ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা 🦢৲ ০ আমৃত্যু বধির ০ 🦢৲ ‘দেয়ালেরও প্রাণ আছে;’ কালের কালিমালুপ্ত অকথিত কথার গুপ্ত ধনাগার পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে আমার কানে ভেসে আসে এই ভুতুড়ে বাণি। হত চকিত আমি আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’ আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন: ‘ কান নয়, প্রাণ; দেয়ালেরও প্রাণ আছে।’ আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই প্রাণ না থাকলে কান থেকে লাভ কী! যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না। প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া, ডমরু-দামামা বাজিয়ে; (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।) তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে; আমার তো কান আছে, অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো! তাহলে কি আমারও প্রাণ নেই? যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না; বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট, রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর, ভর দুপুরে কাকের কা-কা, গোলাপ পাঁপড়ির পতন, ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ; কোনো কিছুই তখন তার কানে বাজেনা। আবার ভয়ে ভয়ে সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই; খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ: ‘দেয়ালেরও প্রাণ আছে; তাই দেয়ালেরা কানে শুনতে পায়; তোমার কান আছে; প্রাণ নেই, তাই বৈকল্যে তোমার কান; যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ। কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির, নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী; আমৃত্যু বধির।’ --
@sasilgaming93233 жыл бұрын
@@princesatya7313 L0
@samarsarkar11424 жыл бұрын
বেশি করে কি আর বলবো,,,, শুধু এত টুকু বলতে পারি এই মুহুর্তে মনটাকে খুশিতে আনন্দে ভরিয়ে দিয়েছে এই কন্ঠ শিল্পী তুমি প্রণাম নিও,,, 🙏🙏🙏
@Channel-cl8kx3 жыл бұрын
একটি ভালবাসার গল্প ।। সানোয়ার পারভেজ।। মেয়েটি তার ছেলে বন্ধুটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো- অমন হাঁ করে কি দেখছো? ছেলেটি বললো, তোমার চোখ ; সামনে সমুদ্রের মতো ঢেউখেলানো কুল ছাপিয়ে যাওয়া দুটো চোখ। মেয়েটি মুচকি হাসলো, তারপর জিজ্ঞেস করলো- আচ্ছা, তুমি কি আমায় অনেক ভালবাসো? ছেলেটি কিছুক্ষণ নিরবে তাকিয়ে রইলো, তারপর, শান্ত আবেগ স্বরে বললো- সামনে যে উত্তাল বিশাল সমুদ্রটা দেখছো, তোমাকে আমি ঠিক অতটাই ভালবাসি। মেয়েটি নির্বাক হয়ে গেল কয়েক মূহুর্ত! দুজনে পাশাপাশি বসেছিল সাগর সৈকতে ; তাদের পায়ের ওপর আছড়ে পড়ছিল সাগরের ভাঙা ভাঙা ঢেউ। একটা নিঃশ্বাস ছেড়ে মেয়েটি অতৃপ্ত স্বরে খুব আস্তে করে বললো, এতটুকু ভালবাসা? মাত্র এতটুকু? ছেলেটি অবাক চোখে চাইলো মেয়েটির চোখের দিকে। তাদের দুজনের সামনে উন্মত্ত অথচ শান্ত সুন্দর সমুদ্র, যেন নেচে নেচে এলিয়ে পড়ছে ওদের ওপর। সমুদ্রের হুহু বাতাসের ঝাপটা কেবলই নিঃসঙ্গতার প্রতীক বলে মনে হলো মেয়েটির কাছে! ছেলেটির কানের কাছে ঠোঁট ছুঁইয়ে মেয়েটি বললো- সাগরের সীমানা আছে, সে কিছুতেই অসীম নয় ; আমি তোমার অসীম ভালবাসা চাই, আকাশের মতো সীমাহীন। ছেলেটি উচ্ছল চাউনিতে শক্ত করে আঁকড়ে ধরলো মেয়েটির হাত, বললো- হ্যাঁ, আমি তোমাকে আকাশের মতো সীমাহীন সুনিল ভালবাসা দেবো, এবং তা চিরদিনের জন্যে। কিছুক্ষণ পাশাপাশি নিরবে বসে থাকার পর পরস্পরের হাত আঁকড়ে দুজনে হেঁটে গেল, জীবনের পথ ধরে। ১৭/০৬/২০২১
@umamajumdar48716 күн бұрын
ভীষন সুন্দর কবিতা ও পাঠ, ভালো লাগলো ভীষন ভীষন ❤
@sajibpal23346 жыл бұрын
সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বাম পাশের হৃদয়ে গিয়ে লাগে।তাঁর কবিতার অনুভূতি অতুলনীয় ।সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার হাত ধরেই আমার কবিতার জগতে প্রবেশ ।তুমি সুখে থেকো স্বর্গপুরে,
@amitchakraborty11612 ай бұрын
কী সাধারণ! এ যেন আমার সুখের জগতে বিচরণ। মধুময় সাগর ভ্রমণ।
@ekras_shorts6 жыл бұрын
আমি খুবি ছোট একজন শ্রোতা। তবে যতটুকু শুনেছি আর বোঝার চেষ্টা করেছি তা হয়তো আপনার কাছে খুব ই নগন্য। আমার কবি তা খুব ই ভালো লাগে।মোট কথা হয়তো তার প্রেমেই পরে গিয়েছি।তবে আপনার কাছে একটা প্রশ্ন নিজের সাথে কথা বলাটা কি সত্যি পাগলের কার্যকলাপ??? আশা বাদি হয়তো উওর আসবে।আমি এবার মাধ্যমিক দিবো।
@শব্দমালা-ট৫ল3 жыл бұрын
অপূর্ব দিদি,মন ভরে গেল 🙏
@artsudeshnaganguly21045 жыл бұрын
Oshadharon....khunje berachhilam kobita gulo....
@SHneel2 жыл бұрын
অসাধারণ.. হৃদয়ের মাঝখানে ছুয়ে গেল।
@PaulChandan5 жыл бұрын
সুনীল বাবু ❤️❤️❤️ প্রণাম গুরুদেব 🙏🙏🙏🌸🌸🌸🌸
@mrigankomondal5314 жыл бұрын
কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে আমার পুস্পাঞ্জলী আর ব্রততী দেবীকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম৷
সাবলীল উচ্চারণ, উপস্থাপন অনেক ভালোলাগা, অনেক ভালোবাসা।
@dwaipayankabir6 жыл бұрын
সুনীল হারিয়ে যাবেন না। যাবে না। রাতের আকাশে মেঘ থাকলেও সুনীল থাকবেন। মেঘ না থাকলেও সুনীল আমাদের ডাকবেন। সুনীলদা আজও নীল লোহিত হয়ে আমাদের মধ্যে আছেন। গদ্য আর পদ্যের কথকতায়।
@mdrifat83002 жыл бұрын
Foridapavin gan
@jaidipmyfebaritgorai3443 Жыл бұрын
@@mdrifat8300😊😊
@jaidipmyfebaritgorai3443 Жыл бұрын
@@mdrifat8300😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Papia253 жыл бұрын
কোনো দিন সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি।খুব ইচ্ছে ছিল গুরু বানাবো।সেটা তো সম্ভব হলো না,তাই শুনে শুনে ই মুগ্ধ হই।আর নিজেকে শিষ্য বলে মনে করি।কিছু টা একলব্য এর মত🖤🖤🖤
@dipankarkundu56932 жыл бұрын
কলম এবং কন্ঠ একে অপরের পরিপূরক।
@shabnamrahman41134 жыл бұрын
Kobeta amader na bolaa, jomee thakaa kostoo, anondoo, oviman, seraa tan puraa taa kolpona tyy bejee uthaa surr
@koushikbasak6228 жыл бұрын
u r great didi, we all love and respect u......god bless u....
@abhishekmonal93748 жыл бұрын
Koushik Basak
@bhaskardeka9748 жыл бұрын
Abhishek Monal
@saikatdas13288 жыл бұрын
Bhaskar Deka
@chandandutta5888 Жыл бұрын
অসাধারণ মনের মধ্যে দাগ কেটে গেলো ধন্যবাদ।
@TitliTitu-r6o8 ай бұрын
"Ao prempotro" kobita ta jotobar e suni totobar e chokhe jol chole asa😢
@pallavisplanet Жыл бұрын
প্রিয় কবির প্রিয় কবিতা প্রিয় শিল্পীর কণ্ঠে।🥰
@shyamalsom91942 жыл бұрын
You dear excellent Poet Sunil long live Thanks to Vratoti
@maqu213 жыл бұрын
" Kobita' you are my kobita.. 🌹.... Opurbo.. thanks.
@somabhattacharya183Ай бұрын
অসাধারণ,অনবদ্য❤
@santanudutta38047 жыл бұрын
Poet Sunil Gangopadhyay is unparallel.
@amitroykobita39086 жыл бұрын
SANTANU DUTTA gl
@amitroykobita39086 жыл бұрын
Ovmyocmgl QoyBg
@amitroykobita39086 жыл бұрын
Afkc yo. To gov .hlggfyglgl tovqcf CFIvlLglag a gglomeration
@mdnazmul26063 жыл бұрын
@@amitroykobita3908 good
@abdulmumen46693 жыл бұрын
আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একজন ভক্ত। তার কবিতা ব্রততীর কন্ঠে আরো সুন্দর হয়ে উঠেছে।
@banglasolution29496 жыл бұрын
অসাধারণ ভিডিও, ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে
@surabhipaik786 Жыл бұрын
চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
@missshalini835 жыл бұрын
Ashadharon anubhuti ....
@bilasgayen58556 жыл бұрын
🌾🌿🌾All this poems cret a everlasting effect in my innerheart🌾🌿🌾I realy love these
@surabhisen8904 жыл бұрын
মন ভরে গেলো❤️
@snehaguha63965 жыл бұрын
5:49...Neerar Aushukh.... My fvrt 🖤🖤
@satyalalmondal44484 жыл бұрын
কবিতা জীবনের দর্শন ।এই দর্শন বেচে থাকার রসদ । আমাদের বলে দেয় আমাদের বাস্তবকে ।
@sattwikdas53584 жыл бұрын
Darun ! Fantastic!! Marvellous! 🙏🙏🙏🙏💅
@sayanpandit4664 Жыл бұрын
সুনীল মানে প্রেম, বিষাদ ও প্রতিবাদের নতুন প্রতিচ্ছবি। সুনীল মানে ভালবাসা, জীবন উপভোগ করার প্রেরণা
@rumpabanerjee30177 жыл бұрын
apna k bhalo basi....apnar bola ...apnar gola.... apnar dhoron... r apnar saj... joto dekhi joto suni aroo arooo bhalo lage...
@UDAN-o4y6 жыл бұрын
Rumpa Banerjee
@swapankumarganguly5536 жыл бұрын
অসাধারণ ভিডিও মন ভরে গেল।
@afiyaananna17095 жыл бұрын
ব্রততী আপনার কণ্ঠে কবিতা, আমার কাছে ঈশ্বরের বরদান! আপনাকে ভীষণ পছন্দ করি আমি। '''আপনার একটা কবিতা ছিলো মেয়ে হলে কি নাম রাখতে''' এই ধরনের বাক্য ছিলো বেশ কয়েকটা কবিতার সাথে ছিলো ওটা। আপনি কি আমাকে ওই কবিতাটার লিংক দিতে পারবেন একটু? হারিয়ে ফেলেছি আর খুঁজে পাচ্ছিই না। 'মেয়ে হলে কি নাম রাখতে' কবিতাটার নাম আর লেখকের নাম হলেও চলবে। প্লিজ আমাকে যদি এই তথ্যটুকু জানানো হয়, আনন্দিত হবো। ভালো থাকবেন ব্রততী! আপনাকে ভালোবাসি কবিতার মত ♥
@Shunteshunte5 жыл бұрын
কবিতাটির নাম ময়ূরপঙ্খী । search করলে পেয়ে যাবেন ।
@SiromeTube5 жыл бұрын
হু উনার অই আবৃতি গুলো আমার খুব প্রিয়।।।।। আর হুমায়ুন আহমেদের হিমু বই গুলো
@শব্দমালা-ট৫ল3 жыл бұрын
সুবোধ সরকার, ময়ূরপঙ্খী
@86bidyut5 жыл бұрын
আমি গর্বিত এই অসাধারণ কবির জন্ম হয়েছিলো আমার এলাকায়
@subhagatachowdhuru34425 жыл бұрын
Kothay janab??
@bikashchandrasarkar49915 жыл бұрын
আমাদের সেই বিখ্যাত ফরিদপুর এ।
@sayanpandit46642 жыл бұрын
@@subhagatachowdhuru3442 বাংলাদেশের ফরিদপুরে
@sabirulofficial42443 жыл бұрын
আপনার কবিতা আবৃত্তি শুনলে মন ভরে যায়, আমিও দুই এক লাইন লেখার চেষ্টা করি, কবিতা লেখা আজ কাল নেশা হয়ে উঠেছে, জানিনা অন্যের দৃষ্টিতে সেগুলো কবিতা কি না।
@royking8145 жыл бұрын
Nice.....khubsundor
@mostofa22744 жыл бұрын
কবিতা বলতে বলতে হে ঈশ্বর আমার যেন মৃত্যু হয়!
@polysingharoy8363 жыл бұрын
Darun bhalo❤️❤️❤️❤️❤️❤️
@ssenjuti77702 ай бұрын
ইন্দিরা গান্ধীর সঙ্গে কবিতাটি অসাধারণ!
@Muhib_recitation2 жыл бұрын
অপূর্ব অপূর্ব আপনার কণ্ঠের কারুকাজ!
@sharmila_banerjee5 жыл бұрын
অসাধারণ 👌👌♥️♥️
@SHIKHAMUNSHI-c7sАй бұрын
Khub sundor sunlam
@shyamalsom91942 жыл бұрын
My salutation to the writer and respect to the Poet.and all.
আমি আসামের বরাক উপত্যকা থেকে বলছি। এখানে একুশে ফেব্রুয়ারি ছাড়াও উনিশে মে ভাষা শহীদ দিবস পালিত হয় যেটার কথা অনেকেই জানেনা। আমার অনুরোধ রইলো আপনি 19 May শহীদ দিবস নিয়ে একটা ভিডিও করুন। এটাও তো মাতৃভাষার জন্য বাঙালির আত্মবলিদানের গল্প।
@sankardas20547 жыл бұрын
Excellent recitation..
@dr.neyamatubhuiyan1474 жыл бұрын
ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা 🦢৲ ০ আমৃত্যু বধির ০ 🦢৲ ‘দেয়ালেরও প্রাণ আছে;’ কালের কালিমালুপ্ত অকথিত কথার গুপ্ত ধনাগার পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে আমার কানে ভেসে আসে এই ভুতুড়ে বাণি। হত চকিত আমি আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’ আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন: ‘ কান নয়, প্রাণ; দেয়ালেরও প্রাণ আছে।’ আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই প্রাণ না থাকলে কান থেকে লাভ কী! যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না। প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া, ডমরু-দামামা বাজিয়ে; (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।) তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে; আমার তো কান আছে, অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো! তাহলে কি আমারও প্রাণ নেই? যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না; বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট, রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর, ভর দুপুরে কাকের কা-কা, গোলাপ পাঁপড়ির পতন, ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ; কোনো কিছুই তখন তার কানে বাজেনা। আবার ভয়ে ভয়ে সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই; খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ: ‘দেয়ালেরও প্রাণ আছে; তাই দেয়ালেরা কানে শুনতে পায়; তোমার কান আছে; প্রাণ নেই, তাই বৈকল্যে তোমার কান; যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ। কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির, নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী; আমৃত্যু বধির।’ --
@sayantikachatterjee72304 жыл бұрын
@@dr.neyamatubhuiyan147 p
@indranilmukherjee90063 жыл бұрын
কবিতাটা খুব ভাল লাগল 1টা অন্যরকম বোধের জন্ম দেয়
@prabodhlalroy34906 жыл бұрын
Superb atulanio........
@bhaskarnath20323 жыл бұрын
সত্যি মন ভরে গেল।
@সায়নদাস-ফ৩ম4 жыл бұрын
কবিতার কাছে আরেক কবিতা, আশ্রয়।
@mahmudulhakimtanvir36938 жыл бұрын
আমি শ্রীকান্তে মজেছি। বাহ!!
@triptichowdhury225 Жыл бұрын
মন ভরে গেল
@gourhariojha999110 ай бұрын
আজকের রবীঠাকুর , সুনীল । প্রনাম !
@surabhipaik786 Жыл бұрын
তুমি কোথায় আছো কেমন আছো বোলনাসোনাআমার ভালোথেকো সবসময় আমার বুকের উপর মাথারেখেঘুমাবো সোনাআমার আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না সোনা বাবু ❤❤❤❤❤
@shubhayanmukherjee24103 жыл бұрын
অমরত্বের অন্য নাম হয়, সেটা কি নীললোহিত? ❤️
@sujanghosh42672 жыл бұрын
Ha apni thik blechen
@abhijittalapatra82055 жыл бұрын
পাপ ও দুঃখের কথা ছাড়া আর কিছুই থাকে না। কিন্তু আমাদের সুনীল থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে।
@krishnaghosh61482 жыл бұрын
Sunil sagare dubdilam bratati madam ke dhonnobad
@sujitrkobitasono40212 жыл бұрын
Sunil babur kobita ,apnar konthe khub valo lage
@akashmajumder80727 жыл бұрын
অসাধারণ
@bijayakoner6100 Жыл бұрын
অপূর্ব
@নাঈমমুহাম্মদ-ষ৪শ3 жыл бұрын
কতবার শুনেছি নিজেও জানি না! 💖
@nusratkamal988411 ай бұрын
অনবদ্য !!!
@shampabiswas6387 жыл бұрын
Bratati is superb.
@dr.neyamatubhuiyan1474 жыл бұрын
ড.নেয়ামত উল্যা ভূঁইয়া‘র কবিতা || লীলা’কে || সে দিনের কথা মনে আছে লীলাবতি? আমাদের অলৌকিক অভিসারে নির্দোষ লীলার বিহারে শাখায় শাখায় আশিস বিলিয়ে ওষুধি-বনস্পতি, আমাদের প্রমত্ত প্রেমে দেখালো কী-সব তেলেসমতি! যে দিন শ্রাবণমুখর সন্ধ্যায় সা-রে-গা-মা-পা-ধা-নি-সা’য় পত্র পল্লবের বোঁটায় বোঁটায় টাপুর টুপুর বৃষ্টির ফোঁটায় মোহন সুরের মূর্চ্ছনা ছড়িয়ে দিলো আলো-ছায়ার আবেশ যোজনায়। সে দিনই তোমার সঙ্গে আমার প্রথম দেখা অবশ্য এর আগেও হয়েছে চোখে চোখ রাখা; সে সব চোখাচোখি কোনক্রমেই দেখা নয়, বলতে পারো গ্রন্হের প্রচ্ছদ পরিচয়; তিন শ’তেত্রিশ পৃষ্ঠার পুরো বইটাই বাঁকি; না পড়ে কেবল উদাস মনে চোখ বুলিয়ে রাখি। সে অর্থে নীপছায়ায় দুজনের হাতে হাত; বলতে পারো, দেখার মতো দেখা’র সেদিনই সূত্রপাত। চকোরিয়ার চারুঘাটে কেতকি কদমতলে পায়ে পায়ে জলকেলি দিঘির কাজলা জলে; কে আকুল করেছে বেশি- কদম না কেয়া? আমরা জানিনি, জেনেছে নজরের খেয়া। সে খেয়ায় পারাপার হলো কী-না মন, সে খবর রাখাটা কি খুউব প্রয়োজন? পারের কড়িই গেছে রসাতলে যার, তার আবার কোন খেয়া, কোন পারাবার? মমতার জলস্নাত কদম-কেয়ার কী মৌমিতা সুবাস! তুমি আর আমি ছাড়া, জানো লীলা! সুবাসের গভীর দীর্ঘশ্বাস। ফুলের সুবাস আর আমাদের শ্বাস, একাকার না হলেতো অকালেই প্রেমের বিনাশ। আকুল ভাবনায় কে ছড়ালো গনগনে আগুন সে কি নীপতরুর পেলব প্রসূন! নাকি, আমাকে তোমাতে ভোলানো যমুনার জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া কূল! নাকি, তনুর তরঙ্গে দোল-দোলানো ‘বাদল দিনের প্রথম কদমফুল’! ঠিক কে পেয়েছিল আমার অবুঝ ভালোবাসা, বল তো? ঠিক কে চেয়েছিল আমার অবুঝ ভালোবাসা, বল তো? জানি, বরাবরের মতই গদ্য রীতিমতে স্পষ্ট করে জবাব দেবে না তুমি। গদ্যের বিপরীতে পদ্য হলেও হয়তো-বা বোঝা যেত কিছু; কিন্তু না ; গদ্যে নয়, পদ্যে নয়, তোমার জবাব কবিতায়; আর কবিতার ভাবে জবাবের জবা কালেভদ্রে কলি ফোটালেও আঁধফোটা ফুলও ফোটায়নি যুগ-যুগান্তে, কাল-কালান্তে, কিংবা সত্তর বসন্তে। তবুও প্রাপ্তি ছিল সেই অর্থহীনতায়; সব অর্থ কি পাওয়া যায় অর্থবোধকতায়! বলতো লীলা ! অর্থ খুঁজলে কোন প্রেম অর্থবাচক হয়? আমাদের যেমনটা বিশ্বাস; প্রেমের অর্থ ভাষায় থাকেনা থাকে মর্মবোধের ভিন্ন মাত্রায়, কিংবা, সেই মুলুকে অন্তহীন অভিযাত্রায়। কিন্তু দেখো, কী কদর্য বাস্তবতা! প্রেমেও আজকাল পদ্যের পেলবতা চায় না মায়ামন বিহারি, কবিতার সরসতা চায় না প্রেমের বেরসিক বেপারি, নিহিতার্থকে গিলে খায় বহিঃরঙ্গের কুহেলি বাহার , এভাবেই সভ্যতা হয় অভব্যের অকিঞ্চন আহার । গদ্যের গদার ঘায়ে ঘাড় ভাঙলেও ঘায়েল হয় না নন্দদুলাল, কারণ জলবৎ তরলং; কালটা যে ঘোর কলিকাল। বাঁশে এখন হয়না সুরের ডাকাতিয়া বাঁশি বরং ডাকাতির কাজে সদর্প লাঠি হয় দস্যুর পেশিবহুল হাতে, মেতে উঠে অসহায় গৃহকর্তার সাথে তাকে নিঃস্ব করবার পৈশাচিক সংঘাতে। অথচ দেখো, কী আশ্চর্য লীলাবতী; ললিতা আমার! আমরা দুজন ভুবনে ভুবনে কত প্রেম করেছি শুমার। প্রেমের অবারিত প্রান্তর তবুও বিরান ধু-ধু বালুচর , কাব্যের নকশি কাঁথার মাঠে শ্বাপদ সরীসৃপ বাঁধিয়াছে ঘর। কাব্যের জলসা এখন পেঁচা আর বাদুরের বাড়ি, কবিতার চুলোয় আর চড়েনা তো হাড়ি। উনুনে আরামে ঘুমায় বিশ্বাসি বিড়াল, জানিনা ভাসাবে কারে স্রোতে মহাকাল? কবিতার ভিটায় খোশখেয়ালে ঘুঘু চরে কোলা ব্যাঙ পড়ে থাকে চিৎ হয়ে মরে। চিকা-চামচিকে খেলে গোল্লাছুট মাঠে পরিত্যক্ত কুঞ্জের শেওলার চৌকাঠে। কিন্তু হায় ! কবিতার কোমল জমিন বাদে কোথায় আর প্রেম উপ্ত হবে লীলা? বীজের জন্যে চাই পলিমাটি কতটুকু কাজে আসে পাললিক শিলা? ব্যূহভেদ করে কেমন করে মন যাবে বাইরে গোলকের? কদম-কেয়া’রা কেমন করে অংশি হবে প্রেমের পুলকের? কী আর বলবো লীলা! দিন-দিনান্তে কত আর সহ্য হয় এতো মাজা-ঘষা , গোলেমালে দিন যায় কিছুতেই পাই না ভরসা। প্রেমের ভবিতব্যে দেখি অনিবার ঘোর দুর্দশা! -০:০-
@dr.neyamatubhuiyan1474 жыл бұрын
ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা 🦢৲ ০ আমৃত্যু বধির ০ 🦢৲ ‘দেয়ালেরও প্রাণ আছে;’ কালের কালিমালুপ্ত অকথিত কথার গুপ্ত ধনাগার পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে আমার কানে ভেসে আসে এই ভুতুড়ে বাণি। হত চকিত আমি আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’ আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন: ‘ কান নয়, প্রাণ; দেয়ালেরও প্রাণ আছে।’ আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই প্রাণ না থাকলে কান থেকে লাভ কী! যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না। প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া, ডমরু-দামামা বাজিয়ে; (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।) তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে; আমার তো কান আছে, অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো! তাহলে কি আমারও প্রাণ নেই? যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না; বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট, রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর, ভর দুপুরে কাকের কা-কা, গোলাপ পাঁপড়ির পতন, ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ; কোনো কিছুই তখন তার কানে বাজেনা। আবার ভয়ে ভয়ে সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই; খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ: ‘দেয়ালেরও প্রাণ আছে; তাই দেয়ালেরা কানে শুনতে পায়; তোমার কান আছে; প্রাণ নেই, তাই বৈকল্যে তোমার কান; যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ। কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির, নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী; আমৃত্যু বধির।’ --
@dr.neyamatubhuiyan1474 жыл бұрын
ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা 🦢৲ ০ আমৃত্যু বধির ০ 🦢৲ ‘দেয়ালেরও প্রাণ আছে;’ কালের কালিমালুপ্ত অকথিত কথার গুপ্ত ধনাগার পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে আমার কানে ভেসে আসে এই ভুতুড়ে বাণি। হত চকিত আমি আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’ আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন: ‘ কান নয়, প্রাণ; দেয়ালেরও প্রাণ আছে।’ আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই প্রাণ না থাকলে কান থেকে লাভ কী! যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না। প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া, ডমরু-দামামা বাজিয়ে; (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।) তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে; আমার তো কান আছে, অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো! তাহলে কি আমারও প্রাণ নেই? যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না; বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট, রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর, ভর দুপুরে কাকের কা-কা, গোলাপ পাঁপড়ির পতন, ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ; কোনো কিছুই তখন তার কানে বাজেনা। আবার ভয়ে ভয়ে সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই; খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ: ‘দেয়ালেরও প্রাণ আছে; তাই দেয়ালেরা কানে শুনতে পায়; তোমার কান আছে; প্রাণ নেই, তাই বৈকল্যে তোমার কান; যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ। কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির, নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী; আমৃত্যু বধির।’ --
@lostlonging41483 жыл бұрын
মনোমুগ্ধকর কণ্ঠস্বর
@akibalhasan97855 жыл бұрын
সত্যি অসাধারণ,,,,
@sanghatihaldar30434 жыл бұрын
তোমাকে আমার তোমার বয়সের সবকিছু দিতে ইচ্ছে হয় নবীন কিশোর ! অসাধারণ ।
@bdchannel60404 жыл бұрын
Khub sundor
@bijalidas8697Ай бұрын
🎉নীরা …ভীষণ গভীর আর পছন্দের ।
@manjulislam37742 жыл бұрын
Real good works
@krishnaghosh61482 жыл бұрын
sunil Babu challe gelen upahar nira amader jonno rekhe galen
@SalimBiswasProductions3 жыл бұрын
দারুণ, দারুণ
@aananditaadhikari8603 жыл бұрын
আহা! কি সুন্দর!
@baishalisarkar47694 жыл бұрын
ভালো লাগলো ভীষণ!
@chinmoyeeprasannaghosh68623 жыл бұрын
অপূর্ব সুন্দর।
@sanjibkumardas55598 жыл бұрын
Awesome
@pareshmalakar76034 жыл бұрын
অসাধারণ 💞
@bengalipoem110 күн бұрын
Very very nice.
@rumaroy72285 жыл бұрын
Asombhob sundor
@bikramjitroy79614 жыл бұрын
আহা ❤💚
@saimunrup0m1274 жыл бұрын
আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না,,🌼,কেননা আমি অন্য রকম ভালোবাসার হিরের গয়না ,,🌼, শরীরে নিয়ে জন্মেছিলাম ,, 🌼,🖤,🌼
@dr.neyamatubhuiyan1474 жыл бұрын
ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা 🦢৲ ০ আমৃত্যু বধির ০ 🦢৲ ‘দেয়ালেরও প্রাণ আছে;’ কালের কালিমালুপ্ত অকথিত কথার গুপ্ত ধনাগার পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে আমার কানে ভেসে আসে এই ভুতুড়ে বাণি। হত চকিত আমি আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’ আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন: ‘ কান নয়, প্রাণ; দেয়ালেরও প্রাণ আছে।’ আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই প্রাণ না থাকলে কান থেকে লাভ কী! যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না। প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া, ডমরু-দামামা বাজিয়ে; (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।) তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে; আমার তো কান আছে, অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো! তাহলে কি আমারও প্রাণ নেই? যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না; বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট, রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর, ভর দুপুরে কাকের কা-কা, গোলাপ পাঁপড়ির পতন, ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ; কোনো কিছুই তখন তার কানে বাজেনা। আবার ভয়ে ভয়ে সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই; খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ: ‘দেয়ালেরও প্রাণ আছে; তাই দেয়ালেরা কানে শুনতে পায়; তোমার কান আছে; প্রাণ নেই, তাই বৈকল্যে তোমার কান; যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ। কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির, নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী; আমৃত্যু বধির।’ --
@bijalidas8697Ай бұрын
আহা:
@farjanaakter7594 жыл бұрын
তুমি অসম্ভব সুন্দর আবৃত্তি করো। ভালোবাসি❤️
@nihalranjanmondal83934 жыл бұрын
ডুব দিতে মুক্ত নিলাম সাগর থেকে। নান্দনিক 🙏🙏🙏 ভালোবাসা নিরন্তর 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 ভালো থাকবেন সবসময় এই শুভ কামনা রইল আগামীর জন্য ❤️🔴🔴🔴🔴🔴