পরিপাটি একজন মানুষ.. দারুণ লাগে..অবহেলা অপমান অহংকার করা মানুষ গুলো কে আমি ঘৃণা করি.! মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি শৈশবে মতো! যেমন হতে চেয়েছিলাম! পারিনি নিজেকে সুন্দর ভাবে গড়ে তুলতে! স্বপ্ন না পুরার গল্প কথা আমি.! নিজের অজান্তে কখন কোথায় কি লিখে রাখি ভুলে যাই..!
Thanks bro.... God bless you... Thanks again 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suvrachandra11843 жыл бұрын
Kono bishes kobita select kore practice korar sujog kore dilen, apnake onek onek dhanyabad.
@ratry00002 жыл бұрын
Anek Dhonyobad
@sankarisarkar4070 Жыл бұрын
Banalata sen
@soumyabaral64583 жыл бұрын
অসাধারণ আবৃত্তি। এমন গায়ে শিহরণ জাগানো কবিতা শুনলে ভাবনার অনেক রুদ্ধদ্বার খুলে যায়। যেন মস্তিষ্ক স্নান হয়।
@fahmidaazad1782 жыл бұрын
মুগ্ধ হয়ে শুনি!!কি সহজ শব্দ উচ্চারণ
@learnvoiceart184 жыл бұрын
Extraordinary !!🙏 এত ভালো লাগলো! অনবদ্য ! (অনন্য অভিনয় অবদান অন্য কথা)! সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই কবিতা পাঠ আমাদের গর্ব ! প্রণাম রইলো 🙏🙏
@hirandevbarman67213 жыл бұрын
এত অসাধারণ লেখা কি করে লেখেন একজন মানুষ , আর এত সুন্দর কি করে বলেন আর একজন মানুষ । এ তো যুগলবন্দী , প্রিয় কবি ও প্রিয় আবৃত্তি কার এর ❤️❤️
@adda_patra4 жыл бұрын
শিল্পীর মৃত্যু হয় না,তিনি তাঁর কাজের মাধ্যমে আজীবন অমর হয়ে থাকেন গুণমুগ্ধদের মধ্যে🙏🙏
@nirsha15744 жыл бұрын
00:00 বোধ 5:37 নির্জন সাক্ষর 28:18 ভিকিরী 29:17 হাজার বছর শুধু খেলা করে 30:00 কুড়ি বছর পরে 32:00 ঘাস 32:41 হাওয়ার রাত 36:00 বুনো হাঁস 47:55 আট বছর আগের একদিন 53:10 আকাশলীনা 54:10 সমারূঢ়
@mitanagbhattacharyya68733 жыл бұрын
Mone hoi prithibi sundor ei kobitai,kathai,
@runaskitchen-36954 жыл бұрын
পৃথিবীর এমন অপরূপ সৌন্দর্য্যের কথা জীবনানন্দের লেখায় পাওয়া যায়(আ-হা! সৌমিত্র ছাড়া আর কে পারে এমন আবৃত্তি)
@pijushkantidas76397 жыл бұрын
চিরদিনই কবিতা ভালোবাসি তাইতো এখানে আমি বারবার ছুটে ছুটে আসি । দিয়ে মনপ্রাণ তন্ময় হয়ে শুধু শুনি , হে সৌমিত্র মহাশয় আকুল করলে তুমি ॥
@IndrajitSajib7 жыл бұрын
তোতা কাহিনী (Tota Kahini) রবীন্দ্রনাথ ঠাকুর | সৌমিত্র চট্টোপাধ্যায় kzbin.info/www/bejne/hnvSZWR_i7WHY9k
@sabitamalakar7295 жыл бұрын
Nobel
@rajyeswarsinhadeb48654 жыл бұрын
@@sabitamalakar729 no 9ob b lo
@rajyeswarsinhadeb48654 жыл бұрын
@@IndrajitSajib 8
@rajyeswarsinhadeb48654 жыл бұрын
Thanks
@pinkighosh2304 Жыл бұрын
শিল্পী চলে গেছে কিন্তু অসাধারণ শিল্পী সত্তা রেখে গেছে
@ashokekumarroy21992 жыл бұрын
অসাধারণ আবৃত্তি শুনলাম সৌমিত্র বাবুর কন্ঠে। এনাকেই বলে শিল্পী। কি না সৃষ্টি করেছেন? অভিনয়, নায়ক চরিত্রে, নাট্য পরিচালনা, নাটক মঞ্চস্ত করেছেন অপূর্ব ভাবে, কবিতা পাঠ, শ্রুতি নাটক, কন্ঠে গান। সবেতেই সেরা। শিল্পীরা এমনই হয়।
@prabirdatta6852Ай бұрын
সুন্দর
@riyasen18374 жыл бұрын
এত সুন্দর আবৃত্তি & আবৃত্তিকার শুনে আমরা ধন্য❤🙏🏻❤
@riyadahmed7990 Жыл бұрын
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷ অপুর্ব চমৎকার আপনার কবিতা আবৃত্তি আবার আসিব পিরে ধান সিড়িটির তীরে এই বাংলায়
@AkhilAlways4u4 жыл бұрын
একজন শিল্পী তার কাজের জন্য জীবিত থাকেন মানুষের হৃদয়ে, আপনি আমাদের হৃদয়ে এখনো জীবিত আছেন ❤️, জীবিত থাকবেন হৃদয়ে💝❤️❤️(12/02 /2021)
@suraiyaanjuman79033 жыл бұрын
Khub Priyo Manusher golai Priyo kobita ❤️
@wingsofdesire51434 жыл бұрын
এতো অসাধারণ লেখা কি করে একজন লেখেন এক মানুষ!!!এত সুন্দর করে কি করে বলেন আরো এক মানুষ!!!প্রিয় কবি আর প্রিয় আবৃত্তিকার❤️❤️❤️
অনুপম কণ্ঠস্বরে এইসব কবিতার অমরতা / কে পারে চলিয়া যেতে অবহেলা করে/ তবু দেখি দিনশেষে একশ চুয়াত্তরে থেমে গেছে করুণ সময়..
@sharmilabanik4423 жыл бұрын
অপূর্ব খুব খুব ভালো লাগলো
@manoranjankarati42102 жыл бұрын
এই কণ্ঠ বারে বারে নাড়া দিয়ে যায়।
@aviksamanta94275 жыл бұрын
দুইজন 'ভালোলাগা' আর "ভালোবাসা"র মানুষের "যুগলবন্দী'.... এককথায়....অসাধারন....অভূতপূর্ব..... এই "ভাষা আর স্বর" এর যুগ্ম ভাবে তিরবিদ্ধ করেছে আমার এই হৃদয়,মনন,চেতনা, চৈতন্য....
@aranyaray94685 жыл бұрын
Eibar oi tir tomar gare giyeo bidhbe 🙂
@alokedebdas71133 жыл бұрын
জীবনানন্দ সত্যিকারের কঠিন পৃথিবী ভুলিয়ে দিয়ে শান্তি দেয়, তর্কে জেতা যাবেনা, চেষ্টা না করাই ভালো। সৌমিত্রের অবিরটির জবাব নেই। প্রণাম দুজনকেই।
@sanghamitrabhuniya3523Ай бұрын
Amar priya kabir Kabita guli rr ek amar priya Aabhineta Soumitra er Recitation amar pran kandai khub kasto dei.
@GouriDas2 жыл бұрын
Never shall the silky smooth voice fade away in oblivion.
@aratrikarosy87283 жыл бұрын
"কতবার বর্তমান হ'য়ে গেছে ব্যথিত অতীত।" --- আহা! 💚💚💚
@chyafrin7 ай бұрын
খুব সুন্দর, কবিতা,
@tahminasultana28292 жыл бұрын
My golden love for two legends forever.
@sarmisthadas4018 ай бұрын
Excellent 🎉
@sohrabazad48743 жыл бұрын
জীবনানন্দ দাশ বাংলাদেশের কবি।আমরা গর্বিত।
@sanjoykumarpaul53284 жыл бұрын
Asadharon reciting.
@sujanbiswas74615 жыл бұрын
শুধু কবিতার জন্যে জিবন শুধু কবিতার জন্যে আরো দীর্ঘ দিন বেঁচে থাকতে লোভ হয়।।
@সিমুবেগম-ঙ৭হ4 жыл бұрын
খুব ভালো লাগে কবিতা আবৃত্তি শুনতে, তাই তো ইউটিউবে আসি। কবিতা আবৃতি শুনার জন্য। আপনার কবিতা গুলি ভালো লাগে আমার। মনে করুন আপনার কবিতার ভক্ত আমি, ধন্যবাদ ভালো কবিতার জন্য, একের ভিতরে দুই
@anilkumarmandal44306 жыл бұрын
Only a single word is suitale here --- "Excellent"!!. Thank U Soumitrada.
@debdasbose43866 жыл бұрын
Bangla k jara aati gatna kore mittur dike nie cholechye, tader biporite bolistha Pratibad'.aamio protibadi.
@ওবাইদুল-ঙ৬ট8 жыл бұрын
অপুর্ব ! আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় .....।
@sayakdeb82513 жыл бұрын
KHUB MISS KORBO SOUMITRA BABU KE !!!!!! KHUUUUUUB!!!!!
@aruppaul65877 жыл бұрын
I love poetry and recitation which inspired me every time to overcome every barrier of my life.
@soumitapal175 жыл бұрын
Arup kaku it's gulu here...love to see comment here
@aratrikarosy87283 жыл бұрын
"তবুও হৃদয়ে গান আসে... " 💚
@gopadutta24182 жыл бұрын
শুধুই একরাশ মুগ্ধতা .....
@loveforall38524 жыл бұрын
Gurudev আমার প্রণাম নেবেন, এই album এর ফার্স্ট আবৃত্তি বোধ করেছিলাম, 2005-6 এ, youth festival eএটি আমার সবচেয়ে ভালো লেগেছে, এটা আমি একদম আপ্নার মতো করতে পারি... আমি এগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম,, এই casate টা আমার কাছে ছিলো... এতো মিষ্টি voice আহা মধু মধু,,, এটা আপনি যা দিলেন আমায়, এটা অনন্ত, 🙏🌼🌹🌸🌺❤️❤️❤️🙏🙏🙏
@sisirbarua6 жыл бұрын
Extraordinary.Finest recitation of poems of greatest Indian poet of last century.
@rustomali58965 жыл бұрын
Bro, He is a Bangladeshi poet
@dipanjanbiswas82544 жыл бұрын
@@rustomali5896 He was born in 1899 in undivided Bengal which was part of India, and died in 1954 in Kolkata. Bangladesh was created more than half a century later his birth, hence the term you've coined here (i.e., "Bangladeshi") is certainly not applicable. He WAS a native of UNDIVIDED BENGAL (Neither Banglash nor West Bengal), after partition of Bengal he chose to stay in Kolkata till the end of his life. He was not a Bangladeshi citizen, if fact at the time of his death it was officially "East Pakistan". Deal with it.
@sinha15754 жыл бұрын
@@dipanjanbiswas8254 He's a Bengali that should be his only identity
@johnsetu85593 жыл бұрын
There was no india before 1947, deal with it
@chyafrin3 ай бұрын
সুখের কথা বা গল্প, লিখে বা বলে শেষ করা যায়, কিন্তু দুঃখের গল্প, কাব্য কবিতা, ইত্যাদি কিছু, লিখে ও বলে ও শেষ করা যায় না,
সৌমিত্র সত্যি এক অপূর্ব আবৃতিকার যার কন্ঠ দিয়ে ভেসে আসে কবিতা আবৃতির বান ভরে ওঠে মন প্রান
@sb-oo8oc6 жыл бұрын
লিভারের অবস্থা খুব খারাপ
@somdevvm7 жыл бұрын
Asadharon! Thanks a bunch! Happy Puja!
@khamkheyal9392 Жыл бұрын
00:06:57 test
@roushanrezwanaunnoy93372 жыл бұрын
15:59
@kalpanabasak50616 ай бұрын
Mind blowing........ r kichu bolbo na.
@mehedihasanlimon11964 жыл бұрын
সেই থেকে প্রায় প্রতিদিনই শুনি
@priankasikder17863 жыл бұрын
Your video is very exclusive to the poem lovers . Thanks for your such kind of videos . Actually such kind of video helps to have a real conception of poem. Again thanks for making this video because I got really inspired.
@rejoanhossain55447 жыл бұрын
A Run for the Infinite, Irrepressible attachment for the One... Till the unending End got!
@basudebbhoumik18474 жыл бұрын
Extraordinary.Lohopronam.
@rajatbalasubhramaniyamchow31083 жыл бұрын
BANALATA SEN poetry recorded by RAJAT for market to hear and discuss the modernity and impact. This is very nice.
@sayandevmondal4 жыл бұрын
নির্জন স্বাক্ষর তুমি তা জানো না কিছু, না জানিলে, - আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মত তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার! তোমার এ জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল? আমার বুকের 'পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই! - শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে? - আমি ঝরে যাব, তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর 'পরে,- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। রয়েছি সবুজ মাথে-ঘাসে- আকাশ ছড়ায়ে আছে নীল হ'য়ে আকাশে আকাশে; জীবনের রং তবু ফলানো কি হয় এই সব ছুঁয়ে ছেনে'!-সে এক বিস্ময় পৃথিবীতে নাই তাহা-আকাশেও নাই তার স্থল- চেনে নাই তারে অই সমুদ্রের জল! রাতে-রাতে হেঁটে-হেঁটে নক্ষত্রের সনে তারে আমি পাই নাই;-কোনো এক মানুষীর মনে কোনো এক মানুষের তরে যে-জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে, - নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে কোনো এক মানুষের তরে এক মানুষীর মনে। একবার কথা ক'য়ে দেশ আর দিকের দেবতা বোবা হ'য়ে প'ড়ে থাকে - ভুলে যায় কথা! যে আগুন উঠেছিল তাদের চোখের তলে জ্বলে নিভে যায়-ডুবে যায়-তারা যায় স্থ'লে! নতুন আকাঙ্ক্ষা আসে-চ'লে আসে নতুন সময়,- পুরোনো সে-নক্ষত্রের দিন শেষ হয়, নতুনেরা আসিতেছে বলে, - আমার বুকের থেকে তবু কি পড়িয়াছে স্খ'লে কোনো এক মানুষীর তরে যেই প্রেম জ্বালায়েছি পুরোহিত হয়ে তার বুকের উপর। আমি সেই পুরোহিত- সেই পুরোহিত! - যে-নক্ষত্র ম'রে যায়, তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে, - যেই তারা জেগে আছে, তার দিকে ফিরে তুমি আছো জেগে- যে-আকাশ জ্বলিতেছে, তার মত মনের আবেগে জেগে আছো; - জানিয়াছ তুমি এক নিশ্চয়তা-হয়েছ নিশ্চয়! হয়ে যায় আকাশের তলে কত আলো-কত আগুনের ক্ষয়; - কতবার বর্তমান হ'য়ে গেছে ব্যথিত অতীত- তবুও তোমার বুকে লাগে নাই শীত যে-নক্ষত্র ঝ'রে যায় তার! যে-পৃথিবী জেগে আছে, তার ঘাস-আকাশ তোমার। জীবনের স্বাদ ল'য়ে জেগে আচো-তবুও মৃত্যুর ব্যথা দিতে পার তুমিঃ তোমার আকাশে তুমি উষ্ণ হ'য়ে আছো, তবু- বাহিরের আকাশের শীতে নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝ'রে- ক্লান্ত হ'য়ে-শিশিরের মত শব্দ ক'রে! জানোনাকো তুমি তার স্বাদ, তোমাদের নিতেছে ডেকে জীবন অবাধ, জীবন অগাধ! হেমন্তের ঝ'ড়ে আমি ঝরিব যখন- পথের পাতার মত তুমিও তখন আমার বুকের 'পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে, ভরিবে কি মন সেদিন তোমার? তোমার আকাশ-আলো-জীবনের ধার ক্ষ'য়ে যাবে সেদিন সকল? আমার বুকের 'পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই? শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে? আমি চ'লে যাব,-তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধ'রে সেই দিন পৃথিবীর 'পরে;- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য।
@shohanurhosen92753 жыл бұрын
নাটোরের বনলতা সেন। আমার শহরের বনলতা সেন।
@ShekharSircar4 жыл бұрын
asadharon
@pallobvvvip6 жыл бұрын
অসাধারণ সৌমিত্র স্যার, জিবনান্দতো আমাদের গর্ব। জিবনের ভাষায় জিবন
@koustavsuny3 жыл бұрын
জিবন হল বিড়ালের ডাক, ওটা জীবন হবে
@randomaccessvideo6258 Жыл бұрын
❤❤❤
@ishratanikapreetha70624 жыл бұрын
ভীষণ সুন্দর কবিতা, সাথেই সৌমিত্র দার আবৃত্তি !!! আমার চ্যানেল থেকে দাদার জন্য রইলো শুভেচ্ছা ও শুভকামনা ❤️🎀🌷🌼
@ashokepaul1212 жыл бұрын
একজনের ভাব ,অন্যজন দিলেন শব্দরুপ , উভয়ের মিলিত প্রকাশে বোলতে ইচ্ছা করে --মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে ---
@debashisdasgupta58574 жыл бұрын
Asadharan....RIP the legend 🙏🙏🙏
@tanzilaafrin31313 жыл бұрын
ভালোবাসি 🌸🌸
@ArupKamal7 жыл бұрын
23:33 bonolota sen
@IndrajitSajib7 жыл бұрын
তোতা কাহিনী (Tota Kahini) রবীন্দ্রনাথ ঠাকুর | সৌমিত্র চট্টোপাধ্যায় kzbin.info/www/bejne/hnvSZWR_i7WHY9k
@seastar57466 жыл бұрын
ওহহহহ ধন্যবাদ
@channel-ig4jx6 жыл бұрын
thank u
@adritadeb28874 жыл бұрын
Dhonyobaad..
@danmanibarman27494 жыл бұрын
Ohh,,darun ,,osadharon.....pran vore gelo...dhonnobad soumitra da .....and dhonnobad ei channel ke.....
@sandhyachakravorty6434 жыл бұрын
খুব সুন্দর খুব চিত্তাকর্ষক।
@pshomesalon3073 жыл бұрын
Sunle monta bhalo hoye jaye
@pratiknandanbose8173 жыл бұрын
এত গভীরভাবে স্পর্শ করে সৌমিত্র চট্টপাধ্যায়ের কবিতা আবৃত্তি ...ভাষায় প্রকাশ করার সামর্থ্য আমার নেই🙏🙏🙏🙏
@sujitgoswami95087 жыл бұрын
অপূর্ব
@bappyrana75377 жыл бұрын
সহজ লোকের মত কে চলিতে পারে? ভাল লাগলো।
@malabikachatterjee63604 жыл бұрын
সশ্রদ্ধ প্রণাম জানাই,🙏🙏 ভালো থাকবেন,,
@ttb-techtravelbook3 жыл бұрын
osadaron ♥️ background e halka music thakle r o valo lagto sunte..
@rooftopgardenmaasgar78174 жыл бұрын
চমৎকার
@hplinkinternet14684 жыл бұрын
নাটোরের বনলতা সেন ।।।আমার শহর
@tinapaul37737 жыл бұрын
besh valo,khub sundar..
@kaminisaharoy54054 жыл бұрын
এনার আবৃত্তি শুনতে খুব ভালো লাগে
@sandhyabarai65707 жыл бұрын
এক কথায় অসাধারণ
@fromlove7866 ай бұрын
1মাত্র কবিতা "বনলতা সেন"--- কবি ও আবৃত্তিকার চির স্মরণীয় হয়ে থাকবেন.... আর বাকিগুলো উপরি পাওনা....
@mahadevnaskar104 жыл бұрын
জীবনানন্দ আমার চেতন কবি।
@omgnagifa96064 жыл бұрын
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনি আর নেই ভালো থাকবেন অপারে 😢
@প্রচুরজানতেহবে7 жыл бұрын
অনবদ্য কবিতা, আরও অনবদ্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি!
@prabirmazumder60027 жыл бұрын
প্রচুর জানতে হবে i
@arijitarssanyal36083 жыл бұрын
শুধু শোনাতে মোনোযোগ না দিয়ে কবিতাগুলি বোঝার চেষ্ট করুন প্রত্যেকে.... এর চাইতেও বেশি আনন্দ পাবেন। 🙏