Рет қаралды 541
Facebook link- / travellerkazian
আসসালামু আলাইকুম
আমার ভ্রমন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই!
আমার এবারের ভ্রমন ছিলো এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং উপভোগ্য ভ্রমন প্লেস টাঙ্গুয়ার হাওরে।
সাধারনত আমরা একটু ভিন্ন ভাবে ভিন্ন পথে ঘুরতে পছন্দ করি তাই এবারের ভ্রমনেও ভিন্ন পথ বেছে নিয়েছিলম।
আপনারা চাইলে এই পথে হাওর ভ্রমন করতে পারেন এই রুটটি সাশ্রয়ী এবং উপভোগ্য। তাছাড়া যাদের বাসে জার্নি করতে কষ্ট হয় তারাও এই পথে যেতে পারেন। এবং আপনারা চাইলে আমারা যেই বোটটিতে ভ্রমন করেছি সেটিতেও ভ্রমন করতে পারেন এই বোটের মালিক শিপলু ভাই খুব ভালো মনের মানুষ আমি নিচে তার কন্টাক্ট নাম্বারটা দিয়ে রাখবো।
আর বাংলাদেশের যেকোনো যায়গার ভ্রমন সংক্রান্ত তথ্য এবং সাহায্য প্রয়জন হলে আমার ফেসবুক পেইজে নক করতে পারেন ইনশাআল্লাহ আমি সাহায্য করার চেষ্টা করবো। আমার ফেসবুক পেইজ লিং উপরে দেয়া আছে।