Sir আবার আপনাকে ফিরে পেয়ে খুব ভালো লাগলো। এবারে যেভাবে শুরু করেছেন সত্যই আমরা কিছু শিখতে পারব।আর আপনি সকলের এক অগাধ বিশ্বাস। অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল। 🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই ।ভালো থাকুন । আর চলুন সকলে এগিয়ে চলি । আসলে আমার কষ্টের কথা বলি, এই ভিডিওটা হয়েছিল ১৮ মিনিট। অনেক দর্শক বন্ধুরা বলছেন ভিডিও ছোট করুন , ভিডিও ছোট করুন। সেজন্য কেটে কেটে বাদ দিয়ে এটাকে ১২ মিনিট করা হয়েছে। দেখা গেল অনেক অনেক ওষুধের নাম বাদ পড়ে গেছে আর অনেক দরকারি কথা ও বাদ চলে গেছে। কি বলবো মানুষকে , আরে বাবা , তুমি তো গাছের ডাক্তার হবে, বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে না ? এটাই বোঝাতে পারছিনা।
@champadhali674610 ай бұрын
Thank you so much sir🙏
@mrinmoybhowmick70972 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ 🌱🌱🌱
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।
@MH-xt3umАй бұрын
আল্লাহ আপনাকে দীর্ঘ জীবী করুন
@bansibadaanmahata23802 жыл бұрын
দারুন হয়েছে স্যার আপনি এভাবে পথ দেখালে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব বলে মনে হয়। আপনি আমাদের অনুপ্রেরণা
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আমি চাই আপনারা নিজেরাই ডাক্তার হয়ে উঠুন। আর এগিয়ে চলুন।
@sunilbhowmick9322 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 sir apni amr comment er reply dilen nahh.....khub asa niye jiggasa korechilm
@biswajidas19572 жыл бұрын
স্যার আপনি আমাদের ছাদ বাগানের অনুপ্রেরণা, তাই আপনার মতামত আমাদের আশির্বাদ। আপনার মঙ্গল কামনা করি,নমস্কার।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই, ভালো থাকুন , আর চলুন সকলে এগিয়ে চলি। এবার শীতের সবজির দিন এগিয়ে আসছে। ছাদ বাগান ভর্তি হোক শীতের ফসলে এটাই কামনা করবো।
@parthadas11862 жыл бұрын
স্যার আপনার ভিডিও 1 ঘণ্টা হলেও কোনো অসুবিধা নাই। আপনি ভিডিও করুন আমাদের কাছে আপনার 1 ঘণ্টা সময় দেওয়া খুবই গুরত্বপূর্ণ। ভালো থাকবেন।🙏🙏🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
এই ভিডিওটা হয়েছিল ১৮ মিনিট । অনেক দর্শক বন্ধুরা বলছেন ছোট করুন ভিডিও ছোট করুন সেজন্য কেটে কেটে বাদ দিয়ে 12 মিনিট করা হয়েছে । দেখা গেল অনেক অনেক ওষুধের নাম বাদ চলে গেছে। অনেক দরকারী কথাও বাদ পড়েছে আমার কিছু করার নেই। কি বলবো মানুষকে।
@mdsaon51172 жыл бұрын
দাদু ভাইয়া ঠিকি বলছে আপনি ভিডিওতে কোনো কাটাকাটি করবেন না ফুল ইনফর্মেশোন টাই দিবেন
@dipakchandrachandra4222 Жыл бұрын
Sir 1hr video korun full information din thank you
@apalimandal98582 жыл бұрын
অনেক দিন পর দর্শন পেলাম আর খুব দরকারী ভিডিও পেলাম। আমাদের এদিকে একদমই বৃষ্টি নেই। যেটা কৃষকভাইদের সবথেকে দরকার। আপনি ভালো থাকবেন 🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আবার নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বৃষ্টি নামবে। হয়তো এবার আপনাদের ওদিকেবৃষ্টি আসবে। ভালো থাকুন দিদিমণি। আর একটা কথা আমি সবে গরীবের ভ্রমণ বিষয়ক আরেকটা চ্যানেল খুলেছি। সবে একটা ভিডিও পোস্ট করেছি। বেড়াতে যাবেন কম পয়সায় কিভাবে সেই নিয়ে আপনাদের সামনে এসেছি । আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে।
@ratankumarbera88402 жыл бұрын
Sir. How can I identified between late blight; early blight and bacterial blight.
@farmingadviseranathhalder75792 жыл бұрын
I will try to solve it next video. It is not possible to discuss here because it is lengthy subject. Don't mind , your name will be mentioned during discussion..
@rathinmondal20012 жыл бұрын
অনেক দিন পরে এই গলাটা শুনে তৃষিত মন তৃপ্ত হল।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই ভালো থাকুন অনেকদিন পরে আমি ও উত্তর দিচ্ছি। মনে কিছু করবেন না।
@sudip39372 жыл бұрын
Sir প্রণাম নেবেন। প্রথমে বলি, বিদায় নেওয়ার কথা বলবেন না😟🙏। আমাদের শিখিয়ে পাকিয়ে দিন তারপর সমস্যা থাকলে ভিডিও কমিয়ে দেবেন তবে দেখা দিতে মাসে কয়েকবার অন্তত আসতেই হবে। আর পারলে একটু নম্বরটা দেবেন, আগেও বলেছি এখনো বলছি যে- আপনাকে জ্বালাবো না promise. আর আরো একটা কথা, আপনার ফার্মিং সাইট গুলোর ভিডিও দেবেন মাঝে মাঝে plz। আপনি কেমন কাজ করছেন, আপনার হাতের ফসল কেমন সুন্দর হয়ে উঠছে তা দেখতে বড়ই ইচ্ছে হয়। ভাল থাকবেন।🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
হ্যাঁ কথা রাখবো। ডাক্তার তৈরি করলেই তবে আমি আনন্দ পাবো। আসলে হয়েছে কি এই ভিডিওটা ১৮ মিনিট হয়েছিল ।অনেক দর্শক বন্ধুরা বলছেন ভিডিও ছোট করুন , ভিডিও ছোট করুন ফলে এটাকে কেটে কেটে বাদ দিয়ে 12 মিনিট রাখা হয়েছে। দেখা গেল অনেক অনেক ওষুধের নাম বাদ পড়েছে তাছাড়া অনেক দরকারী কথাও বাদ চলে গেছে । কিছু করার নেই আমার। খুব খারাপ লাগছে । একটা কথা আমি মানুষকে বোঝাতে পারছি না আরে বাবা তুমি তো গাছের ডাক্তার হবে তাই বিষয়টা তো ভালো করে বুঝে নিতে হবে। এটাই বোঝাতে পারছি না। আর বাগানের ছবি অবশ্যই দেখাবো আসলে আমি একটা কাজের মধ্যে জড়িয়ে আছি এজন্য ঘনঘন ভিডিও করতেও পারছিনা। তোমরা সবাই ভালো থেকো , আর চলো সকলে এগিয়ে চলি।
@sudip39372 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 বুঝলাম sir, আমার মতামত হল যে আপনি ফুল লেন্থ ভিডিও বানান। আধা আধুরা জ্ঞানটা সর্বদা কার্যকরী হয় না, তাই আপনি কোনো কিছু বাদ না দিয়ে ভিডিও বানান, সময় যা লাগে লাগুক। যাদের মনে হচ্ছে ছোট হলে ভাল হয় তারা স্কিপ করে দেখুক। আমাদের অনেকেরই আপনার ভিডিও বড় হলেই বেশি খুশি হব, কারন বেশি knowledge gather করতে পারব। আমি ব্যক্তিগত ভাবে আপনার সব ভিডিও দেখি ও শুধু দেখিই না, সাথে নোট ও করি। তাই আপনি এর পর থেকে ফুল লেন্থ ভিডিও আপলোড দিন। কোনো কাটছাট দরকার নেই।❤️❤️ ভাল থাকবেন ও প্রণাম নেবেন।🙏
@M.A5gy5 ай бұрын
অসাধারণ তথ্য বহুল আলোচনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
@farmingadviseranathhalder75795 ай бұрын
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@najirhossain83842 жыл бұрын
কৃষি জমিতে " সরিষার খইল " ধান চাষে , আলু চাষে কেন ব্যবহার করব ? ব্যবহার করলে কী সুবিধা বা অসুবিধা কি হবে? একটি ভিডিও করলে হাজার হাজার চাষীদের বুঝতে সুবিধা হয়।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আচ্ছা ভিডিও করতে চেষ্টা করবো।
@MrSouvik122 жыл бұрын
স্যার Amistar top,Ridomil Gold আর Saaf 3 te ব্যবহার করি আপনি অনেকদিন আগেই বলেছিলেন, সত্যিই প্রচুর উপকার পেয়েছি I অনেকদিন পরে আবার একবার revise করতে পেরে এবং আরো নতুন কিছু জানতে পেরে খুব ভালো লাগলো I ভালো থাকবেন স্যার I প্রণাম নেবেন
আপনি সাহস দিয়েছিলেন দাদা ...... আমার ছাদে আটটি পুলিবেগুনের গাছে এতো বেগুন ফলেছে বেগুন কিনতে হয় নি ...... এমনকি মানুষকে বিতরণ করতেও পেরেছি .... এই আনন্দ জীবনে পাইনি ...... অনেক ধন্যবাদ আপনাকে । সল্টলেক সিটি
@farmingadviseranathhalder75792 жыл бұрын
খুব খুব ভালো লাগলো। গাছপালা সত্যিই আমাদের প্রকৃত বন্ধু। এরা আমাদের সঙ্গে বেইমানি করে না। যেমন আপনি ভালোবাসবেন তেমন ওরা আপনাকে ভালোবাসা ফিরিয়ে দেবে। ভালো লাগলো এগিয়ে চলুন, ধন্যবাদ জানাই। আর একটা কথা গাছের গোড়ার মাটি শুকনো হলে সরিষার খোল পচানো জল দিয়ে যাবেন দশ দিন ছাড়া ছাড়া এখনো অনেক বেগুন পাবেন।
@abedaagrocare2 жыл бұрын
চমৎকার উপস্থাপনা, পর্যালোচনা ও উপদেশ, আমি বাংলাদেশের খুলনা থেকে। বারোমাসি তরমুজ চাষ করছি। আপনার উপদেশ গুলো আমি মনোযোগের সাথে গ্রহণ করি।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
সোনার বাংলার মানুষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন এই কামনা করবো।
@ashutoshroy29632 жыл бұрын
অনেকদিন পরে দেখলাম আপনার ভিডিও আপনি ভালো থাকবেন এখন আবার চাষাবাদ শুরু করেছি তো তাই আবার আপনার কথা সবসময় মনে রেখেই কাজ শুরু করতে চাই ভালো থাকবেন আপনি
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আপনি ও সপরিবারে ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।
@sumitboral3745 Жыл бұрын
Share করার জন্য ধন্যবাদ। কাকু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন।
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
আপনি ও সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
@debranjanjana86405 ай бұрын
খুব সুন্দর বোঝালেন দাদা। আপনাকে অনেক ধন্যবাদ থাকালো।
@farmingadviseranathhalder75795 ай бұрын
ধন্যবাদ জানাই।
@monojibhattacharjee66352 жыл бұрын
Onek onek onek onek dhonnobad ai video ta anar jhonno ❣❣❣❣❣❣
স্যার আমি তো সবকিছু মিলিয়ে রীলে করে চাষ করে চ্লচি এই বর্ষাতে ভালোই লাগছে সকলে এভাবে করুন আমরা সবাই মিলে একটা সুন্দর কৃষি বিভাগ গড়ে তুলি
@farmingadviseranathhalder75792 жыл бұрын
খুব খুব ভালো লাগলো। সত্যিই এইভাবে ই চললে ভবিষ্যৎ প্রজন্ম ও এর সুফল পাবে।
@debasismondal48732 жыл бұрын
খুব সুন্দর করে বোঝা লেন পুরো ব্যাপারটা খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ শ্যাড় ভালো থাকুন সুস্থ থাকুন। 🙏🌹🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই। আপনারাও সপরিবারে ভালো থাকুন।
@biplabkarmakar13912 жыл бұрын
আপনার কথা মত আমার লেবু গাছের গা থেকে আঠা বের হওয়া রোগ সারাতে পেরেছি। এখন হয়তো সময়ের অভাবে কমেন্ট এর উত্তর দিতে পারেন না। কিন্তু একটু কষ্ট করে দিলে খুব ভালো হয়। আপনার মত পরামর্শ দাতা খুব কম আছে। অনেক ধন্যবাদ।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি। এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Sir , you are a genuine learned and experienced person. Pranam neben.
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@shsheemrun40012 жыл бұрын
দারুণ হয়েছে, স্যার।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।
@sumantamahapatra46282 жыл бұрын
হ্যাঁ স্যার, আপনি অনেক টাই অনুপ্রেরণা। এরপরে ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্বন্ধে অবশ্যই জানাবেন। প্রণাম নেবেন।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
হ্যাঁ অবশ্যই ভিডিও করে জানাবো।
@nirmalgharai35322 жыл бұрын
অনেক অনেক শুভেচ্ছা রইলো, ভালো থাকুন সুস্থ থাকুন।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আপনারা ও সপরিবার ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি । ধন্যবাদ।
@chhayasakar55702 жыл бұрын
এতোদিন পরে ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আজকের টিপস দারূন বোঝালেন ভালো থাকবেন দাদাভাই 👌🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আপনি ও ভালো থাকবেন দিদি। আমি একটা নতুন চ্যানেল খুলেছি সবেমাত্র একটা ভিডিও পোস্ট করেছি, গরীবের ভ্রমণ , ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে। কম পয়সায় গরীব মানুষরা কিভাবে বেড়াতে যেতে পারবে সেই সব বিষয়ে আমি আস্তে আস্তে ভিডিও আনবো।
@sahadevjana38292 жыл бұрын
ধন্যবাদ জানাই আপনাকে খুব ভালো সময় ভিডিও আনার জন্য ভালো থাকবেন সপরী বার
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই। আপনারাও সপরিবারে ভালো থাকুন।
@md.shamimhoque20012 жыл бұрын
ধন্যবাদ আপনাকে
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।
@amritendubera8292 жыл бұрын
Sir anek respect and salute sir apni amader ekdom kacher dure thekeo
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই, সেইসঙ্গে সব পরিবারের ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।
@tazulislam9360 Жыл бұрын
love u sir From Bangladesh 🇧🇩
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
এগুলো মনে রাখার চেষ্টা করবেন। তাহলে সারাজীবন ঠকতে হবে না। দোকানে গিয়ে সঠিক ওষুধ কিনতে পারবেন।
@sushantamondal37462 жыл бұрын
সুপ্রভাত স্যার🙏 জৈব পদ্ধতিতে পান চাষের প্রোনালী সম্বন্ধে একটি ছোট ভিডিও করলে বিশেষ উপকৃত হতাম 🙏 । সুশান্ত মণ্ডল ডায়মন্ডহারবার
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আচ্ছা সময় পেলে ভিডিও করার চেষ্টা করবো। আপাতত কোন রাসায়নিক সার দেওয়া চলবে না। সরিষার খইল বাদাম খইল বাইরে পচাতে হবে সাত থেকে আট দিন। তারপরে ব্যবহার করতে হবে। আর ট্রাইকোডারমা ভিরিডি ও সিউডোমোনাস পাউডার সাত দিন ছাড়া ছাড়া গাছের গোড়ায় ও পাতায় স্প্রে করে যাবেন। আর মাঝে মাঝে জৈব পি জি আর স্প্রে করবেন।
@MdKhan-dn7lw2 жыл бұрын
দারুন লাগলো কাকু
@MdKhan-dn7lw2 жыл бұрын
বাংলাদেশ থেকে বলছি কাকু, পেয়ারা গাছে টিল ব্যাবহার করা যাবে
@Piudutta6662 жыл бұрын
Apne khub vala manush and apnar vidio gulo amar khub vala laga
ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন , আর এগিয়ে চলুন এই কামনা করবো।
@MrIQBAL96962 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এত সুন্দর প্রাণবন্ত উপস্থাপনার জন্য।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই, সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি। আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।
@MrIQBAL96962 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 ঈশ্বর যেন আপনাকে শতায়ু দান করেন স্যার।
@mdasifalimondal20202 жыл бұрын
Khub sundor . Apni ei rog sankranto video gulo banan sir please.!!!!
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আসলে এই ভিডিওটা হয়েছিল ১৮ মিনিট কিন্তু অনেক দর্শক বন্ধুরা বলছেন ভিডিও ছোট করুন , ভিডিও ছোট করুন । সেটাকে কেটে কেটে 12 মিনিট করা হয়েছে ।ফলে অনেক ওষুধের নাম ও অনেক দরকারী কথা বাদ চলে গেছে আমার কিছু করার নেই। খুব খারাপ লাগে। আরে বাবা তুমি তো গাছের ডাক্তার হবে , তাই ভালো করে বিষয়টা তো বুঝে নিতে হবে এই কথাটাই দর্শকদেরকে বোঝাতে পারছি না । ভিডিও ছোট করা মানেই অনেক জিনিস বাদ পড়ে যাওয়া। আমার কিছু করার থাকে না।।
@debasishbanerjee42982 жыл бұрын
Dada darun laglo
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই, ভালো থাকুন, আর এগিয়ে চলুন।
@koushikmondal7412 жыл бұрын
Great sir
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই, ভালো থাকুন।
@baponAndSumitra2 жыл бұрын
কাকা ভিডিও টা খুব ভালো লাগলো ধন্যবাদ🙏💕 আপনাকে
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই , ভালো থেকো। আর চলো সকলে এগিয়ে চলি।
@baponAndSumitra2 жыл бұрын
আর কবে ভিডিও ছারবেন
@zidanmurmu55702 жыл бұрын
স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আপনাকে ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন , আর এগিয়ে চলুন এই কামনা করবো।
@partha_plethorapedia9 ай бұрын
Thank you
@farmingadviseranathhalder75799 ай бұрын
ধন্যবাদ জানাই।
@sriharicharanmandal85532 жыл бұрын
We have missed you for a long time, Thank you.
@farmingadviseranathhalder75792 жыл бұрын
In short time l will teach you all important subjects which are related to Agriculture.
@amitpaul882 Жыл бұрын
Thanks for your valuable comments, be well for good suggestion in future. Amit Paul.
@dipayanroy91042 жыл бұрын
ধন্যবাদ সুন্দর
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই।
@saifuddinmondal6294 Жыл бұрын
Kaka Amar sosa gachher kando fete jachhe, ful ase gechhe akhan ki osud dobo, please ans.
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
কনিকা পাউডার প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে বোরন এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
@ShyamalisCreation2 жыл бұрын
অনেকদিন পর ভিডিও দেখলাম,কেমন আছেন কাকু,আপনার কথা খুব ভালো লাগে,ভালো থাকুন
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই। ভালো থেকো কাকু। আসলে আমি একটা বড়ো জায়গায় কাজ করছি। এখানে কাজের চাপ প্রচুর এজন্য ভিডিও করতে অসুবিধা হয়। একটু ফাঁকা পেলেই তখনই ভিডিও করি। ভালো থেকো সঙ্গে থেকো। আমি একটা গরীবের ভ্রমণ নিয়ে ভিডিও আনছি। নতুন চ্যানেল খুলছি, যদি বেড়াতে যাওয়ার ইচ্ছে হয় ভিডিওটা দেখতে পারো একটা ভিডিও পোস্ট করেছি।
@nkt7862 жыл бұрын
দাদু খুব উপকার হলো। বাংলাদেশ থেকে নাজিয়া। অনেকদিন আপনার ভিডিও পাইনা
@farmingadviseranathhalder75792 жыл бұрын
অনেক অনেক দিন পর দাদুভাই কেমন আছো সব ? আমি চাই তুমি একজন ভালো গাছের ডাক্তার তৈরি হও । এই ভিডিওটা ১৮ মিনিট হয়েছিল সেটাকে কেটে কেটে বাদ দিয়ে 12 মিনিট করা হয়েছে। কারণ অনেক দর্শক বন্ধুরা বলছেন ভিডিও ছোট করুন, ভিডিও ছোট করুন, ফলে দেখা গেল অনেক অনেক ওষুধের নাম বাদ চলে গিয়েছে অনেক দরকারী কথাও বাদ চলে গিয়েছে। একটা কথা বোঝাতে পারছি না মানুষকে। আরে বাবা তুমি তো গাছের ডাক্তার হতে চাও তাহলে বিষয়টাকে তো ভালো করে বুঝে নিতে হবে। যাইহোক পরবর্তীকালে ডাক্তার তৈরি হওয়ার জন্য যে সমস্ত ভিডিও আসবে প্রত্যেকটা কিন্তু তুমি দেখবে এবং লিখে রাখবে। কারণ তোমাকে একজন ভালো ডাক্তার হতে হবে গাছের। তোমার দ্বারায় বাংলাদেশের অনেক মানুষ যেনো উপকার পায় ।আমি চাই দাদুভাই ভালো থেকো আশীর্বাদ করি তুমি এগিয়ে চলো। আল্লাহ তোমার মঙ্গল করুন এই কামনা করবো।
@nkt7862 жыл бұрын
দাদু- আমরা ভাল আছি। ব্যস্ত জীবনে আছি। আপনার জন্য সবসময় দোয়া করি। আপনার ভিডিও যতো বড় হোক না কেনো- বারবার দেখি।
স্যার, টবে বেদানা গাছের যত্ন ও পরিচর্যা কিভাবে করবো ও গাছের গ্রোথ কিভাবে করবো এই নিয়ে একটা ভিডিও করুন প্লীজ 🙏🙏🙏 ধন্যবাদ!!!
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ঐ গাছের গোড়ায় সরিষার খোল পচানো জল দিয়ে যাবেন পনেরো দিন ছাড়া ছাড়া আর ৫০ গ্রাম Humicil G জৈব দানা সার অবশ্যই ব্যবহার করবেন।
@nasiruddinmollik94672 жыл бұрын
খুবই ভালো লাগলো ধন্যবাদ দাদা
@farmingadviseranathhalder75792 жыл бұрын
এবার ব্যাকটেরিয়া ঘটিত রোগ ও সমাধান নিয়ে ভিডিও আনবো। অবশ্যই অবশ্যই দেখবেন।
@mdmostofa-qh1iz2 жыл бұрын
সার বেগুনের গোড়া শুকানো রোগের জন্য কারবনডাজিম ভাল হবে নাকি রিডোমিল গোলড, বাংলাদেশ থেকে
@bollovpur24902 жыл бұрын
verry good
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই , ভালো থাকুন।
@mithundasbairagya67012 жыл бұрын
Valo laglo kaku
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই।
@yourrajib45222 жыл бұрын
অসাধারণ
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই।
@farihatabassumsmita58882 жыл бұрын
অসাধারণ ভাই
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি। গাছের ডাক্তার অবশ্যই তৈরি হয়ে যাবেন। শুধু ভিডিও টা দেখবেন।
@amarjitseth33892 жыл бұрын
Sir thank you for the valuable advice.your explanation capacity is too good.
@farmingadviseranathhalder75792 жыл бұрын
Many thanks to you for watching my video.
@sahebmondal16582 жыл бұрын
স্যার, ভিডিও গুলো একটু long করুন। Details এ আলোচনা করুন। অনেক জিনিস বাদ পড়ে যাচ্ছে যেগুলো জানা খুব জরুরী...
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ঠিক কথা বলেছো। এই ভিডিওটা হয়েছিল 18 মিনিট। অনেকে বলছেন ভিডিও ছোট করুন, ভিডিও ছোট করুন সেজন্য কেটে কেটে 12 মিনিট করা হয়েছে। এ জন্য অনেক ওষুধের নাম এবং অনেক দরকারী কথা বাদ পড়ে গেছে। কিছু করার নেই । কি বলবো, মানুষকে বোঝাতেই পারছি না। আরে বাবা তুমি তো একটা ডাক্তার হবে গাছের , ভালো করে জিনিসটা বুঝে নেবে না, এই কথাটা বোঝাতেই পারছিনা।
@mukulsannigrahi57472 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 জেঠু যারা long video দেখতে চাইছে না তারা গাছের ডাক্তার হতেও চাইছে না, তাই বলছি কি যে, যে উদ্দেশ্যে আপনি ভিডিও বানাচ্ছেন সেটা যেন পূরন হয়। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন 🙏🏻
@p.garden4942 жыл бұрын
খুব সুন্দর। দারুন উপকারী পদ্ধতি বলেছেন। আচ্ছা অনাথ বাবু।আমার কাছে শুধু এমিষ্টা আছে।ওটার ডোজটা বলবেন।এক লি:জলে কতটা পরিমাণ দেব। ধন্যবাদ 🙏🙏🙏🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
কোন গাছে ব্যবহার করবেন তারপর নির্ভর করে যেমন বেগুনে যদি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে এক মিলি , আবার যদি আপনি ঝিঙা ,করলা বা চিচিঙ্গাতে ব্যবহার করেন তাদের দশ লিটার জলে ৬ মিলি অর্থাৎ হাফ মিলির একটু বেশি । বেশি এই ওষুধ দিলে পাতা পুড়ে যায়।
@p.garden4942 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏🙏
@chhondomita Жыл бұрын
স্যার আপনার বানানো ভিডিও অনেক চাষির পাশাপাশি আমাদের মতো কৃষি ছাত্রদের জন্যও প্রয়োজন
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
ধন্যবাদ জানাই, সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@MdAlouddin-n2k11 ай бұрын
Thanks
@farmingadviseranathhalder757911 ай бұрын
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@shahinakther59552 жыл бұрын
দাদা, আমার সালাম নিবেন। দাদা, আপনার সাউন্ড এর কোন রকমের সমস্যা হয় নি, খুব ভালো ভাবে বুঝতে পেরেছি। দাদা, আপনার এই একটা ভিডিও এর মাধ্যমে ই আমরা অনেক অনেক কিছু শিখে গেলাম। আপনি সব সময় আমার পরিবারের সদস্যদের জন্য আশীর্বাদ করেন সেটা আমার খুবই ভালো লাগে। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনি সব সময় ভালো থাকার চেষ্টা করবেন কারণ আপনার ভালো থাকাটা আমাদের জন্য খুবই জরুরী আমরা মাঝে মাঝে এ ধরনের ভিডিও পেয়ে আপনার মাধ্যমে খুবই উপকৃত হব।
@@farmingadviseranathhalder7579 আপনার এই আশীর্বাদ এর হাত যেন সব সময় এইভাবে আমার মাথার উপরে থাকে ব্যাস আমি আর কিছুই চাই না। দাদা, আপনাকে ও যেন আল্লাহতালা সব সময় ভালো রাখে সপরিবারে।
স্যার সবজির দাম কিভাবে ওঠা নামা করে এ বিষয়টি একটু বিস্তারিত বুঝতে চাই। স্যার একটি ভিডিও দিন খুব উপকার হবে। নইলে স্যার আমরা নতুন চাষী ক্ষতির মধ্যে পরে যাবো। 🙏🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
অবশ্যই অবশ্যই এই বিষয়েই জানাবো। কিভাবে এই বিপদ থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন।
@tarunchakraborty53352 жыл бұрын
Hydroponic system নিয়ে কিছু বলুন।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
এক কথায় বলা যায় মাটি ছাড়া , জলের মধ্যেই গাছের খাবার মিশিয়ে সেখানেই ফসল চাষ করা। আমি সুযোগ পেলে ভিডিও করার চেষ্টা করবো। আসলে আমি এখনো একটা বড়ো জায়গায় কাজ করছি।এখানে প্রচুর কাজের চাপ। এজন্য ভিডিও করতে ও সমস্যা হয়।সুযোগ পেলে মাঝে মাঝে ভিডিও আনি। আপনারা ভালো থাকুন, আর এগিয়ে চলুন এই কামনা করবো।
sir,আপনার video দেখার জন্য অনেক উৎসাহ নিয়ে অপেক্ষা করে থাকি। আজ , অনেক দিনের অবসানের পর একটি অতি কাঙ্ক্ষিত video পেয়ে খুব খুশি হলাম। তবে এই ধরনের মূল্যবান শিক্ষণীয় বিষয়গুলি আর একটু বিশদে পর্যালোচনা করলে ভালো হয়।ঠিক আপনার শুরুর video গুলির মত, একটু lengthy ।দরকার হয় একাধিক part এ করুন।তাতে সময় লাগুক, যাদের শেখার ইচ্ছে আছে তারা ঠিক দেখবে।একটি voting session করুন না। যেদিকে percentage বেশি হবে সেইমতো video বানাবেন। অনেকেই তো করে। ভালো থাকবেন।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আসলে এই ভিডিওটা হয়েছিল ১৮ মিনিট। অনেক দর্শক বন্ধুরা বলছেন ভিডিও ছোট করুন, ভিডিও ছোট করুন সেজন্য কেটে কেটে এটা ১২ মিনিট করা হয়েছে । দেখা গেল অনেক অনেক ওষুধের নাম বাদ পড়ে গিয়েছে আর অনেক দরকারী কথাও বাদ পড়েছে। কিছু করার নেই কি বলবো। মানুষকে আমি বোঝাতেই পারছি না । আরে বাবা তুমি তো গাছের ডাক্তার হবে, তাই বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে তো, এই কথাটাই বুঝাতে পারছি না ,কি বলবো। ধন্যবাদ জানাই , ভালো থাকুন , আর চলুন সকলে এগিয়ে চলি।
@sukumarhemram83172 жыл бұрын
নমস্কার স্যার ভিডিও টা দেখে খুব ভাল হচ্ছে। স্যার গাঁদা গাছে সাফ আর লাল পটাশ এক সঙ্গে স্প্রে করা যাবে।
@sukumarhemram83172 жыл бұрын
স্যার একটু বলবেন প্লিজ
@farmingadviseranathhalder75792 жыл бұрын
সাফ আর FMC কোম্পানির লেজেন্ড এটা খুব ভালো পটাশ সার একপাতা 45/50 টাকা দাম , পনের লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। অথবা কম দামের লাল পটাশ প্রতি লিটার জলে ৩ গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন।