পলিগামীতায় যারা অভ্যস্ত হয়ে যায় তারা চার বিয়েতে সন্তুষ্ট থাকতে পারেনা। তাদের আরো বিয়ের প্রয়োজন হবে। তখন তারা বর্তমান স্ত্রীদের তালাক দিয়ে আরও বিয়ের সুযোগ খুঁজবে। আজকে যেসব আলেম একাধিক বিয়েকে প্রমোট করছে, কাল তারাই তালাককে নরমালাইস করবে। এখনো আমি অনেক আলেমকে বলতে শুনি "তালাক দেয়াটা খুবই স্বাভাবিক বিষয়, স্বামী চাইলে দিতে পারে। এটাকে খারাপ ভাবে দেখা যাবে না, যেহেতু হালাল বিধান"।