আমরা খুব ভাগ্যবান যে সুমনের মত একজন বাঙালি আমরা পেয়েছি। স্বর্ণযুগ শেষ হওয়ার পর শুন্যতায় ভুগছিল বাঙালি। পথ দেখালো সুমন। আমাদের তারুণ্যে আগুন জ্বালিয়ে আবির্ভাব সুমনকে প্রণাম তার 25 বছর আগে আমাদের যৌবনকে জাগিয়ে তুলার জন্য। আবার তোমাকে শেষ পর্যন্ত তোমাকে চাই।
@akashkiran14654 жыл бұрын
যতবার তুমি গেয়েছো গান ততো বার আমি শ্রোতা,,,,, তোমার সুরে আবার শিখেছি এই বাংলার নম্রতা,,,,
@bikramjitdas82984 жыл бұрын
Kabir Suman was much ahead of his time. He's a different genre. Probably, I say probably, he's the strongest lyrics after Rabindranath.
@BonBonShrimp3 жыл бұрын
Why.' probably'? Who else is there? For me, there isn't much doubt.
@topicsandopinions58182 жыл бұрын
রবীন্দ্রনাথ ঠাকুর সমন্ধে কিছুই জানেন না ,!!!
@তানভীরআহমেদ-স৫ল5 жыл бұрын
ধন্য আমার জনম... কোন একদিন আমার উত্তর প্রজন্মকে বলবো, জানিস সুমন আমাদের সময়ের শিল্পী, জাতিস্বর, বাশুরিয়া, এ তুমি কেমন তুমি, তোমাকে চাই...... এসব গান আমাদের সময়ের গান।
@topicsandopinions58182 жыл бұрын
Beta jihadi,! Laden!!
@bongarijit3 жыл бұрын
কতটা depth থাকলে এমন কথা, সুর এর সমন্বয় হতে পারে -- ভাবা যায় ? সময়, কালের উর্ধে সুমন I কথা-সুরের সমন্বয়ে যে synergistic effect তৈরী করেছেন সুমন, তা বাংলা গানের ইতিহাসে সলিল চৌধুরী-পরবর্তী যুগে বিরল ! বিরল প্রতিভার অধিকারী সুমন চ্যাটার্জী র মূল্যায়ন হয়নি পশ্চিমবঙ্গে I কালক্ষেপ না করে কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা উচিত এই মাপের শিল্পী কে 🙏 🙏
@tahminasultana28292 жыл бұрын
I agree with you.
@AmitChandra_YouTube6 жыл бұрын
মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই -- ও..ও গানওলা, কৈশোর শেষ হওয়ার সময়ের সেই গিটারের ঝংকার, কী-বোর্ড এ তুফান তুলে, আমাদের হৃদয়ে অশ্রুত সুর রোপণ করেছিলেন তিনি | বাংলা গান তাঁর কন্ঠের ভেলায় গঙ্গা, ভোলগা, টেম্স, মিসিসিপি পাড়ি দিয়েছে, আবার ঘুরেছে গাঙুরের ঘুর্নিতে | পাপড়ি, পন্ডিত, অরুণ, বিভূতিভূষণ, রোকেয়া, ভীমসেন গানগুলো ব্যক্তিগত অনুভুতির উত্তরণ ঘটিয়ে বারবার সেন্ট পলসের চূড়ার মতো একাকী সতন্ত্র চিরসত্য হয়ে বিরাট সম্বল আমার মাতৃভাষায় | --- "গিটার নিয়ে গান ধরেছে আমার ভালোবাসা " | সময়ের বদল হল তাঁর "হাল ছেড় না" মনোভাবের বিপ্লবে | রোজের খবরের কাগজেগুলির ভাষায় কোথাও না কোথাও ব্যবহার হয় চোখে পড়ে তাঁর কোননাকোনো গানের শব্দবন্ধ - কোনো উল্লেখ ব্যতিরেকে | বাংলা গানের এক পীড়িত সময়ে রাত জেগে তার মাথার কাছে পরম মমতায় ভালবাসায় সেবায় অক্লান্ত ছিলেন তিনি, ফিরিয়ে এনেছিলেন তৎকালীন নব্য প্রজন্মের শ্রোতাদের | নতুন উন্মাদনায় নতুন সম্ভবনার আকর্ষণ ছিলো অমোঘ, পরিবেশনার অভিনবত্বে অনন্য | নব্বইএর দশকে তাঁর বেশ কিছু স্টেজ শো এর সাক্ষী থাকার সৌভাগ্যে গর্বিত আমার চেতনা | "বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো " | একজন বাংলা গানের দিগ্বিজয়ীকে জানাই আমার অন্তরের সেলাম |
@aninditamitraroy65986 жыл бұрын
Amit Chandra bhari sundor likhechen .amader oneker e moner anubhuti ei ek sure bandha.
@chhandamchanda83005 жыл бұрын
এই লোকটার গান শুনলে প্রতিবার ভাবি, আহা! কি করে এমন সুন্দর করে গান গায় লোকটা??
@PradoshMitra21214 жыл бұрын
সুমনকে প্রতিবার শুনলে বাংলা ভাষার প্রেমে প্রত্যেকবার নতুন করে পড়ি। গান নিয়ে আমার বলার যোগ্যতা আর কতটুকু।
@parashhabib4 жыл бұрын
রবীন্দ্রনাথ, সত্যজিত, সুমন - এই তিনে গড়েছেন বাংলার মনন
@mdmaniruzzaman77454 жыл бұрын
ও গানওয়াল আর একটা গান গাও আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই …………………….. ছেলেবেলার সেই , ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা , চলে গেছে বেহালা নিয়েই চলে গেছে গান শুনিয়েই ……………… এই পালটানো সময়েই , এই পালটানো সময়েই সে ফিরবে কি ফিরবে না জানা নেই ও গানওয়ালা আর একটা গান গাও আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই …………………….. কৈশোর শেষ হওয়া , কৈশোর শেষ হওয়া , রঙ চঙ্গে স্বপ্নের দিন চলে গেছে রঙ হারিয়ে , চলে গেছে মুখ ফিরিয়েই এই ফটাকাবাজির দেশে , এই ফটাকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেঁচে নেইইই…………. ও গানওয়াল আর একটা গান গাও আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই ……..
@palrobin0910 жыл бұрын
" যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা .." অসাধারন ! ধন্য আমরা তোমার গান শুনে / গেয়ে । ভাই, এখন সত্যিই গান শোনার তাগিদ অনুভব করি । ধন্য তুমি, ধন্য তমার বিষয় ভাবন, ধন্য তোমার উপস্থাপনা । ভাল থেক, আনন্দে থেক ।
@rakib.youtube.7 жыл бұрын
Robin Pal i
@mpentertainment46317 жыл бұрын
Robin Pal অসাধারন
@azizeesimage74707 жыл бұрын
আধুনিক বাংলা গানের সোনালী যুগ শেষ হয়ে বাংলা গানের সৃজনশীলতার ক্ষেএে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল-- সুমনের গান সে ক্ষেএে নতুন একটা ধারা তৈরী সফল ভাবে করতে পেরেছে।তার জীবনমুখী গানগুলি আমাদের হৃদয় ছুয়ে যায়।
@tanmoychatterjee42714 жыл бұрын
জীবনমুখী?? ও তো নচি শিলারা করতো। সুমন রবীন্দ্রনাথ সলিলের উত্তরসূরি।
@AsrafAli-lw5im8 жыл бұрын
Kabir Sumon is the bob Dylan of bangal .......... Awesome lyrics with excellent sing ..........
@delhk2443 Жыл бұрын
বাঁশুরিয়া বাজার বাঁশী একটা মাস্টারপিস। হাজার বছরেও পুরান হবেনা এই গানটি
@NahidHasan-xp1cl5 жыл бұрын
প্রিয় শিল্পী। আপনি বেচে থাকবে গানে, ও ব্যক্তিত্বে।
@shadsikder55677 жыл бұрын
অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া মুহূর্ত যায় জন্মের মতো, অন্ধ জাতিস্মর গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নি:স্বাস ফেলে হাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া কালকেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই শবদেহ নিয়ে আগেও মরেছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারি কোলে মুক্তি পাই নি শুধু তোমাকেই আবার দেখব বলে বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে কখনো গাঙ্গর, কখনো কোপাই, কপোতাক্ষর গানে গাঙ্গর হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখি না তাই মুখে মুখে ঘেরা মানুষের ভীড়ে শুধু তোমাকেই চাই তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে তথাগততার নি:সঙ্গতা দিনের অস্তরাগে তাঁরই করুনায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা আমিও কাঙ্গাল হলাম আর এক কাঙালের থেকে দেখা নতজানু হয়ে ছিলাম তখনো, এখনো যেমন আছি মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মেছ বহুবার আমি ই ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিত্কার দুঃখ পেয়েছ যতবার, জেনো আমায় পেয়েছ তুমি আমি ই তোমার পুরুষ আমি তোমার জন্মভূমি যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা বার বার আসি আমরা দুজন বার বার ফিরে চাই আবার আসব আবার বলব শুধু তোমাকেই চাই
@fazlulkarim28894 жыл бұрын
আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা
@redgreen82906 жыл бұрын
যত বার শুনি ফিরে যাই সেই কৈশোরের দিনগুলিতে ..কালজয়ী সৃষ্টি
His master's voice. With him, an era will end in Bengali Music. Please live, write and sing for another 100 years Simon Chattopadhya. Please don't leave us.
@sumanbasu54623 жыл бұрын
He is peerless . A food for thought . Grown up listening to him . I wish I could have seen the angry , revolutionary Suman once again in Kalamandir .
@GPArt-vm1df3 жыл бұрын
যতবারই শুনি শুনে যেন আস মেটে না যেমন কথা তেমন সুর,… শুধু আপনার দ্বারাই সম্ভব … শ্রদ্ধা নেবেন…🙏
@gargisarkarchottopadhyay8 жыл бұрын
'মানুষের গানে শুধু তোমাকে চাই। 'এমন কথা যে গানে পাওয়া যায়, বারবার তাঁর গান শুনতে চাই।
@mdbillalhossain97758 жыл бұрын
thanks you
@qumrulamin54344 жыл бұрын
How it is possible ,really sumon is just a piece of diamond.
@nadimhasan12869 жыл бұрын
বাশুরিয়া বাশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায় গেও শুর ভেশে বেরায় শহুরে হাওয়া এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্জ থেকে তোমাদের দেশে বুঝি সব মানুষেই বাঁশি শেখে আমাদের স্কুল কলেজে শেখল কে লেখা পারা প্রানে গান নাই যে মিছে তাই রবি ঠাকুর মূর্তি গরে তোমার ঐ দেহাতি গান দোলে যখন বাশির মুখে আমাদের নকল ভন্ড পৃষ্টি চালায় করাত বুকে বুকে আর গলায় আমার শহর কলকাতা গেও শুর ভেশে বেরায় শহুরে হাওয়া বাশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায় গেও শুর ভেশে বেরায় শহুরে হাওয়া ঠেলা ভ্যোন চালাও তুমি কিংবা ভারায় গারির ক্লিনার ছবছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার ফাক পেলে বাঁশি বাজাও ফেলে আশা ঘরের ডাকে দেশে গিয়ে এমন শুরে হয়ত ডাক কলকাতাকে ফিরে এসে উদম খাঁটো গাঁয় গতরে ব্যাস্ত হাতে মুজরিতে ভগ বসাচ্ছে কারা তোমার কলকাতা তে তাদেরি গাইয়ে আমি সাজানো জ্বলসায় গেও শুর ভেশে বেরায় শহুরে হাওয়া বাশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায় গেও শুর ভেশে বেরায় শহুরে হাওয়া ...।
@mahafuzsumon72339 жыл бұрын
nic
@safiulalam46899 жыл бұрын
tumake chai
@zainmedicalclinic428 жыл бұрын
masba sorayem
@zainmedicalclinic428 жыл бұрын
masba sorayem
@pritishmajumdar8746 жыл бұрын
👌👍
@suvrangshusarkar8 жыл бұрын
আমাদের সৌভাগ্য যে আমরা ওনাকে শুনছি..
@sensayantan4796 жыл бұрын
Suvrangshu Sarkar Ss0
@sayanidutta19644 жыл бұрын
কবির সুমন র গান শুনল যেনো নিজেকে খুঁজে পাই নতুন করে বার বার ❤️
@debashishmutsuddi83358 жыл бұрын
সুন্দর গান, যা শুনা যায়, আবার মন খুজে তাকে... আনেক না পাওয়ার মাঝে কিছু পাওয়া যায়, গানঠি শুনলে আমি প্রায় ২৫ বছর আগে চলে যাই......
@papiabiswas81014 жыл бұрын
Ganey ganey amon korey sotti kotha gulo bola jy ta Sumon er thkey sikhechi , student life ketey gyachey eisob gan suney
@debjyotimondal51736 жыл бұрын
What a terrific lyrics.. lyrics of reality... what a singer....
@rajarshichatterjee32813 жыл бұрын
Greatest lyricist after tagore....and his name is kabir sumon.... !!! Our own sumon ...our quintessential kabir da ! Matha noto korlam genius!!! Ki kotha...ki sur...ahaha !!! 😍❤❤❤❤
@EngineMollah Жыл бұрын
আমাদের প্রজন্ম যখন হাল প্রায় ছেড়েই দিয়েছিল, সে কঠিন সময়ে ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে সুমন গেয়ে উঠলেন- "হাল ছেড়ো না বন্ধু .." বলা যায় তখন থেকে আমাদের প্রজন্ম আবার ঘুরে দাঁড়াতে শুরু করে।
SUMAN KABIR is certainly a brilliant singer with enormous talent. He is definitely a trend setter in Bengali popular music. I wish him all the best. Long live SK.
@ARINDAMCHAKRABARTY Жыл бұрын
Kabirda just awesome.....Regards
@rupaksaha73538 жыл бұрын
বাংলা গানে নতুন যুগের বিপ্লব কবির সুমন
@nurhuda96099 жыл бұрын
স্যালুট জানাই মনের গভীর থেকে
@alammonirul7868 жыл бұрын
সুমন কালজয়ী। বাঙালীর ঘাড় থেকে সাম্প্রদায়িকতার নেমে গেলে, বাঙালী আরো কিছু পেতে পারতো ।
@shyamaldas35613 жыл бұрын
100%
@sanjoysom80543 жыл бұрын
এটাই বাঙালিকে এক অদৃশ্য অন্ধকারের নিয়ে যাচ্ছে।
@Notundigonto7 жыл бұрын
became great fan of u when started to learn about you in the age of my 24 yrs otherwise i will be incomplete luckily i got a chance to meet with you in a book fair and hear a lecture of you
@skrafikulislam24866 жыл бұрын
গান গেওনা খাতা খুলে
@SIDDHARTHA_SIR_COMPUCARE9 жыл бұрын
Super.... all the songs are meaningful....
@youpedia27814 жыл бұрын
অনুরোধে করছি কবির সুমনের নামটা ঠিক করে লিখার জন্য।
@surakinchan91032 жыл бұрын
কবির সুমন ' আপনার গান শুনলে গানের মধ্যে যেনো নিজেকে ভাসিয়ে দিতে মন চায়, আবার নিজে গাইতে গেলে শুধু বার বার হোচট খাই,তাতেও মজা পাই।।
@kaberibose48732 жыл бұрын
Gaan gulo jatobar shuni tatobar mon bhore jai
@Rainbow_6007 жыл бұрын
Great collection. Great lyrics. Great voice.
@tahminasultana28292 жыл бұрын
I salute my bansuriya,ganwala.
@krishnachattopadhyay30922 ай бұрын
Asadharan sur o katha
@subratamullick69366 жыл бұрын
Unbelievable perchance grate I salute you sir
@mdbillalhossain97758 жыл бұрын
amr piau sir Md mozammel hoque ar sumon kabir is best singer ami o take like kari i miss you.....................
@FoysalAhmed-bb9tm9 жыл бұрын
অসাধারণ কথা,সুর,গায়কী,
@IpsitaGhosh9 жыл бұрын
Darun... Thank you for the upload.....
@saregamabengali9 жыл бұрын
Ipsita Ghosh Thank you for your valuable comment. We are glad that you liked this Video. Keep watching and Subscribe to our channel for latest Videos ..!! :)
@debashishsaha57219 жыл бұрын
অসাধারন.....
@rahulhasnat83968 жыл бұрын
অসাধারন গান যতো বার শুনি শুনতে মন চায়
@raselpordhan78284 жыл бұрын
ও গানওয়ালা আরেকটা গান গাও। আমার আর কিছু কিচ্ছু করার নেই।
@ripon25183 жыл бұрын
ভাল লাগে আপনার গান গুলো ! বাংলাদেশ থেকে শুনি ।।
@rajsekharmondal36247 жыл бұрын
ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেট করো/প্রেমের পদ্য।
@anupkumarmistry48955 жыл бұрын
মন জুড়িয়ে যায় এইসব গান শুনলে।
@md.monjurulislamriyadh24632 жыл бұрын
🇧🇩 আমার আর কোথায় যাবার নেই! কিচ্ছু করার নাই... 🙂
@shilarana98868 жыл бұрын
সারাজীবন শুনতে চাই...
@NusratJAHAN19818 жыл бұрын
সেই সুমন কি এই সুমন, কেমন যেন সন্দেহ হয়। আবার খুব মন খারাপও হয় :(
@aniket0078 жыл бұрын
kosto lage
@papanchat8 жыл бұрын
why? it would all have been fine if he just wrote / sang songs? He actually did what he wrote about -- if you don't like then stfu.
@NusratJAHAN19818 жыл бұрын
papanchat I still love him, yet somewhere he is a changed man who I don't know.
@motiurwowrahman83637 жыл бұрын
অনেক অনেক বাল লাগল
@sukdebbiswas53417 жыл бұрын
সুমন অার সুমন নেই। কারন ওনার একটা গানে অাছে - "অামি চাই বিজিপি নেতার পুত্র বধু সালমা খাতুন" এ দারা ওনি বোঝাতে চেয়েছিলেন মানুষ অামরা, তাতে থাকবেনা কোন জাত-পাত। অার শীল্পির তো কোন জাত থাকার কথাও নয়। কারন শীল্পি সবার। কিন্তু ওনি এখন বেজাত।
@SpandanBhatt19853 жыл бұрын
সুমন rajnoitik মূর্খ বা অবোধ হলেও। তার লিরিক্স রবীন্দ্রোত্তর যুগের সেরা । তার সুর যেন বাংলার ডিলান বা সেগার : তার জন্য আমরা আজ ও বাংলা গান গাই। গান শুনি ও জীবনের মানে খুঁজে পাই।
@mdbillalhossain97758 жыл бұрын
Amr mone hoy tini akjon birduhi singer Ilike you
@metropharmacy95798 жыл бұрын
সুন্দর গান, যা শুনা যায়, আবার মন খুজে তাকে
@samirbanerjee7219 жыл бұрын
These songs not let me sleep! still I feel what a selfish I am spent 60 years without any purpose. These songs make me think always why I am, what I am, who I am.
@papiabiswas81014 жыл бұрын
Exactly, I feel d same , shame
@YujiItadori5436-y8l3 жыл бұрын
Je kjon talented bangali achen kabir sumon tader madhye anyotamo.salute.Apni sata borsho jibito sustho thakun.Amader songs sonun.
@tuhinasadhukhan77655 жыл бұрын
Wow...💖mind blowing...
@tamannatanni52148 жыл бұрын
অসাধারন।
@sumonmukherjee29578 жыл бұрын
Yes, we want Suman Chottopadhyay (and not Kabir Suman), once again....thanks for uploading the songs...
@asifulislam47479 жыл бұрын
আবার আসব আবার বলবো শুধু তোমাকে চাই....
@sarmisthadas401 Жыл бұрын
Excellent
@aashishsharma23067 жыл бұрын
Good collections... I like it...
@tuhinasadhukhan77655 жыл бұрын
Just amazing...🌹🌹🌹
@sayantangoswami21923 жыл бұрын
God's voice wouldn't be any different...
@jyotipolroy10 жыл бұрын
kichu bolar nei... Jonmo Jonmantorer Premer Gaan... " Bar bar asi amra dujon , bar bar fire jai... abar asbo abar bolbo sudhu tomakei chai..." na ses hoa premer gaan....
@saregamabengali10 жыл бұрын
jyotirmoy roy Thank you for your valuable comment. We are glad that you liked these Video . Keep watching and Subscribe to our channel for latest Videos ..!! :)
@aliimtiaz593310 жыл бұрын
I've listened these songs &lost them because cassetes was getting lost slowly &forgot to collect in CD version suddenly todaywhen I listen these songs I was lost in my old memories thanks but the sound should be more clear
@saregamabengali10 жыл бұрын
Ali Imtiaz Thank you for your valuable comment. We are glad that you liked these Video . Keep watching and Subscribe to our channel for latest Videos ..!! :)
@suvrosuvo26923 жыл бұрын
খুবই সুন্দর
@BengalUpdate7 жыл бұрын
Suman dar gaan bachar mane bole dai, salute
@pradipdutta48368 жыл бұрын
Beautiful rendition
@ridamdeb99354 жыл бұрын
কবির সুমন কে আমার প্রণাম
@mahbuburrahmansarkerrahman58223 жыл бұрын
About SUMON & HIS SONG'S.... I.. Think.. I. Can't never. Ever write to some word's about his. Siriestee... About. His. Think... No. Body. Yes.. I.. Am. Over sure.. No. Body. Can't. Perfecetley. Comment. About.. Singer sumon..... Only one. Our. God. Knows
Suman becomes Kabir ( an weaver).From Chattopadhay to weaver .What does it say .HarHarMahadev
@sadasibchaudhuri38179 жыл бұрын
khub bhalo
@saregamabengali9 жыл бұрын
Sadasib Chaudhuri Thank you for your valuable comment. We are glad that you liked this Video. Keep watching and Subscribe to our channel for latest Videos ..!! :)
@parthasaha79118 жыл бұрын
kub kub vlo laglo...
@mdbillalhossain97758 жыл бұрын
valo bandu amon gan kom ay hoy suna jay valo thako bandu
Oshadharon, thanks. I am looking for one song, for so long - Bappi Lahiri "aar ferano jae na keno". Do you have that and upload?
@saregamabengali9 жыл бұрын
Mainul Husain Khan Thank you for your valuable comment. We are glad that you liked this Video. Keep watching and Subscribe to our channel for latest Videos ..!! :)
@rajendranathbera46749 жыл бұрын
Very nice songs...
@najibur19719 жыл бұрын
exceptional
@saregamabengali9 жыл бұрын
Najibur Rahaman Thank you for your valuable comment. We are glad that you liked this Video. Keep watching and Subscribe to our channel for latest Videos ..!! :)
@deejong70173 жыл бұрын
2021 সালে কে কে শুনছেন
@rambasak99748 жыл бұрын
Evergreen
@atindranathroy43895 жыл бұрын
Perfect 😊
@monotoshbhattyacharya27306 жыл бұрын
কোথায় যেন জীবনানন্দ কে ও ছাপিয়ে গেল মনেহচ্ছে
@SudureProbase7 жыл бұрын
liked that comment - suman is bob Dylan of Bengal...