প্রতি কেবি বা সেফটি কাঠের বর্তমান বাজার মূল্য ও কাঠ কেনার সময় যে বিষয় গুলো খেয়াল রাখবেন ঃ ১.আকাশি বা একাশি কাঠের দাম প্রতি সেফটি = ১৮০০-২০০০ টাকা ২.মেহগনি কাঠের দাম প্রতি সেফটি= ৭০০ - ১৫০০ ৩.পুরাতন লোহা কাঠের দাম প্রতি সেফটি= ৪০০০-৫০০০ টাকা ৪.বার্মিজ লোহা কাঠের দাম প্রতি সেফটি= ৪০০০-৭০০০ ৫.নাইজেরিয়ান লোহা কাঠের দাম প্রতি সেফটি = ১৮০০-২৪০০ টাকা ৬.চিটাগাং সেগুন কাঠের দাম প্রতি সেফটি = ৩৫০০-৫০০০ টাকা ৭.যশোর সেগুন কাঠের প্রতি সেফটির দাম= ২৫০০-৩০০০ টাকা ৮. নিম কাঠ এর প্রতি সেফটির দাম = ১৫০০-১৬০০ টাকা ৯. কড়ই কাঠ প্রতি সেফটির দাম = ৬০০-১২০০ টাক কেবি ১০. কাঠাল কাঠ প্রতি সেফটির দাম= ২৪০০-৩০০০ টাকা ১১. ফুল গামারি কাঠ প্রতি সেফটির দাম = ১৫০০-১৭০০ টাকা ১২. শীল ঘামারি প্রতি সেফটির দাম = ১৮০০-২০০০ টাকা স্থান বা এলাকা ভেদে দামের কিছুটা তারতম্য হতে পারে। স- মিল থেকে কাঠ কিনার সময় ৩ টা বিষয় খেয়াল রাখবেন তাহলে ঠকার কোনো রকম সুযোগ থাকবে না! ১. কাঠের দাম যেই কাঠ কিনবেন অন্তত কয়েকটা স- মিলে এ দাম যাচাই করে নিবেন। ২. কাঠের পরিমাপ টা ভালো করে বুঝে নিবেন। অধিকাংশ ক্ষেত্রে স-মিলের লোকেরা পরিমাপে কম দেয়। মাপের বিষয় টা আগে থেকেই বলে নিবেন সঠিক মাপে কাঠ দিবেন। ৩. কাঠ কেনার আগে যে গাছের কাঠ কিনবেন সেই গাছটি দেখে নিবেন। সবসময় মোটা ও পোক্ত গাছে কাঠ কিনার চেষ্টা করবেন। চিকন গাছের কাঠ বেশি টেকসই হয় না। ভালো গাছে শার দেখে নিবেন। এই বিষয় গুলো যদি আপনি বুঝেন তাহলে কাঠ কিনে ঠকার সুযোগ নেই। যদি না বুঝেন কাঠ কিনার আগে একজন কাঠ মিস্ত্রি নিয়ে কাঠ কিনতে যাবেন। তবে খেয়াল রাখবেন মিস্ত্রি স- মিলের মালিকের সাথে গোপনে আগে থেকেই যেনো আলাপ করে না রাখে। আমাদের ভিডিও গুলো ভালো লাগলে এবং নতুন এইরকম আরো ভিডিও পেত অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করুন।
@ParvezKhan-qh8my3 жыл бұрын
ধন্যবাদ
@zaminur_rd913 жыл бұрын
আমাকে তো ১৩০০০/- টাকায় মেহগনি কাঠের দরজা দিতে চেয়েছে।
@mdmohonsheikh24783 жыл бұрын
ভাই অমি মেহগুনির কাঠের দরজা বানাবো কত খরচ পরবে
@Sajal_Molla3 жыл бұрын
কাজ থাকলে বলবেন
@nacok96812 жыл бұрын
ভাই, আজকে একটা দারুণ জিনিস শিখাইলেন, অনেক কিছু জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই।
@shopnilsagor2904 жыл бұрын
Sundor lagce brother
@babulhasan29905 ай бұрын
nice good
@amnatali89833 жыл бұрын
Good
@faridhossain83103 жыл бұрын
Thanks Vai,
@mdmostafijurrahman16142 жыл бұрын
Thank you vai
@mdsaiful-bq6ml2 жыл бұрын
good👌
@mdmahabubhasan33384 жыл бұрын
ধন্যবাদ
@arifrahaman72344 жыл бұрын
স্যার ভিডিওটি ভালো। নতুন কিছু জানতে পারলাম। কিন্তু আমীন এর টেকনিক্যাল ভিডিও কবে আসবে?
@mradmanu4 жыл бұрын
আমীন শিপ কাজের টেকনিক নিয়া ভিডিও প্লিজ।
@riponnandi97624 жыл бұрын
চৌকাঠের হিসাব বের করে দেখালে উপকার হবে
@landmmeasurement39054 жыл бұрын
Sir আরও খরচ বাকি থাকল যেমন কব্জা ছিটকিনি দরজার ভিতরে ও বাইরের lock বড় হাসকল lock ইত্যাদি ।
Sir হয়ত কব্জা ও ছিটকিনি 500 টাকায় হয়ে যাবে কিন্তু দরজার লক এক একটার মূল্য প্রায় 1800 -- 2000 টাকা কারন আমি recent চারটি দরজা ও চারটি জানালা বানালাম নকশা ও বার্নিস করে । তবে দরজার হাইট সারে ছয় ফিট ও জানালা চার বাই পাঁচ ফুট ।
@bdlandsurveyor80674 жыл бұрын
লক টা বিলাসী দ্রব্য বলে আমি মনে করি। শুধু মাত্র সদর দরজাতে ১ টি লাগালে ই হয়।
@landmmeasurement39054 жыл бұрын
না sir লকটা বিলাসী ব্যপার নয় প্রতেক ঘরের saftey এর জন্য ।
@bdlandsurveyor80674 жыл бұрын
ami nije sudu main door e lagiyesi
@kkd69062 жыл бұрын
হই নি তো, সব ইউনিট এক করে নিতে হবে
@najimahmed4114 жыл бұрын
আল মদিনা ডোর এন্ড ফার্ণিচার বালাগঞ্জ সিলেট
@rakeshsahis33583 жыл бұрын
3j×4inchi এব্ং5jএর হিসাব কেমন হবে একটা video দিন দাদা
@mostwanted61623 жыл бұрын
Thanks
@udaychatterjee756 Жыл бұрын
আকাশের কাঠের পালিশ কেমন হয়
@bdlandsurveyor806710 ай бұрын
আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ- আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182
@JamilAhmed-eh8od4 жыл бұрын
ধন্যবাদ ভাই। একটু জানাবেন, রেন্ডি বা শিরীজ কাঠ দিয়া দরজা করা যাবে কি না। সুবিদা, বা অসুবিদা কি জানাবেন। গাছের বয়স ৫০ বছর
@ramenchangder52243 ай бұрын
Foot ke inch diye gun kara jai na।
@bdlandsurveyor80672 ай бұрын
মনোযোগ দিয়ে দেখুন
@nasiruddin-fl4pf4 жыл бұрын
পালং বানাতে কত গাছ লাগে কত খরচ ভিডিও
@organic98976 күн бұрын
আপনি গামারী অথবা শীল করই কাঠের দরজা তৈরির হিসাব দিয়েছেন, এটা মার্কেট এ ১০-১২ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন।
@bdlandsurveyor80676 күн бұрын
Ok
@bangladesh68092 жыл бұрын
সি এফ টি রেট কিভাবে হিসেব করা হয়..??
@SharifKhan-zf2pp4 жыл бұрын
ভাই জান আমি শুধু পাল্লার জন্য মেহগনি কাঠ কিনেছি 1400টাকা সেফটি করে,আমার সাড়ে তিন ফিট বাই সাত ফিট দরজার কতটুকু কাঠ লাগবে ।গর্জন কাঠের চৌকাঠ লাগিয়েছি ।
@joydebmridha6263 жыл бұрын
তিন সি,এফ টির সামান্য বেশী 3.065 লাগবে ।
@babu_bhaiya11173 жыл бұрын
Frame ar ta ki kore hisab ber korlen aktu bolun... 6"*2.50"=1.75 cft ki kore holo aktu bolun
@mamunsheikh555544 жыл бұрын
ফুট ইন্চি কি সব একসাথে গুন হবে না কি
@bdlandsurveyor80674 жыл бұрын
করা যায়।
@MorshedAlam-bw1gr4 жыл бұрын
ভাই দরজার ফ্রেমের হিসাব বুজলাম না দয়া করে বলবেন।
@bdlandsurveyor80674 жыл бұрын
ফ্রেম ৬" প্রস্থ ২.৫ " পুরুত্ব ও ৭ ' লম্বা। দুই পাশে ২ টি কাঠামো এবং উপরে ৩ ফুট লম্বা, ৬ " প্রস্থ ও ২.৫ ইঞ্চি পুরুত্ব
@MorshedAlam-bw1gr4 жыл бұрын
হিসাবটা কিভাবে বের করব
@MahfujaMatin3 жыл бұрын
@@bdlandsurveyor8067 চৌকাঠ এর হিসাবটা ই হচ্ছে দরজার ফ্রেমের হিসাব।
@motiurrahman-fe7iq3 жыл бұрын
ভাই আপনি যে ১.৫ কাঠে রানদা করবে তাহলে তো কাঠের থিকনেছ কমে যাবে
@washiulhakim86063 жыл бұрын
সোফা বানাতে কত সি এফ টি কাঠ লাগে?
@SabbirHossain-ls3hb3 жыл бұрын
বর্তমানে মেহগনি কাঠের দাম কত?
@MasudRana-wn8sz2 жыл бұрын
÷১৪৪ টা কি আমাকে একটু বলবেন? আর আপনি ৭ ফুট হিসাব করছেন।আবার প্রস্থ ৩৬ ইন্চি ধরছেন,আমি যদি লম্বা ৭ ফুট কে ইন্চি তে নিয়ে আসি তাহলে হিসাব টা কিভাবে হবে? ধরুন আপনার ছিলো - (৭×৩৬×১.৫)÷১৪৪ আর লম্বা টা ইন্চি তে ধরলে- ( ৮৪×৩৬×১.৫)÷১৪৪ এভাবে কি হবে?