Пікірлер
@YTNiloy-rs3go
@YTNiloy-rs3go 5 сағат бұрын
ভাইয়া আপনার ভিডিও থেকে ইনফরমেশন নিয়ে আমি ভিডিও বানাতে চাই। যদি আপনি অধিকার দেন তাহলে 😊
@PoshaPraniPlus
@PoshaPraniPlus 5 сағат бұрын
ধন্যবাদ আপনার আগ্রহের জন্য। আমার ভিডিও থেকে তথ্য নিয়ে কাজ করতে চাইলে আমি অবশ্যই অনুমতি দিতে রাজি, তবে আমি বলব সেই ভিডিওতে যেন তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয় এবং আমার চ্যানেলের নাম বা ক্রেডিট উল্লেখ করা থাকে। তবে যদি তা না করেন তাহলে ইউটিউবের নিয়ম অনুযায়ী কপিরাইট লঙ্ঘনের আওতায় পড়বেন। আর তখন বাধ্য হয়ে আমাকে পদক্ষেপ নিতে হবে।
@MithilaFarjana-q3d
@MithilaFarjana-q3d 8 сағат бұрын
আমার ডিড়াল হঠাৎ করে দুই দিন ধরে বমি করছে,বমি কিছুটা হলুদ আভা এবং ফেনা যুক্ত, দূর গন্ধ, কোনো খাবার বা পানি খাচ্ছে না,আমার কাছে আসছেও না, আর ডাকছেও না,এখন কি করা যায়,দয়াকরে বলেন
@PoshaPraniPlus
@PoshaPraniPlus 7 сағат бұрын
আপনার বর্ণিত উপসর্গগুলো, যেমন হলুদ ও ফেনাযুক্ত বমি, দূর গন্ধ, খাবার বা পানি না খাওয়া এবং উদাসীন আচরণ গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত দিতে পারে। এটি লিভারের সমস্যা, প্যানক্রিয়াটাইটিস অথবা পেটের বাধার মতো সমস্যার লক্ষণ হতে পারে। তাই যত দ্রুত সম্ভব আপনার বিড়ালকে একজন অভিজ্ঞ পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। পশুচিকিৎসকের কাছে যাওয়ার সময় বমির একটি ছবি বা নমুনা সঙ্গে নিয়ে যান যা সমস্যার কারণ নির্ধারণে সাহায্য করবে। এই সময়ে বিড়ালকে ডিহাইড্রেটেড হতে দেওয়া যাবে না তাই ধীরে ধীরে কিছুটা পানি খাওয়ানোর চেষ্টা করুন তবে জোর করবেন না। নতুন ধরনের খাবার দেওয়া থেকে বিরত থাকুন কারণ এটি সমস্যাকে আরও জটিল করতে পারে। বিড়ালটি যাতে আরামদায়ক ও শান্ত পরিবেশে থাকে তা নিশ্চিত করুন এবং এর কাছাকাছি গিয়ে নরম স্বরে কথা বলুন যাতে এটি সুরক্ষিত বোধ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পশুচিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেবেন না কারণ মানব চিকিৎসার ওষুধ বিড়ালের জন্য ক্ষতিকর হতে পারে। আপনার বিড়ালের অবস্থা দ্রুত উন্নত হোক এই কামনা করছি।
@TuitionHomeCoaching
@TuitionHomeCoaching 13 сағат бұрын
আমার বিড়াল গতকাল থেকে বমি করছে। বমির রঙ হলুদ। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে একেবারে। পানিও খাচ্ছে না। প্রচুর শুকিয়ে গিয়েছে। কি করা যায় ইমার্জেন্সি ভাবে জানাবেন?
@PoshaPraniPlus
@PoshaPraniPlus 11 сағат бұрын
বিড়ালটি যেহেতু বমি করছে এবং বমির রঙ হলুদ, এটি সাধারণত পিত্তের কারণে হয়ে থাকে যা লিভার, প্যানক্রিয়াস বা গ্যাস্ট্রিক সমস্যার লক্ষণ হতে পারে। খাওয়া-দাওয়া বন্ধ থাকায় এবং পানি না খাওয়ায় এটি প্রচণ্ড ডিহাইড্রেশনের শিকার হয়েছে। আপনি ইমার্জেন্সি হিসেবে একটি সিরিঞ্জ দিয়ে সামান্য পানি বা ইলেক্ট্রোলাইট সলিউশন (যেমন ওর স্যালাইন) মুখে দিতে পারেন যাতে শরীরে পানি শূন্যতা দূর হয়। তবে খাবার অন্তত ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখুন যাতে তার পেট বিশ্রামে থাকে। বমি বেশি হলে বা পানিশূন্যতা অব্যাহত থাকলে এটি আরও খারাপ হতে পারে। তাই দেরি না করে দ্রুত একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ান ডাক্তারকে দেখান। ডাক্তার বিড়ালের শরীরে স্যালাইন দিতে পারবেন এবং প্রয়োজনীয় ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করবেন। এ সময় বিড়ালকে শান্ত ও আরামদায়ক পরিবেশে রাখুন এবং বিরক্ত না করার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ প্রয়োগ করবেন না। যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
@dpxgaming99
@dpxgaming99 13 сағат бұрын
আমার বিড়ালটা অনেক অসুস্থ ছিল।। তার খাওয়া দাওয়ার কোনো সমস্যা ছিল না। মাছ আার মাংস ছারা কিছু খেত না। কিছুদিন ধরে বিড়ালটি অনেক অসুস্থ ছিল। গতকাল সকাল এ দেখি খাবার খেয়ে সে অসুস্থ হয়ে পরে বিড়ালটি মনেহয় হিটে এসেছিল।। তাই সকাল এ একটা ডাক্তার কে ডাকি সেই ডাক্তার বিড়ালটিকে একটা ইনজেকশন দেয়।।। তারপর আমি সনধ্যায় বাড়িতে গিয়ে দেখি সে আরো অসুস্থ। তারপর আমি তাকে খাবার দিলাম দুধ দিলাম।। মাংস দিয়ে ভাত দিলাম। ভাত খেল না 😢তারপর আমি তার সামনে বসে তার চোখের দিকে তাকিয়ে বলি, 'তোর কি হয়েছে…' বিড়ালটি আমার চোখের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করল।😭তারপর সে ৩ বার চিতকার করল।। করে আমার হাতে একটা কামড় দিয়ে মারা গেল😭😭😓ওই সময় আমার অনুভূতি বলে বোঝানো যাবে না।😢প্রিয় বড় ভাই আমার কথা শুনে বিড়ালটির মৃত্যুর কারণটি জেনে থাকলে একটু বলবেন প্লিজ।। ❤😢
@Hasan_khan02
@Hasan_khan02 Күн бұрын
আমার বিড়ালটা দুই দিন ধরে অসুস্থ বমি পায়খানা করে এখন শরীর ঠান্ডা হয়ে গেছে, জায়গা থেকে উঠতে পারে না। 😢কি করবো এখন।
@PoshaPraniPlus
@PoshaPraniPlus Күн бұрын
আপনার বিড়ালের বমি হওয়া এবং শরীর ঠান্ডা হয়ে যাওয়া একটি গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত দিতে পারে। প্রথমেই বিড়ালকে উষ্ণ রাখতে একটি নরম কম্বল বা তোয়ালে ব্যবহার করুন। এটি তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে। চেষ্টা করুন তার নাকের সামনে পরিষ্কার পানীয় পানি রাখতে যাতে সে একটু পানি পান করে হাইড্রেট থাকতে পারে। তবে, এই অবস্থায় বাড়িতে কোনো ধরনের ওষুধ বা চিকিৎসা দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। বিড়ালটি যদি নড়াচড়া না করে বা আরো বেশি দুর্বল হয়ে পড়ে তাহলে অবিলম্বে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। চিকিৎসকই সঠিক পরীক্ষা করে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবেন। দ্রুত পদক্ষেপ নেয়া না হলে এটি বিড়ালের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
@surayanur-b8c
@surayanur-b8c Күн бұрын
আমার বিড়াল পানি খায় কিন্তুু খাবার খায় না প্লিজ ভাইয়া একটু বলেন আমার কি করা উচিত ...😢😢😢
@PoshaPraniPlus
@PoshaPraniPlus Күн бұрын
আপনার বিড়াল খাওয়া বন্ধ করে দিলে এটি শরীরে কোনো সমস্যা বা অসুস্থতার লক্ষণ হতে পারে। বিড়ালের স্বাভাবিক খাওয়া-দাওয়ার অভ্যাসে পরিবর্তন হওয়া অনেক সময় পাকস্থলী বা অন্ত্রের সমস্যা, সংক্রমণ, দাঁতের ব্যথা বা বিষণ্নতার কারণে হতে পারে। বিড়ালকে উৎসাহিত করতে তার প্রিয় কোনো নরম খাবার যেমন সেদ্ধ মুরগির মাংস বা মাছের ঝোল দিতে পারেন। তবে খাবার জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না কারণ এতে তার সমস্যা আরো বেড়ে যেতে পারে। পাশাপাশি, পানি খাওয়া চালিয়ে যাচ্ছে এটি ভালো একটি দিক। চেষ্টা করুন বিড়ালটি পর্যাপ্ত পানি পান করছে কিনা তা নিশ্চিত করতে। তবে এই অবস্থায় তাকে দ্রুত পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। চিকিৎসক সঠিক পরীক্ষা-নিরীক্ষা করে বিড়ালের সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দেবেন। অতিরিক্ত দেরি করলে সমস্যা জটিল হতে পারে, তাই দেরি না করে দ্রুত ব্যবস্থা নিন।
@surayanur-b8c
@surayanur-b8c Күн бұрын
@@PoshaPraniPlus ধন্যবাদ আপনার সহায়তায় আমি আমার সোনাকে সুস্থ করার চেষ্টা করবো অতি অতি ধন্যবাদ 🙏🏻😢
@Sporsho-jq2fq
@Sporsho-jq2fq Күн бұрын
Amr biral khub e ogochalo vbe kamray.. hingsro r moto eshe hate paye kamray... Bashar shobai kei kamray onk jore jore... Ki koronio vaia? Pls rply... Onk shomoshshay asi ei nie
@PoshaPraniPlus
@PoshaPraniPlus Күн бұрын
আপনার বিড়ালের কামড়ানোর সমস্যাটি বিভিন্ন কারণে হতে পারে এবং এটি সমাধানের জন্য আপনাকে প্রথমে কারণগুলো বুঝতে হবে। বিড়াল সাধারণত আতঙ্ক, অস্বস্তি, বা কোনো শারীরিক সমস্যা থাকলে এরকম আচরণ করে। কখনো কখনো এটি খেলার উত্তেজনা থেকেও হতে পারে। নিচে কিছু বিস্তারিত পরামর্শ দেওয়া হলো যা আপনাকে এই সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। প্রথমেই, বিড়ালের আচরণের কারণ বোঝার চেষ্টা করুন। যদি এটি নতুন বিড়াল হয় তবে পরিবেশ পরিবর্তনের কারণে ও ভয় বা ভীত হতে পারে। নতুন মানুষ, শব্দ বা অন্য প্রাণীও বিড়ালকে আতঙ্কিত করতে পারে। অন্যদিকে, যদি বিড়াল আগে এমন আচরণ না করত এবং হঠাৎ করে এটি শুরু করে তাহলে এটি কোনো শারীরিক সমস্যা বা ব্যথার কারণে হতে পারে। এমন ক্ষেত্রে দ্রুত একজন পশু-চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিড়ালের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য প্রথমে তাকে শান্ত রাখতে হবে। জোর করে ওকে কোলে নেওয়া বা আদর করার চেষ্টা করবেন না, বিশেষত যখন ও বিরক্ত বা আক্রমণাত্মক মেজাজে থাকে। ধীরে ধীরে ওর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করুন এবং তাকে বুঝিয়ে দিন যে আপনি তার জন্য নিরাপদ। আপনি তার পছন্দের খেলনা ব্যবহার করে ওকে ব্যস্ত রাখতে পারেন। এতে করে ও আপনাকে বা পরিবারের অন্য কাউকে কামড়ানোর সুযোগ পাবে না। কামড়ানোর অভ্যাস কমানোর জন্য কিছু কৌশল অবলম্বন করতে পারেন। যখনই ও আপনাকে কামড়াবে, তখন শক্তভাবে "না" বলুন এবং ওকে আলতো করে সরিয়ে দিন। তবে কোনো অবস্থাতেই ওকে আঘাত করবেন না কারণ এতে ও আরও বেশি আতঙ্কিত বা আক্রমণাত্মক হতে পারে। যখন বিড়াল ভালো আচরণ করে তখন তাকে পুরস্কৃত করুন। এটি হতে পারে তার প্রিয় খাবার বা একটু আদর। এতে ও ধীরে ধীরে বুঝবে যে ভালো আচরণ করলে পুরস্কার পাওয়া যায়। যদি সমস্যাটি আপনার পক্ষে সামলানো কঠিন হয়ে যায় তাহলে একজন পশু-আচরণ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। তারা বিড়ালের আচরণ পরীক্ষা করে সঠিক পরামর্শ দিতে পারবেন। অবশেষে, বিড়ালকে সময় দিন। বিড়াল ধীরে ধীরে তার পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়। ধৈর্য ধরে তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করুন। বিড়ালের শারীরিক প্রয়োজনের যত্ন নিন এবং তাকে ভালোবাসার মাধ্যমে আশ্বস্ত করুন। আপনার বিড়ালটি সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে বলে আশা করা যায়। তবে যদি এটি আরও গুরুতর আকার ধারণ করে তাহলে দেরি না করে একজন ভেটেরিনারিয়ান বা বিশেষজ্ঞের কাছে নিয়ে যান।
@MariaIslam-s6m
@MariaIslam-s6m Күн бұрын
আমার বিডাল কে ঘরে রেখে আমি যদি কোথাও বাহিরে যাই একটু লেট হলে ও খুবই চিল্লাচিল্লি করে,আমি বাসায় আসলে আমাকে জড়িয়ে ধরে থাকি, এবং আমার বিড়াল( জ্যাক ) রাত্রে আমার সাথে ঘুমাতে খুবই পছন্দ করে 🥰
@Pikuthecat200
@Pikuthecat200 Күн бұрын
আমার বিড়াল তিন দিন আগে একবার বমি করেছিলো, খাওয়ার সাথে সাথে যা খেয়েছিলো তাই বমি করেছে, কিন্তু তার পরেও এক্টিভিটি নরমাল ছিলো। খেয়েছে ও পরে। কিন্তু গত দুইদিন ধরে একবারে ই খেতে চাচ্ছে না, একটু শুধু চাটতেছে, কিন্তু খাচ্ছে না। আস্ত মাছ, মাংস, ডিমের কুসুম সব দিয়ে দেখলাম, কিছু খাচ্ছে না। 😓 গ্রামে থাকি, অন্তত ৬০ কিলোমিটার এর মধ্যে কোনো ভেট নাই। আপনাদের কারো কি এমন হয়েছিলো? কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন প্লিজ একটু জানান। বয়স সাড়ে তিন থেকে চার মাস। মেয়ে বিড়াল
@PoshaPraniPlus
@PoshaPraniPlus Күн бұрын
প্রথমত, আপনি তার খাবার পরিবর্তন করে দেখতে পারেন। শুকনো খাবারের পরিবর্তে তরল খাবার বা কনসারভ খাবার দিতে পারেন, যা তার পেটের জন্য সহজে হজমযোগ্য এবং স্বাদেও আকর্ষণীয় হতে পারে। আপনি ছোট ছোট পরিমাণে খাবার দিতে পারেন, যেন সে একবারে খাবার না খেয়ে কিছুটা খেতে আগ্রহী হয়। কখনও কখনও গরম খাবারও তার জন্য বেশ আকর্ষণীয় হতে পারে তবে খেয়াল রাখতে হবে খাবার যেন বেশি গরম না হয়। এছাড়া, যদি তার খাবারের প্রতি আগ্রহ না বাড়ে তবে বিশেষ কোনো সুগন্ধি খাবার যেমন মাংসের স্যুপ বা চিড়ার পানি দিয়ে দেখতে পারেন। যদি স্ট্রেস বা পরিবেশের পরিবর্তন তাকে নিরুৎসাহিত করে থাকে তবে তার আশেপাশের পরিবেশ শান্ত করার চেষ্টা করুন। আপনি যদি দ্রুত কোনো ফলাফল দেখতে না পান তবে ফোনে কোনো অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিতে পারেন কারণ আপনার এলাকায় ভেট না থাকায় এটি একটি ভালো বিকল্প হতে পারে। তবে, যদি এই পদক্ষেপগুলির পরও তার খাবারের প্রতি আগ্রহ না বাড়ে বা তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তাহলে দ্রুত চিকিৎসকের সহায়তা নেওয়া উচিত, কারণ এটি কোনো গুরুতর সমস্যা হতে পারে।
@BdEmonASMR
@BdEmonASMR Күн бұрын
সবার শেষের বানানটা ভুল হয়েছে ভায়ে 🐸😂
@enganowarhossen7940
@enganowarhossen7940 Күн бұрын
১০-১৫ দিন আগে বিড়াল আমার পায়ে আঁচড় দিছিল . হালকা রক্ত বের হয়েছিল.. ওতটা গুরুত্ব দেইনি.. ভ্যাকসিন কি নিতে হবে? ভ্যাকসিন কি ২৪ ঘন্টার মধ্যেই দিতে হয় না পরে ও দেওয়া যায়,?
@enganowarhossen7940
@enganowarhossen7940 Күн бұрын
ছোট বিড়ালের বাচ্চা. বয়স তিন চার মাস হবে
@PoshaPraniPlus
@PoshaPraniPlus Күн бұрын
আপনাকে ভ্যাকসিন নিতে হবে না।
@Nishi-30
@Nishi-30 Күн бұрын
আমার বিড়ালটা জম্মের পাজি আদরে আদরে বাদর হয়ে গেছে আমার দুই হাত ওর নখের আঁচড়ে দাগ হয়ে গেছে 😂😂😂😂
@PoshaPraniPlus
@PoshaPraniPlus Күн бұрын
আপনার বিড়াল মনে হয় ভাবছে, "আমি আর্টিস্ট, তোমার হাতে আঁচড় দিয়ে অ্যাবস্ট্রাক্ট আর্ট বানাই!" নখ কেটে দিন, নাহলে আর্ট এক্সিবিশনে যেতে হবে।
@Nishi-30
@Nishi-30 Күн бұрын
@PoshaPraniPlus এই প্রথম।আপনি মজার একটা রিপ্লাই দিলেন সিরিয়াস না হয়ে মাগার কোনো স্মাইল ইমুজি নাই 😀
@PoshaPraniPlus
@PoshaPraniPlus Күн бұрын
আমার চারপাশের মানুষগুলো জানে আমি কতটা মজার এবং কত সহজেই সবার মুখে হাসি এনে দিতে পারি। কখনো কখনো তারা মজার ছলে আমাকে ‘জোকার’ বলে-আমি সেটাকেও ভালোবাসার আর প্রশংসার অংশ হিসেবেই দেখি। আর আমি কথার শেষে ইমোজি ব্যবহার করি না কারণ আমি বিশ্বাস করি, অনুভূতি প্রকাশের জন্য শব্দই যথেষ্ট। ইমোজি ব্যবহার না করলেও আমার কথার গভীরতা ঠিকই পৌঁছাবে।
@PoshaPraniPlus
@PoshaPraniPlus Күн бұрын
তবে যেহেতু বললেন, ইনশাআল্লাহ! আগামীতে ইমোজি ব্যবহার করার চেষ্টা করবো। 🙂
@Nishi-30
@Nishi-30 Күн бұрын
@@PoshaPraniPlus আপনার চ্যানেলে আমি ৬/৭ মাস ধরে আছি আর এই নতুন একাউন্ট দিয়ে কিছুদিন যাবত মানে বিড়ালটা যখন৷ বাচ্চা ছিলো তখন খুব অসুস্থ হয় তখন অনেক চ্যানেল ঘেটে আপনার চ্যানেল থেকে৷ অনেক কিছু ক্লিয়ারলি জানতে ও বুঝতে পারি ও আচরণ গত বৈশিষ্ট। আর আপনাকে যতবার যত সমস্যা নিয়ে প্রশ্ন করেছি আপনি সময় নিয়ে গুছিয়ে আমায় রিপ্লাই করেছেন তাই আরও কৃতজ্ঞতা ও সম্মান বেড়ে গিয়েছে। দু:খিত ভাই আপনি ইমুজি ব্যবহার না করলেও কথা খুব মার্জিত বলেন আমি আসলে ফাজলামো করেই ইমুজি সম্পর্কে বলেছি। আর হ্যাঁ আপনি আমি বা আমরা যারা জন্যকে ভালো রাখতে চাই বা রাখি তারা আমাদের এভাই কটূক্তি করে মজার ছলে৷ অসম্মান কিরে। আপনার ও আপনার চ্যানেলের জন্য দোয়া শুভকামনা।
@FatehaBegum-w5m
@FatehaBegum-w5m Күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@FatehaBegum-w5m
@FatehaBegum-w5m Күн бұрын
Amar biral hari a gece 2ta onek kuje ci paccina osuk aslo kicu kaccena ami osud kawyaisi ar doraiya geseci akoncinta hocce osuk ni a pali a ce bece ace na more gece aktar jor aclo ami daktar dekate caiclam parcina tara cole gece janina bece acekina aj 7din ho a ce pacci na onek kosto lagr tader jono duya korben jeno pire pai allah hafiz
@PoshaPraniPlus
@PoshaPraniPlus Күн бұрын
আপনার কথাগুলো পড়ে বুঝতে পারছি, আপনি আপনার প্রিয় বিড়ালটি হারিয়ে খুবই কষ্টের সময় পার করছেন। অনেক সময় বিড়াল হারিয়ে গেলে নিজের পথ খুঁজে ফেরত আসতে পারে, তবে সেটি সবসময় সম্ভব হয় না। আমি আপনাকে কিছু পরামর্শ দিতে চাই। প্রথমত, আশেপাশের এলাকায় গিয়ে বিড়ালের খোঁজ করুন এবং যারা বিড়াল ভালোবাসেন বা চেনেন, তাদের সঙ্গে কথা বলুন। প্রয়োজনে একটি ছবি দিয়ে পোস্টার তৈরি করে এলাকায় লাগাতে পারেন। সোশ্যাল মিডিয়ায় আপনার বিড়ালের ছবি এবং তথ্য শেয়ার করতে পারেন। স্থানীয় পশুপ্রেমী গ্রুপ বা পেজে পোস্ট করা খুবই কার্যকর হতে পারে। অনেক সময় কেউ বিড়ালটি খুঁজে পেলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনাকে জানাতে পারে। তাছাড়া, নিজের আশা কখনো হারাবেন না। অনেক বিড়াল হারিয়ে যাওয়ার পরেও বেশ কিছুদিন পর বাড়ি ফেরে। হয়তো কোনো নিরাপদ জায়গায় গিয়ে লুকিয়ে আছে বা কাউকে আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। আপনার জন্য আমার আন্তরিক দোয়া রইল। আল্লাহ আপনার বিড়ালটিকে নিরাপদে এবং সুস্থ অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দিন। এই সময়টিতে শক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার যত্ন এবং ভালোবাসাই বিড়ালটির প্রতি আপনার দায়িত্বের প্রমাণ।
@noshinnawerera
@noshinnawerera 2 күн бұрын
ছেলে বিড়াল এর এরিয়া মার্কিং করার জন্য যে এখানে সেখানে পি করে এইটার কি কোনো সলিউশন আছে?
@PoshaPraniPlus
@PoshaPraniPlus Күн бұрын
ছেলে বিড়ালদের দ্বারা এরিয়া মার্কিং করার অভ্যাস একটি স্বাভাবিক আচরণ, যা মূলত তাদের প্রাকৃতিক আচরণের অংশ। এটি সাধারণত এলাকা দখলের সংকেত দেওয়া, অন্যান্য বিড়ালের প্রতি বার্তা পাঠানো বা প্রজনন সঙ্গী আকর্ষণ করার উদ্দেশ্যে হয়ে থাকে। তবে, ঘরের মধ্যে এখানে-সেখানে পি করার এই অভ্যাস বাড়ির পরিবেশে খুবই বিরক্তিকর এবং সমস্যা সৃষ্টি করতে পারে। এই সমস্যার সমাধান সম্ভব, তবে এর জন্য সঠিক পদ্ধতি এবং ধৈর্য প্রয়োজন। প্রথম এবং সবচেয়ে কার্যকর সমাধান হলো নির্ধারিত বয়সে আপনার বিড়ালটিকে নিউটার করা। নিউটারিং (Spaying/Neutering) বিড়ালের হরমোনজনিত আচরণ, যেমন মার্কিং করার প্রবণতা অনেকাংশে কমিয়ে দেয়। সাধারণত ৪-৬ মাস বয়সে এটি করার পরামর্শ দেওয়া হয়। যদি আপনার বিড়ালটি প্রাপ্তবয়স্ক হয় তবুও নিউটার করলে তার আচরণে পরিবর্তন আসতে পারে। এটি একাধিক গবেষণায় প্রমাণিত যে, নিউটার করা বিড়ালদের মধ্যে মার্কিং করার প্রবণতা প্রায় ৯০% পর্যন্ত কমে যায়। আপনার বাড়িতে নতুন বিড়াল বা পোষা প্রাণী আনলে বিড়ালের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি হতে পারে, যা মার্কিংয়ের কারণ হতে পারে। নতুন প্রাণী আনার সময় বিড়ালের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ধীরে ধীরে তাদের পরিচয় করানো উচিত। এছাড়া, বাড়ি পরিষ্কার রাখা এবং গন্ধ সম্পূর্ণভাবে দূর করা খুব গুরুত্বপূর্ণ। বিড়াল সাধারণত পূর্বে মার্কিং করা জায়গাগুলোতে আবারও মার্কিং করতে চায়। ভিনেগার মিশ্রিত পানি বা এনজাইম-ভিত্তিক ক্লিনার দিয়ে জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করলে এই প্রবণতা কমে যায়। স্ট্রেস বা উদ্বেগও মার্কিংয়ের একটি বড় কারণ। পরিবেশে বড় ধরনের পরিবর্তন, নতুন অতিথি বা আশপাশে অন্য বিড়ালের উপস্থিতি বিড়ালের মধ্যে এই আচরণ তৈরি করতে পারে। বিড়ালকে আরামদায়ক পরিবেশ দিন এবং তার প্রিয় জায়গাগুলোতে খেলনা বা নরম বিছানার ব্যবস্থা করুন। যদি সম্ভব হয় ফেরোমোন ডিফিউজার (যেমন Feliway) ব্যবহার করতে পারেন যা বিড়ালকে স্বস্তি দেয় এবং মার্কিং আচরণ কমাতে সাহায্য করে। এছাড়া, লিটার বক্সের সংখ্যা এবং অবস্থানেও নজর দেওয়া জরুরি। আপনার বাড়ির প্রতিটি বিড়ালের জন্য আলাদা লিটার বক্স রাখুন এবং তা নিয়মিত পরিষ্কার করুন। অনেক সময় অপরিষ্কার লিটার বক্সের কারণে বিড়াল অন্য জায়গায় পি করতে উদ্বুদ্ধ হয়। সবশেষে, যদি কোনো স্বাস্থ্যগত সমস্যার কারণে এই আচরণ দেখা দেয় তবে একজন অভিজ্ঞ পশুচিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। কখনও কখনও মূত্রনালীর সংক্রমণ, স্টোন বা অন্যান্য শারীরিক অসুবিধাও এরিয়া মার্কিংয়ের কারণ হতে পারে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে এই সমস্যার সমাধান সম্ভব। আপনার বিড়ালের প্রতি মনোযোগ ও ভালোবাসা ধরে রাখুন। সময়ের সঙ্গে সঙ্গে তার আচরণে পরিবর্তন আসবে।
@MDshkurAli-wn9fr
@MDshkurAli-wn9fr 2 күн бұрын
❤❤❤❤
@honeythetiel
@honeythetiel 2 күн бұрын
Amar male cat hit e ase or jonno ki ekta female neya asbo plz reply deyen 😢❤♥️
@PoshaPraniPlus
@PoshaPraniPlus 2 күн бұрын
যদি আপনি ছেলে বিড়ালটির জন্য একটি মেয়ে বিড়াল আনতে চান, তাহলে কিছু বিষয় মনে রাখা উচিত। প্রথমত, আপনার ছেলে বিড়ালটির স্বাস্থ্য এবং আচরণ সম্পর্কে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যদি তাকে এখনও স্পে করা না থাকে। যেহেতু স্পে করা হলে সে এই ধরনের আচরণ কম করবে, তাই এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে এটি ভাবা উচিত। দ্বিতীয়ত, যদি আপনি মেয়ে বিড়াল আনেন তবে তাদের পরিচিয়টি খুব সাবধানে করতে হবে এবং নিশ্চিত হতে হবে যে এটি একটি সুরক্ষিত পরিবেশে হচ্ছে। তবে সঠিক সময়ে স্পে বা কাস্টারিং করানো হলে ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়ানো সম্ভব।
@M_i_m_i_k_o
@M_i_m_i_k_o 2 күн бұрын
Vaiyaaa apnar shathe ki ektu kotha bola jabe... onnnnnk gula video dekheo bujhte partesi nah amar twinkle er ki hoise ar ammu oke vet er kache o niye jaite dicche nah😭
@PoshaPraniPlus
@PoshaPraniPlus 2 күн бұрын
জ্বী! ফেসবুক পেজে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। facebook.com/poshapraniplusofficial
@jineyaislam6436
@jineyaislam6436 2 күн бұрын
Onk try korta ce SB vaba E but amr beral ta bad a aissa P potty kora ,Ki korbo bujta ce na
@PoshaPraniPlus
@PoshaPraniPlus 2 күн бұрын
ভিডিওতে দেখানো পদ্ধতির সব চেষ্টা করার পরও বিড়ালের পটি সমস্যা সমাধান না হয়, তবে আপনার আরও কিছু পদক্ষেপ নেওয়া দরকার। প্রথমত, একজন পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, কারণ বিড়ালের পটি করার সমস্যাটি শারীরিক অসুস্থতার কারণে হতে পারে, যেমন মূত্রনালীর সংক্রমণ বা কোষ্ঠকাঠিন্য। এমন সমস্যা থাকলে চিকিৎসকের কাছ থেকে সঠিক পরামর্শ ও চিকিৎসা নেওয়া উচিত। যদি আচরণগত সমস্যা হয়, তবে একজন পশু আচরণবিদের (animal behaviorist) সহায়তা নেয়া যেতে পারে। তারা বিড়ালের মনোভাব বিশ্লেষণ করে এবং সঠিক আচরণগত কৌশল অবলম্বন করার পরামর্শ দিতে পারবেন। এছাড়া, যদি বিড়ালটির স্ট্রেস বা উদ্বেগের কারণে এটি ঘটে থাকে তবে স্ট্রেস রিলিভিং পণ্য যেমন ফেরোমন ডিফিউজার ব্যবহার করতে পারেন যা বিড়ালকে শান্ত রাখতে সাহায্য করবে। বিড়ালের জন্য প্রতিদিনের একটি নির্দিষ্ট রুটিন তৈরি করা যেমন একই সময়ে তাকে লিটার বক্সে নিয়ে যাওয়া, তাকে একটি অভ্যস্ত রুটিনের মধ্যে রাখতে সাহায্য করতে পারে। যদি এই সব পদক্ষেপের পরও সমাধান না হয়, তাহলে আরও গভীরভাবে বিড়ালের আচরণ এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
@blackrose9532
@blackrose9532 2 күн бұрын
আমার বিড়াল আজকে হারিয়ে গেছে 😅😭
@AbulKashem-vb6fh
@AbulKashem-vb6fh 2 күн бұрын
😢😢😢😢😢😢
@Most.ShabnamFerdausi
@Most.ShabnamFerdausi 2 күн бұрын
Amader basai 1 ta Bangladeshi cat ase.