শুনে শুনে যেনো শেষ হয় না, অসাধারন..... দরদ একেবারে হৃদয়ের অন্তঃস্থল ছুঁয়ে যায়
@amitabhagupta32372 жыл бұрын
বিক্রমের গান আমাকে আপ্লুত করে। রবীন্দ্র সঙ্গীত অনেক শিল্পীই গেয়েছেন নিখুঁত সুরে; কিন্তু সেই গানের বাণী মূর্ত হয়েছে যে কয়েকজন মুষ্টিমেয় গায়কের গানে আমার বিচারে তার মধ্যে বিক্রম অবশ্যই অগ্রগণ্য । আমি সঙ্গীত বিশারদ নই একজন সাধারণ শ্রোতা।ওর গান শুনলে আমার কাছে জগত সংসার লুপ্ত হয়ে যায়।
@dr.parthasarathiroy19892 жыл бұрын
কবি কি তোমার কথা ভেবেই এই গানগুলি সৃষ্টি করেছিলেন? বারবার শুনলেও কেন অন্তরে তৃপ্তি পাচ্ছি না? শুধু মনে হচ্ছে আরও একবার শুনি। আজ রবীন্দ্রসঙ্গীতের এই চূড়ান্ত অবক্ষয়ের সময় যখন "experiment" নাম দিয়ে যে যা খুশি করছে, তখন তোমার বিশুদ্ধ গায়কী, এমন ভাব, এমন নিবেদন মনে অনেক আশা জাগিয়েছিল। বিধাতার কি নিষ্ঠুর বিচার! "আরো আঘাত সইবে " বা "কিছুই তো হোলো না" শুনে আপনাআপনি চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আহা তোমার গলায় যদি "বেদনা কি ভাষায় রে " বা "সখী আঁধারে একেলা ঘরে" শোনার সৌভাগ্য হতো! চিরশান্তির দেশে ঈশ্বরের দরবারে অনন্ত সঙ্গীত পরিবেশনের ভার যে তোমার। ভালো থেকো।।
@CulturalCrusader2 жыл бұрын
একেবারে ঠিক বলেছেন ভাই!
@jayantaacharya82672 жыл бұрын
মাঝে মাঝেই শুনি । শুনতেই হয় । বেঁচে থাকার মানে খুঁজে পেতে, আনন্দ পেতে , পুলকে বেদনায় ডুবে যেতে ।
এমন দরদ দিয়ে গাওয়া খুব কম শোনা যায় । হৃদয় নিংড়ানো কণ্ঠস্বর । বারবার শুনেও আবার শুনতে ইচ্ছা হয়।
@anilkumarnandi39862 жыл бұрын
তোমারগান যখনই শুনি তখনই আমার সামনে এসে দাঁড়ায় প্রিন্স হ্যামলেট , তোমার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে----- " what a peace of work is man , how noble and infinite-----**** how like an angel in singing-----
@amitabhagupta32372 жыл бұрын
আমি সহমত।আপনি এমন সুন্দর করে বললেন! 💗
@amitabhagupta32372 жыл бұрын
শুধু একটা সংসয় রইল। আপনার উদ্ধৃতিতে "peace" শব্দ টা কি "piece "হবে? জানালে খুশি হব।
@anilkumarnandi39862 жыл бұрын
অবশ্যই "এক টুকরো" ---- এই যুগ্ম শব্দটির ইংরাজি, printing mistake , আপনাকে আমার মরমী ধন্যবাদ , মিঃ গুপ্ত ,------ from core of my hearts where lies the subject of all verse .------
@atowerhossain85433 жыл бұрын
রবীন্দ্রসঙ্গীতে দুজনের গান আমি শুনি, এক দেবব্রত বিশ্বাস, দুই বিক্রম সিং খাঙ্গুরা। কি মধুর গায়কি। আহা.......
@sephalichakraborty93013 жыл бұрын
Shunte shunte chokhe jal eshe jaay je.
@sunitighosh64943 жыл бұрын
Amar o khub bhalo lage
@sandipanchakraborty26452 жыл бұрын
Dada tumi nai tai 2009er thekey shantiniketan jete sahos pai na
@somnathchoudhury23762 ай бұрын
ঠিক তাই। আমিও এই দুজনের গান শুনে বড্ড প্রশান্তি পাই।আরেকজনের কথা বলতেই হয়, তিনি সুচিত্রা মিত্র।।
@udayroypoetrymusicseries2742 жыл бұрын
এ মহান শিল্পী তার গাওয়া গানগুলোর মধ্যে দিয়ে চিরকাল বেঁচে থাকবে।
@arunakundu83072 жыл бұрын
শুনে কান শান্তি
@vaskarbanerjee924321 күн бұрын
মন ছুঁয়ে গেল।এত দরদ দিয়ে গান বারবার শুনতে ইচ্ছে করে।
@prabirdatta86423 жыл бұрын
শান্তিদেব ঘোষ,কণিকা ও মোহন সিং এদের গায়কীর একটা সুষম মিশ্রণ অনুভব করা যায়।
@rinq55132 жыл бұрын
Touches the heart
@asokeranjan99263 жыл бұрын
অনন্যসাধারণ গায়কী,তাই বোধ হয় এই পৃথিবীর কলুষ ছেড়ে অকালে বিদায় নিলে!
@sandipanchakraborty26452 жыл бұрын
I dibi
@sandipanchakraborty26452 жыл бұрын
Pinku da viki da 2009 amder cherey choley galo, massive cardiac arrest, maje koi din bam pa thik thak pheltey parchilo na, mohan kaku thonkon assam e program e, kolkata tey hospital e vorti kora holo, doctor bollen Excirise korley sob thik hoye jabe, ma er mirtu tey boddo shok peyechilo, dada, viki da ami elam bangalore thekey hospital e sonalo dure khotao dure khotai, money poreysei chader adda, malcosh, chandracosh, ragshreecosh, iman, kaliyan, maje maje joy kaku (gowshmi) asten gaan suntey, er modhey prokash pelo baba r ekta boi viki da chatimtolai gailo tobu money rekho, my best friend I have lost, viki da, arr keu sonabena, dada r moto vola dar dokan e ese cycle niye bolto bhi toke adkhana kohai dilam tui amay
@sumanabhattacharya23962 жыл бұрын
Sorry! Kar samparke alochona? Bolun plz
@AbdullahNoman-c5c5 ай бұрын
😮You are matchless! Your Rabindra Sangeet melts our hearts, lifts us from all sorts of sub-human feelings, immerses our being into love, takes us to to the feet of God. Do you know our dearest Bikram, when we listen to you our souls mingle with yours? If the Almighty only allowed you to have a naturally-long enough life!
@ranjanscreation83632 жыл бұрын
শিল্পীর কখনো মৃত্যু হয় না,এইভাবেই বেঁচে থাকবেন,চিরকাল হৃদয়ে...... 🙏
@supriyapaul36122 жыл бұрын
অসাধারণ ।তুমি কাঁদি য়ে দিয়ে গেলে ।তোমাকে ভোলা যায় না।
@kaberidutta760 Жыл бұрын
Ki jobonto gayakee....apono gayakee te chirokalin bhaswar ei pronommyo shilpee...🌹
আজ পর্যন্ত কোনো গায়কের রবীন্দ্রসঙ্গীত শুনে চোখ জল আসেনি। কিন্তু বিক্রমের গানে কী আছে জানি না দু চোখ জলে ভরে আসছে। কী হৃদয় নিংড়ে নেওয়া গান, বিক্রম!! বড়ো কষ্ট, বড়ো যন্ত্রনা, তবু বারবার শুনতে চাই এই গান। হৃদয়কে বিদ্ধ করে এই গান। তুমি অনন্য। তোমার কোনো তুলনা নেই। এমন রবীন্দ্রসঙ্গীত আমি শুনিনি। রবীন্দ্রনাথের গান কে তুমি এমনভাবে গেয়েছ, প্রত্যেকটা গান তোমার জন্যই রচিত হয়েছে বলে মনে হয়। আর তোমার গায়কী দিয়ে তুমি তা আমাদের কাছে পৌঁছে দিয়েছ। একেবারে হৃদয়ের মাঝখানে। চোখের জল বাঁধ মানে না। ঈশ্বরের চরণে তুমি শান্তিতে থাকো। ❤❤❤
@aritreesarkar44489 ай бұрын
Sohomot
@tapasimajumder4445 Жыл бұрын
এমন আকুতি নিজেকে নিংড়ে দিয়েছে। উনি গানের মধ্যেই বেঁচে থাকুক আমাদের হৃদয়ে। তুমি ভাল থেকো।🙏🙏
@rajibbiswas351211 ай бұрын
Aaha ki gailen.. chokh diye jol eshe galo
@siprachoudhury4925 Жыл бұрын
রবীন্দ্র সংগীত রিরাগীদেরও এ গান চির অনুরাগী করে তুলবে।মন প্রাণ ভেসে যায়।
@dipakchakraborty1092 Жыл бұрын
তোমায় ভালবাসি বিক্রম। ঈশ্বর, রবীন্দ্রনাথ আর তুমি মিলে গান গাও। আমরা তোমাদের সৃষ্টিতে ভেসে বেড়াই।
@sudiptaschannel99212 жыл бұрын
কি অপূর্ব, অসাধারণ... তুমি royecho আমাদের হৃদয়ে চিরকাল 💖🙏
@pushpitasamajdar60383 жыл бұрын
বড় মায়াময়। কেন যে এমন ভাবে শেষ হয়ে গেল। কি প্রতিভা!!
@subratakumarmohanta7852 жыл бұрын
অদ্ভুত রকমের সুন্দর।
@sudeshnadey76283 жыл бұрын
এমন প্রানছোঁয়া রবীন্দ্র সঙ্গীত শিল্পী কেন অকালে ঝড়ে গেলেন সেই প্রশ্ন ই বারবার মনে আসে
@tapajamitra7 ай бұрын
Asadharan
@SouvikSomMusic Жыл бұрын
তুমি বেঁচে আছ প্রতিদিন ❤
@sudipgoswami99513 жыл бұрын
তোমার চলে যাওয়াটা আমার কাছে খুব কষ্টের। তোমার গান শুনি, আর কি হয় বোঝাতে পারব না...
@sandipanchakraborty26452 жыл бұрын
Neuro stroke &neuromuscular specialist Bangalore
@sandipanchakraborty26452 жыл бұрын
Viki da amar khub close friend chilo 2009 jhokon pinku da mara jai ami thokon bangalore e, abir er phone sunlam pinku da bam pa thik thak phletey parchee na, ami abir k bollam bangalore niye aai ami thik korey debo (that time i was doing DM in neuroscience in Nimhans), mohon jetu asam program e basto chilen, kichu din por abir phone bollo pinku da arr nei, na ami asini shantiniketan e viki da ajo amar kachey benchey achey, eto lok ke sustho korey chi porom korunamoy er doyai, kintu pinku da k saratey parlam na, ei afsos amar chirodin er. Professor Dr sandipan Chakraborty Counsutant neurologist &
@tapajamitra7 ай бұрын
❤❤❤❤❤❤
@debasismukhopadhyay41764 жыл бұрын
অসাধারণ।কত দরদ দিয়ে গাওয়া। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে ইনি অকালপ্রয়াত।
@debashisghosh22284 жыл бұрын
Excellent.
@mahabharatiya3 жыл бұрын
@@debashisghosh2228 আ
@ardhendusekhardutta21812 жыл бұрын
গান নয়। এক একটা আগুনের স্ফূলিঙ্গ। ভেতরটা জ্বালিয়ে দিল প্রতিটি স্ফুলিঙ্গ।
@swapnahari33733 жыл бұрын
Asadharon. Ki gayaki
@KanakPramanikDas9 ай бұрын
আহা কি সুন্দর❤
@atasipal84033 жыл бұрын
তোমাকে সবাই মনে রাখবে শিল্পী ভাই🙏🙏
@subratasinharay60652 жыл бұрын
charmed with your dedication & melodious expression.
@bhaswatichakraborty63944 жыл бұрын
অসাধারন-অতুলনীয়, অনন্তের আশ্রয় থেকে ফিরে এসো নতুন সুরে নতুন গানে
@pallabsarkar18373 жыл бұрын
আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে । এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে ।
@50sghosh4 жыл бұрын
What a beautiful voice. We will miss you.
@hrbhattacharya36413 жыл бұрын
My favourite singer
@kalyanibanerjee7841 Жыл бұрын
শিল্পীর কখনও মৃত্যু হয়না
@somadasgupta39432 жыл бұрын
Asadharan ❤️
@nanditanag71283 жыл бұрын
অনন্ত, অসীম তুম। অনন্তলকে ভালো থেকো।
@sharmishthamukherjee98203 жыл бұрын
Bah ! Hridoy choyan ashonkh dhonnobad. 🙏🙏
@sanghamitrachowdhury1749 Жыл бұрын
চিনতাম না , জানতাম না ... যখন তোমাকে , তোমার অমৃত সৃষ্টির সাথে যখন পরিচিত ছিলাম না ... সে একরকম ছিল - কিন্তু আজ তোমার এ দরদী কণ্ঠ আবিষ্ট করে রেখেছে আমাকে ... যত এ কণ্ঠ শুনি , ততই যণ্ত্রনা মথিত হয় আমার হৃদয় ৷ ধরে রাখতে পারিনি তোমাকে ... এত সৌভাগ্য তো লেখেন নি বিধাতা আমাদের জন্য ৷ 😢😢
@mangalachakravarty34222 жыл бұрын
অসাধারণ কন্ঠস্বর
@supriyapaul36122 жыл бұрын
তুমি রবে নীরবে নিভৃতে গানের সুরে অন্তরে।
@suvrasaha15433 жыл бұрын
এঁর গান শুনলে মনে হয় গানের স্রষ্টা নিজেই বুঝি গাইছেন। পূজা পর্যায়ের গান শুনলে মনে হয় ঈশ্বরের সাথে কথা বলছেন। ।
@saswatisrimany36712 жыл бұрын
Ishwar nije gaile tabe ai bhabe gan gaoya jae
@jayasribasu1982 жыл бұрын
মন ভরে গেল👏
@nazmaakhter419 Жыл бұрын
অসাধারণ
@bhaskarbhattacharya2153 жыл бұрын
অমর্ত্য লোকে ভালো থেকো
@kanikaarpaakshala20032 жыл бұрын
আহা মন ভরে গেলো।
@ratnadutta62223 жыл бұрын
অসাধারণ......
@surojitroy222610 ай бұрын
Bikram khoob sundar geyechhe
@anuradhasahabhowmick2634 жыл бұрын
speechless, spellbound
@indranipalit20763 жыл бұрын
অনবদ্য অসাধারণ
@badalhossain29924 жыл бұрын
হৃদয় ছুঁয়ে যায় .....
@baneswaracharya30833 жыл бұрын
নয়নে তুমি নেই,রয়েছো অন্তরে। দুঃখ লাগে,তুমি বড়ো তাড়াতাড়ি চলে গেলে।
Etai niom.ejta mithha dhakte ar ekta mithhar sahajjo nite hae.mithhe+mithhe____0+0+0+0+00000000
@sukumarbhattacharya98373 жыл бұрын
Sad we miss you.
@shekhar5980 Жыл бұрын
Untimely departure.irepairable loss
@anukolpita53083 жыл бұрын
মানুষ কি সত্যি মারা যায়?
@pulakdas79052 жыл бұрын
Biswabharati Sangeet bhawan er lojja laga dorkar
@manikapaul34164 жыл бұрын
DARUN TOMAR GAAN . KINTU TUMI....😭😭😭😭😂😂😂😭😂😭
@godenworld5 ай бұрын
সকলের প্রতি সমান শ্রদ্ধা রেখে বলছি, রবীন্দ্রনাথের কীর্তনাঙ্গ গানে বিক্রম সিং খাঙ্গুরা একচ্ছত্র সম্রাট। ওঁর গায়কীর ৫০০ মাইলের কাছে কেউ আসবে না। এমন কন্ঠ, গায়কী আর আসেনি, আর কখনো আসবেও না। ওঁর গান শুনলে বুকের ভেতর থেকে কান্না বেড়িয়ে আসে।