আজ এতো দিন পর ph এর পূর্ণ রূপ জানতে পারলাম । দাদার চেনেন থেকে অনেক কিছু শিখার আছে । শুভ কামনা রইলো ।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলকে নিয়ে এগিয়ে চলি।
@ibrahimmallick27623 жыл бұрын
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সহজ সরল ভাবে চাষী ভাইদের হাতে কলমে বোঝানোর জন্য আপনার সূসথ জীবন কামনা করি
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই, সেইসঙ্গে আপনারাও সপরিবারে সুস্থ থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি । আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।
@syamalkumarmondal40293 жыл бұрын
Many - many thanks for your heartiest familiar and sweet healthy knowledgeable teaching to common poor farmers, enhance the interest of farming, please carry on.
@gourdhara96335 ай бұрын
নতুন নতুন চাষে এসেছি। ইউটিউব এ ভিডিও দেখতে গিয়ে আপনার এই চ্যানেলের সন্ধান পেলাম। অত্যন্ত তথ্যসমৃদ্ধ। সহজ সরলভাবে মাটি এবং জলের এত গভীর বিষয় বিদ্যালয়ের কোন শিক্ষক দিতে পারেন কিনা জানিনা। তবে আপনার কাছে সহজভাবে এই শিক্ষা গ্রহণ ওরে ধন্য হলাম।
@MrSouvik123 жыл бұрын
স্যার আপনি সত্যিই চাষী ভাইদের, বা আমাদের মত ছাদ বাগানিদের জন্যে ভগবান। ভালো থাকবেন স্যার। আমি সত্যি আপনার দ্বারা বহু ক্ষেত্রে এই চ্যানেলের মাধ্যমে উপকৃত। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ জলের মত হয়ে গেল আমার কাছে। প্রণাম নেবেন।
@@farmingadviseranathhalder7579 জেঠু আপনার ফোন নাম্বারটা যদি একটু দিতেন ভালো হতো। চাষের কোন সমস্যা হলে আপনার কাছে জেনে নিতাম। আর আপনি ড্রাগন ফ্রুট নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানালে ভালো হতো। সুস্থ থাকুন। শরীরের খেয়াল রাখবেন। 🙏🏼
@mintumunshi70333 жыл бұрын
দাদা, আপনার ঞ্জানের স্বচ্ছতার জন্য এবং সাবলীল বক্তব্যের আমাদের বুঝতে কোন অসুবিধা হয়না। তাই বাইরে, মাঠে , রৌদ্রে, না গিয়ে বাড়িতে নিরাপদে চেয়ারে বসে ভিডিও বানালে আমরা সবাই একই রকম ভাবে উপকৃত হব। ধন্যবাদ, ভালো থাকবেন।
@a.s.m.yiahia85993 жыл бұрын
স্যার আমি একজন নতুন ছাদ বাগানি। এই ভিডিওটি আমাকে বাগান করার নতুন দিক শেখাল। এখন থেকে এই তত্ত্ব মেনে চলব। দারুণ উপকৃত হলাম। আপনার ও পরিবারের সার্বিক সুস্থতা কামনা করছি।
@Oxygen9003 жыл бұрын
পেঁপের স্ত্রী-পুরুষ বীজ কিভাবে চিনবো একটা ভিডিও করুন 🙏🙏🙏🙏
@golammasud50193 жыл бұрын
পেঁপের সামনের অংশ দানাগুলোর নিলে বেশি অংশই স্ত্রী পেঁপে গাছ পাবেন
@soumitranaskar60123 жыл бұрын
সামনের অংশ বলতে বুঝলাম না দাদু। I LOVE YOU DADU.
@Amiyasamanta113 жыл бұрын
@@soumitranaskar6012 peper bikhar diktake samner dik samasta faler khetre aki
@jayantamanna92833 жыл бұрын
@@soumitranaskar6012 papar vatar ar samnar dikar ja paka dana galo .
@hifzurrahmanlaskar13002 жыл бұрын
ধন্যবাদ।অনেক উপকৃত হলাম
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই, সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন, আর এগিয়ে চলুন এই কামনা করবো। আল্লাহ আপনার মঙ্গল করুন।
@Bappiapigeonlover3 жыл бұрын
দাদা আপনার জন্য আমার খুব মায়া লাগে, যদি পারতাম আপনাকে আমি আমার কাছে নিয়ে আসতাম আর কখনো যেতে দিতাম না। আল্লাহ আপনাকে নেক হায়াত এবং নেক বুঝ দান করুক, আমীন।
@ujjalaroy94163 жыл бұрын
খুব শিক্ষণীয় একটি ভিডিও দেখলাম। একটি কঠিন বিষয় কে সহজ ভাষায় সকলকে বোঝানো --- আপনাকে স্যালুট স্যার। ভালো থাকবেন সবসময়।🙏
@farmingadviseranathhalder75793 жыл бұрын
আপনারাও সপরিবারে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করবো ধন্যবাদ।
@suvashrisaha15353 жыл бұрын
স্যার, কুমড়া গাছে 2G, 3G, 4G পদ্ধতি কি? কিভাবে এই পদ্ধতি apply করা যায়? আমার প্রশ্ন নজরে পড়লে অবশ্যই জানাবেন।
@rathinmondal20013 жыл бұрын
সহজ কথা সহজ করে বলা সহজ নয়। আর সেই কাজ কত সহজে বলা যায় আপনি তার উদাহরণ। Ph ব্যাপারটা জানা ছিল কিন্তু জবা ফুলের ব্যাপারটা অসাধারণ। সুস্থ থাকবেন , ভালো ঘকবেন। আপনার একলব্য।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
রথীন বাবু কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করবো।আর বলবো শেষে সাবধানে থাকবেন কারণ আপনাদের নিয়েই আমার পথ চলা।
@rathinmondal20013 жыл бұрын
@@farmingadviseranathhalder7579এই অতি মহামারিতে আপনাকেও একই কথা বলার। ভালো এবং সতর্ক থাকবেন। গাছের গোড়া আপনি।
@sukhendu19743 жыл бұрын
DEAR SIR MAY WE USE HUMIC ACID / POTTASIUM HUMATE IN SOIL TO NEUTRALIZE SOIL?
@sumondolui54603 жыл бұрын
ধন্যবাদ স্যার আপনার বোঝানোর ক্ষমতা খুব সুন্দর আমার কোশসেনের উত্তর পেয়েগেছি স্যার করোনা পরিস্থিতি খুব ভয়াবহ সাবধানে থাকবেন ভালো থাকবেন
@sahebsadhukhan49573 жыл бұрын
দারুন স্যার, আপনি জবা ফুল ঘষে যেটা দেখলেন অনেক কেমিস্ট্রি স্যার ও জানে না। এখন মনে হচ্ছে আমরা কেমিস্ট্রি পড়ার সময় ফালতু লিটমাস পেপারের খোঁজ করতাম। একটা আধটা জোগাড় হলেও কিপ্টেমি করে রেখে দিতাম। স্কুলে গাছ ভর্তি জবা ফুল থেকেও মজাটা নিতে পারিনি
@farmingadviseranathhalder75793 жыл бұрын
মজার কথা বললে খুব ভালো লাগলো। ভালো থেকো সাবধানে থেকো।
@লক্ষ্মীকান্তখাঁড়া3 жыл бұрын
সত্যিই স্যার আপনার ভিডিও গুলো যতই দেখছি ।ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, আপনাদের মতো মানুষ গুলো কে সরকার কেন চাকরি থেকে রিটায়ার্ড করে। আপনার মতো মানুষ কে সরকারি অফিসে সারা জীবন দরকার।আর পেঁপের দানার পুরুষ ও মেয়ে চেনার ভিডিও টা খুব তাড়াতাড়ি ছাড়ুন , আশায় থাকলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়
আপনারা ও সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো আর চলুন সকলে এগিয়ে চলি।
@joygoramsm3 жыл бұрын
❤️❤️🙏🙏
@debasisroy86233 жыл бұрын
শশার ভিডিও চাই আমি রোজার মাসে শশা চাষ করেছি lose হয়েছে sir তাই আবার শষা লাগবো ভিডিও চাই
@farmingadviseranathhalder75793 жыл бұрын
রোজার মাসে শসার দাম প্রথমের দিকে খুব ভালো চলছিল 40 টাকা 45 টাকা খুচরা বিক্রি হচ্ছিল। শেষের দিকে এখন কুড়ি টাকায় নেমে এসেছে দাম । পরিস্থিতি স্বাভাবিক হলে আমি চেষ্টা করব ভিডিও দেখাতে।
@bharatiroyganguly2173 жыл бұрын
অপূর্ব শেখানোর পদ্ধতি। অনেক অনেক সুস্থ থাকুন।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই দিদিমণি, সেইসঙ্গে সপরিবারে ভাল থাকুন ,সুস্থ থাকুন এই কামনা করবো । আর চলুন সকলে আস্তে আস্তে এগিয়ে চলি।
@jayantisamaddar8586 Жыл бұрын
দারুন এই ভিডিওটা দাদা।আমিসাধারনগৃহবধু আমাদের এইটুকু জানলেইহবে।🙏
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ জানাই, সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@sandipmitra78825 ай бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সরল ভাবে বিশ্লেষণ করে বোঝানোর জন্য।
@farmingadviseranathhalder75795 ай бұрын
ধন্যবাদ জানাই।
@amolsaha88173 жыл бұрын
খুব ভালো লাগল মাষ্টার মহাশয়। সূন্দর ভাবে একদমই ঘড়োয়া ভাবে বোঝালেন। ধন্যবাদ।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
@roofgardenerfriend3 жыл бұрын
আপনার বোঝানোর সিস্টেম অনেক ভাল। আমি অবাক হয়ে গেলাম।
দাদা 🙏 মাটির ph নিয়ে অত্যন্ত সাবলীলভাবে সুন্দর বক্তব্য দিয়েছেন যা চাষীভাইদের জন্য অনেক উপকার হবে । অজানা তথ্য ওনারা জেনে গেছে । next video তে যদি এসিড loving plants 🌱 নিয়ে আলোচনা করেন তা হলে আমরা উপকৃত হবো । শুভকামনা নিরন্তন 🎉🎉🎉❤️❤️
@shsheemrun40012 жыл бұрын
সাবলীল ভাষায় বুঝালেন, স্যার। অনেক অনেক ধন্যবাদ।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই । সপরিবারে ভালো থাকুন , আর এগিয়ে চলুন।
@jillurrahman80753 жыл бұрын
জাস্ট অসাধারণ দারুণ কিছু শিখলাম।
@uttamray70153 жыл бұрын
স্যার, নমস্কার। আপনিই সমাজের প্রকৃত বন্ধু। আপনি জীবনের শেষে এসেও সমাজের মানুষকে উজাড় করে দিয়ে যাচ্ছেন। এই রকম বন্ধু আজকের দিনে খুবই কম দেখা যায়। আপনাকে আপনার আন্তরিক শ্রদ্ধা জানাই। নমস্কার, ধন্যবাদ, উত্তমকুমার রায়, ইন্টালী, কোলকাতা।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
আপনার ও আপনার পরিবারের সকলকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আর বলব এখন সাবধানে থাকুন ভালো থাকুন।
@Arabifact10 ай бұрын
এক কথায় অসাধারণ ❤❤❤
@farmingadviseranathhalder757910 ай бұрын
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@kartickacharya96282 жыл бұрын
খুব ভাল লাগল আপনার এই ভিডিও
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।
@ismailnayon16073 жыл бұрын
এতো সুন্দর উপকারী ভিডিও সাবলিল ভাষায় উপাস্থিত হওয়ার পরে'ও যারা ডিস লাইক দিয়েছে, তারা নিসন্দেহে দুপেয়ো পশু,,,, আপনাক ধন্যবাদ গুরু,, আপনি ভালো থাকেন, এবং আমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ বানিয়ে আপলোড দিবেন,,
@farmingadviseranathhalder75793 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে সবুজের অভিযানে এগিয়ে চলি। আল্লাহ আপনার মঙ্গল করুন। আসলে ভালো মন্দ সব মানুষকে নিয়েই তো চলতে হয়।এতে মন খারাপ বা দুঃখ পেলে চলবে না। আমারা তো এই কাজ করেই চলেছি , পরে মানুষ আবার ভুল বুঝতে পারবে।
@Debashis000993 жыл бұрын
অসাধারণ মানুষ আপনি।
@ShaAlom-h5w11 ай бұрын
বুঝার মত ভিডিও অসাধারণ এগিয়ে যান
@sumantamondal65033 жыл бұрын
খুব উপকারে লাগলো । আপনার দীর্ঘ সুস্থতা কামনা করি । 🙏
@farmingadviseranathhalder75793 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।
@skasrafulhaque12342 жыл бұрын
খুবই গুরুত্বপূর্ণ ভিডিও
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই, সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন, আর এগিয়ে চলুন।
@anjuacharjee18813 жыл бұрын
খুব ভাল ভিডিও। এটা জানা খুব দরকার ছিল। অনেক ধন্যবাদ দাদা।
@prasantamohish50753 жыл бұрын
সুন্দর ভাবে বোঝালেন আপনাকে নমস্কার জানালাম।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই ভালো থাকুন।
@kuldippurkait35593 жыл бұрын
আপনার মহৎ উদ্যোগ এর জন্য অনেক ধন্যবাদ
@ammanmondal87743 жыл бұрын
ধন্যবাদ খুবই সুন্দর ভাল লাগল ।দারুণ বোঝালেন ।
@sajjankup4713 Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
ধন্যবাদ জানাই, সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@subbu74173 жыл бұрын
সহজ ভাষায় খুব ভালো উপস্থাপনা। গন্ধরাজ গাছ নিয়ে একটা ভিডিও করার অনুরোধ করছি। টবে গন্ধরাজ গাছ কিভাবে ঝোপালো করবো, পাতা খসা ,হলুদ হয়ে যাওয়া , কুঁড়ি ঝরা কিভাবে প্রতিরোধ করবো, যদি বলেন। অপেক্ষায় থাকলাম।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
পরে চেষ্টা করে দেখবো।
@SuccessAgriculture2 жыл бұрын
সুন্দর করে বুজানোর জন্য ধন্যবাদ
@sujankayal48503 жыл бұрын
খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আপনি। ধন্যবাদ🙏
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
@shampachoudhury81912 жыл бұрын
Khub valo laglo video ti mone holo physical science er class holo . 🙏🙏
সুপ্রভাত প্রনাম ,অনেক দিন পর দারুন একটি ভিডিও দেখালেন।দেখবো চেষ্টা করে। দাদাভাই খুব সাবধানে থাকবেন। এভাবেই বারিতে বোসে আমাদের সাথে থাকুন। দাদাভাই লাইভে আসেন খুব ভালো হবে।👍👍👍🙏🙏🙏
@sarobindumondal99143 жыл бұрын
Darun vedio ETA Jana khub dorkar chilo🙂😊 dhonnoybad sir
@kuntaldinhata3 жыл бұрын
অসাধারণ ভিডিও। কাজের ভিডিও
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই ভালো থাকুন, আর চলুন সকলে বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলি।
@BeingHuman52913 жыл бұрын
Sir besi kichu bolar nei sudhu apnake pronam janai j apni manus k atota uporkar korchen.🙏
@tubaimondal22943 жыл бұрын
Khub bhalo bujte parlam. Thank you sir.susto thakun bhalo thakun.
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই সেইসঙ্গে তোমরা সপরিবারে ভালো থেকো ও সাবধানে থাকো।
@Monahosen-ff4jj11 ай бұрын
আমি ক্যানিং থেকে বলছি রাজা আমি আপনার সব ভিডিও দেখি আমার ধান 35 দিন দাদা ধান ভালো হয়নি এখনকার ছোট জেমস আর মারা যাবে কি
@farmingadviseranathhalder757911 ай бұрын
নোনা জল ব্যবহার করবেন না। আমার চ্যানেলে ভিডিও তে বলা বোরো ধানের সার ঐভাবে ব্যবহার করবেন। অবশ্যই ধান পাবেন। ভিডিও দেখে এগিয়ে চলুন।
@sumandey19383 жыл бұрын
Khub sundor, shikhlam onekta
@tajul6393 жыл бұрын
You are the legend of world Agriculture. 💖🇧🇩
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই ।ভাল থাকুন, আর এগিয়ে চলুন।
@studentsindiaorgofficialch62703 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 please sir apnar contact no den
@nabakumar9575 Жыл бұрын
স্যার প্রথমে জানায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।।।স্যার আপনার কথা বলা এবং মানুষ কে হাতে কলমে বোঝানো খুব সুন্দর।।।স্যার আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই।।। আপনি কোন সময় ফাঁকা থাকেন সময় টা বলুন
দারুন বুঝিয়েছেন।। ধান চাষের ক্ষেত্রে আমন মরসুমে জৈব পদ্ধতি এবং বোরো মরসুমে রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করে ধান চাষ করা যায় ??? আমনে দেশী ধানের চাষ হবে।।। জানার আগ্রহ এ রইলাম
@dhritisarkar71943 жыл бұрын
খুব উপযোগী, আমাদের কাজে লাগবে। ভালো থাকবেন। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করি। 🙏🙏
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই সেইসঙ্গে তোমরা ও সপরিবারে ভালো থেকো ও সুস্থ থেকো এবং সাবধানে থেকো
@alpanahembram95853 жыл бұрын
Sir apnan bojhno darun.sir .Thank you .valo thak ben sir
আশা করি ভালোই আছেন। জানিনা আপনি আমার উপর রাগ করে আছেন কিনা, কারণ আমি কমেন্ট বক্সে অনেক প্রশ্ন পোস্ট করেছিলাম কোনটার উত্তর পাইনি। এবারে উত্তর পাব আশা রাখি। আমি মূলত ছাদ বাগানী। তাই ছাদের গাছ সমন্ধে যা কিছু জানার কৌতূহল বেশি। যাই হোক এখন আমার প্রশ্ন ছাদের ফল,ফুল, সব্জি গাছে সারা বছর কি কি সার মূলত জৈব সার কখন প্রয়োগ করব, মাসে কতবার কি কি সার দেব সেটা বললেও হবে, আর কখন সার দেব না সেটাও জানাবেন। ২) যে কোন গাছে অনুখাদ্য, পিজি আর, মিরাকুলান বছরে কতবার কোন সময়ে দিতে হবে। ৩) জৈব ফাঙ্গিসাইড মাসে কতবার বা কদিন অন্তর কোনসময় দিতে হবে। ৪) ট্রাইকোডারমা ভিরিডি কি সরাসরি মাটিতে বা জলে গুলে গাছে দেওয়া যাবে, না গোবর গুলানো জলে ২৪ ঘন্টা শোধন করার পর সরাসরি মাটিতে বা জলে গুলে গাছে স্প্রে করতে হবে। জানালে অত্যন্ত উপকৃত হব। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।
@RajaRoy-b7z10 ай бұрын
Bahut he Sundar sar acha laga
@amalkumarari1193 жыл бұрын
স্যার , আমি একজন বোরো ধান চাষী , আমাদের জমীর মাটি পুরোপুরি এঁটেল মাটির , জুয়ারের জলে চাষ হয় , ধান তারা রোপন করার পর থেকে অন্তত চার কোটাল 6থেকে 7 দিন পর্যন্ত রোয়া ডুবে থাকে এবং ঘনো শেওলায় সমস্ত জমির ধান গাছ ঢেকে যায় তখন আমার জাল বা চুপড়ি দিয়ে ছেঁকে ফেলে দিয়ে বারবার সার প্রয়োগ করে গাছকে সক্ত পোক্ত করে তুলি ,এতে করে আমার খুব ভালো ফসলো পাইনা আবার খরোচ অনেক বেশি হয়ে যাওয়ার ফলে অনেক চাষী চাষ ছেড়ে দিচ্ছেন , এই মাঠে কোন ধান চাষ করলে ফসলের উৎপাদন ভালো হবে এবং চাষী আবার মাঠে ফিরে আসবেন প্রসঙ্গকমে বলে রাখি আমরা অধিকাংশ চাষী 414 জাতের ধান চাষ করে থাকি । আপনার পরামর্শের অপেক্ষা থাকলাম ।
@samiranmalik963 жыл бұрын
Ph test experience is great sir 🙏🙏🙏
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই ,ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
@সুলতানমনসুর-ভ৪ঘ3 жыл бұрын
দাদা আপনার ভিডিও গুলো দেখতে ভালো লাগে প্রতিটা বিষয় আপনি খুবই সুন্দর ভাবে বুঝিয়ে বলেন দাদা নারকেল ও সুপারি গাছ ছোট থেকে ফল আসা অব্দি সময় লাগে ৫ থেকে ৭ বছর কিন্তু দাদা কিছু কিছু নারকেল ও সুপারি গাছ বড় হয়ে যখন ফল আসা শুরু হয় তখন দেখা যায় গাছের মধ্যে ছোট ছিদ্র হয় দিরে দিরে সেই ছিদ্র বড় হয়ে গাছ ভেংগে যায় এটা কেনো হয় আর প্রতিকার কি এই বিষয়টির উপর একটা ভিডিও বানানোর অনুরোধ রইল আশা করি অনুরোধ টা রাখবেন
@farmingadviseranathhalder75793 жыл бұрын
হ্যাঁ আমি নারকেলের রোগপোকা নিয়ে যখন আলোচনা করব তখন জানিয়ে দেবো
@সুলতানমনসুর-ভ৪ঘ3 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ ভাই আপনাকে
@ritamsarkar85263 жыл бұрын
Amazon ba flipkart a choto ph meter 600 - 700 takay pawa jacche..darun sikhlam sir
@Mahmudulhasaan19 күн бұрын
Jif sham ki sir bujte parlamna.. Ota ki. 1 ta. Shar naki? Onno kisu 🙏
@sumonrit33 Жыл бұрын
Very nice demonstration
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@knobinkumar90733 жыл бұрын
Asadharon anek din pore abar coment dilam.
@shibu7183 жыл бұрын
দারুন দাদা....বাংলাদেশ থেকে আপনার অতি সরল উপস্থাপনা দেখার জন্য আমার গ্রামের অনেক কৃষক আমি সন্ধ্যায় চা খেতে গেলেই আপনার বিশেষত সবজী চাষের ভিডিও দেখার বায়না গত দু দিন টিভিতে লাগিয়ে দেখাতে হয়েছে। আমার এলাকা বেগুন চাষের জন্য বিক্ষাত সাথে এ মৌসুমে টমেটো,ফুলকপি, সীম, লঙ্কা প্রচুর চাষ হয় কারন আমার এলাকায় ব্রহ্মপুত্র, ও যমুনা নদ ও নদী বিধৌত অন্চল পলি যুক্ত মাটিই বেশী কিছু নিম্ন ভূমি এখন শরিষা চাষএর প্রস্তুতি চলছে এগুলো মাথায় রেখে পলি যুক্ত মাটিতে কি করলে ভাল হয় বিশেষত রাসায়নিক সার ও কীটনাশক ব্যতিত এটা সরল ভাবে বুঝালে হয়তো বিষমুক্ত এ সব সবজী পাওয়া যাবে... ধন্যবাদ।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের ওখানে একবার যেতে পারলে খুব ভালো হয়। যাইহোক ওখানে কিন্তু আগে থেকে বলে রাখি জৈষ্ঠ্য মাসের শেষে অসময়ে ধনেপাতার চাষ করতেই হবে কারণ ওই মাটিতে খুব ভালো হবে। অসময়ে ধনেপাতা চাষ করে প্রচুর টাকা আয় করুন আমার এই ভিডিওটা চাষীদের দেখান ।শুধু অনুরোধ থাকলো । আশাকরি অনেক টাকা লাভ করতে পারবেন। আর সবজি চাষ করতে গেলে এলাকায় কোন সবজির চাহিদা বেশি সেটা করতে হবে। আগে সেটা জানতে হবে। তবে করোলা সব সময় চাষ করা যাবে। শসা ও সব সময় চাষ করা যাবে।আমাদের এখানে হলে আর কুড়ি দিন পরে অবশ্যই ভেন্ডি চাষ করতে বলতাম।বেশি লাভ হবে কারণ ওটা পৌষ মাসে বিক্রি হবে 70 থেকে 80 টাকা কেজি আমাদের এখানকার দাম ।জানিনা ওখানে কেমন হচ্ছে ওইটা কিন্তু খুব ভালো হবে বলে আমি মনে করি ।তাহলে করোলা শসা আর ভেন্ডি। শীতকালীন সবজি এখন ভরে যাবে বাজারে এখন শীতকালীন সবজির দিকে গেলে হবে না ওটা সময় চলে গেছে বেশি লাভ করতে গেলে যে কথাগুলো বলছি আমার মনে হয় ওইগুলো করলে ভালো হবে। আর অগ্রহায়ণ মাসে শীতকালীন ঝিঙে বীজ বুনতে হবে ।আমি বলতে চাচ্ছি সব সময় অসময়ে সবজি তুলতে হবে তাহলে কিন্তু ভালো বাজার পাওয়া যাবে।
@sandipandebnath54623 жыл бұрын
কাকু সাবধানে থাকবেন, আপনার থেকে অনেক শেখার আছে। টবের মাটিতে ph টা কিভাবে ও কি অনুপাতে দেবো একটু জানাবেন
@dipcanineunit15772 жыл бұрын
দারুন স্যার , খুব সুন্দর
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই, সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।
@raihanurrahman46853 жыл бұрын
অসাধারণ স্যার।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন। আর আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।
@subhenduchatterjee26643 жыл бұрын
নমস্কার, স্যার আপনাকে দেকলেই মনটা ভালো হয়ে যায়। এই রকম আরো সায়েন্টিফিক ভিডিও চাই। কতটা চাষী হতে পারবো জানিনা? চাষ সম্পর্কে কোনো তথ্য যেন আমার অজানা না থাকে। আপনার কাছ থেকে সবটুকু শিখতে চাই। আর আমার ঢেঁড়স ঔষধ টা বলবেন (বাটির মত পাতা কুঁকড়ে যাচ্ছে )খুব ভালো থাকুন সুস্থ থাকুন। এই ভাবে আমাদের শিক্ষা দিতে থাকুন। " জয় জোয়ান জয় কিষান "😄