বিড়াল নেওয়ার আগে আমি যে জিনিসগুলি জানতাম | Things I knew before getting cats

  Рет қаралды 4,220

Posha Prani Plus

Posha Prani Plus

Күн бұрын

Пікірлер: 15
@MIRA-04w
@MIRA-04w 9 ай бұрын
আমার দুটি বিড়াল আছে ❤❤❤❤
@suparnamondal2338
@suparnamondal2338 9 ай бұрын
Nice
@NajmunnaharMina
@NajmunnaharMina 5 ай бұрын
notun biral anar por kivabe take care korbo and ki ki jinish kora necessary ?
@PoshaPraniPlus
@PoshaPraniPlus 5 ай бұрын
বয়স ৪ সপ্তাহের নিচে হলে- ১) একটি সুতির নরম কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে ভাল করে শরীর মুছে দিতে হবে। শুকনো কাপড় দিয়ে ভালভাবে শরীর মুছে শুকিয়ে দিতে হবে। এরপর তোয়ালে অথবা কাপড়ের মধ্যে করে গরম কোন স্থানে রাখতে হবে। ছোট বাচ্চার জন্য উষ্ণস্থান খুবই প্রয়োজন কারন বেশি ঠাণ্ডা এরা সহ্য করতে পারে না। ২) এরপর তাকে দুধ খাওয়াতে হবে। বাসায় মা বিড়াল যে বাচ্চাদের দুধ খাওয়ায় এমন বিড়াল থাকলে তার কাছে তাকে দিতে হবে। আর যদি এমন বিড়াল না থাকে তাকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। বিভিন্ন pet shop এ orphan বিড়ালের বাচ্চাদের জন্য kitten formula এবং তা খাওয়ানোর জন্য উপযোগী ছোট feeder কিনতে পাওয়া যায়। তবে তার আগে একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে। ৩) এসবের ব্যবস্থা না করতে পারলে baby feeder/dropper/syringe এ করে দুধ খাওয়াতে হবে। মনে রাখবেন খাওয়ানোর সময় বাচ্চাটিকে উপুড় করে মুখ তুলে খাওয়াতে হবে। গরুর তরল দুধ অথবা পাউডার দুধ হটাৎ করে খাওয়ালে বিড়ালের বাচ্চার ডায়রিয়া হয়ে যেতে পারে। তাই সমান পরিমান পানির সাথে( ১ কাপ তরল দুধ =১ কাপ পানি এই অনুপাতে ) মিশিয়ে, পাউডার হলে খুব পাতলা করে গুলিয়ে তারপর বাচ্চাটিকে খাওয়াতে হবে। চার সপ্তাহ বয়স পর্যন্ত প্রতি ২-৩ ঘণ্টা পরপর বাচ্চাটিকে খাওয়াতে হবে। Toilet করানোর নিয়ম - একদম ছোট বাচ্চা একা একা poop ও pee করতে পারে না । মা বিড়াল জিহবা দিয়ে বাচ্চাদের পেটে ও মলদ্বার (anus) এর আশেপাশে চাটে যা তাদের poop ও pee করতে সাহায্য করে। তাই প্রতিবার খাওয়ানোর পর তাকে pee করাতে হবে। একটি নরম কাপড় অথবা তুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে তার পেট থেকে anus পর্যন্ত অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত মুছতে হবে এবং হালকা চাপ দিতে হবে। এভাবে ২-৩বার মুছে দিলে বিড়াল pee করবে এবং এভাবেই দিনে ১বার poop করাতে হবে। এরপর অবশ্যই তার check-up এর জন্য একজন অভিজ্ঞ Veterinary - সাথে যোগাযোগ করবেন। বয়স ৪-১২ সপ্তাহ হলে- প্রথমে তাকে এনে কুসুম গরম পানিতে গোসল করাতে হবে। মাথার উপরে পানি ঢালা যাবে না, শুধু শরীরে পানি ঢালতে হবে। হাত ভিজিয়ে মাথা মুছে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কানে পানি না যায় তবে শীতের দিন হলে গোসল করানো যাবে না। তারপর তাকে ভালভাবে মুছে শুকাতে হবে যাতে ভেজা না থাকে। এরপর তোয়ালে অথবা নরম কাপড়ের ভেতর তাকে রাখতে হবে যাতে সে গরম থাকে এবং আরাম পায়। গায়ে flea থাকলে হাত দিয়ে তুলে ফেলে দিতে হবে। এসময় বিড়ালের বাচ্চা দুধের পাশাপাশি অন্য খাবার খেতে পারে। Kitten Food অথবা নরম কোন খাবার যেমন- কাঁটা ছাড়া মাছ, থেঁতলানো সেদ্ধ মাংস ইত্যাদি খেতে দিতে হবে। এ সময় দিনে ৩-৫ বার বাচ্চাকে খাওয়াতে হবে এবং ধীরে ধীরে দুধ খাওয়ানো কমিয়ে আনতে হবে। তবে ৮-১০ সপ্তাহ বয়সের পরে আর দুধ খাওয়ানোর প্রয়োজন নেই। বয়স ১২ সপ্তাহের বেশি হলে- বাসায় এনে উপরোক্ত নিয়মে গোসল করাতে হবে। এরপর খাওয়াতে হবে। এসময় বিড়াল Cat Food , ভাত, মাছ, মাংস ইত্যাদি সব ধরনের খাবার খেতে পারে। যেহেতু বিড়াল মাংসাশী প্রাণী তাই মাংস খাওয়ানই সবচেয়ে ভাল। এসময় তাকে দিনে ২-৩বার খাওয়াতে হবে। তিন মাস বয়সের পরে পশু চিকিৎসকের পরামর্শে তাকে deworming করাতে হবে এবং vaccine দিতে হবে।
@NajmunnaharMina
@NajmunnaharMina 5 ай бұрын
@@PoshaPraniPlus thank you so much ! Onk upokar korlen
@Anisha_Rahman_Sara
@Anisha_Rahman_Sara Ай бұрын
Rastar theke jodi kono boro biral ani tahole kivhabe train korbo
@PoshaPraniPlus
@PoshaPraniPlus Ай бұрын
রাস্তার বড় বিড়ালকে ট্রেন করতে প্রথমে তাকে বিশ্বাস অর্জনের সুযোগ দিন। তার খাবার এবং পানির ব্যবস্থা করুন এবং তাকে আপনার কাছে আসতে সময় দিন। রাস্তার বিড়াল সাধারণত ভয় পেতে পারে, তাই ধীরে ধীরে তাকে আপনার পরিবেশের সঙ্গে পরিচিত করুন। যদি সে আক্রমণাত্মক আচরণ করে, তখন পশুচিকিৎসকের সাহায্য নিন এবং তাকে শান্তভাবে ট্রেন করার জন্য পেশাদার প্রশিক্ষকের পরামর্শ নিতে পারেন।
@Anisha_Rahman_Sara
@Anisha_Rahman_Sara Ай бұрын
@PoshaPraniPlus ashbe koy din lagbe ar potty train Korte koto din lagbe Kono prb hobe na to
@RAISUARTCRAFT
@RAISUARTCRAFT 8 ай бұрын
vaiya amr biral kisu din dhore dekhsi ha kore thake. vaiya ekhon ki korbo
@PoshaPraniPlus
@PoshaPraniPlus 8 ай бұрын
তাকে ঠান্ডা কোনো স্থানে রাখুন, হালকা ঠাণ্ডা পানি খেতে দিন ও দিনে অন্তত ২ বার কাপড় ভিজিয়ে তার পুরো শরীর মুছে দিন।
@RAISUARTCRAFT
@RAISUARTCRAFT 8 ай бұрын
@@PoshaPraniPlus ok vaiya
@Sristymoni098
@Sristymoni098 9 ай бұрын
Tahole ma chara biral ke ki khaoyabo ?
@PoshaPraniPlus
@PoshaPraniPlus 9 ай бұрын
বিড়ালের বয়স কত?
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Funny animals will make you laugh to die 😂
20:26
Chats Drôles
Рет қаралды 82 М.