এত হৃদয় দিয়ে গাওয়া বড় দুর্লভ। গানের অতলে না ঢুকলে এই মর্মস্পর্শী গায়ন সম্ভব নয়।
@malasaha31893 жыл бұрын
শিল্পীর সমর্পণ পূর্ণ হয়েছিল, এই উদাত্ত কণ্ঠে, তারই নিদর্শন রেখে গেছেন আমাদের মাঝে। ইহলোকেই ওনার আত্মা মিলিত হয়েছিল পরমাত্মার সাথে, ওনার সঙ্গীত এর মাধ্যমে। মুগ্ধ হয়ে শুনলাম, উপলব্ধি করলাম ওনার সমর্পণ। 🙏🙏🙏
@sarmishthabanerjee72843 жыл бұрын
Eto taratari chole gelen keno?
@uditaroy86093 жыл бұрын
নয়ন তোমারে পায় না দেখিতে গানটি এতটাই নিবেদিত যে এটা শিল্পীর একেবারে নিজের কথা হয়ে গেছে। এই অ্যালবামের প্রতিটি গান এক অদ্ভুত ভালোলাগায় ভরিয়ে দিয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। শিল্পী চিরকাল বেঁচে থাকবেন।
@anjuguha51863 жыл бұрын
ঝ
@niladrydeuty57622 жыл бұрын
Pp
@samsondelila40912 жыл бұрын
Ekebarei Shothik Mantobbo ! 🙏🙏
@krishnasen7171 Жыл бұрын
🙏 ঈশ্বর তোমার কন্ঠে অবস্থান করেছিলেন বাবা।
@chirasreepathak6350 Жыл бұрын
এই বিজ্ঞাপন গুলো কি বন্ধ করা যা না!! এত অসাধারণ গান যা সমস্ত মনপ্রাণ দিয়ে শোনার মত...তার মধ্যে বিশ্রী ভাবে বিজ্ঞাপন শুরু হলে যে কতটা খারাপ লাগে বিরক্ত লাগে তা বলে বোঝানোর নয়। এগুলো একটা সময়ে গানের বিরতি পর্যায়ে শুনিয়ে দিলেই তো হয়। এভাবে একটা গানকে বিকৃত করা কেন!!
@dipabose8514 Жыл бұрын
❤😢
@kumkumguha46972 жыл бұрын
এমন আত্মনিবেদিত গান খুব কমই শুনেছি। আহা জন্মেই তিনি পর ব্রহ্মের সাথে মিলিত হয়েছেন। মর্মস্পর্শী নিবেদন
@alicesmith45903 жыл бұрын
ঈশ্বরকে আর কিভাবে ডাকা যায়!! ওখানে ও দরকার ছিল তাই এই মহামানব এত তাড়াতাড়ি মহাপ্রস্থান করলেন।🙏🙏
@rupakdgp49 ай бұрын
শিল্পীকে স্বয়ং রবি ঠাকুর গান শোনাবার জন্য অমৃতলোকে ডেকে নিয়েছেন।
@tanmoysarkar55577 ай бұрын
স্বয়ং ঈশ্বর ওনার কন্ঠে। অবাক করা প্রতিবেদন।
@aninditaroychoudhury17939 ай бұрын
মন ছুয়ে যায় প্রতিটি গান ... বড়ো অসময় চলে গেলো।
@jhumachowdhury62309 ай бұрын
অপূর্ব অসাধারণ কণ্ঠ, মন প্রান ভরে গেল গান শুনে, প্রতি টি গান মনকে ছু৺য়ে গেল,
@pranabendrachakraborty9074 Жыл бұрын
আমার প্রায় নিত্য দিনের ঈশ্বর সাধনা ঈশ্বরের সৃষ্ট , ঈশ্বর নিবেদিত এই অপূর্ব সৃষ্টি দিয়ে
@তাপসীরপাতাপসীরপা3 жыл бұрын
ডিস লাইক করেছেন যারা- তারা কীসের জন্য? মনে হয় গানের কিছুই বুঝতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস।
@hrbhattacharya36413 жыл бұрын
Wrong idea
@avijitsingh3473 жыл бұрын
Shottyyeee baba
@prabirsaha2660 Жыл бұрын
Kazanar Hridoy ei Arto-Nibedan upolobdhi korar Pobitro Mon rakhen, tai Azairader chharun.
@subhankarchakraborty50435 ай бұрын
অবোধ শ্রো তা রাই dislike debe
@subhankarchakraborty50435 ай бұрын
বাদ্য ছাড়া শুদ্ধ রবীন্দ্রনাথ গান কজন বোঝে বা পারে, এটাই স্বাভাবিক
@golpokarsonjoy2502 жыл бұрын
ঈশ্বর লোভ সামলাতেন কী করে! তাইতো নিয়ে গেছেন কাছে। নিশ্চয়ই এমন কন্ঠ, এমন নিখুঁত বুক আহবান শোনা ছাড়া বহুকাল জেগে ছিলেন স্রষ্টাও! 🌺
@rishabhgupta705 Жыл бұрын
গান করে যেন ধ্যান করে। ও এখনও বে৺চে আছে আমার কাছে, বে৺চে থাকবে চিরদিন। বাঙালি র এক গভীর বেদনা, বুকভরা আনন্দের না ম বিক্রম সিং। বাংলার এক অমূল্য সম্পদ।
@debiguha40729 ай бұрын
😭😭😭😭😭😭
@swapankumarbose35149 ай бұрын
While listening felt some divine time cannot express in words , God bless .
@sumanchatterjee16879 ай бұрын
অদ্ভুত ভাবে বিভিন্নক্ষেত্রে গুণীজন রা প্রত্যেকেই ক্ষণজন্মা,,,,আমার সশ্রদ্ধ প্রণাম 🙏🙏🙏🙏
@mithunroy123333 жыл бұрын
যত শুনি ততই প্রেমে পড়ে যাই..!!
@সৌরভীচৌধুরী Жыл бұрын
আমি আজ প্রথম শুনলাম ওনার গান। মুগ্ধ। কি অপরূপ গায়নভঙ্গি। 🙏🙏
@ashimbiswas53103 жыл бұрын
এই শিল্পী সেখানেই পৌঁছেছেন যেখানে শুধুই পূর্ণতা
@seemapoddar92497 ай бұрын
এক কথায় অ সা ধা র ণ।এর গান শুনলে মন শান্তিতে ভরে যায়।এত দরদ দিয়ে গেয়েছেন।ঈশ্বর শুনবেন বলেই বোধ হয় এত তাড়াতাড়ি ডেকে নিলেন।
@asokeranjan99263 жыл бұрын
কেন এমন অনন্যসাধারণ এক গায়ক এত কম বয়সে আমাদের ছেড়ে চলে যাবেন,কে তার জবাব দেবে?অবশ্য আমি বিশ্বাস করি তিনি মৃত্যুর থাবা এড়িয়ে অমৃতলোকে চলে গেছেন!
@PriyankaMukherjee-soulfulness5 ай бұрын
The unparalleled. .Bikram da ❤🙏... Amon sur er gobhirotai ar keu konodin eibhabe chhuye jaabe na ....
@jayantachakrabortyproducti9532 жыл бұрын
just speechless!!! শিল্পকে জীবনের ধ্রুবতারা বানিয়েছিলেন। কুর্নিশ জানাই 🙏
@SM-xw1vt2 жыл бұрын
উনি গান করেন নি,ঈশ্বরের কাছে নিজেকে অর্পণ করেছেন, তাইতো ঈশ্বর তাঁর পরম প্রিয় পুত্রটিকে দুরে রাখতে পারেন নি,নিজের কোলে স্থান দিয়েছেন। তাঁর পিতা মোহন সিং ও ভাই আবীর সিংকে আমার অন্তরের সহমর্মিতা জানাই।জানি ঈশ্বর তাঁদের সেই যন্ত্রণা সহ্য করার শক্তিও দান করেছেন।এই গান শোনার পর থেকে সকলের গাওয়া গান ফ্যাকাসে লাগে।রবীন্দ্রনাথ ঠাকুর লেখায় যে সমর্পন করেছেন তার সঠিক সুর সমর্পন।
@uttarapramanik79372 жыл бұрын
ওঃ, হৃদয় দিয়ে গাওয়া গান হৃদয় ভরে দেয়,চোখ জলে ভরে যায়! কি অসাধারণ -----------কোনদিন পুরানো হবে না।
@swarajsaha93573 жыл бұрын
নিবেদন কতটা আত্মিক হলে কোন যন্ত্র ছাড়া এমন সংগীত পরিবেশন সম্ভব তা বিক্রম সিং নিদর্শন রেখে গেলেন।
@aninditasinharoy4186 Жыл бұрын
অপূর্ব অপূর্ব
@shamparoy763 жыл бұрын
অসাধারণ সুন্দর , ভগবানের তাই ভালবাসার ধন
@ashabarichakraborty62254 жыл бұрын
ঈশ্বর কিভাবে এতটা নিষ্ঠুর হলেন, এক মহান শিল্পী , জীবিত থাকবে আমাদের প্রাণে
@madhumanjarichakravorty94122 жыл бұрын
ঈশ্বরেরও যে ইচ্ছে হয় ভালো গান শুনতে,,,, তাই ডেকে নিলেন,,,
@LaxmiNarayanKarmakar-zb3om Жыл бұрын
উনি সবার মাঝে অমর হয়ে থাকুন ।
@subhasisbandyopadhyay17894 жыл бұрын
Transdental divine , it is so painful such singer left us at a young age. May his soul rest in peace, his music touches souls and will be alive for ever
@amitabhagupta32372 жыл бұрын
কী গভীর আত্মসমর্পণ। এ গান শুধু অনুভবের।এর গভীরতা আত্মার অন্তঃস্থলে পোঁছে যায়।প্রণাম তোমার বিদেহী আত্মার উদ্দেশ্যে।
@shashwatabhattacharjee8134 жыл бұрын
বিক্রম সিং তাঁর কণ্ঠনিঃসৃত সুরস্রোতে অামাদের ভাসিয়ে নিয়ে চলেন অনন্তলোকে।
@ashimsadhukha55772 жыл бұрын
এই অপূর্ব উদাত্ত কন্ঠ, অপূর্ব গায়কী শুধুমাত্র অনুভবের বিষয়, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়
@subrataghosh48443 жыл бұрын
ঋদ্ধ কণ্ঠ,সমর্পিত নিবেদন,অকৃত্রিম রুচির আধার,আরো বেশি বাঁচতে ইচ্ছে করে।
@godenworld3 жыл бұрын
তোমার গান শুনলে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তুমি বোধহয় ভগবানের অতি প্রিয় ছিলে তাই এত তাড়াতাড়ি ইহলোক ত্যাগ করলে। যেখানেই থেকো, ভালো থেকো।
@kamalbhattacharyya37773 жыл бұрын
ভীষণ।ভীষন ভালো।
@AbdullahNoman-c5c6 ай бұрын
Bikram Singh is a gift, a blessing from God. Rabi Thakur's soulful devotion to the 'jeebon debota', dedication of love to the beloved arising out of the core, quest for life's inner meaning -- all comes to life so vividly as Bikram sings the poet's words! Our heart and soul melt at the singing by Bikram of the lyrics woven by the profound mind and we feel that our hearts are mingling with those of our love, we are one with the creation, and we are feeling the affection of our Creator.
@santanuchakrobarty70494 жыл бұрын
অসাধারণ, বারবার শুনেও মনে হয় আবার শুনি
@jayatichakraborty7438 Жыл бұрын
Vlo😊❤❤❤
@shikhasengupta95232 жыл бұрын
ঈশ্বর ওঁর কন্ঠে বসেছিলেন। না হলে এই কনঠ রক্ত মাংসে গড়া মানুষের হতেই পারেনা। তাই নিজের কন্ঠস্বর ফেরত নিতে এসে তিনি মানুষটিকেই নিয়ে চলে গেলেন।
@sugatagupta5148 Жыл бұрын
অকাল মৃত্যু। দারুণ শিল্পী।
@krishnaghosh6148 Жыл бұрын
Ashadharan Katha ebong gayaki
@subhashroy76803 жыл бұрын
I had never heard such Songs without any Instrumental support. Can only be compared with the Legendary Singer Debabrata Biswas.
Bikram Bhai tomake khub miss kori, anek natun kore Rabindra Sangeet Paya holo na amader, amra ek annanya protiva ke akale hariyechi.
@donadatta34843 жыл бұрын
Amar kano jani onar gaan sunlei chokh die jol apsei gorie pore...mone hoe uni amar attonto nijer keu...❤️❤️
@saswatisrimany367110 ай бұрын
Akdam sathik katha bolechen ...mon bole shantiniketaner akashe batase khoaier dhare haoyae onar gan jeno hoe choleche nirantor abichinno bhabe ..... iswar dekhini tabe ak swargio anubhuti holo aj
@krishnaghosh6148 Жыл бұрын
Wonderful song and singer thanks
@debnarayanmajumder12372 жыл бұрын
ঈশ্বরে সমর্পিত মহাপ্রাণ।
@sudarsanabandyopadhyay47244 жыл бұрын
Asadharon sjnger
@doraroy17702 жыл бұрын
কি অসাধারণ কণ্ঠ 🙏🙏🙏
@cameliaghoshal89172 жыл бұрын
protidin ekbar kore shuni.mon bhore jay🙏🙏
@Tango-o5n Жыл бұрын
কোন এক সকালে আমার এক আত্মীয় ওনার গাওয়া "আমি বহু বাসনায় প্রাণপণে চাই" এই গানটি পাঠিয়েছিল। শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। গান যে এভাবে প্রাণ-মন আবিষ্ট করতে পারে জানা ছিল না।
@swagatakundu44573 жыл бұрын
অসাধারণ!!
@manjuli3013 жыл бұрын
Ashadharon 👌aik onyo jogote chole gechhilam, touched my soul. Soulful singing 🙏🙏🙏🙏 May his soul rest in peace 🙏🙏💐💐
@chanbeaz4 жыл бұрын
ei okar proyato ononno sadharon silpi ke srodhha, the words come form his soul, amazing
I cant believe this great voice is no more amongst us...
@krishnaghosh6148 Жыл бұрын
Darad bhara kanthaswar mon pran bharye dilo
@indranilmondal.webdev2 жыл бұрын
নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, ভক্ত, সেথায় খোলো দ্বার, আজ লব তাঁর দেখা। সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহি রে, সন্ধ্যাবেলার আরতি হয় নি আমার শেখা। তব জীবনের আলোতে জীবন-প্রদীপ জ্বালি হে পূজারি, আজ নিভৃতে সাজাব আমার থালি। যেথা নিখিলের সাধনা পূজালোক করে রচনা, সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা।
@lalibasu49583 жыл бұрын
Hridoy chunyeche
@anurimasaha72103 жыл бұрын
খুব তাড়াতাড়ি চলে গেলে বিক্রম দা...
@jagyaseniproductions10312 жыл бұрын
Enara khub I khanojonma hon.....emon nibedan r paini.....Iswarer priyo hoye gelen
@sinjitaroy7118 ай бұрын
অসময়ে নেবে'ই যদি, তবে দিয়েছিলে কেন হে ঠাকুর? আমাদের বঞ্চিত করার জন্য?
@oliullabaidya2076 Жыл бұрын
দিলে যদি তুমি কেড়ে নিলে কেন? তোমার খেলা বোঝাই দায় নিঠুর হেন।
@swapanmajumder14963 жыл бұрын
খুব ভালো সুন্দর গলা আমার মনের মত
@krishnaghosh6148 Жыл бұрын
Like this song dhonnobad
@jayatichakraborty7438 Жыл бұрын
❤❤
@subrotomondal49783 жыл бұрын
তুমি বেঁচে থাক তোমার কর্মে
@sutaparoy93043 жыл бұрын
Ashadharan
@nilotpaldeb19884 жыл бұрын
my escape to world of peace and serenity.
@hrbhattacharya36413 жыл бұрын
He my most feverit singer and friend
@krishnaghosh6148 Жыл бұрын
Darad bhara paribeshana singer ke dhonnobad
@sandhyasar51193 жыл бұрын
খুব ভালো লাগল শুনে 🌹🙏
@barnalimitra56073 жыл бұрын
আত্মাকে স্পর্শ করে নিবিড় করে ۔۔সামান্যতম যন্ত্রাণুষঙ্গ ছাড়া! বুকের অতল থেকে উঠে আসা গায়কী!
@dilipghosh71223 жыл бұрын
গানকে কন্ঠে নেননি,অন্তরের আত্মায় তাকে বসিয়েছেন,তাই এত আবেগ আর মগ্নতা পাই তার গানে,যা একটি বিরল সম্পদ তার।
@iqbalbhuiyan10963 жыл бұрын
একদম সঠিক বলেছেন - হৃদয় ছুঁয়ে যায়, চোখ ভিজে যায় নিজের অজান্তে
@sanjuktadutta8843 жыл бұрын
Ekdom thik..
@anitachakrabarti81062 жыл бұрын
@@iqbalbhuiyan1096 asadarn
@koushikmukherjee38844 жыл бұрын
Beautiful song
@sarmisthaganguly32433 жыл бұрын
আহা!
@oscarwild95503 жыл бұрын
Teary eyes 😥
@swapanmondal8454 жыл бұрын
Very sweet song
@abantibiswas48692 жыл бұрын
আমি বাকরুদ্ধ হয়ে গেলাম!ওনার আত্মার শান্তি কামনা করি।
@drprotipghosal43792 жыл бұрын
Our pride according to our NORTH INDIAN CLASSICAL MUSICAL ASPECT in which INTERNATIONAL TAGORE WAS A SUPER SKILLED INTERNATIONAL FIGURE
@shiprabiswas35612 жыл бұрын
Shipra biswas mon vore galo
@bijouganguly20124 жыл бұрын
অকালে চলে গেলেন এতো ভালো এক গায়ক 😓😓
@karabibasu34934 жыл бұрын
Soulful spellbindng
@sephalichakraborty93013 жыл бұрын
আহা কি গায়কী।তুমি ভগবানকে এই গান শুনিয়েছ।তাই ঈশ্বর তোমার গান তমার্থেকে স্বর্গে বোসে শুনবেন বোলে তোমাকে তার কাছে নিয়ে গেছেন।আমাদের তুমি ছাড়া করে।ভালো থেকো তাঁর কাছে।
@sarmishthabanerjee72843 жыл бұрын
Hridoy chue jai.
@urnabh3 жыл бұрын
Saradin suneo mon vorena
@amlanmitra9620 Жыл бұрын
কেনো চলে গেলে বিক্রম? কেনো? কেনো?
@krishnaghosh6148 Жыл бұрын
Anabadya collection
@krishnaghosh6148 Жыл бұрын
Nayan tomarye anabadya
@piyaliroychowdhury66904 жыл бұрын
Eai kontho emn nibedon Mon take narea dea jai......