স্ক মানুষকে বিয়ে করাটা স্বাভাবিক বিষয়। বয়সের ব্যবধান কোনো সমস্যা নয়। আমাদের সমাজকে এটা শিখিয়ে দিলো। বরঞ্চ বয়স্ক পুরুষরাই অল্প বয়স্কা স্ত্রীদের মন উজাড় করে ভালোবাসেন। তাই আমিও আমার চাইতে ২০/৩০ বছরের বড় একজন পুরুষের সাথে চুটিয়ে প্রেম করছি। যার সাথে শিঘ্রয়ই আমার শুভ পরিণয় হবে। আমার এক্স ছিলো আমার সমবয়সী। সবসময় ঝগড়া লেগেই থাকতো। তাই ব্রেকআপ হয়ে গেলো। ব্রেকআপ হয় ভালোই হয়েছে, তাই আজ বুঝতে পারছি সমবয়সী পুরুষদের চাইতে অধিক বয়সী পুরুষরাই মেয়েদের জন্য ভালো। তারাই স্ত্রীকে মন, দেহ, অর্থ সব উজাড় করে ভালোবাসেন।
@saberasultananabeela90744 жыл бұрын
আপা আপনার তুলনা শুধু আপনিই। তবে আপনি যেটা বলেছেন যে তাকে পেলে আরও হয়তো এগিয়ে যাবো এই কথাটা মানা কষ্টকর। কারণ স্যার কি আর আগাতে পেরেছিলেন?
@aktarunessanisha15203 жыл бұрын
শাওন আপা আমার পছন্দের শিল্পী, তার কথা বলার মধ্যে একটা সৌন্দর্য আছে। তার জীবন নিয়ে তিনি ভাববেন।
@firojalam68163 жыл бұрын
খুব সুন্দর তার বাচ্য ভঙ্গি,, সর্বদা প্রাণবন্ত থাকা একটা মানুষ শাওন অনেক দোয়া এবং শুভকামনা রইলো 💐😍
@rowshanmallik11154 жыл бұрын
Very good questions? Why they didn’t get real story when her husband was alive?
@parkmejihyo37703 жыл бұрын
শাওনকে আজ খুব সুন্দর লাগছে।অনেকদিন পরে এতো সুন্দর দেখলাম।
@molyyasmin75283 жыл бұрын
জন্ম, মৃত্যু আর বিয়ে এ সবই মহান আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে।তবু অনেকেই না জেনে যে কোনো বিষয়ে বাজে মন্তব্য করেন। খুবই দুঃখজনক ব্যাপার।
@fahmidachowdhury21963 жыл бұрын
শাওনের কথাগুলো অনেক অনেক ভাল লাগলো। ওন চিন্তা চেতনাই বলে দিচ্ছে যে সে হুমায়ুন আহমেদের যোগ্য সহধর্মিণী।
@sanjidakoli25263 жыл бұрын
My favourite personality. I've watched this show for the second time & whenever i feel bored or exhausted about life, i listen her conversation/interview. Lots of love for Shawn apu❤️
@amroakiobostha.kindlyjodib41674 жыл бұрын
একটা ভালবাসা।❤❤❤❤ বীজ্ঞ মানুষের বীজ্ঞ স্ত্রী।
@mrjabed6543 жыл бұрын
অসাধারণ শাওন তোমার জন্য রইল ভালোবাসা
@MuntahaFarinIpty4 жыл бұрын
আমি শুধু উনার কথা মুগ্ধ হয়ে শুনি
@sayadajahan47094 жыл бұрын
Khub e osadharon bektitter akjon meye ba vodro mohila shaown..ami unake onk pochondo kori...unake salam.. Allah unake r unar dui sontan k susto r valo rakhun...ameen
@ashachowdhury67594 жыл бұрын
শাওন প্রয়োজনে বিয়ে করতেই পারেন সেটা নিয়ে কারো কোন মন্তব্য থাকতে পারে না। শাওন হুমায়ুন আহমেদ কে বিবাহিত জীবনে ডিভোর্স দিয়ে আলাদা হয়নি, নিয়তির নিয়মানুযায়ী তিনি স্যার কে হারিয়েছেন। শুভকামনা শাওনের জন্য,,,,,, সবসময় ভালো থাকবেন।
@easminsultana50284 жыл бұрын
Assa maghi na hole ki bou thakar por o ko biye korte pare.tomra ektu chinta kore kotha bolo
@asmaulhosna61094 жыл бұрын
কে বলেছে বউ থাকার পরেও বিয়ে করেছে।গুলতেকিনের সাথে ডিভোর্সের অনেক বছর পরে শাওনের সাথে হুমায়ুন স্যারের বিয়ে হয়েছে।একটা মানুষের ডির্ভোসের পর তিনি কি আবার বিয়ে করতে পারেন না?
@girlsjustgoahead81513 жыл бұрын
শাওন আপু একজন অনেক ভালো মনের মানুষ এবং বুদ্ধিমতীও বটে। শাওন আপু একজন দৃষ্টান্ত যে বয়স্ক মানুষকে বিয়ে করাটা স্বাভাবিক বিষয়। বয়সের ব্যবধান কোনো সমস্যা নয়। আমাদের সমাজকে এটা শিখিয়ে দিলো। বরঞ্চ বয়স্ক পুরুষরাই অল্প বয়স্কা স্ত্রীদের মন উজাড় করে ভালোবাসেন। তাই আমিও আমার চাইতে ২০/৩০ বছরের বড় একজন পুরুষের সাথে চুটিয়ে প্রেম করছি। যার সাথে শিঘ্রয়ই আমার শুভ পরিণয় হবে। আমার এক্স ছিলো আমার সমবয়সী। সবসময় ঝগড়া লেগেই থাকতো। তাই ব্রেকআপ হয়ে গেলো। ব্রেকআপ হয় ভালোই হয়েছে, তাই আজ বুঝতে পারছি সমবয়সী পুরুষদের চাইতে অধিক বয়সী পুরুষরাই মেয়েদের জন্য ভালো। তারাই স্ত্রীকে মন, দেহ, অর্থ সব উজাড় করে ভালোবাসেন।
@anjumanara35623 жыл бұрын
শাওন অাপুর সব ইন্টারভিউ, গান অামার ভালো লাগে***
@farjanadiba27983 жыл бұрын
আমরা বাংগালী অসাধারণ মনের মাধুরী মিশিয়ে পরের বিষয়ে নাক গলাতে পারি, যা অন্য কোন জাতি পারেনা!
@shabnamzahan64404 жыл бұрын
শাওনের আজকের পর্বা চমৎকার ছিল। অনেক দোয়া রইল শাওন ও তার দু সন্তানের জন্য।
@pujansen12902 жыл бұрын
Nj0
@shuktaraanee25564 жыл бұрын
We should pray for her & her children.... We should never dissect their personal matter....may Allah bless her
@rihonriha64123 жыл бұрын
দারুন লাগে শাওন এর কথা গুলি কত্তো মেধাবী মেয়েটা
@automobidletechnician33872 жыл бұрын
এটা বুঝতে পারে কয় জন।
@abdulbased33543 жыл бұрын
ধন্যবাদ উপস্থাপক এবং মেহের আফরোজ শাওনকে। খুব ভালো লেগেছে।
@anandanagar3 жыл бұрын
অনেক ধন্যবাদ❤️
@proggakabir62374 жыл бұрын
She is an ideal women. Lot of respect for her😌 tar kotha sune e buja jai j kno Humayun Ahammad onake vlo besecelen.
@ujjainimukherjee22673 жыл бұрын
This lady is love....... What a strong lady... Salute.
@hafizahamad95634 жыл бұрын
বাংলার নামবার ওয়ান বেস্যা
@funclubs9333 жыл бұрын
শাওন খুব বুদ্ধিমতী একজন নারী ভালো থাকবেন
@md.ruhulaminmunshi43033 жыл бұрын
হুমায়ুন আহমেদ আসলেই ভাগ্যবান তার দুটো স্ত্রীই যথেষ্ট যোগ্য এবং দায়ীত্বশীল। শাওন খুবই যোগ্যতার সাথে তার একক সময়টা মোকাবেলা করছে। ধন্যবাদ শাওন।
@panchaliball41794 жыл бұрын
Amar sobsomoy monehoyeche, humayun sir emni emni to onake choose Koren ni. Nischoy kichu jogyota ache. Amar dharona tai. Uni asombhob sundor kotha bolen. Karo nindamondo na korei apurbo kotha bolen. Ami oner boyosko fan. Uni bhalo thakun.
@begumroksanaroksana86704 жыл бұрын
সব সময় আমি শাওন ম্যাডামের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। আমি উনাকে খুবই পছন্দ করি। অসাধারণ মানসিক শক্তিশালী একজন মহিলা ! আল্লাহ তাঁকে আরো ধৈর্য্য দিন,শক্তি দিন। শুভকামনা তাঁর জন্য।
@shohidulislam60863 жыл бұрын
Humayon sir sotti e souvaggoban! Shes boyse ese ekjon asomvob guni meyer dekha peyecen!
@begumroksanaroksana86703 жыл бұрын
@@shohidulislam6086 মানুষ মাঝে মাঝে মনে হয় এমন একজনের দেখা কোনো না কোনো সময়ে পেয়ে যায় সৌভাগ্যবশত !
@kibtiamemling90594 жыл бұрын
Is is that necessary to know and questions about her all personal decision? Just leave her alone. Human Ahmed is our pride. May be some people are jealous that is why they make bullshit comment about his family. Meher Afroz Shaon is also our pride.
@ndshiftAyshaSiddika3 жыл бұрын
Really u are a stronger & intelligent 👌❤️.U are a role model of all single mother.
@mdshoponahamed22073 жыл бұрын
শাওন🌹আপুকে, জীবনের সবচেয়ে যৌবনে বয়সে গুরুত্বপূর্ণ সময়ে নিদিষ্ট সীমাবদ্ধ সঠিক সিদ্ধান্ত পদক্ষেপ নেওয়া জরুরি এইজন্য অনেক ধন্যবাদ কারণ অন্ধকারে আচ্ছন্ন থেকে যাবে ভোরের আলো স্বপ্ন দেখবে না... এটাতে মেনে নেওয়া যায় না। শুভবুদ্ধি উদয় হউক দোয়া কামনা করি।
@ohonamahir40144 жыл бұрын
শাওন সত্যি খুবই strong .
@f.k.tarafdertarafder4133 жыл бұрын
Kotha guli onek guchanu ...khub bhalo laglo..
@MAHINSAZID3 жыл бұрын
হুমায়ুন আহমেদ কেন শাওন কে পছন্দ করেছেন!!! আসলে তিনি যোগ্য ছিলো হুমায়ুন আহমেদ এর প্রেয়সী হওয়ার।
@liragilberd18983 жыл бұрын
🤣🤣🤣🤣
@md.rakibulhasanrawnak84264 жыл бұрын
শিল্পী শাওন যে কতোটা বুদ্ধিমতী ও হুমায়ূন স্যারের জন্য উপযুক্ত তা তিনি প্রমাণ করেছেন। তার প্রত্যেকটি উত্তর আমার কাছে শুধু যথার্থই না সুনিপুণ মনে হয়েছে। আর শেষে বিয়ের প্রশ্নে তার উত্তর আরো একবার তার প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালো লাগা তৈরি করেছে।
@knitsmith..ltd.57383 жыл бұрын
আমার দেখা অল্প বা একটু মধ্য বয়েসী বিধবা নারীদের হাসিটা প্রায় একই রকম... অনেক মায়াবী হয় উনাদের হাসি... এ হাসি আমি বড্ড ভালবাসি
@mdmoniruzzaman3553 жыл бұрын
শাওন, জীবনে কোনোদিন যদি মনে হয়, আপনি ভুল করেছেন।তাহলে তা দর্শকশ্রোতাদের জানিয়ে দেবেন।
@SharminSultana-223 жыл бұрын
হতে পারে সে ভুল বুঝতে পারছে কিন্তু আত্নসম্মানবোধ থেকে জানাচ্ছেন না।জানালে পাব্লিক উল্টো বুঝবে। আমার মনে হয় সে শীলা কে অনেক মিস করে, যেহেতু তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল
@afrozazaman12954 жыл бұрын
I am 35years younger than my husband and he is also a father of 3child .we also have love marriage 10 years ago now I am pregnant and his love is top of the world.age is just a number and love is univers.
@masudrana-xs7do4 жыл бұрын
ভাল থাকুক ভালবাসার মানুষ গুলো
@qamruddinchowdhury88474 жыл бұрын
I am in the same situation as above. I m going to marry and my wife is going to be 35 years younger than me; not by choice but by coincidabnce and takdir. She also says. Age is not my fault, and is a mumber. Love will overcome everything IA.
@nathanfrank1694 жыл бұрын
@@qamruddinchowdhury8847 How old r u?
@nathanfrank1694 жыл бұрын
How old were you when you got married
@shoebsikder77563 жыл бұрын
@@nathanfrank169 she was 16.
@neonsussybaka12354 жыл бұрын
She is very strongest lady in bangladesh
@NihasCraftyandCrochet3 жыл бұрын
👍
@taslimalima38403 жыл бұрын
r8. You r
@al-araf8173 жыл бұрын
You r right
@itssheli53903 жыл бұрын
Apur kothagulo khub valo laglo.
@monowarahosen65873 жыл бұрын
শুভকামনা রইল শাওনের জন্য।
@nasimaakter27714 жыл бұрын
Shawn,onek shundor kore guchiye kotha bolen.r onar hashi ta onekkk cute.valo thakben apni.