সত্যি সত্যিই কি অসাধারণ এবং অনবদ্য এক গায়কী! যতবার শুনি ঠিক ততবারই মুগ্ধ এবং আপ্লূত হই! ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের এক অন্যতম কিংবদন্তি শিল্পী পিন্টু ভট্টাচার্যের গাওয়া অসাধারণ এক বাংলা গানের অ্যালবাম। ভারতীয় বাংলা সঙ্গীতের অন্যতম এক কিংবদন্তি শিল্পী পিন্টু ভট্টাচার্য্য এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏
সুস্থ - সুন্দর মনের অধিকারী সব মানুষের মনের মণিকোঠায় মরমী - শ্রদ্ধেয় এই শিল্পীর গান চিরদিন বেঁচে থাকবে।🙏💙🌹
@sridiptalahiri60 Жыл бұрын
এখনো শুনলে অসাধারণ লাগে। বুঝতে পারি সেই যুগে , গান দেখার প্রয়োজন ছিলনা , শোনা ই যথেষ্ট ছিল। এই আন্তরিক, সুরেলা কণ্ঠে , গানের কথাগুলো যেনো প্রাণ পায়। বাংলা আধুনিক গানে, আপনার এই প্রবাদপ্রতিম গায়কি, স্বর ও সুর , একাল ও সেকাল এর প্রকৃত সঙ্গীতপ্রেমী শ্রোতা দের হৃদয়ে চিরকালীন স্থান করে নিয়েছে।❤
@MizanurRahman-pr4qd4 ай бұрын
অপুর্ব অসাধারণ গান হারিয়ে যাই এই সুরের মূর্ছনায়।
@sisirkumarshome60707 жыл бұрын
স্কুল জীবন থেকে এই সব গান মনে গেঁথে আছে । অসাধারন, অতুলনীয় । শিশির সোম , পহলামপুর , সিঙ্গুর, হুগলী
@jogmayadas2607 жыл бұрын
পিন্টু ভট্টাচার্য ছিলেন এক অনন্য কণ্ঠের অধিকারী ।তার আধুনিক গান মানুষকে বিমুগ্ধ করে রাখতো ।খুব তাড়াতাড়ি চলে গেলেন ।আমরা হারালাম এক অনন্য কণ্ঠ শিল্পীকে ॥
@sanjoychatterjee54603 жыл бұрын
😥😥
@pradeeproychoudhury9371 Жыл бұрын
I am fortunate to listen songs of this God gifted voice first in 1970 & now also relish these songs in the same manner.An extra ordinary delivery of voice!!
@BanshiPal-yo1fr6 ай бұрын
গুরুদা
@anindyanuri9 жыл бұрын
বাঃ অসাধারণ। ছেলেবেলায় রেডিওতে এই গানগুলো শুনতাম। পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। সা রে গা মা কে ধন্যবাদ এই গানগুলো আমাদের উপহার দেবার জন্য। অসাধারণ শিল্পীকে প্রনাম।
মনের কথা গানের মধ্যে এত সুন্দর প্রকাশ আজ আর পাওয়া যায়না
@ankush9089 ай бұрын
যেমন অসাধারণ কথা ও সুর তেমনই অনবদ্য সুরেলা কন্ঠে গান।
@faysalahmed69376 жыл бұрын
অমর হয়ে থাকবে এই গান গুলো আজীবন,গান প্রিয় মানুষদের মাঝে।।।
@dantesengupta62194 жыл бұрын
Extremely nostalgic , with absolute decent , pollite and calm & cool tonal quality implicitly proves of his having good human qualities and all the lyricists and the music composers wrote and played the music compatible with his soft nature respectively . অনন্যসাধারণ , অকৃত্রিম , মন ছুঁয়ে যাওয়া অসাধারণ গায়কী
@AmitRoy-wu2xh3 жыл бұрын
এতো দরদী শিল্পী ভাবা যায় না। আমি খুবই ভক্ত।
@BanshiPal-yo1fr6 ай бұрын
❤❤
@ranjande78455 жыл бұрын
Just awesome. What a melody, what a lyrics, what a music composition! Missing all in modern era.
@supratikchakraborty93812 жыл бұрын
Identical performance of Pintu Da, my favourite singer
@tapaskumarhaldar41793 жыл бұрын
Really its awesome. It reminds me my boyhood days when these songs were very popular. Thanks for such a good collection.
@basantichatterjee273 жыл бұрын
আজকের বাঙালি এই কিম্বদন্তী গায়ক কে ভুলে গেছে।
@goutamguha35332 жыл бұрын
বাংলা গানের স্বর্ণযুগের একজন জনপ্রিয় শিল্পী পিন্টু ভট্টাচার্য ।
@sukumarkantiguha13954 жыл бұрын
নজরুলগীতিটি শুনে খুব ভালো লাগলো । আগে সুপ্রভা সরকারের গলায় শুনেছিলাম। শুভ সন্ধ্যা। নমিতা গুহ ।
@kaustavbanerjee82484 жыл бұрын
গীতিকার ও সুরকারের নাম উল্লেখ করার জন্য ধন্যবাদ। অনেক শ্রোতার আগ্রহ থাকে এই তথ্য জানবার।
@mukhopadhyaysoumi9 жыл бұрын
No one can "deliver" the essence of Bangla Adhunik like Sri Pintoo Bhattachrya.
@mihirbagchi18 жыл бұрын
খুব ভালো লাগে গান শুনতে শুনতে পুরোনো দিনে ফিরে যেতে।
@sujatabose76573 жыл бұрын
পিন্টু দার গানে আজও আমরা মোহিত হয়ে থাকি!!
@amiyarakshit2101 Жыл бұрын
শিল্পীর শিল্পী তুমি। ঈশ্বর তোমাকে আবার তোমার জগতে ফিরিয়ে দিক।
@manaskumarde27803 жыл бұрын
One of the stars of golden era. Simply, unique.
@sudhanyamridha78805 жыл бұрын
সত্যি সত্যি অসাধারণ
@tapaschandramozumdar9473 Жыл бұрын
সেই গান, সেই শিল্পী!!
@MB-tx6di4 жыл бұрын
আশা করি পৃথিবী আপনাকে কখনোই ভুলে যাবে না।
@SOUPTIKMAZUMDAR Жыл бұрын
Bhule geleo kichu ase jay na. Pintu bhattacharya was, is, will be pintu bhattacharya.
@nandinibose3049 Жыл бұрын
Asomvab prio
@Tirthadeep-w6o8 ай бұрын
P@@SOUPTIKMAZUMDAR
@Tirthadeep-w6o8 ай бұрын
@@SOUPTIKMAZUMDAR❤❤❤
@akashmajumder65536 ай бұрын
সত্যিই কি মধুর সুর। কি অসামান্য প্রতিভা..... আমাদের এই এখনের দিনে আর কে গাইবেন এমন গান?
@BihaanMusic7 жыл бұрын
Pintu Bhattacharya r meodious kantha..oshadharon shob shur aar katha diye gantha....jiboner onek smriti joriye thake eishob kalojoyi gaaner modhdhe...
@subirthai8003 жыл бұрын
কি রকম যেন nostalgic হয়ে যাই এই গানগুলো শুনলে। অন্য কিছু ফলে ভালো লাগেনা।
@helaluddinbhuiyan10033 жыл бұрын
অসাধারণ ❤️❤️❤️
@manoshinag26707 жыл бұрын
old is always gold...এই গানটি যেই সময়ের তখন আমার জন্ম হয়নি, কিন্তু কেন জানিনা, "শাওনো রাতে যদি " এই গানটি আমার ভীষন প্রিয়,আর যতোবার আমি একলা ঘরে বসে এই গান টি শুনেছি, শুধু অঝর নয়নে কেদেছি"" কিন্তু কেন এমন হয় আমি সেটা বুঝতে পারিনা, আমার ভীষন প্রিয় এই গানটি.....
@alleysflower9512 жыл бұрын
আপনার পূর্ব জন্মের সাথে কোন ভাবে জড়িত ছিল ঐ গান টি
@dolimukhopadhyay72735 жыл бұрын
মন ভালো হয়ে গেলো, music এ এমন শক্তি ।
@aditichakraborty8872 жыл бұрын
যতবার শুনি শুনেই যাই বারবার ।
@swapanchakraborty65374 жыл бұрын
Ei sob misti gaan sunte golden erar shilpidra ekomebadwitiom,aj unara nai,Amra achhi,suni bar bar,chirokal sunbe.
@parnalidebiswasmilidebiswa90793 жыл бұрын
দারুণ
@BinoyKarmakar-h3h2 ай бұрын
মন ভরে যায় এই সব গান শুনলে
@subhaschandraroy51573 жыл бұрын
দারুন সব গান Ecellent
@Subrata_9846 жыл бұрын
এইসব গানে আছে চিরকালীনতা, আছে হৃদয়ের ছোঁয়া...
@pranabkumardas51295 жыл бұрын
darun, berthoy premer jantrana ei gan gulu sunle akheno mone hoy ki korle jantra na ta petam na
@ranitmukherjee9072 жыл бұрын
এই সব মনি মানিক্য দিয়ে আমাদের সঙ্গীত পরিপূর্ণ। পিন্টু বাবুকে আমার প্রণাম অসাধারন কন্ঠ🙏🙏🙏
@sunirmalpoddar2633 Жыл бұрын
আপনি আমার খুবই প্রিয় শিল্পী, আমরা আপনাকে আপনার সম্মান দিতে পরিনাই বলে আমি বাঙ্গালী জাতি হিসাবে নিজেকে অপরাধী ভাবি.
@prabirgupta20402 жыл бұрын
Heart touching Songs....Pronam janai🙏
@amalchakra2 жыл бұрын
One of the golden voices among a group of excellent singers emerged during Golden Era of Bengali songs.
@Md.Moniruzzaman-lr9oy10 ай бұрын
One famous artist among in this subcontinental
@1968bikash9 жыл бұрын
Such a soothing voice. It is as sweet as mother tongue.Now a days we feel absence of such a singer.
@saregamabengali9 жыл бұрын
Bikash Basu Thank you for your valuable comment. We are glad that you liked this Video. Keep watching and Subscribe to our channel for latest Videos ..!! :)
@singairpilothighschool83068 жыл бұрын
সেই বিশ্ববিদ্যালয় লাইফে গান গুলো শুনতাম। এখন আর শুনার সময় হয় না। আজ শুনে অসাধারন ভাল লাগল।
I bestow my heartfelt regardness to my beloved singer. He is the star of the stars in the golden era in the music world. He is the brightest star in the galaxy of universe. His heavenly voice attracts us deeply. The inner meaning of his songs bring us to the another world. These songs help us to reach the destination of reality. He is immortal . May God bless him!
Pintu Bhattacharjee was my favourite singer.We lost him at the early age.
@mdbelayethossainmostazir83594 жыл бұрын
প্রতিদিন কিছুটা সময় একান্তে গান শুনুন, সুস্হ্য থাকুন ভাল থাকুন।
@manaskar10849 жыл бұрын
simple but very touchy voice- great songs!
@kanchankumarsen76238 жыл бұрын
The singer was one of the greatest of golden ear of Bengali song. He was called as daradi silpi. The songs remind me my school days when the songs were very popular.
@rinaranibhowmick19186 жыл бұрын
Jtitot
@aishikbarman36754 жыл бұрын
I always listen this music at midnight with low volume and try to forget all my sorrow of my life really great.
@subhankarbhattacharjee41666 жыл бұрын
Satti asadharan gan EK TAJMAHAL GARO.
@purnimabatabyal35032 жыл бұрын
ভালো গান ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
@pranabranjan47485 жыл бұрын
Great singer. Cholona dighar saikat chhede khub romantic song.
@muhammadalam46809 жыл бұрын
মনটা ভরে গেলো
@mitabhattacherjee3125 Жыл бұрын
Apni amar hoe thakben amader hridoye❤
@debasisdas54813 жыл бұрын
The world may forget you, only when it ceases to exist...!
@tapatinath5241 Жыл бұрын
জীবনের সব দুঃখ ভুলে যাই এটা শুনলে
@papiachatterjee5900 Жыл бұрын
Gaan gulo sunle manta valo hoye jay
@ncn_sd9 жыл бұрын
choto theke sunchi....aj o hridoy chue jay...thank u saregama
@BinoyKarmakar-h3h2 ай бұрын
এত সুন্দর গান আর শোনা যায় না
@dipankarghosh6025 жыл бұрын
Khub khub priyo gaan... Jonaki re...
@jayantachakraborty37698 жыл бұрын
খুব সুন্দর |
@kajalchatterjee9512 Жыл бұрын
Pintu অমর শিল্পী
@MAINAK9648 жыл бұрын
amader generation ei gan gulo theke keno bonchito holo bujhina ...osadharon
@minakshichakraborty78192 жыл бұрын
অসাধারন কণ্ঠস্বর
@ishtiaquesami39085 жыл бұрын
Very nice and very good singing,I love Pintu Bhatachariya voice,one of the best singer and legendary singer in Bengali song.