স্যার সারদামঙ্গল কাব্যের সঙ্গে পাশচাত্যের কোন কবির কোন কাব্যের সাদৃশ্য রয়েছে? বলে দিলে উপকৃত হতাম 🙏
@Bengaliguidance Жыл бұрын
সারদামঙ্গল " কাব্য যেসব পাশ্চাত্য কবির প্রভাব পড়েছে , তারা হলেন শেক্সপিয়র , বায়রন ও শেলী ।
@NisantaMandal-mi1pe Жыл бұрын
@@Bengaliguidance ধন্যবাদ স্যার। একটা বইয়ে দেখলাম পি বি শেলির Hyam to Intellectual Beauty কবিতার সাদৃশ্য রয়েছে তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। 🙏 আর রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যে প্রভাব পড়েছে তাই না স্যার 🙏
@sybangla6390 Жыл бұрын
সাল গুলো নিয়ে ঝামেলাই পড়েছি । বইগুলোর সাথে মিলছেনা। আপনার টা কি সঠিক ধরে নেব একটু বলবেন প্লিজ বিভ্রান্ত হচ্ছি
@Bengaliguidance Жыл бұрын
আমি চেষ্টা করেছি অথেন্টিক বই থেকে তথ্য দেওয়ার । তারপরও ভুল থাকলে সেটা অনিচ্ছাকৃত ।
@ritadas3435 Жыл бұрын
Sir 9/10 and 11/12sahitto somver bole j book 2to ache sagulo ki porte hbe ?ogulo to class r book noy,but syllabus a ache ,kindly aktu jnale vlo hy
@Bengaliguidance Жыл бұрын
SLST নতুন সিলেবাস এখনো প্রকাশিত হয় নি, তাই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না । কিন্তু আগের সিলেবাস অনুযায়ী পড়া প্রয়োজন।
@mahamudakhatun3876 Жыл бұрын
Sir সালের ব্যাপারে কি ১০০% নিশ্চিত হতে পারি। অন্যান্য ব্ ই এপ্রিল ওন্য সাল আছে
@Bengaliguidance Жыл бұрын
অথেন্টিক বই থেকে তথ্য সংগ্রহ করা হয়। আর যদি কিছু ক্ষেত্রে মিসটেক থেকেও থাকে, সেটা প্রথম কমেন্টস এ জানিয়ে দেওয়া হবে ।
@mainuddinshaikh6282 Жыл бұрын
Sal gulo sob thik ace confirm? Amar note er songe milchena Anekgulo Jemon dhumketu
@mainuddinshaikh6282 Жыл бұрын
Premprobahini
@Bengaliguidance Жыл бұрын
অথেন্টিক বই থেকে করা হয়।
@mainuddinshaikh6282 Жыл бұрын
@@Bengaliguidance Premprobahini ১৮৭১ Asitkumar er boite Thank ❤🌹
@NisantaMandal-mi1pe Жыл бұрын
সাধের আসন একটা বইয়ে দেখলাম (১৮৮৭-৯৬) আপনি লিখেছেন ১৮৮৯ কোনটা করবো স্যার 🙏
@Bengaliguidance Жыл бұрын
1889 করা যাবে।
@NisantaMandal-mi1pe Жыл бұрын
@@Bengaliguidance ঠিক আছে স্যার
@moupal82759 ай бұрын
স্যার কবির স্ত্রী অভয়া দেবী নাকি সরলা দেবী হবে ?
@Bengaliguidance9 ай бұрын
অভয়া দেবী
@bhumi8728 Жыл бұрын
রবি ঠাকুর কোন প্রবন্ধে বিহারীলাল চক্রবর্তী কে 'ভোরের পাখি' বলেছেন? জানতে চাই। ধন্যবাদ।
@Bengaliguidance Жыл бұрын
ভোরের পাখি শান্ত, স্নিগ্ধ, মধুর ও রোমান্টিক । সে তার আপন কুজনে সূর্যের মাঙ্গলিক আগমন বার্তা ঘোষণা করে । ঠিক তেমনি বিহারীলাল চক্রবর্তী তাঁর কবিতায় নিজ হ্রদয়ের উচ্ছ্বাস ও মধুর ভাবকে ব্যক্ত করে বাংলা গীতি কবিতার দ্বারকে উন্মোচন করে গীতিকবিতার জয়যাত্রা সূচনা করেন । তাই রবীন্দ্রনাথ ঠাকুর ‘অবোধবন্ধু’ পত্রিকায় বিহারীলাল চক্রবর্তীকে আধুনিক গীতিকবিতার ‘ভোরের পাখি’ বলে অভিহিত করেছেন ।
@sikhagayen8311 Жыл бұрын
What's app group tai please add korun sir...
@Bengaliguidance Жыл бұрын
লিঙ্ক খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে জানিয়ে দেওয়া হবে ।
@abumotalebali527910 ай бұрын
স্যার বিহারীলাল চক্রবর্তীর বন্ধু বিয়োগ কাব্যের যে চারটি সগ রয়েছে সেখানে পূর্ণবিজয় কেন হয়েছে সেখানে তো পূর্ণ চন্দ্র হতো। প্লিজ একটু বলবেন স্যার।
@Bengaliguidance10 ай бұрын
বেশকিছু অথেন্টিক বইয়ে পূর্ণবিজয় পেয়েছি।
@abumotalebali527910 ай бұрын
@@Bengaliguidance ঠিক আছে স্যার ❤️ ভালো থাকবেন।
@tulikarana5498 Жыл бұрын
Sir mock test
@Bengaliguidance Жыл бұрын
কিছু দিন পর থেকে শুরু করা হবে ।
@babumiah9124 Жыл бұрын
দাদা আপনার ফোন নম্বর টা দিলে খুব উপকৃত হতাম।
@Bengaliguidance Жыл бұрын
ইউটিউবে সরাসরি ফোন নম্বর দেওয়ায় সমস্যা রয়েছে । পুরনো ভিডিওতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে । সেখানে ফোন নম্বর পেয়ে যাবেন ।
@SAJAHANMANDAL-r1b Жыл бұрын
Dada pdf. Din na.
@Bengaliguidance Жыл бұрын
PDF তৈরি করা সময় সাপেক্ষ । খাতায় লিখে পড়তে পারলে আপনার সুবিধা হবে ।
@sumanpaul1900 Жыл бұрын
@@Bengaliguidance sir ajke ki viedo deben
@sumanpaul1900 Жыл бұрын
@@Bengaliguidance kabbe rabindro nath din
@NisantaMandal-mi1pe Жыл бұрын
স্যার স্বপ্নদর্শন কে একজায়গায় বলছেন গদ্যগ্রন্থ আবার কাব্যগ্রন্থের তালিকায় লিখেছেন কাব্যগ্রন্থ বিষয় টা কনফিউস লাগছে
@Bengaliguidance Жыл бұрын
গদ্য গ্রন্থ ।
@sanjibsaha1676 Жыл бұрын
Sir apnar nam ki ? Apnar phone number ta deben?
@Bengaliguidance Жыл бұрын
● আমার নাম : পলাশ হালদার ● মোবাইল নম্বর : (ওপেন প্ল্যাটফর্মে ফোন নম্বর দেওয়া একটু অসুবিধা আছে । ইমেল করো, আমি নম্বর দিয়ে দেবো)।