আমার দেখা সেরা ডকুমেন্টারিগুলোর একটা। আসলে চা বাগান, চা বাগানের শ্রমিক সব জায়গায় একই রকম। চা - শ্রমিকদের জীবন - জীবিকা, জীবনের সুখ - দুঃখ, যন্ত্রণা সব একরকম। এখানে, বাংলাদেশে আরো খারাপ অবস্থা। গানের কথাগুলো আমার অসাধারণ লেগেছে। খুবই আবেগী। সীমান্তের এপার থেকে সুজন কান্তি দে, কক্সবাজার, বাংলাদেশ। আমি আমার ফেসবুক টাইম লাইলে এই ডকুমেন্টারির লিংক শেয়ার করেছি। শোষণ - বঞ্চনা থেকে মুক্ত হোক পৃথিবী।
@withshahed7 жыл бұрын
জীবন, যন্ত্রণা ও বয়ে চলা প্রাত্যহিকতার এক অনবদ্য চিত্রায়ন। অসাম্য, শোষণ, বঞ্চনা আর নিপীড়ন মুক্ত হউক পুরো পৃথিবী।