Рет қаралды 2,446
বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ।
প্রথমে বন্দনা করি সবার চরণ।।
নীলাচলবাসী যত মহাপ্রভু গণ।
ভূমিতে পড়িয়া বন্দোঁ সবার চরণ।।
নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত ।
সবার চরণ বন্দোঁ হইয়া অনুরক্ত।।
মহাপ্রভুর ভক্ত যত গৌড়দেশে স্থিতি ।
সবার চরণ বন্দোঁ করিয়া প্রণতি।।
যে দেশে বৈসে গৌরাঙ্গের জীবন।
ঊর্ধ্ববাহু করি বন্দোঁ সবার চরণ ।।
হইছেন হইবেন প্রভুর যত দাস।
সবার চরণ বন্দোঁ দন্তে করি ঘাস।।
ব্রহ্মান্ড তারিতে শক্তি ধরে জনে জনে।
এ বেদ পুরাণে গুণ গায় যেবা মনে।।
মহাপ্রভুর গণ সব পতিত পাবন।
তার লোভে মুক্তি পাপী লইনু নয়ণ।।
বন্দনা করিতে মুক্তি কত শক্তি ধরি ।
তমো বুদ্ধি দোষে মুক্তি দম্ভ মাত্র করি ।।
তথাপি মূকের ভাগ্য মনের উল্লাস।
দোষ ক্ষমি অধমে কর নিজ দাস ।।