Рет қаралды 26,899,061
প্রতিটি শিশুর কৌতূহল; জানার আগ্রহ, নতুন নতুন বিষয়-বস্তু চেনার ও শেখার ইচ্ছা, শিশুদের শিক্ষাকে করে তোলে আরও মুল্যবান ও তাৎপর্যপূর্ণ। সেই জানার ইচ্ছা বা কৌতূহলের পৃথিবীতে, জোর করে শেখানো শিক্ষার কোন গুরুত্ব বা মুল্য নেই। শিশুরা যে শিক্ষা আনন্দের সাথে গ্রহণ করে সেটাই সুশিক্ষা।
আপনার শিশুর শিক্ষা জীবনের চমৎকার সূচনা এনে দিতে, শিশুপাঠ ভিডিও গুলো বিশেষ যত্নে তৈরি করা হয়। বাচ্চাদের জন্য এটা বেশ উপযোগী। নতুন নতুন ছড়া, বর্ণমালা, প্রাণীশিক্ষা ইত্যাদি শিখতে শিশুরা যাতে আগ্রহি হয়ে ওঠে, সেই লক্ষ্যে ভিডিওগুলো সাজানো হয়েছে। ভিডিওগুলোতে রয়েছে রঙিন ছবি, সুরেলা গান ও সহজ শব্দ। আপনি নিশ্চিন্তে আপনার শিশুর হাতে তুলে দিতে পারেন শিশুপাঠ । আপনার শিশুর শিক্ষার প্রথম ধাপগুলো উপভোগ করুন ।
Komla Fuli Komla Fuli | কমলা ফুলি কমলা ফুলি| Bangali Rymes for Kids